Tag: tour

  • D Gukesh: কালো ঘুঁটিতে খেলে কার্লসেনকে হারিয়ে ‘দুর্বল প্লেয়ার’ কটাক্ষের মোক্ষম জবাব দিলেন গুকেশ

    D Gukesh: কালো ঘুঁটিতে খেলে কার্লসেনকে হারিয়ে ‘দুর্বল প্লেয়ার’ কটাক্ষের মোক্ষম জবাব দিলেন গুকেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবারের বারবেলায় ফের একবার জাগরেবে গুকেশের (D Gukesh) কাছেই হারলেন নরওয়ের তারকা দাবাড়ু (Grand Chess Tour) ম্যাগনাস কার্লসেন। এই নিয়ে দ্বিতীয়বার কার্লসেনকে হারালেন বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ। সেই সঙ্গে জবাব দিলেন যাবতীয় কটাক্ষেরও। টুর্নামেন্ট শুরুর আগে কার্লসেনের কাছ থেকে ‘দুর্বল প্লেয়ার’ কটাক্ষ হজম করতে হয়েছিল গুকেশকে। এদিন সেই কটাক্ষের জবাবই দাবার ৬৪ খোপের লড়াইয়ে দিলেন ভারতীয় দাবাড়ু। গ্র্যান্ড চেস ট্যুরের জাগরেব এডিশনে সুপারইউনাইটেড ব়্যাপিড ২০২৫ দাবা চ্যাম্পিয়নশিপে কার্লসেনকে হারিয়ে সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়েছেন ভারতীয় দাবাড়ু গুকেশ। জাগরেবে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেলেন তিনি।

    এদিনের ম্যাচটা গুকেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ (D Gukesh)

    এদিনের ম্যাচটা গুকেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই প্রতিযোগিতার শুরুটা মোটেও ভালো হয়নি তাঁর। পোলান্ডের গ্র্যান্ডমাস্টারের কাছে প্রথম রাউন্ডে হেরে যান তিনি। পরের দু’রাউন্ডে জিতে ফের ফেরেন লড়াইয়ের ময়দানে। কার্লসেনের কাছে হেরে গেলে যে তিনি আরও পিছিয়ে পড়বেন, তা ভালো করেই জানতেন গুকেশ। তাই এদিন কার্লসেনকে মাত দিলেন তিনি।

    কার্লসেনকে গত মাসেই হারিয়েছিলেন

    বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেনকে গত মাসেই ব়্যাপিড অ্যান্ড ব্লিৎজ প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছিলেন গুকেশ (D Gukesh)। টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার পর কার্লসেন আর নামেন না বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্র্তিযোগিতায়। গতবার দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হন ভারতীয় দাবাড়ু গুকেশ। গত মাসে যখন কার্লসেনকে তিনি হারিয়েছিলেন, তখন নরওয়ের তারকা যেভাবে টেবিল চাপড়ে ছিলেন, তা দেখে মনে হচ্ছিল হয়তো এই হারটা তাঁর কাছে (Grand Chess Tour) অপ্রত্যাশিত ছিল। কিন্তু বৃহস্পতিবার ফের জাগরেবে গুকেশের কাছেই হারলেন কার্লসেন।

    এদিন কালো ঘুঁটি দিয়ে খেলা শুরু করেন ভারতীয় দাবাড়ু। কিছুক্ষণের মধ্যেই কার্লসেন পিছিয়ে পড়েন। শেষমেশ ৪৯টি দানের পর রিটায়ার করে নেন কার্লসেন। কিছুদিন আগেই গুকেশকে দুর্বল দাবাড়ু আখ্যা দিয়েছিলেন কার্লসেন। সেই কার্লসেনকেই পর পর দু’বার (Grand Chess Tour) হারিয়ে গুকেশ বুঝিয়ে দেন, আগামী দাবা বিশ্বের তারকা তিনিই। গুকেশ বলেন, “দেওয়ালে পিঠ ঠেকে গেলে কী করতে হয়, আমি জানি। তাই তখন জয়ের জন্য আমি সব কিছুই করি (D Gukesh)।”

  • PM Modi: ‘‘পাকিস্তানের উদ্দেশ্য ছিল ভারতে দাঙ্গা লাগানো’’, ভূস্বর্গে দাঁড়িয়ে বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: ‘‘পাকিস্তানের উদ্দেশ্য ছিল ভারতে দাঙ্গা লাগানো’’, ভূস্বর্গে দাঁড়িয়ে বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “পহেলগাঁওয়ে (Pahalgam Incident) মানবতা ও কাশ্মীরিয়তের ওপর আঘাত হেনেছে পাকিস্তান। তাদের উদ্দেশ্য ছিল ভারতে দাঙ্গা লাগানো এবং পরিশ্রমী কাশ্মীরিদের জীবিকা ব্যাহত করা। সেই কারণেই তারা পর্যটকদের ওপর আক্রমণ চালিয়েছে।”

    প্রধানমন্ত্রীর মুখে আদিলের কথা (PM Modi)

    শুক্রবার ভূস্বর্গে দাঁড়িয়ে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় মৃত্যু হয় স্থানীয় সহিস আদিল হুসেনের। এদিন কাশ্মীরের জনসভায় সেই আদিলের প্রসঙ্গও টানলেন প্রধানমন্ত্রী। বলেন, “কেউ ঘোড়া চালান, কেউ আবার গাইড – সকলকে শেষ করার ষড়যন্ত্র ছিল পাকিস্তানের। সন্ত্রাসবাদীদের সামনে রুখে দাঁড়ানো আদিলও তো ওখানে রোজগারের আশায় গিয়েছিল। পরিবারের মুখে দু’মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কাজ করত। সেই আদিলকেও মেরে দিয়েছে।” প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তান কাশ্মীরের পর্যটনের ওপর হামলা করেছে। এই পর্যটন থেকে জম্মু-কাশ্মীরের গরিব মানুষদের সংসার চলে, সেই পর্যটনকে নিশানা করেছে পাকিস্তান।” তিনি বলেন, “পর্যটন থেকে রোজগার বাড়ে। পর্যটন মানুষকে জোড়ে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে পড়শি দেশ মানবতাবিরোধী এবং পর্যটনবিরোধী। পহেলগাঁওয়ে ২২ এপ্রিল যা হয়েছে, এটা তার উদাহরণ।” এর পরেই তিনি বলেন, “পাকিস্তান পহেলগাঁওয়ে মানবতার ওপর আঘাত করেছে।”

    মোকাবিলা করবে মোদি

    প্রধানমন্ত্রী বলেন, “জম্মু-কাশ্মীরের যুব সমাজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য তৈরি। বছরের পর বছর সন্ত্রাসবাদের কারণে জম্মু-কাশ্মীরে অনেক ক্ষতি হয়েছে। সন্ত্রাসবাদের কারণে এখানকার মানুষ স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছিল। সন্ত্রাসবাদকেই নিজেদের ভাগ্য বলে মেনে নিতে শুরু করেছিল। তবে আমরা সেটা পাল্টে দিতে পেরেছি। এখন জম্মু-কাশ্মীরের যুব সমাজ স্বপ্ন দেখতে শুরু করেছে। শুধু তা-ই নয়, তা পূরণও করছে।” তিনি বলেন, “জম্মু-কাশ্মীরের বিকাশ বন্ধ হবে না। এখানকার যুব সমাজের স্বপ্নপূরণে যদি কোনও বাধা আসে, তবে সেই বাধার বিরুদ্ধে মোকাবিলা করবে মোদি।”

    প্রধানমন্ত্রীর মুখে প্রত্যাশিতভাবেই উঠে আসে (PM Modi) অপারেশন সিঁদুরের কথা। তিনি বলেন, “৬ মে রাতে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ওপর হামলা চলে। এখন পাকিস্তান যখনই অপারেশন সিঁদুরের নাম শুনবে, তখন তাদের সর্বনাশের কথা মনে পড়বে। পাকিস্তানি ফৌজ এবং সন্ত্রাসবাদীরা ভাবতে পারেনি পাকিস্তানের ভেতরে ঢুকে এভাবে হামলা চালাবে ভারত। ওরা যে সন্ত্রাসবাদের ইমারত তৈরি করেছিল, কয়েক মিনিটের মধ্যে তা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। গোটা বিশ্ব দেখেছে, পাকিস্তান কীভাবে (Pahalgam Incident) জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে (PM Modi)।”

LinkedIn
Share