Tag: Ladakh

Ladakh

  • New Weatherman:কাশ্মীরের ‘ওয়েদার-ম্যান’২১ বছরের ফইজান

    New Weatherman:কাশ্মীরের ‘ওয়েদার-ম্যান’২১ বছরের ফইজান

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির মতোই প্রতিনিয়ত পট পরিবর্তন করে সেখানকার আবহাওয়া। তাই পরিবার বা বন্ধুদের সঙ্গে পহেলগাঁও ঘুরতে যান আর মধুচন্দ্রিমার জন্য বেছে নিন গুলমার্গ, যা-ই করুন আগে থেকে কাশ্মীরের আবহাওয়া সম্পর্কে সঠিক তথ্য জেনেই টিকিট কাটুন। ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে গিয়ে কাশ্মীরের নতুন ‘ওয়েদার ম্যান’ ফইজান আরিফ কেঙ্গের পেজ ‘কাশ্মীর ওয়েদার’এ গিয়ে খোঁজ নিয়ে দেখুন সেখানকার আবহাওয়া সম্পর্কে পেয়ে যাবেন সঠিক তথ্য।
    শ্রীনগরের কাছে নোয়াকাদাল অঞ্চলের বাসিন্দা ২১ বছরের ফইজান ২০১৮ সাল থেকে আবহাওয়া নিয়ে গবেষণা চালাচ্ছে। ছোট থেকেই আকাশে মেঘ-বৃষ্টির খেলা দেখতে ভালবাসতেন ফইজান। দেখতেন বিদ্যুতের ঝলকানি, রোদ-ছায়ার লুকোচুরি। বিভিন্ন চ্যানেলে আবহাওয়ার খবর শোনা ছিল তাঁর শখ। নানা পত্র-পত্রিকায় পড়তেন আবহাওয়ার খবর।  প্রতিদিন দিনে তিন ঘণ্টা কাশ্মীরের আবহাওয়া নিয়ে গবেষণা করেন ফইজান। তাই উপত্যকার জলবায়ু সম্পর্কে তাঁর ভবিষ্যত বাণী এখন প্রায় ফলেই যায়। 
    কাশ্মীরের আবহাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর পেজের ফলোয়ার এক লাখের উপর। রাজনৈতিক নেতা, সরকারি কর্মচারী, অভিনেতা, খেলোয়াড়, সাংবাদিক সবাই রয়েছে তাঁর ফলোয়ারের তালিকায়। মোটামুটি ছয় থেকে আটদিন আগের আবহাওয়া নিয়ে সঠিক তথ্য দেন ফইজান।
    একসময় আবহাওয়া নিয়ে আগাম বার্তা দেওয়া তাঁর প্যাশন ছিল। এখন এবিষয় নিয়েই পড়াশোনা করছেন কাশ্মীরের এই যুবক। মেটেরোলজি নিয়েই এমএসসি করতে চান ফইজান। এখন লখনউয়ের অ্যামিটি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সের ছাত্র তিনি। আবহাওয়া নিয়ে আমাদের দেশে আরও বেশি করে গবেষণা হোক চান তিনি। ফইজান মনে করেন, আবহাওয়া নিয়ে মানুষের সচেতনতা বাড়াতে পারলে নানান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা সহজ হয়ে যাবে। কিস্তওয়ারে মেঘ-ভাঙা বৃষ্টি হোক বা ২০১৮ সালে কাশ্মীরে আগাম তুষারপাত আবহাওয়া নিয়ে সচেতন হলে সবই সামলে নেওয়া যায় বলে অভিমত তাঁর। জম্মু-কাশ্মীর, লাদাখ, পশ্চিম ভারতের আবহাওয়া নিয়ে বিস্তর পড়াশোনা করাই এখন ফইজানের একমাত্র ইচ্ছে।  

  • Chinese hackers: উত্তর ভারতের ৭টি পাওয়ার গ্রিডে সাইবার হানা চিনা হ্যাকারদের, কতটা ক্ষতি? পড়ুন বিস্তারিত রিপোর্ট

    Chinese hackers: উত্তর ভারতের ৭টি পাওয়ার গ্রিডে সাইবার হানা চিনা হ্যাকারদের, কতটা ক্ষতি? পড়ুন বিস্তারিত রিপোর্ট

    নয়াদিল্লি:  ভারতে ফের সাইবার হানা (cyber attack) দেওয়ার অভিযোগ উঠল চিনা হ্যাকারদের (chinese hackers) বিরুদ্ধে। এবার তাদের টার্গেট উত্তর ভারতের পাওয়ার গ্রিড (power grid)। সম্প্রতি, এই মর্মে একটি রিপোর্ট পেশ করেছে রেকর্ডেড ফিউচার (Recorded Future) নামে একটি সাইবার বিশেষজ্ঞ গোয়েন্দা সংস্থা। 

    ওই রিপোর্টে বলা হয়েছে, গত কয়েক মাসে ভারতে সাইবার হানা চালিয়েছে চিনা হ্যাকারদের দল। সংস্থার দাবি, উত্তর ভারতের অন্তত সাতটি “লোড ডিসপ্যাচ” কেন্দ্রে ওই হানা চালানো হয়েছে। ওই পাওয়ার গ্রিডগুলি গোটা উত্তর ভারতের, বিশেষ করে লাদাখে (Ladakh) ভারত-চিন সীমান্ত (India China border) লাগোয়া অঞ্চলের গ্রিড নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ বিতরণের দায়িত্বপ্রাপ্ত।  

    ওই রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক অতীতে একটি কেন্দ্রে হ্যাক করেছিল “রেড একো” (RedEcho) নামে চিনা হ্যাকারদের একটি গোষ্ঠী। রিপোর্টে সংস্থার দাবি, এই গোষ্ঠীর সঙ্গে আরেকটি চিনা হ্যাকার-গোষ্ঠীর অনেক মিল রয়েছে, যাদের সঙ্গে চিনা প্রশাসনের যোগাযোগ রয়েছে বলে দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র। 

    ওই সংস্থার দাবি, ভারতের এই বিদ্যুৎ কেন্দ্রগুলির পরিকাঠামো, পরিধি ও কার্যপ্রক্রিয়া সম্পর্কিত তথ্য হাতানোই ছিল চিনা হ্যাকারদের মূল উদ্দেশ্য। সংস্থার আরও দাবি, এই হ্যাকিংয়ের ফলে ওই বিদ্যুৎ কেন্দ্রগুলির আর্থিক ক্ষতির সম্ভাবনা ক্ষীণ। রিপোর্টে আরও বলা হয়েছে, বিদ্যুতের গ্রিডগুলির তথ্য হাতানোর পাশাপাশি, হ্যাকাররা ভারতের জাতীয় এমার্জেন্সি রেসপন্স সিস্টেম (power grid emergency response system) বা জরুরি পরিষেবা ব্যবস্থা ও বহুজাতিক পণ্য সরবরাহ সংস্থার ক্ষতি করার চেষ্টাও করে। 

    সংস্থাটি জানিয়েছে, “ট্যাগ-৩৮” (TAG-38) নামের ওই হ্যাকারদের গোষ্ঠী “শ্যাডো প্যাড” (ShadowPad) নামের একটি ম্যালিসিয়াস সফ্টওয়ার (malicious software) ঢুকিয়ে সিস্টেমের ক্ষতি করার চেষ্টা চালায়। অতীতে, এই ম্যালওয়ারটির (malware) সঙ্গে চিনের পিপলস লিবারেশন আর্মি (Chinese People’s Liberation Army) ও সেদেশের অভ্যন্তরীণ মন্ত্রকের (Chinese Ministry of State Security) যোগসাজসের অভিযোগ উঠেছে। 

    এই অভিযোগ নিয়ে কোনও মতামত জানাতে রাজি হয়নি চিনা বিদেশমন্ত্রক (Chinese Ministry for Foreign Affairs)। তবে, অতীতে তাদের বিরুদ্ধে ওঠা হ্যাকিংয়ের যে কোনও ধরনের অভিযোগ খারিজ করেছে বেজিং।

     

LinkedIn
Share