Tag: international media

international media

  • Ahmedabad: বোয়িংকে আড়াল করতে গিয়ে আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় কাঠগড়ায় তোলা হচ্ছে পাইলটকে

    Ahmedabad: বোয়িংকে আড়াল করতে গিয়ে আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় কাঠগড়ায় তোলা হচ্ছে পাইলটকে

    মাধ্যম নিউজ ডেস্ক: বোয়িংকে আড়াল করতে গিয়ে আহমেদাবাদে (Ahmedabad) বিমান দুর্ঘটনার জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে পাইলটকে। অভিযোগ, একাধিক বিদেশি সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে বিকৃত করে উপস্থাপন করছে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক রিপোর্টকে। প্রসঙ্গত, মাসখানেক আগেই দুর্ঘটনার কবলে পড়েছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ (Air India Plane Crash)। এই দুর্ঘটনায় তদন্তের মুখে ত্রুটিপূর্ণ বাণিজ্যিক জেট নির্মাতা সংস্থা। অভিযোগ, তাকে আড়াল করতেই বিকৃত করা হচ্ছে রিপোর্ট।

    বিমান দুর্ঘটনার রিপোর্ট (Ahmedabad)

    ভারতের এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো ১২ জুনের দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়, যার মধ্যে মাটিতে থাকা ১৯ জনও ছিলেন। এই বিমানটি ছিল একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, যা আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়। বিমানবন্দরের কাছেই একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে বিমানটি।রিপোর্টে বলা হয়েছে, বিমানটি ১৮০ নট গতিবেগে পৌঁছতেই দুটি ইঞ্জিনই কাজ করা বন্ধ করে দেয়। ইঞ্জিন ১ এবং ইঞ্জিন ২–এর ফুয়েল কাটঅফ সুইচ একে অপরের এক সেকেন্ডের মধ্যে “রান” থেকে “কাটঅফ”-এ চলে যায়, যার ফলে জ্বালানির সরবরাহ বন্ধ হয়ে যায় এবং দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। এক মুহূর্তের জন্য ইঞ্জিনগুলি সচল হলেও, স্থিতিশীল হয়নি। তার জেরেই মাটিতে আছড়ে পড়ে বিমানটি (Ahmedabad)।

    বিকল হয়ে যায় ইঞ্জিন

    রিপোর্টে আরও বলা হয়েছে, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই সক্রিয় হয়ে যায় র‍্যাম এয়ার টারবাইন (এমন একটি যন্ত্র যা সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়)। এটি নিশ্চিত করে যে বিমানটি সম্পূর্ণভাবে বৈদ্যুতিক শক্তি ও ইঞ্জিন শক্তি হারিয়েছিল। এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চের আধিকারিকরা সাইট পরিদর্শন, ড্রোন ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সম্পন্ন করেছেন। দুটি ইঞ্জিনই একটি সুরক্ষিত হ্যাঙ্গারে সরানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ অংশগুলিকে ভবিষ্যৎ পরীক্ষার জন্য আলাদা করে রাখা হয়েছে। তদন্তে পাখির ধাক্কার সম্ভাবনাও বাতিল করা হয়েছে। কারণ ওড়ার (Air India Plane Crash) সময় ওই অঞ্চলে পাখির কোনও গতিবিধির রেকর্ড পাওয়া যায়নি। এসব খবর উপেক্ষা করেই পাইলটের ঘাড়ে দোষ চাপাচ্ছে বিদেশি কিছু সংবাদ মাধ্যম (Ahmedabad)।

  • Chandrayaan 3: আন্তর্জাতিক খবরের শিরোনামে ভারতের চন্দ্রাভিযান, অভিনন্দন বিশ্ব নেতাদের

    Chandrayaan 3: আন্তর্জাতিক খবরের শিরোনামে ভারতের চন্দ্রাভিযান, অভিনন্দন বিশ্ব নেতাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ৪০ দিনের যাত্রা শেষে বুধবারই চাঁদের দেশে পৌঁছেছে ল্যান্ডার বিক্রম (Chandrayaan 3)। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে অবতরণের এই কৃতিত্ব অর্জন করল ভারত। বুধবার সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে অবতরণ করে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। তারপরেই দেশজুড়ে শুরু হয় উদযাপন। চারিদিকে উৎসবের মেজাজ। দক্ষিণ আফ্রিকা থেকে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর অবতরণ দেখেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে দেশবাসীর উদ্দেশে ভাষণও দেন। ভারতের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। আন্তর্জাতিক খবরের শিরোনামে স্থান পেল ভারতের চন্দ্র অভিযান।

    অভিনন্দন জানিয়েছে নাসা

    নাসার মুখ্য প্রশাসক বিল নেলসন ভারতের এই সফল অভিযানে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে বিল নেলসন লেখেন, ‘‘ভারতকে অভিনন্দন চতুর্থ দেশ হিসেবে চাঁদে (Chandrayaan 3) অবতরণের জন্য।’’

    শুভেচ্ছা জানিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি

    ইউরোপিয়ান স্পেস এজেন্সির ডিরেক্টর জেনারেল জোসেফ অ্যাশবাচার ট্যুইট করে লেখেন, ‘‘অভিনন্দন ইসরো (Chandrayaan 3)! সমস্ত ভারতবাসীকে শুভেচ্ছা। আমি অভিভূত।’’

    ব্রিটেনের মহাকাশ গবেষণা সংস্থার ডিরেক্টর অনু ওঝা অভিনন্দন জানিয়েছেন। এদিন ট্যুইটে লেখেন, ‘‘অভিনন্দন ভারত! দক্ষিণ মেরুতে অবতরণের জন্য (Chandrayaan 3)।’’

    বিশ্বের নেতাদের অভিনন্দন বার্তা

    নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল চন্দ্র মিশনের সাফল্যের জন্য ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন, নিজের ট্যুইটার অ্যাকাউন্টে পুষ্প কমল দহল লেখেন, ‘‘চন্দ্র মিশনের (Chandrayaan 3) সাফল্যে আমি অভিনন্দন জানাচ্ছি প্রধানমন্ত্রী মোদিজিকে এবং ইসরোর টিমকে।’’ অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা। তিনি বলেন, ‘‘ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশ হিসাবে ভারতের এই সাফল্যে খুশি আমি।’’ শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের বিদেশ মন্ত্রী আবদুল্লা শাহিদ।

    বিশ্বের জনপ্রিয় সংবাদ সংস্থাগুলির খবরে ভারতের চন্দ্রাভিযান

    আমেরিকার জনপ্রিয় ওয়েবসাইট ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এ চন্দ্র অভিযানের খবর শিরোনামে স্থান পেয়েছে। সেখানে লেখা হয়েছে চন্দ্রপৃষ্ঠে (Chandrayaan 3) ভারতের সফল অভিযান নতুন অনেক দিক উন্মোচন করল। আমেরিকার অপর এক জনপ্রিয় সংবাদ সংস্থা ‘ওয়াশিংটন পোস্ট’’-এও ঠাঁই পেয়েছে ভারতের চন্দ্র অভিযান এবং সেখানকার শিরোনাম হল, ‘‘চন্দ্রপৃষ্ঠে (Chandrayaan 3) ভারতের সফট ল্যান্ডিং।’’ বিবিসি মিডিয়াতে স্থান পেয়েছে ভারতের চন্দ্র অভিযান। তারা লিখেছে, ‘‘ভারতের ঐতিহাসিক অভিযান সফল হল।’’ এর পাশাপাশি দক্ষিণ মেরুতে ভারতের এই অবতরণে খবর প্রকাশিত হয়েছে ইউরোপ মহাদেশের একাধিক দেশে। প্রতিবেশী পাকিস্তান রাষ্ট্রের খবরে শিরোনামে ঠাঁই পেয়েছে ভারতের চন্দ্র অভিযান। পাকিস্তানের ‘ডন’ পত্রিকা এবং ‘জিও নিউজ’ বলছে, ‘‘ভারত হল পৃথিবীর প্রথম দেশ, যারা দক্ষিণ মেরুতে অবতরণ করল।’’ অন্যদিকে চিনের ‘মর্নিং পোস্ট’-এও স্থান পেয়েছে ভারতের এই অভিযান। তাদের শিরোনাম হল, ‘‘পৃথিবীর প্রথম দেশ হিসেবে দক্ষিণ মেরুতে অবতরণ ভারতের (Chandrayaan 3)।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share