Tag: lok sabha speaker

  • Khagen Murmu: ভেঙেছে চোখের নীচের হাড়, অস্ত্রোপচার হবে খগেন মুর্মুর, রাজ্যের রিপোর্ট তলব লোকসভার স্পিকারের

    Khagen Murmu: ভেঙেছে চোখের নীচের হাড়, অস্ত্রোপচার হবে খগেন মুর্মুর, রাজ্যের রিপোর্ট তলব লোকসভার স্পিকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাংসদ বিজেপির (BJP) খগেন মুর্মু (Khagen Murmu)। আক্রান্ত হয়েছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষও। সাংসদের ওপর হামলার ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। রাজ্য অবিলম্বে রিপোর্ট না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে। শিলিগুড়িতে সংসদ বিষয়কমন্ত্রী কিরণ রিজিজু বলেন, “আমাদের লোকসভার স্পিকারের ওপরেও ঘৃণ্য হামলা হয়েছে। নোটিশ পাঠানো হয়েছে। রাজ্য রিপোর্ট দিতে দেরি করলে প্রিভিলেজ অ্যাকশন নেওয়া হবে। নিয়ম অনুযায়ী তদন্ত হবে।” তিনি বলেন, “কেবল সাংসদ-বিধায়কের বিষয় নয়, প্রত্যেক নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভারতে আইন আছে। সেই আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ যদি কারও ওপর হামলা চালায়, দাদাগিরি করে, তাহলে তো পদক্ষেপ করতেই হবে।”

    চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে (Khagen Murmu)

    জানা গিয়েছে, খগেন মুর্মুর চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে। অস্ত্রোপচার করতে হবে। তিনি ভর্তি রয়েছেন শিলিগুড়ির বেসরকারি হাসপাতালের আইসিইউতে। তবে এখানেই অস্ত্রোপচার হবে নাকি তাঁকে দিল্লির এমস হাসপাতালে নিয়ে যাওয়া হবে, সেটা এখনও নির্ধারিত হয়নি। যেহেতু চোখের নীচের হাড় ভেঙেছে, সেক্ষেত্রে চোখের মণি কিংবা তার আশপাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, সেটাই খতিয়ে দেখতে চাইছেন চিকিৎসকরা। জখম সাংসদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সাংসদের সঙ্গে কথাও বলেন তিনি।

    শুভেন্দুর বক্তব্য

    রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারী বলেন, “ওই হামলায় বড় ক্ষতি হয়ে গিয়েছে সাংসদ খগেন মুর্মুর। তাঁর চোখের নীচের (Khagen Murmu) অংশের একটি হাড় ভেঙে গিয়েছে বলেই আমায় জানিয়েছেন চিকিৎসকরা।” তিনি বলেন, “ওঁর অবস্থা খুব গুরুতর। চোখের নীচের অংশের একটা হাড় ভেঙে গিয়েছে। চিকিৎসকরা বললেন, অস্ত্রোপচার করতে হবে। ওই অংশটা খুবই গুরুত্বপূর্ণ।” হাসপাতাল সূত্রে (BJP) খবর, এদিন বেশ কয়েকটি পরীক্ষা করানো হবে জখম হওয়া বিজেপি সাংসদের। উপস্থিত থাকবেন চিকিৎসকদের একটি দলও। খগেনের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বিজেপির রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্বের। তাঁরাই চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে অস্ত্রোপচারের জন্য হাসপাতাল নির্বাচন করবেন। জানা গিয়েছে, শিলিগুড়ির ওই বেসরকারি হাসপাতালের পরিবর্তে খগেনকে দিল্লির এইমসেও নিয়ে যাওয়া হতে পারে।

    শঙ্কর ঘোষের অবস্থার উন্নতি

    এদিকে, জখম বিধায়ক শঙ্কর ঘোষ অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলেই হাসপাতাল সূত্রে খবর। সোমবার রাতেই শুভেন্দু জানিয়ে দিয়েছিলেন, শঙ্কর ঘোষ ‘আউট অফ ডেঞ্জার’। মঙ্গলবার তাঁর একটি এমআরআই পরীক্ষা হওয়ার কথা। তারপর কবে তাঁকে ছাড়া হবে, সে সংক্রান্ত সিদ্ধান্তও নিতে পারেন চিকিৎসকরা (Khagen Murmu)। এদিকে, জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপির দুই জনপ্রতিনিধির ওপর হামলার ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও, এখনও গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের (BJP)। ইতিমধ্যেই ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি। ওই ঘটনায় পদ্মশিবির কাঠগড়ায় তুলেছে তৃণমূলকে। তার পরেও এখনও অধরা অভিযুক্তরা।

    অসুস্থ রাজ্যপাল

    প্রসঙ্গত, সোমবার দুপুরে দুর্যোগ কবলিত নাগরাকাটায় একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বামনডাঙায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়েন দুজন। লাঠি, জুতো নিয়ে তাঁদের ওপর চড়াও হন কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে ছোড়া হয় বলে অভিযোগ। তাতেই গুরুতর চোট পান দুজনে। এই ঘটনায় ইতিমধ্যেই বিজেপির তরফে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার পরেও গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের (Khagen Murmu)। এদিকে, রাজ্যপালের এদিনের কর্মসূচি অনুযায়ী, ময়নাগুড়িতে বন্যা ও বৃষ্টিবধ্বস্ত এলাকা পরিদর্শন করার কথা ছিল। কথা ছিল সাধারণ মানুষের সঙ্গে কথা বলারও। তবে আচমকা অসুস্থ হয়ে পড়ায় সেই সফর বাতিল করতে হয়েছে তাঁকে। ঠিক কী কারণে রাজ্যপাল অসুস্থ হয়ে পড়েছেন, তা নিয়ে রাজভবনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি (BJP)।

    উল্লেখ্য যে, চলতি বছরের এপ্রিল মাসে হার্টে ব্লকেজ ধরা পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা ২৩ দিন চিকিৎসাধীন থাকার পর মে মাসে হাসপাতাল থেকে রাজভবনে ফিরেছিলেন তিনি। সেবার প্রথমে তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হলেও, পরে বাইপাশের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন রাজ্যপাল (Khagen Murmu)।

LinkedIn
Share