Tag: Rohit Sharma

Rohit Sharma

  • Team India: বিশ্বকাপের পরেই রোহিত-দ্রাবিড় জমানার ইতি! ভারতের নতুন কোচ কে? 

    Team India: বিশ্বকাপের পরেই রোহিত-দ্রাবিড় জমানার ইতি! ভারতের নতুন কোচ কে? 

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে নতুন কোচ পেতে চলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। সুযোগ থাকলেও আর টিম ইন্ডিয়ার (Team India) কোচ হতে আগ্রহী নন রাহুল দ্রাবিড়ও। একই সঙ্গে প্রশ্ন উঠছে অধিনায়ক রোহিত শর্মাকে নিয়েও। রোহিত যতদিন চাইবেন ফেট থাকলে তাঁকে ততদিন খেলতে দেওয়া উচিত বলে মনে করছেনযুবরাজ সিং-এর বাবা যোগরাজ সিংও।

    পরবর্তী কোচের খোঁজে 

    ২০২১ সালের নভেম্বর মাসে ভারতের কোচ হয়েছিলেন দ্রাবিড়। গত বছর নভেম্বর মাসে দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তাঁর। বিশ্বকাপ শেষে চুক্তি বৃদ্ধি করা হয় দ্রাবিড়ের। চলতি বছর জুন মাস পর্যন্ত রয়েছে সেই চুক্তি। বিসিসিআই সূত্রে খবর, এরপর দায়িত্বে থাকতে গেলে দ্রাবিড়কে আবেদন করতে হবে। কয়েক দিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, কোচের পদের জন্য আবেদন নেওয়া শুরু করবে বোর্ড। দ্রাবিড় চাইলে আবার আবেদন করতে পারেন। কিন্তু তিনি আর আবেদন করবেন না বলে খবর। সে ক্ষেত্রে নতুন কোচ পাবে ভারতীয় ক্রিকেট দল।

    দীর্ঘমেয়াদী কোচের খোঁজে

    সম্প্রতি বিসিসিআইয়ের (BCCI) হেড কোয়ার্টার থেকে বোর্ড সেক্রেটারি জয় শাহ বলেন, ‘অল্প কয়েকদিনের মধ্যেই নতুন কোচের পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হবে। রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষের পথে। তিনি যদি কোচের দায়িত্ব চালিয়ে যেতে চান, তা হলে তাঁকে পুনরায় আবেদন করতে হবে। আমরা একজন দীর্ঘমেয়াদী কোচের খোঁজে রয়েছি। তিন বছরের জন্য।’

    বিদেশি কোচ

    এ বার বিদেশি কোচকেও আনা হতে পারে। বোর্ড সচিব জয় বলেন, “আমরা এখনই বলছি না যে নতুন কোচ ভারতীয় না বিদেশি হবেন। এই সিদ্ধান্ত নেবে বোর্ডের উপদেষ্টা পর্ষদ। যদি ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি বিদেশি কোচ নির্বাচন করে, তা হলে আমি তাতে হস্তক্ষেপ করতে পারি না। একইসঙ্গে সাদা বলে ও টেস্ট ক্রিকেটের জন্য আলাদা ভারতের কোচ হবে কিনা, সেই সিদ্ধান্তও নেবে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি। যদিও ভারতে এমন নজির নেই।” শেষ বার ভারতের বিদেশি কোচ ছিলেন ডানকান ফ্লেচার। ভারত ২০১১ সালে বিশ্বকাপ জেতে বিদেশি কোচের অধীনে। গ্যারি কার্স্টেনের অধীনে দল জেতে। এবার তাই রিকি পন্টিংয়ের নামও ভেসে উঠছে। প্লেয়ার হিসেবে তাঁর যেমন অভিজ্ঞতা আছে তেমনই আছে সাফল্য। তিনি আইপিএল-এর সুবাদে দীর্ঘদিন ভারতে কোচিং করাচ্ছেন। অস্ট্রেলিয়া দলকেও কোচিং করিয়েছেন তিনি। 

    আরও পড়ুন: আইপিএল শেষেই টি২০ বিশ্বকাপ, কবে থেকে প্রস্তুতি, কোথায় কোথায় খেলা ভারতের?

    দায়িত্বে লক্ষ্মণ!

    এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি-র কোচ লক্ষ্মণ কোচের পদে বসার জন্য প্রধান দাবিদার। তিনি রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে সিনিয়র দলকে কোচিং করিয়েছেন। তাঁর অধীনে ভারতীয় দল দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে। এশিয়ান গেমসে নতুন প্লেয়ারদের নিয়ে দল তৈরি করে তিনি সোনা জেতেন। দলকে ভালো করে চেনা লক্ষ্মণেই ভরসা করতে পারে বিসিসিআই।

    রোহিত কত দিন

    কোচের মতোই নয়া অধিনায়কও খুঁজছে ভারতীয় দল। সম্ভবত এটাই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ রোহিত শর্মার। ২০২৬-এ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসলেও ততদিন রোহিত ফিট থাকবেন কি না তা সময় বলবে। তবে ২০-বিশের বিশ্বকাপ না হলেও ২০২৭ এ একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ খেলতে চান রোহিত। সেই সময় রোহিতের বয়স হবে ৪০ বছর। সচিনও শেষ বিশ্বকাপ খেলেছিলেন ৪০ বছর বয়সে। ৩৯ বছর বয়সে বিশ্বকাপ খেলেছিলেন মাহি। তাই ফিট থাকলে রোহিতকেও সেই সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: আইপিএল শেষেই টি২০ বিশ্বকাপ, কবে থেকে প্রস্তুতি, কোথায় কোথায় খেলা ভারতের?

    T20 World Cup 2024: আইপিএল শেষেই টি২০ বিশ্বকাপ, কবে থেকে প্রস্তুতি, কোথায় কোথায় খেলা ভারতের?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল শেষ হতেই শুরু হতে চলেছে আইসিসি টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। এ বারের টি২০ বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। ২০১০ সালের পরে এই প্রথম ২০ ওভারের বিশ্বকাপের আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। অন্য দিকে আমেরিকায় এই প্রথম কোনও ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে চলেছে। এবারের বিশ্বকাপে সুযোগ পেতে চলেছে মোট ২০টি দল। বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচ খেলা হবে দুই দেশের ৯টি স্টেডিয়ামে। সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোজে। বিশ্বকাপে ভারতের প্রথম খেলা ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। দু’দফায় আমেরিকায় যাবে টিম ইন্ডিয়ার ক্রিকেটারেরা।

    কখন, কারা যাবে

    বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, দু’দফায় আমেরিকায় পাঠানো হবে ভারতীয় দলের সদস্যদের। বিশ্বকাপের (T20 World Cup 2024) দলে থাকা যে ক্রিকেটারেরা আইপিএলের প্লে-অফ পর্বে খেলবেন না, তাঁরা ২৪ মে বিশ্বকাপ খেলতে যাবেন। মুম্বই বা বেঙ্গালুরু দু দলই প্লে অফে উঠছে না বলা যায়। সেই অনুযায়ী প্রথম দফাতেই আমেরিকায় চলে যাবেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, কোচ রাহুল দ্রাবিড়-সহ অন্য কোচিং স্টাফেরা। যাঁরা আইপিএলের প্লে-অফ পর্বে খেলবেন তাঁরা আমেরিকার বিমানে উঠবেন ২৬ মে আইপিএল ফাইনালের পরে। বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে জয় শাহ বলেন, ‘‘মনে করুন ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা ব্যাট করছে। তাদের বিরুদ্ধে বল করছে যশপ্রীত বুমরা। এর থেকে ভাল অনুশীলন আর কী হতে পারে।’’ 

    আরও পড়ুন: আজ জাতীয় প্রযুক্তি দিবস, ভারতে এই দিনের গুরুত্ব অপরিসীম, জানুন ইতিহাস

    ভারতের ম্যাচ কবে 

    এবারের বিশ্বকাপে (T20 World Cup 2024) এ গ্রুপে রয়েছে ভারত। ভারতের গ্রুপে রয়েছে কানাডা, আয়ারল্যান্ড পাকিস্তান এবং আমেরিকা। গ্রুপ পর্বে ভারত ৪টে ম্যাচই খেলবে আমেরিকায়। বিশ্বকাপে ভারত নামছে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে, তার পরে ৯ এবং ১২ জুন পাকিস্তান এবং আমেরিকার বিরুদ্ধে নামবে ভারত। ভারতের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে। শেষ ম্যাচে ভারত কানাডার বিরুদ্ধে নামবে ফ্লোরিডায়। ভারতের গ্রুপ পর্বের চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতীয় সময় রাত ৮টায়। খেলা চলবে সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IPL 2024: হায়দরাবাদের জয়ে স্বপ্নভঙ্গ হার্দিকদের, প্লে-অফের দৌড় থেকে বিদায় মুম্বইয়ের

    IPL 2024: হায়দরাবাদের জয়ে স্বপ্নভঙ্গ হার্দিকদের, প্লে-অফের দৌড় থেকে বিদায় মুম্বইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার শহর কলকাতায় খেলবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কেকেআর-এর সঙ্গে ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হবে মুম্বই। তার আগেই চলতি টুর্নামেন্ট থেকে ছিটকে গেল হার্দিকরা। বুধবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের খেলা শেষ হওয়ার পরেই প্রথম দল হিসাবে চলতি আইপিএল থেকে বিদায় নিল মুম্বই ইন্ডিয়ান্স। 

    বিদায় মুম্বইয়ের

    আইপিএলের (IPL 2024) ইতিহাসে অন্য়তম সফল দল মুম্বই। পাঁচ বারের চ্যাম্পিয়ন তারা। পাঁচ বারই রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গত মরসুমে সেই রেকর্ডে ভাগ বসায় চেন্নাই সুপার কিংস। তারাও পঞ্চম আইপিএল ট্রফি জেতে। তেমনই মহেন্দ্র সিং ধোনি পাঁচ বার আইপিএল জয়ী অধিনায়ক হিসেবে রোহিতের পাশেই। এবার রোহিতের বদলে হার্দিককে ক্যাপ্টেন করে নীতা আম্বানির দল। টুর্নামেন্টের শুরু থেকেই ছন্নছাড়া দেখায় মুম্বইকে। দলে তারকার আধিপত্য থাকলেও চলতি টুর্নামেন্টে কখনওই দলগত পারফরম্যান্স মেলে ধরতে পারেনি মুম্বই।

    বুধবার ঘরের মাঠে লখনউকে হারিয়েছে হায়দারাদ। তার ফলে ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট হয়েছে প্যাট কামিন্সদের। এদিন ঘরের মাঠে ২০ ওভারের খেলা হায়দরাবাদ শেষ করে দিল ১০ ওভারেই। লখনউয়ের দেওয়া ১৬৬ রানের টার্গেটকে তুচ্ছ মনে হল হেডদের সামনে। ১০ উইকেটে ম্যাচ জিতলেন ট্রাভিস হেড-অভিষেক শর্মারা। আইপিএলের (IPL 2024) পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট ১৬। দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের পয়েন্টও ১৬। তিন নম্বরে রয়েছে হায়দরাবাদ। চার নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনিদের পয়েন্ট ১২। পাঁচ নম্বরে থাকা লখনউ সুপার জায়ান্টসের পয়েন্টও ১২। ছ’নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থদের পয়েন্টও ১২। মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে নবম স্থানে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৮। মুম্বই ইন্ডিয়ান্সের মাত্র দুটি ম্যাচ বাকি। দু-ম্যাচ যত বড় ব্যবধানেই জিতুক মুম্বই, ১২ পয়েন্টের বেশি সম্ভব নয়। ফলে এ বারের মতো প্লে-অফ অভিযান শেষ মুম্বই ইন্ডিয়ান্সের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024:  চার স্পিনার তাই বাদ! বিশ্বকাপের দলে রিঙুকুর না থাকার কারণ ব্যাখ্যা করলেন আগরকর

    T20 World Cup 2024:  চার স্পিনার তাই বাদ! বিশ্বকাপের দলে রিঙুকুর না থাকার কারণ ব্যাখ্যা করলেন আগরকর

    মাধ্যম নিউজ ডেস্ক: আর ঠিক এক মাস পরেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। আইসিসির এই মেগা টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন সাম্প্রতিক কালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দেশের সবচেয়ে ধারাবাহিক প্লেয়ার রিঙ্কু সিং (Rinku Singh)। বৃহস্পতিবার বিসিসিআই-এর তরফে এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বিশ্বকাপের দল থেকে রিঙ্কুর বাদ পড়ার কারণ ব্যাখা করলেন জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর। টিম কম্বিনেশনের জন্যই বাদ যেতে হয়েছে রিঙ্কুকে (Rinku Singh) দাবি আগরকরের।

    কেন বাদ রিঙ্কু

    রিঙ্কু সিংকে (Rinku Singh) কেন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মূল দলে রাখা হয়নি? তা নিয়ে যুক্তি সাজানোর চেষ্টা করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দফতরে সাংবাদিক বৈঠকে আগরকর দাবি করেন, রিঙ্কুকে মূল দলের বাইরে রাখার যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেটা সম্ভবত কঠিন কাজ ছিল। রিঙ্কু এমন কোনও কাজ করেননি, যে কারণে তাঁকে দলে রাখা হবে না। কিন্তু দলের কম্বিনেশনের কথা ভেবে রিঙ্কুকে ১৫ জনের দলে রাখা যায়নি বলে দাবি করেন আগরকরের। তিনি বলেন,   ‘খুব কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের। এতে রিঙ্কুর কোনও হাত নেই। স্রেফ কম্বিনেশনের দিকে তাকিয়ে এটা করা হয়েছে। রোহিত বাড়তি স্পিনার চেয়েছিল। যাতে দু’জন রিস্ট স্পিনার থাকে। রিঙ্কুকে রিজার্ভে রাখা হয়েছে। ও কাছাকাছি থাকবে।’

    রিঙ্কুর বাদ পড়া নিয়ে প্রশ্ন

    ভারতের বিশ্বকাপের (T20 World Cup 2024) দল ঘোষণা করার কয়েক দিন আগে থেকে বিশেষজ্ঞেরা নিজেদের মতো করে দল নির্বাচন করছিলেন। এমন এক জনকেও চোখে পড়েনি, যিনি নিজের দল থেকে রিঙ্কুকে বাদ দিয়েছেন। সবাই ধরেই নিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায় আয়োজিত বিশ্বকাপে ভারতীয় দলে ফিনিশারের ভূমিকায় দেখা যাবে আলিগড়ের ছেলেকে। কিন্তু তা হয়নি। শিবম দুবের কাছে হেরে গিয়েছেন রিঙ্কু। আইপিএল শুরু হওয়ার আগে ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর স্পষ্ট করে দিয়েছিলেন, যে হেতু বিশ্বকাপের আগে ভারত আর কোনও সিরিজ় খেলবে না, তাই আইপিএলের পারফরম্যান্স দেখেই দল তৈরি হবে। রিঙ্কুর আইপিএলের পারফরম্যান্স এ বার রিঙ্কুচিত হয়নি। এ বার রিঙ্কু আটটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন। ১২৩ রান করেছেন তিনি। কিন্তু এবার রিঙ্কু বেশির ভাগ ম্যাচেই শেষ দিকে কয়েকটি বল খেলার সুযোগ পেয়েছেন। গত বার অনেক বেশি ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি। 

    বিশ্বকাপে ভারতীয় দল নির্বাচনের সমালোচনা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকার উইকেটে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল রিঙ্কু। আফগানিস্তানের বিরুদ্ধে ২২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পরে ২১২ রান করেছিল ভারত। রোহিত শতরান করেছিল। ওকে গোটা ইনিংস জুড়ে সঙ্গ দিয়েছিল রিঙ্কু। সেগুলো কি নির্বাচকদের চোখে পড়েনি? খুব খারাপ একটা দল হয়েছে। চার জন স্পিনারের কী দরকার? চার জনকেই তো খেলানো যাবে না। কয়েক জনকে খুশি করার জন্য এই দল নির্বাচন করা হয়েছে। জঘন্য।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: জায়গা হল না গিল, রিঙ্কুর! কাম ব্যাক পন্থ-হার্দিকের, টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষিত

    T20 World Cup: জায়গা হল না গিল, রিঙ্কুর! কাম ব্যাক পন্থ-হার্দিকের, টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষিত

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনার অবসান। অবশেষে আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) স্কোয়াড ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে একঝাঁক চমক রয়েছে। আমেদাবাদে বোর্ডের দল নির্বাচনী বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বোর্ড সচিব জয় শাহ, নির্বাচক প্রধান অজিত আগরকর। বৈঠকে দল বাছাইয়ের ক্ষেত্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পারফরম্যান্সকে যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বোঝা যায়।  ১৫ জনের মূল স্কোয়াডে জায়গা হল না রিঙ্কু সিংয়ের। সুযোগ পেলেন না শুভমন গিলের মতো তারকা ওপেনার। বাদ পড়লেন অভিজ্ঞ লোকেশ রাহুল। দলে ফিরলেন ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া।

    বিরাট ভরসা রোহিতের

    রোহিত শর্মার জন্মদিনের দিনেই ভারতীয় দল ঘোষণা করল বোর্ড। ২ জুন থেকে শুরু এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে সেই প্রতিযোগিতা। রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত। ১৫ জনের দলে রয়েছেন বিরাট কোহলি, যশপ্রীত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটারেরা। রয়েছেন যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারেরা। ১৬ মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঋষভ পন্থের। এ বারের আইপিএলে ফর্মে রয়েছেন বিরাট। সব থেকে বেশি রান তাঁর ব্যাট থেকেই এসেছে। বিরাটকে দলে চেয়েছিলেন রোহিতও। তাই তাঁকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না।

    আরও পড়ুন: ইডেনে সৌরভের দিল্লিকে হারিয়ে জয়ী শাহরুখের কেকেআর, প্লে-অফের আরও কাছে নাইটরা

    সহ অধিনায়ক হার্দিক

    ভারতীয় দলে (Team India) রয়েছেন টি-টোয়েন্টি (T20 World Cup) ক্রমতালিকায় এক নম্বরে থাকা ব্যাটার সূর্যকুমার যাদব। উইকেটরক্ষক হিসাবে দলে জায়গা হল পন্থের। সেই সঙ্গে দলে রয়েছেন সঞ্জু স্যামসনও। আইপিএলে ভাল খেলে ভারতীয় দলে জায়গা করে নিলেন তিনি। হার্দিকের ওপর ভরসা রেখেছে বোর্ড। তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছে। উল্লেখ্য, ভারত আসন্ন টি-২০ বিশ্বকাপের এ-গ্রুপে রয়েছে। যুগ্ম আয়োজক আমেরিকার সঙ্গে এই গ্রুপে রয়েছে পাকিস্তান, কানাডা ও আয়ারল্যান্ড। ভারত তাদের চারটি গ্রুপ ম্যাচই খেলবে আমেরিকায়।  ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে ৯ জুন।

    পুরো টিম: রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (কিপার), সঞ্জু স্যামসন (কিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

    রিজার্ভ: শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: ওয়াংখেড়েতে ধোনি ধামাকা! লাগাতার ৩ ছক্কা, স্ট্রাইক রেট ৫০০

    IPL 2024: ওয়াংখেড়েতে ধোনি ধামাকা! লাগাতার ৩ ছক্কা, স্ট্রাইক রেট ৫০০

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচে (IPL 2024) ফের একবার দেখা গেল ধোনি ধামাকা। ৪২ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি মাত্র চারটি বলই খেলার সুযোগ পেয়েছিলেন এবং তারই মধ্যে দুরমুশ করলেন হার্দিক পান্ডিয়াকে। হার্দিক পান্ডিয়ার তিন বলে লাগাতার তিনটি ছক্কা হাঁকান ধোনি। ম্যাচে জয়ও পায় চেন্নাই সুপার কিংস। আইপিএলে বিশেষ রেকর্ডও তৈরি হয়ে গেল তাঁর (ধোনির)। টুর্নামেন্টের প্রথম কোন ব্যাটার এই নজির গড়লেন। ছক্কার হ্যাটট্রিক। এর পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মাও শতরান করেন টানটান উত্তেজনার উপভোগ্য এই ম্যাচে। গোটা ম্যাচ দেখে নিশ্চিতভাবে পয়সা উসুল হল দর্শকদেরও।

    ৫০২ ছক্কার মালিক হলেন রোহিত

    নিজের শতরানের ইনিংসে (IPL 2024) মোট পাঁচটি ছক্কা মেরেছেন রোহিত শর্মা। রবিবারের ম্যাচের পরে টি-টোয়েন্টিতে ৫০২ ছক্কার মালিক হলেন রোহিত। কিন্তু শতরানের পরেও দলকে জেতাতে পারেননি তিনি। আইপিএলের ইতিহাস এটি তাঁর একটি লজ্জার রেকর্ডও বটে। যেখানে ইনিংস তাড়া করতে নেমে অপরাজিত শতরান করেও হারতে হল তাঁর দলকে। এর আগে অবশ্য রান তাড়া করতে নেমে শতরান করেও হেরেছেন ইউসুফ পাঠান ও সঞ্জু স্যামসন। তবে তাঁরা আউট হয়ে গিয়েছিলেন। রোহিত অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন রবিবার।

    ম্যাচের সার সংক্ষেপ

    ওয়াংখেড় স্টেডিয়ামের এই হাই ভোল্টেজ ম্যাচে (IPL 2024) টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এরপরই চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে। চেন্নাইয়ের হয়ে হাফ সেঞ্চুরি করেন ঋতুরাজ গায়গায়কোয়ার এবং শিবম দুবে। একেবারে শেষ ওভারে এসে বিধ্বংসী ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৬ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। কুড়ি রানে হারে তারা। ৬৩ বলে ১০৫ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন রোহিত শর্মা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: টানা ৩ ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে রাজস্থান 

    IPL 2024: টানা ৩ ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে রাজস্থান 

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল-এ (IPL 2024) জয়ের হ্যাটট্রিকে লিগ তালিকায় তিন থেকে একলাফে একেবারে শীর্ষে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। অপরদিকে, হারের হ্যাটট্রিক গড়ে লিগ তালিকার লাস্টবয় মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে ফিরেও জয়ের মুখ দেখতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে ব্যাটে-বলে কোনও লড়াই দিতে পারল না হার্দিক পান্ডিয়ার দল। ৬ উইকেটে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষস্থানে পৌছে গেল সঞ্জু স্যামসনরা।

    ফের কটাক্ষের শিকার হার্দিক

    আমেদাবাদ এবং হায়দরাবাদের মতোই একই দৃশ্য দেখা গেল ওয়াংখেড়েতে। হার্দিক টস করতে নামার সময় স্টেডিয়াম জুড়ে শোনা গেল ‘রোহিত, রোহিত’ চিৎকার। ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরও বিরক্ত হলেন। কিন্তু গ্যালারি থামল না। তবে ম্যাচ যত এগোল শব্দ ততই ক্ষীণ হল। শূন্য রানে আউট হলেন মুম্বইয়ের পাঁচবারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত। বর্তমান ক্যাপ্টেন হার্দিকও ম্লান। ব্যাট হাতে রান পেলেও বল এবং ফিল্ডিং প্রশ্নচিহ্ন রেখ গেল। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাকা করতে পারবেন তো চোট সারিয়ে ২২ গজে ফেরা হার্দিক।

    ম্যাচ আপডেট

    ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। সঞ্জু স্যামসনের সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন রাজস্থান বোলাররা। ম্যাচের শুরুতেই আগুন ঝরানো স্পেল করেন ট্রেন্ট বোল্ট ও নান্দ্রে বার্গার। খাতাই খুলতে পারেননি রোহিত শর্মা, নমন ধীর ও ডিওয়াল্ড ব্রেভিস। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি মুম্বই ইনিংসে। একটা সময় মুম্বইয়ের স্কোর ছিল ২০ রানে ৪ উইকেট। ওয়াংখেড়ের ব্যাটিং প্যারাডাইসে শুরুতে একটা বড় স্কোর গড়ে প্রতিপক্ষকে চাপে ফেলাই যেত। সেই লক্ষ্যই ছিল হার্দিকের। কিন্তু ট্রেন্ট বোল্ট, নান্দ্রে বার্গারের প্রথম স্পেলেই স্বপ্নভঙ্গ। রাজস্থানকে মাত্র ১২৬ রানের টার্গেট দেয় মুম্বই। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি রাজস্থান রয়্যালসের। তবে এদিনও রিয়ান পারাগের দুরন্ত ইনিংস জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় দলকে। ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান। আইপিএল-এ (IPL 2024) পরপর ৩ ম্যাচ জিতে কেকেআর, সিএসকে পিছনে ফেলে রানরেটের নিরিখে লিগ টেবিলের এক নম্বর স্থানে উঠে আসে রাজস্থান।

    কী বললেন হার্দিক

    পর পর ম্যাচ হেরে চলতি আইপিএলে (IPL 2024) ভরাডুবির সামনে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের পর মুম্বইয়ের সর্বাধিক রান স্কোরার ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া বলছেন, ‘শুরুটা যে ভাবে করতে চেয়েছিলাম, কিছুই হয়নি। আমাদের জন্য খুবই কঠিন রাত।’ হার্দিক পান্ডিয়া-তিলক ভার্মা জুটি মুম্বই ইনিংসকে ভরসা দিয়েছিল। যদিও প্রত্যাশা পূরণ হয়নি। হার্দিক বলছেন, ‘আমার মনে হয় ওই সময় ভালো পজিশনেই ছিলাম। অন্তত ১৫০-১৬০ অবধি পৌঁছনোর পরিস্থিতি ছিল। পিচের যেমন ভূমিকা রয়েছে, তেমনই আমার আরও ভালো পারফর্ম করা উচিত ছিল।’ রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান। ভারতীয় দলের প্রথম সারির প্লেয়ারে ভরা মুম্বই ইন্ডিয়ান্সের এই হালে হতাশ সমর্থকেরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

     

  • India vs Australia: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি প্রকাশ, বর্ডার-গাভাসকর ট্রফিতে দিন-রাতের ম্যাচ

    India vs Australia: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি প্রকাশ, বর্ডার-গাভাসকর ট্রফিতে দিন-রাতের ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি ভাবে প্রকাশিত হল ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজের সূচি। পাঁচ ম্যাচের সিরিজে এবারও থাকছে দিন-রাতের টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ নভেম্বর। মঙ্গলবার ভারত-অস্ট্রেলিয়ার মহিলা দলের এক দিনের সিরিজের সূচিও প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

    কবে থেকে খেলা

    ক্রিকেট অস্ট্রেলিয়ার (India vs Australia) সিইও নিক হকলে বলেছেন, ‘‘অবশেষে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) অ্যাশেজ সিরিজের সম মর্যাদার হল। ১৯৯১-৯২ মরসুমের পর আবার ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এমন ভাবে সূচি তৈরি করা হয়েছে, যাতে অধিকাংশ ক্রিকেটপ্রেমী টেস্ট ম্যাচের লড়াই উপভোগ করতে পারেন। আশা করব এই টেস্ট সিরিজে সব স্টেডিয়ামেই দুর্দান্ত আবহ তৈরি হবে।’’ ঘোষিত সূচি অনুযায়ী রোহিত শর্মা-প্যাট কামিন্সেরা প্রথম টেস্ট খেলবেন পার্‌থে ২২ নভেম্বর থেকে। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হবে দু’দলের দ্বিতীয় টেস্ট।  ১৪ ডিসেম্বর থেকে তৃতীয় টেস্ট শুরু হবে ব্রিসবেনে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে চতুর্থ টেস্ট। ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট খেলবে মেলবোর্নে। ২০২৫ সালের ৩ জানুয়ারি দু’দলের পঞ্চম তথা শেষ টেস্ট শুরু। এই ম্যাচটি হবে সিডনিতে। 

    দিন-রাতের টেস্ট

    ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হবে দু’দলের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচটি হবে দিনরাতের। খেলা হবে গোলাপি বলে। একই সময় অস্ট্রেলিয়া (India vs Australia) সফরে যাবে ভারতের মহিলা ক্রিকেট দলও। হরমনপ্রীত কৌরেরা তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবেন। ভারতের পাশাপাশি পড়শি দেশ পাকিস্তানও এই গ্রীষ্মে অস্ট্রেলিয়া সফরে যাবে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের ঠিক আগে, নভেম্বরের শুরুর দিকেই সীমিত ওভারের সিরিজ খেলবেন বাবর আজমরা। অজিভূমে পাকিস্তানের তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে ম্যাচ খেলার কথা।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএলে সুযোগ পেয়েছে ছেলে, বাবা বিমানবন্দরে নিরাপত্তা দিলেন রোহিতদের

    IPL 2024: আইপিএলে সুযোগ পেয়েছে ছেলে, বাবা বিমানবন্দরে নিরাপত্তা দিলেন রোহিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডের প্রথম আদিবাসী ক্রিকেটার হিসাবে আইপিএলে সুযোগ পেয়েছেন রবিন মিঞ্জ। রাতারাতি ৩.৬ কোটি টাকার মালিক হন রবিন। কিন্তু সেই রবিনের বাবাকে কী কেউ চেনেন? তিনি বিমানবন্দরে রোহিত শর্মা, বেন স্টোকসদের নিরাপত্তা দেওয়ার কাজে ব্যস্ত। রোহিতরা তাঁকে চিনতেও পারলেন না। এই রোহিতের দল মুম্বই ইন্ডিয়ান্সও কিন্তু গত বছর আইপিএল নিলামে রবিনের জন্য দর হাঁকিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত গুজরাট কিনে নেয় রবিনকে।

    বাবার স্বপ্ন

    রবিনের বাবা ফ্রান্সিস জেভিয়ার মিঞ্জের স্বপ্নও ছিল খেলোয়াড় হওয়ার। তিনি গ্রামে হকি এবং ফুটবল খেলেছেন। অ্যাথলেটিক্সেও নেমেছেন। দিল্লির সাই-তে ফুটবল শিবিরেও ডাক পেয়েছিলেন। কিন্তু গ্রামে কোনও স্টুডিয়ো না থাকায় ছবি তুলতে পারেননি। তাই শিবিরে যোগ দেওয়া হয়নি। কিন্তু ছেলে যাতে খেলাধুলো করে তার জন্য শুরু থেকেই জোর দিয়েছিলেন। ছোটবেলায় নিজেই কাঠ কেটে ছেলেকে ব্যাট বানিয়ে দিয়েছিলেন। পরে মাথায় আসে কোচিং অ্যাকাডেমিতে ভর্তি করিয়ে দেওয়ার। সেটাই কাজে লাগে।

    রবিনের সাফল্য

    ঝাড়খণ্ডের ভূমিপুত্র মহেন্দ্র সিং ধোনিকে দেখেই বড় হয়েছিলেন রবিন।  নিজের জোরেই বড় মঞ্চে জায়গা করেছেন রবিন। এখন তাঁকে ধোনি এতটাই পছন্দ করেন, যে আইপিএল নিলামের আগে কথা দিয়েছিলেন, আর কোনও দল না নিলেও রবিনকে চেন্নাই সুপার কিংস নেবেই। ছেলে আইপিএলে জায়গা করে নিয়েছেন কিন্তু বাবা এখনও অপরিচিত। বিমানবন্দর থেকে রোহিতেরা বেরনোর সময় ফ্রান্সিসের পাশ দিয়ে গেলেও তাঁকে চিনতে পারেননি। ফ্রান্সিস বলেছেন, “কেন চিনবে? আমি এখানে স্রেফ একজন নিরাপত্তারক্ষী। অনেকের মধ্যে একজন।” 

    আরও পড়ুন: শাহরুখ থেকে সৌরভ চাঁদের হাট, শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ

    পাওয়ার হিটার রবিন

    ঝাড়খণ্ডের রবিন মিঞ্জ একজন অত্যন্ত প্রতিভাবান নবীন ক্রিকেটার। যিনি ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের মধ্যে দিয়ে নজির গড়েছেন। তাঁকে দলে নিয়েছে গুজরাট টাইটানস ফ্র্যাঞ্চাইজি। এই কিপার ব্যাটারকে ৩.৬ কোটিতে কিনেছে শুভমন গিলের গুজরাট দল। তবে মিঞ্জকে গুজরাট দলে নিলেও তাঁর জন্য নিলামের টেবিলে হাড্ডাহাড্ডি লড়াই করেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মতন আইপিএলের অন‌্যতম সফল দুই দলও। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস দলকে নিলামের লড়াইতে হারিয়ে রবিনকে দলে নিয়েছে গুজরাট টাইটানস। রবিন মিঞ্জ একজন পাওয়ার হিটার। ক্লাব ক্রিকেটে তিনি পাওয়ার হিটার হিসেবে পরিচিত। তাঁর স্ট্রাইক রেট ১৪০’র পাশাপাশি। এখন বাবার স্বপ্ন রোহিতদের মতোই কোনও একদিন রবিনের গায়েও উঠবে ভারতীয় দলের জার্সি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Afghanistan: নজির রোহিতের, জোড়া সুপার ওভার, আফগানিস্তানকে হারিয়ে বিশ্বরেকর্ড ভারতের 

    India vs Afghanistan: নজির রোহিতের, জোড়া সুপার ওভার, আফগানিস্তানকে হারিয়ে বিশ্বরেকর্ড ভারতের 

    মাধ্যম নিউজ ডেস্ক: ম্যাচ টাই। নাটকীয় ভাবে প্রথম সুপার ওভারও টাই। দ্বিতীয় সুপার ওভারে ম্যাচের ফয়সালা হল। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল ভারত। বুধবার বেঙ্গালুরুতে রোহিত শর্মার দল দ্বিতীয় সুপার ওভারে ১০ রানে হারাল ইব্রাহিম জাদরানদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আন্তর্জাতিক কুড়ি-বিশের মঞ্চে ফর্মে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা। জোড়া নজির গড়লেন তিনি।

    ম্যাচে নাটকীয় মোড়

    বুধবার,  প্রথমে ব্যাট করে ভারত করে ৪ উইকেটে ২১২ রান। জবাবে আফগানদের ইনিংসও শেষ হয় ৬ উইকেটে ২১২ রানে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাট করে আফগানেরা। রোহিত বল তুলে দেন মুকেশ কুমারকে। সফরকারীদের হয়ে ব্যাট করতে নামেন গুলবাদিন নাইব এবং রহমানুল্লাহ গুরবাজ। প্রথম বলেই রান আউট হন নাইব। নামতে হয় মহম্মদ নবিকে। মুকেশের ৬ বলে আফগানেরা করেন ১ উইকেটে ১৬ রান। জবাবে ভারতের হয়ে ব্যাট করতে নামেন যশস্বী জয়সওয়াল এবং রোহিত। ৫ বলের পর পায়ে টান ধরায় উঠে যান রোহিত। মাঠে নামেন রিঙ্কু সিং। আজমতুল্লা ওমরজাইয়ের ৬ বলে ভারতও তোলে ১৬ রান। রোহিত করেন ১৩ রান। ফলে দ্বিতীয় সুপার ওভারে গড়ায় ম্যাচ। এবার প্রথমে ব্যাট করে ভারত। নামেন রোহিত এবং রিঙ্কু। রোহিত ৩ বলে ১১ তোলার পর রিঙ্কু প্রথম বলেই আউট হয়ে যান। পরের বলে আউট হন রোহিতও (১১)। ফলে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১২ রান। ব্যাট করতে নামেন নবি এবং গুরবাজ। রোহিত এ বার বল দেন রবি বিষ্ণোইকে। তিনি প্রথম বলেই আউট করেন নবিকে। তৃতীয় বলে গুরবাজকে আউট করে বিষ্ণোই ভারতকে রুদ্ধশ্বাস জয় এনে দেন।

    রোহিতের রেকর্ড

    বেঙ্গালুরুতে ৬৯ বলে ১২১ রানের ইনিংসই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের সর্বোচ্চ রানের ইনিংস। এক আগে তাঁর সর্বোচ্চ রান ছিল ১১৮। বুধবার ২০ ওভারের ক্রিকেটে পঞ্চম শতরান করলেন রোহিত। এ দিনের ইনিংসের পর ভারতের অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রান করার নজির গড়লেন তিনি। টপকে গেলেন কোহলির কীর্তি। ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে কোহলি করেছিলেন ১৫৭০ রান। এ দিন অর্ধশতরান পূর্ণ করার সঙ্গে সঙ্গে কোহলিকে টপকে যান রোহিত। বুধবারের ইনিংসের পর অধিনায়ক হিসাবে ৫৪টি ম্যাচে তাঁর রান হল ১৬৪৮। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি শতরানের মালিকও হলেন রোহিত। তাঁর শতরানের সংখ্যা পাঁচ। তাঁর পরে রয়েছেন  সূর্যকুমার যাদব এবং গ্লেন ম্যাক্সওয়েল। দুজনেরই শতরানের সংখ্যা ৪।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share