Tag: Ram Darbar

  • Ram Mandir: অযোধ্যায় দ্রুত গতিতে এগোচ্ছে রাম দরবারের নির্মাণ কাজ, বসল প্রথম সোনার দরজা

    Ram Mandir: অযোধ্যায় দ্রুত গতিতে এগোচ্ছে রাম দরবারের নির্মাণ কাজ, বসল প্রথম সোনার দরজা

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যায় সম্পূর্ণ রাম মন্দির (Ram Mandir) নির্মাণের দ্রুত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। অযোধ্যায় রাম মন্দিরের প্রথম তলায় গড়ে উঠছে রাম দরবার (Ram Darbar)। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে, রাম দরবারে সোনার দরজা স্থাপন করা হয়েছে। মন্দির নির্মাণের ক্ষেত্রে এটি একটি বড় মাইলফলক বলেই জানিয়েছে তীর্থক্ষেত্র ট্রাস্ট। রাম দরবারের নির্মাণের মাধ্যমেই নতুন অধ্যায়ের সূচনা  হচ্ছে বলেও জানিয়েছে তারা। জানা গিয়েছে, রাম দরবারে ভগবান রাম, সীতা, লক্ষণ এবং হনুমানের মূর্তি স্থাপন করা হবে। রাম দরবারের কাজ এখন পুরোদমে চলছে।

    ব্যস্ত নির্মাণ কর্মীরা নিরন্তর কাজ করে চলেছেন (Ram Mandir)

    নির্মাণ কর্মীরা খুবই ব্যস্ত। নিজেদের নাওয়া-খাওয়া ভুলে সদা ব্যস্ত তাঁরা। প্রতিনিয়ত তাঁরা রাম দরবারকে কীভাবে আরও সুন্দর করা যায়, সেই ভাবনাই ভাবছেন। রাম দরবারে (Ram Darbar) প্রতিষ্ঠিত সোনার দরজা কেবলমাত্র একটি দরজাই নয়, তীর্থক্ষেত্র ট্রাস্ট জানাচ্ছে যে, এটি একটি আধ্যাত্মিকতার প্রতীক। রাম মন্দির (Ram Mandir) নির্মাণের কাজের বিষয়ে দেশের কোটি কোটি ভক্তের আগ্রহ তুঙ্গে। রাম নগরীর মন্দিরের প্রতিটি আপডেট পেতে তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। এই আবহে রাম দরবার নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

    রাম দরবারের (Ram Mandir) কাজ শেষ হলে আরও বেশি ভক্ত সমাগম হবে

    রাম মন্দির আজ আর কেবল হিন্দু ধর্মের আস্থা বা বিশ্বাসের প্রতীক হয়েই নেই। উপরন্তু এদেশের সাংস্কৃতিক ঐতিহ্য পরম্পরা এবং জাতীয় অস্মিতার প্রতীক হয়ে উঠেছে রাম মন্দির। ওয়াকিবহাল মহল মনে করছে, রাম দরবারের (Ram Darbar) নির্মাণ কাজ শেষ হলে আরও বেশি সংখ্যক লক্ষ লক্ষ তীর্থ যাত্রা এখানে হাজির হবেন। প্রসঙ্গত, ২০১৯ সালের নভেম্বর মাসে রাম মন্দির নির্মাণের রায় দেয় সুপ্রিম কোর্ট। এরপর ২০২০ সালের অগাস্টে ভূমি-পূজন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৪ সালের ২২ জানুয়ারি উদ্বোধন হয় রাম মন্দিরের (Ram Mandir)।

  • Ram Darbar: অক্ষয় তৃতীয়াতে রাম দরবারে বসছে ১৮ মূর্তি, জানাল তীর্থক্ষেত্র ট্রাস্ট

    Ram Darbar: অক্ষয় তৃতীয়াতে রাম দরবারে বসছে ১৮ মূর্তি, জানাল তীর্থক্ষেত্র ট্রাস্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: অক্ষয় তৃতীয়াতে বড় উৎসবের জন্য সেজে উঠছে অযোধ্যার রামমন্দির (Ram Darbar)। রামদরবারে বসছে অক্ষয় তৃতীয়াতে বসছে ১৮টি মূর্তি। ৩০ এপ্রিল এক ধর্মীয় রীতি মেনে স্থাপন করা হবে মূর্তিগুলিকে। সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। সংবাদমাধ্যমের সামনে তিনি আরও জানিয়েছেন, আগামী জুন মাসে তিন দিনের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠান হবে। এসময়ে জলবাস, অন্নবাস, ঔষধিবাসের মতো ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রামমন্দিরে।

    মন্দির প্রাঙ্গণে ছয়টি মন্দির (Ram Darbar)

    চম্পত রাই আরও জানিয়েছেন, মন্দির প্রাঙ্গণে ছয়টি মন্দির স্থাপন করা হচ্ছে। সূর্য, ভগবতী, অন্নপূর্ণা, শিবলিঙ্গ, গণপতি এবং হনুমানজির মূর্তি। সপ্তম মূর্তিটি বসছে শেষাবতার মন্দিরে। সেখানে লক্ষ্মণের একটি মূর্তি স্থাপন করা হবে।

    সপ্ত মণ্ডপ অংশে বসছে ৭ মূর্তি

    রাম মন্দিরের (Ram Darbar) প্রাঙ্গণে অবস্থিত সপ্ত মণ্ডপ অংশে বসছে আরও ৭ মূর্তি। এগুলি হল- মহর্ষি বাল্মীকি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, অগস্ত্য মুনি, নিষাদ রাজ, শবরী এবং অহল্যার মূর্তি স্থাপন করা হবে।

    তুলসীদাসের মূর্তি ইতিমধ্যেই স্থাপিত

    পঞ্চদশ মূর্তি হিসেবে রামচরিত মানসের লেখক তুলসীদাসের মূর্তি ইতিমধ্যেই মন্দির চত্বরের (Akshaya Tritiya) যাত্রী সুবিধা কেন্দ্রে স্থাপন করা হয়েছে। বাকি ২ মূর্তিও বর্তমানে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন রামমন্দির ট্রাস্টের এই সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, জয়পুরের সাদা মাকরানা মার্বেল থেকে ১৮টি মূর্তি তৈরি করা হচ্ছে। ১৫ এপ্রিল থেকে অযোধ্যায় এগুলিকে নিয়ে আসা শুরু হয়েছে।

    অক্টোবরেই সম্পূর্ণ হয়ে যাবে মন্দির

    সাংবাদিক বৈঠকে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, আগামী অক্টোবর মাসের মধ্যেই রামমন্দিরের সম্পূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে (Ram Darbar)। প্রসঙ্গত, সাংবাদিক বৈঠকে যোগী আদিত্যনাথ সরকারেরও ভূয়সী প্রশংসা করতে শোনা যায় চম্পত রাইকে। তাঁর মতে, নির্মাণের কাজে ব্যাপক সাহায্য করেছে যোগী সরকার। প্রসঙ্গত, রামমন্দিরের উদ্বোধন হয় ২০২৪ সালের ২২ জানুয়ারি। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

LinkedIn
Share