Tag: kolkata metro

kolkata metro

  • Metro App: কলকাতাবাসীর জন্য সুখবর! মেট্রো অ্যাপ এবার বাংলাতেও!

    Metro App: কলকাতাবাসীর জন্য সুখবর! মেট্রো অ্যাপ এবার বাংলাতেও!

    মাধ্যম নিউজ ডেস্ক: খুব শীঘ্রই বাংলা এবং হিন্দি ভাষায় মেট্রো রাইড কলকাতা অ্যাপ্লিকেশন চালু করতে চলেছে মেট্রো রেলওয়ে (Metro App)। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত, মোট ২,৪৮,৪৭০ জন যাত্রী গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছেন। এই অ্যাপটি সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম তৈরি করেছে। রেলওয়ের তরফে জানানো হয়েছে, ব্যবহারকারীদের মধ্যে এর ব্যাপক জনপ্রিয়তা দেখে আরও দুটি ভাষায় এটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    অতএব, যে যাত্রীরা ইংরেজিতে তেমন দক্ষ নন তারা এই অ্যাপের হিন্দি বা বাংলা সংস্করণ (Metro App) ব্যবহার করতে পারবেন। আশা করা হচ্ছে এই উদ্যোগ এই অ্যাপটিকে আরও সুবিধাজনক ও জনপ্রিয় করে তুলবে।

    গত বছরের ৫ মার্চ এই অ্যাপটি লঞ্চ করে মেট্রোরেল কর্তৃপক্ষ। যাত্রীদের তাদের স্মার্ট কার্ড রিচার্জ করতে বা একটি অ্যাপের মাধ্যমে কিউআর-কোড ভিত্তিক টিকিট বুক করতে এই অ্যাপটি ব্যবহার করে থাকেন যাত্রীরা। ফলে খুব সহজেই মেট্রো স্টেশনে দীর্ঘ লাইন এড়ানো যায়।

    মেট্রো স্টেশনগুলিতে মেট্রো কর্মীরা এই নতুন অ্যাপ সম্পর্কে প্রায়ই প্রচার (Metro App) করে থাকেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমেও অ্যাপটির প্রচার চালানো হয়। অ্যাপের মাধ্যমে স্মার্ট কার্ড রিচার্জ করার প্রক্রিয়া মেট্রোয় শুরু হয়েছিল বছর দুয়েক আগেই। তবে প্রথম তৈরি অ্যাপটির নানা সীমাবদ্ধতা থাকায় সেটি বাতিল করে পরে মেট্রো রাইড কলকাতা নামে অ্যাপ চালু করা হয়। স্টেশনে বুকিং কাউন্টারের সংখ্যা হু হু করে কমতে থাকায় সম্প্রতি ওই অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে যাত্রীদের উৎসাহিত করতে মেট্রোর পক্ষ থেকে প্রচারে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, যাত্রীদের সমস্যা থেকে শিক্ষা নিয়ে নতুন অ্যাপের ব্যবহার আরও সরল করতে নিরন্তর চেষ্টা চালানো হচ্ছে বলে মেট্রো সূত্রের খবর।

    আরও পড়ুন: পাকিস্তানের মাটিতে জঙ্গি হানা, সরকারকেই দায়ী করলেন ভেঙ্কটেশ প্রসাদ

    যাত্রীদের লেনদেন সংক্রান্ত ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রেখে ব্যবহারের সুযোগ আরও প্রসারিত করতে (Metro App) অ্যাপটিকে ওটিপি নির্ভর করা হয়েছে। অ্যাপ থেকে স্মার্ট কার্ডের ব্যালান্স জানা ছাড়াও শেষ বার কোথায়, কখন সেটি ব্যবহার হয়েছে সেই তথ্যও মেলে। একই অ্যাপ থেকে একাধিক স্মার্ট কার্ড রিচার্জ করার সুবিধা রয়েছে। অ্যাপে ট্রেনের সময়, গুগল ম্যাপে স্টেশন দেখার সুযোগ রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Recruitment: শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ করবে কলকাতা মেট্রো, জানুন বিস্তারিত

    Recruitment: শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ করবে কলকাতা মেট্রো, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারী প্রতিষ্ঠানে চাকরির জন্যে যারা অপেক্ষা করছেন তাদের জন্যে সুখবর। শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ (Recruitment) করতে চলেছে কলকাতা মেট্রো রেল। মঙ্গলবার বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে, মেট্রো রেল। ২০২৩-২৪ বর্ষের জন্য শিক্ষানবিশ নিয়োগ করা হবে। ১২৫টি শূন্যপদে নিয়োগ করা হবে কর্মী। মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে।   

    ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে, ফিলআপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে (Recruitment)। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। কাজের ক্ষেত্র হবে কলকাতা।

    এই বিষয়ে কিছি বিশেষ তথ্য জেনে নিন, 

    মোট শূন্যপদ: ১২৫

    ফিটার ৮১

    ইলেকট্রিশিয়ান ২৬

    মেশিনিস্ট ৯

    ওয়েল্ডার ৯

    শিক্ষাগত যোগ্যতা 

    কলকাতা মেট্রোর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীকে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও এনসিভিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অ্যাপ্রেন্টিসদের নিয়োগ করা হবে।

    আরও পড়ুন: মহাকাশ থেকে কেমন দেখায় তিলোত্তমাকে? কলকাতার নতুন ছবি প্রকাশ বিজ্ঞানীদের

    বয়স সীমা 

    বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীর বয়স ন্যূনতম ১৫ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর হতে হবে। ওবিসি প্রার্থীরা বয়সে ৩ বছর, এসসি, এসটি প্রার্থীরা ৫ বছর, বিশেষভাবে সক্ষম (সাধারণ) প্রার্থীরা ১০ বছর, বিশেষভাবে সক্ষম ওবিসি প্রার্থীরা ১৩ বছর, বিশেষভাবে সক্ষম এসসি/এসটি প্রার্থীরা ১৫ বছর ছাড় পাবেন।  

    আবেদন ফি

    সাধারণ প্রার্থীদের: ১০০ টাকা

    সংরক্ষিত প্রার্থীদের ফি দিতে হবে না 

    কীভাবে ফি জমা দেবেন? 

    ডিমান্ড ড্রাফ্ট

    নির্বাচন প্রক্রিয়া

    ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল ফিটনেস, ইন্টারভিউ

    স্টাইপেন্ড 

    প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। 

    কীভাবে আবেদন করবেন?

    • প্রথমে apprenticeshipindia.org -এ নিজের নাম রেজিস্টার করতে হবে।
    • এবার ওই ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে ফিলআপ করতে হবে। 
    • আবেদনকারীকে ৬ মার্চের আগে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় নথি সহ আবেদনপত্র পাঠাতে হবে। 
    • সমস্ত তথ্য ভালো করে দেখে তবে পাঠাবেন।
    • এরপর বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাটে আবেদনপত্র-সহ সমস্ত প্রয়োজনীয় নথি পাঠাতে হবে মেট্রো রেলের ডেপুটি চিফ পার্সোনেল অফিসারের অফিসে। ঠিকানাটি হল- ৩৩/১, জওহরলাল নেহরু রোড, মেট্রো রেল ভবন, কলকাতা-৭০০০৭১ ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Kolkata Metro: চলতি বছরেই গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো! চালু হবে আরও পাঁচটি নতুন রুট

    Kolkata Metro: চলতি বছরেই গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো! চালু হবে আরও পাঁচটি নতুন রুট

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরে কলকাতাবাসী জন্য আসছে আরও সুখবর। সূত্রের খবর, চলতি বছরেই একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে চলেছে কলকাতা মেট্রো। সম্প্রতি বাজেটে বিপুল অর্থ বরাদ্দ হয়েছে কলকাতার মেট্রো প্রকল্পের জন্য। ২০২৩-২৪ অর্থবর্ষে কলকাতা মেট্রোর জন্য ৩২২০.২৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। গত বছরের বাজেট প্রস্তাবের তুলনায় ১৬৪.৭৭ শতাংশ বেশি। মেট্রো রেল সূত্রে খবর, এই বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া ময়দানের সঙ্গে এসপ্ল্যানেড যুক্ত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। শুধু এই একটি কাজই নয়, চলতি বছরে পাঁচটি বড় মেট্রো প্রকল্প চালু হয়ে যাবে। সোমবার এমনটাই জানিয়েছেন, কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। কোন কোন মেট্রো শুরু হতে চলেছে দেখে নিন।

    হেমন্ত মুখোপাধ্যায় থেকে বিমানবন্দর

    রাজারহাট মেট্রো প্রকল্প (কমলা লাইন) হয়ে নিউ গড়িয়ার হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন বা রুবি ও নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পথ ইতিমধ্যেই রেলওয়ে সেফটি কমিশনার পরীক্ষা করেছেন। খুব শীঘ্রই এই মেট্রো শুরু হতে চলেছে।

    নোয়াপাড়া-বারাসাত

    নোয়াপাড়া-বারাসত রুটেও নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা অক্টোবর মাসেই চালু করা যাবে বলে আশাবাদী কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এর ফলে উত্তর শহরতলি মানুষদের কলকাতায় আসা আরও দ্রুত হয়ে যাবে। কলকাতা শহরের মূল কেন্দ্রে পৌঁছতে এই এলাকার যাত্রীদের বর্তমানে চরম যানজট, অত্যধিক সময়, এবং অনেক সমস্যায় পড়তে হয়।

    আরও পড়ুন: কবি সুভাষ থেকে রুবি, নতুন লাইনে মেট্রো চলবে চলতি মাসেই! জুড়ে যাবে দুটি ভিন্ন লাইন

    সল্টলেক সেক্টর ৫ থেকে সেক্টর ২

    চলতি বছরের অক্টোবরেই সল্টলেক সেক্টর ২ থেকে সেক্টর ৫ পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। ফলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরতরা খুব সহজেই যাতায়াত করতে পারবে। শিয়ালদা দক্ষিণ শাখার যাত্রীরা সবথেকে বেশি উপকৃত হবেন।

    শিয়ালদা থেকে হাওড়া ময়দান

    বহু প্রতীক্ষিত শিয়ালদহ-হাওড়া ময়দান মেট্রো পরিষেবাও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চালু হয়ে যাবে। এই রুট চালু হয়ে গেলে গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো। এটিই দেশে প্রথম নদীর নীচ দিয়ে মেট্রো চলবে। শহরতলী থেকে আসা যাত্রীরা এসপ্ল্যানেড, শিয়ালদহ বা সল্টলেকের মত জায়গায় দ্রুত এবং খুব সহজেই পৌঁছতে পারবেন।

    জোকা থেকে মাঝেরহাট

    কিছুদিন আগেই জোকা-তারাতলা রুটের মেট্রো পরিষেবা চালু হয়ে গিয়েছে। ওই রুটের কাজ তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারণ হয়ে যাবে অক্টোবরের মাসের মধ্যেই।

  • Kolkata Metro: কবি সুভাষ থেকে রুবি, নতুন লাইনে মেট্রো চলবে চলতি মাসেই! জুড়ে যাবে দুটি ভিন্ন লাইন

    Kolkata Metro: কবি সুভাষ থেকে রুবি, নতুন লাইনে মেট্রো চলবে চলতি মাসেই! জুড়ে যাবে দুটি ভিন্ন লাইন

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতাবাসীর জন্য ফের এক সুখবর! চলতি মাসেই কলকাতায় যাতায়াতের পথ আরও মসৃণ হতে চলেছে। ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে রুবি-নিউ গড়িয়া মেট্রো পরিষেবা। চলতি মাসেই পরিষেবা শুরুর জন্য মঙ্গলবার রেলের সবুজ সঙ্কেত মিলেছে। কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে মঙ্গলবারই অনুমতি মিলেছে। তার পরই ওই শাখায় মেট্রো পরিষেবা চালুর তোড়জোড় শুরু হয়ে গেল। শীঘ্রই উদ্বোধনের দিনক্ষণ ঠিক করা হবে বলে কলকাতা মেট্রো রেল সূত্রে খবর।

    রুবি-কবি সুভাষ মেট্রো

    গত মাসের ৩০ তারিখ কলকাতা মেট্রোর লাইন ৬ (অরেঞ্জ লাইন) এর প্রথম দফার অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত সেকশনের ইন্সপেকশন করেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার সার্কেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি, শ্রী শুভময় মিত্রের নেতৃত্বে এই ইন্সপেকশন সংঘটিত হয়েছিল। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) মেট্রো স্টেশনের মধ্যে মোট ৫ টি স্টেশনকে চালু করা হতে চলেছে। প্রাথমিক দফায় আপাতত এই প্রথম সাড়ে পাঁচ কিলোমিটার রেলপথে কোনো সিগনালিং ব্যবস্থা না থাকার জন্য জোকা তারাতলা লাইনের মতই “ওয়ান রেক সার্ভিস” চলবে। একটি রেকই যাতায়াত করবে রুবি থেকে কবি সুভাষের মধ্যে। একবার কবি সুভাষ থেকে ছেড়ে রুবি পৌঁছে ফের রুবি থেকে কবি সুভাষ ফিরবে ওই রেকটি।

    রুবি-নিউ গড়িয়ার মধ্যে ৫টি স্টেশন থাকবে। সত্যজিৎ রায় (হাইল্যান্ড পার্ক), জ্যোতিরিন্দ্র নন্দী (মুকুন্দপুর) ও কবি সুকান্ত (কালিকাপুর)। আপাতত প্রান্তিক স্টেশনদুটি হল কবি সুভাষ (নিউ গড়িয়া) ও হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)। এই শাখায় এখনও ভাড়া ঠিক করা হয়নি।

    নিউ গড়িয়া – রুবি মেট্রো ও দক্ষিণেশ্বর – নিউ গড়িয়া মেট্রোয় সংযুক্ত টোকেন পরিষেবা চালু করা হবে। অর্থাৎ কেউ রুবি থেকে দক্ষিণেশ্বর যেতে চাইলে তাঁকে নিউ গড়িয়ায় নেমে আর টোকেন সংগ্রহ করতে হবে না। রুবি থেকেই পাওয়া যাবে দক্ষিণেশ্বরের টোকেন। একই প্ল্যাটফর্মে ২ দিকে আসবে ২টি ট্রেন।

    রুবি – নিউ গড়িয়া মেট্রো পরিষেবার হাত ধরে এই প্রথম কলকাতা মেট্রোয় ‘ইন্টিগ্রেটড টিকেটিং সিস্টেম’ চালু করা হচ্ছে। এই প্রথম শহরের দু’টি আলাদা মেট্রোপথ একটি স্টেশনের মাধ্যমে কাছাকাছি আসবে। কলকাতার উত্তর-দক্ষিণ (নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর, যাকে ব্লু লাইন বলা হয়) মেট্রো এবং নিউ গড়িয়া-রুবি মেট্রো (অরেঞ্জ লাইন) জুড়ে যাবে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ স্টেশনের মাধ্যমে। ফলে এতে শহরবাসীর সময় বাঁচবে ও কোনও সমস্যাও হবে না। কলকাতার দক্ষিণের বাসিন্দারা এর ফলে বিশেষ উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

  • Kolkata Metro: গঙ্গার নিচে মেট্রো টানেলের কাজ প্রায় শেষ, ৫২০ মিটার পথ পেরোনো যাবে ৪৫ সেকেন্ডে

    Kolkata Metro: গঙ্গার নিচে মেট্রো টানেলের কাজ প্রায় শেষ, ৫২০ মিটার পথ পেরোনো যাবে ৪৫ সেকেন্ডে

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েকদিনের অপেক্ষা। আর কয়েক দিনের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর আন্ডার ওয়াটার টানেলের উদ্বোধন হয়ে যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে কাজ প্রায় শেষের দিকে, একটি দূর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী হতে এবার যাত্রীরা কাউন্টডাউন শুরু করে দিতে পারে। ১২০ কোটি টাকা ব্যায় গঙ্গার তলা দিয়ে তৈরি হয়েছে এই সুড়ঙ্গপথটি। গঙ্গার তলায় সুড়ঙ্গ পথের দৈর্ঘ্য ৫২০ মিটার। এই দূরত্ব মেট্রো রেলে করে পার হতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। 

    ইস্ট ওয়েস্ট মেট্রোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল দেশের প্রথম আন্ডার ওয়াটার টানেল। টানেওটি ইউরোস্টারের লন্ডন-প্যারিস করিডোরের ভারতীয় সংস্করণ। গঙ্গার তলদেশ থেকে ১৩ মিটার নীচে আর ভূমি স্তর থেকে ৩৩ মিটার নীচে রয়েছে এই টানেল। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের অংশ- পূর্বে সল্টলেক সেক্টর ফাইড এর আইটি হাব থেকে নদীর ওপারে হাওড়া ময়দান পর্যন্ত যাত্রা।

    ইতিমধ্যেই শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হয়ে গিয়েছে। আর কয়েক দিন পর থেকেই নদীর নিচ দিয়ে হুশ করে পৌঁছে যাওয়া যাবে হাওড়ায়। নুমান করা হচ্ছে, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে টানেল তৈরির কাজ শেষ হয়ে যাবে।

    আরও পড়ুন: কো-অর্ডিনেশন বৈঠকে বসছে আরএসএস, জানুন কবে, কোথায় 

    ইস্ট-ওয়েস্ট মেট্রোর লাইন তৈরি করতে গেলে, গঙ্গার নিচে টানেল তৈরিই ছিল একমাত্র উপায়। তাই এই পথেই হাঁটতে হয় মেট্রো কর্তৃপক্ষকে। হাওড়া থেকে শিয়ালদহ যেতে কম করে  ১ ঘন্টা লেগে যায় এই মুহূর্তে। এই নতুন মেট্রো রুট চালু হয়ে গেলে এই যাতায়াত অনেকটাই সহজ হবে। কিন্তু মেট্রো রেল পরিষেবা চালু হলে প্রায় ৪০ মিনিট সময় কমে যাবে। 

    টানেলের নির্মাণ কাজ প্রায় হয়ে গিয়েছে। করিডোরের এসপ্ল্যানেড ও শিয়ালদহের মধ্যে আড়াই কিলোমিটার মেট্রো পথ তৈরির হওয়ার পরেই এটি চালু হবে। আগামী বছর ডিসেম্বর মাসে এই মেট্রো পথ চালু হবে বলেও আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতার মেট্রো রেল কর্পোরেশনের জেনারেল ম্যানেজার শৈলেশ কুমার বলেন, “ইস্ট ওয়েস্ট করিডোরের জন্য টানেলটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ ছিল। আবাসিক এলাকা, অন্যান্য প্রযুক্তিগত সমস্যার পাশাপাশি নদীর তলদেশ দিয়ে যাত্রাপথ তৈরি করা জরুরি ছিল। তিনি আরও বলেছেন হাওড়া-শিয়ালদহের মধ্যে এই মেট্রো রুট দিয়ে যাতায়াত করতে এখন প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। এই মেট্রো পরিষেবা চালু হলে হাওড়া ও শিয়ালদ দুই দিকেই যানজট অনেকে কমে যাবে। গঙ্গার তলাদিয়ে সুড়ঙ্গ পথ পার হতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kolkata Metro: ৩০ তারিখ উদ্বোধন হচ্ছে জোকা মেট্রো, কবে থেকে পরিষেবা পাবেন যাত্রীরা?

    Kolkata Metro: ৩০ তারিখ উদ্বোধন হচ্ছে জোকা মেট্রো, কবে থেকে পরিষেবা পাবেন যাত্রীরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। কিছুদিনের মধ্যেই বহু প্রতীক্ষিত জোকা মেট্রো (Kolkata Metro) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোকা–তারাতলা মেট্রো প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রীও। এর আগে গত ২৪ ডিসেম্বর মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরার উপস্থিতিতে জোকা ও তারাতলার মধ্যে মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর সকলা সাড়ে ১০টার সময় হাওড়া স্টেশন থেকেই ভার্চুয়ালি জোকা মেট্রোর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। তবে সেদিন যাত্রীদের জন্যে চলবে না মেট্রো। আগামী সোমবার অর্থাৎ ২ জানুয়ারি থেকে পরিষেবা পাবেন যাত্রীরা।

    প্রতীক্ষার অবসান

    দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার অবসান। যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে বেহালাবাসীর জন্যে। মেট্রো (Kolkata Metro) পেতে চলেছে বেহালাবাসী। নিজে কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন এই মেট্রো রুটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

    আরও পড়ুন: বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযানে বাজেয়াপ্ত ১৭,০০০ ইয়াবা ট্যাবলেট, গ্রেফতার ১

    ওয়ান ট্রেন সিস্টেমে জোকা-তারাতলা রুটে মেট্রো (Kolkata Metro) চলবে। অর্থাৎ জোকা থেকে মেট্রো ছেড়ে তা তারাতলায় পৌঁছে ফের জোকায় ফিরবে। তাই একবার ট্রেন মিস করলে পরের ট্রেনের জন্যে অপেক্ষা করতে হবে ৩০-৪০ মিনিট। সিগন্যালিংয়ের কাজ শেষ হলে দুই দিকে একসঙ্গে পরিষেবা পাওয়া যাবে।  

    আপাতত জোকা-তারাতলা (Kolkata Metro) রুটে সর্বোচ্চ ভাড়া হবে ২০ টাকা। সর্বনিম্ন ভাড়া হবে ৫ টাকা। জোকা থেকে ঠাকুরপুকুর যেতে ভাড়া লাগবে ৫ টাকা। জোকা থেকে সখের বাজার এবং বেহালা চৌরাস্তার ভাড়া হতে পারে ১০ টাকা। জোকা থেকে বেহালা বাজার এবং তারাতলার ভাড়া হতে পারে ২০ টাকা। এই রুটের উদ্বোধন হয়ে গেলে শুরু হবে মেট্রো চলাচল। জোকা থেকে ঠাকুরপুকুর, সখের বাজার, বেহালা চৌরাস্তা এবং বেহালা বাজার পেরিয়ে দ্রুত যাত্রীরা পৌঁছে যাবেন তারাতলায়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share