Tag: Team India

Team India

  • Sri Lanka T20: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে তারুণ্যের উপর ভরসা! একদিনের দলে খুব বেশি পরিবর্তন নেই

    Sri Lanka T20: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে তারুণ্যের উপর ভরসা! একদিনের দলে খুব বেশি পরিবর্তন নেই

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ (Sri Lanka T20) সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। এখনও ফিট নন রোহিত শর্মা। তাই তাঁকে দলে রাখা হয়নি। তবে একদিনের সিরিজে তিনি খেলবেন, নেতৃত্বও দেবেন। ওয়ান ডে ফরম্যাটে রোহিতের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে হার্দিককেই। যা থেকে স্পষ্ট, ভবিষ্যতের অধিনায়ক হিসেবে হার্দিককেই ভাবছে বিসিসিআই (BCCI)।

    টি-২০ সিরিজের দল

    শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে (Sri Lanka T20) বিশ্রাম দেওয়া হয়েছে আর এক তারকা বিরাট কোহলিকেও। তবে খারাপ পারফরম্যান্সের জেরে বাদ পড়েছেন লোকেশ রাহুল। টি-২০’র পাশাপাশি একদিনের দলে ব্রাত্য ঋষভ পন্থ। আইপিএলের নিলামে ভালো দর পেয়েছিলেন বাংলার পেসার মুকেশ কুমার। তিনি টি-২০ স্কোয়াডে রয়েছেন। ধারবাহিক ভালো পারফরম্যান্সের সুফল পেলেন তিনি। একই সঙ্গে মুকেশ কৃতজ্ঞতা জানিয়েছেন প্রাক্তন বিসিসিআই ও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি বলেছেন, ‘বাংলায় ভিশন টোয়েন্টি-২০ চালু করেছিলেন সৌরভ। সেই সুযোগই আমাকে এতদূর আসতে সাহায্য করেছে।’

    টি-২০ বিশ্বকাপের রোডম্যাপ

    ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের রোডম্যাপ এখন থেকেই তৈরি করে ফেলতে চাইছেন জাতীয় নির্বাচকরা। এক্ষেত্রে তারুণ্যের উপরই ভরসা রাখতে চাইছে বোর্ড। সেই কারণে গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে রোহিতের অনুপস্থিতিতে। আর টি-২০ সিরিজে হার্দিকের ডেপুটি হিসেবে নিয়োগ করা হয়েছে আর এক তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে।

    তবে আগামী বছর দেশের মাটিতে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। সেকথা মাথায় রেখে একদিনের সিরিজে খুব বেশি পরিবর্তনের পথে হাঁটেনি জাতীয় নির্বাচকমণ্ডলী। রোহিত শর্মার নেতৃত্বে বিরাট কোহলি, লোকেশ রাহুলরা খেলবেন শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে। তবে শিখর ধাওয়ানকে এতদিন স্ট্যান্ড ইন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে শিখর একদিনের দলে সুযোগ পাননি। যা দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন ওয়ান ডে বিশ্বকাপে ধাওয়ান নির্বাচকদের র‌্যাডারে নেই।

    আরও পড়ুন: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

  • World Test Championship: বাংলাদেশের বিরুদ্ধে ২-০ জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র কী পাবে টিম ইন্ডিয়া?

    World Test Championship: বাংলাদেশের বিরুদ্ধে ২-০ জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র কী পাবে টিম ইন্ডিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। তার ফলে বিরাট কোহলিদের ফের এই প্রতিযোগিতার ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হল। পাঁচটি সিরিজ শেষে টিম ইন্ডিয়ার পয়েন্ট শতকরা ৫৮.৯৩।  তার পরে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৫৪.৫৫ পিটিসি)। আর ৭৬.৯২ শতকরা পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের ফাইনালে খেলা প্রায় নিশ্চিত। এখন ঠিক হবে প্যাট কামিন্সদের প্রতিপক্ষ হবে কোন দল। ভারতের সম্ভাবনাই বেশি। কারণ, রোহিত শর্মাদের পরের সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দুই দল খেলবে চার ম্যাচের সিরিজ। 

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র

    দেখে নেওয়া যাক, কী ফল হলে ভারত সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে খেলার ছাড়পত্র পাবে-
    ১) ভারত যদি অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হারায় তাহলে শতকরা পয়েন্ট হবে ৬৮.০৬। সেক্ষেত্রে সরাসরি ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া।
    ২) ভারত যদি ৩-১ কিংবা ৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায়, তাহলে ৬২.৫০ শতকরা পয়েন্ট দাঁড়াবে টিম ইন্ডিয়ার। সেক্ষেত্রেও অন্য কারও উপর নির্ভর করতে হবে না ফাইনালে ওঠার জন্য।
    ৩) এমনকী ভারত যদি ২-০ বা ১-০ ব্যবধানে যেতে, তাহলে শতকরা পয়েন্ট হবে ৬০.৬২। তাও অবশ্য রোহিত শর্মাদের ফাইনালে খেলার জন্য যথেষ্ট হতে পারে।
    তবে সিরিজ যদি ০-০, ১-১ কিংবা ২-২ ফলে অমীমাংসিত থাকে, তাহলে ভারতের শতকরা পয়েন্ট ৬০-এর নীচে নেমে যাবে। তখন ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। তখন, ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের ফল গুরুত্বপূর্ণ হয়ে যাবে।

    আরও পড়ুন: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

    এখন প্রশ্ন হল, ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তাহলে কি রোহিতদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে যাবে?
    এই পরিস্থিতিতে অঙ্ক অবশ্যই জটিল হবে। দেখতে হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা যেন তাদের আসন্ন টেস্ট সিরিজ হারে। আর এই অঙ্ক তখনই গুরুত্ব পাবে, ভারত যদি ০-১ ব্যবধানে সিরিজ হারে। পরাজয়ের ব্যবধানে বেশি হলে ছিটকে যাবে টিম ইন্ডিয়া। উল্লেখ্য, গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • BCCI: বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হার ভারতের! কোচ-অধিনায়ককে তলব বোর্ডের

    BCCI: বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হার ভারতের! কোচ-অধিনায়ককে তলব বোর্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছর দেশের মাটিতে বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হারল ভারত। দলের এই হারের পরে তড়িঘড়ি বৈঠক ডেকেছে বিসিসিআই (BCCI)। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণকে তলব করেছে বোর্ড। বাংলাদেশ থেকে ফেরার পরে তাঁদের সঙ্গে কথা বলবে বিসিসিআই।

    বাংলাদেশের কাছে কেন হার

    বাংলাদেশের বিরুদ্ধেও একদিনের সিরিজে হারতে হল কেন? প্রায় পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচেই হেরে গিয়েছে ভারত। এই মুহূর্তে বাংলাদেশে সফররত (India tour of Bangladesh, 2022) ভারত। তিনটি ওয়ানডে ও জোড়া টেস্ট হবে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে। গত রবিবার মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম  ম্যাচে, দুরন্ত লড়েও ১ উইকেটে হেরেছিল ভারত। বুধবার অর্থাৎ এই মাঠেই হল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এদিনও রোহিত অ্যান্ড কোং লড়াই করে ৫ রানে হেরে গেল। এর সঙ্গেই এক ম্যাচ হাতে রেখে লিটন দাসের (Litton Das) বাংলাদেশ সিরিজে ২-০ এগিয়ে গেল এবং জিতে নিল। সাত বছর পর ফের বাংলাদেশে গিয়ে মুখ পোড়াল ভারত। ২০১৫ সালে শেষবার এমএস ধোনির (MS Dhoni) ভারত ১-২ সিরিজ হেরেছিল। 

    বাংলাদেশের কাছে হারের সমালোচনা করেছেন বীরেন্দ্র সেওয়াগ, ভেঙ্কটেশ প্রসাদ-সহ প্রাক্তন ক্রিকেটাররা।

    এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পর্যালোচনা বৈঠক করার কথা ছিল ভারতীয় বোর্ডের (BCCI)। কিন্তু কয়েকজন বোর্ড কর্তা ব্যস্ত থাকায় সেই বৈঠক হয়নি। কিন্তু আগামী বছর ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপের আগে বিশ্বের ক্রমপর্যায়ে সাত নম্বরে থাকা বাংলাদেশের কাছে ভারত হেরে যাওয়ার পরেই চিন্তিত হয়ে পড়েছে বোর্ড। সেই পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে বিসিসিআই (BCCI)। এক বোর্ড কর্তা জানান, “দল বাংলাদেশ থেকে ফেরার পরেই আমরা বৈঠকের দিনক্ষণ ঠিক করব। এটা অস্বস্তিকর পারফরম্যান্স। এই দলটা যে বাংলাদেশের বিরুদ্ধে হারবে, সেটা আমরা ভাবতে পারিনি।”

    আরও পড়ুন: ঋতুরাজের দুরন্ত পারফরম্যান্স! এক ওভারে সাতটি ছয়ের অনন্য নজির

  • India Team of Bangladesh: বেঙ্গল টাইগারদের বিরুদ্ধে দলে বাংলার শহবাজ! ছিটকে গেলেন জাডেজা

    India Team of Bangladesh: বেঙ্গল টাইগারদের বিরুদ্ধে দলে বাংলার শহবাজ! ছিটকে গেলেন জাডেজা

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ডিসেম্বরেই বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান সিরিজ খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। বাংলাদেশ সিরিজের জন্য আগেই দল (India Team of Bangladesh) ঘোষণা করা হয়েছিল। তবে চোট-আঘাতের জন্য বুধবার দলে দুটি পরিবর্তন করা হল। বাংলা টাইগারদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে সুযোগ পেলেন কুলদীপ সেন ও বাংলার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। যশ দয়াল ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তাঁদের বদলেই দলে ডাক পেলেন শাহবাজরা।

    বাংলার  শাহবাজ

    বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ বেশ কিছু সময় ধরে জাতীয় দলে খেলে আসছেন। সেই জিম্বাবোয়ের সিরিজ থেকে মেন ইন ব্লু-র সঙ্গী তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে অভিষেক হয় তাঁর। সুযোগের সদ্ব্যবহার করে দারুণ পারফরম্যান্স করেছিলেন শাহবাজ। জাদেজার পরিবর্তে তাঁকে বাংলাদেশের বিরুদ্ধে খেলাতে চায় বোর্ড। সাকিব আল হাসানদের বিরুদ্ধে মাঠে নামার প্রবল সম্ভাবনা রয়েছে শাহবাজের। এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও শাহবাজের পারফরম্যান্স ভালো। বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং দু’টি টেস্ট খেলবে ভারত। যার জন্য আগামী ১ ডিসেম্বর বাংলাদেশে উড়ে যাবেন রোহিত শর্মারা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ৪, ৭ এবং ১০ ডিসেম্বর। ১৪ এবং ২২ তারিখে হবে ২টি টেস্ট ম্যাচ।

    আরও পড়ুন: সিরিজ জিতল টিম ইন্ডিয়া! বৃষ্টির জন্য ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড শেষ টি-টোয়েন্টি ম্যাচ

    ভারতীয় এ-দল

    বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলও ঘোষিত হয়েছে। দুইটি চারদিনের ম্যাচে দলের অধিনায়কত্ব করবেন অভিমন্যু ঈশ্বরণ। দলে ডাক পেয়েছেন বাংলার মুকেশ কুমারও। আছেন চেতেশ্বর পূজারা, উমেশ যাদবরাও। তবে পূজারা এবং উমেশ উভয়ই স্রেফ দ্বিতীয় চার দিনের ম্যাচেই মাঠে নামবেন।

    বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহঅধিনায়ক), শিখর ধওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়স আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্ত (উইকেটকিপার), ইশান কিষাণ (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার, কুলদীপ সেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • Kapil Dev: ভারতীয় দলকে চোকার্স তকমা! জানেন কী বললেন কপিল দেব?

    Kapil Dev: ভারতীয় দলকে চোকার্স তকমা! জানেন কী বললেন কপিল দেব?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) সেমিফাইনাল থেকে ভারতের বিদায় কেউ যেন মেনে নিতে পারছেন না। ঘোর যেন কিছুতেই কাটছে না। অনেকেই রোহিত শর্মাদের (Rohit Sharma) ব্যর্থতার কারণ অনুসন্ধানে ব্যস্ত। তবে ৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব কিন্তু আগেভাগেই বলেছিলেন, বিরাট কোহলিরা এবার বিশ্বকাপ জিততে পারবেন না। তখন অবশ্য হারিয়ানা হ্যারিকেনের মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন অনেকেই। যদিও বাস্তবে মিলে গেল কপিলের বাণী।

    কপিলের কথায়

    ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়কের কথায়, ‘‌চোকার্স শব্দটা এখন ভারতীয় দলের সঙ্গে যায়। তীরে এসে তরী ডোবে। অর্থাৎ চোক করে যায় ভারতীয় দল।’‌ তবে ক্রিকেটারদের অতিরিক্ত সমালোচনা করাটাও কপিলের পছন্দ নয়। তিনি বলেছেন, ‘‌অতিরিক্ত সমালোচনা ঠিক নয়। মানছি ভারতীয় দল অত্যন্ত খারাপ ক্রিকেট খেলেছে। কিন্তু একটা ম্যাচ দিয়ে সব বিচার হয় না। এই ক্রিকেটাররাই দেশকে অনেক সম্মান এনে দিয়েছে।’‌ সেমিফাইনালের হার নিয়ে কপিলের মত, ‘‌পরিস্থিতিটা খুব ভাল কাজে লাগিয়েছে ইংরেজ ব্যাটাররা। ভারতকে পুরো উড়িয়ে দিয়েছে।’‌ ভারতীয় দলকে কেন চোকার্স বলা হচ্ছে তারও ব্যাখ্যা দিয়েছেন প্রাক্তন পেসার। কপিলের কথায়, ‘একবার দুবার না একটা দল বার বার খেতাবের এত কাছে পৌঁছেও খালি হাতে ফিরছে। এই দলকে চোকার্স বলবে না তো কি বলবে? বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, দল থেকে ছাঁটাই করতে হবে অনেককে। নতুন প্লেয়ারদের জন্য দলে জায়গা দিতে হবে। 

    আরও পড়ুন: রোহিতদের পারফরম্যান্সে খুশি নয় বিসিসিআই! দলে একগুচ্ছ পরিবর্তনের সম্ভাবনা

    সমালোচক গম্ভীর 

    ২০১৩ সালের পর আর আইসিসি ট্রফি জেতেনি ভারত। কখনও সেমিফাইনাল, ফাইনাল তো কখনও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। সমালোচনা করেছেন গৌতম গম্ভীরও। ২০০৭ সালে উদ্বোধনী টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর গত ১৫ বছরে আর ট্রফি আসেনি। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গম্ভীর। ফাইনালে দলের হয়ে সর্বোচ্চ রান এসেছিল তাঁর ব্যাট থেকেই। সেই গম্ভীর বলেছেন, ‘‌যাঁরা সাফল্য এনে দিতে পারবে, তাঁদের উপরই ভরসা রাখা উচিত।’

     

  • ICC T20 World Cup: খাতায় কলমে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত! শেষ বলে বাংলাদেশের বিরুদ্ধে জয় টিম ইন্ডিয়ার

    ICC T20 World Cup: খাতায় কলমে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত! শেষ বলে বাংলাদেশের বিরুদ্ধে জয় টিম ইন্ডিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: টানটান ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলল ভারত। লিগ টেবিলে শীর্ষস্থানে টিম ইন্ডিয়া। আক্ষরিক অর্থেই টিম-গেম। সকলের চেষ্টায় সফল ভারত। সঙ্গী বরুণ দেবও। বরুণ দেবের কৃপায় আত্মবিশ্বাস ফির পায় ভারত। বৃষ্টি-বিরতির পর থেকেই ম্যাচের রাশ চলে যায় ভারতের হাতে। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৮৪ রান। ৪৪ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন কোহলি। সমালোচনার জবাব দিয়ে ৩১ বলে হাফসেঞ্চুরি করেন লোকেশ রাহুল। জবাবে ব্যাট করতে নেমে স্বপ্নের ইনিংস খেলছিলেন লিটন দাস। শুরু থেকেই ভারতীয় বোলারদের উপরে শাসন চালাতে থাকেন তিনি। অর্শদীপের সিংয়ের ওভার থেকেই হাত খুলতে শুরু করেন লিটন। অর্শদীপের ওভারে ওঠে ১২ রান। পরের ওভারে ভুবনেশ্বর দিলেন ১৬ রান। ষষ্ঠ ওভারে শামিও ১৬ রান দিলেন। দিশেহারা ক্যাপ্টেন রোহিত কী করবেন বুঝতে পারছিলেন না। রোহিত-কোহলি আলোচনা করতে থাকেন কাকে বল দেবেন। তখনই বরুণ দেবের আশীর্বাদ। অঝোরে বৃষ্টি নামল অ্যাডিলেডে।

    বাংলাদেশের ইনিংসের মাঝে বৃষ্টি এসে খেলা বন্ধ রাখল আধ ঘণ্টারও বেশি। তার পরেই ম্যাচের উপর থেকে নিয়ন্ত্রণ হারাল বাংলাদেশ। তা সত্ত্বেও শেষ বল পর্যন্ত লড়ে গেল ভারতের পড়শি দেশ। শেষ হাসি অবশ্য রোহিত শর্মাদেরই। প্রথম দু ওভারে শামির দিয়েছিলেন ২১ রান। বৃষ্টি বিরতির পর আক্রমণে এসে প্রথম বলেই উইকেট। ফেরালেন ওপেনার নাজমুল হাসান শান্তকে। দুর্দান্ত ওভার। মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট নিলেন বাংলার পেসার। ব্যাটিংয়ে ফর্মে ফিরেছেন। ডিরেক্ট থ্রোয়ে ফেরালেন বিপজ্জনক লিটন দাসকে। নিজের জাত চেনালেন লোকেশ রাহুল। ২৭ বলে ৬০ রানে ফিরলেন লিটন। ম্যাচের টার্নিং পয়েন্ট। বৃষ্টির পর ওভার কমে মোট ১৬ ওভারে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৫১। হার্দিক ও অর্শদীপ পরপর দুই ওভারে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে পাঠিয়ে দেয়। জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ২০ রান। অর্শদীপ সিংয়ের প্রথম বলে ১ রান নেন তাস্কিন। দ্বিতীয় বলে ছক্কা মারেন নুরুল। তৃতীয় বলে কোনও রান দেননি অর্শদীপ। চতুর্থ বলে ২ রান নেন নুরুল। পঞ্চম বলে ৪ মারেন তিনি। সুতরাং জয়ের জন্য শেষ বলে ৭ রান দরকার বাংলাদেশের। ছয় মারলেই ম্যাচ গড়াবে সুপার ওভারে। তবে শেষ বলে ১ রানের বেশি সংগ্রহ করতে পারেননি নুরুল। ফলে ৫ রানে ম্যাচ জেতে ভারত। 

  • T-20 World Cup: আজ কার্যত কোয়ার্টার ফাইনাল! বাংলাদেশকে হারাতে পারলেই শেষ চারের খুব কাছে টিম ইন্ডিয়া

    T-20 World Cup: আজ কার্যত কোয়ার্টার ফাইনাল! বাংলাদেশকে হারাতে পারলেই শেষ চারের খুব কাছে টিম ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কিছুক্ষণ পরেই অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বাংলাদেশ। এই ম্যাচের ফলের উপর অনেকটাই নির্ভর করছে দুই দলের সেমিফাইনাল ভাগ্য। তিনটি ম্যাচ খেলে ভারত জিতেছে দুটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। চার পয়েন্ট নিয়ে রোহিত শর্মারা আপাতত রয়েছেন দ্বিতীয় স্থানে। সম সংখ্যক ম্যাচ খেলে বাংলাদেশেরও সংগ্রহ চার পয়েন্ট। অর্থাৎ দুই দলই এই ম্যাচ জিততে মরিয়া হয়ে মাঠে নামবে।

    টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে ভারত বাংলাদেশ। তারমধ্যে দশবার জিতেছে ভারত। সর্বসাকুল্যে বাংলাদেশ জয়ের মুখ দেখেছে একবার। পরিসংখ্যানই স্পষ্ট এই ম্যাচে পাল্লা ভারি টিম ইন্ডিয়ার। যদিও খেলাটা যেহেতু ক্রিকেট আর ফরম্যাট যখন টি-টোয়েন্টি তখন অনেক কিছুই ঘটতে পারে। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ঘটে গিয়েছে বেশ কয়েকটি অঘটন। তাই রোহিত শর্মারা একটু সতর্ক হয়েই মাঠে নামতে চাইছেন।

    আরও পড়ুন: আমরা জিততে আসিনি, তাই চাপটা ওদের, আমাদের নয়! ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য শাকিবের

    ভারত-বাংলাদেশ ম্যাচে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। মঙ্গলবার অবিরাম বৃষ্টির জেরে দুই দলের ক্রিকেটারদের ইন্ডোরে প্র্যাকটিস করতে হয়েছিল। অস্ট্রেলিয়ার হাওয়া অফিস জানিয়েছে ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইছে কনকনে ঠান্ডা হাওয়া। এই পরিবেশে দুই দলের পেশাররা একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করবেন। শেষ হাসি কারা হাসেন সেটাই দেখার।

    কোথায় হবে খেলা?
    অ্যাডিলেড ওভালে এই ম্যাচটি খেলা হবে।

    কখন শুরু ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি?
    ভারতীয় সময় অনুযায়ী দুুপুর ১.৩০ থেকে শুরু ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ১টায়।

    কোথায় দেখা যাবে ভারত বনাম বাংলাদেশ এই ম্যাচটি?
    স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।

    অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
    অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ভারত বনাম বাংলাদেশ এই ম্য়াচটি দেখতে পারবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • T20 WC 2022: বুমরাহর অভাব মেটাবে শামি! টসও গুরুত্বপূর্ণ, রোহিতকে পরামর্শ মাস্টার-ব্লাস্টারের

    T20 WC 2022: বুমরাহর অভাব মেটাবে শামি! টসও গুরুত্বপূর্ণ, রোহিতকে পরামর্শ মাস্টার-ব্লাস্টারের

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) মহম্মদ শামি (Mohammed Shami) তাঁর সতীর্থ জশপ্রীত বুমরাহর যোগ্য বিকল্প হওয়ার ক্ষমতা রাখেন। এমনটাই মনে করেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।  সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে সচিন বলেছেন, ‘চোটের জন্য বুমরাহর না থাকা বড় ক্ষতি। ও ভারতের প্রধান স্ট্রাইক বোলার। বুমরাহ ব্যাটারদের উপর দাপট দেখাতে পারে। তবে শামি অনেকদিন পর মাঠে নেমেই প্রমাণ করে দিল যে, ওই বুমরাহর আদর্শ পরিবর্ত।’ শামির পাশাপাশি তরুণ বাঁহাতি জোরে বোলার অর্শদীপ সিংকে নিয়েও মুগ্ধ সচিন। তিনি বলেন, ‘অর্শদীপ পরিকল্পনা নিয়ে মাঠে নামে। এই ফরম্যাটে প্ল্যানিং বজায় রেখে বল করা খুবই গুরুত্বপূর্ণ।’ সচিনের কথায়, ‘অস্ট্রেলিয়ার মাঠ বড় হওয়ার কারণে স্পিনারদের বিরুদ্ধে মারা খুবই শক্ত। বল যে দিকে ঘুরছে, সে দিকে মারার একটা প্রবণতা দেখা যায়। খুব কম ব্যাটসম্যান রয়েছে যারা ক্রমাগত স্পিনারদের বিরুদ্ধে চালিয়ে খেলতে পারে। সাধারণত বাউন্ডারির দৈর্ঘ্য কতটা এর উপর নির্ভর করে কোন স্পিনারকে খেলানো দরকার। কোন দিকে হাওয়া বইছে সেটাও খেয়াল রাখতে হবে। ‘ভারতের কিংবদন্ত ব্যাটসম্যান বলেছেন, ‘চলতি টুর্নামেন্টে বাঁহাতি ব্যাটসম্যান অবশ্যই গুরুত্বপূর্ণ। বোলার এবং ফিল্ডারদের সেই অনুযায়ী নিজেদের গুছিয়ে নিতে হয় এবং তারা যদি একটানা স্ট্রাইক রোটেট করে, তা হলে বোলারদের সমস্যায় পড়তে হয়।’ তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি কিছু ক্ষেত্রে কন্ডিশনের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে এবং স্কোর রক্ষা করা সহজ হবে না। ম্যাচ চলাকালীন পরিস্থিতি পরিবর্তন হতে পারে এবং রান তাড়া করা সহজ হতে পারে। টসের ভূমিকাও তাই কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে।’

    আরও পড়ুন: ক্রিকেট ঘোচায় দূরত্ব! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে শাহিনকে কী পরামর্শ দিলেন শামি?

    ১৯৯২ সাল থেকে অস্ট্রেলিয়া সফর করেছেন। স্যর ডন ব্র্যাডম্যানের দেশে একাধিক সফর করার সুবাদে সেখানকার পিচ ও স্টেডিয়ামকে হাতের তালুর মতো চেনেন সচিন। তাই বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে রোহিতদের পরামর্শ দিলেন মাস্টার ব্লাস্টার। ডেথ ওভারের টিম ইন্ডিয়া কীভাবে ভালো বোলিং করতে পারে তাও জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার। টিম ইন্ডিয়ার শিরোপা জয়ের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দল খুব ভালো এবং ভারসাম্যপূর্ণ। সম্ভবত টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ আমাদের। ফাইনালে খেলার ক্ষমতা রয়েছে রোহিতদের।’ সচিনের কথায় সেমিফাইনালের চারটি দল হল,‘আমাদের পুল থেকে আমার সেমিফাইনালিস্ট হবে ভারত ও পাকিস্তান। পাকিস্তান যদি ভালো ব্যাটিং করে তাহলে না হলে দক্ষিণ আফ্রিকা থাকবে। অস্ট্রেলিয়ার পরিবেশ দক্ষিণ আফ্রিকার মতোই। দ্বিতীয় পুলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ফেভারিট, নিউজিল্যান্ড ডার্ক হর্স। আইসিসি চ্যাম্পিয়নশিপে তারা ভালো করেছে।’

  • Jasprit Bumrah: টি২০ বিশ্বকাপ খেলছেন না বুমরাহ, ‘খলনায়ক’ স্ট্রেস ফ্র্যাকচার 

    Jasprit Bumrah: টি২০ বিশ্বকাপ খেলছেন না বুমরাহ, ‘খলনায়ক’ স্ট্রেস ফ্র্যাকচার 

    মাধ্যম নিউজ ডেস্ক: টি২০ বিশ্বকাপের দল (T20 World Cup 2022) থেকে ছিটকে গেলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এমনটাই খবর বিসিসিআই সূত্রে। যদিও বিসিসিআই-এর (BCCI) তরফে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।  

    আরও পড়ুন: ১৪ বছর পর ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ! ইসিবি-র প্রস্তাবে কী জানাল বিসিসিআই?

    মুলত পিঠের চোটের কারণেই দল থেকে সরে দাঁড়াতে হল বুমরাহকে। এশিয়া কাপেও (Asia Cup) পিঠের চোটে ভুগেছেন এই খেলোয়াড়। আবারও পিঠের চোট বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এর আগে এই চোটের কারণে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে খেলতে পারেননি বুমরাহ। চোট সারিয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দলে ফেরেন বুমরাহ। তবে সেই কামব্যাক বেশিদিন স্থায়ী হল না। ফের ছিটকে গেলেন দলের এক নম্বর বোলার। টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই, এর আগে বুমরাহর চোটের জেরে বিপদে টিম ইন্ডিয়া (Team India)।   

     

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ২টি টি-২০ ম্যাচে মাঠে নামেন জসপ্রীত। নাগপুরের ৮ ওভারের ম্যাচে বুমরাহ ২ ওভার বল করেন। ২৩ রানে ১টি উইকেট নেন তিনি। পরে হায়দরাবাদে ৪ ওভার বল করে ৫০ রান দিয়েও কোনও উইকেট নিতে পারেননি তিনি।

    চোট সারিয়ে ফেরার পরেও বুমরাহ পিঠে ব্যাথা অনুভব করায় চিন্তায় ছিল ভারতীয় ক্রিকেটমহল। সত্যি হল সেই আশঙ্কাই। বোর্ডের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, বুমরাহর পিঠে স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। তাই বিশ্বকাপে তাঁর মাঠে নামা সম্ভব নয়। তাঁর কথায়, “এটা নিশ্চিত যে, বুমরাহর পক্ষে টি-২০ বিশ্বকাপ খেলা সম্ভব নয়। ওর পিঠের অবস্থা বেশ গুরুতর। ওর স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। ফলে অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে জসপ্রীতকে।” 

    দলের অন্যতম সেরা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজার পর চোটের জন্যে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন ভারতের আরও এক তারকা ক্রিকেটার।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Shaheen Afridi-Virat Kohli conversation: বাইশ গজের বাইরে বন্ধুত্বের ছোঁয়া! জানেন বিরাটকে কী বললেন শাহিন?

    Shaheen Afridi-Virat Kohli conversation: বাইশ গজের বাইরে বন্ধুত্বের ছোঁয়া! জানেন বিরাটকে কী বললেন শাহিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই এশিয়া কাপে (Asia Cup 2022) মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতপাকিস্তান। তার আগেই বাইশ গজের বাইরে দেখা হল দুই দলের ক্রিকেটারদের। সেখানেই বিরাট কোহলিকে (Virat Kohli) দ্রুত ফর্মে ফিরে আসার জন্য অনুরোধ করলেন পাকিস্তানের তারকা বোলার শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। জানালেন বিরাট যাতে ফর্মে ফিরে আসেন তার জন্য প্রার্থনাও করছেন।

    শাহিন আফ্রিদি চোটের কারণে এশিয়া কাপে খেলতে না পারলেও, তিনি পাকিস্তান দলের সঙ্গেই রয়েছেন। নিজের পুনর্বাসন প্রক্রিয়া সারছেন শাহিন। তাই মাঠেই রয়েছেন পাকিস্তানের তারকা বোলার। শাহিনকে মাঠে দেখেই এগিয়ে আসেন বিরাট। শাহিনও উঠে গিয়ে বিরাটের সঙ্গে প্রথমে করমর্দন করেন এবং পরে তাঁদের দুইজনকে কথা বলতেও দেখা যায়। প্রথমেই বিরাট শাহিনের চোটের বিষয়ে জানতে চান। শাহিন তাঁর জবাব দেওয়ার পরেই কথোপকথনের শেষে বিরাটের উদ্দেশে বলেন, ‘আপনার জন্য প্রার্থনা করছি, যাতে আপনি আবার ফর্মে ফিরতে পারেন।’

    আরও পড়ুন: ‘১০ বছরে প্রথমবার টানা একমাস আমি…’, নিজের ফর্ম নিয়ে অকপট কোহলি

    এরপর ঋষভ পন্থকে দেখে শাহিন মজা করে বলেন, ‘‘বন্ধু, ভাবছি এ বার আমিও তোমার মতো ব্যাটিং শুরু করব। এক হাতে ছক্কা মারব।’’ ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারও পরামর্শ দিলেন তাঁকে। পন্থ বলেন, ‘‘স্যর, আপনি তো জোরে বোলার। একটু পরিশ্রম করতে হবে। করতেই হবে।’’ এর পরেই পন্থ জানতে চান, ‘‘তোমার হাঁটুর চোট সারতে কত দিন লাগবে?’’ শাহিন বলেন, ‘‘পাঁচ সপ্তাহ।’’

    এদিকে কোহলি যে দ্রুত ফর্মে ফিরবেন, তা বিশ্বাস করেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। সৌরভ বলছেন কোহলির মত একজন ক্রিকেটারের ফিরে আসা শুধু সময়ের অপেক্ষা। এশিয়া কাপেই হয়তো চেনা ছন্দে পাওয়া যাবে তাঁকে। সৌরভ বলেন, ”নিজের হারিয়ে ফেলা ছন্দ বিরাটকেই খুঁজতে হবে। আর ও দ্রুত নিজের ফর্মে ফিরবে। এটা সময়ের অপেক্ষা। বড় ক্রিকেটার না হলে এত বছর দাপটের সঙ্গে খেলতে পারত না। তাই ও নিজে জানে কীভাবে ওকে ওর সেরাটা দিতে হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share