Tag: middleman Prasanna Roy

  • ED Raids: নজরে এসএসসির ‘মিডলম্যান’ সেই প্রসন্ন, ইডির হানা পুরুলিয়াতেও, ১০০ কোটির লেনদেনের অভিযোগ

    ED Raids: নজরে এসএসসির ‘মিডলম্যান’ সেই প্রসন্ন, ইডির হানা পুরুলিয়াতেও, ১০০ কোটির লেনদেনের অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের (Prasanna Roy) শ্বশুরবাড়িতেও হানা দিয়েছে ইডি। সোমবার সকালে পুরুলিয়ার নিমটাঁড় এলাকায় ইডির (ED Raids) একটি দল তল্লাশি অভিযান চালাতে যায়। অভিযোগ, কয়েক বছর আগে প্রসন্ন রায়ের শ্বশুরবাড়ির তিন বোন একসঙ্গে প্রাথমিকে চাকরি পেয়েছিলেন। তাঁদের মধ্যে দু’জন সম্পর্কে প্রসন্নের শ্যালিকা হন। স্থানীয়দের মতে, ওই নিয়োগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই প্রসন্নের শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কথা বলছে ইডি। প্রসন্ন রায় বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। একসময় রংমিস্ত্রি হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। কিন্তু বর্তমানে তাঁর বিপুল সম্পত্তির পরিমাণ দেখে রীতিমতো চমকে গেছেন তদন্তকারীরা।

    ১০০ কোটি টাকার চাকরি বিক্রি (ED Raids)

    ইডি সূত্রে জানা গিয়েছে, প্রসন্ন রায়ের হাত ধরে প্রায় ১০০ কোটি টাকার চাকরি বিক্রির অভিযোগ রয়েছে (ED Raids)। পুরুলিয়া শহরের নিমটাঁড় এলাকায় অবস্থিত প্রসন্ন রায়ের (Prasanna Roy) শ্বশুরবাড়িতে থাকেন তাঁর শ্যালক শুভম মঙ্গল। সোমবার সকাল ৭টা নাগাদ সেখানে পৌঁছে যায় ইডির ছয় সদস্যের একটি দল। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সকাল থেকে সেখানেই টানা তল্লাশি চলে।

    শান্তিপ্রসাদ সিংহ ও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ

    প্রসন্ন রায়ের নাম এসেছিল এসএসসি মামলায় উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহার ঘনিষ্ঠ ‘মিডলম্যান’ হিসেবে। অভিযোগ, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল। এই মামলায় সিবিআই তাঁকে প্রথম গ্রেফতার করে। পরে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পান। তবে পরে ইডি আবার তাঁকে গ্রেফতার করে। ইডির দায়ের করা চার্জশিটে প্রসন্ন রায়ের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে (ED Raids)। জিজ্ঞাসাবাদে ইডিকে তিনি জানান, চাষাবাদের মাধ্যমে তিনি ২৬ কোটি টাকার বেশি আয় করেছেন।

    ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

    কেন্দ্রীয় সংস্থা তাঁর নামে একাধিক কোম্পানির খোঁজ পেয়েছে। প্রসন্ন, তাঁর স্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠদের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যেগুলিতে বিপুল পরিমাণ টাকা লেনদেন হয়েছে। ২০২৪ সালের অক্টোবর মাসে ইডি প্রসন্ন রায়ের প্রায় ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় রয়েছে হোটেল, রিসর্ট এবং একাধিক সংস্থা। এই মামলার তদন্তে আরও তথ্য সংগ্রহ করতে এ বার প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতেও অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

LinkedIn
Share