Tag: Team India

Team India

  • ICC World Cup: বাইশ গজে বিশ্বযুদ্ধ! আজ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন, তুমুল উন্মাদনা দেশে

    ICC World Cup: বাইশ গজে বিশ্বযুদ্ধ! আজ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন, তুমুল উন্মাদনা দেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই বেজে যাবে ‘বিশ্বযুদ্ধের’ দামামা (ICC World Cup)। শুরু হবে ১০ দেশের তীব্র লড়াই। তবে, এই লড়াই হবে ক্রিকেটের রণাঙ্গনে। লড়াই হবে ব্যাট ও বলের। লড়াই হবে বাইশ গজকে কেন্দ্র করে।

    শুরু হল বিশ্বকাপের মহাযুদ্ধ

    বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup)। এই বার প্রথম এককভাবে বিশ্বকাপের আয়োজন করছে ভারত। এর আগে, এটি যৌথভাবে ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ বিশ্বকাপ আয়োজন করেছিল। এবার বিশ্বকাপের ১৩তম সংস্করণ। শেষ ওডিআই বিশ্বকাপ হয়েছিল ২০১৯ সালে। আহমেদাবাদে নির্মিত বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলেছে বিশ্বকাপের (CWC23) প্রথম লড়াই। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল — ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। বেশি বাউন্ডারি মেরে গতবারের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। চার বছর পর বিশ্বকাপের আসরে ফের মুখোমুখি এই দুই দল নিউজিল্যান্ড এ বার বদলা নিতে মরিয়া।

    আগামী ৪৫ দিনে ৪৮টি ম্যাচ

    আজ থেকে শুরু করে ১৯ নভেম্বর অবধি চলবে এই মেগা টুর্নামেন্ট (ICC World Cup)। ৪৫ দিন ধরে ১০টি ভেনুতে ৪৮টি ম্যাচ হবে। বিশ্বকাপের (CWC23) লড়াইয়ে অংশ নিচ্ছে ১০টি দেশের মোট ১৫০ জন ক্রিকেটার। বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দল হল – আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এবারে বিশ্বকাপের আসর বসছে দেশের ১০টি শহরে। ভেন্যুগুলি হল— আহমেদাবাদ, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, কলকাতা, লখনউ, ধর্মশালা ও পুণে।

    গুগল ডুডলে বিশ্বকাপ

    বিশ্বকাপকে (ICC World Cup) ঘিরে দেশবাসী এখন ক্রিকেট-জ্বরে আক্রান্ত। আর সেই উন্মাদনায় গা ভাসিয়েছে গুগল-ও। বিশ্বকাপ উপলক্ষে তারা প্রকাশ করেছে অভিনব ডুডল। এমনিতে, যে কোনও বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে গুগল অভিনব ব্যবস্থা নেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গুগলের অফিসিয়াল পেজে গেলেই এই ডুডল দেখতে পাওয়া যাচ্ছে। তাতে দেখা যাবে দুটি হাঁস রয়েছে। যারা ক্রিকেট খেলছে। হাঁসগুলির হাতে ব্যাট রয়েছে। দুই প্রান্তে উইকেট রয়েছে। এবং হাঁসগুলি দৌড়ে রান নিচ্ছে। আবার এই ডুডলে ক্লিক করেন, তাহলে সরাসরি টুর্নামেন্টের (CWC23) সূচিতে পৌঁছনো যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC Cricket World Cup: তিরুবনন্তপুরমে ঝেঁপে বৃষ্টি! বিশ্বকাপের আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচ ভারতের, খেলা হবে তো?

    ICC Cricket World Cup: তিরুবনন্তপুরমে ঝেঁপে বৃষ্টি! বিশ্বকাপের আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচ ভারতের, খেলা হবে তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ (ICC Cricket World Cup) শুরু আগামী শুক্রবার। ভারতের প্রথম ম্যাচ সোমবার অর্থাৎ ৮ তারিখ। প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে প্রতিটা টিম ২টি করে গা-ঘামানোর ম্যাচ পেয়েছে। এটা অনেকটা প্র্যাকটিক্যাল অনুশীলেনের মতো। আজ তিরুবনন্তপুরমে দ্বিতীয় তথা শেষ প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার কথা টিম ইন্ডিয়ার (India At CWC23)। 

    তিরুবনন্তপুরমেও বৃষ্টির ভ্রুকুটি

    তবে, ভারতের খেলা আদৌ সম্ভব হবে কিনা, তা এখনই জোর গলায় বলা যাচ্ছে না। কারণ, দক্ষিণ ভারতের এই শহরের ওপর এখন মেঘের ঘনঘটা। শেষ খবর মেলা পর্যন্ত, তিরুবনন্তপুরমে অঝোরে বৃষ্টি হচ্ছে। গতকালও এই মাঠে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের মধ্যে গা-ঘামানোর ম্যাচটিও বৃষ্টি-বিঘ্নিত হয়। শেষমেশ, ডাকওয়ার্থ লুইস নিয়মে খেলার মীমাংসা হয়। এর আগে, গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের (India At CWC23) প্রথম গা-ঘামানোর ম্যাচ পুরোটাই বৃষ্টিতে ভেস্তে যায়।

    সেই দিক থেকে, আজকের ম্যাচও যদি বিঘ্নিত হয়, তাহলে প্রস্তুতি ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমে পড়তে হবে রোহিত-বাহিনীকে। যদিও, এই ম্যাচ নিয়ে বেশি মাথাব্যথা নেই ভারত অধিনায়কের (India At CWC23)। কারণ, কিছুদিন আগেই এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলেছে মেন ইন ব্লু-রা। সিরিজ জিতেছে ২-১ ফলে। টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের মতে, সেখানেই প্রয়োজনীয় গা-ঘামানো হয়ে গিয়েছে। 

    চোটমুক্ত থাকাই লক্ষ্য

    বর্তমানে, টিম ইন্ডিয়ার লক্ষ্য একটাই। সকলে যাতে বিশ্বকাপে (ICC Cricket World Cup) ফর্মে থাকে এবং চোটমুক্ত থাকে। এই মুহূর্তে, ভারতীয় দলে চোট সংক্রান্ত তেমন কোনও খবর নেই। যা স্বস্তি দেবে অধিনায়ক রোহিতকে (India At CWC23)। ফলে, ম্যাচ প্র্যাকটিস না হলেও, নিজেদের মধ্যে নেট প্র্যাকটিস ও জিম সেশনের মাধ্যমে ফিটনেসের ওপরই জোর দিচ্ছে ভারতীয় দল। রবিবারই শহরে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। ঐচ্ছিক থাকলেও, ভারতীয় দল সোমবার মাঠে নেমে অনুশীলন করেছে।

    বিরাট কোহলি কি খেলবেন? 

    তবে, দলের সঙ্গে তিরুবনন্তপুরমে যোগ দেননি স্টার ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। জানা গিয়েছে, তিনি মুম্বইতে গিয়েছেন বাড়িতে। ফলে, ভারতের যদি আজকের ম্যাচ (ICC Cricket World Cup) হয়, তাতে বিরাট কোহলি খেলবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও, ভারতীয় দল সূত্রে খবর, প্রস্তুতি ম্যাচে খেলতে সমস্যা নেই। ম্যাচের আগেই কোহলি দলের সঙ্গে যোগ দেবেন। দলের সূত্রে জানা গিয়েছিল, ভারতের প্রাক্তন অধিনায়ক টিম ম্যানেজমেন্টের কাছে ছুটির আবেদন করেছিলেন। ব্যক্তিগত কারণেই তিনি ছুটি নিয়ে গুয়াহাটি থেকে সরাসরি মুম্বইয়ে ফিরেছেন বলে দাবি করা হয়। জানা গিয়েছিল, সোমবার রাতের মধ্যে তার তিরুবনন্তপুরমে চলে আসার কথা। যদি কোনও ভাবে আসতে না পারেন, বিরাটকে বাদ দিয়েই নামাতে হবে টিমকে (India At CWC23)। তবে, কোহলি দলের সঙ্গে পুনরায় যোগ দিয়েছেন কিনা, তা দলের তরফে মঙ্গলবার স্পষ্ট করা হয়নি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • India vs England: ছন্দে রোহিতরা! আজ প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি ভারত

    India vs England: ছন্দে রোহিতরা! আজ প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) বৃত্তে ঢুকে পড়েছেন রোহিত শর্মারা। আজ, শনিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার (India vs England) প্রথম প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই ম্যাচে দুই দলই চাইবে সঠিক কম্বিনেশন খুঁজে নেওয়ার। সুযোগ রয়েছে ১৫ জন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়ার। যেহেতু ওয়ার্ম-আপ ম্যাচ, তাই দুই শিবিরও পুরো শক্তি নিয়ে হয়তো ঝাঁপাতে চাইবে না।

    ছন্দে টিম ইন্ডিয়া

    দারুণ ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। সদ্য জিতেছে এশিয়া কাপ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে ২-১ ব্যবধানে একদিনের সিরিজে হারিয়েছে রোহিত ব্রিগেড। তাই চোট পেয়ে শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে অক্ষর প্যাটেল ছিটকে গেলেও তেমন বিচলিত নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণ, বিকল্প হিসেবে দলে ঢুকেছেন রবিচন্দ্রন অশ্বিন। বর্ষীয়ান এই অফস্পিনার ২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। খেলেছেন ২০১৫ বিশ্বকাপও। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইছে ভারত। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন অশ্বিনই।

    দুরন্ত ফর্মে বোলাররা

    লড়াইটা হতে চলেছে মূলত ইংল্যান্ডের ব্যাটিংয়ের সঙ্গে ভারতীয় বোলিংয়ের। একদিকে, জস বাটলার, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, দাবিদ মালান ও লিয়াম লিভিংস্টোনের মতো তারকার উপস্থিতি। অন্যদিকে, ভারতীয় বোলাররাও দুরন্ত ফর্মে। তাই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা চলবে। তবে ভারতীয় ব্যাটিংকে একেবারে উড়িয়ে দেওয়ার কোনও সুযোগ নেই। ফর্মে আছেন শুভমান গিল। রানে ফিরেছেন বিরাট রোহিত শর্মা। তাছাড়া বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়স আয়াররা বড় ইনিংস খেলে খোশ মেজাজে। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের বোলারদেরও কঠিন পরীক্ষায় পড়তে হবে।

    কী বললেন দ্রাবিড়

    বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘‘আগে উপমহাদেশের উইকেটে আমরা যে সুবিধা পেতাম সেটা আর এখন পাই না। কারণ, গত ১০ বছরে বিদেশি ক্রিকেটারেরা ভারতের মাটিতে অনেক বেশি ক্রিকেট খেলছে। বিশেষ করে আইপিএলের মতো প্রতিযোগিতায় দু’মাস ভারতে থাকছে তারা। ফলে এখানকার উইকেটের সঙ্গে অনেক বেশি মানিয়ে নিতে পারছে। তাই বিশ্বকাপে ঘরের মাঠের সুবিধা আমরা পাব না।’’ ভারতীয় কোচ বলেন, ‘‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দলের ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস আছে। বিশ্বকাপে ভালো খেলতে মুখিয়ে তারা। আশা করছি, নিজেদের সেরা খেলাটা খেলতে পারব। বিশ্বকাপে ভাল ফল করতে পারব।’’

    আরও পড়ুন: ফের দেশকে পদক এনে দিলেন শ্যুটাররা, রুপো দিয়ে শনিবার শুরু ভারতের

    হারল পাকিস্তান

    এদিকে, শুক্রবার হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ম-আপ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। তবে বাবরের ৮০ রিজওয়ানের সেঞ্চুরির (১০৩) উপর ভর করে পাক দল প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৪৫ রান তুলেছিল। যা দেখে অনেকেরই হয়তো মনে হয়েছিল, কিউয়িদের পক্ষে এই রান চেজ করা সম্ভভ হবে না। কিন্তু টিম গেমে অসাধ্য সাধন করে নিউজিল্যান্ড। মাত্র ৪৩.৪ ওভারেই তারা লক্ষ্য হাসিল করে। ওপেনার রাচিন রবীন্দ্র (৯৭) অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। বড় রান পেলেন কেন উইলিয়ামসন (৫৪), ড্যারিল মিচেল (৫৯)। ঝোড়ো ব্যাটিং করেন মার্ক চ্যাপম্যানও (অপরাজিত ৬৫)। 

    জিতল বাংলাদেশ

    এদিকে, শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে চমক দিল বাংলাদেশও। তামিম বিতর্কে বেশ চাপে ছিলেন সাকিব-আল-হাসান। তার উপর চোট, তাই এই ম্যাচে তিনি খেলেননি। তাতেও অবশ্য দল জিতেছে। যা বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে বাংলাদেশের ক্রিকেটারদের মনোবল চাঙ্গা করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে রোহিত-কোহলিরা! বিশ্বজয় নিয়ে কী ভাবছেন দ্রাবিড়?

    ICC World Cup 2023: প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে রোহিত-কোহলিরা! বিশ্বজয় নিয়ে কী ভাবছেন দ্রাবিড়?

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনে লক্ষ্য শুধুই বিশ্বকাপ। ইতিমধ্যেই ভারতে আসতে শরু করে দিয়েছে প্রতিটি দেশ। বিশ্বকাপের মূল পর্বের ম্যাচে নামার আগে দল নিয়ে শেষ পরীক্ষা নীরিক্ষার জন্য প্রস্তুতি ম্যাচ খেলবে প্রতিটি দল। আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্বকাপের মঞ্চে প্রথম প্রস্তুতি পর্বের ম্যাচে নামবে ভারত। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই ম্যাচ খেলতে ২৮ সেপ্টোম্বর গুয়াহাটিতে পৌঁছে গেল ভারতীয় দল।  সেখানেই ভারতীয় দলের ক্রিকেটারদের নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রস্তুতি ম্যাচ হলেও তা নিয়েও সমর্থকদের উন্মাদনা দেখার মতো। 

    দলের সঙ্গে অশ্বিন

    অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও দলের সঙ্গে গুয়াহাটি গিয়েছেন। তা থেকেই প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিল তাঁর দলে ঢোকার কথা। পরে আইসিসি-র তরফেও এ কথা সরকারি ভাবে ঘোষণা করা হয়। এখন অশ্বিন এই ভারতীয় স্কোয়াডে বিরাট কোহলির পর দ্বিতীয় প্লেয়ার, যিনি ২০১১ ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচ ব্যাটিং বান্ধব উইকেটে হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ভারতের শক্তিশালী পেস বোলিং আক্রমণকে মারকুটে ওপেনারদের সামনে অস্বস্তিতে দেখিয়েছে। রান আটকাতে বা নিজেদের বোলিং দক্ষতা কাজে লাগিয়ে উইকেট তুলতে ব্যর্থ হয়েছে তারা। যদিও ডেথ ওভারে তারা ভালো বোলিং করেছেন। কিন্তু বিশ্বকাপে এরকম পিচে খেলা হলে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষদের আটকানো অসম্ভব হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অশ্বিনের অভিজ্ঞতা দলের কাজে লাগবে। 

    ব্যাটিং প্রসঙ্গে দ্রাবিড়

    সাম্প্রতিক অতীতে স্পিনের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় ভারতীয় ব্যাটারদের দুর্বলতা সামনে চলে এসেছে। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের মত সাধারণ মানের স্পিনারের সামনে তারা যেভাবে সেট হওয়ার পর উইকেট ছুড়ে দিয়ে এসেছেন তা বিশ্বকাপের আগে রাহুল দ্রাবিড়ের চিন্তা বাড়াচ্ছে। এই প্রসঙ্গে টিম ইন্ডিয়ার হেডস্যার বলেন, ‘চোট সারিয়ে প্রায় ৬-৭ মাস পর মাঠে ফিরলেও রাহুল দারুণ ব্যাট করছে। সঙ্গে পুরো ৫০ ওভার উইকেটকিপিং করে যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে শ্রেয়স আইয়ার চোট সারিয়ে নিজের নামের প্রতি সুবিচার করেছে। এটা কিন্তু সহজ বিষয় নয়। গিল-কোহলি-রোহিতরা ভাল খেলছে। দু-একটা ব্যাতিক্রম। বিশ্বকাপেও এই সব গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা তাদের পারফরম্যান্স বজায় রাখুক। এটাই চাই। তাহলেই আরও একবার বিশ্বকাপ জয় সম্ভব।”

    আরও পড়ুন: চিনের অসহযোগিতা, অনুশীলনের সঙ্গী পাননি! রুপো জিতে চোখের জলে ভাসলেন রোশিবিনা

    কবে কোন খেলা

    ভারত ৩০ সেপ্টেম্বর, শনিবার নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। ৩ অক্টোবর, মঙ্গলবার ভারত নিজেদের দ্বিতীয় অনুশীলন ম্যাচে মাঠে নামবে কোয়ালিফায়ার নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই ম্যাচটি খেলা হবে তিরুবনন্তপুরমে। ২টি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টো থেকে। মূল পর্বে ভারতের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। খেলা হবে ৮ অক্টোবর। ম্যাচ হবে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে।

    তিরুপতিতে গম্ভীর

    ভারতের ঝুলিতে দীর্ঘ ১১ বছর বিশ্বকাপ আসেনি। এ বার তাই ভারতের প্রতিটি ক্রিকেট প্রেমী প্রার্থনা করছেন বিশ্বকাপ জিতুক রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও বিশ্বকাপ জয়ের প্রার্থনা করছেন। সদ্য তিরুমালা মন্দিরে পুজো দিয়ে বিশ্বকাপে ভারতের সাফল্য কামনা করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     
     
  • IND vs AUS: একদিনের ক্রিকেটে শীর্ষে ভারত, পিছনে পাকিস্তান! অজিদের পাঁচ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

    IND vs AUS: একদিনের ক্রিকেটে শীর্ষে ভারত, পিছনে পাকিস্তান! অজিদের পাঁচ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: দুরন্ত ভারত। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েই আইসিসি একদিনের ক্রম তালিকায় দুই নম্বরে উঠেছিল টিম ইন্ডিয়া। সামনে ছিল পাকিস্তান। শুক্রবার, অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে শীর্ষে উঠে এল ভারত। টেস্ট, একদিন ও টি-টোয়েন্টি তিন ঘরানার ক্রিকেটেই এখন  শীর্ষস্থানে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ২–১ ব্যবধানে জিতলেও ভারত থাকবে এক নম্বরে। বাইশ গজে দেশের এই সাফল্যে আপ্লুত সমর্থক থকে অনুরাগীরা। নেট দুনিয়ায় রোহিতদের জয় জয়কার। অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

    ব্যাটে-বলে দাপট

    এদিন, টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৭৬ রান করে। বল হাতে ভারতের হয়ে ৫টি উইকেট নেন মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। জস ইংলিশ ৪৫ রান এবং স্টিভ স্মিথ ৪১ রান করেন। দলের আরেক তারকা ব্যাটার লাবুসানে করেন ৩৯ রান।  

    এদিন রান তাড়া করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে খেলতে থাকেন শুভমান ও রুতুরাজ। শুভমান এমনিতেই চলতি বছর দারুণ ফর্মে আছেন। অন্যদিকে রুতুরাজের এটি ছিল কেরিয়ারের তৃতীয় একদিনের ম্যাচ। এরমধ্যে আবার অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচ বলে কথা। শুভমান গিল (৭৪) ও ঋতুরাজ গায়কোয়াড (৭১) রান করে আউট হন। শুভমানের সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারত দেন শ্রেয়স আইয়ার। তিনি অহেতুক ঝুঁকি নিয়ে রান আউট হন। দল পড়ে বিপদে। ১৫১ রানে ৩ উইকেট হারিয়ে ভারত তখন বেশ চাপে। এরপর উইকেট ছুড়ে দিয়ে দলের সমস্যা আরও বাড়িয়ে দেন ঈশান কিষান। শেষের দিকে হাফসেঞ্চুরি করে দলকে ম্যাচ জেতান কেএল রাহুল ও সূর্যকুমার যাদব। এই ম্যাচে জয়ের ফলে তিন ম্যচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।

    আরও পড়ুন: আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে শিবের ছোঁয়া! শিলান্যাস করবেন মোদি

    ভারতের চিন্তা

    বিশ্বকাপের আগে ভারত ভালো শুরু করলেও, এক বছর আট মাস পর ৫০ ওভারের ফরম্যাটে কামব্যাক করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তবে এদিন তেমন প্রভাব ফেলতে পারলেন না অভিজ্ঞ অফ স্পিনার। ১০ ওভারে মাত্র ৪৭ রান দিলেও, ঝুলিতে এল মাত্র ১ উইকেট। গ্রাউন্ড ফিল্ডিং নিয়েও চিন্তা রইল ভারতের। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia: নতুন অধিনায়ক! অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই

    India vs Australia: নতুন অধিনায়ক! অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি মঞ্চ। দেশের মাঠে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে চলেছে ভারত। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে বদল করার জন্য ভারতের হাতে সময় রয়েছে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। সেই সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি ওয়ান ডে ম্যাচ হাতে পাবে টিম ইন্ডিয়া। তাই সিরিজের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচের জন্য পৃথক স্কোয়াড গড়ে নিলেন জাতীয় নির্বাচকরা। প্রথম দু’টি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। তৃতীয় ম্যাচে দায়িত্ব ফিরে পাবেন রোহিত শর্মা।

    কেন দুভাগে দল ঘোষণা

    এরকমভাবে দল ঘোষণা করা বিরল। জাতীয় নির্বাচক অজিত আগরকর জানালেন, প্রথম দুই ম্যাচের দলে নেই  রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা-সহ একাধিক ক্রিকেটার। তৃতীয় ম্যাচে এঁরা প্রত্যেকে ফিরছেন। অর্থাৎ এশিয়া কাপে যাঁরা টানা ক্রিকেট খেলেছেন, তাঁদের কয়েক জনকে প্রথম দু’টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। আবার বিশ্বকাপের আগে যাতে পুরোপুরি আনকোরা হয়ে না নামেন, তার জন্য তৃতীয় ম্যাচে খেলানোর বন্দোবস্ত করা হয়েছে।

    দলে অশ্বিনের অন্তর্ভুক্তি

    এশিয়া কাপে যাঁরা ছিলেন, তিনটি ম্যাচেই মোটামুটি তাঁরাই ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন। তবে দলে রবি অশ্বিনের অন্তর্ভুক্তি বড় ঘটনা। ডান হাতি স্পিনার নেই বিশ্বকাপের দলে। তাই অনেকেই অশ্বিনের নাম করে প্রশ্ন তুলছিলেন। এশিয়া কাপ জিতে রোহিত নিজেও জানিয়েছিলেন অশ্বিনের সঙ্গে তাঁর কথাবার্তা হয় নিয়মিত। অস্ট্রেলিয়া সিরিজের (India vs Australia) দলে তাঁকে রেখে প্রমাণ করা হল যে বিশ্বকাপের ভাবনাতেও তিনি রয়েছেন।

    পূর্ণ শক্তি নিয়ে আসছে অস্ট্রেলিয়া

    মূলত বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যেই দুই দেশ তিন ম্যাচের একদিনের সিরিজ (India vs Australia) খেলবে। তাই ভারতের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়েই খেলতে নামছে অজি ব্রিগেড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে না থাকলেও তিন তারকাকে দলে নেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে রাখা হয়েছে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ককে। ভারতের বিরুদ্ধে এই সিরিজকে যে কতটা গুরুত্ব দিচ্ছে অজি টিম ম্যানেজমেন্ট তা তাদের দল দেখলেই স্পষ্ট।

    আরও পড়ুন: এশিয়া চ্যাম্পিয়ন ভারতীয় দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর! ম্যাচ সেরার পুরস্কার কাকে দিলেন সিরাজ?

    সিরিজের (India vs Australia) খুঁটিনাটি

    প্রথম দুই ম্যাচের দল: কেএল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিশন, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

    তৃতীয় ম্যাচের দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর পটেল (ফিটনেসের উপর নির্ভর করছে), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।

    অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক),স্টিভ স্মিথ, শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, ন্যাথন এলিস, ক্যামেরন গ্রিন, জোশ হেজেলউড, জোশ ইংলিস, স্পেনসার জনসন, মার্নাস ল্যাবুশান, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তনবীর সাঙ্ঘা, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা

    ওয়ান ডে সিরিজের (India vs Australia) সূচি:

    প্রথম ওয়ান ডে: ২২ সেপ্টেম্বর, শুক্রবার (মোহালি)
    দ্বিতীয় ওয়ান ডে: ২৪ সেপ্টেম্বর, রবিবার (ইন্দোর)
    তৃতীয় ওয়ান ডে: ২৭ সেপ্টেম্বর, বুধবার (রাজকোট)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালের আগেই ধাক্কা ভারতের অক্ষরের চোট! শেষ ম্যাচে জিতল বাংলাদেশ

    Asia Cup 2023: শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালের আগেই ধাক্কা ভারতের অক্ষরের চোট! শেষ ম্যাচে জিতল বাংলাদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের ফাইনালের আগে বড় ধাক্কা খেল ভারত। অলরাউন্ডার অক্ষর প্যাটেল চোট পেলেন। রবিবার কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলতে নামবে রোহিতরা। আইসিসি ট্রফির খরা কাটাতে মরিয়া ভারত। গত বছরের এশিয়া কাপ চ্যাম্পিয়‌ন শ্রীলঙ্কা এইবারেও ঘরের মাঠে ট্রফি ধরে রাখতে মরিয়া। অন্যদিকে বিশ্বকাপের আগে এই ট্রফি জিততে পারলে বাড়তি আত্মবিশ্বাস পাবে‌ টিম ইন্ডিয়া। এদিন বাংলাদেশের কাছে সুপার ফোরের শেষ ম্যাচে ৬ রানে হারে ভারত। ব্যাটে-বলে টানটান লড়াইয়ের পর শেষ রক্ষা করতে পারেননি রেহিতরা। বিফলে গেছে শুভমান গিলের অনবদ্য শতরান।

    অক্ষরের বদলে ওয়াশিংটন

    শুক্রবার সুপার ফোর পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেই চোট পান অক্ষর। এই ম্যাচে অক্ষর ৪২ রান করেছিলেন এবং ১ উইকেট নিয়েছিলেন। ভারতের বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার অক্ষর। যে কারণে টিম ম্যানেজমেন্ট তাঁর চোট নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইবে না। চোট পাওয়ার কারণে ফাইনালে অক্ষরের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায়, ওয়াশিংটন সুন্দরকে উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ওয়াশিংটনের অন্তর্ভুক্তি আশ্চর্যজনক নয়। কারণ শ্রীলঙ্কার ব্যাটিং ইউনিটের টপ অর্ডারের শীর্ষে কয়েকজন বাঁ-হাতি রয়েছে, সে ক্ষেত্রে সুন্দরের অফ-ব্রেকগুলি কাজে আসবে এবং তাঁকে প্রথম পাওয়ারপ্লে ওভারগুলিতেও ব্যবহার করা যেতে পারে।  

    আরও পড়ুন: পুরোটাই গিমিক! লা লিগার অ্যাকাডেমি করে কি আদৌ লাভ হবে বাংলার ফুটবলের?

    চোটের কবলে থিকশানা

    অন্যদিকে ফাইনালের আগে স্বস্তিতে নেই শ্রীলঙ্কাও। সুপার ফোরের ম্যাচে দাসুন শনাকার দলের স্পিনারদের ঘূর্ণিতে কাবু হয়েছিলেন ভারতীয় ব্যাটারেরা। উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন মাহিশ থিকশানা। চেন্নাই সুপার কিংসের অফ স্পিনারকে ফাইনালে পাবে না শ্রীলঙ্কা। তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। শনিবার ক্রিকেট শ্রীলঙ্কা এই খবর জানিয়েছে।

    পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন থিকশানা। এশিয়া কাপে পাঁচটি ম্যাচ খেলে ১০টি উইকেট পেয়েছেন থিকশানা। তিনিই এখন সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার প্রধান স্পিনার। স্বাভাবিক ভাবেই ফাইনালে তাঁকে না পাওয়া গত বারের এশিয়া কাপ চ্যাম্পিয়নদের জন্য বড় ক্ষতি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Asia Cup 2023: এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি, আজ খেলা হবে?

    Asia Cup 2023: এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি, আজ খেলা হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত পাকিস্তান তো বটেই  বৃহস্পতিবার পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচেও বৃষ্টির কারণে ওভার কমেছিল। শুক্রবার সেই মাঠেই মুখোমুখি ভারত এবং বাংলাদেশ। গুরুত্বহীন এই ম্যাচেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। সুপার ফোরে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ভারত। বৃহস্পতিবার পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কাও। রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে একবার নিজেদের ঝালিয়ে নিতে চাইবে রোহিত বাহিনী।

    বৃষ্টির সম্ভাবনা

    আবহাওয়া দফতর বলছে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। সকাল এবং দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘে ঢাকা থাকবে আকাশ। ফলে সকাল থেকেই পিচ ঢেকে রাখতে হতে পারে। বাংলাদেশ ম্যাচের ওপর কোনও কিছুই নির্ভর করছে না। তবে ভারতীয় শিবিরে কয়েকটি বিষয় ঘোরাফেরা করছে। এক, ফাইনালের প্রস্তুতি। তার জন্য উইনিং কম্বিনেশন ধরে রাখার সম্ভাবনাই বেশি। তেমনই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চকে দেখে নেওয়ার লোভ সামলানো কঠিন।

    আরও পড়ুন: ব্যর্থ দুনিথের দুরন্ত পারফরম্যান্স! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

    রিজার্ভ বেঞ্চ দেখবে ভারত

    এশিয়া কাপের (Asia Cup 2023) স্কোয়াডের পাশাপাশি বিশ্বকাপেও রয়েছেন সূর্যকুমার যাদব। এখনও অবধি একাদশে সুযোগ পাননি। পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে দলের জয়ে অবদান রেখেছেন। এই ম্যাচে সুযোগ পেতে পারেন স্কাই। স্কোয়াডে প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সামি, তিলক ভার্মাও রয়েছেন। বিশ্বকাপের জন্য সামিকেও একবার সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশ শিবিরে এমন কোনও ভাবনার বিষয় নয়। প্রথম দু-ম্যাচ হারের পর ভারতের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে পারলে, দেশের ক্রিকেট সমর্থকদের একটা উপহার দেওয়া যাবে। সেই লক্ষ্যেই যেন নামবেন সাকিব আল হাসানরা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি! নেপাল ম্যাচ জিতে প্রস্তুতি সারলেন বাবররা

    Asia Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি! নেপাল ম্যাচ জিতে প্রস্তুতি সারলেন বাবররা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে এশিয়া সেরার লড়াই। আগামী ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে এশিয়া কাপের গ্রুপ ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। বাবরদের বিরুদ্ধে লড়াই দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে এই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। কিন্তু এশিয়া কাপে আদৌ কি খেলা সম্ভব হবে ভারত-পাক ম্যাচ? স্থানীয় আবহাওয়াবিদদের‌ তরফে যা খবর, তাতে করে ভারত বনাম পাকিস্তানের এই হাইভোল্টেজ ম্যাচে বাধ সাধতে পারে প্রকৃতি। বৃষ্টির ভ্রুকুটি রয়েছে এই ম্যাচে।

    ভারত-পাক ম্যাচে বৃষ্টি ফ্যাক্টর

    শ্রীলঙ্কায় এই মুহূর্তে বর্ষার মরশুমের একেবারে শেষভাগ। বিশেষজ্ঞদের মতে শ্রীলঙ্কার আবহাওয়ার বিষয়ে যাঁদের নূন্যতম ধারণা রয়েছে তাঁরা জানেন যে অগস্ট-সেপ্টম্বর মাসে এই দ্বীপরাষ্ট্রে ক্রিকেট খেলা কতটা ঝুঁকিপূর্ণ এই বৃষ্টির কারণে। শনিবার ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ।  ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। ফলে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হওয়া নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে। পাল্লেকেলের আউটফিল্ডের অবস্থা এতটাই খারাপ যে আগের দিনও যদি বৃষ্টি হয় এবং পরের দিন সূর্য ভালোভাবে না বেরতে পারে তাহলে ভিজে থাকে। এতটাই ভিজে থাকে যে চলাফেরা করলেই সেখানে পায়ের দাগ তৈরি হয়ে যেতে পারে। আজ,  বৃহস্পতিবার শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচেও রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা।

    আরও পড়ুন: চোখের নিমেষে শেষ! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট আর কি পাওয়া যাবে?

    ভারত-পাক ম্যাচে বাবর ফ্যাক্টর

    অন্যদিকে, নেপালের বিরুদ্ধে বিরাট জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল পাকিস্তান। বুধবার মুলতানে এশিয়া কাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে নেপালকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে পাকিস্তান। ওয়ান ডে ফর্ম্যাটের এশিয়া কাপের ইতিহাসে এটি পাকিস্তানের সব থেকে বড় ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড। ক্যাপ্টেন নিজে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন পাকিস্তানকে। ১৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৩১ বলে ১৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন বাবর আজম। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বাবর বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সর্বদা অন্যরকম উত্তেজনা নিয়ে আসে। ভারতের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচটায় যথাযথ প্রস্তুতি সারা গেল। কেননা এমন জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আমরা সব ম্যাচেই একশো শতাংশ দিতে চাই। আশা করি ভারতের বিরুদ্ধেও নিজেদের সেরাটা দিতে পারব।’ প্রথম ম্যাচে পাকিস্তানের সার্বিক পারফর্ম্যান্স ভারতীয় শিবিরের কাছে সতর্কবার্তা বয়ে নিয়ে যেতে পারে। বাবরের ফর্মে থাকা নিয়ে ভাবতে বাধ্য টিম ইন্ডিয়া।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পরের দিনই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিসিআই?

    ODI World Cup 2023: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পরের দিনই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিসিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের দামাম বেজে গিয়েছে। টিকিট নিয়ে হাহাকার চারিদিকে। কিন্তু এখনও ক্রিকেটের এই মহাযুদ্ধে ভারতের সে‌নানী কারা হবে তা ঠিক করেনি বিসিসিআই। আয়োজক দেশ হিসাবে এবার বিশ্বকাপে অংশ গ্রহণ করতে চলেছে টিম ইন্ডিয়া। ফলে বিরাট-রোহিতদের নিয়ে আলাদা আর্কষণ রয়েছে। সূত্রের খবর, আগামী রবিবার, ৩ সেপ্টেম্বর বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে পারে বিসিসিআই। 

    ৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা

    বিশ্বকাপে খেলা ১০টি দেশকেই  ৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করতেই হবে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। বাকি রয়েছে টিম ইন্ডিয়া। আইসিসির নিয়ম অনুযায়ী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন করা যাবে। এক দিনের বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর থেকে। ভারতের মাটিতে আমেদাবাদে ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। সেই ম্যাচের সাত দিন আগে পর্যন্ত দলে পরিবর্তন করা যাবে। ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলবে। সেই দ্বিপাক্ষিক সিরিজ চলবে ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়া কাপ এবং সেই সিরিজে ক্রিকেটারদের দেখে নিয়ে বিশ্বকাপের দলে পরিবর্তন করতে পারবে ভারত।

    দুই রিজার্ভ ক্রিকেটার

    আগামী শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ। তার পরের দিনই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে পারে অজিত আগরকরের জাতীয় নির্বাচক কমিটি। বিসিসিআই সূত্রে খবর, ডেডলাইন পূর্ণ হওয়ার দু’দিন আগে সেরা ১৫ জন ক্রিকেটারের নাম জানিয়ে দিতে চলেছে বোর্ড। তারমধ্যে ২ জন প্লেয়ারকে রিজার্ভে রাখা হতে পারে। ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণা ও স্পিনার অলরাউন্ডার তিলক ভার্মাকে রিজার্ভে রাখতে পারে বিসিসিআই। এশিয়া কাপের পর ওডিআই বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপের দলে যাঁদের রাখা হবে, তাঁরাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবেন। এশিয়া কাপের জন্য ১৭ দলের দল ঘোষণা করেছে বিসিসিআই। তবে বিশ্বকাপে ১৫ জনের দল ঘোষণা করতে হবে। অতিরিক্ত ঝুঁকি না নিয়ে দুই রিজার্ভ ক্রিকেটারকেও দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

    আরও পড়ুন: বিশ্বকাপের ম্যাচে টিকিটের হাহাকার! একদিনেই কলকাতায় পাকিস্তান ম্যাচের টিকিট শেষ

    এশিয়া কাপের জন্য ১৭ জনের দল বেছে নিয়েছে ভারত। সেই দলে লোকেশ রাহুলকে রাখা হয়েছে। তিনি চোট সারিয়ে ফিরছেন। কিন্তু কতটা সুস্থ হয়েছেন সেটা এখনও পরিষ্কার নয়। সেই কারণে সঞ্জু স্যামসনকে রিজার্ভ ক্রিকেটার হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে। উইকেটরক্ষক হিসাবে দলে ঈশান কিশনকেও রেখেছেন নির্বাচকেরা। মনে করা হচ্ছে এশিয়া কাপের দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে থেকেই বিশ্বকাপের দল বেছে নেবে ভারত। যশপ্রীত বুমরা চোট সারিয়ে ফিরেছেন। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share