Tag: UNGA 80

  • UNGA 80: ভারতকে রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের দাবি রাশিয়ার

    UNGA 80: ভারতকে রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের দাবি রাশিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতকে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে (UNGA 80) স্থায়ী সদস্যপদের জন্য সমর্থন জানালো রাশিয়া। ভারতের দীর্ঘ দিনের দাবিতে পূর্ণ সমর্থন জানিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ৮০ তম সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে বিশ্বের দরবারে ভারতের জন্য সমর্থনকে আরেক নতুন মাত্রা যোগ করেছে মস্কো। ল্যাভরভ বলেন, “এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা থেকে প্রতিনিধিত্ব বাড়াতে ব্রাজিলের সঙ্গে ভারতের স্থায়ী আসনের আবেদনকে পূর্ণ সমর্থন জানায় রাশিয়া (Inida-Russai)।”

    প্রতিনিধিত্বমূলক সদস্যদের সংখ্যা বৃদ্ধির দাবি(UNGA 80)  

    রাশিয়ার (Inida-Russai) বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাষ্ট্রপুঞ্জের ৮০ তম সম্মেলনে বলেন, “নিরাপত্তার পরিষদের স্থায়ী (UNGA 80) সদস্য হিসেবে ব্রাজিল এবং ভারতের আবেদনকে সমর্থন কররা সময়ে এসে গিয়েছে। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ প্রতিষ্ঠার ৮০ বছর পূর্ণ হয়েছে। তাই নিরাপত্তা পরিষদকে আরও কার্যকর করতে প্রতিনিধিত্বমূলক সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন।” সেই সঙ্গে তিনি ইউএনও-র ভাষণে রাশিয়ার বিদেশমন্ত্রী এসসিও ও ব্রিকসের মতো ফোরামের উপর বিশেষ জোর দিয়েছেন। বিশ্বের উন্নয়নে বিশ্বের স্বার্থে সকলকেই এক সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। এই ভাবনার কথা বলে মত বিনিময় করেন।

    ভুটান-মরিশাসের দাবি

    উল্লেখ্য আগে মরিশাস এবং ভুটান ভারতের দীর্ঘদিনের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে এসেছে। মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুল বলেছিলেন, “ভারত এখন বিশ্বের বড় শক্তিধর দেশে পরিণত হয়েছে। বিশ্বের যে কোনও বিষয়ে গঠনমূলক শক্তির অধিকারী। আন্তর্জাতিক ভৌগলিক রাজনীতিতে প্রভাব ফেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” আবার ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেও ভারতকে সমর্থন করে বলেন, “রাষ্ট্রপুঞ্জের নিরপাত্তা পরিষদে (UNGA 80) ভারত ও জাপানের মতো যোগ্য দেশগুলিকে অন্তর্ভুক্ত করতে হবে।”

    হিংসা এবং হুমকির বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে

    রাষ্ট্রপুঞ্জের (UNGA 80) সম্মলেনে ভারতের তরফে যোগদান করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সভামঞ্চ থেকে বলেন, “ভারতের মানুষের পক্ষ থেকে নমস্কার। রাষ্ট্রপুঞ্জ গঠনের যে উদ্দেশ্যগুলি ছিল শুধু যুদ্ধ থামানো নয়, বরং শান্তি প্রতিষ্ঠা এবং শুধু অধিকার রক্ষা নয় বরং প্রতিটি মানুষের মর্যাদা রক্ষা করাও। অধিকার রক্ষার পাশাপাশি হিংসা এবং হুমকির বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে। সন্ত্রাসবাদের প্রতিরোধ করা বিশেষভাবে জরুরি।”

LinkedIn
Share