Tag: Production

  • India: অগাস্ট মাসে অসাধারণ সাফল্য দেখিয়েছে ভারতের উৎপাদন খাত, বলছে সমীক্ষা

    India: অগাস্ট মাসে অসাধারণ সাফল্য দেখিয়েছে ভারতের উৎপাদন খাত, বলছে সমীক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের অগাস্ট মাসে অসাধারণ সাফল্য দেখিয়েছে ভারতের উৎপাদন খাত। এইচএসবিসি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স’ ইনডেক্স (PMI) গত জুলাইয়ের ৫৯.১ থেকে বেড়ে অগাস্টে দাঁড়িয়েছে (India) ৫৯.৩-তে। সোমবার এসঅ্যান্ডপি গ্লোবাল প্রকাশিত রিপোর্ট থেকেই এ খবর মিলেছে। রিপোর্টে বলা হয়েছে, এটি গত সাড়ে ১৭ বছরে কার্যকলাপের অবস্থার সবচেয়ে দ্রুত উন্নতি। এই প্রবৃদ্ধির হার রেকর্ড-ব্রেকিং। সমীক্ষা অনুযায়ী, এই গতি মূলত শক্তিশালী হয়েছে অভ্যন্তরীণ চাহিদা এবং প্রস্তুতকারীদের সফল বিজ্ঞাপন প্রচেষ্টার কারণে। এইচএসবিসির প্রধান  অর্থনীতিবিদ (ভারত) প্রাঞ্জুল ভান্ডারী বলেন, “অগাস্টে ভারতের ম্যানুফ্যাকচারিং পিএমআই আবারও নতুন উচ্চতায় পৌঁছেছে, যা মূলত উৎপাদনের দ্রুত সম্প্রসারণ দ্বারা চালিত হয়।”

    নয়া চাকরির সৃষ্টি (India)

    রিপোর্টে বলা হয়েছে, মধ্যবর্তী পণ্যের খাতই প্রবৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে, যা পুঁজি পণ্য ও ভোক্তা পণ্যকে পিছনে ফেলে দিয়েছে। বিভিন্ন খাতের উৎপাদকরা শক্তিশালী বিক্রি ও উৎপাদন কর্মদক্ষতার কথা জানিয়েছেন, যা সম্ভব হয়েছে দেশীয় অর্ডারের ব্যাপক বৃদ্ধির কারণে। সমীক্ষায় অংশগ্রহণকারীরা তাঁদের প্রবৃদ্ধির কৃতিত্ব দিয়েছেন কার্যকর বিজ্ঞাপনী প্রচার এবং শক্তিশালী গ্রাহক মনোভাবকে। এই দেশীয় চাহিদা আন্তর্জাতিক অর্ডারের তুলনামূলক ধীর প্রবৃদ্ধির বিপরীতে কেবলমাত্র সামান্য বৃদ্ধিকে সমন্বয় করেছে। প্রতিবেদন থেকেই জানা গিয়েছে, এই প্রবৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে নয়া চাকরির সৃষ্টি ও মজুদ বৃদ্ধি আত্মবিশ্বাসের। ইতিবাচক লক্ষণ হিসেবে এই সব উৎপাদন খাত টানা আঠারো মাস ধরে নয়া চাকরির সুযোগ সৃষ্টি করেছে। কোম্পানিগুলি কাঁচামালের মজুদ বৃদ্ধি করেছে এবং তৈরি হয়ে যাওয়া পণ্যের মজুদেও বৃদ্ধি দেখেছে, যা গত ন’মাসের মধ্যে প্রথমবারের মতো মজুদের ঊর্ধ্বগতি নির্দেশ করছে (PMI)।

    বেড়েছে কাঁচামাল কেনাও

    প্রতিবেদনে বলা হয়েছে, শিরোনাম (India) সূচকের ঊর্ধ্বমুখী গতি মূলত উৎপাদন ভলিউম বৃদ্ধি ত্বরান্বিত হওয়ার প্রতিফলন, যা প্রায় পাঁচ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত সম্প্রসারণ। এই আশা কেবল উৎপাদনেই সীমাবদ্ধ ছিল না। ব্যবসাগুলি ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রত্যাশায় কাঁচামাল কেনাও বাড়িয়ে দিয়েছে, যার জেরে আগামী এক বছরেও বর্তমান ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে বলে আত্মবিশ্বাসী ব্যবসায়ীরা। জুলাই মাসে তিন বছরের নিম্নতম স্তরে পৌঁছনোর পর প্রস্তুতকারীদের ইতিবাচক মনোভাব ফের বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। ওই রিপোর্ট থেকেই জানা গিয়েছে, আন্তর্জাতিক অর্ডারে সামান্য বৃদ্ধি হলেও, আসল প্রবৃদ্ধির চালিকাশক্তি এসেছে দেশীয় ক্রেতাদের কাছ থেকে। কার্যকর বিপণন এবং উন্নত অর্থনৈতিক ভিত্তির সহায়তায় প্রস্তুতকারীরা বড় ধরনের দেশীয় চাহিদাকেই মূল অনুঘটক হিসেবে কৃতিত্ব দিচ্ছেন (India)।

    পিএমআই কী?

    প্রশ্ন হল, পিএমআই কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ? পিএমআই বা পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স মূলত উৎপাদন খাতের মাসিক একটি রিপোর্ট কার্ডের মতো। এটি একটি প্রধান সূচক। এ থেকে অতীতের পারফরম্যান্স জানা যায় না ঠিকই, তবে ভবিষ্যতের প্রবণতার একটা ধারণা মেলে বই কি! কীভাবে কাজ করে পিএমআই (PMI)? জানা গিয়েছে, প্রতি মাসে ভারতের প্রায় ৪০০টি উৎপাদনকারী কোম্পানির ওপর সমীক্ষা করা হয়। উত্তর দেন পারচেজিং ম্যানেজাররা। এঁরাই কাঁচামাল অর্ডার ও সরবরাহের দিকটা দেখেন। তাঁরাই জানান, তাঁদের ব্যবসায়িক কাজকর্ম গত মাসের তুলনায় ভালো, নাকি খারাপ, অথবা একই রয়ে গিয়েছে। এই পারচেজিং ম্যানেজারদের দেওয়া উত্তরগুলিকে পাঁচটি প্রধান উপাদানের ভিত্তিতে একটি একক স্কোরে রূপান্তরিত করা হয়।

    পাঁচটি উপাদানের একক স্কোর

    এই পাঁচটি উপাদানের একক স্কোর হল, নয়া অর্ডার ৩০ শতাংশ, উৎপাদন ২৫ শতাংশ, কর্মসংস্থান ২০ শতাংশ, সরবরাহকারীর ডেলিভারির সময় ১৫ শতাংশ এবং কেনাকাটার মজুদ ১০ শতাংশ (India)। এবার সব মিলিয়ে মোট স্কোর যদি ৫০-এর ওপরে হয় তবে তা ধরা হয় সম্প্রসারণ হিসেবে অর্থাৎ কারখানার উৎপাদন ভালোই হচ্ছে। আর এর নীচে হলে ধরা হয় সংকোচন, অর্থাৎ কারখানায় উৎপাদনের গতি অত্যন্ত ধীর। এই সব কারণেই লগ্নিকারী, নীতিনির্ধারক এবং ব্যবসায়ীরা গভীরভাবে পর্যবেক্ষণ করেন পিএমআই। তাই যে কোনও দেশের অর্থনীতির জন্য পিএমআই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিএমআই ৫৯.৩ স্পষ্ট ইঙ্গিত দেয় যে, ভারতের উৎপাদন খাতের ভিত মজবুত। বৈশ্বিক চ্যালেঞ্জ যেমন, উচ্চ শুল্ক এবং রফতানি অর্ডারের দুর্বলতা সত্ত্বেও, দেশীয় চাহিদা এক শক্তিশালী ঢাল হিসেবে কাজ করছে (PMI)। উৎপাদনের ক্ষেত্রে এই স্থিতিশীলতা শুধু কারখানার জন্য ভালো নয়, এটি লজিস্টিকস, বাণিজ্য এবং সেবা খাতেও প্রবৃদ্ধি আনে, যার ব্যাপক প্রভাব পড়ে সমগ্র অর্থনীতিতে (India)।

  • Alphabet: ভিয়েতনাম থেকে ভারতে পিক্সেল উৎপাদনের পরিকল্পনা করছে অ্যালফাবেট!

    Alphabet: ভিয়েতনাম থেকে ভারতে পিক্সেল উৎপাদনের পরিকল্পনা করছে অ্যালফাবেট!

    মাধ্যম নিউজ ডেস্ক: গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট (Alphabet) তাদের পিক্সেল (Pixel Production) স্মার্টফোন উৎপাদনের একটি বড় অংশ ভিয়েতনাম থেকে ভারতে সরিয়ে নিয়ে আসছে। এজন্য তারা চুক্তিভিত্তিক উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিক্সন টেকনোলজিস ও ফক্সকনের সঙ্গে আলোচনা শুরু করেছে বলেও খবর। ওয়াকিবহাল মহলের মতে, এই পদক্ষেপটি অ্যালফাবেটের সরবরাহ শৃঙ্খল ডাইভার্সিফাই করার পাশাপাশি ভূরাজনৈতিক উত্তেজনার ঝুঁকি কমানোর বৃহত্তর কৌশলেরও অংশ। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি পিক্সেল স্মার্টফোনের বর্তমান প্রধান উৎপাদন কেন্দ্র ভিয়েতনাম থেকে আমদানিকৃত পণ্যের উপর ৪৬ শতাংশ শুল্কের প্রস্তাব করেছে। ভারতের ক্ষেত্রে এই হার মাত্রই ২৬ শতাংশ। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নতুন শুল্ক হার ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন, তবে বেসলাইন ১০ শতাংশ শুল্ক এখনও কার্যকর রয়েছে।

    পিক্সেল স্মার্টফোন (Alphabet)

    বর্তমানে ভারতে তৈরি পিক্সেল স্মার্টফোনগুলি মূলত দেশীয় বাজারের জন্য তৈরি, যেখানে আমদানি শুল্ক ১৬.৫ শতাংশ। ডিভাইসগুলি নয়ডার ডিক্সন এবং তামিলনাড়ুর ফক্সকন দ্বারা একত্রিত করা হয়। এখানে ডিক্সন নতুন মডেল তৈরি করে এবং ফক্সকন পুরানো মডেলগুলি তৈরি করে (Pixel Production)। ভারতে তৈরি পিক্সেলের প্রায় ৭০ শতাংশই ডিক্সনে তৈরি হয়। ফক্সকনই প্রথম ২০২৩ সালের অগাস্টে এখানে উৎপাদন শুরু করে। তাইওয়ানের কম্পাল ইলেকট্রনিক্সের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ডিসেম্বরে ডিক্সন এই প্রচেষ্টায় যোগ দেন (Alphabet)।

    ভারতে স্থানান্তরের পরিকল্পনা

    সূত্রের খবর, অ্যালফাবেট প্রাথমিকভাবে দুই থেকে তিন বছরের মধ্যে বিশ্বব্যাপী পিক্সেল উৎপাদন ধীরে ধীরে ভারতে স্থানান্তরের পরিকল্পনা করেছিল। কিন্তু সম্ভাব্য মার্কিন-ভিয়েতনাম শুল্ক ব্যবস্থার কারণে কোম্পানিটি তার কৌশল দ্রুত বাস্তবায়ন করতে বাধ্য হয়েছে। সংস্থাটি এখন ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি বাড়াবে বলে আশা করা হচ্ছে এবং অন্যান্য দেশেও সম্ভাব্য চালান অনুসন্ধান করছে।

    এই অগ্রগতি নয়াদিল্লির বৈশ্বিক ইলেকট্রনিক্স উৎপাদন কেন্দ্রে পরিণত হওয়ার লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিস্তৃত বাণিজ্য চুক্তি নিয়েও কাজ করছে, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমান ১৯০ বিলিয়ন মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা (Pixel Production)।

    মার্কিন যুক্তরাষ্ট্রে স্ট্যাটকাউন্টারের তথ্য অনুযায়ী, গুগলের পিক্সেল স্মার্টফোনের বাজার শেয়ার সাম্প্রতিক লঞ্চের পর প্রায় ১৪ শতাংশে পৌঁছেছে। ভারতে প্রিমিয়াম মূল্য নীতির কারণে এই ব্র্যান্ডটি এখনও একটি নির্দিষ্ট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ। যদিও অফলাইন রিটেল চ্যানেলে প্রবেশের পর থেকে কিছুটা গ্রহণযোগ্যতা পেয়েছে (Alphabet)।

LinkedIn
Share