মাধ্যম নিউজ ডেস্ক: ছত্রপতি শিবাজী মহারাজের (Shivaji Maharaj) বারোটি দুর্গ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেল। এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ। তিনি ইউনেস্কোর এই সিদ্ধান্তকে রাজ্যের জন্য এক গৌরবময় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।
দুর্গগুলির নাম কী কী?
প্রসঙ্গত, সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত হয় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৭তম বৈঠক। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় যে দুর্গগুলো স্থান পেয়েছে, সেগুলি হল— মহারাষ্ট্রের সালহের, শিবনেরি, লোহগড়, খান্দেরি, রায়গড়, রাজগড়, প্রতাপগড়, সুবর্ণ দুর্গ, পানহালা, বিজয়দুর্গ, সিন্ধুদুর্গ
এবং তামিলনাড়ুর জিঞ্জি দুর্গ (Shivaji Maharaj)।
মুখ্যমন্ত্রীর বিবৃতি
এই উপলক্ষে নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্টে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ লেখেন: “মহারাষ্ট্রের সকল নাগরিক এবং ছত্রপতি শিবাজী মহারাজের ভক্তদের আন্তরিক অভিনন্দন। মহারাষ্ট্র সরকার আমাদের প্রিয় ছত্রপতি শিবাজী মহারাজকে (Shivaji Maharaj) প্রণাম জানাচ্ছে।” তিনি আরও লেখেন, “শিবাজী মহারাজ স্বরাজ্য প্রতিষ্ঠার জন্য এই দুর্গগুলি নির্মাণ (UNESCO World Heritage List) করেছিলেন।” মুখ্যমন্ত্রী বলেন, “প্রথমত, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। তিনি আমাদের যে সমর্থন দিয়েছেন তা অত্যন্ত মূল্যবান। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ এবং সংস্কৃতি মন্ত্রক এই বিষয়ে প্রচুর সাহায্য করেছে। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ করেছি। উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত দাদা পাওয়ারও আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। আমাদের সংস্কৃতি মন্ত্রী অসীস সেলার ইউনেস্কোর মহাপরিচালকের সঙ্গে সরাসরি সাক্ষাতও করেছেন।”
উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিবৃতি
এ বিষয়ে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেন, “এই দুর্গগুলি ছত্রপতি শিবাজী মহারাজ (Shivaji Maharaj) এবং মারাঠা যোদ্ধাদের বীরত্ব ও ত্যাগের সাক্ষ্য বহন করে। এখন এই দুর্গগুলির ঐতিহাসিক উত্তরাধিকার সারা বিশ্বে পরিচিত হলো এবং সম্মান লাভ করলো।” তিনি এই বিষয়ে সক্রিয় সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীকে ধন্যবাদ জানান এবং মহারাষ্ট্রের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।