Tag: New YOrk

New YOrk

  • Donald Trump: ব্যবসা সংক্রান্ত জালিয়াতির মামলায় টানা ৭ ঘণ্টা জেরা ট্রাম্পকে

    Donald Trump: ব্যবসা সংক্রান্ত জালিয়াতির মামলায় টানা ৭ ঘণ্টা জেরা ট্রাম্পকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন আমেরিকার (America) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এর আগে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় অভিযুক্ত হয়ে নিউ ইয়র্কের ম্যানহাটনে গিয়েছিলেন তিনি। আর এবার ব্যবসা সংক্রান্ত জালিয়াতির অভিযোগের মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন ট্রাম্প। বৃহস্পতিবার রাতে ঘণ্টা সাতেক ধরে জেরা করা হয় তাঁকে। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে রিপাবলিকান পার্টির এই নেতার আইনজীবী ক্রিস্টোফার কিস বলেন, আমার মক্কেলের কাছে তাঁর অসাধারণ ব্যবসায়িক সাফল্যের কাহিনি জানতে চাওয়া হয়েছিল।

    ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)…

    কেবল ট্রাম্প নন, তাঁর বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং কন্যা ইভাঙ্কাও এই মামলায় অভিযুক্ত। গত বছরের শুরুর দিকে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছিলেন, তদন্তে তিনি দেখেছেন, একাধিকবার ট্রাম্পের সংস্থা ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনও সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছে। আবার সেই সম্পত্তিরই দাম কম দেখিয়ে আয়করে ছাড় পেয়েছে। নানা সময়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট সেই তদন্ত বন্ধ করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ। ওই বছরেরই ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্কের একটি আদালতের বিচারক নির্দেশ দিয়েছিলেন, পারিবারিক ব্যবসা সংক্রান্ত জালিয়াতির মামলায় ট্রাম্প (Donald Trump) ও তাঁর  ছেলেমেয়েদের অ্যাটর্নি জেনারেলের দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে এবং বয়ান নথিভুক্ত করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ট্রাম্প। তাঁর সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

    আরও পড়ুুন: ‘ভারত বিরোধী শক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন’, সুনককে বললেন মোদি

    প্রসঙ্গত,  স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্কের পরে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাঁর মুখ বন্ধ করতে তাঁকে ট্রাম্প ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ। সেই অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হয় মামলা। গ্রেফতারও হয়েছিলেন। পরে তাঁর জামিন মঞ্জুর করে আদালত। এদিকে, তথ্য গোপনে ব্যর্থতার অভিযোগে ক্ষতিপূরণ দাবি করে তাঁর প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ট্রাম্প (Donald Trump)। কমপক্ষে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিলেন তিনি। মাইকেলের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগও এনেছেন ট্রাম্প।

    মিয়ামির ফেডারেল আদালতে ট্রাম্পের দায়ের করা মামলা নিয়ে মুখ খুলেছেন মাইকেলের আইনজীবী ল্যানি ডেভিস। তাঁর দাবি, ট্রাম্পের অভিযোগ ভিত্তিহীন। প্রাক্তন আইনজীবীকে ভয় দেখাতে ট্রাম্প বিচার ব্যবস্থার অপব্যবহার করছেন বলেও অভিযোগ ল্যানির। এই মামলার পরবর্তী শুনানি হবে ২১ এপ্রিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Salman Rushdie: ভালো নেই সলমন রুশদি, হারাতে পারেন একটি চোখ

    Salman Rushdie: ভালো নেই সলমন রুশদি, হারাতে পারেন একটি চোখ

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও আশঙ্কা কাটেনি সলমন রুশদির (Salman Rushdie)। শুক্রবার নিউইয়র্কের একটি অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই ছুরিবিদ্ধ হন ৭৫ বছর বয়সী এই বিখ্যাত লেখক। মুহূর্তের মধ্যে তাঁকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই অস্ত্রোপচার হয়। বর্তমানে ভেন্টিলেশনে (Ventilation) রয়েছেন লেখক,  এমনটাই জানা গিয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, সুস্থ হয়ে গেলেও একটি চোখ হারাতে পারেন এই বুকারজয়ী সাহিত্যিক। এছাড়া তার হাতের স্নায়ু এবং যকৃৎ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।হামলাকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে এখন। 

    আরও পড়ুন: এসএসকেএম হাসপাতালে স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’ হবে না, নির্দেশ জারি করল কর্তৃপক্ষ  
     
    শুক্রবার, ১২ অগাস্ট নিউইয়র্কের (New York) শতকা ইনস্টিটিউশনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে মঞ্চে উঠেছিলেন সলমন রুশদি। পরিচয় পর্ব শুরু হতেই, আচমকাই ছুরি নিয়ে তেড়ে আসেন এক ব্যক্তি। সোজা রুশদির ওপর ঝাঁপিয়ে পড়েন, এলোপাথাড়ি ১০-১২ বার ছুরির (Stab) কোপ মারেন লেখককে। মঞ্চেই লুটিয়ে পড়েন লেখক। সঙ্গে সঙ্গে ছুটে আসেন অনুষ্ঠানের আয়োজক ও প্যারামেডিকরা। প্রাথমিক চিকিৎসার পরই তাঁকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।    

    জানা গিয়েছে, ঘাড়ে ও পেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে রুশদির। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কয়েক ঘণ্টা দীর্ঘ অস্ত্রপোচার করা হয়। কথা বলার ক্ষমতা হারিয়েছেন লেখক। সুস্থ হলেও হারাতে পারেন একটি চোখ। তাঁর বইয়ের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি বলেন, “খবর খুব একটা ভাল নয়। সলমন হয়তো একটি চোখ খোয়াতে পারেন। তাঁর হাতের স্নায়ুও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যকৃতেও ছুরির আঘাত লাগায়, তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।” 

    আরও পড়ুন: এক এক করে আপনাদের হাতও ছাড়বেন মমতা, কার উদ্দেশ্যে বললেন মালব্য? 
     
    অনুষ্ঠানের স্থান থেকেই হামলাকারীকে পুলিশের হাতে তুলে দেন আয়োজকরা। জানা গিয়েছে, অভিযুক্তের নাম হাদি মাতার। বয়স ২৪ বছর। নিউজার্সির ওই বাসিন্দার কাছে রুশদির অনুষ্ঠানের পাসও পাওয়া গিয়েছে। কী কারণে সে হামলা চালাল, তা এখনও জানা যায়নি। 

    ভারতীয় বংশোদ্ভূত সলমন রুশদিকে বহু বছর ধরে কার্যত গা ঢাকা দিয়ে থাকতে হয়েছে। ১৯৮৮ সালে প্রকাশিত হয় তাঁর উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ – এর জন্যে বহুদিন ধরেই মৌলবাদীদের বিষনজরে রয়েছেন তিনি। তাঁর নামে মৃত্যু পরোয়ানা জারি করেন ইরানের তৎকালীন নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেইনি। ওই বইয়ের কারণেই নব্বইয়ের দশকেও ইতালির মিলানে তাঁর উপর হামলা চালানো হয়। গত ২০ বছর ধরে নিউ ইয়র্কেই থাকছেন ভারতীয় বংশদ্ভুত এই লেখক। তাঁর ওপর এই হামলার তীব্র নিন্দা হয়েছে বিশ্বজুড়ে।  

  • Polio in US: এক দশক পরে পোলিও আক্রান্তের হদিশ যুক্তরাষ্ট্রে 

    Polio in US: এক দশক পরে পোলিও আক্রান্তের হদিশ যুক্তরাষ্ট্রে 

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় এক দশক পরে পোলিও (OPV) আক্রান্তের হদিশ মিলল আমেরিকায় (United States)।  নিউইয়র্কে সম্প্রতি এক পোলিও (Polio) রোগীর সন্ধান মিলেছে। নিউইয়র্কের (New York) রকল্যান্ড কাউন্টির (Rockland County) বাসিন্দা,  ২০ বছর বয়সী এক যুবকের শরীরে পোলিও ভাইরাস পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ওই ব্যক্তির। দশ বছর আগে আমেরিকাকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়। এর পর এটিই প্রথম ঘটনা। আমেরিকায় ২০১৩ সালে শেষ পোলিও রোগীর সন্ধান পাওয়া যায়।

    আরও পড়ুন: আতঙ্ক বাড়াচ্ছে মাঙ্কি পক্স, তৃতীয় আক্রান্তের হদিশ মিলল সেই কেরলেই 
     
    সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রায় একমাসে ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ওই যুবক। বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা (Medical Checkup) করেও কোনও রোগ ধরা পড়ছিল না। শেষে বৃহস্পতিবার পোলিও-র পরীক্ষা করলে সেই রোগ ধরা পড়ে। রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি পরিবারের সঙ্গে বাড়িতেই রয়েছেন। ব্যক্তি দাঁড়াতে পারলেও, হাঁটতে অসুবিধা হয় তাঁর।

    আরও পড়ুন: করোনা আক্রান্ত মার্কিন রাষ্ট্রপতি, ভিডিও বার্তায় জানালেন নিজেই 
     
    এক বিশেষজ্ঞের মতে, পোলিও একটি ভাইরাসজনিত রোগ। এই ভাইরাস স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। ফলে পেশী দুর্বলতার মতো সমস্যা দেখা দেয়। অনেক সময় মৃত্যুও হতে পারে। 

    মার্কিন স্বাস্থ্য দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ৯৫ শতাংশ মানুষের পোলিওর কোনো উপসর্গ নেই। কিন্তু তাঁদের থেকে ভাইরাস ছড়াতে পারে। 

    টিকা নেওয়ার গাফিলতির কারণেই এই রোগ ফিরে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই যারা এখনও টিকা নেন নি তাঁদের দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার অনুরোধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। 

    ১৯৮৮ সালের পর থেকে বিশ্বজুড়ে পোলিও-র প্রভাব কমতে শুরু করে। প্রায় ৯৯ শতাংশ কমে আসে আক্রানতের সংখ্যা। তারপরে ১২৫টি দেশে পোলিওকে এন্ডেমিক ঘোষণা করা হয়। তারপর থেকে বিশ্বজুড়ে এযাবৎ ৩.৫ লক্ষ পোলিও আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। 

     

LinkedIn
Share