Tag: PM Modi

PM Modi

  • Narendra Modi: হলদিয়ায় মাল্টিমোডাল টার্মিনালের উদ্বোধন, দিঘায় কমিউনিটি জেটির শিলান্যাস প্রধানমন্ত্রীর

    Narendra Modi: হলদিয়ায় মাল্টিমোডাল টার্মিনালের উদ্বোধন, দিঘায় কমিউনিটি জেটির শিলান্যাস প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাণসীতে গঙ্গা বিলাসের মতো বিলাসবহুল প্রমোদতরণীর উদ্বোধনের পাশাপাশি শুক্রবার ভার্চুয়ালি হলদিয়া (Haldia) বন্দরে মাল্টিমোডাল টার্মিনালের (Multi Modal Terminal) উদ্বোধনও করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হুগলি নদীতে তৈরি এই টার্মিনালের মাধ্যমে প্রতি বছর ৩০ লক্ষ মেট্রিক টন পণ্য ওঠানো নামানো সম্ভব হবে। টার্মিনালের বার্থে ঢুকতে পারবে ৩০০০ টন ওজন বহনের ক্ষমতাসম্পন্ন বার্জ বা ছোট জাহাজ।

    জল মার্গ বিকাশ…

    বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় কেন্দ্রীয় সরকারের জল মার্গ বিকাশ প্রকল্পের অধীনে এই টার্মিনাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। লক্ষ্য ছিল হলদিয়া থেকে বারাণসীর মধ্যে ১৩৯০ কিলোমিটার নদীপথের মাধ্যমে পণ্য ও যাত্রী চলাচলের ব্যবস্থা করা। একই সঙ্গে নদীপথে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ ও অসমের সংযুক্তিকরণ। এর ফলে হলদিয়া থেকে বাংলাদেশে ফ্লাই অ্যাশ সহ অন্যান্য পণ্য পাঠানো যাবে। প্রধানমন্ত্রীর (Narendra Modi) দফতরের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় কেন্দ্রীয় সরকারের জলমার্গ বিকাশ প্রকল্পের অধীনে এই টার্মিনাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরে তিন লক্ষ মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং করতে পারবে। বার্থগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সেগুলি প্রায় তিন হাজার ডেডওয়েট টন পর্যন্ত ভেসেল হ্যান্ডেল করতে পারবে।

    আরও পড়ুুন: জেলে মৌলবাদ ভাবাদর্শ প্রচার করা বন্দিদের আলাদা রাখতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

    এদিন প্রধানমন্ত্রী চারটি ফ্লোটিং কমিউনিটি জেটিরও উদ্বোধন করেন। এই জেটিগুলি রয়েছে উত্তর প্রদেশের গাজিপুর জেলার সইদপুর, চকচকাপুর ও জামানিয়া এবং বালিয়া জেলার কানসপুরে। এদিন পাঁচটি কমিউনিটি জেটিরও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এগুলি হল দিঘা, নাকটা দিয়ারা, বারহ এবং বিহারের পানাপুরে। বিহারের সমস্তিপুরের হাসানপুরেও হবে একটি।

    প্রধানমন্ত্রীর (Narendra Modi) দফতরের তরফে জারি করা বিবৃতি থেকে এও জানা গিয়েছে, গঙ্গা নদীতে সব মিলিয়ে ৬০টির বেশি কমিউনিটি জেটি তৈরি করা হচ্ছে। এগুলি হচ্ছে উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে। অর্থনৈতিক কাজকর্ম উন্নতির পাশাপাশি স্থানীয়দের জীবন জীবিকার উন্নতি ঘটাতেই হচ্ছে এই কমিউনিটি জেটিগুলি। ছোট কৃষক, মৎস্যজীবী, অসংগঠিত কৃষিজাত পণ্য, ফুল ব্যবসায়ীদের জন্য পণ্য সরবরাহের সুবিধা দেবে এই কমিউনিটি জেটিগুলি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Narendra Modi: যাত্রা শুরু বিলাসবহুল প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’-এর, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    Narendra Modi: যাত্রা শুরু বিলাসবহুল প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’-এর, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুক্রবার শুভক্ষণে বিলাসবহুল প্রমোদতরী গঙ্গা বিলাস’-এর (Ganga Vilas) যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বারাণসীতে (Varanasi) ওই জাহাজের যাত্রার সূচনা করেন তিনি। এদিন বারাণসীতে টেন্ট সিটিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আরও কয়েকটি অন্তর্দেশিয় জলপথ প্রজেক্টেরও শিলান্যাস করেন তিনি। এই প্রকল্পগুলির জন্য খরচ হবে হাজার কোটিরও বেশি টাকা।

    গঙ্গা বিলাস…

    এদিন বারাণসীতে উপস্থিত ছিলেন বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোনোয়াল বলেন, বিশ্বের দীর্ঘতম যাত্রার সূচনা লগ্নের কথা ইতিহাসে লেখা থাকবে। বিলাসবহুল এই জাহাজ উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হয়ে ডিব্রুগড়ে পৌঁছবে। এই যাত্রার মাধ্যমে কেবল পর্যটন নয়, বাণিজ্যপথও খুলে যাবে। যোগী আদিত্যনাথ বলেন, গত তিনদিন ধরে গঙ্গা বিলাসের পর্যটকেরা বারাণসী এবং তার আশপাশের এলাকা ঘুরে দেখছেন। প্রত্যক্ষ করছেন সেখানকার সংস্কৃতি। প্রধানমন্ত্রী এদিন রাজ্যে পাঁচটি জেটিরও উদ্বোধন করবেন। আজ থেকে নতুন পরিচয়ে পরিচিত হবে কাশী।

    আরও পড়ুুন: ‘চিন সেনা মোতায়েন করলেও, ভারত জবাব দিতে প্রস্তুত’, বললেন সেনা প্রধান

    প্রধানমন্ত্রীর (Narendra Modi) পাশাপাশি এদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, এই প্রমোদতরীর যাত্রীরা মা কামাখ্যা, কাজিরাঙা জাতীয় উদ্যান এবং অন্যান্য জায়গা দেখার সুযোগ পাবেন। ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও। তিনি বলেন, বিহারের প্রতিটি বন্দরে পর্যটকদের স্বাগত জানানো হবে। ঐতিহাসিক স্থানগুলি দেখাতেও নিয়ে যাওয়া হবে।

    আরও পড়ুুন: জেলে মৌলবাদ ভাবাদর্শ প্রচার করা বন্দিদের আলাদা রাখতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

    গঙ্গা বিলাসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী একটি বার্তা শেয়ার করেছেন বিদেশি পর্যটকদের মধ্যে। তাতে বলা হয়েছে, সমস্ত বিদেশি পর্যটকদের প্রতি আমার একটি বিশেষ বার্তা রয়েছে। ভারতে সব কিছু রয়েছে যা আপনারা কল্পান করেন কিংবা তারও বেশি। ভারতকে ভাষায় ব্যাখ্যা করা যায় না, এক্সিপিরিয়েন্স করতে হয়। বারাণসী থেকে ছেড়ে গঙ্গা বিলাস ৩ হাজার ২০০ কিমি পাড়ি দিয়ে পৌঁছবে অসমের ডিব্রুগড়ে। সব মিলিয়ে লাগবে ৫১ দিন। এর মধ্যে ১৫ দিন কাটবে বাংলাদেশের নদনদীতে। ভারত ও বাংলাদেশের ২৭টি নদীর ওপর দিয়ে যাবে এই বিলাসবহুর প্রমোদতরণী। জাহাজটিতে রয়েছে তিনটি ডেক। স্যুইট রয়েছে ১৮টি। ভ্রমণ করতে পারবেন ৩৬ জন। সূচনা যাত্রায় থাকছেন ৩২ জন পর্যটক। এঁরা সবাই সুইজারল্যান্ডের। পুরো যাত্রাপথ এঁরা যাবেন গান গাইতে গাইতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • PM Modi: ‘বিশ্ব অর্থনীতিতে উজ্জ্বল স্থানে রয়েছে ভারত’, শিল্প সম্মেলনে বললেন মোদিও

    PM Modi: ‘বিশ্ব অর্থনীতিতে উজ্জ্বল স্থানে রয়েছে ভারত’, শিল্প সম্মেলনে বললেন মোদিও

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব অর্থনীতিতে উজ্জ্বল স্থানে রয়েছে ভারত। দিন কয়েক আগে এ কথা বলেছিলেন আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের (IMF) শীর্ষ কর্তা। বুধবার একই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi)। মধ্য প্রদেশ গ্লোবাল ইনভেস্টার সামিটে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে উজ্জ্বল স্থানে রয়েছে ভারত (India)।

    প্রধানমন্ত্রী বলেন…

    প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি একটি নামী ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্ক সার্ভে করেছিল। তারা দেখেছে সিংহভাগ বিনিয়োগকারী ভারতকেই বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করছে। নানা আন্তর্জাতিক টানাপোড়েন, সঙ্কটের মধ্যেও ভারতের অর্থনীতি সঠিক দিশায় এগোচ্ছে বলে আগেই দাবি করেছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ও অন্য সরকারি আধিকারিকরা। এদিন ফের একবার আশার কথা শোনালেন তিনি। দেশ যে সঠিক দিশায় এগোচ্ছে, এদিন তা আরও একবার মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, অর্থনৈতিক স্থিতি এবং ভারসাম্যই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।  

    আরও পড়ুুন: ‘‘আমি না জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসতে পারবেন না’’! বেফাঁস হাওড়ার তৃণমূল বিধায়ক

    ভারত যে ক্রমেই বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করছে, তার প্রমাণ মিলেছিল আগেই। দীর্ঘদিন ধরে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের জায়গা ধরে রেখেছিল ইংল্যান্ড। গত বছর সেই জায়গা দখল করেছে ভারত। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারও স্বীকার করেছে অর্থনীতিতে ভারতের স্থান উজ্জ্বল। কিছুদিন আগেই বিশ্বব্যাঙ্ক জানিয়েছিল, বিশ্বের নানা প্রান্তে অর্থনৈতিক সমস্যা, সামাজিক ডামাডোল সত্ত্বেও ভারতের অর্থনীতি ভাল জায়গায় রয়েছে। মূল্যায়ন সংস্থা মর্গ্যান স্ট্যানলি জানিয়েছিল, আগামী চার-পাঁচ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠতে পারে ভারত। দেশের অর্থনীতির ইতিবাচক দিক তুলে ধরতে, সংস্থাগুলির বক্তব্য এবং পর্যবেক্ষণকে শিল্পপতিদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি (PM Modi) বলেন, ২০১৪ সাল থেকে ভারত রয়েছে সংস্কারের পথে। তাই বর্তমানে ভারত হয়ে উঠেছে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য।

    প্রধানমন্ত্রী বলেন, মধ্য প্রদেশে এই সম্মেলন এমন একটি সময়ে হচ্ছে, যখন দেশ পালন করছে আজাদি কা অমৃতকাল। এই সময় ভারতকে উন্নতির শিখরে পৌঁছে দিতে আমরা সবাই চেষ্টা করছি। তিনি বলেন, যখন আমরা উন্নত ভারতের কথা বলি, তখন সেটা আমাদের লক্ষ্য নয়, প্রতিটি ভারতীয়ের দৃঢ় প্রতিজ্ঞা। প্রধানমন্ত্রী বলেন, নতুন ভারত খুব বেশি দূরে নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Union Budget: চলছে প্রস্তুতি, জেনে নিন কেন্দ্রীয় বাজেটের সাত সতেরো

    Union Budget: চলছে প্রস্তুতি, জেনে নিন কেন্দ্রীয় বাজেটের সাত সতেরো

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে এটাই হবে বর্তমান মোদি (PM Modi) সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট (Union Budget)। আগামী বছর পেশ হওয়ার কথা ভোট অন অ্যাকাউন্ট। বাজেট পেশ হবে ফেব্রুয়ারি মাসে। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জেনে নিনি বাজেটের সাত সতেরো।

    বাজেট…

    প্রতি বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিভিন্ন মন্ত্রক এবং নীতি আয়োগের সঙ্গে কথা বলে প্রস্তুত করেন অ্যানুয়েল বাজেট। সংসদে বাজেট পেশ হওয়ার আগে কতগুলি ধাপ পেরতে হয়। অর্থমন্ত্রকের বাজেট ডিভিশনই মূলত বাজেট প্রস্তুত করে। পূর্ববর্তী বছরগুলির মতো বাজেট পেশ হয় ১ ফেব্রুয়ারি। এবারও সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের পর নয়া অর্থবর্ষ শুরু হওয়ার আগেই সংসদের উভয় কক্ষে তা পাশ করাতে হবে। অর্থমন্ত্রক একটি সার্কুলার জারি করে সমস্ত মন্ত্রী, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং স্বয়ংশাসিত সংস্থাগুলিকে আগামী অর্থবর্ষের এস্টিমেট সম্পর্কে জানতে চাইবেন। এই এস্টিমেট ছাড়াও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় মন্ত্রক পূর্ববর্তী অর্থবর্ষের রাজস্ব এবং ব্যয় নিয়ে ডিটেলস তথ্য দেবে।

    আরও পড়ুুন: ‘রাহুলের উচিত আরএসএসের শাখায় উপস্থিত হওয়া’, কেন বললেন বিজেপি নেতা, জানেন?

    এর পর অর্থমন্ত্রক সেই তথ্য বিশ্লেষণ করবে, ঘাটতি কত, তাও দেখবে। এর পর কেন্দ্র মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন। ঘাটতি মেটাতে সরকারকে কতটা ঋণ নিতে হবে, তা স্থির করবে। এর পর খরচের (Union Budget) জন্য বিভিন্ন দফতরের কাছে রেভিনিউ অ্যালোকেশন দেখে অর্থমন্ত্রক। এর পরে হবে প্রাক-বাজেট পর্বের বৈঠক। এই বৈঠকে রাজ্যগুলির প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত থাকবেন ব্যাঙ্কার, কৃষিবিদ, অর্থনীতিবিদ এবং ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা। এখানে আলোচনার পর অর্থমন্ত্রী আলোচনা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তার পরেই চূড়ান্ত হবে বাজেট। বাজেট (Union Budget) চূড়ান্ত হয়ে গেলেই প্রথা মেনে হবে অনুষ্ঠান। এই অনুষ্ঠান ‘হালুয়া সেরিমনি’ নামে পরিচিত। এই অনুষ্ঠানে হালুয়া রান্না হবে। তার পরেই বাজেট যাবে ছাপাখানায়, ছাপার জন্য। অর্থমন্ত্রকের সমস্ত কর্মীকে এদিন দেওয়া হবে রান্না করা হালুয়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • PM Modi: মুখ্যসচিবদের বৈঠকে উন্নয়নে জোর, কী বললেন প্রধানমন্ত্রী জানেন?

    PM Modi: মুখ্যসচিবদের বৈঠকে উন্নয়নে জোর, কী বললেন প্রধানমন্ত্রী জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: যখন প্রকল্প তৈরি এবং নীতি নির্ধারণ করবেন তখন মানব বিকাশ, দক্ষতার বিকাশ, গতিশীল অর্থনীতি এবং স্থানীয় অর্থনীতির ওপর জোর দেবেন। শনিবার ছিল সব রাজ্যের মুখ্যসচিবদের (Chief Secretaries) নিয়ে দু দিন ব্যাপী বৈঠকের শেষ দিন। এদিনই রাজ্যের মুখ্যসচিবদের এই নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রধানমন্ত্রী তাঁদের বলেন, অর্থনীতির যে কোনও ক্ষেত্রে কাজের গুণমানের বিষয়টি মাথায় রাখতে হবে। বৈঠক শেষে এদিন ট্যুইট করেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, গত দু দিনে দিল্লিতে মুখ্যসচিবদের বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, যা ভবিষ্যতে সাধারণ মানুষের জীবনের মানোন্নয়নে কাজে লাগবে এবং ভারতের উন্নয়নের পথকে মজবুত করবে।

    দ্বিতীয় দফার বৈঠক…

    গত বছর হিমাচল প্রদেশের ধর্মশালায় রাজ্যগুলির মুখ্যসচিবদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেবারই ছিল প্রথম বৈঠক। এবার বৈঠক হল নয়াদিল্লিতে। এবারের বৈঠকে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী (PM Modi) লিখেছেন, আমি ভীষণভাবে বিশ্বাস করি, আত্মনির্ভর ভারত গড়তে ও অর্থনৈতিক বৃদ্ধিকে চাঙা করতে হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর জোর দেওয়া প্রয়োজন।

    আরও পড়ুুন: ‘যদি ভোট দিতে না দেয়…’, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কর্মীদের কী নিদান দিলেন শুভেন্দু?

    দেশবাসীর স্বাস্থ্য এবং পুষ্টির বিষয়টিও আলোচনা হয়েছে ওই বৈঠকে। পুষ্টির বিষয়টি মাথায় রেখে মিলেট, বাজরার মতো দানাশস্যের ওপর জোর দেওয়ার বিষয়ে রাজ্যগুলিকে আরও এগিয়ে আসার ডাক দেওয়া হয়েছে ওই বৈঠকে। জানা গিয়েছে, ওই বৈঠকে মূলত বিভিন্ন পরিকাঠামোগত প্রকল্প সময়ে শেষ করা, একাধিক রাজ্যের সঙ্গে সম্পর্কিত পরিকাঠামোগত প্রকল্পগুলিতে জমি অধিগ্রহণজনিত সমস্যা দূর করার ওপর বিশেষভাবে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দেশের উন্নয়নে যে সংস্কার জরুরি, এদিন তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে যেখানে নজিরবিহীন সংস্কার চলছে, সেখানে যুক্তিহীন বিধিনিষেধ থাকার কোনও মানে হয় না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Ganga Vilas: যাত্রা শুরু করবে ‘গঙ্গা বিলাস’, কবে, কোথা থেকে জানেন?

    Ganga Vilas: যাত্রা শুরু করবে ‘গঙ্গা বিলাস’, কবে, কোথা থেকে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: গঙ্গা বিলাস (Ganga Vilas)। বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী। আগামী ১৩ জানুয়ারি এই প্রমোদতরীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। উত্তর প্রদেশের (Uttar Pradesh) বারাণসী থেকে ভায়া বাংলাদেশ হয়ে অসমের ডিব্রুগড় পর্যন্ত যাত্রা করবে এই প্রমোদতরী। পুরো যাত্রাপথ পেরতে সময় লাগবে ৫০ দিন। এই সময় সীমায় বিলাসবহুল জাহাজটি অতিক্রম করবে প্রায় ৪ হাজার কিলোমিটার রাস্তা। যাত্রাপথে বিভিন্ন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে থামবে এই বিলাসবহুল জাহাজ। সূত্রের খবর, বিভিন্ন জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য পেরিয়ে যাবে এই জাহাজ।

    গঙ্গা বিলাস…

    জানা গিয়েছে, বিলাসবহুল এই জাহাজ যাত্রা শুরু করবে বারাণসী থেকে। গাজিপুর, বক্সার পেরিয়ে পাটনা হয়ে ক্রুজ (Ganga Vilas) পৌঁছবে কলকাতায়। বাংলাদেশের নদীগুলি পেরতে এই প্রমোদতরীর সময় লাগবে ১৫ দিন। তারপর ফের গুয়াহাটি হয়ে ভারতে ঢুকবে। সেখান থেকে পৌঁছবে ডিব্রুগড়ে। যাত্রা পথে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মতো বিরাট নদী পার হবে। সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিদাস ঘাটের জেটি থেকে এই বিলাসবহুল জাহাজের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। ৫০ দিনে সব মিলিয়ে প্রায় ৪ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে এই জাহাজ।

    আরও পড়ুুন: প্রতিশোধের আগুন! ধর্ষণ করল ছেলে, বদলা নিতে মাকে গুলি করল দিল্লির এক কিশোরী

    যাত্রাপথে ৫০টিরও বেশি জায়গায় থামবে এই প্রমোদতরী (Ganga Vilas)। এই জায়গাগুলির মধ্যে থাকবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলি। জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যও পার হবে এই জাহাজ। এর মধ্যে রয়েছে সুন্দরবন ব-দ্বীপ ও কাজিরাঙা জাতীয় উদ্যানও। ক্রুজে যাত্রীদের মনোরঞ্জনের ব্যবস্থাও থাকবে। গান শোনানোর ব্যবস্থা থাকবে, থাকবে সাংস্কৃতিক নানা প্রোগ্রামের আয়োজনও। বিলাসবহুল এই জাহাজেই মিলবে জিম, স্পায়ের সুযোগ। জাহাজের ডেকে দাঁড়িয়ে উপভোগ করা যাবে নদীর দু পারের সৌন্দর্য।

    অসমের (Assam) প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রমোদতরীর একটি ইনফো-ভিডিও শেয়ার করেছিলেন তাঁর ট্যুইটার হ্যান্ডেলে। তিনি লিখেছিলেন, বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী যাত্রা শুরু করবে নতুন বছরের জানুয়ারিতে। গঙ্গা বিলাস যাত্রা শুরু করবে পবিত্র বারাণসী থেকে। ভায়া বাংলাদেশ হয়ে যাবে ডিব্রুগড়। ৪ হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করবে, গঙ্গা, ব্রহ্মপুত্রের মতো দীর্ঘ নদী পার হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • VHP: ‘বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি’, স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার

    VHP: ‘বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি’, স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার ভোরে প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মা হীরাবেন। খবর পেয়েই ছুটেছেন গুজরাটের (Gujarat) গান্ধীনগরের গাঁয়ে, যেখানে তাঁর ভাইয়ের সঙ্গে থাকতেন মা। মায়ের শেষকৃত্যে যোগ দেন প্রধানমন্ত্রী। শোক সামলে এদিনই পূর্ব নির্ধারিত নানা কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। দিনভর কর্তব্যে ছিলেন অবিচল। বাবা মারা যাওয়ার সময়ও ঠিক এমনটাই করেছিলেন নরেন্দ্র মোদি। স্মৃতিচারণায় এ কথা জানান বিশ্ব হিন্দু পরিষদের (VHP) এক নেতা।

    বিশ্ব হিন্দু পরিষদ…

    বিশ্ব হিন্দু পরিষদের (VHP) সাধারণ সম্পাদক দিলীপ ত্রিবেদী বলেন, ১৯৮৯ সালে প্রয়াত হন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা। এই শুক্রবারের মতো সেবারও বাবার শেষকৃত্যে যোগ দিয়েই দ্রুত চলে যান পূর্ব নির্ধারিত এক বৈঠকে। তিনি বলেন, সেদিন আহমেদাবাদে এক গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। আমরা শুনলাম নরেন্দ্র মোদির বাবা মারা গিয়েছেন। তিনি ভাটনগরে চলে গিয়েছেন। আমরা ভেবেছিলাম, বাবা মারা গিয়েছেন, তাই মোদি আর ওই বৈঠকে যোগ দিতে পারবেন না। কিন্তু সেদিন দুপুরেই বৈঠকে যোগ দিতে এসেছিলেন তিনি। বাবার মৃত্যুর শোক সামলে তিনি কীভাবে বৈঠকে যোগ দিলেন, তা ভেবে আমরা অবাক হয়েছিলাম।

    আরও পড়ুন: শেষযাত্রায় মায়ের দেহ নিজের কাঁধে তুলে নিলেন, মুখাগ্নি করলেন মোদি

    ফের স্মৃতির সাগরে ডুব দিলেন বিশ্ব হিন্দু পরিষদের (VHP) এই নেতা। তিনি বলেন, বৈঠকের পর মোদির সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছিলেন, পার্টির প্রতি তাঁর কর্তব্যও পালন করার ছিল। দিলীপ বলেন, বৈঠকের পর আমি নিজে মোদিকে জিজ্ঞাসা করেছিলাম, এরকম পরিস্থিতিতে কীভাবে আপনি বৈঠকে যোগ দিলেন। মোদি জানিয়েছিলেন, শেষকৃত্য শেষ হওয়ার পরই তিনি বৈঠকে যোগ দিয়েছিলেন। তিনি এও বলেছিলেন, পার্টির প্রতি তাঁর একটা দায়িত্ব রয়েছে। তাঁর সেই দায়িত্বও পালন করা প্রয়োজন ছিল। বিশ্ব হিন্দু পরিষদের ওই নেতা বলেন, পার্টি কর্মীদের কাছে এটা একটি অনুপ্রেরণামূলক মুহূর্ত। আমরা শিখেছিলাম, দায়িত্বের প্রতি আমাদের কেমন করে দায়বদ্ধ থাকতে হয়।

    প্রসঙ্গত, শুক্রবার ভোরে মাতৃবিয়োগ হয় প্রধানমন্ত্রীর। এদিনই বেলা সাড়ে ১১টায় হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করার কথা ছিল তাঁর। সেই মতো এদিন নির্দিষ্ট সময়েই ভার্চুয়ালি সবুজ পতাকা নেড়ে সূচনা করেন সেমি হাইস্পিড ওই ট্রেনের যাত্রার। তার আগে প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন মায়ের শেষকৃত্যে। শোক সামলে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করার পর প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচিতেই।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • PM Netanyahu: ইজরায়েলে সরকার গড়লেন নেতানিয়াহু, অভিনন্দন বার্তা মোদি, বাইডেন, পুতিনের

    PM Netanyahu: ইজরায়েলে সরকার গড়লেন নেতানিয়াহু, অভিনন্দন বার্তা মোদি, বাইডেন, পুতিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষমতা থেকে দূরে ছিলেন মাত্র ১৮ মাস। তারপর ফের ইজরায়েলের (Israel) ক্ষমতায় ফিরলেন বেঞ্জামিন বিবি নেতানিয়াহু। বৃহস্পতিবার ক্ষমতায় ফেরেন তিনি। এনিয়ে ছ’বার। এদিনই ইজরায়েলের প্রধানমন্ত্রী পদে শপথ নেন নেতানিয়াহু (PM Netanyahu)। তাঁকে সমর্থন করেছেন বিভিন্ন দক্ষিণপন্থী দল। এদিনই তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    নেতানিয়াহু…

    এর আগের দফায় নেতানিয়াহু (PM Netanyahu) যখন ইজরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তাঁকে দুর্বল তকমা দিয়েছিলেন বিরোধীরা। এদিন ক্ষমতায় ফিরেই তাঁদের আক্রমণ শানিয়েছেন ইজরায়েলের নয়া প্রধানমন্ত্রী। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমি শুনতে পাচ্ছি বিরোধীদের চিৎকার। তাঁরা বলছেন, দেশ শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল গণতন্ত্রও। তিনি বলেন, নির্বাচনে হেরে যাওয়া মানে গণতন্ত্র শেষ হয়ে যাওয়া নয়। গণতন্ত্রের নির্যাস এটাই।

    চলতি বছরের নভেম্বরের ১ তারিখে নির্বাচন হয় ইজরায়েলে। এই নির্বাচনেই জয়ী হন নেতানিয়াহু। তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলে শেষ হল বছরভর ধরে চলা রাজনৈতিক অস্থিরতার। প্রসঙ্গত, গত চার বছরেরও কম সময়ে এনিয়ে পাঁচবার নির্বাচন হয়েছে ইজরায়েলে। জানা গিয়েছে, ১২০ জন নেসেটের (ইজরায়েলের সাংসদ) মধ্যে নেতানিয়াহু পেয়েছেন ৬৩ জনের সমর্থন। তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন ৫৪ জন।

    আরও পড়ুন: ‘ভারত প্রতিবেশীসুলভ সম্পর্ক চায়, কিন্তু…’, চিন, পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের

    এদিন সরকার গড়ার পরেই একগুচ্ছ ঘোষণা করেছেন ইজরায়েলের নয়া প্রেসিডেন্ট (PM Netanyahu)। তিনি জানান, তিন বছর বয়সে নিখরচায় প্রি-স্কুল এডুকেশন চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নয়া বছরে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হবে। কমানো হবে ইজরায়েলবাসীর কস্ট অফ লিভিংও। হাইস্পিড প্রোজেক্টাইল ট্রেনও চালানো হবে ইজরায়েল জুড়ে। মিলিটারি এবং ন্যাশনাল সার্ভিসে যেসব বয়স্ক পড়ুয়ারা রয়েছেন, তাঁদের স্কলারশিপের পরিমাণ বাড়ানো হবে। যাঁরা মিলিটারি সার্ভিসে রয়েছেন, তাঁদের এক বছরের জন্য ফ্রি স্কুলিংয়ের ব্যবস্থা করার চিন্তাভাবনাও করা হচ্ছে।

    এদিকে, বৃহস্পতিবারই বন্ধু নেতানিয়াহুকে (PM Netanyahu) শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট-বার্তায় তিনি লিখেছেন, সরকার গঠনের জন্য নেতানিয়াহুকে অভিনন্দন। আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ শক্তপোক্ত করার জন্য আমরা এক সঙ্গে কাজ করব। বাইডেন, পুতিনের পাশাপাশি নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কিও। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে তাদের সাহায্য করতে ইজরায়েলকে পরোক্ষ আবেদনও করেছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Heeraben Modi: ‘মায়ের শূন্যতা পূরণ করা অসম্ভব’, হীরাবেন মোদির প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, মন্ত্রী, নেতানেত্রীর

    Heeraben Modi: ‘মায়ের শূন্যতা পূরণ করা অসম্ভব’, হীরাবেন মোদির প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, মন্ত্রী, নেতানেত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন হীরাবেন মোদি (Heeraben Modi)। বয়স হয়েছিল ১০০ বছর। মাকে হারিয়ে শোকার্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শুক্রবার ভোরে মৃত্যু হয় হীরাবেনের। এদিনই সকালে দিল্লি থেকে আহমেদাবাদে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখান থেকে পৌঁছন গান্ধীনগরের গ্রামের বাড়িতে। যোগ দেন মায়ের শেষকৃত্যে। মায়ের প্রয়াণের খবর নিজেই ট্যুইট করেন প্রধানমন্ত্রী। লেখেন, সুন্দর একটা শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা। প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রী।

    মা-ই হলেন…

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের ১০০ বছরের সংগ্রামের জীবন ভারতীয় আদর্শের প্রতীক…। আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি সমবেদনা।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, মা-ই হলেন প্রথম বন্ধু ও শিক্ষক। তাঁকে হারানো নিঃসন্দেহে সব চেয়ে বড় যন্ত্রণা।


    প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, মায়ের শূন্যতা পূরণ করা অসম্ভব। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী অদিত্যনাথের ট্যুইট, মায়ের মৃত্যু এক অসহনীয় ও অপূরণীয় ক্ষতি।

    ট্যুইট-বার্তায় শোকজ্ঞাপন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

    ট্যুইট-বার্তায় শোকজ্ঞাপন করেছেন কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীর মা হীরাবেনের প্রয়াণের খবর খুবই দুঃখজনক। এই কঠিন সময়ে আমি তাঁকে ও তাঁর পরিবারকে আন্তরিক সমবেদনা ও ভালবাসা জানাচ্ছি। শোকপ্রকাশ করেছেন কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গেও।

     

    আরও পড়ুন: শেষযাত্রায় মায়ের দেহ নিজের কাঁধে তুলে নিলেন, মুখাগ্নি করলেন মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • New Year Greetings: দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, কী বললেন নরেন্দ্র মোদি?

    New Year Greetings: দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, কী বললেন নরেন্দ্র মোদি?

    মাধ্যম নিউজ ডেস্ক: নববর্ষের প্রথম দিনে দেশবাসীকে শুভেচ্ছা (New Year Greetings) জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ২০২৩ সালের প্রথম দিনটিতে দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখার বার্তা দিলেন রাষ্ট্রপতি। এদিন সকালে ট্যুইট-বার্তায় রাষ্ট্রপতি লেখেন, সকলকে শুভ নববর্ষ! সব সহ নাগরিক ও প্রবাসী ভারতীয়দের শুভেচ্ছা। ২০২৩ সাল আমাদের জীবনে নতুন অনুপ্রেরণা, লক্ষ্য ও কৃতিত্ব নিয়ে আসুক। আসুন আমরা ঐক্য, অখণ্ডতা এবং সকলকে নিয়ে উন্নয়নে ফের একবার নিজেদের উৎসর্গ করার সংকল্প করি।

    নরেন্দ্র মোদি…

    দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা (New Year Greetings) জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ট্যুইট-বার্তায় তিনি লেখেন, ২০২৩ খুব ভাল কাটুক। আশা, সুখ এবং প্রচুর সাফল্যে পূর্ণ হোক নতুন বছর। সকলে সুস্থ থাকুন।

    নববর্ষের সকালে প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা (New Year Greetings) জানিয়েছেন। এদিন শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতিও। তবে নববর্ষের প্রাক্কালেও তিনি দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন। তাঁর এই শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি লিখেছিলেন, নববর্ষ উপলক্ষে আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।

    শুভেচ্ছা জানাই আমার সকল সহ নাগরিককে এবং প্রবাসী ভারতীয়দের। নতুন বছরের নতুন ভোর আমাদের জীবনে নিয়ে আসুক নয়া এনার্জি, নতুন সুখ, লক্ষ্য, প্রেরণা এবং সাফল্য। এই শুভদিনে আমরা এক থাকি, বজায় থাকুক আমাদের ঐক্য। জাতির হোক ব্যাপক উন্নতি। ২০২৩ সালে আমাদের গৌরবান্বিত জাতি এবং দেশবাসীর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করি।

    আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি’, স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share