Tag: raja hari singh

  • Jammu and Kashmir: ১৩ জুলাইকে ‘শহীদ দিবস’ বলে কেন প্রচার করে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতারা?

    Jammu and Kashmir: ১৩ জুলাইকে ‘শহীদ দিবস’ বলে কেন প্রচার করে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরে (Jammu and Kashmir) ৩৭০ ধারা এবং ৩৫এ বিলুপ্তির পরে সেখানকার বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক শক্তিগুলি আবার বলতে শুরু করে যে ৩৭০ ধারা পুনরায় চালু করতে হবে। এই বিচ্ছিন্নতাবাদী নেতারা দাবি তোলে যে ১৩ জুলাইকে জম্মু-কাশ্মীরের সরকারি ছুটি হিসেবে ঘোষণা করতে হবে। তারা এই দিনটিকে ‘শহীদ দিবস’ হিসেবে পালন করতে চায়, কারণ ১৯৩১ সালের ১৩ জুলাই (Black Day July 13) শ্রীনগরে কিছু মানুষ নিহত হয়েছিল।তাদের মতে, ওইদিন ২২ জন সাধারণ কাশ্মীরিকে গুলি করে হত্যা করেছিল ডোগরা জওয়ানরা। প্রসঙ্গত, নিহত ২২ জনই ছিল মুসলমান এবং ডোগরা জওয়ানরা ছিলেন হিন্দু। তারা সবাই একত্রিত হয়েছিল আব্দুল কাদেরের জন্য। এই আব্দুল কাদের ছিলেন একজন মৌলবাদী, যিনি সবসময় ডোগরা হিন্দু শাসকদের বিরুদ্ধে সাধারণ কাশ্মীরি মুসলমানদের উসকানি দিতেন। তাঁর অন্যতম লক্ষ্য ছিলেন মহারাজা হরি সিংকে ক্ষমতা থেকে সরানো।

    হিন্দু শাসকের বিরুদ্ধে ছিলেন আব্দুল কাদের (Jammu and Kashmir)

    এক বক্তৃতায় আব্দুল কাদের বলেছিলেন, “ডোগরা শাসকদের হত্যা করো এবং তাদের জ্বালিয়ে ফেলো।” তিনি আরও বলতেন, “এটা তখনই সম্ভব হবে, যখন প্রত্যেক কাশ্মীরি (Jammu and Kashmir) মুসলমান মহারাজার বিরুদ্ধে রাস্তায় নামবে।” এই ধরনের উসকানিমূলক বক্তব্যের জন্য মহারাজা হরি সিং তাকে গ্রেফতার করেন এবং তাঁর বিচার চলতে থাকে। ১৩ জুলাই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয় (Black Day July 13)।

    আব্দুল কাদের ছিলেন বিদেশী

    এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আব্দুল কাদের ছিলেন একজন বিদেশি—একজন আফগান, এবং তিনি ব্রিটিশ অফিসারদের হয়ে কাজ করতেন। কাশ্মীরি (Jammu and Kashmir) নেতাদের কাছে তিনি কখনও নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করেননি। তাঁর মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গেলে ২২ জন নিহত হয়। হরি সিংয়ের বিরুদ্ধে এই বিদ্রোহ এবং নিহত ২২ জনের ঘটনাকেই এখন ‘শহীদ দিবস’ হিসেবে প্রচার করার চেষ্টা চলছে।

    উদার প্রকৃতির রাজা ছিলেন হরি সিং

    এইভাবে আব্দুল কাদেরকে প্রচারের আলোয় আনা হচ্ছে, যদিও তিনি ছিলেন একজন বিদেশি, দেশদ্রোহী এবং ষড়যন্ত্রকারী। কিন্তু তাঁকে বীরের মর্যাদা দেওয়ার চেষ্টা আজও কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তির পক্ষ থেকে চালানো হচ্ছে। এটি একটি ইসলামী অ্যাজেন্ডা, যেখানে বলা হচ্ছে তিনি নাকি হিন্দু শাসকদের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কিন্তু বাস্তব হল, মহারাজা হরি সিং ছিলেন একজন উদার প্রকৃতির শাসক। তিনি জাতিভেদে বিশ্বাস করতেন না। তিনি সমস্ত মন্দিরে দলিতদের প্রবেশাধিকার দিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল জম্মুর রঘুনাথ মন্দির, যা তাঁর পরিবারের বহু আগের নির্মিত মন্দির।

LinkedIn
Share