Tag: Test Series

Test Series

  • India vs England: গিল জমানার ‘শুভ’ সূচনা হল না! হতশ্রী বোলিং, জঘন্য ফিল্ডিং, ইংল্যান্ডের কাছে কেন হার ভারতের?

    India vs England: গিল জমানার ‘শুভ’ সূচনা হল না! হতশ্রী বোলিং, জঘন্য ফিল্ডিং, ইংল্যান্ডের কাছে কেন হার ভারতের?

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে, সকাল বুঝিয়ে দেয় সারা দিনটা কেমন যাবে। ভারতের শুরুটা ভয় ধরাচ্ছে সমর্থকদের মনে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৫টি শতরান করেছেন ভারতীয় ব্যাটারা, তারপরও হার মানতে হল শুভমনদের। হেডিংলেতে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেলেন বেন স্টোকসেরা। এখনও চারটে টেস্ট বাকি। প্রথম টেস্টে হারের ধাক্কা কাটিয়ে ফেরা কঠিন ভারতের। হেডিংলে টেস্টের শেষ দিন নাটকীয় একটা লড়াই দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন বেন স্টোকসের দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫০ রান। আর ভারতের জেতার জন্য প্রয়োজন ছিল ১০টি উইকেট। কিন্তু শেষটা ভালো হল না ভারতের। ইংরেজদের হাতে নিঃশর্ত আত্মসমর্পণ করল ভারতের বোলার-ফিল্ডাররা।

    হতশ্রী বোলিং-ফিল্ডিং

    ভারতের বোলিং ও ফিল্ডিং নিয়ে যেন যত কম বলা যায় ততই ভালো! এ কথা বলার জায়গা আসতই না, যদি টিম ইন্ডিয়ার বোলাররা মান রাখতে পারতেন। যদি টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ফিল্ডিংয়ে কিছুটা গোছানো হতেন। যে টিমের ফিল্ডারদের নিয়ে এত প্রশংসা হয়, সেখানে এমন ফিল্ডিং দেখে, ক্যাচের পর ক্যাচ মিস দেখে হতবাক অনেকে! গোটা ম্যাচে সাতটা ক্যাচ ফসকেছে ভারত। এর মধ্যে চারটি ফেলেছেন যশস্বী, দুটি পন্থ। যে জসপ্রীত বুমরাকে নিয়ে এত আলোচনা, যিনি প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন, সেই তিনিই কি না দ্বিতীয় ইনিংসে একটি উইকেটের দেখাও পেলেন না। স্টোকসদের বিরুদ্ধে হেডিংলে টেস্টের শেষ দিন বোলিংয়ে বুমরার ঝাঁঝ দেখাই গেল না। যার ফল চোখের সামনে বেন ডাকেটের ১৪৯, জ্যাকের ৬৫, রুটের ৫৩ নট আউট! সেই সুবাদে ৮৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জয় ইংল্যান্ডের।

    কোহলি-হীন ব্যাটিংয়ে ব্যর্থ লোয়ার-অর্ডার

    ইংল্যান্ডে রওনা হওয়ার আগে কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, সেরা দল নিয়ে যাচ্ছেন তাঁরা। এই যদি সেরা দলের নমুনা হয়, তা হলে খারাপ দল কোনটা? চারটে ব্যাটার (যশস্বী, শুভমন, রাহুল ও পন্থ) আর দেড়খানা বোলার (বুমরা ও জাডেজা) নিয়ে আর যা-ই হোক, টেস্ট ম্যাচ জেতা যায় না। সিরিজ তো অনেক দূরের কথা। দুই ইনিংসেই ভারতের লোয়ার অর্ডার হতাশ করেছে। প্রথম ইনিংসে ৪১ রানে পড়েছে শেষ ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে শেষ ৬ উইকেট পড়েছে ৩১ রানে। সেই কারণেই দুই ইনিংস মিলিয়ে পাঁচটা শতরানের পরেও হারতে হয়েছে ভারতকে। ব্যাটিংয়ের এই রোগ সারাতে না পারলে পরের টেস্টেও ফেরা মুশকিল। কারণ মার্ক উড, জফ্রা আর্চাররা ফিরলে আর করুণ দশা হবে বিরাট হীন ভারতীয় ব্যাটিংয়ের।

    মনে পড়ল অধিনায়ক রোহিতকে

    প্রশ্ন উঠতে বাধ্য অধিনায়ক শুভমনের নেতৃত্ব নিয়েও। দেখে মনে হল না, প্ল্যান বি, সি রয়েছে তাঁর কাছে। একই গতে বল করিয়ে গেলেন। প্রসিদ্ধ রান দিচ্ছেন দেখেও তাঁকে সরালেন না। রানের গতি কম থাকলে হয়তো এই ম্যাচ ড্র হতে পারত। শার্দূল নতুন বলে উইকেট নিতে পারেন। তাঁকে প্রথম ইনিংসে নতুন বল দিলেনই না শুভমন। প্রশ্ন উঠল তাঁর ফিল্ডিং সাজানো নিয়েও। রান বাঁচাবেন, না উইকেট তুলবেন, সেই ধন্দ কাটিয়ে উঠতে পারলেন না। টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব যে কতটা কঠিন তা হয়তো বুঝতে পারলেন শুভমন। ভারতের ক্রিকেট অনুরাগীরা বারবার মিস করলেন অধিনায়ক রোহিতকে।

  • India vs England: ‘আ সং অফ আইস অ্যান্ড ফায়ার’! রাহুল-পন্থের শতরান, হেডিংলিতে দুই ভিন্ন চরিত্রের যুগলবন্দি

    India vs England: ‘আ সং অফ আইস অ্যান্ড ফায়ার’! রাহুল-পন্থের শতরান, হেডিংলিতে দুই ভিন্ন চরিত্রের যুগলবন্দি

    মাধ্যম নিউজ ডেস্ক: হেডিংলি টেস্টের চতুর্থ দিনে এক অনন্য ব্যাটিং মহাকাব্যের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ভিন্ন মেজাজের দুই ব্যাটার—কেএল রাহুল ও ঋষভ পন্থ, লিখলেন ইতিহাস। ১৯৫ রানের দুর্দান্ত পার্টনারশিপ, ভারতকে নিয়ে গেল শক্তপোক্ত অবস্থানে। একদিকে বরফের মতো ঠান্ডা মাথার রাহুল অন্যদিকে, আগুনের মতো তেজী পন্থ। একদিক, দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার রাহুল অন্যদিকে, পন্থের ব্যাটিং কখনোই প্রথাগত টেস্ট ক্রিকেটের ছাঁচে ফেলা যায় না। এই দুই চরম ভিন্ন স্বভাবের ব্যাটার মিলে গড়ে তুললেন ‘আ সং অফ আইস অ্যান্ড ফায়ার’-এর মতো এক অনবদ্য কাহিনি—ঠিক যেন জর্জ আর আর মার্টিনের কাল্পনিক রাজ্য ওয়েস্টেরস-এর দুই ত্রাতা মিলে এক নতুন রাজাকে সিংহাসনে বসাতে যুদ্ধ করছে।

    নতুন রাজার জন্য নয়া যোদ্ধা

    শুভমান গিলের নেতৃত্বে লাল বলের ক্রিকেটে ভারতের ‘নতুন যুগের সূচনা’ করলেন রাহুল-পন্থ। শুরুর দিকে পন্থ নিজের স্টাইলে দ্বিতীয় বলেই ডাউন দ্য ট্র্যাকে এসে বাউন্ডারি হাঁকালেন। আর রাহুল খেললেন টেস্ট বইয়ের আদর্শ উদাহরণ—আউটসাইড অফ স্টাম্পে বল হলে ব্যাট লুকিয়ে রাখলেন, শৃঙ্খলা বজায় রাখলেন। তবে পন্থের আগ্রাসন ছিল একেবারে নিখুঁত পরিকল্পনার ফল। স্টোকস-কার্সের অসাধারণ স্পেলের মাঝেও তিনি ধৈর্য ধরলেন, কিন্তু যখন সময় এলো, তখন ছুটে বেরোলেন যেন আগুনের ড্রাগন। ওয়েস্টেরসের যোদ্ধাদের মতোই ইংল্যান্ডের প্রতিরোধকে ছিন্ন করে দিলেন ব্যাট হাতে। চেতেশ্বর পূজারা তাদের ইনিংসের প্রশংসা করে বললেন, “প্রথম সেশনটা খুব কঠিন ছিল। ইংল্যান্ডের বোলাররা দারুণ বল করছিল—বিশেষ করে ব্রাইডন কার্স। কিন্তু রাহুল আর পন্থ সেই সময়টা সামলে নিল খুবই বুদ্ধিমত্তার সঙ্গে।” তিনি আরও যোগ করেন, “ঋষভকে বেশিক্ষণ চুপ করিয়ে রাখা যায় না, এটা আমি জানি। কিন্তু আজ সে দারুণ সময়জ্ঞান দেখিয়ে আগ্রাসন চালিয়েছে। রাহুল সবসময়ের মতো ধৈর্য দেখিয়েছে, আর পন্থ সেটা মেনেই এগিয়েছে।”

    ভিন্ন দুই চরিত্রের মিশেল

    রাহুলের সৌন্দর্য্যপূর্ণ ড্রাইভ আর পন্থের হঠাৎ বিস্ফোরণের এই মিশেলই ভারতীয় ব্যাটিংকে নতুন উচ্চতায় নিয়ে গেল। তাঁরা যেন নাইটস ওয়াচের রেঞ্জার হয়ে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ডের ‘উইন্টার’ মোকাবিলায়। এখনও সিরিজের অনেকটা বাকি, আরও আটটি ইনিংস পড়ে আছে। কিন্তু এই জুটি যে এক রাজ্য রক্ষার প্রতিজ্ঞা নিয়েছে, তা হেডিংলির যুদ্ধেই প্রমাণ হয়ে গেল। এখন শুধু সময়ের অপেক্ষা—শুভমন গিলের রাজত্বে আরও কতবার এই দুই ‘যোদ্ধা’ ব্যাট হাতে অস্ত্র তুলে নেবে, সেটাই দেখার। ম্যাচটা ভারতের দিকে ঝুঁকেছিল তৃতীয় দিনের শেষেই। প্রথম ইনিংসে তিনটে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসটাও ছিল ব্যাটারদের। শুরুটা করেন কেএল রাহুল। ২০২ বলে তিনি সেঞ্চুরি করেন। এরপর পন্থের সেঞ্চুরি ছিল সময়ের অপেক্ষা, রাহুলের সেঞ্চুরির পরে পন্থ সেঞ্চুরি পেলেন। চলতি টেস্টে জোড়া সেঞ্চুরি করলেন তিনি। ১৩০ বলে সেঞ্চুরি পেলেন পন্থ। সঙ্গে প্রথম ভারতীয় হিসেবে ইংল্যান্ডের মাটিতে এক ম্যাচে পরপর দুটো সেঞ্চুরি করলেন পন্থ। সঙ্গে রেকর্ডবুকে নাম লিখিয়ে ফেললেন।

    পন্থের রেকর্ড

    আইপিএলে তাঁকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তবে ইংল্যান্ডে গিয়ে সমালোচনার জবাব গুনে গুনে দিচ্ছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন তিনি। একাধিক নজির তৈরি করলেন ভারতীয় উইকেটকিপার হিসেবে। বিশ্বের দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই শতরান করার নজির গড়লেন পন্থ। ২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জ়িম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ১৪২ এবং অপরাজিত ১৯৯ করেছিলেন। পন্থ ১৩৪ এবং ১১৮ রান করলেন। বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে ইংল্যান্ডে একই টেস্টে জোড়া শতরান করলেন তিনি। এক টেস্টে জোড়া শতরানের নজির রয়েছে অনেক ভারতীয়েরই। বিজয় হজারে প্রথম এই নজির গড়েন। ১৯৪৮ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংসেই শতরান করেছিলেন। যদিও ম্যাচটি হেরেছিল ভারত। এর পর এই নজির গড়েন সুনীল গাভাস্কর। তিন বার একই টেস্টে জোড়া শতরান করেছেন তিনি। দু’বার এই কীর্তি রয়েছে রাহুল দ্রাবিড়ের। এক বার করে এই নজির গড়েছেন বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা। সোমবার পন্থ সেই তালিকায় ঢুকে পড়লেন। এ ছাড়া, একটি টেস্টে ন’টি ছক্কা মারলেন পন্থ। এই কীর্তি রয়েছে অ্যান্ড্রু ফ্লিনটফ (২০০৫, বনাম অস্ট্রেলিয়া) এবং বেন স্টোকসের (২০২৩, বনাম অস্ট্রেলিয়া)।

    রেকর্ড-বুকে রাহুল

    লিডসে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন কেএল রাহুল। প্রথম ইনিংসে ভাল খেললেও ৪২ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে অভাব মিটিয়ে দিলেন তিনি। ১৮ মাস পর শতরান এল টেস্টে। নজিরও গড়েছেন ভারতের ক্রিকেটার। প্রথম ভারতীয় ওপেনার হিসাবে ইংল্যান্ডে গিয়ে তিনটি শতরান করলেন তিনি। ইংল্যান্ডের মাটিতে ১৮টি ইনিংস খেলে তিন নম্বর শতরান করেছেন রাহুল। তার আগে রাহুল দ্রাবিড়, সুনীল গাওস্কর, বিজয় মার্চেন্ট এবং রবি শাস্ত্রীর দু’টি করে শতরান ছিল। টেস্টে এই নিয়ে নবম শতরান হল রাহুলের। আগেও ইংল্যান্ডে দু’টি শতরান রয়েছে তাঁর। তাঁর ১৩৭ রানের ইনিংসের গুরুত্বও কম নয়। ওপেন করতে নেমে ৮৫তম ওভার পর্যন্ত ২২ গজের এক প্রান্ত আগলে রাখলেন। দলকে নির্ভরতা দিলেন। যতটা সম্ভব ঝুঁকিহীন থাকার চেষ্টা করেছেন। দলের অভিজ্ঞতম ব্যাটারের ভূমিকা যেমন হওয়া উচিত, ঠিক সেটাই করেছেন। ২৪৭ বলের ইনিংসে নিজে রান তোলার গতি বজায় রাখার চেষ্টা করেছেন। পাশাপাশি পন্থকে সামলে রেখেছেন। দায়িত্বশীল রাহুল সম্পদ হয়ে উঠতে পারেন বিরাট কোহলি-রোহিত শর্মাহীন ভারতীয় শিবিরের। চতুর্থ উইকেটে তাঁদের ১৯৫ রানের জুটি একটা সময় দিশেহারা করে তুলেছিল বেন স্টোকসদের।

  • India vs England: ভারত-ইংল্যান্ড টেস্টে কালো ‘আর্মব্যান্ড’, আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা

    India vs England: ভারত-ইংল্যান্ড টেস্টে কালো ‘আর্মব্যান্ড’, আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা

    মাধ্যম নিউজ ডেস্ক: হেডিংলেতে কালো ‘আর্মব্যান্ড’ পরে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামলেন ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটারেরা। ‘আর্মব্যান্ড’ পরেছেন আম্পায়ারেরাও। গত ১২ জুন আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানানোর জন্য কালো আর্মব্যান্ড পরেছেন সকলে। এ ছাড়া খেলা শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

    ম্যাচ শুরুর আগে শ্রদ্ধা

    গত ১২ জুন আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান ‘এআই১৭১’। কিন্তু রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। সরকারি হিসাবে নিহতের সংখ্যা ২৭৪। যাত্রীদের মধ্যে ভারতীয় ছিলেন ১৬৯ জন। এ ছাড়া ৫৩ জন ব্রিটিশ নাগরিক। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন খেলা শুরু হয়। উল্লেখ্য, টেস্ট বিশ্বকাপ ফাইনালের তৃতীয় দিনও অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা একই কারণে কালো বাহুবন্ধনী পরে খেলতে নেমেছিলেন। প্রথম টেস্টে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনিতে ইংল্যান্ডের আবহাওয়া স্যাঁতসেঁতে থাকে। রোদ-বৃষ্টির খেলা চলে সেখানে। তাই মাঝে মাঝেই খেলায় বিঘ্ন ঘটে। তবে প্রথমদিন বৃষ্টির সম্ভাবনা কম। কিন্তু গোটা দিনই আকাশ অংশত মেঘলা থাকবে। তবে দ্বিতীয়দিন থেকে পঞ্চমদিন বৃষ্টির ভ্রুকুটি থাকবে বলে পূর্বাভাস। ‘ওভারকাস্ট কন্ডিশনে’র সুবিধা পেতে পারেন পেসাররা।

    অভিষেকে শূন্য, ইতিহাসের পাতায় সুদর্শন

    অভিষেক টেস্ট ভুলে যেতে চাইবেন সাই সুদর্শন। প্রথম ম্যাচেই শূন্য রানে ফিরলেন। মাত্র ৪ বল উইকেটে টেকেন। বেন স্টোকসের লেগ সাইডের বলে খোঁচা মেরে আউট হলেন বাঁ হাতি তরুণ ক্রিকেটার। যা মেনে নেওয়া যায় না। অনেক প্রত্যাশা নিয়ে তাঁকে তিন নম্বরে নামানো হয়েছিল। কিন্তু প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম সেশনের শেষে ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ৯২। শেষ দশ মিনিট বাদ দিলে বাকি সময়টা ছিল ভারতের। এদিন দারুণভাবে নতুন বল সামলান যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। খুব বেশি সুযোগ দেয়নি তাঁরা। প্রথম উইকেটে ৯১ রান যোগ করে ওপেনিং জুটি। রাহুলকে শুরুতে নামানো সঠিক সিদ্ধান্ত। ঠাণ্ডা মাথায় ইংল্যান্ডের বোলারদের সামলান। ভারতের ব্যাটিংয়ের ভীত শক্ত করেন। যেভাবে খেলছিলেন অর্ধশতরান নিশ্চিত ছিল। কিন্তু ৭৮ বলে ৪২ রান করে আউট হন। ইনিংসে রয়েছে ৮টি চার। কার্সের বলে খোঁচা মেরে প্রথম স্লিপে রুটের হাতে ধরা পড়েন। ৪২ রানে অপরাজিত যশস্বী। লিডসে ভারতের ৩১৭ নম্বর ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পেলেন পেলেন সাই সুদর্শন। সাই সুদর্শনের টেস্ট অভিষেকের মধ্য দিয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো আরেকটি স্মরণীয় অধ্যায়। ব্যাটিং করতে নামার আগেই ইতিহাসের পাতাতেও নাম তুলে ফেললেন সাই সুদর্শন। ঐতিহাসিক দিনে টেস্ট অভিষেক হল তাঁর। ১৯৯৬ সালে ২০ জুন লর্ডসে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের। ২০১১ সালে ঠিক একই দিনে টেস্ট অভিষেক হয়েছিল বিরাট কোহলির। এবার সেই ২০ জুন টেস্ট ক্যাপ মাথায় তুললেন সাই সুদর্শন।

  • India vs Australia: ম্যাচ বাঁচানোর লড়াই ভারতের, সিডনিতে কি আর বল করতে পারবেন বুমরা?

    India vs Australia: ম্যাচ বাঁচানোর লড়াই ভারতের, সিডনিতে কি আর বল করতে পারবেন বুমরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সিডনিতে (India vs Australia) অপ্রত্যাশিত পিচ। যেখানে মূলত স্পিন সহায়ক পিচ দেখা যায়। এ বার পেস বাউন্সি গ্রিন টপ। ভারত অধিনায়ক যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) টস জিতে ব্যাটিং নিয়েছিলেন। প্রথম ইনিংসে ভারত মাত্র ১৮৫ রানেই অলআউট। তখনও মনে হয়েছিল, এক তরফা ম্যাচ হতে চলেছে। যদিও দ্বিতীয় দিন খেলা ঘুরে গেল পুরোপুরি। এখান থেকে যে কেউ জিততে পারে। তবে বুমরার চোটে কিছুটা হলেও পাল্লা ভারি অজিদের।

    দুরন্ত বোলিং সিরাজদের

    প্রথম দিনের শেষ ডেলিভারিতে উসমান খোয়াজার উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন ভারতের দাপট। বোলাররা যেমন দুর্দান্ত তেমনই ক্যাচিং। স্লিপ কর্ডনে লোকেশ রাহুল, বিরাট কোহলি এবং গালিতে যশস্বী জয়সওয়াল দুর্দান্ত ক্যাচ নেন। স্টিভ স্মিথ অনবদ্য ব্যাটিং করছিলেন। ৫ রানের জন্য টেস্টে দশ হাজার ক্লাবে ঢোকা হয়নি স্মিথের। হয়তো দ্বিতীয় ইনিংসে সেই কীর্তি গড়বেন। অভিষেক টেস্ট খেলতে নামা বিউ ওয়েবস্টারের হাফসেঞ্চুরি। তাতেও অবশ্য লিড নিতে পারেনি অস্ট্রেলিয়া। ১৮১ রানেই শেষ তাদের ইনিংস।

    বুমরার চোট নিয়ে চিন্তা

    সিডনির টেস্টের দ্বিতীয় দিন ভারতীয় বোলিং আক্রমণের সামনে অসহায় দেখিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে। তবে এই ইনিংস চিন্তায় রেখেছে ভারতকেও। মধ্যাহ্নভোজের পর এক ওভার বল করেই চোটের জন্য মাঠ ছাড়তে হয় বুমরাকে। স্ক্যান করাতে হাসপাতালেও নিয়ে যেতে হয় তাঁকে। আর বল করতে পারেননি। মাঠ ছাড়ার আগে ৩৩ রানে ২ উইকেট নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। তাঁর পরিবর্তে দলের কঠিন সময়ে এদিন ফের ক্যাপ্টেন ব্যান্ড হাতে নেন কোহলি। বুমরার অভাব এদিন অবশ্য বুঝতে দিলেন না সিরাজেরা। হায়দ্রাবাদের জোরে বোলার ৫১ রানে ৩ উইকেট নিলেন। কাঁধে কাঁধ দিয়ে লড়লেন প্রসিদ্ধ (৪২ রানে ৩ উইকেট) এবং নীতীশও (৩২ রানে ২ উইকেট)। অস্ট্রেলিয়াকে বাড়তে দিলেন না বোলারেরা। 

    মান বাঁচানোর লড়াই

    সিডনি টেস্টের দ্বিতীয় দিন ৮০ ওভার খেলা হল। উঠল ৩১৩ রান। আর উইকেট পড়ল ১৫টি। সিডনিতে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ভারতের টপ অর্ডার। পন্থের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৪১ রান তুলে নিয়েছে ভারত। সব মিলিয়ে লিড ১৪৫। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর। এখন প্রশ্ন একটাই বুমরা কি পারবেন বল করতে? বোলারদের হাতেই যে এখন ভারতের মান বাঁচানোর লড়াই।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs Australia: ব্রিসবেনে ব্যাটিংয়ে মনোনিবেশ ভারতের, দেড় ঘণ্টা নেটে অনুশীলন কোহলির

    India vs Australia: ব্রিসবেনে ব্যাটিংয়ে মনোনিবেশ ভারতের, দেড় ঘণ্টা নেটে অনুশীলন কোহলির

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে শুরু পারথে দ্বিতীয় ইনিংস বাদে অস্ট্রেলিয়াতেও (India vs Australia) তিনটি ইনিংসেই ব্যর্থ ভারতের ব্যাটিং। তাই ব্রিসবেন টেস্টের আগে দলের ব্যাটিংয়ের দিকে বেশি নজর দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। বিরাট কোহলি দেড় ঘণ্টা ব্যাট করেছেন। অনেক ক্ষণ ব্যাট করেছেন রোহিত শর্মাও। যে কোনও মূল্যে ব্রিসবেনে নিজেদের নামের প্রতি সুবিচার করতে চান রোহিত ও বিরাট।

    পুরোদমে অনুশীলন শুরু

    ব্রিসবেনে পৌঁছেই পুরোদমে অনুশীলন শুরু করেছে ভারত। বুধবার অনুশীলনের শুরুতে ক্রিকেটাররা গোল হয়ে দাঁড়ান। সেখানে কথা বলেন কোহলি। ক্রিকেটারদের উদ্বুদ্ধ করেন। তার পরে শুরু হয় অনুশীলন। প্রথমে গা গরম করেন ক্রিকেটাররা। তার পরে শুরু হয় ফিল্ডিং অনুশীলন। স্লিপে দাঁড়িয়ে ক্যাচ ধরতে দেখা যায় কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুলদের। ইনিংসে ওপেন করার মতোই নেটেও সকলের আগে নামেন যশস্বী জয়সওয়াল ও রাহুল। বেশ কিছু ক্ষণ ব্যাট করেন তাঁরা। মাঝে মাঝে কোচ গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায় রাহুলকে। রোহিত নেটে ব্যাটিং শুরু করেন স্পিনারদের বিরুদ্ধে। এর থেকেই স্পষ্ট ব্রিসবেনেও মিডল অর্ডারে খেলতে দেখা যাবে তাঁকে। 

    দীর্ঘ অনুশীলন বিরাটের

    নেটে সবচেয়ে বেশি ক্ষণ ব্যাট করেন কোহলি। প্রায় দেড় ঘণ্টা ছিলেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার দিকে বেশি নজর দিচ্ছিলেন তিনি। পাশাপাশি ব্যাকফুটে খেলার চেষ্টাও করছিলেন। বেশ কয়েকটি কাট-পুল খেলেন তিনি। থ্রো-ডাউন বিশেষজ্ঞ থেকে শুরু করে দলের বোলারদের সামনে ব্যাট করেন কোহলি। শেষ আধ ঘণ্টা কোহলি নিজের শট খেলার দিকে জোর দেন। বেশ কয়েকটি কভার ড্রাইভ মারতে দেখা যায় তাঁকে। দেড় ঘণ্টা পরে নেট থেকে বেরিয়ে গম্ভীরের সঙ্গে আলোচনা করতে দেখা যায় তাঁকে।

    স্পিনার বুমরা

    ব্রিসবেনে অনুশীলনে স্পিনার বুমরাকে দেখা যায়। রবিচন্দ্রন অশ্বিনের অফ স্পিনের পাশাপাশি লেগ স্পিন করতে থাকেন বুমরা। তখন অবশ্য কেউ ব্যাট করছিলেন না। কয়েকটি স্পিন বল করার পর নিজের স্বাভাবিক পেস বল করেন বুমরা। চলতি সিরিজে প্রথম টেস্টে ১২টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন বুমরা। রোহিত শর্মা না থাকায় সেই টেস্টে ভারতের অধিনায়কও ছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে ৪টি উইকেট নিয়েছেন তিনি। ব্রিসবেনেও বুম বুম বুমরা শো- দেখাতে চান তিনি। উল্লেখ্য, ১৪ ডিসেম্বর, শনিবার থেকে ব্রিসবেনে তৃতীয় টেস্ট শুরু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে এই সিরিজ দু’দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজ আপাতত ১-১ রয়েছে। সেই কারণে ব্রিসবেনে জেতার লক্ষ্যে নামবে দু’দল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Vs Bangladesh: বাংলাদেশকে ক্লিন স্যুইপ! ২-০ ব্যবধানে সিরিজ জয় ভারতের

    India Vs Bangladesh: বাংলাদেশকে ক্লিন স্যুইপ! ২-০ ব্যবধানে সিরিজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত যে পাকিস্তান নয় তা সহজে প্রমাণ করে দিল রোহিত ব্রিগেড। বৃষ্টি বিঘ্নিত কানপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। ২-০ টেস্ট সিরিজে পরাজিত শাকিবরা। এই সিরিজ খেলতে নামার আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এসেছিল আত্মবিশ্বাসী বাংলাদেশ। ভারতকে কঠিন চ্যালেঞ্জ জানানোর কথা বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার তাদেরই হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলেও শীর্ষস্থান আরও মজবুত হল ভারতের।

    টাইগারদের স্বপ্ন চুরমার

    চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে বিশাল ব্যবধানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। কানপুরে বৃষ্টির কারণে প্রথম তিন দিন মাত্র খেলা হয়নি বললেই চলে। মাত্র ৩৫ ওভার খেলা হওয়ার পর অনেকেই আশঙ্কা করেছিলেন, এই টেস্ট ম্যাচটা হয়ত ড্র হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ কিছুটা হলেও নিজেদের সম্মান বাঁচাতে পারত। কিন্তু, শেষ ২ দিন রোদ ঝলমলে আকাশে টাইগারদের সেই স্বপ্নটাও কার্যত চুরমার হয়ে গেল রোহিত-যশস্বী-জাদেজা-অশ্বিনদের হাতে। জোড়া অর্ধ শতরান করে ম্যাচের সেরা হলেন যশস্বী জয়সওয়াল।

    দুরন্ত ভারত

    কানপুরে ভারত টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায়। প্রথমদিন ৩৫ ওভার শেষে বাংলাদেশ ক্রিকেট দল তিন উইকেট হারিয়ে ১০৭ রান করেছিল। এরপর চতুর্থদিন তারা ২৩৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে ভারতীয় ক্রিকেট দল প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৮৫ রান করে ইনিংস ডিক্লেয়ার করে। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে কার্যত নতিস্বীকার করে। ১৪৬ রানে তারা অলআউট হয়ে যায়। ভারতের সামনে জয়ের জন্য ৯৪ রানের টার্গেট ছিল। রোহিত-গিল দ্রুত ফিরলেও দ্বীতিয় ইনিংসেও স্বপ্রতিভ ছিলেন যশস্বী। তিনি অর্ধ শতরান করেন। কোহলির অপরাজিত ২৯-এর সুবাদে ভারত সহজেই জয় হাসিল করে। এর ফলে, দুম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল ভারত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Vs Bangladesh: ৩ ওভারে ৫১, ১০ ওভারে ১০০! রোহিত-যশস্বী-গিলের যাদুতে জোড়া রেকর্ড ভারতের

    India Vs Bangladesh: ৩ ওভারে ৫১, ১০ ওভারে ১০০! রোহিত-যশস্বী-গিলের যাদুতে জোড়া রেকর্ড ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: টেস্ট চলছে না টি২০, বোঝা দায়। ইংল্যান্ডের বাজবলের ছোঁয়া রোহিত-যশস্বীর ব্যাটে। ওপেনিং জুটিতে তাঁদের ঝোড়ো ইনিংসের সুবাদে কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জোড়া রেকর্ড করল ভারত। ব্যাট করতে নেমে ৩ ওভারে ৫১ রান করলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ১০.১ ওভারে হল ১০০ রান। টেস্টে দ্রুততম শতরানের রেকর্ড করল ভারত। এর আগে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২.২ ওভারে ১০০ করেছিল ভারত। নিজেদেরই নজির ভেঙে দিল টিম ইন্ডিয়া। 

    দ্রুত রান তোলাই লক্ষ্য

    কানপুরে বৃষ্টি ও তার জেরে মাঠ ভিজে থাকায় দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা হয়নি। ভারত-বাংলাদেশ ২য় টেস্টের প্রথম দিন  বাংলাদেশ ব্যাট করার পর ফের চতুর্থ দিন নামে। ২৩৩ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। জিততে হলে ভাল শুরু করতে হত ভারতকে। দ্রুত রান তুলতে হত। সেটাই করেন রোহিত ও যশস্বী। প্রথম ওভার থেকে বড় শট খেলা শুরু করেন দু’জনে। প্রথম ওভারে ওঠে ১২ রান। দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে দু’টি ছক্কা মারেন রোহিত। তিনিও হাত খোলেন। সেই ওভারে ওঠে ১৭ রান। তৃতীয় ওভারে আরও ভয়ঙ্কর দেখায় দুই ব্যাটারকে। ২২ রান তোলেন তাঁরা। ৩ ওভারে ৫১ রান করে ভারত। রোহিত ৬ বলে ১৯ ও যশস্বী ১৩ বলে ৩০ রান করেন। টেস্টের ইতিহাসে প্রথম কোনও দল এত কম বলে ৫০ রান করল।

    বুদ্ধিমত্তার সঙ্গেই ব্যাটিং করে প্রথম ইনিংসে ৫২ রানের লিড নেয় ভারতীয় দল। যেখানে আজকের আগে পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৮ রান রেটে কখনও ১০০ রানই ওঠেনি, সেখানে ভারতীয় দল ২৮৫ রান তুললে ৩৪.৪ ওভারে, অর্থাৎ রান রেট ৮.২২। গত বছর পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল নিজেদের সর্বোচ্চ ৭.৫৪ রান রেটে করেছিল ২ উইকেটে ১৮১ রান। ২৪ ওভারে সেই রান তুলে ডিক্লিয়ার করেছিল টিম ইন্ডিয়া। এবার ভারতীয় দল সেই রান রেটকেও ছাপিয়ে গেল।

    জাদেজার রেকর্ড

    বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে এক জোড়া মাইলফলক স্পর্শ করলেন রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের খালেদ আহমেদকে আউট করে টেস্টে ৩০০ উইকেট পূর্ণ করলেন বাঁহাতি অলরাউন্ডার। ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে এই নজির গড়লেন তিনি। টেস্টে তিন হাজার রান করার পাশাপাশি ৩০০ উইকেটও নিলেন ভারতীয় অলরাউন্ডার। আপাতত রবীন্দ্র জাদেজা এশিয়ার অলরাউন্ডারদের মধ্যে টেস্ট ক্রিকেটে সবথেকে দ্রুত ৩,০০০ রানের পাশাপাশি ৩০০ উইকেট শিকার করলেন। তবে গোটা ক্রিকেট বিশ্বে দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে জাদেজা এই কৃতিত্ব কায়েম করলেন। রবীন্দ্র জাদেজার থেকে দ্রুত এই রেকর্ড কায়েম করেছেন ইংল্যান্ডের প্রাক্তন বোলার ইয়ান বোথাম। ৭২ টেস্ট ম্য়াচেই বোথাম এই রেকর্ড কায়েম করেন। সেখানে জাদেজা ৭৩টি টেস্ট ম্যাচ খেলেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs Australia: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি প্রকাশ, বর্ডার-গাভাসকর ট্রফিতে দিন-রাতের ম্যাচ

    India vs Australia: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি প্রকাশ, বর্ডার-গাভাসকর ট্রফিতে দিন-রাতের ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি ভাবে প্রকাশিত হল ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজের সূচি। পাঁচ ম্যাচের সিরিজে এবারও থাকছে দিন-রাতের টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ নভেম্বর। মঙ্গলবার ভারত-অস্ট্রেলিয়ার মহিলা দলের এক দিনের সিরিজের সূচিও প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

    কবে থেকে খেলা

    ক্রিকেট অস্ট্রেলিয়ার (India vs Australia) সিইও নিক হকলে বলেছেন, ‘‘অবশেষে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) অ্যাশেজ সিরিজের সম মর্যাদার হল। ১৯৯১-৯২ মরসুমের পর আবার ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এমন ভাবে সূচি তৈরি করা হয়েছে, যাতে অধিকাংশ ক্রিকেটপ্রেমী টেস্ট ম্যাচের লড়াই উপভোগ করতে পারেন। আশা করব এই টেস্ট সিরিজে সব স্টেডিয়ামেই দুর্দান্ত আবহ তৈরি হবে।’’ ঘোষিত সূচি অনুযায়ী রোহিত শর্মা-প্যাট কামিন্সেরা প্রথম টেস্ট খেলবেন পার্‌থে ২২ নভেম্বর থেকে। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হবে দু’দলের দ্বিতীয় টেস্ট।  ১৪ ডিসেম্বর থেকে তৃতীয় টেস্ট শুরু হবে ব্রিসবেনে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে চতুর্থ টেস্ট। ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট খেলবে মেলবোর্নে। ২০২৫ সালের ৩ জানুয়ারি দু’দলের পঞ্চম তথা শেষ টেস্ট শুরু। এই ম্যাচটি হবে সিডনিতে। 

    দিন-রাতের টেস্ট

    ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হবে দু’দলের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচটি হবে দিনরাতের। খেলা হবে গোলাপি বলে। একই সময় অস্ট্রেলিয়া (India vs Australia) সফরে যাবে ভারতের মহিলা ক্রিকেট দলও। হরমনপ্রীত কৌরেরা তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবেন। ভারতের পাশাপাশি পড়শি দেশ পাকিস্তানও এই গ্রীষ্মে অস্ট্রেলিয়া সফরে যাবে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের ঠিক আগে, নভেম্বরের শুরুর দিকেই সীমিত ওভারের সিরিজ খেলবেন বাবর আজমরা। অজিভূমে পাকিস্তানের তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে ম্যাচ খেলার কথা।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: রোহিত-শুভমনের শতরান, সরফরাজ-পাড়িক্কলের ঝোড়ো ইনিংস, ২৫৫ রানের লিড ভারতের

    India vs England: রোহিত-শুভমনের শতরান, সরফরাজ-পাড়িক্কলের ঝোড়ো ইনিংস, ২৫৫ রানের লিড ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মশালা টেস্টে দ্বিতীয় দিনের (India vs England) শেষে স্বস্তিতে ভারত। ৮ উইকেট হারালেও ইতিমধ্যেই  ২৫৫ রানে লিড নিয়েছে রোহিত শর্মারা। প্রথম সেশনে রোহিত ও শুভমনের জোড়া শতরানের পর দ্বিতীয় সেশনে সরফরাজ খান এবং দেবদত্ত পাড়িক্কল দলকে ভরসা দেন। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৮ উইকেটে ৪৭৩। ক্রিজে রয়েছেন কুলদীপ যাদব (২৭) এবং যশপ্রীত বুমরা (১৯)।

    রোহিত-শুভমনের শতরান

    এদিন শুরুটা দুর্দান্ত করেন রোহিত শর্মা এবং শুভমন গিল। ধর্মশালায় দ্বিতীয় দিনের (India vs England) শুরুতে জোড়া শতরান পায় ভারত। শুক্রবার প্রথম সেশনে বিনা উইকেটে ১২৯ রান যোগ করে এই জুটি।  শুক্রবার শুরু থেকেই স্বমহিমায় খেলতে থাকে ভারতীয় জুটি। বিপক্ষের বোলারদের রীতিমত শাসন করেন তাঁরা। দ্বিতীয় সেশনে জোড়া উইকেট হারায় ভারত। মধ্যাহ্নভোজের পরই ফিরে যান রোহিত শর্মা। লাঞ্চের বিরতিতে ১০২ রানে অপরাজিত ছিলেন রোহিত। মাত্র এক রান যোগ করে বেন স্টোকসের বলে বোল্ড হন ভারত অধিনায়ক। ১৬২ বলে ১০৩ করে আউট হন রোহিত। পরের ওভারেই ফেরেন শুভমন গিল। ১৫০ বলে ১১০ রানে অ্যান্ডারসনের বলে বোল্ড হন তরুণ ব্যাটার। 

    সরফরাজ-পাড়িক্কল জুটি

    মধ্যাহ্নভোজের পরই দু”জন সেট ব্যাটারকে হারিয়ে সাময়িক সমস্যায় পড়ে ভারত। কিন্তু অভিষেকে ভরসা যোগালেন দেবদত্ত পাড়িক্কল। সরফরাজ খানের সঙ্গে জুটি বেঁধে চতুর্থ উইকেটে ৯৭ রান যোগ করেন। আগের দুই টেস্টে জাদেজাকে আগে পাঠানো হয়েছিল। কিন্তু এদিন পাঁচ নম্বরেই নামানো হয় সরফরাজকে। রাজকোট টেস্টের মতো আরও একটি আগ্রাসী ইনিংস উপহার দেন। একদিনের মেজাজে খেলেন। ৫৫ বলে অর্ধশতরানে পৌঁছে যান। তাতে ছিল ১টি ছয়, ৮টি চার। অভিষেক ম্যাচ খেলতে নামা পাড়িক্কল ৬৫ রান করেন।একটা সময় ভারতের ৪২৮ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল।

    মনে হচ্ছিল হয়তো শুক্রবারই শেষ হয়ে যাবে ভারতের ইনিংস। কিন্তু যশপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব মিলে ৪৫ রান যোগ করেছেন। কোনও অঘটন না ঘটলে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টও (India vs England) জেতা উচিত ভারতের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: কুলদীপ-অশ্বিনের ঘূর্ণি, ব্যাটে যশস্বী-রোহিত, ধর্মশালা টেস্টে দাপট ভারতের

    India vs England: কুলদীপ-অশ্বিনের ঘূর্ণি, ব্যাটে যশস্বী-রোহিত, ধর্মশালা টেস্টে দাপট ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মশালা টেস্টের প্রথম দিনেই এগিয়ে ভারত (India vs England)। কুলদীপ, অশ্বিনের ঘূর্ণির পর ব্যাট হাতে রোহিত, যশস্বী ও শুভমনের দাপটে দিশেহারা ইংল্যান্ড। বৃহস্পতিবার পঞ্চম টেস্টের শুরুতে কার্যত ভারতের স্পিন আক্রমণের সামনেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল  ইংল্যান্ডের তারকাখচিত ব্যাটিং লাইনআপ। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ভারতের রান ১ উইকেটে ১৩৫।  রোহিত ৫২ ও শুভমন ২৬ রানে ব্যাট করছেন। ইংল্যান্ডের থেকে ভারত এখনও ৮৩ রানে পিছিয়ে থাকলেও হাতে ৯ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে টিম ইন্ডিয়া।

    ভারতের স্পিনে বেহাল ইংল্যান্ড

    এদিন টস জিতে ভারতের (India vs England) বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং নিয়ে বড় রানের প্রত্যাশায় ছিল ইংল্যান্ড। শুরুটা ভালই হয়েছিল, কিন্তু কুলদীপের ধাক্কা সামলে উঠতে পারল না ব্রিটিশ ব্যাটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব। সেইসঙ্গে কেরিারের শততম টেস্টের মঞ্চে চার উইকেট শিকার রবিচন্দ্রন অশ্বিনের। ১৭৫ রানের মাথায় তিনটি উইকেট পড়ে ইংল্যান্ডের। তারপর ছিল শুধু যআওয়া-আসার পালা।

    যশস্বীর যাদু

    ইংল্যান্ডের (India vs England) ২১৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে রোহিত ও যশস্বী শুরু থেকে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে থাকেন।  কেউ তাড়াহুড়ো করেননি। বল দেখে খেলছিলেন। রোহিতকে বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল। মার্ক উডের বলে ছক্কাও মারেন তিনি। ধীরে ধীরে দলের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দুই ওপেনার। খেলা যত গড়াচ্ছিল, তত হাত খুলছিলেন যশস্বী। অর্ধশতরান করেন তিনি। প্রতিটা ম্যাচে নিজের গুরুত্ব প্রমাণ করছেন যশস্বী  (Yashasvi Jaiswal)। টেস্ট কেরিয়ারে ১ হাজার রান করে ফেললেন তিনি। সেই সঙ্গে এক টেস্ট সিরিজে ৭০০র বেশি রানও হয়ে গেল তাঁর।

    দেশের মাটিতে ইংল্যান্ড (India vs England) সিরিজে খেলছেন না বিরাট কোহলি (Virat Kohli)। এক সিরিজে সবচেয়ে বেশি রানের দিক থেকে কিং কোহলিকে টপকে গেলেন যশস্বী জয়সওয়াল। এ বার তাঁর সামনে শুধু কিংবদন্তি সুনীল গাভাসকর। ৫৭ করে আউট হয়েছেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এখনও অবধি করেছেন ৭১২ রান। দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করলেই গাভাসকরকে টপকে যাবেন যশস্বী। এর আগে ১৯৭১ সালে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এক টেস্ট সিরিজে সুনীল গাভাসকর করেছিলেন ৭৭৪ রান।

    আরও পড়ুন: নারী দিবসে মহিলাদের অনন্য সম্মান, লিঙ্গভেদ দূর করতে সক্রিয় বিআরও

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share