Tag: Tech News

Tech News

  • WhatsApp Pin: হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ মেসেজ রাখা যাবে ‘পিন’ করে! কীভাবে জেনে নিন

    WhatsApp Pin: হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ মেসেজ রাখা যাবে ‘পিন’ করে! কীভাবে জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp Pin) চ্যাটে এবার নতুন ফিচার চালু হতে চলেছে। গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজে পেতে তাকে পিন করে রাখার সুবিধা পাবেন গ্রাহকেরা। এতদিন পর্যন্ত গ্রাহকরা হোয়াটসঅ্যাপ চ্যাটে যে কোনও কনট্যাক্ট বা গ্রুপে পিন করে রাখার অপশন পেতেন। এবার থেকে চ্যাটবক্সের মধ্যে মেসেজকে পিন করে রাখার সুবিধা মিলবে বলে জানা গিয়েছে। এই নতুন ফিচার সম্পর্কে সম্প্রতি খোলসা করেছে মেটা।

    নতুন ফিচারে কী বলা হচ্ছে (WhatsApp Pin)?

    হোয়াটসঅ্যাপ (WhatsApp Pin) চ্যাটবক্সে আগে যে কোনও মেসেজ ‘স্টার মার্ক’ রাখার সুবিধা ছিল আগে। সেই সঙ্গে এতদিন কনট্যাক্টও ‘পিন’ রাখার সুবিধা ছিল। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট এবং ওয়ান টু ওয়ান চ্যাট। ফলে কম সময়ে দ্রুত প্রয়োজনীয় মেসেজ খুঁজে পেতে খুব সুবিধা হবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। একটি মেসেজের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজকে পিন করে রাখার সুবিধা পাওয়া যাবে এই ফিচারে।

    আর কী কী সুবিধা থাকবে পিনে?

    আরও জানা গিয়েছে, এই নতুন ফিচারের মধ্যে গ্রাহকরা লেখা, পোল ইমেজ, ছবি এবং ইমোজিও পিন করে রাখার সুবিধাও পাবেন। সমস্ত মেসেজ পিনড্ চ্যাটে অন্য মেসেজের মতো এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে বলে জানা গিয়েছে।হোয়াটসঅ্যাপে (WhatsApp Pin) যে পিন মেসেজ ফিচার চালু রাখার কথা বলেছে মেটা, সেখানে গ্রাহকরা একটি মেসেজের একেবারে উপরে একটা মেসেজকে পিন রাখার সুবিধা পাবেন। এই পিনের সময় সীমা থাকবে পছন্দ অনুসারে ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৩০ দিন। গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজতে গিয়ে যাতে সময় নষ্ট না হয় তাই মেসেজ পিনের ফিচার চালু করা হয়েছে।

    হোয়াটসঅ্যাপ পিন চ্যাট ফিচার কীভাবে কাজ করবে?

    >হোয়াটসঅ্যাপের (WhatsApp Pin) যে কোনও চ্যাটের উপর ট্যাপ বা বেশিক্ষণ ধরে চেপে রাখতে হবে।

    >এরপর তিনটি ডটের মেনু থেকে পিন অপশন বেছে নিয়ে তাকে নির্বাচন করতে হবে।

    >হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে কত দিনের জন্য পিন করা হবে তা জানতে চাওয়া হবে।

    >ডিফল্ট হিসাবে ৭ দিন অপশন থাকবে। এছাড়াও ২৪ ঘণ্টা এবং ৩০ দিনের জন্য অপশন পাবেন গ্রাহকেরা।

    >তবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এডমিনরাই কেবল পিন ব্যবহার করতে পারবেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Whatsapp new feature: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ, চ্যাটে থেকেই দেখা যাবে স্টেটাস

    Whatsapp new feature: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ, চ্যাটে থেকেই দেখা যাবে স্টেটাস

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় নিয়মিতই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেসেজিং অ্যাপ  হোয়াটসঅ্যাপ। এবার আবারও একটি নতুন ফিচার নিয়ে হাজির তারা। হোয়াটসঅ্যাপের এই ফিচারটি আগেই দেখা গিয়েছে ফেসবুক এবং ইস্টাগ্রামে।  বিটা ভার্সানেও দেখা গিয়েছে এই ফিচার। এতদিন যেমন হোয়াটসঅ্যাপে স্টেটাস দেখার জন্য একটি আলাদা অপশন পাওয়া যেত, এখন থেকে ব্যবহারকারীদের চ্যাটে থেকেও দেখা যাবে স্টেটাস। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীর জন্যই এর আপডেট প্রকাশ করা হয়েছে। এই আপডেটে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রোফাইল ফটোতে স্টেটাস সাইনও দেখতে পাওয়া যাবে।

    আরও পড়ুন: ‘ডার্টি বম্ব’ প্রসঙ্গে ভারতের সঙ্গে কথা রাশিয়ার, গণতান্ত্রিক উপায়ে সমাধানের পরামর্শ রাজনাথের

    প্রোফাইল ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার স্ক্রিনে সেই ব্যবহারকারীর স্টেটাস ভেসে উঠবে। যে ব্যবহারকারী স্টেটাস আপডেট  করেছেন তাঁর প্রোফাইল ফটোর চারপাশে একটি সবুজ বৃত্ত দেখা যাবে। এই ফিচারটি নিয়ে দীর্ঘদিন ধরে বিটা সংস্করণে পরীক্ষা চলছিল। এছাড়াও আরও অনেক নতুন ফিচার আনা হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রুপ কলিং লিঙ্ক এবং স্ট্যাটাস ইমোজি রিপ্লাই। অ্যাপল আইওএস ব্যবহারকারীদের জন্য স্টেটাস রিঅ্যাক্টের ক্ষেত্রে একটি নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপে হাইড অনলাইন স্ট্যাটাস অপশন এসেছে। এর সাহায্যে আপনি আপনার অনলাইন স্টেটাস লুকোতে পারবেন।

    এছাড়াও ভবিষ্যতে আরও বেশ কিছু নতুন ফিচার যোগ হতে চলেছে অ্যাপটিতে। এমনই একটি ফিচার হল হোয়াটসঅ্যাপ মেসেজ এডিট। এই ফিচারের সাহায্যে আপনি হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ এডিট করতে পারবেন। বর্তমানে, এই ফিচারটি নিয়ে পরীক্ষা নিরিক্ষা চলছে। এছাড়াও, হোয়াটসঅ্যাপ গ্রুপে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে ১০২৪ হতে চলেছে। বর্তমানে একটি গ্রুপে ৫১২ জন ব্যবহারকারীকে যুক্ত করা যায়। এছাড়া খুব শীগগির ক্যাপশন সহ ডকুমেন্ট শেয়ার করার অপশও আসতে চলেছে। ভিউ ওয়ানষ মোডে পাঠানো ছবির স্ক্রিনশট ব্লক করার অপশনেও কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই ফিচার এলে কেউ আর ভিউ ওয়ানস মোডে পাঠানো ছবির স্ক্রিনশট নিতে পারবেন না। সাইবার সুরক্ষার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share