Tag: Rohit Sharma

Rohit Sharma

  • India vs England: ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টের দল ঘোষণা, ভারতীয় স্কোয়াডে নতুন কিপার

    India vs England: ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টের দল ঘোষণা, ভারতীয় স্কোয়াডে নতুন কিপার

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। প্রথম দুই টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।  স্কোয়াডে নেই বাংলার পেসার মহম্মদ শামি। চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরেও ছিলেন না তিনি। সদ্য অর্জুন পুরস্কার পাওয়া শামিকে প্রথম দু-ম্যাচেও পাওয়া যাবে না। স্কোয়াডে সুযোগ দেওয়া হল নতুন কিপার ব্যাটার ধ্রুব জুড়েলকে।

    ‘শাস্তি’ বাদ ঈশান

    ভারতীয় দলে নতুন উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের ধ্রুব জুড়েলকে। ঘরোয়া ক্রিকেট খেলেই উঠে এসেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ছেড়ে দেওয়া হয়েছিল ঈশান কিশনকে। রিজার্ভ উইকেটকিপার হওয়ায় দলের সঙ্গে থাকতে চাননি। দেশে ফিরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার বদলে তিনি প্রথমে দুবাইয়ে পার্টি করেন। তার পরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে চলে যান। এতে নির্বাচকেরা ক্ষুব্ধ হয়ে পড়েন। তরুণ ক্রিকেটারকে ‘সহবত’ শেখাতে তাঁকে আগেই দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দলে ফিরেছেন শ্রেয়স আয়ার। 

    টেস্ট স্কোয়াডে কুলদীপ

    ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত চার স্পিনার রেখেছে স্কোয়াডে। দীর্ঘ সময় পর টেস্ট স্কোয়াডে চায়নাম্যান কুলদীপ যাদব। ইংল্যান্ডের বাঁ হাতি ব্যাটারদের কথা ভেবেই তাঁকে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সঙ্গে অশ্বিন, জাডেজা এবং অক্ষর। প্রথম তিন পেসার হিসাবে রাখা হয়েছে বুমরা, সিরাজ এবং মুকেশকে। সঙ্গে ব্যাক-আপ হিসেবে নেওয়া হয়েছে আবেশকে।তবে ধ্রুবের সুযোগ পাওয়া উল্লেখযোগ্য। উত্তরপ্রদেশের ক্রিকেটারের গত বছরই প্রথম শ্রেণিতে অভিষেক হয়েছে। এর মধ্যেই ১৫টি ম্যাচে করেছেন ৭৯০ রান। তার মধ্যে ২৪৯ রানের একটি ইনিংস রয়েছে। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের দরজা খুলে গেল তাঁর জন্য।

    আরও পড়ুন: দেশের মাটিতেই হবে সপ্তদশ আইপিএল! লোকসভা নির্বাচনের সঙ্গেই চলবে খেলা?

    কবে কবে টেস্ট

    ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ জানুয়ারি হায়দ্রাবাদে প্রথম টেস্ট। এর পরের চারটি টেস্ট যথাক্রমে ২-৬ ফেব্রুয়ারি (বিশাখাপত্তনম), ১৫-১৯ ফেব্রুয়ারি (রাজকোট), ২৩-২৭ ফেব্রুয়ারি (রাঁচী) এবং ৭-১১ মার্চ (ধর্মশালা)।

    ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), ধ্রুব জুড়েল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক) এবং আবেশ খান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rohit Sharma: দেড় দিনে ম্যাচ শেষ! কেপ টাউনে জিতেও আইসিসির বিরুদ্ধে বিস্ফোরক রোহিত

    Rohit Sharma: দেড় দিনে ম্যাচ শেষ! কেপ টাউনে জিতেও আইসিসির বিরুদ্ধে বিস্ফোরক রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কেপ টাউনে টেস্ট জিতেও আইসিসি-র সমালোচনায় মুখর হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কেপ টাউনের পিচ নিয়ে ক্ষিপ্ত তিনি। রোহিতের দাবি, ভারতের পিচে বল প্রথম দিন থেকে স্পিন করলে অনেক কথা বলা হয়। কিন্তু অন্য দেশে বল প্রথম দিন থেকে গতির স্বর্গ হয়ে উঠলে তখন কথা ওঠে না কেন? 

    ভারতের পিচ নিয়ে কথা কেন

    ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ‘এই ম্যাচে কী হল সকলেই দেখেছে। পিচ কেমন আচরণ করেছে এটাও সকলের নজরে পড়েছে। সত্যি বলতে, এরকম পিচে খেলতে আমার কোনও অসুবিধা নেই। ভারত এবং ভারতের পিচ নিয়ে কেউ কোনও মন্তব্য না করা অবধি কোনও অসুবিধা নেই। কারণ, আমরা অন্য দেশে টেস্ট খেলতে এসেছি। চ্যালেঞ্জের মুখে পড়ব এটাই স্বাভাবিক। নিঃসন্দেহে এমন পিচে খেলা বিপজ্জনক। তবে ভারতে কেউ খেলতে গেলে সেখানকার পিচও চ্যালেঞ্জিং হবে এমনটাই প্রত্যাশিত।’

    পিচের রেটিং নিয়েও প্রশ্ন 

    রোহিতের সংযোজন, “দক্ষিণ আফ্রিকায় সবাই টেস্ট খেলতে আসে নিজের ক্ষমতা পরীক্ষা করার জন্য। এখানে খেলা ভয়ঙ্কর, কঠিন এমনই বলা হয়। তা হলে ভারতে গেলেও খেলা কঠিন হতে পারে। দেখুন, আমরা টেস্ট খেলতে গিয়ে শুধু খেলাটা নিয়েই কথা বলি। টেস্ট ফরম্যাট নাকি সবার উপরে, এমন কথাও শোনা যায়। তা হলে সেই কথার পাশে দাঁড়ানোটাও দরকার।” পিচের রেটিং নিয়ে আইসিসির দ্বিচারিতা প্রসঙ্গে ম্যাচ রেফারিদের উদ্দেশে রোহিতের সাফ উত্তর, ‘যেখানেই খেলা হোক, নিরপেক্ষ থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি এখনও বিশ্বাস করতে পারছি না, বিশ্বকাপ ফাইনালের পিচকে কী ভাবে বিলো অ্যাভরেজ রেটিং দেওয়া হল। ফাইনালের মঞ্চে একজন সেঞ্চুরি করল। সেটা কী করে খারাপ পিচ হয়? সুতরাং, ম্যাচ রেফারি নিজে যা দেখছেন সেই অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া উচিত। কোন দেশে খেলা হচ্ছে সেটা দেখে নয়। আশা করি, এখানকার ক্ষেত্রেও আইসিসি চোখ কান খোলা রাখবে।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC Test Championship: শীর্ষে ভারত! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বিরাট বদল 

    ICC Test Championship: শীর্ষে ভারত! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বিরাট বদল 

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গিয়েছিল ভারত। এবার কেপ টাউনে দেড় দিনে ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল রোহিতরা।  দক্ষিণ আফ্রিকা শীর্ষস্থান থেকে নেমে গেল দুয়ে। ঐতিহাসিক টেস্ট জয়ের পর  গুরুত্বপূর্ণ ১২ পয়েন্ট পায় ভারত।

    কে কোন জায়গায়

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড চলছে এখন। প্রথম দুবার ফাইনাল খেললেও একবারও বিশ্বজয়ের স্বাদ পায়নি রোহিত বাহিনী। প্রথমটি জিতেছিল নিউ জিল্যান্ড এবং দ্বিতীয়টি অস্ট্রেলিয়া। কেপ টাউনে ভারত ম্য়াচ জেতার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইটের ট্র্যাফিক এতটাই বেশি হয়ে গিয়েছিল যে সাইট একটা সময় ক্র্যাশ করে যায়। পরে অবশ্য সেটাকে ঠিক করা হয়। এই মুহূর্তে ভারতের পয়েন্ট শতাংশ ৫৪.১৬। ২টি ম্যাচ জিতেছে তারা। একটি হার এবং একটি পয়েন্ট। শাস্তি বাবদ ২ পয়েন্ট কাটা গিয়েছে। তাই তাদের পয়েন্ট ২৬। অন্য দিকে, ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে। একই পয়েন্ট শতাংশ নিয়ে তিন, চার এবং পাঁচে রয়েছে যথাক্রমে নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ। পাকিস্তান ৪৫.৮৩ পয়েন্ট শতাংশ নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। ওয়েস্ট ইন্ডিজ ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে রয়েছে সপ্তম স্থানে। আটে রয়েছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট শতাংশ ১৫। 

    টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলটি ২০২৩ সালের অ্যাশেজ থেকে শুরু হয়েছে। ভারতীয় দল টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের প্রথম সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজ ড্র করল রোহিতরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের নিয়ম হল, ম্যাচ জিতলে পাওয়া যাবে ১২ পয়েন্ট। ড্র বা টাই হলে ৪ পয়েন্ট করে পাবে দু’টি দল। হারলে কোনও পয়েন্ট নেই। তবে পয়েন্ট নয় এই প্রতিযোগিতায় লিগ তালিকায় গুরুত্ব পায় মোট পয়েন্টের প্রাপ্ত শতাংশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs South Africa: শুরু টেস্ট-প্রস্তুতি! বিশ্বকাপের পর ভারতীয় শিবিরে যোগ দিলেন বিরাট-রোহিত

    India vs South Africa: শুরু টেস্ট-প্রস্তুতি! বিশ্বকাপের পর ভারতীয় শিবিরে যোগ দিলেন বিরাট-রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) প্রথম টেস্ট। ৩১ বছরের ইতিহাসে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতেনি ভারত। তাই কঠোর অনুশীলনে ব্যস্ত টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে মরিয়া ভারত। বিশ্বকাপ ফাইনালের সেই রাতের পর আবার মাঠে ফিরলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। চলল পুরোদমে প্রস্তুতি।

    নেটে বিরাট

    পরিবারের সঙ্গে দেখা করতে ছুটি নিয়ে কিছু দিন লন্ডনে কাটিয়ে এসেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলন নেটে বোলারদের খেলার পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করতে দেখা যায় কোহলিকে। অফ স্টাম্পের বাইরের বল ছাড়ায় মনোযোগ দেন তিনি। বাউন্স এবং পেস সহায়ক উইকেটে যা বেশ গুরুত্বপূর্ণ। এক বার থিতু হয়ে যাওয়ার পর বেশ কিছু আগ্রাসী শট খেলেন। পেসারদের বিরুদ্ধেও আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে।  প্রসিদ্ধ কৃষ্ণের সঙ্গে অনেক ক্ষণ কথা বলেন। তা বোর্ডের ভিডিয়োতেও দেখা গিয়েছে। পরে রোহিতও অনেক ক্ষণ কথা বলেন প্রসিদ্ধের সঙ্গে। দেখে মনে হয়েছে প্রথম টেস্টে খেলতে পারেন প্রসিদ্ধ।

    অনুশীলনে রোহিত

    মনোযোগ দিয়ে অনুশীলন সারলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। বিকল্প উইকেটকিপার কেএস ভরতকে কিপিং করতে দেখাই যায়নি। রাহুলই সেই দায়িত্ব নেন। স্লিপে রাখা হয় শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালকে। রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে সাবলীল ব্যাট করেন রোহিত। শার্দূল ঠাকুরকেও খেলতে দেখা যায়।

    আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ভারত! কোথায় বসবে আসর? কী বললেন অমিত শাহ

    প্রথম টেস্ট ম্যাচের আগে জোড়া ধাক্কা খেয়েছে ভারতীয় দল। আঙুলের চোটের জন্য টেস্ট সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। এই চোটের কারণেই তিনি তৃতীয় ওয়ান ডে ম্যাচেও খেলতে পারেননি। ঋতুরাজের পাশাপাশি মানসিক স্বাস্থ্যজনিত কারণে ঈশান কিষাণ টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ডের তরফ থেকে অফিশিয়াল বিবৃতিতে কিছু জানানো না হলেও  সূত্রের খবর,  টানা আন্তর্জাতিক ক্রিকেটের ক্রীড়া সূচি ও সফর করার ফলে এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছুটা সময় বিরতি নিতে চাইছেন ঈশান কিষাণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: ‘চিরদিনের অধিনায়ক’ রোহিতকে নিয়ে আবেগঘন পোস্ট! মুম্বই ইন্ডিয়ান্সের নয়া নেতা হার্দিক

    IPL 2024: ‘চিরদিনের অধিনায়ক’ রোহিতকে নিয়ে আবেগঘন পোস্ট! মুম্বই ইন্ডিয়ান্সের নয়া নেতা হার্দিক

    মাধ্যম নিউজ ডেস্ক: রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। নতুন অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করা হয়েছে। যা তোলপাড় ফেলেছে ক্রিকেট মহলে। সামাজিক মাধ্যমে অনেকেই রোহিতের পাশে দাঁড়িয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সমালোচনায় মুখর। প্রশ্ন উঠছে, এমন কী ঘটল রোহিতকে সরিয়ে অধিনায়ক করা হল হার্দিককে? যদিও রোহিতকে নিয়ে আবেগঘন পোস্ট করেছে মুম্বই-ও। সোশ্যাল সাইটে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি ভিডিও পোস্ট করে রোহিতের উদ্দেশে লেখা হয়েছে,’তুমি আমাদের চিরদিনের অধিনায়ক’ ।

    ভবিষ্যত পরিকল্পনা

    আসলে পুরো ব্যাপারটি পূর্ব পরিকল্পিত এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে। রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে বা রোহিতের সরে দাঁড়ানোর স্ক্রিপ্ট লেখা হয়ে গিয়েছিল ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হারার পরেই। কারণ, রোহিতের বয়স এখন ৩৬। তিনি আর একদিনের ক্রিকেটে খেলবে বলে মনে হয় না। অনিশ্চিত টি-২০ আন্তর্জাতিক কেরিয়ারও। জুনে টি-২০ বিশ্বকাপ খেলে তিনি সাদা বলের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। এমনকী শোনা যাচ্ছে, ২০২৪-এ তাঁর শেষ আইপিএল। তাই সময়ে থাকতেই নেতৃত্বের ব্যাটন হাত বদল হওয়াই স্বাভাবিক। যা প্রবল ভাবেই চাইছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু লোক চক্ষুরও তো ব্যাপার থাকে। রোহিতের নেতৃত্বেই মুম্বই পাঁচবারের চ্যাম্পিয়ন। এমন এক সফল নেতাতে এভাবে অধিনায়কের পদ থেকে এক তরফাভাবে সরানোর সাহস কোনও ফ্র্যাঞ্চাইজি চাইবে না। 

    সরতে চাইছিলেন রোহিত!

    আসলে রোহিত নিজেই কি সরতে চাইছিলেন? বিশেষজ্ঞদের অনুমান, সম্মান থাকতেই রাজ্যপাট অন্য কারও হাতে তুলে দিতে চাইছিলেন রোহিত। আর সেক্ষেত্রে হার্দিকই ছিল সেরা বিকল্প। তাই গুজরাট থেকে হার্দিককে ফিরিয়ে আনা ছিল এই পরিকল্পনারই অঙ্গ। কারণ, হার্দিক ছিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক। ১৫ কোটির বিনিময়ে তিনি মুম্বই ইনিডয়ান্সে ফিরলেন ঠিকই, কিন্তু তাঁকে নেতৃত্ব তো ছাড়তে হবে। তাই হার্দিকের সঙেগ চুক্তিতেই বলা হয়েছিল রোহিতের পরেই তিনি হবেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। রোহিত থাকতেই তাঁর হাতে নেতৃত্বভার এভাবে সঁপে দেওয়া বড়ই দৃষ্টিকটূ। কিন্তু পেশাদার ক্রিকেটে সবই সম্ভব। একদিন হার্দিক আইপিএলে শুরু করেছিলেন রোহিতের নেতৃত্বে। কালের নিয়মে এবার হার্দিকের নেতৃত্ব খেলবেন রোহিত। 

    আরও পড়ুন: আর কেউ পরতে পারবেন না ধোনির জার্সি! মাহির ৭ নম্বর জার্সি সংরক্ষণ বিসিসিআই-এর

    নেতা হার্দিক

    হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পিছনে রয়েছে আরও একটি অঙ্ক রয়েছে। ফিট থাকলে আগামীতে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার সম্ভাবনা হার্দিকেরই। আর যে কোনও ফ্র্যাঞ্চাইজি চাইবে ভারতীয় দলের অধিনায়ক খেলুক তাঁর দলেই। তাতে ব্র্যান্ড ভ্যালু যে অনেকটাই বাড়বে। আখেরে, আবেগ, ভালো ক্রিকেটের থেকে কোটিপতি লিগে অর্থই সবার আগে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs South Africa: সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট! দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষিত 

    India vs South Africa: সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট! দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বরের শুরুতে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। খেলবে পূর্ণাঙ্গ সিরজ। যা শুরু হবে তিনটি টি-২০ ম্যাচ দিয়ে। মাঝে রয়েছে তিনটি একদিনের ম্যাচও। দু’টি টেস্ট খেলে দেশে ফিরবে টিম ইন্ডিয়া (Team India)। তার জন্য ঘোষিত হলো তিন ফরম্যাটের আলাদা আলাদা দল। রয়েছে বহু চমক।

    টি-টোয়েন্টি-র দল

    বিরাট কোহলি আগেই বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন তিনি দক্ষিণ আফ্রিকা সফরে (India vs South Africa)  শুধু টেস্ট সিরিজ খেলবেন। সেই মতো তাঁকে টি-২০ এবং ওয়ান ডে দলে রাখা হয়নি। তবে রোহিত শর্মাও নাকি বিরাটের পথে হেঁটে বিশ্রাম নিতে চেয়েছেন। তাই সীমিত ওভারের সিরিজে খেলবেন না হিটম্যানও। তবে শোনা যাচ্ছে, বৃহস্পতিবার দিল্লিতে দল নির্বাচনী বৈঠকে রোহিতকে টি-২০ দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কারণ, বিসিসিআই কর্তারা চাইছেন আগামী বছর টি-২০ বিশ্বকাপে তিনিই নেতৃত্ব দিন। রোহিতকে রাজি করানো যায়নি। তার উপর হাদির্ক পান্ডয়ার চোট, তিনি নেই। তাই বাধ্য হয়েই সূর্যকুমার যাদবকে টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে। তবে লোকেশ রাহুলকে কেন টি-২০ সেকায়াডে রাখা হল না তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে গত টি-২০ বিশ্বকাপের পর থেকে কোহলি ও রোহিত আর দেশের জাসির্তে সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলেননি। ফলে তাঁদের টি-২০ ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    টেস্টের দল

    এদিকে, টেস্ট (India vs South Africa) দলেও রয়েছে বড় চমক। রোহিত শর্মার নেতৃত্বে যে স্কায়াড ঘোষণা করেছে বিসিসিআই, তাতে নাম নেই অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারার। বরং শ্রেয়স আয়ার, ঋতুরাজ গায়কোয়াড়দের উপর ভরসা রাখা হয়েছে। যার ফলে একটা বিষয় স্পষ্ট, তাঁদের টেস্ট কেরিয়ার প্রায় শেষ। ভারতীয় দল সামনের দিকে তাকাতে চাইছে।

    একদিনের দলে চমক

    একদিনের দলেও রয়েছে একাধিক চমক। অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে লোকেশ রাহুলকে। তবে তিনি নেই টি-২০ স্কোয়াডে। ঠিক তেমনি সূর্যকুমার যাদব জায়গা পাননি একদিনের দলে। যা থেকে একটা বিষয় স্পষ্ট, সূর্যকে শুধু টি-২০ ফরম্যাটের জন্যই ভাবা হচেছ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gautam Gambhir: ভারতের হারে উচ্ছ্বাস! পাকিস্তান সমর্থকদের তুলোধনা গম্ভীরের

    Gautam Gambhir: ভারতের হারে উচ্ছ্বাস! পাকিস্তান সমর্থকদের তুলোধনা গম্ভীরের

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023) ক্রিকেটের আসরে পুরো টুর্নামেন্ট অপরাজেয় থেকেও ফাইনালে হেরে গিয়েছে ভারত। রোহিতদের এই পরাজয়ে উচ্ছ্বসিত বহু পাকিস্তানি সমর্থক। সোশ্যাল সাইটে তারা ভারতের এই পরাজয় উদযাপন করেছেন। এই মনোভাবের সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। একই সঙ্গে তিনি ভারতের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেছেন। তবে রোহিতের একটি মন্তব্য মেনে নিতে পারেননি গম্ভীর। 

    খেলোয়াড়োচিত মানসিকতা কাম্য

    ভারতের পরাজয়ে পাকিস্তানের সমর্থকরা সোশ্যাল সাইটে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তার সমালোচনা করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি বলেন,”নিজের দলকে সমর্থন করা ভাল। তাদের জয়-পরাজয়ের গঠনমূলক আলোচনা করুক সমর্থকেরা। কিন্তু নিজের দল সাফল্য না পেলে অন্য দলের পরাজয় কামনা করা ঠিক নয়। এই ধরনের আচরণ বৈরিতা বাড়ায়।” অনুরাগীদের এই আচরণের সমালোচনা করেছেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রামও। তাঁর কথায়, “এটা আসলে একটা খেলা। এখানে হার-জিত রয়েছে। হতাশা এলেও সমর্থকেরা যেন বিদ্বেষী না হন।”

    আরও পড়ুন: পাকিস্তান থেকে সরছে চ্যাম্পিয়ন্স ট্রফি! জানেন আয়োজনের নয়া দাবিদার কারা?

    রোহিত-দ্রাবিড় প্রসঙ্গ

    বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে ছিলেন যে এবারের বিশ্বকাপটা তিনি রাহুল দ্রাবিড়ের জন্য জিততে চান। রোহিতের সেই বক্তব্য মেনে নিতে পারছেন না গম্ভীর (Gautam Gambhir)। তিনি বলেন, “দেশের জন্য বিশ্বকাপ জয়ের কথা ভাবা উচিত। বিশেষ কোনও ব্যক্তির জন্য নয়। রাহুল দ্রাবিড় বিশ্বকাপ জেতার বিষয়ে অবশ্যই যোগ্যতম ব্যক্তি। কিন্তু তাই বলে বিশেষ একজনের জন্য বিশ্বকাপ জিততে হবে এটা ভেবে নেওয়া এবং দলের অধিনায়ককে সাংবাদিকদের সামনে সেই কথা বলার কোনও মানে হয় না।” বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে ইতিমধ্যেই দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তবে গম্ভীরের কথায়, রাহুল দ্রাবিড় যদি নিজে চান, তাহলে তাঁর চুক্তির মেয়াদ অবশ্যই বাড়ানো যেতে পারে। গম্ভীর বলেন, “গোটা একদিনের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া যে পারফরম্যান্স করেছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। যদি আমরা একটা ম্যাচ দিয়েই কোন কোচকে বিচার করতে যাই, তাহলে সেটা অবশ্যই ভুল হবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kolkata Knight Riders: কেকেআর শিবিরে বদল! থাকছেন না বিশ্বকাপ খেলা তিন ক্রিকেটার 

    Kolkata Knight Riders: কেকেআর শিবিরে বদল! থাকছেন না বিশ্বকাপ খেলা তিন ক্রিকেটার 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ খেলা তিন ক্রিকেটারকে রাখছে না কলকাতা নাইট রাইডার্স। আগামী ১৯ ডিসেম্বরের নিলামের আগে তাঁদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। ভারতের শার্দূল ঠাকুর এবং নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ও টিম সাউদিকে দলে রাখতে ইচ্ছুক নয় নাইট শিবির। শোনা যাচ্ছে, গুজরাট টাইটান্স ছেড়ে পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক গুজরাট ছাড়লে সেখানে কারা নেতা হবেন বা মুম্বইয়ে ভারত অধিনায়ক রোহিতের ভবিষ্যত কী হবে তা নিয়ে জল্পনা চলছে।

    বোলিং বিভাগ বদলাচ্ছে কেকেআর 

    কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে, তা ২৬ নভেম্বরের মধ্যে জানিয়ে দিতে হবে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজিকে। শোনা যাচ্ছিল আন্দ্রে রাসেলকে আর রাখবে না কেকেআর। কিন্তু সূত্রের খবর, এ বারও তাঁকে রেখে দেওয়া হবে। বরং দলের জোরে বোলিং আক্রমণের খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে দীর্ঘ দিন জাতীয় দলে সুযোগ না পাওয়া উমেশ যাদবকে রেখে দিলেও বিশ্বকাপ খেলা তিন জোরে বোলারকে রাখছে না কেকেআর। গত বছর নিলামে শার্দূলকে ১০ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। ১১টি ম্যাচে ৭টি উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাট হাতে করেছিলেন ১৬৮ রান। অলরাউন্ডার হিসাবে দলকে হতাশ করেছিলেন তিনি। আইপিএলের মঞ্চে দলকে সাফল্য দিতে পারেননি নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ও টিম সাউদিও। নাইট শিবির সূত্রে খবর, এবার দলের মেন্টর হিসাবে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর। দু’বার আইপিএল ট্রফি দেওয়া প্রাক্তন অধিনায়কের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে দল গঠনের ক্ষেত্রে।

    হার্দিক-রোহিত মুম্বইয়ের নেতা কে

    গুজরাটকে দু’বছর সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়াকে দলে ফেরাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক দলে ফিরলে রোহিতের ভবিষ্যত কী হবে তা নিয়ে জল্পনা চলছে। প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে রোহিত শর্মা অন্যতম সফল অধিনায়ক। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে মুম্বইকে চ্যাম্পিয়ন করেছেন রোহিত। এমএস ধোনি ও রোহিত শর্মাই অধিনায়ক হিসেবে ৫বার করে আইপিএল জেতার রেকর্ড রয়েছে। আর প্লেয়ার হিসেবে সবথেকে বেশি ৬ বার আইপিএল জিতেছেন রোহিত। আগামী নিলামের আগেই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিকের চুক্তি চূড়ান্ত হয়ে যাবে। ১৫ কোটি টাকা দিয়ে বরোদার অলরাউন্ডারকে দলে ফেরাচ্ছে মুম্বই। সূত্রের খবর, নেতৃত্বের দাবি করেননি হার্দিক। রোহিতের নেতৃত্বে খেলতে আপত্তি নেই তাঁর। কারণ ভারতীয় দলেও তিনি খেলেন রোহিতের নেতৃত্বেই।

    আরও পড়ুন: হারল বিশ্বচ্যাম্পিয়নরা! টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই জয় ভারতের

    গুজরাটের নেতা কে

    পর পর দু’বার আইপিএলে গুজরাটকে ফাইনালে তোলা অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাঁর পুরনো দল মুম্বইয়ে যোগ দিলে টাইটান্সদের নেতা কে হবে তা ভাবাচ্ছে ক্রীড়া মহলকে। শোনা যাচ্ছে, অধিনায়কের দৌড়ে রয়েছেন ভারতের তারকা ওপেনার শুভমন গিল। ২০২৩ সালের আইপিএলে গুজরাটের হয়ে  ১৭টি ম্যাচে ৮৯০ রান করেছিলেন ২৪ বছরের ক্রিকেটার। দৌড়ে রয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার গুজরাটের প্রথম একাদশের গুরুত্বপূর্ণ সদস্য রশিদ খানও। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সতীর্থদের মধ্যে জনপ্রিয়। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rohit Sharma: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট আর নয়! বিসিসিআই-এর সঙ্গে আলোচনায় রোহিত

    Rohit Sharma: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট আর নয়! বিসিসিআই-এর সঙ্গে আলোচনায় রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে পরবর্তী চার বছরের পরিকল্পনা নিয়ে আলোচনায় বসবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। সেই বৈঠকে সাদা বলের ক্রিকেটে রোহিত নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন সেটাই জানতে চাওয়া হতে পারে। একই সঙ্গে আগামী দিনে রোহিতের পরবর্তী অধিনায়ক হিসেবেও কথা হতে পারে। 

    আগামীর অধিনায়ক

    বিসিসিআই-এর কাছে এখন একটি বড় চ্যালেঞ্জ হল দীর্ঘমেয়াদী অধিনায়ক তৈরি করা। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের সময়ে রোহিতের বয়স প্রায় ৪০ হবে। পরবর্তী বড় ওডিআই টুর্নামেন্টটি হবে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। বাকি আগামী এক বছরে ভারতের মাত্র ছ’টি ওয়ানডে খেলার কথা রয়েছে। পরবর্তী বিশ্বকাপের কথা মাথায় রাখলে আগামীর নেতা বাছতেই হবে। হার্দিক পান্ডিয়া চোট প্রবণ তাই বিকল্প খুঁজতে চাইছে বিসিসিআই। রোহিতকে ২০২৫ সাল পর্যন্ত টেস্টে অধিনায়ক রেখে দেওয়া হবেই। বিসিসিআই-এর এক কর্তা বলেন, “রোহিতকে টেস্টে ব্যবহার করা হবে। ২০২৫ পর্যন্ত টেস্টে লাগবে রোহিতকে। এই সময়ের মধ্যে নতুন অধিনায়ককে তৈরি করা হবে। আর এক দিনের ক্রিকেটের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হবে।

    টি-টোয়েন্টিতে রোহিত

    বিসিসিআই (BCCI) সূত্রে খবর বিশ্বকাপ শুরুর আগেই ‘হিটম্যান’ নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ভবিষ্যত নিয়ে বোর্ডের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলেছেন। সূত্রের মতে, রোহিত (Rohit Sharma) ইতিমধ্যেই নির্বাচকদের জানিয়ে দিয়েছেন যে, টি-টোয়েন্টিতে তাঁকে বিবেচনা না করার জন্য, তাঁর কোনও সমস্যা নেই। আর নির্বাচকেরাও টি-টোয়েন্টিতে তরুণদের সুযোগ দিতে আগ্রহী। বোর্ডের ওই কর্তা বলেন, “গত এক বছর ধরে তরুণদের টি-টোয়েন্টিতে খেলানো হচ্ছে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তরুণদের সেখানে খেলার সম্ভাবনা বেশি।” নির্বাচন কমিটি খুব স্পষ্ট যে, তারা এমন খেলোয়াড়দের তৈরি করতে চায়, যাদের দীর্ঘ সময়ের জন্য একসঙ্গে খেলানো যাবে। শ্রেয়স আইয়ার টেস্ট দলে ফিরেছেন। এবং শুভমান গিল ওপেন করছেন। তিনে রাহানের জন্য সুযোগ কম। কেএল রাহুলকেও টেস্ট ম্যাচের জন্য বিবেচনা করা যেতে পারে, কারণ তিনি ব্যাকআপ উইকেটকিপিং বিকল্প হতে পারেন।

    আরও পড়ুন: ‘‘আমাদের সাফল্য ওদের সহ্য হয় না’’, পাকিস্তানকে তোপ মহম্মদ শামির

    একদিনের ফরম্যাটে রোহিত

    বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা কর্মসূচির জন্য তিন ফরম্যাটে ক্রিকেট দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তবে, যেহেতু ২০২৪ এ টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর রোহিত বা কোহলি দুজনেই দুরন্ত ফর্মে রয়েছেন, তাই এখনই চূড়ান্ত কিছু ভাবা হচ্ছে না। তবে পুরোটাই রোহিতদের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে, বলেই মত বোর্ডের ওই কর্তার। রোহিত তাঁর ওয়ানডে ক্যারিয়ার নিয়ে কী সিদ্ধান্ত নেবেন, সেটা নিয়েও জল্পনা রয়েছে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi: “খেলায় হার-জিত লেগেই থাকে”, ড্রেসিংরুমে গিয়ে বিরাট-রোহিতকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর

    PM Modi: “খেলায় হার-জিত লেগেই থাকে”, ড্রেসিংরুমে গিয়ে বিরাট-রোহিতকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেটে হেরে গিয়েছে ভারত। টানা ১০টি ম্যাচ জিতেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছে রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়ার কাছে এই হার মেনে নিতে পারেননি ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। তাঁদের সান্ত্বনা দিতে ড্রেসিংরুমে চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবার চোখের সামনে টিম ইন্ডিয়াকে হারতে দেখেছেন। দেখেছেন টিমের সদস্যদের চোখের জল ফেলতেও। তারপর আর নিজেকে সামলাতে পারেননি প্রধানমন্ত্রী। ড্রেসিংরুমে গিয়ে সান্ত্বনা দিয়েছেন টিম ইন্ডিয়াকে। দেশের আর কোনও প্রধানমন্ত্রীকে এই ভূমিকায় দেখা গিয়েছে কিনা, তা মনে করতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরাও।  

    “মন খারাপ করার দরকার নেই…”

    প্রধানমন্ত্রীর অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী যাচ্ছেন ড্রেসিংরুমে। তিনি প্রথমে যান রোহিত শর্মা ও বিরাট কোহলির কাছে। তাঁদের কাঁধে হাত থেকে দেন সান্ত্বনা। তিনি বলেন, “মন খারাপ করার দরকার নেই। হার-জিত তো লেগেই থাকে। গত ১০ ম্যাচে তোমরা যথেষ্ট ভাল খেলেছ। আমাদের গৌরবান্বিত করেছ। তোমরা ১০টা ম্যাচ জিতে এসেছ। একটা ম্যাচ এমন হতেই পারে।” টিম ইন্ডিয়াকে তাঁর বাসভবনে আসার আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী। রোহিত-বিরাটদের পিঠ চাপড়ে প্রধানমন্ত্রী বলেন, “মুখে হাসি আনো। গোটা দেশ তোমাদের দেখছে।”

    “প্রচুর পরিশ্রম করেছ তোমরা”

    পরাজয়ের পরে ভারতীয় ড্রেসিংরুমের গুমোট ভাবটা কাটাতেও সচেষ্ট ছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। জাদেজাকে সম্বোধন করেন ‘বাবু’ বলে। জসপ্রীত বুমরাহের সঙ্গে কথা বলেন গুজরাটি ভাষায়। তিনি (বুমরাহ) গুজরাটি বলতে পারেন কিনা, জিজ্ঞাসা করেন তাও। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও হাত মেলান প্রধানমন্ত্রী। বলেন, “প্রচুর পরিশ্রম করেছ তোমরা। এমনটা হতেই পারে।”

    আরও পড়ুুন: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট শুরু আজ, এবারও কি কেবল ‘নকল মউ স্বাক্ষর’?

    এরপর প্রধানমন্ত্রী যান ভারতের সব চেয়ে সফল বোলার মহম্মদ শামির কাছে। তাঁকে টেনে নেন বুকে। প্রধানমন্ত্রীর বুকে মাথা রেখে হাউহাউ করে কেঁদে ফেলেন শামি। সকলের সঙ্গে করমর্দন করার পর প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “এমন হয়েই থাকে। সতীর্থরা একে অপরকে সাহস দাও, উৎসাহ দাও। উজ্জ্বীবিত করো। তোমরা যখন সময় পাবে, তখন দিল্লিতে আসবে। আমার তরফ থেকে নিমন্ত্রণ রইল। তোমাদের সঙ্গে কথা হবে।”

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share