Tag: Team India

Team India

  • Team India: ভারতের নয়া টি-২০ ক্যাপ্টেন সূর্য! ফিরলেন শ্রেয়স, শ্রীলঙ্কা সিরিজে দলে নতুন ৬

    Team India: ভারতের নয়া টি-২০ ক্যাপ্টেন সূর্য! ফিরলেন শ্রেয়স, শ্রীলঙ্কা সিরিজে দলে নতুন ৬

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে এখন (Team India) গুরু গম্ভীরের যুগ। বৃহস্পতিবার দলের নতুন কোচ গৌতম গম্ভীরের পরামর্শ নিয়েই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। হার্দিক পান্ডিয়া চোট প্রবণ, তাই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন নেতা হিসেবে বেছে নেওয়া হল সূর্যকুমার যাদবকে। সহ-অধিনায়ক করা হল শুভমন গিলকে। একইসঙ্গে একদা নাইট মেন্টর গম্ভীরের হাত ধরেই শ্রীলঙ্কা সফরে একদিনের দলে ফিরলেন বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার। দলে জায়গা করে নিলেন নাইট রাইডার্সের ভরসা হর্ষিত রানাও।

    কী কী কারণে নেতা সূর্য (Surya Kumar Yadav)

    শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়ক করা হল সূর্যকুমার যাদবকে (Surya Kumar Yadav)। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের (Team India) শ্রীলঙ্কা সফর। বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ ২৭ জুলাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁকেই পরবর্তী অধিনায়ক ভাবা হয়েছিল। কিন্ত গুরু গম্ভীরের আস্থা রয়েছে সূর্যকুমারের উপর, তাই তাঁকেই অধিনায়ক করা হল। বিসিসিআই-এর দাবি, এখন থেকেই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘর গোছাতে চাইছেন নির্বাচকরা। ফিটনেস নিয়ে হার্দিকের যে সমস্যা আছে, সেটা নিয়েই সবথেকে বেশি চিন্তা নির্বাচক কমিটির। তিনি অত্যন্ত চোটপ্রবণ। চোটের কারণে অতীতে দীর্ঘদিন মাঠের বাইরে থেকেছেন। সেই পরিস্থিতিতে ৩৩ বছরের হলেও সূর্যকে ভারতের ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচকরা নাকি জানতে পেরেছেন যে হার্দিকের থেকে সূর্যের অধীনে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ভারতীয় খেলোয়াড়রা। স্কাইয়ের সঙ্গে রোহিতের অধিনায়কত্বের ধরনের মিল আছে। 

    নতুন কারা (Team India)

    বিশ্বকাপের দলে না থাকা ছ’জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা সফরের ভারতীয় টি-টোয়েন্টি দলে। বিশ্বকাপে রিজার্ভ প্লেয়ার হিসাবে ছিলেন শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান। এই চার জনের মধ্যে শুভমন, রিঙ্কু ও খলিল সুযোগ পেয়েছেন। আরও যে তিন জন ক্রিকেটার দলে জায়গা পেয়েছেন তাঁরা হলেন রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোই। একদিনের দলে ফিরেছেন শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল।  জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সে খেলা হর্ষিত রানা।

    একদিনের  দলে রোহিত-বিরাট

    টি-টোয়েন্টিতে অধিনায়ক হলেও এক দিনের দলে জায়গা হয়নি সূর্যকুমারের। ৫০ ওভারের দলে নেই হার্দিকও। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের কনিষ্ঠতম ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত, বিরাট। তাঁরা এক দিনের ক্রিকেটে খেলবেন। রোহিত থাকায় এক দিনের দলের (Team India) অধিনায়ক তিনিই। কোহলিও শ্রীলঙ্কা সফরে খেলবেন বলে জানিয়েছেন। তবে দলে রাখা হয়নি রবীন্দ্র জাদেজাকে। একদিনের দলে ফিরেছেন কুলদীপ যাদব।   

    এক দিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ এবং হর্ষিত রানা।

    টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, খলিল আহমেদ এবং মহম্মদ সিরাজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Mohammed Shami: নেটে অনুশীলন শুরু শামির, কবে দেশের জার্সিতে মাঠে নামবেন বাংলার পেসার?

    Mohammed Shami: নেটে অনুশীলন শুরু শামির, কবে দেশের জার্সিতে মাঠে নামবেন বাংলার পেসার?

    মাধ্যম নিউজ ডেস্ক: চোট সারিয়ে, অস্ত্রোপচারের পর ফের নেটে অনুশীলন শুরু করলেন বাংলার পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। গত বছর নভেম্বর মাসে এক দিনের বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে শামি। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপও। গোড়ালির চোট সারিয়ে মাঠে ফেরার অপেক্ষা করছেন তিনি। তারই প্রস্তুতি শুরু করলেন শামি। ভিডিয়ো পোস্ট করে জানালেন সেই কথা। 

    কেমন আছেন শামি (Mohammed Shami)

    শামির গোড়ালিতে অস্ত্রোপচার করানো হয়েছিল। এখন তিনি সুস্থ। বোলিং শুরু করেছেন। তাঁর পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক জন কোচের কড়া নজরদারিতে নেটে বল করছেন শামি (Mohammed Shami)। তবে স্বাভাবিক ভাবে দৌড়তে দেখা যায়নি তাঁকে। কোমর পুরো ভাঙছেন না। ম্যাচে বল করার সময় তিনি যতটা ঝুঁকে বল করেন, অনুশীলনে (Shami Bowls In Net) সেটা করতে দেখা যায়নি। রান-আপ অনেকটা কমিয়ে বল করছেন শামি। গোড়ালিতে অস্ত্রোপচারের পরে শামি এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। তিনি ফিট হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। নিজের চোট ও ফিটনেস নিয়ে শামি সময়ে সময়ে আপডেট দেন সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার শামির তেমনই একটি আপডেট উৎফুল্ল করে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@mdshami.11)

    কবে নামবেন মাঠে (Mohammed Shami)

    বিশ্বকাপের পর থেকে শামিকে (Mohammed Shami) প্রথমবার বল করতে দেখেই চর্চা শুরু হয়ে যায় জাতীয় দলে তাঁর সম্ভাব্য কামব্যাক নিয়ে। ভারতীয় দল জুলাইয়ের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে উড়ে যাচ্ছে ৩ ম্যাচের টি-২০ ও সম সংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে। নেটে (Shami Bowls In Net) বল করলেও শ্রীলঙ্কা সফরে দেশের জার্সি গায়ে শামির মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলার কথা ভারতের। সেখানে শামিকে ফেরানো হতে পারে। তবে অভিজ্ঞ পেসারকে নিয়ে ঝুঁকি নেওয়া হবে না। কারণ বছরের শেষে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের টেস্ট সিরিজের আগে শামিকে পুরোপুরি ফিট চায় ভারতীয় বোর্ড। তারই প্রস্তুতি চলছে জোরকদমে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Gautam Gambhir: ভারতীয় ক্রিকেটে শুরু গম্ভীর যুগ, শ্রীলঙ্কা সফরের জন্য নির্বাচকদের সঙ্গে বৈঠক গৌতির

    Gautam Gambhir: ভারতীয় ক্রিকেটে শুরু গম্ভীর যুগ, শ্রীলঙ্কা সফরের জন্য নির্বাচকদের সঙ্গে বৈঠক গৌতির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে শুরু হল গম্ভীর যুগের (Gautam Gambhir)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭ জুলাই থেকে শুরু হবে সাদা বলের সিরিজ। সেখানেই কোচ হিসেবে দেখা যাবে প্রাক্তন নাইট মেন্টর গৌতম গম্ভীরকে। চলতি সপ্তাহেই নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসার কথা গম্ভীরের। প্রথম বৈঠকেই দল (Team India) নিয়ে নিজের ভাবনাা ও ব্লু প্রিন্ট নির্বাচকদের সামনে রাখতে পারেন নতুন কোচ।

    কী কী নিয়ে আলোচনার সম্ভাবনা

    শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত (Team India)। বেশ কিছু ক্রিকেটার বিশ্রাম থেকে ফিরতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল। রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাঁরা এক দিনের ক্রিকেট খেলবেন। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫০ ওভারের ম্যাচে তাঁদের ফেরানো হতে পারে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওপেনার হিসাবে দেখা যেতে পারে শুভমন এবং যশস্বী জয়সওয়ালকে। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন রুতুরাজ গায়কোয়াড়। তৃতীয় ওপেনার হিসাবে জায়গা করে নিতে পারেন অভিষেক শর্মা। আগামী সফর নিয়ে গুরু গম্ভীরের কী  পরিকল্পনা (Gautam Gambhir) তা নির্বাচকদের জানাবেন তিনি।

    অধিনায়ক কে

    সূত্রের খবর অনুসারে, রোহিত শর্মার অবসরের পর টি-২০ দলের অধিনায়ক হতে পারেন হার্দিক পাণ্ডিয়া। এবার হার্দিকের হাতে পাকাপাকিভাবে ভারতের (Team India) টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। বিশ্বকাপে নিজের প্রতিভার প্রকাশ অক্ষরে অক্ষর করেছেন হার্দিক। মুম্বইয়ে হার্দিকের হাতেই কাপ দিয়েছিলেন অধিনায়ক রোহিত। বিশ্বজয়ী দলে ভাইস ক্যাপ্টেনও ছিলেন হার্দিক। তাই নেতৃত্বের ব্যাটন তাঁর হাতেই তুলে দেওয়া হতে পারে। সূর্যকুমার ফিরলে তিনি সহ-অধিনায়ক হতে পারেন। এক্ষেত্রে গম্ভীরের (Gautam Gambhir) পরামর্শ চাইতে পারে বিসিসিআই।

    আরও পড়ুন: পাকিস্তানকে পিছনে ফেলে শীর্ষে ভারত! জিম্বাবোয়েকে ৪-১ সিরিজ হারিয়ে রেকর্ড গিলদের

    দলে কারা

    একদিনের দলে (Team India) ফিরতে পারেন কেএল রাহুল, শ্রেয়স আইয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের শ্রীলঙ্কা সিরিজের জন্য ধরে রাখা হতে পারে। অভিষেক শর্মা, শুভমান গিল, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর এবং আভেশ খান বা মুকেশ কুমার স্কোয়াডে জায়গা পেতে পারেন। মুখ্য নির্বাচক ও কোচের বৈঠকের পরই শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করা হতে পারে। সুন্দরকে টি-টোয়েন্টিতে জাদেজার বদলি হিসেবে নেওয়া হতে পারে। জিম্বাবোয়ে সিরিজে ভালো ক্রিকেট উপহার দিয়েছেন তিনি। পেসার আবেশ ও মুকেশও সফল। বুমরাহের অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Team India: পাকিস্তানকে পিছনে ফেলে শীর্ষে ভারত! জিম্বাবোয়েকে ৪-১ সিরিজ হারিয়ে রেকর্ড গিলদের

    Team India: পাকিস্তানকে পিছনে ফেলে শীর্ষে ভারত! জিম্বাবোয়েকে ৪-১ সিরিজ হারিয়ে রেকর্ড গিলদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদেশের মাটিতে আয়োজক দেশের বিরুদ্ধে সর্বাধিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের নজির গড়ল ভারত (Team India)। এক্ষেত্রে পাকিস্তানকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করল টিম ইন্ডিয়া। জিম্বাবোয়ের (India vs Zimbabwe) বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। রবিবারের জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচটা ছিল ভারতের কাছে নিয়মরক্ষার। সেই নিয়মরক্ষার ম্যাচেও ভারত শেষ হাসি হাসল। জিম্বাবোয়েকে হারাল ৪২ রানে। 

    ভারতের নজির (Team India)

    এতদিন বিদেশে, আয়োজক দেশের বিপক্ষে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের নজির ছিল পাকিস্তানের। ৫০টি ম্যাচ জিতেছিল প্রতিবেশীরা। কিন্তু জিম্বাবোয়ে সফরে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ জিতে এক্ষেত্রে ৫১টি ম্যাচ জয়ের নজির গড়ল ভারত (Team India)। আয়োজক দেশের বিরুদ্ধে ৩৯টি ম্যাচ জিতে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

    ভবিষ্যৎ সুরক্ষিত (Team India)

    হারের আশঙ্কা দিয়ে জিম্বাবোয়ে  সফর শুরু করেছিল ভারত। ব্যাটিং ফ্লপ শোয়ে সমালোচনার মুখে পড়ে যায় শুভমান গিলের ইয়াং ব্রিগেড। চাপ সামলে বাকি চার ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন। তারুণ্যের তেজে জিম্বাবোয়েকে উড়িয়ে দিয়ে গিলরা বুঝিয়ে দিলেন বিশ্ব জয়ের মঞ্চে দাঁড়িয়ে কিং কোহলি ঠিকই বলেছেন। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিতই। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা-একাধিক জায়গা পূরণের দৌড়টা যে আকর্ষণীয় হতে চলেছে তা পরিষ্কার। ২৭ জুলাই থেকে ভারতের পরবর্তী সিরিজ। শ্রীলঙ্কা সফরে সাদা বলের ফর্ম্যাটে জোড়া সিরিজ। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের পাশে কে বা কারা জায়গা করে নেন, সেটাই দেখার। 

    ম্যাচ আপডেট

    জয়ের হ্যাটট্রিকে শনিবারই সিরিজ জয় নিশ্চিত করে নেয় তরুণ ভারত (India vs Zimbabwe)। রবিবার জয়ের মেজাজেই সফরে ইতি টানল টিম ইন্ডিয়া। মুকেশ কুমারের বলে রিচার্ড এনগারাভার উইকেট ছিটকে যেতেই ৪-১ ব্যবধানে সিরিজ জয় সম্পন্ন হয় ‘মেন ইন ব্লু’-র। ভারতের ১৬৭/৬ স্কোরের জবাবে ১২৫ রানেই শেষ প্রতিপক্ষ। বল হাতে প্রতিপক্ষকে ১২৫ রানে গুটিয়ে দেওয়ার কারিগর মুকেশ কুমার। ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ টি উইকেট নেন তিনি। টি২০ কেরিয়ারের এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স বাংলা রনজি ট্রফি দলের পেস তারকার। প্রথম স্পেলেই জিম্বাবোয়েকে চাপে ফেলে দিয়েছিলেন মুকেশ। শেষ স্পেলেও তা বজায় রেখে বাজিমাত। ব্যাটিংয়ের পর বোলিং-সাফল্যের সুবাদে এদিন অবশ্য ম্যাচের সেরা হন শিবম দুবে। সিরিজ সেরার পুরস্কার জেতেন ওয়াশিংটন সুন্দর।

    ভারতের লেজেন্ডদের কাছেও হার পাকিস্তানের

    ভারতের লেজেন্ডদের হাতেও বধ পাকিস্তান, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপের শিরোপা জিতে ইতিহাস যুবিদের। সম্প্রতি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। তার রেশ এখনও ফুরিয়ে যায়নি। তার মধ্যেই ফের ক্রিকেটে বিশ্বজয়ের স্বাদ। শনিবার বার্মিংহ্যামে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলকে দাপটের সঙ্গে হারিয়ে কিংবদন্তিদের বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাব জিতে নেয় ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল। লিগের ম্যাচে এই পাকিস্তানের কাছেই হারের মুখ দেখতে হয়েছিল যুবরাজ সিংদের। সেদিক থেকে লেজেন্ডস লিগের খেতাবি লড়াইয়ে শাহিদ আফ্রিদিদের ৫ উইকেটে হারিয়ে ভারতীয় দল হিসাব সুদে-আসলে মিটিয়ে নিল বলা যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup 2024: বিশ্বকাপ জয়ের পুরস্কার! রিঙ্কুরাও পাচ্ছেন ১ কোটি, রোহিত-বিরাটরা কত?

    T20 World Cup 2024: বিশ্বকাপ জয়ের পুরস্কার! রিঙ্কুরাও পাচ্ছেন ১ কোটি, রোহিত-বিরাটরা কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের জন্য ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের পুরস্কৃত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনায় বিরাট কোহলি, রোহিত শর্মাদের হাতে সেই চেক তুলে দেন বোর্ড (BCCI) সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ (Jay Shah)। 

    কারা কত টাকা পেলেন

    ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তার ১১ বছর পর ভারতের কোনও আইসিসি ট্রফি এল। বিগত পাঁচটি আইসিসি ট্রফির ফাইনালে উঠেও বৈতরণী পার করতে পারেনি ভারত। তবে এবার রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং বার্বাডোজে ইতিহাস লিখে তেরঙা পুঁতে দিয়ে এসেছে। দলের ১৫ জন ক্রিকেটার ৫ কোটি টাকা করে পাবেন। সেই তালিকায় বিরাট কোহলি, রোহিত শর্মারা যেমন রয়েছেন, তেমনই কোনও ম্যাচ না খেলা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চহালও রয়েছেন। ক্রিকেটারদের পাশাপাশি দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও ৫ কোটি টাকা পাবেন। 

    সাপোর্ট স্টাফেরা কত পেলেন (T20 World Cup 2024) 

    দ্রাবিড় ছাড়া যে তিন জন কোচ রয়েছেন, অর্থাৎ, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, ফিল্ডিং কোচ টি দিলীপ ও বোলিং কোচ পরশ মামব্রে, তাঁরা ২.৫ কোটি টাকা করে পাবেন। দলের বাকি সাপোর্ট স্টাফ, অর্থাৎ, তিন জন ফিজিয়ো, তিন জন থ্রোডাউন বিশেষজ্ঞ, দু’জন ম্যাসিয়োর এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ ২ কোটি টাকা করে পাবেন।

    আরও পড়ুন: ম্যাচ জেতানো ইনিংস অভিষেকের, কোহলির পরিবর্ত কি খুঁজে পেল ভারত?

    রিজার্ভ প্লেয়াররাও পাবেন অর্থ (T20 World Cup 2024) 

    ভারতীয় দলে রিজার্ভ প্লেয়ার হিসাবে ছিলেন রিঙ্কু সিং, খলিল আহমেদ, শুভমন গিল ও আবেশ খান। তাঁরা প্রত্যেকে ১ কোটি টাকা করে পাবেন। নির্বাচক প্রধান অজিত আগরকর-সহ পাঁচ জন নির্বাচকও ১ কোটি টাকা করে পাবেন বলে জানা গিয়েছে। বাকি টাকা ভাগ করে দেওয়া হবে ভিডিয়ো বিশ্লেষক ও দলের সঙ্গে যাওয়া বোর্ডের সদস্যদের মধ্যে। সবমিলিয়ে ভারতীয় দলের (BCCI) ক্রিকেটার, সাপোর্ট স্টাফ মিলিয়ে ৪২ জনের দল আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল৷ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Abhishek Sharma: ম্যাচ জেতানো ইনিংস অভিষেকের, কোহলির পরিবর্ত কি খুঁজে পেল ভারত?

    Abhishek Sharma: ম্যাচ জেতানো ইনিংস অভিষেকের, কোহলির পরিবর্ত কি খুঁজে পেল ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ জয়ের পরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছিলেন রোহিত ও কোহলি। এই ফরম্যাটে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে দিয়েছিলেন কিং কোহলি। জিম্বাবোয়ে সফর থেকেই সেই পরীক্ষা চলছে। লক্ষ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম ম্যাচে ভারত ১৩ রানে হারার পর সমালোচনাও শুরু হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানেই টিম ইন্ডিয়া  বুঝিয়ে দিল তাঁদের রিজার্ভ বেঞ্চ তৈরি। দ্বিতীয় ম্যাচে অভিষেকের ঝোড়ো শতরানে জিতল ভারত। একই সঙ্গে প্রশ্ন উঠল রোহিতের পরবর্তী যদি গিল হন, তাহলে কোহলির জায়গায় কে? অভিষেক শর্মা (Abhishek Sharma) না বিশ্বকাপজয়ী ভারতীয় দলের (Team India) সদস্য যশস্বী জয়সওয়াল। দুই বাঁহাতি-ওপেনারকে ঘিরেই এখন স্বপ্ন দেখছেন ভারতীয় ক্রিকেট মহল। 

    যুবরাজকে ফোন

    এদিন ভারত প্রথম ব্যাট করে ২৩৪ রান তোলে। অভিষেকের (Abhishek Sharma) শতরান, ঋতুরাজ অপরাজিত ৭৭ ও রিঙ্ক অপরাজিত ৪৮ রান করেন।  জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ১৩৪ রানে অলআউট হয়ে যায়। ১০০ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। ম্যাচের পরই যুবরাজকে ফোন করেন অভিষেক। তিনি বলেন, “প্রথম ম্যাচের পরেও আমি যুবিপাজিকে ফোন করেছিলাম। কেন জানি না, ও খুব খুশি ছিল। বলেছিল ভাল শুরু হয়েছে। আজ আমার পরিবার যতটা খুশি, যুবিপাজিও ততটাই খুশি। তাই আমিও খুশি। ও যে পরিশ্রম আমার জন্য করেছে তা অকল্পনীয়। গত দু’তিন বছর ধরে যুবিপাজি আমাকে শেখাচ্ছে। শুধু ক্রিকেট নয়, তার বাইরেও অনেক কিছু শিখেছি।” অভিষেক জানান, ভারতের হয়ে ছয় ছক্কা মারা ব্যাটার যুবি তাঁর সাফল্যে খুশি। অভিষেকের কথায় যুবরাজ তাঁকে বলেছেন,“খুব ভাল খেলেছ। এই সাফল্য তোমার প্রাপ্য। আরও অনেক শতরান করবে। এটা সবে শুরু।”

    অভিষেকের রেকর্ড

    ভারতের (Team India) প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে টানা তিনটি ছয় মেরে অভিষেক (Abhishek Sharma) এদিন শতরানে পৌঁছন। এর আগে, শুভমান গিল পরপর ছক্কা হাঁকিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে ২০০-তে পৌঁছেছিলেন। সাতটি চার ও আটটি ছয় দিয়ে সাজানো অভিষেকের ৪৭ বলে ১০০ রানের ইনিংস। শতরান পূর্ণ করতে মাত্র ৪৬ বল নেন অভিষেক। যা টি২০ আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে যুগ্ম তৃতীয় দ্রুততম। ২০১৭ সালে রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে ও গত বছর সূর্যকুমার যাদব শ্রীলঙ্কার বিরুদ্ধেই ৪৫ বলে শতরান করেন। ২০১৬ সালে লোকেশ রাহুল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৬ বলে টি২০ আন্তর্জাতিক শতরান পান।

    বাবাকে ধন্যবাদ

    শতরান করে অভিষেক ধন্যবাদ জানিয়েছেন তাঁর বাবাকে। তিনি বলেন, “বাবা ছোটবেলা থেকেই বলত বড় শট খেলার জন্য। সাধারণত কোচেরা এই উপদেশ দেয় না। কিন্তু বাবা বলত এমন শট মারো, যাতে বল মাঠে না থাকে।”

    গিলের ব্যাটই বন্ধু

    নিজের শতরান প্রসঙ্গে অভিষেক (Abhishek Sharma) আরও জানান, এদিন নিজের ব্যাট নিয়ে খেলেননি তিনি। খেলেছেন শুভমনের ব্যাটে। দু’জনেই পাঞ্জাবের। ছোটবেলা থেকে একসঙ্গে খেলছেন। অভিষেক বলেন, “শুভমনের ব্যাট নিয়ে খেলেছি। তাই ওই ব্যাটকেও ধন্যবাদ। এটা সেই অনূর্ধ্ব-১২ থেকে করে আসছি। যখনই মনে হয় চাপে আছি, এমন কোনও ম্যাচ যেখানে রান করতেই হবে, আমি ওর থেকে ব্যাট নিয়ে নিই।” অভিষেক জানান, গিলের মতোই শুভমনের ব্যাটও তাঁর বন্ধু।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: প্রধানমন্ত্রীর হাতে বিশ্বকাপ তুলে দিলেন রোহিত, ক্রিকেটারদের সঙ্গে হাসি-মজায় মোদি

    T20 World Cup 2024: প্রধানমন্ত্রীর হাতে বিশ্বকাপ তুলে দিলেন রোহিত, ক্রিকেটারদের সঙ্গে হাসি-মজায় মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে গত নভেম্বরে বিশ্বকাপে চুম্বন করতে পারেননি রোহিতরা। তবে সেদিনও তাঁদের পাশে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ভরসা জুগিয়েছিলেন, লড়াই করার প্রেরণা দিয়েছিলেন। আজ সেই লড়াইয়ে সাফল্য মিলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতে দেশে ফিরে তাই সবার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেটারেরা। বৃহস্পতিবার  সকালে দেশে ফিরেই প্রধানমন্ত্রীর বাসভবনে যান রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ পুরো ভারতীয় দল (Team India)। মোদির হাতে ট্রফি তুলে দেন রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়।

    প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ (T20 World Cup 2024) 

    দিল্লি বিমানবন্দরে নামার পরে হোটেলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সেখান থেকে দু’টি বাসে চেপে ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে যান তাঁরা। সেখানে তাঁদের জন্য প্রাতরাশের ব্যবস্থা ছিল। ট্রফি হাতে পুরো দলের সঙ্গে ছবি তোলেন মোদি। ক্রিকেটারদের সঙ্গে অনেকক্ষণ গল্প করেন প্রধানমন্ত্রী। সেই আলাপচারিতার ভিডিয়ো প্রকাশ পেয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর ডান দিকে বসে রোহিত। বাঁ দিকে দ্রাবিড়। রোহিতের পাশে হার্দিক ও দ্রাবিড়ের পাশে বসে বিরাট। ক্রিকেটারেরা ছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহও ছিলেন সেখানে।

    মোদির বার্তা (PM Modi)

    ভারতীয় দল বিশ্বকাপ (T20 World Cup 2024) জেতার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। পোস্ট করে তিনি শুভেচ্ছা জানান দলকে (Team India)। এরপর অর্থাৎ, বিশ্বকাপ জয়ের পরের দিন ভারতীয় সময় সকালে তিনি টিম ইন্ডিয়াকে ফোন করেন। বার্বাডোজে ফোন করে তিনি কথা বলেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবের সঙ্গে। এদিনও প্রধানমন্ত্রীকে সবার সঙ্গে বেশ হাল্কা চালে কথা বলতে দেখা যায়। প্রধানমন্ত্রী ক্রিকেটারদের জানিয়েছেন, তিনি তাঁদের সব রকমের শট জানেন। বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারদের কী কী চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে সে কথাও শোনেন প্রধানমন্ত্রী। আগামী দিনে ভারতের প্রতিটা প্রান্তে ক্রিকেট-সহ সব খেলা কী ভাবে আরও ছড়িয়ে দেওয়া যায়, সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কী নীতি রয়েছে, তা নিয়েও ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেছেন মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: ‘ট্রফি আসছে ঘরে’! কখন ফিরছে বিশ্বজয়ী ভারতীয় দল, জানাল বিসিসিআই

    T20 World Cup 2024: ‘ট্রফি আসছে ঘরে’! কখন ফিরছে বিশ্বজয়ী ভারতীয় দল, জানাল বিসিসিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজয়ী (T20 World Cup 2024) ভারতীয় দলকে দেশে ফেরাতে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান পৌঁছে গেল বার্বাডোজে। এই বিমানেই বার্বাডোজ ছাড়বেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। সূত্রের খবর বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর আড়াইটে নাগাদ বার্বাডোজ থেকে বিমানে ওঠার কথা ভারতীয় দলের (Team India)। ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল ছটায় দিল্লিতে পৌঁছবেন কোহলি-রোহিতরা। বুধবার সকাল ৮.২৬ মিনিটে ভারতীয় ক্রিকেট বোর্ডের পোস্ট, ‘ট্রফি ঘরে আসছে।’ এ নিয়েই উৎসাহে ভাসতে থাকেন ক্রিকেট অনুরাগীরা।

    কেন ফিরতে দেরি রোহিতদের (T20 World Cup 2024)

    মঙ্গলবার জানা গিয়েছিল যে, ভারতীয় দল (Team India) বুধবার ভোরে (ভারতীয় সময় অনুযায়ী) রওনা দিতে পারে দেশের উদ্দেশে। কিন্তু আবহাওয়া অনুকূল না থাকায় ফিরতে আরও কিছুটা দেরি হচ্ছে রোহিতদের। বিশ্বকাপ ফাইনাল (T20 World Cup 2024) অনুষ্ঠিত হয় শনিবার। তার পর থেকে বেরিলের প্রভাবে বার্বাডোজেই আটকে পড়ে ভারতীয় দল। সেখানকার পরিস্থিতি খারাপ হতে থাকে। বন্ধ হয়ে যায় বিমানবন্দর। জারি হয় কারফিউ। হোটেলবন্দি হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা।  এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ ক্রিকেটার ও আটকে পড়া ভারতীয় সাংবাদিকদের দেশে ফেরানোর উদ্যোগ নেন। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দলকে ফেরানোর ব্যবস্থা করেছে বিসিসিআই।

    বরণ করে নেওয়ার অপেক্ষা (T20 World Cup 2024)

    শেষপর্যন্ত দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। এয়ার ইন্ডিয়া ক্রিকেট ২৪ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফ্লাইট করে দিল্লিতে ফিরতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী (T20 World Cup 2024) ভারতীয় দল। সেজন্য ইতিমধ্যে ভারতীয় দলের টিম হোটেলে কমপক্ষে তিনটি বাস এসে গিয়েছে। কখন ভারতে পৌঁছাবে টিম ইন্ডিয়া? ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসআই) তরফে যে বিশেষ বিমানের বন্দোবস্ত করা হয়েছে, তা শুধুমাত্র তেল ভরার জন্য দাঁড়াবে। তাছাড়া একদম সরাসরি দিল্লিতে এসে পৌঁছাবে। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ দিল্লিতে অবতরণ করবে বিশ্বচ্যাম্পিয়নদের বিশেষ বিমান। সোনার ছেলেদের সাদরে বরণ করে নেওয়ার অপেক্ষায় দেশবাসী। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: বার্বাডোজে ঝড়-বৃষ্টি চলছেই, বিশেষ বিমানে বুধে দেশে ফিরবেন বিশ্বজয়ীরা

    T20 World Cup 2024: বার্বাডোজে ঝড়-বৃষ্টি চলছেই, বিশেষ বিমানে বুধে দেশে ফিরবেন বিশ্বজয়ীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের কারণে বার্বাডোজেই আটকে রয়েছে বিশ্বজয়ী (T20 World Cup 2024) ভারতীয় দল। কখনও বিচে আনমনে, কখনও বা হোটেলের লনে অনুরাগীদের অটোগ্রাফ বিলিয়ে সময় কাটছে রোহিত-বিরাটদের। বিসিসিআই সূত্রে খবর, খুব শীঘ্রই দেশে ফিরবে টিম ইন্ডিয়া ((Team India)। ভারতীয় দল বুধবার ভোরে (ভারতীয় সময় অনুযায়ী) রওনা দিতে পারে দেশের উদ্দেশে। রাতে দিল্লিতে নামতে পারেন রোহিতেরা। 

    কেন আটকে ভারতীয় দল (T20 World Cup 2024)

    সোমবার জানা গিয়েছিল যে, ক্রমেই শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড় বেরিল। সেটি পরিণত হয়েছে ‘অতি ভয়ঙ্কর ক্যাটেগরি ৪’ ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়ের জন্য বন্ধ রাখা হয়েছে বার্বাডোজ বিমানবন্দর। ইতিমধ্যেই বার্বাডোজের সৈকতে পৌঁছে গিয়েছে ঘূর্ণিঝড়। শোনা যাচ্ছে, ওয়েরিল দ্বীপপুঞ্জের কাছে বিশাল ঝড় হচ্ছে। এই পরিস্থিতিতে টেনশন বাড়ছে টিম ইন্ডিয়ার (Team India)। তবে মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি বদলাবে। এদিন রাত বা বুধবার সকালের দিকে হয়তো বিমান চলাচল শুরু হতে পারে বলে খবর।  বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড়ের দাপটে হোটেলেও সব জরুরি পরিষেবা পাওয়া যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের দাপট বাড়ায় কবে বার্বাডোজ় থেকে দল বেরাতে পারবে, তা বোঝা যাচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছে। ক্রিকেটার ও তাঁদের পরিবারকে কীভাবে নিরাপদে দেশে ফেরানো যায়, সে দিকেই নজর রয়েছে বোর্ডের।

    কী করছেন রোহিত-কোহলিরা

    ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় ক্রিকেট দলের (Team India) তারকা ব্যাটার বিরাট কোহলির ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিয়ো দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের চিন্তা কিছুটা হলেও কমতে শুরু করেছে। এই ভিডিয়োয় রোহিত শর্মাকে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ট্রফি হাতে হোটেলের লনে দেখতে পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে, তিনি নাকি ফোটোশ্যুটের জন্য যাচ্ছেন।

    পাশাপাশি বিরাট কোহলিকে দেখতে পাওয়া যাচ্ছে, একজন খুদে ফ্যানকে অটোগ্রাফ দিচ্ছেন তিনি। তাঁদের সঙ্গে ছবিও তুলছেন কিং কোহলি।  প্রসঙ্গত, টিম ইন্ডিয়াকে বার্বাডোজের হোটেল হিলটনে রাখা হয়েছে। এই হোটেলটি সমুদ্রের একেবারে কাছেই অবস্থিত। তবে রোহিতরা নিরাপদেই রয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: বার্বাডোজে ‘বন্দি’ রোহিতরা! বন্ধ বিমানবন্দর,কী ভাবে ফিরবেন দেশে?

    T20 World Cup 2024: বার্বাডোজে ‘বন্দি’ রোহিতরা! বন্ধ বিমানবন্দর,কী ভাবে ফিরবেন দেশে?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছেন বিরাট-রোহিতরা। শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছে ভারত। বিশ্বজয়ীদের বরণ করে নেওয়ার প্রতীক্ষায় রয়েছে ভারতবাসী। কিন্তু বাদ সেধেছে বার্বাডোজের আবহাওয়া। হারিকেন ‘বেরিল’-এর কারণে ওয়েস্ট ইন্ডিজেই আটকে রয়েছে ভারতীয় দল (Team India)। কবে-কখন তাঁরা রওনা দেবে তা এখনও পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি বিসিসিআই।

    কেন আটকে রোহিতরা

    হারিকেন ‘বেরিল’ তৈরি হয়েছে অতলান্তিক মহাসাগরে। তা এগিয়ে আসছে বার্বাডোজের দিকে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২১০ কিলোমিটার। এই মুহূর্তে বার্বাডোজের খুব কাছে রয়েছে সেটি। তাই, রবিবার স্থানীয় সময় বিকেল থেকে ব্রিজটাউন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বার্বাডোজ থেকে ভারতীয় দলের (Team India) বিমানে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। সেখান থেকে দুবাইয়ে। তার পর মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দিত বিশ্বজয়ীদের (T20 World Cup 2024) বিমান। কিন্তু এখন পরিস্থিতির কারণে সূচিতে বদল করতে হচ্ছে। 

    কবে ফিরছেন কোহলিরা

    ভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্তা মিলিয়ে প্রায় ৭০ জন রয়েছেন। সবাই একসঙ্গে ফিরবেন বলেই মনে করা হচ্ছে। তবে কখন তাঁরা রওনা দেবেন তা নিশ্চিত নয়। ভারতীয় দলকে (Team India) চার্টার্ড বিমানে দেশে ফিরিয়ে আনা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। সেক্ষেত্রে চার্টার্ড বিমানে সোজা দিল্লি ফিরে আসবেন কোহলিরা। 

    প্রধানমন্ত্রীর সঙ্গ সাক্ষাত

    দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে দেখা করার কথা রয়েছে বিশ্বজয়ী ভারতীয় দলের (Team India)। গত বছর পঞ্চাশের বিশ্বকাপের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল ভারতের। ভেঙে পড়েছিলেন রোহিত, কোহলিরা। তাঁদের সান্ত্বনা দিতে খেলার পরই সাজঘরে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্ভবত এই প্রথম এত বড় মঞ্চে পরাজয়ের পরও রোহিতদের কটূ কথা শুনতে হয়নি। সব ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। একটা ম্যাচে ভুল হতেই পারে, এটা খেলা, এভাবেই রোহিতদের মনোবল জুগিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। দেশবাসীও বুঝেছিল কঠিন বাস্তব। তাই হয়তো মনের জোরকে সম্বল করে ফের স্বপ্ন দেখা শুরু করেছিলেন রোহিত-কোহলিরা। স্বপ্ন দেখেছিল সমগ্র ক্রিকেট-ভারত। সেই স্বপ্ন পূরণ হয়েছে বার্বাডোজে। বিশ্বচ্যাম্পিয়ন (T20 World Cup 2024) হয়েছে টিম ইন্ডিয়া। বার্বাডোজে রোহিত শর্মাদের দুর্দান্ত জয়ের পর ভারতীয় দলকে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনেও খেলোয়াড়দের শুভেচ্ছা জানান তিনি। জানা গিয়েছে, দলের প্রত্যেকের সঙ্গেই আলাদা আলাদা করে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তবে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share