Tag: Rohit Sharma

Rohit Sharma

  • Team India: তিন ফরম্যাটে পৃথক অধিনায়ক! কী ভাবছেন বিসিসিআই কর্তারা?

    Team India: তিন ফরম্যাটে পৃথক অধিনায়ক! কী ভাবছেন বিসিসিআই কর্তারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপের পরেই টি-টোয়েন্টি (t20) অধিনায়কত্ব হারাতে পারেন রোহিত শর্মা। এমন ইঙ্গিত মিলেছে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তার বক্তব্যে। টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক হিসেবে দৌড়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ ও লোকেশ রাহুল। এখন প্রশ্ন হচ্ছে রোহিত শর্মাকে কেন টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে বিসিসিআই? এক্ষেত্রে ওই বোর্ড কর্তার যুক্তি, “২০২৪ সালে ফের হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিতে চাই আমরা। রোহিত শর্মা ও বিরাট কোহলির বয়স হয়েছে। ওদের পক্ষে তিন ফরম্যাটে সমান্তরালভাবে খেলা চালিয়ে যাওয়া ঝুঁকি হতে পারে। তাই ওদের বেছে বেছে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি সিরিজ কিংবা টুর্নামেন্টে খেলানো হবে।” তুলনায় ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে দুই তারকা ক্রিকেটারকে আরও বেশি করে মনোনিবেশ করার কথা বলতে পারেন নির্বাচকরা।

    রোহিত শর্মা যদি বেছে বেছে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তাহলে তাঁর পক্ষে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। ইতিমধ্যেই নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য হার্দিক পান্ডিয়াকেই বেছে নেওয়া হয়েছে। আসলে সামনের দিকে তাকাতে চাইছেন জাতীয় নির্বাচকরা। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো সিনিয়র ক্রিকেটারদের ওয়ার্ক লোড কমানোর চিন্তাভাবনাও চলছে। উল্লেখ্য গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। তারপর বোর্ডের সঙ্গে বিভিন্ন বিষয়ে সংঘাতে জড়িয়ে পড়েন কোহলি। তার জেরে একের পর এক থেকে থেকে তাঁর অধিনায়কত্ব গিয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই রোহিত শর্মার নেতৃত্বও প্রশ্নের মুখে। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে রোহিতের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। এশিয়া কাপে ব্যর্থ হয়েছে ভারত। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে না পারলে তাঁর পক্ষে তিন ফরম্যাটেই নেতৃত্ব ধরে রাখা মুশকিল হবে।

    শুধু তাই নয় ২০২৩ সালে ভারতে হবে ওডিআই বিশ্বকাপ। ঘরের মাঠে খেতাব জয়ের প্রবল চাপ থাকবে টিম ইন্ডিয়ার উপর। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবার ওডিআই বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর কেটে গিয়েছে এক যুগ। বিশ্বকাপের মঞ্চে বারবার হতাশ করেছে মেন ইন ব্লু। সেই ধারা অব্যাহত থাকলে একদিনের ক্রিকেটেও অধিনায়কের দায়িত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

  • India vs South Africa: দক্ষিণ আফ্রিকার কাছে হার ভারতের, সেমিফাইনালের যাওয়া প্রশ্নের মুখে পাকিস্তানের

    India vs South Africa: দক্ষিণ আফ্রিকার কাছে হার ভারতের, সেমিফাইনালের যাওয়া প্রশ্নের মুখে পাকিস্তানের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে ভারতীয় সমর্থকদের তুলনায় পাকিস্তানীদের আগ্রহ বেশি ছিল। কারণ প্রোটিয়া হারলেই পাকিস্তানের সুবিধা হয়ে যেত। সেমিফাইনালে যাওয়ার রাস্তা কিছুটা কন্টকমুক্ত হত। কিন্তু হতাশই হতে হল পাক সমর্থকদের। ভারতকে ৫ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভে ২ নম্বর গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা।

    টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। যেন নিজেদের পরীক্ষার সামনে ফেলতে চেয়েছিলেন ভারত অধিনায়ক। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৩৩/‌৯। জবাবে ২ বল বাকি থাকতে ১৩৭/‌৫ তুলে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে প্রোটিয়ারা। দুরন্ত ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকাকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান এইডেন মার্করাম ও ডেভিড মিলার। শেষ ওভারে নাটক জমে ওঠে। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য ৬ বলে দরকার ছিল ৬ রান। ভুবনেশ্বরের প্রথম বলে কোনও রান হয়নি। দ্বিতীয় বলে ১ রান নেন পার্নেল। তৃতীয় বল মিলারের ব্যাটের কানায় লেগে বাউন্ডারি হয়ে যায়। চতুর্থ বল বাউন্ডারি হাঁকিকে দলকে কাঙ্খিত জয় এনে দেন মিলার।

    লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেলদের দাপটে দক্ষিণ আফ্রিকার সামনে এদিন বড় রানের টার্গেট রাখতে পারেনি ভারত। যদিও কম রানের পুঁজি নিয়ে লড়াই করে গেলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপরা। ভারতীয় বোলারদের দাপটে বেসামাল হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। অর্শদীপ প্রথম বলেই ফিরিয়ে দেন কুইন্টন ডিকককে (‌১)‌। ১ বল পরেই ফেরান রিলে রুসোকে (‌০)‌। অর্শদীপের বল তাঁর ভেতরের পায়ে লাগলেও আম্পায়ার আউট দেননি। পরে দীনেশ কার্তিকের পরামর্শে ডিআরএস নেন রোহিত। রিভিউয়ের সিদ্ধান্তে আউট হন। এরপর বাভুমাকে (‌১৫ হলে ১০)‌ তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেন সামি।

    অশ্বিনের বলে একবার মার্করামের সহজ ক্যাচ ফেলেন বিরাট কোহলি। সহজ রান আউট রোহিত মিস করায় আরও একবার জীবন পান মার্করাম। শেষ পর্যন্ত ১৬ তম ওভারে জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। তাঁর বলে সূর্যকুমারের হাতে ক্যাচ দিয়ে আউট হন মার্করাম। ৪১ বলে ৫২ রানের দুরন্ত ইনিংস খেলে দলের চাপ কাটিয়ে দেন। তাঁর ও ডেভিড মিলারের ৭৬ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে জয়ের দিকে এগিয়ে দেয়।

    [tw]


    [/tw]

    ট্রিস্টান স্টাবস (‌৬)‌ অশ্বিনের বলে আউট হলেও দক্ষিণ আফ্রিকার জয় আটকায়নি। ২ বল বাকি থাকতে দলকে জয় এনে দেন ডেভিড মিলার। ৪৬ বলে ৫৯ রান করে তিনি অপরাজিত থাকেন। ২৫ রানে ২ উইকেট নেন অর্শদীপ। দুরন্ত বোলিং করে ১৩ রানে ১ উইকেট নেন সামি। টস জিতে ব্যাট করতে নেমে ভারতও এদিন শুরুতে বিপর্যয়ে পড়েছিল। ভারতের টপ অর্ডারে ধস নামিয়েছিলেন লুঙ্গি এনগিডি। প্রথমে তুলে নেন রোহিত শর্মাকে (‌১৪ বলে ১৬)‌। ৪ বল পরেই ফেরান লোকেশ রাহুলকে (‌১৪ বলে ৯)‌। এনগিডির বলে পরপর দুটি বাউন্ডারি হাঁকিয়ে চাপ কাটানোর চেষ্টা করছিলেন কোহলি। শেষ পর্যন্ত বাজিমাত করে যান এনগিডিই। তাঁর শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে লং লেগে রাবাডার হাতে ক্যাচ দিয়ে আউট হন কোহলি (‌১১ বলে ১২)‌। ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে দল বিপর্যয়ে। অক্ষর প্যাটেলের পরিবর্তে প্রথম একাদশে আসা দীপক হুডা (‌০) সুযোগ কাজে লাগাতে পারেননি। পরের ওভারেই হার্দিক পান্ডিয়াকে (‌৩ বলে ২)‌ তুলে নিয়ে ভারতের বাটিংকে কফিনবন্দি করে দেন এনগিডি।

    হার্দিক আউট হওয়ার পর ভারতে টেনে নিয়ে যায় সূর্যকুমার যাদব। চাপের মুখে দুরন্ত ব্যাটিং সূর্যকুমারের। ৩০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ। দীনেশ কার্তিক (‌১৫ বলে ৬) ব্যর্থ। শেষ পর্যন্ত ৪০ বলে ৬৮ রান করে আউট হন সূর্যকুমার। ২৯ রানে ৪ উইকেট নেন এনগিডি। ১৫ রানে ৩ উইকেট পার্নেলের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়-পরাজয়ের দৌড়ে কে কোথায় ?

    T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়-পরাজয়ের দৌড়ে কে কোথায় ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মাদার অব অল ব্যাটলস’। ভারত-পাকিস্তান ম্যাচকে এভাবেই দেখে ক্রিকেট দুনিয়া। বিশ্বের যে প্রান্তই হোক না, দুই প্রতিবেশী দেশের ব্যাট-বলের যুদ্ধ ঘিরে দারুণ উন্মাদনা চোখে পড়ে। একদিনের ক্রিকেট বিশ্বকাপে একটা সময় একচেটিয়া প্রাধান্য ছিল ভারতের। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত দুই দলের সাক্ষাৎ ঘটেছে ছ’বার। দেখে নেওয়া যাক, করা কতবার জিতেছে?
    ২০০৭ টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব
    প্রথম টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ম্যাচ টাই হয়। শেষ পর্যন্ত বোল-আউটে ৩-০ ব্যবধানে জয়ী হয় মহেন্দ্র সিং ধোনির ভারত।
    ২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনাল
    ফাইনালে ফের মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রথমে ব্যাট করে ভারত ১৫৭ রান তুলেছিল। জবাবে মিসবা-উল-হকের ৪৩ রানের সুবাদে জয়ের আশা জাগিয়ে তুলেছিল পাকিস্তান। কিন্তু নাটকীয়ভাবে ম্যাচের মোড় ঘুরে যায়। ১৫২ রানে থেমে যায় পাকিস্তানের লড়াই। ৫ রানে ম্যাচ জিতে প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত।
    ২০১২ টি-২০ বিশ্বকাপ
    গ্রুপ পর্বের লড়াইয়ের পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছিল ভারত। লক্ষ্মীপতি বালাজির অনবদ্য বোলিংয়ের সুবাদে পাকিস্তানকে ১২৮ রানে আটকে রাখতে সফল হয়েছিল টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারত। ৭৮ রানে অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন বিরাট কোহলি।
    ২০১৪ টি-২০ বিশ্বকাপ
    দাপটের সঙ্গে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ১৩০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ন’বল বাকি থাকতেই জয়ের কড়ি জোগাড় করে নেয় ‘মেন ইন ব্লু’।
    ২০১৬ টি-২০ বিশ্বকাপ
    বিশের ফরম্যাটে ভারতের দাপট অব্যাহত থাকে। পর পর পাঁচটি ম্যাচ জেতার পর ভারতের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১১৯ রান। কোহলি ফের ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
    ২০২১ টি-২০ বিশ্বকাপ
    অবশেষে চাকা ঘোরে। দুবাইয়ে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দেয় পাকিস্তান। শাহিন আফ্রিদির পেসের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা সেভাবে মাথা তুলতে পারেনি। ১৫১ রানেই সন্তুষ্ট থাকতে হয় কোহলিদের। কিন্তু বাবর আজমরা কোনও উইকেট না হারিয়েই ম্যাচ জিতে যায়।

  • T20 World Cup 2022: সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ! পাকিস্তানকে হারিয়ে দিওয়ালিতে দেশবাসীকে জয় উপহার দিতে চান রোহিত

    T20 World Cup 2022: সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ! পাকিস্তানকে হারিয়ে দিওয়ালিতে দেশবাসীকে জয় উপহার দিতে চান রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম বার অধিনায়ক হিসাবে কোনও আইসিসি প্রতিযোগিতায় খেলতে নামছেন রোহিত শর্মা (Rohit Sharma)। নিজের সেরাটা দিতে তাই মরিয়া হিট-ম্যান। সঙ্গে চাই দলের সাফল্যও তবেই হবে স্বপ্নপূরণ। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে (Pakistan) হারিয়ে দেশবাসীকে দিওয়ালির উপহার দিতে চান রোহিত। বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) জয় তাঁর লক্ষ্য। তবে তার জন্য প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চাইছেন ভারত অধিনায়ক। তিনি চাইছেন, প্রত্যেক ক্রিকেটার নিজের সেরাটা দিন। আগাম কোনও ভবিষ্যৎ বাণী নয়। ধীরে চলো নীতিতেই আসবে সাফল্য মনে করছেন রোহিত

    আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি! কী বলছে হাওয়া অফিস?

    বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে রোহিতের একটি ভিডিয়ো প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে বিশ্বকাপের প্রস্তুতি, পাকিস্তান ম্যাচ, তাঁদের লক্ষ্য এই সব নিয়ে কথা বলেছেন রোহিত। ভিডিয়োয় রোহিত বলেছেন, ‘‘আমি জানি সবাই পাকিস্তান ম্যাচের আগে খুব উত্তেজিত। বিশ্বকাপের সব থেকে বড় ম্যাচ এটা। দু’দেশের কোটি কোটি সমর্থকের নজর থাকে এই ম্যাচের দিকে। কিন্তু আমরা সে সব নিয়ে বেশি চিন্তা করছি না। নিজেদের মধ্যে বেশি কথা বলছি না। শুধু নিজেদের প্রস্তুতির দিকে নজর দিচ্ছি।’’ভারত অধিনায়ক বলেছেন, ‘‘পাকিস্তানকে হারালেই তো বিশ্বকাপ জেতা হবে না। তার জন্য সবাইকে হারাতে হবে। তাই এখনই বিশ্বকাপ জেতার কথা ভাবছি না। একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। একটা করে ম্যাচ ধরে পরিকল্পনা করতে চাই। একটা করে ম্যাচ জিতে তার পরে শেষে বিশ্বকাপ জিততে চাই।’’

    গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমদের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে গিয়েছিল ভারত। কয়েক মাস আগে এশিয়া কাপে দুবার ফের দুই প্রতিবেশী দেশের সাক্ষাৎ হয়েছিল। সেখানে প্রথম ম্যাচ জিতলেও, সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া(Team India)। এবার তাই জয়ই পাখির চোখ রোহিতদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • T20 WC 2022: বুমরাহর অভাব মেটাবে শামি! টসও গুরুত্বপূর্ণ, রোহিতকে পরামর্শ মাস্টার-ব্লাস্টারের

    T20 WC 2022: বুমরাহর অভাব মেটাবে শামি! টসও গুরুত্বপূর্ণ, রোহিতকে পরামর্শ মাস্টার-ব্লাস্টারের

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) মহম্মদ শামি (Mohammed Shami) তাঁর সতীর্থ জশপ্রীত বুমরাহর যোগ্য বিকল্প হওয়ার ক্ষমতা রাখেন। এমনটাই মনে করেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।  সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে সচিন বলেছেন, ‘চোটের জন্য বুমরাহর না থাকা বড় ক্ষতি। ও ভারতের প্রধান স্ট্রাইক বোলার। বুমরাহ ব্যাটারদের উপর দাপট দেখাতে পারে। তবে শামি অনেকদিন পর মাঠে নেমেই প্রমাণ করে দিল যে, ওই বুমরাহর আদর্শ পরিবর্ত।’ শামির পাশাপাশি তরুণ বাঁহাতি জোরে বোলার অর্শদীপ সিংকে নিয়েও মুগ্ধ সচিন। তিনি বলেন, ‘অর্শদীপ পরিকল্পনা নিয়ে মাঠে নামে। এই ফরম্যাটে প্ল্যানিং বজায় রেখে বল করা খুবই গুরুত্বপূর্ণ।’ সচিনের কথায়, ‘অস্ট্রেলিয়ার মাঠ বড় হওয়ার কারণে স্পিনারদের বিরুদ্ধে মারা খুবই শক্ত। বল যে দিকে ঘুরছে, সে দিকে মারার একটা প্রবণতা দেখা যায়। খুব কম ব্যাটসম্যান রয়েছে যারা ক্রমাগত স্পিনারদের বিরুদ্ধে চালিয়ে খেলতে পারে। সাধারণত বাউন্ডারির দৈর্ঘ্য কতটা এর উপর নির্ভর করে কোন স্পিনারকে খেলানো দরকার। কোন দিকে হাওয়া বইছে সেটাও খেয়াল রাখতে হবে। ‘ভারতের কিংবদন্ত ব্যাটসম্যান বলেছেন, ‘চলতি টুর্নামেন্টে বাঁহাতি ব্যাটসম্যান অবশ্যই গুরুত্বপূর্ণ। বোলার এবং ফিল্ডারদের সেই অনুযায়ী নিজেদের গুছিয়ে নিতে হয় এবং তারা যদি একটানা স্ট্রাইক রোটেট করে, তা হলে বোলারদের সমস্যায় পড়তে হয়।’ তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি কিছু ক্ষেত্রে কন্ডিশনের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে এবং স্কোর রক্ষা করা সহজ হবে না। ম্যাচ চলাকালীন পরিস্থিতি পরিবর্তন হতে পারে এবং রান তাড়া করা সহজ হতে পারে। টসের ভূমিকাও তাই কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে।’

    আরও পড়ুন: ক্রিকেট ঘোচায় দূরত্ব! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে শাহিনকে কী পরামর্শ দিলেন শামি?

    ১৯৯২ সাল থেকে অস্ট্রেলিয়া সফর করেছেন। স্যর ডন ব্র্যাডম্যানের দেশে একাধিক সফর করার সুবাদে সেখানকার পিচ ও স্টেডিয়ামকে হাতের তালুর মতো চেনেন সচিন। তাই বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে রোহিতদের পরামর্শ দিলেন মাস্টার ব্লাস্টার। ডেথ ওভারের টিম ইন্ডিয়া কীভাবে ভালো বোলিং করতে পারে তাও জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার। টিম ইন্ডিয়ার শিরোপা জয়ের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দল খুব ভালো এবং ভারসাম্যপূর্ণ। সম্ভবত টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ আমাদের। ফাইনালে খেলার ক্ষমতা রয়েছে রোহিতদের।’ সচিনের কথায় সেমিফাইনালের চারটি দল হল,‘আমাদের পুল থেকে আমার সেমিফাইনালিস্ট হবে ভারত ও পাকিস্তান। পাকিস্তান যদি ভালো ব্যাটিং করে তাহলে না হলে দক্ষিণ আফ্রিকা থাকবে। অস্ট্রেলিয়ার পরিবেশ দক্ষিণ আফ্রিকার মতোই। দ্বিতীয় পুলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ফেভারিট, নিউজিল্যান্ড ডার্ক হর্স। আইসিসি চ্যাম্পিয়নশিপে তারা ভালো করেছে।’

  • T-20 World Cup 2022: বিশ্বকাপের আগে বোলিং চিন্তায় ফেলেছে ভারতকে! বুমরাহর পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়া যেতে পারেন সামি

    T-20 World Cup 2022: বিশ্বকাপের আগে বোলিং চিন্তায় ফেলেছে ভারতকে! বুমরাহর পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়া যেতে পারেন সামি

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) খেলতে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। আইসিসি’র (ICC) এই মেগা ইভেন্টে ভারত অভিযান শুরু করবে ২৩ অক্টোবর। প্রথম ম্যাচেই ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই মহাম্যাচ ঘিরে পারদ ক্রমশ চড়ছে। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে বহুদিন দাপট অব্যাহত রেখেছিল টিম ইন্ডিয়া (Team India)। সম্প্রতি সেই গর্বের ইতিহাস কিছুটা ফিকে হয়েছে। গত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে বশ মেনেছিল ভারত। এশিয়া কাপেও সুপার ফোরের লড়াইয়ে শেষ হাসি হেসেছিল পাকিস্তান। তাই ডনের দেশে টি-২০ বিশ্বকাপ অভিযানের আগে রোহিত শর্মারা কিছুটা চাপে। বোলিং সমস্যা কিছুটা ব্যাকফুটে রেখেছে ভারতকে।

    আরও পড়ুন: বিসিসিআই সভাপতি থাকছেন না মহারাজ! পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন রজার বিনি

    বিশ্বকাপের আগে ভারতীয় শিবির খুব একটা স্বস্তিতে নেই। কোচ রাহুল দ্রাবিড়ের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বোলিং। কারণ, ১৫ জনের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরাহ। পুরানো চোটে তিনি কাবু। তাঁর মতো পেসারের অভাব পূরণ করা সহজ ব্যাপার নয়। তাই বুমরাহর পরিবর্ত খুঁজতে হিমশিম খাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। খুব সম্ভবত মহম্মদ সামিকে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। যদিও সামি দীর্ঘদিন মাঠের বাইরে। করোনা থেকে সেরে উঠলেও ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পাননি তিনি। তাই মনে করা হচ্ছিল, দীপক চাহারকে স্ট্যান্ডবাই থেকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখা হবে। কিন্তু চাহারও চোটের কবলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁকে দেখে নিতে চেয়েছিলেন জাতীয় নির্বাচকরা। আপাতত সেই সম্ভাবনা বিশ বাঁও জলে। সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন পেসারটি। তাই বিশ্বকাপ দলে ঢোকারও সম্ভাবনা নেই।

    আরও পড়ুন: কাতার বিশ্বকাপের পরেই অবসর নেবেন লিওনেল মেসি! কী বললেন তিনি?

    হাতে যাঁরা রয়েছেন, তাঁদেরকে দিয়েই কাজ চালাতে হবে কোচ দ্রাবিড়কে। তবে হার্শল প্যাটেল, ভুবনেশ্বর কুমাররা যদি দ্রুত ফর্মে ফেরেন, তাহলে চিন্তার কালো মেঘ ধীরে ধীরে কাটবে। অর্শদীপ সিংয়ের মতো বাঁহাতি তরুণ পেসার এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে হাদির্ক পান্ডিয়াকেও। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও তিনি চমক দিতে পারেন। ২০০৭ সালের পর টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি ‘মেন ইন ব্লু’। রোহিত শর্মার নেতৃত্বে সেই আক্ষেপ মিটবে কিনা সময় বলবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T-20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ তৈরি! টি-২০ বিশ্বকাপ শুরুর  আগে কী বললেন রোহিত?

    T-20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ তৈরি! টি-২০ বিশ্বকাপ শুরুর আগে কী বললেন রোহিত?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের (world cup schedule t20) প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। ওই ম্যাচে ভারতের মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান (india pakistan match)। ২০২১ সালে ভারত-পাক দ্বৈরথে শেষ হাসি হেসেছিল বাবর আজমরা। এবার ভারতীয় দলের উপর যে একটু বাড়তি চাপ থাকবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তবুও চিন্তিত নন ভারত অধিনায়ক। তিনি জানিয়ে দিয়েছেন শেষ সময়ে নয় ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ তৈরি করে ফেলেছেন তিনি।

    রোহিত শর্মা বলেছেন,’পাকিস্তান ম্যাচের প্রথম একাদশ ভেবে ফেলেছি। যারা খেলবে তাদের জানিয়েও দেওয়া হয়েছে। শেষ মুহূর্তের জন্য কিছু ফেলে রাখতে চাইছি না। তাই ছেলেদের আগে থেকেই সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দিয়েছি যাতে ওরা প্রস্তুত হয়ে নামতে পারে।’রোহিত আরও বলেছেন, “ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব কতটা, সেটা আমরা ভালই জানি। তবে সব সময় এই নিয়ে কথা বলি না। এশিয়া কাপের সময়েও অন্য কথা বলে নিজেদের ব্যস্ত রেখেছিলাম। আধুনিক ক্রিকেটে সব দলই ভয়ডরহীন হয়ে গিয়েছে। আমাদের সেই মানসিকতার সঙ্গে মানিয়ে নিতে হবে। আগে টি-টোয়েন্টিতে ১৪০ রান তুললেই জেতা যেত। এখন ১৪-১৫ ওভারেই সেই রান উঠে যায়।”

    পাকিস্তানের বিরুদ্ধে দলের প্রথম একাদশ তৈরি করার কথা জানালেও, কারা থাকতে চলেছেন সেই প্রথম একাদশে তা নিয়ে এখনও কিছু খোলাসা করে জানানি টিম ইন্ডিয়ার অধিনায়ক। তিনি এখন মজে রয়েছেন ফটোশ্যুটে।  কোথায় শত্রুতা! চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে যেখানে টানটান উত্তেজনার চোরাস্ত্রোত বয়ে চলে, সেখানে রোহিত শর্মা এবং বাবর আজমের ফটোশ্যুট  অন্য গল্প বলছে। খোশমেজাজে দুই অধিনায়ককে দেখে মনে হচ্ছিল, প্রতিবেশি দুই দেশের মাঝে ভ্রাতৃত্বের বিজ্ঞাপন করছেন রোহিত-বাবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফটোশ্যুট ছিল অধিনায়কদের। সেখানে রোহিত এবং বাবরের ছবিতেই পরিষ্কার, যে, রাজনৈতিক বা কূটনৈতিক জটিলতা এবং টানাপোড়েন, বিদ্বেষের বাইরে বেরিয়ে রোহিত-বাবরদের সম্পর্ক কিন্তু অত্যন্ত সুন্দর। আর সেটাই যেন আরও একবার প্রমাণিত হল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Virat Kohli:  এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

    Virat Kohli: এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: একেবারে রাজার মত ফিরলেন বিরাট (Virat Kohli)। অবশেষে বহু প্রতীক্ষিত সেঞ্চুরি এল বিরাটের ব্যাটে। সমালোচকদের মুখ বন্ধ করে নিজের ছন্দে ফিরে এলেন প্রাক্তন অধিনায়ক। কিন্তু এই সেঞ্চুরি আনতে বিরাট কোহলির সময় লেগে গেল ১০১৯ দিন! শেষ শতরান করেছিলেন ২০২০ সালের ২৩ নভেম্বর। বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে শেষবার শতরান করেছিলেন তিনি। তারপর থেকেই বিরাট অনুরাগীরা তাঁর ব্যাটে শতরান দেখার জন্য অপেক্ষায় বসেছিলেন।

    অবশেষে বিরাট অনুরাগীদের অপেক্ষার অবসান হল। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২২তে (Asia Cup 2022) আফগানিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ১০০ রান করলেন বিরাট কোহলি। ফলে তাঁকে নিয়ে আবার হইচই পড়ে গিয়েছে। বিরাট অনুরাগীদের মুখে এখন একটাই কথা, এবার হয়তো বিরাট সমালোচকরা তাদের যোগ্য জবাব পেয়ে গেছে। চলতি এশিয়া কাপে বিরাট কোহলি একমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধেই রান পাননি। এছাড়া সব ম্যাচেই রান পেয়েছেন।

    তবে এদিন শুধু তিনি শতরানই করেননি, কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরি পেলেন কোহলি। এর পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই প্রথম শতরান করলেন বিরাট কোহলি। টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৯৪। সেই রেকর্ড নিজেই ভেঙে চুরমার করে দিলেন তিনি। এছাড়াও এদিন এক সেঞ্চুরিতে তিনি কী কী রেকর্ড গড়লেন, জেনে নিন।

    আরও পড়ুন: নম্বর তো অনেকেই জানে! অধিনায়কত্ব ছাড়ার সময়ে ফোন করেছিল শুধুই ধোনি, অকপট কোহলি

    আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় তম স্থানে ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। তবে গতকালের বিরাটের এই সেঞ্চুরি করায়, বর্তমানে দুজনেই যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। এখন শুধু প্রথম স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর।

    সবচেয়ে কম ইনিংসে ৭১টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন কোহলি। তিনি ৫২২টি ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেন। আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। তিনি ৫২৩টি ইনিংসে ৭১টি সেঞ্চুরি করেন। ফলে এই ক্ষেত্রে বিরাট সচিনকেও ছাপিয়ে গিয়েছেন।

    আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ হাজার রানের মাইলস্টোন টপকে যান বিরাট। তারকা ব্যাটার তাঁর ৫২২তম ইনিংসে এটি অর্জন করেছেন। তিনি সচিনের ৫৪৩ ইনিংসের রেকর্ড ছাড়িয়ে গেছেন।

    সুরেশ রায়না, রোহিত এবং রাহুলের পর কোহলি এখন চতুর্থ ভারতীয় ব্যাটার যিনি প্রতিটি ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। আবার রোহিত, রাহুল, রায়না, সূর্যকুমার যাদব এবং দীপক হুডার পরে তিনি ষষ্ঠ ভারতীয় ব্যাটার, যিনি টি-২০ ক্রিকেটে তিন অঙ্কের রানে পৌঁছেছেন।

    আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রান হল ১২২। এই রেকর্ড আগে ছিল রোহিত শর্মার। তিনি ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৮ রান করেছিলেন।

    আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করার ফলে চলতি এশিয়া কাপে সব থেকে বেশি রান করার কৃতিত্ব অর্জন করেন কোহলি। এছাড়াও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০টি ছক্কার মাইলস্টোন ছাপিয়ে যান বিরাট।

  • Asia Cup 2022: রোহিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক প্রাক্তন ক্যাপ্টেন মহম্মদ হাফিজের, যোগ্য জবাব দিলেন নেটিজেনরা

    Asia Cup 2022: রোহিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক প্রাক্তন ক্যাপ্টেন মহম্মদ হাফিজের, যোগ্য জবাব দিলেন নেটিজেনরা

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2022) পর পর দুটি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সুপার ফোরেও (Super Four) জায়গা করে নিয়েছেন তাঁরা। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে দারুণ ফর্মে রয়েছে ভারতীয় দল। তাঁরা এখনও একটিও টি-টোয়েন্টি সিরিজ (T-20 Series) হারেননি। আবার আজকেই অর্থাৎ ৪ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরে ফের মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (INDvsPAK)।

    কিন্তু এই অবস্থায় পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন মহম্মদ হাফিজ (Mohammad Hafeez) তাঁর খেল দেখাতে শুরু করেছেন। তিনি ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বসেন। আর তাঁর মন্তব্যের জেরে তাঁকে নেটিজেনদের কাছেও অনেক কটাক্ষের শিকার হয়। শুধুমাত্র তাই নয়, হাফিজ তাঁর এই মন্তব্যের কারণে সবার কাছে হাসির পাত্র হয়ে উঠেছেন।

    মহম্মদ হাফিজ ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করে বলেন, “ম্যাচ জেতার পর রোহিত শর্মার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন? জেতার পরও তাঁর প্রতিক্রিয়া দেখেছেন? এশিয়া কাপে হংকং-এর বিরুদ্ধে খেলতে ও টস করতে যাওয়ার সময় রোহিতকে ভীত ও বিভ্রান্ত লাগছিল। আগের রোহিত শর্মাকে আমি আর দেখতে পাচ্ছি না। রোহিত শর্মার পক্ষে বেশিদিন ভারতকে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়।“

    আরও পড়ুন: বদলার ম্যাচ পাকিস্তানের! জিতে ফাইনালে যাওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার

    হাফিজ আরও বলেন, ”আমার মনে হয় তাঁর অধিনায়কত্বের কারণে তাঁর ওপর অনেক চাপ বেড়েছে। তাই ওনাকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমি রোহিতকে সবসময় ক্রিকেটটা উপভোগ করতে দেখেছি। কিন্তু এখন অনেকটা চাপে থাকে বলে মনে হয়।“

    হাফিজের এমন মন্তব্যের পরেই নেটিজেনরাও তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি। একের পর এক কমেন্ট আসে তাঁর এই মন্তব্যের পর। আর হাফিজকে অনেক নেটিজেনরাই ভালো করে বুঝিয়ে দেন যে, কেন রোহিতকে চিন্তিত দেখাচ্ছিল ও কেন হংকং কে হারানোর পরে তাঁর প্রতিক্রিয়া তেমন ছিল। নেটিজেনদের মধ্যে কেউ লিখেছেন, ‘কেন রোহিতকে হংকং-এর বিরুদ্ধে খুশি লাগছিল না কারণ হংকং- কে হারানো পাকিস্তানের জন্য অসম্ভব হতে পারে কিন্তু ভারতের জন্য নয়।‘

    অন্য একজন বলেন, ‘শেষ ২/৩ ওভারে ভারত যেভাবে খুব বেশি বাউন্ডারি দিয়েছে তাতে তিনি অসন্তুষ্ট ছিলেন। আপনি এটিকে নেতিবাচকভাবে নিয়েছেন।‘

    আরেকজন বলেছেন, ‘আপনি তার গতি এবং অভিপ্রায় সম্পর্কে কথা বলছেন? গত বিশ্বকাপ থেকে তার স্ট্রাইক রেট ১৫০-এর বেশি। বডি ল্যাঙ্গুয়েজ না দেখে স্ট্রাইক রেট দেখুন।‘

    আরও নেটিজেনরা কমেন্ট করে বলেছেন…

  • Hardik Pandya: পাক বধের পর রোহিতদের ‘হার্দিক’ অভিনন্দন সৌরভ, সচিন, সেহবাগ, লক্ষণদের

    Hardik Pandya: পাক বধের পর রোহিতদের ‘হার্দিক’ অভিনন্দন সৌরভ, সচিন, সেহবাগ, লক্ষণদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের পর থেকেই অচেনা হার্দিকগুজরাট টাইটানসকে চ্যাম্পিয়ন করেই  নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন। প্রত্যাবর্তনের পর এখন চেনাই যাচ্ছে না তাঁকে। বদলে গিয়েছেন হার্দিক। বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাকবধের নায়ক হার্দিককে নিয়ে বলতে গিয়ে রোহিত জানান, “প্রত্যাবর্তনের পর থেকে হার্দিককে আর চেনা যাচ্ছে না। অসাধারণ খেলছে। দলে না থাকার সময়েও ওকে কী করতে হবে এবং কী ভাবে নিজেকে সুস্থ রাখতে হবে, সেটা সঠিক ভাবে পরিকল্পনা করেছে। নিজের ফিটনেসও সেই উচ্চতায় নিয়ে গিয়েছে। এখন নিয়মিত ঘণ্টায় ১৪০ কিমির বেশি জোরে বোলিং করছে। ব্যাটিং নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। ও কেমন ব্যাট করে সেটা সবাই জানি।”

    হার্দিকের দুরন্ত পারফরম্যান্সের প্রশংসা করেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ট্যুইটবার্তায় সচিন লেখেন, অভিনন্দন টিম ইন্ডিয়া। দুরন্ত একটা ম্যাচ জয়ের কারিগর হার্দিক। শুভেচ্ছা জানায় বীরেন্দ্র সেওয়াগ, ভিভিএস লক্ষণ থেকে শুরু করে বহু প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়া জুরে রবিবার রাজ করেন ভুবি, হার্দিকরা।

    প্রায় প্রতি বড় ম্যাচেই মাঠে থাকেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এশিয়া কাপে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতে ছিলেন না তিনি। তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। তবে হার্দিকের দাপটে ভারতের এই দুরন্ত জয়ে রোহিতদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সৌরভ। ট্যুইট বার্তায় সৌরভ জানান, ‘কঠিন সময়ে ভাল খেলেছে দল। এশিয়া কাপে শুরুটা ভাল হল।’

    আরও পড়ুন: হার্দিকের ব্যাট-বল হৃদয়-হরণ করল মোদি থেকে শাহের! এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু ভারতের

    এশিয়া কাপের (Asia Cup 2022) হাইভোল্টেজ ম্যাচে (Ind vs Pak) জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ম্যাচের শেষ দু ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ২১ রান। হবে কি হবে না এই দোলাচলে গ্যালারি থমথমে। চুপ করে বক্সে বসে বিসিসিআই সচিব জয় শাহ।  ১৯তম ওভারে হারিস রউফকে তিনটি চার মেরে চাপ কমালেন হার্দিক। এমনকি শেষ চার বলে যখন ৬ রান দরকার ছিল, তখন তৃতীয় বলে ডট হলেও ছিলেন শান্ত মেজাজে। চতুর্থ বলে লং অন দিয়ে বড় ছক্কা মেরে দলকে জেতান পান্ডিয়া। ১৭ বলে চারটি চার ও এক ছয়ে ৩৩ রানে অপরাজিত হার্দিক যে কোনও কিছুতেই ভয় পান না, মানলেন তাঁর নেতা। ভারত অধিনায়ক রোহিত বলেন, “ফিরে আসার পর থেকে ওকে অনেক শান্ত মনে হচ্ছে। ব্যাট হোক বা বল, দুটো বিভাগেই ভাল খেলছে ও। আগের থেকেও জোরে বল করতে পারে। এখন বাউন্স দিতেও শিখে গিয়েছে। নিজে কোন পরিস্থিতিতে কী ভাবে খেলতে পারে সেটা ওর পক্ষে আগে বোঝা দরকার ছিল। এখন সেটা নিয়ে কোনও সমস্যা নেই। প্রতি ওভারে ১০ রান দরকার হলে আমরা হয়তো ভয় পেতে পারি। কিন্তু হার্দিক পাবে না।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share