Tag: Srinagar

Srinagar

  • NIT Srinagar: ভারত-পাক ম্যাচ দেখলেই দিতে হবে ৫০০০ টাকা জরিমানা! কারা দিল এমন নির্দেশিকা?

    NIT Srinagar: ভারত-পাক ম্যাচ দেখলেই দিতে হবে ৫০০০ টাকা জরিমানা! কারা দিল এমন নির্দেশিকা?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যেকের নজর এখন এশিয়া কাপ ২০২২ টুর্নামেন্টের (Asia Cup 2022) ভারত বনাম পাকিস্তান (INDvsPAK) ম্যাচের উপরেই। ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ মানেই টানটান উত্তেজনা। আর সেই ম্যাচ দেখতেই অপেক্ষায় বসে থাকে পুরো ভারতবাসী। তবে এবারে এই খেলা দেখা নিয়েই অদ্ভূত নির্দেশিকা জারি করল শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ (NIT Srinagar)।

    এই নির্দেশিকায় বলা হয়েছে, এক ঘরে অনেকজন মিলে এশিয়া কাপ ভারত-পাকিস্তানের খেলা দেখা যাবে না। সোশ্যাল মিডিয়ায় খেলা সংক্রান্ত কোনও পোস্ট করা যাবে না। যদি কারও ঘরে অন্য পড়ুয়াদের পাওয়া যায় তবে তাকে হোস্টেল থেকেও বের করে দেওয়া হবে। শুধু তাই নয়, এই নিয়ম গুলো অমান্য করলেই দিতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা। আর এই নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক৷ পড়ুয়াদের মধ্যেও এ নিয়ে ক্ষোভ বাড়ছে৷

    আরও পড়ুন: বিশ্বকাপের জবাব দিতেই আজ এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি ভারত! জেনে নিন কখন, কোথায় দেখবেন ম্যাচ

    কলেজ কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, “পড়ুয়ারা জানেন যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্ট চলছে। পড়ুয়াদের এটিকে সাধারণ খেলা হিসেবেই গ্রহণ করা উচিত ও ইনস্টিটিউট বা হোস্টেলে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।“ এর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে পড়ুয়ারা ম্যাচ চলাকালীন নিজেদের ঘরেই থাকবেন এবং একসঙ্গে অনেকজন মিলে এই ম্যাচ দেখবেন না। নির্দেশিকায় আরও বলা হয়েছে, “যদি একটি নির্দিষ্ট ঘরে অনেক পড়ুয়া একসঙ্গে ম্যাচ দেখতে যান  তবে সেই নির্দিষ্ট ঘরে থাকা পড়ুয়াদের হস্টেলের ঘর থেকে বের করে দেওয়া হবে এবং এর সঙ্গে জড়িত সমস্ত ছাত্রদের উপর কমপক্ষে পাঁচ হাচার টাকা জরিমানা দিতে হবে।“ এছাড়া নির্দেশিকায় আরও বলা হয়েছে, ম্যাচ চলাকালীন বা ম্যাচের পরে কেউ যেন হোস্টেলের ঘর থেকে বের না হন।

    তবে জানা গিয়েছে, ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ হারার পর ব্যাপক মারামারি হয়েছিল হস্টেলে৷ সংঘর্ষে জড়িয়ে পড়ে এই কলেজের পড়ুয়ারা। বেশ কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল কলেজ। তাছাড়াও ভারত-পাক ম্যাচ ঘিরে কাশ্মীরের নানা জায়গায় বিশৃঙ্খলা ছড়ায়। সব মিলিয়ে সতর্ক থাকতে চাইছে কলেজ কর্তৃপক্ষ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Uttar Pradesh: স্বাধীনতা দিবসে হামলার ছক! উত্তরপ্রদেশে ধৃত আইএস জঙ্গি

    Uttar Pradesh: স্বাধীনতা দিবসে হামলার ছক! উত্তরপ্রদেশে ধৃত আইএস জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের (Independence Day) প্রাক্কালে নাশকতার ছক বানচাল করল উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি-টেররিজম স্কোয়াড (Uttar Pradesh Anti-Terrorist Squad)। এক সন্দেহভাজন আইএস (IS) জঙ্গিকে আজমগঢ় থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্বাধীনতা দিবসের আগে একাধিক জায়গায় হামলার ছক কষেছিল সন্দেহভাজন আইএস জঙ্গি। ধৃত জঙ্গির নাম সাবাউদ্দিন আজমি (Sabauddin Azmi)। 

    রাজ্যপুলিশের এডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, উত্তরপ্রদেশের আজমগড় থেকে আইএস জঙ্গি সন্দেহে রাজ্যপুলিশের বিশেষ অপরাধ দমন শাখা ওই জঙ্গিকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপে জড়িত থাকা এবং অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধৃতের কাছ থেকে বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে। স্বাধীনতা দিবসের আগে বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল তার। ধৃতের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখার কাজ চলছে, বলেও জানিয়েছে পুলিশ। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নতুন  ছেলেদের কাজে লাগানো হত। হাতে কলমে চলত হ্যান্ড গ্রেনেড, বোমা এবং আইইডি তৈরির প্রশিক্ষণ। 

    আরও পড়ুন: আচমকাই উধাও দেশের ২৪ টি স্মৃতিসৌধ! এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি

    অন্যদিকে, নিরাপত্তারক্ষীদের তৎপরতায় জম্মু ও কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ছকও বানচাল করা গিয়েছে। পুলওয়ামায় উদ্ধার হয়েছে ৩০ কেজি বিস্ফোরক। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বুধবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা (Pulwama) জেলার সার্কুলার রোড সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। তখনই তাহাব ক্রসিং এলাকায় একটি আইইডি নজরে আসে তাঁদের। বিস্ফোরকটির ওজন ছিল ২৫ থেকে ৩০ কিলোর মধ্যে। 

    কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, স্বাধীনতা দিবসের আগে জঙ্গিরা নাশকতা ঘটাতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন গোয়েন্দারা। ফলে পুলিশ ও সেনার যৌথবাহিনী সতর্ক রয়েছে। ইতিমধ্যে আইইডিটিকে নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের প্রাক্কালে উপত্যকায় এহেন বিপুল পরিমাণের বিস্ফোরক উদ্ধার ও জঙ্গিদের তৎপরতায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে নিরাপত্তা মহলে।

  • New Weatherman:কাশ্মীরের ‘ওয়েদার-ম্যান’২১ বছরের ফইজান

    New Weatherman:কাশ্মীরের ‘ওয়েদার-ম্যান’২১ বছরের ফইজান

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির মতোই প্রতিনিয়ত পট পরিবর্তন করে সেখানকার আবহাওয়া। তাই পরিবার বা বন্ধুদের সঙ্গে পহেলগাঁও ঘুরতে যান আর মধুচন্দ্রিমার জন্য বেছে নিন গুলমার্গ, যা-ই করুন আগে থেকে কাশ্মীরের আবহাওয়া সম্পর্কে সঠিক তথ্য জেনেই টিকিট কাটুন। ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে গিয়ে কাশ্মীরের নতুন ‘ওয়েদার ম্যান’ ফইজান আরিফ কেঙ্গের পেজ ‘কাশ্মীর ওয়েদার’এ গিয়ে খোঁজ নিয়ে দেখুন সেখানকার আবহাওয়া সম্পর্কে পেয়ে যাবেন সঠিক তথ্য।
    শ্রীনগরের কাছে নোয়াকাদাল অঞ্চলের বাসিন্দা ২১ বছরের ফইজান ২০১৮ সাল থেকে আবহাওয়া নিয়ে গবেষণা চালাচ্ছে। ছোট থেকেই আকাশে মেঘ-বৃষ্টির খেলা দেখতে ভালবাসতেন ফইজান। দেখতেন বিদ্যুতের ঝলকানি, রোদ-ছায়ার লুকোচুরি। বিভিন্ন চ্যানেলে আবহাওয়ার খবর শোনা ছিল তাঁর শখ। নানা পত্র-পত্রিকায় পড়তেন আবহাওয়ার খবর।  প্রতিদিন দিনে তিন ঘণ্টা কাশ্মীরের আবহাওয়া নিয়ে গবেষণা করেন ফইজান। তাই উপত্যকার জলবায়ু সম্পর্কে তাঁর ভবিষ্যত বাণী এখন প্রায় ফলেই যায়। 
    কাশ্মীরের আবহাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর পেজের ফলোয়ার এক লাখের উপর। রাজনৈতিক নেতা, সরকারি কর্মচারী, অভিনেতা, খেলোয়াড়, সাংবাদিক সবাই রয়েছে তাঁর ফলোয়ারের তালিকায়। মোটামুটি ছয় থেকে আটদিন আগের আবহাওয়া নিয়ে সঠিক তথ্য দেন ফইজান।
    একসময় আবহাওয়া নিয়ে আগাম বার্তা দেওয়া তাঁর প্যাশন ছিল। এখন এবিষয় নিয়েই পড়াশোনা করছেন কাশ্মীরের এই যুবক। মেটেরোলজি নিয়েই এমএসসি করতে চান ফইজান। এখন লখনউয়ের অ্যামিটি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সের ছাত্র তিনি। আবহাওয়া নিয়ে আমাদের দেশে আরও বেশি করে গবেষণা হোক চান তিনি। ফইজান মনে করেন, আবহাওয়া নিয়ে মানুষের সচেতনতা বাড়াতে পারলে নানান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা সহজ হয়ে যাবে। কিস্তওয়ারে মেঘ-ভাঙা বৃষ্টি হোক বা ২০১৮ সালে কাশ্মীরে আগাম তুষারপাত আবহাওয়া নিয়ে সচেতন হলে সবই সামলে নেওয়া যায় বলে অভিমত তাঁর। জম্মু-কাশ্মীর, লাদাখ, পশ্চিম ভারতের আবহাওয়া নিয়ে বিস্তর পড়াশোনা করাই এখন ফইজানের একমাত্র ইচ্ছে।  

LinkedIn
Share