Tag: Uttarakhand

Uttarakhand

  • Chardham Yatra: প্রবল তুষারপাতে সাময়িকভাবে বন্ধ চারধাম যাত্রা! ফের কবে শুরু?

    Chardham Yatra: প্রবল তুষারপাতে সাময়িকভাবে বন্ধ চারধাম যাত্রা! ফের কবে শুরু?

    মাধ্যম নিউজ ডেস্ক: চারধাম যাত্রা (Chardham Yatra) আপাতত বন্ধ করল উত্তরাখণ্ড সরকার। উত্তর ভারত জুড়ে খারাপ আবহাওয়া এবং তুষারধসের জেরে আপাতত আর এগোতে দেওয়া হচ্ছে না পুণ্যার্থীদের। সূত্রের খবর, শ্রীনগরে আটকে দেওয়া হয়েছে তাঁদের। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের চামোলিতে ধস নেমেছে। বন্ধ করে দেওয়া হয়েছে বদ্রীনাথ হাইওয়ে। গাড়ি যাতায়াতের পথও সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। চামোলি পুলিশ জানিয়েছে, স্থানীয় বাজপুর এলাকায় ধস নামে। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে বদ্রীনাথ হাইওয়ে। এই পথ ধরেই তীর্থযাত্রীদের গাড়ি যায়। ফলে সেই রাস্তা খালি না হওয়া পর্যন্ত আটকে পড়েছেন যাত্রীরা। সকলেই বদ্রীনাথ এবং কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। খারাপ আবহাওয়ার জেরে শ্রীনগর থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। বহু মানুষের সঙ্গে সেখানে স্থানীয় প্রশাসনের তরফে রাতে থাকার বন্দোবস্তও করা হয়েছে। 

    যাত্রা শুরু কবে হল

    অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ গত ২২ এপ্রিল থেকে শুরু হয়েছে এ বছরের চারধাম যাত্রা (Chardham Yatra)। প্রতি বছর এই পবিত্র তিথিতেই শুরু হয় চারধাম যাত্রা (Chardham Yatra)। গঙ্গোত্রী, যমুনোত্রীর দরজা সেদিন থেকেই খুলে দেওয়া হয়েছে। কেদারনাথ ধামের দরজা খুলেছে গত ২৫ এপ্রিল থেকে। বদ্রীনাথে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হয়েছে গত ২৭ এপ্রিল থেকে।

    প্রবল তুষারপাত বদ্রীনাথে 

    এদিকে, বদ্রীনাথ ধামে প্রবল তুষারপাত চলছে। IMD-র পূর্বাভাস মোতাবেক ৩০ এপ্রিল এবং ১ মে বদ্রীনাথ এবং কেদারনাথে তুষারপাত চলবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চারধামের (Chardham Yatra) এই দুই ধামে যাত্রা বন্ধ রাখা হয়েছে। হাজার হাজার পুণ্যার্থী দর্শনের জন্য জোড়ো হয়েছিলেন। কিন্তু, আবহাওয়ার জেরে হতাশ হয়ে পড়েছেন সকলেই।

    ফের কবে শুরু হবে যাত্রা

    উত্তরাখণ্ড সরকার জানাচ্ছে, আবহাওয়া কিছুটা পরিষ্কার হলে আগামী ৪ মে থেকে ফের কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিতে পারেন পুণ্যার্থীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kedarnath Dham Shuts: শীতের শুরুতেই কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ 

    Kedarnath Dham Shuts: শীতের শুরুতেই কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ 

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতের মরসুম শুরু হতেই কেদারধামের দরজা বন্ধ করল মন্দির কর্তৃপক্ষ।ঐতিহ্য অনুসারে স্থানীয় বাদ্যযন্ত্র এবং ভক্তবৃন্দের বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে একাদশ জ্যোতির্লিঙ্গ কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ হল। আজ সকাল ৮ টা বেজে ২০ মিনিটে হিমালয়ের কোলে অবস্থিত মন্দিরটির দরজা বন্ধ করা হয়।

    আরও পড়ুন: কেদারনাথ মন্দিরে পুজো করলেন মোদি, শিলান্যাস করলেন রোপওয়ের 

    [tw]


    [/tw] 

    ভক্তবৃন্দরা বিশ্বাস করেন যে, মন্দিরের কপাট বন্ধ হয়ে যাবার পর ভগবান শিব শীতকালে ৬ মাস তপস্যায় মগ্ন থাকেন। সকাল ৮ টা বেজে ৩০ মিনিটে মন্দিরের গর্ভগৃহ থেকে  বিগ্রহটিকে বিশেষ ভাবে সজ্জিত করে  উখিমঠে ওকারেশ্বর মন্দিরে নিয়ে যাওয়া হয়।

    আরও পড়ুন: কার কথা রাখতে কেদারনাথ দর্শনে এই পোশাকে মোদি? 

    [tw]


    [/tw] 

    চলতি বছরের ৬ মে পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হয়েছিল কেদারনাথ মন্দিরের দরজা। পুণ্যলগ্ন দেখে সকাল ৬.২৫ মিনিটেই খুলে দেওয়া হয়েছিল মন্দির। গঙ্গোত্রী ধাম ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে, এদিন বন্ধ হয়েছে যমুনোত্রী ধামও।

    [tw]


    [/tw]  

    এর আগে ২৬ শে সেপ্টেম্বর কেদারনাথ মন্দিরটির গর্ভগৃহ সোনা দিয়ে সাজানো হয়েছে। গর্ভগৃহের দেওয়াল ও ছাদকে ৫৫০টি সোনার স্তর দিয়ে মোড়া হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kedarnath: এবারেও সেনাদের সঙ্গে দীপাবলী কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,দর্শন করবেন কেদার ও বদ্রীধাম

    Kedarnath: এবারেও সেনাদের সঙ্গে দীপাবলী কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,দর্শন করবেন কেদার ও বদ্রীধাম

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছরের মতো এবারেও দীপাবলীতে ভারতীয় সেনার সঙ্গে উৎসবে মাতবেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী হবার পর থেকেই দেশের সুরক্ষায় নিয়োজিত ভারতীয় সেনাদের সঙ্গে গত আট বছর ধরে দীপাবলী কাটিয়ে আসছেন।তার আগে পৌঁছে যাবেন কেদারনাথ (Kedarnath) ও বদ্রীনাথ  (Badrinath) তীর্থ দর্শনে।কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর কেদারনাথ (Kedarnath)  ও বদ্রীনাথ যাওয়ার খবর শোনা যাচ্ছিল। কিন্তু এর আগে প্রধানমন্ত্রী দফতর থেকে সরকারি সূত্রে কিছুই না জানানোয় প্রধানমন্ত্রী উওরাখন্ড সফর ঘিরে ধোঁয়াশা ছিল। 

    এবার সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ২১ অক্টোবর কেদারনাথে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দির পরিদর্শনের পর তিনি ওই একই দিনে বদ্রীনাথে যাবেন।কেদারনাথে  পুজো দেবেন তিনি। এছাড়াও কেদারনাথ প্রকল্পের (Kedarnath Project) কাজ পরিদর্শন করবেন। সেদিনই যাবেন বদ্রীনাথ মন্দির (Badrinath Temple) দর্শনে। বদ্রীনাথ মাস্টার প্ল্যানের (Badrinath Master Plan) কাজ ঘুরে দেখবেন। তবে ২৪ অক্টোবর প্রতিবারের মতো দিওয়ালি উৎসব উপভোগ করবেন ভারতীয় সেনার সঙ্গে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন।

    সেনাদের সঙ্গে দীপাবলী কাটাতে উত্তরাখণ্ডের (Uttrakhand) সীমান্ত সংলগ্ন গ্রাম মান্নাতে (Manna) যাবেন মোদি। সেখানকার  গ্রামবাসীদের সঙ্গেও সময় কাটাবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর  মোদী ২০১৪ সালে সিয়াচেন সফর দিয়ে দীপাবলিতে  সেনাদের সঙ্গে সময় কাটানো শুরু করেন। এর পর প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় দুবার সেনাদের সঙ্গে দীপাবলী উদযাপন করেছিলেন ২০১৯ এবং ২০২১ সালে। সংবাদ সূত্রে আরও জানা যাচ্ছে,কেদারনাথ, বদ্রীনাথ মন্দির আরতি-দর্শনের পাশাপাশি সড়ক পরিকাঠামোর উন্নয়নের জন্যও সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন প্রধানমন্ত্রী।

    এদিকে গুজরা্টের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে আগে থেকেই প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী। তাঁর নিজ রাজ্য গুজরাটে আজ ও কাল অর্থাৎ ১৯ ও ২০ সেপ্টেম্বর থাকবেন ।সেখানে ১৫ হাজার ৬৭০ কোটি টাকার একাধিক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। আজ, ১৯ তারিখে তিনি গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে ডেফএক্সপো ২০২২-র উদ্বোধন করবেন। এরপর মিশন স্কুলস অব এক্সিলেন্সের উদ্বোধনও করবেন তিনি। জুনাগড়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। রাজকোটেও একাধিক প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ২০ তারিখে তিনি গুজরাট থেকেই সূচনা করবেন মিশন লাইফের। এরপর কেভাদিয়ায় একটি সম্মেলনে যোগদান ও ভ্যারায় একাধিক প্রকল্পের সূচনা করবেন তিনি।

    প্রসঙ্গত, উৎসবের মরসুমে বড়োসড়ো নাশকতার হাত থেকে রক্ষা পেল রাজধানী দিল্লী। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) মঙ্গলবার পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং দিল্লী এই পাঁচটি রাজ্যের ৫০ টির বেশী স্থানে অভিযান চালিয়ে একজন আইনজীবী সহ দুজনকে গ্রেপ্তার করেছে। এনআইএ জানিয়েছে, অভিযানের সময় দিল্লির বাসিন্দা অ্যাডভোকেট আসিফ খান এবং হরিয়ানার রাজেশ ওরফে ‘রাজু মোতা’কে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাডভোকেট আসিফ খানের বাড়ি থেকে  গোলাবারুদ সহ চারটি অস্ত্র এবং কয়েকটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Uttarakhand Bus Accident: বিয়েবাড়ির যাত্রী বোঝাই বাস পড়ল উত্তরাখন্ডের খাদে

    Uttarakhand Bus Accident: বিয়েবাড়ির যাত্রী বোঝাই বাস পড়ল উত্তরাখন্ডের খাদে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ভয়াবহ দূর্ঘটনা উওরাখন্ডে তবে এবার দূর্ঘটনাটি ধসের(Avalanche) কারণে ঘটেনি। যাত্রী বোঝাই করে বিয়ে বাড়ি থেকে ফিরছিল বাসটি। মঙ্গলবার গভীর রাতে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।

    ডিজিপি (DGP) অশোককুমার জানান, বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিল যার মধ্যে একাধিক শিশুও ছিল। দূর্ঘটনায় কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পুলিশ আরও জানিয়েছেন বিয়ের জন্য বুক করা হয়েছিল বাসটি। যাত্রীরা সকলেই ছিলেন বিয়েতে আমন্ত্রিত। মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের পৌড়ী (Pauri) জেলার ধুমকোট থানার এলাকার রিখিনিখাল বিরনখাল মোটোর রোড-এর উপর সিমদি গ্রামের কাছে একটি ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি।

    আরও পড়ুন: সাইবার ক্রাইমের বিরুদ্ধে জোরালো অভিযান চালালো সিবিআই 

    খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ধুমকোট (Dhumakot) থানার পুলিশ। জানানো হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরকেও।তাদের সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগাতন স্থানীয়রাও। এর পর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও এসে পৌঁছয়।অন্ধকারের কারণে এবং আলোর কোনও বন্দোবস্ত না থাকায় উদ্ধারকাজে সমস্যা হয়।দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রাতেই রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরে পৌঁছন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami), আধিকারিকদের কাছ থেকে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন তিনি।

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করেছেন যে দুর্ঘটনায় মৃত্যুতে তিনি দুঃখপ্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

    [tw]


    [/tw]

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় দুর্ঘটনাটিকে “হৃদয়বিদারক” বলে অভিহিত করেছে এবং সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

    [tw]


    [/tw]

    উওরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন রাজ্য সরকার দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সবরকম ভাবে থাকার আশ্বাস দিয়েছেন।

    [tw]


    [/tw]

    দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী (Defence Minister) রাজনাথ সিংও।

    [tw]


    [/tw]

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Uttarakhand avalanche: ভয়াবহ তুষারধস! অল্পের জন্য রক্ষা পেল কেদারনাথ মন্দির

    Uttarakhand avalanche: ভয়াবহ তুষারধস! অল্পের জন্য রক্ষা পেল কেদারনাথ মন্দির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়ঙ্কর তুষারপাত (Massive avalanche) নামল কেদারনাথ (Kedarnath) ধামে। শনিবার সকালে কেদারনাথ ধামের পিছনে বড়সড় তুষারপাত ঘটলেও মন্দিরের (Temple) কোনও ক্ষতি হয়নি। এই নিয়ে একমাসের (One Month) ব্যবধানে দ্বিতীয়বার ভেঙ্গেছে মন্দিরের পিছনে থাকা বিশাল হিমবাহটি (Glacier) এবং দূর থেকে জলাশয়ের মতো দেখাচ্ছে এটি। শনিবারের তুষারপাতের জেরে ফের ফিরে এল ২০১৩ সালের সেই ভয়ানক বিপর্যয়ের স্মৃতি।

    আরও পড়ুন: নয়া সংসদ ভবনের উপরে স্থাপিত জাতীয় প্রতীক কোনও আইন লঙ্ঘন করেনি! জানুন কী বলল আদালত? 

    কেদারনাথ ধামের পিছনে তুষারপাতের ঘটনার পর থেকে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। কেদারনাথে বসবাসকারী লোকজনকে সতর্ক করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই ট্যুইটারে (Twitter) একটি ভিডিও শেয়ার করেছেন।ভিডিওতে দেখা যাচ্ছে কেদারনাথ ধামের পিছনের এক হিমবাহ থেকে দ্রুত গতিতে বরফ গড়িয়ে পড়ছে।

    [tw]


    [/tw] 

     এদিনই প্রবল তুষারপাতে উত্তরকাশীতে বিহারের চারজন তীর্থযাত্রী আটকে পড়েছেন। উল্লেখ্য যে এলাকায় তীর্থযাত্রী (pilgrim) আটকে পড়েছেন সেই অঞ্চলটি কেদারনাথ মন্দির থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। গত ২৩ সেপ্টেম্বরও কেদারনাথ ধামের কাছে একটি তুষারপাত হয়েছিল। সেবার কেদারনাথ ধামের পিছনে চারাবাড়ি হিমবাহে তুষারপাত হয়েছিল। ফের তুষারপাত ঘটায় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

    প্রসঙ্গত ২০১৩ সালের তুমুল বৃষ্টির ফলে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যার ও ভূমিধসে রাস্তাঘাট ও সেতু ভেসে যাওয়ায় প্রায় কেদারনাথ ধামে প্রায় ৫০ হাজার মানুষ আটকে পড়েন সেদিন। ভয়াবহ বন্যায় কেদারনাথ অঞ্চলে মোট ৩,০৭৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Haldwani Violence: হলদোয়ানির হিংসায় ধৃত ৩০, “দেবভূমির পবিত্রতা নষ্ট করা যাবে না”, বললেন ধামি

    Haldwani Violence: হলদোয়ানির হিংসায় ধৃত ৩০, “দেবভূমির পবিত্রতা নষ্ট করা যাবে না”, বললেন ধামি

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবারের হিংসার পর কেটে গিয়েছে আরও দুদিন। এখনও থমথমে উত্তরাখণ্ডের হলদোয়ানি এলাকা (Haldwani Violence)। ফের অশান্তির আশঙ্কায় কাঁটা বনভুলপুরার বাসিন্দারা। ভয়ে তল্পিতল্পা গুটিয়ে ভিটে ছাড়ছেন অনেকে। যাঁদের সে উপায় নেই, তাঁরা রয়েছেন ঘরে সিঁটিয়ে।

    গ্রেফতার ৩০

    হিংসার ঘটনায় রবিবার বিকেল পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩০ জনকে। এদিকে, রাজ্য সরকারের তরফে আরও মিলিটারি ফোর্স মোতায়েন করতে বলা হয়েছে কেন্দ্রকে। বনভুলপুরা এলাকায় এখনও জারি রয়েছে কারফিউ। কয়েকটি এলাকায় দোকানদানি খুলেছে। ইন্টারনেট পরিষেবাও মিলছে। ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। রবিবার তিনি (Haldwani Violence) বলেন, “দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” মুখ্যমন্ত্রী বলেন, “হলদোয়ানিতে দুষ্কৃতীরা মহিলা পুলিশ আধিকারিকদের সঙ্গেও অশালীন আচরণ করেছে। দুর্ব্যবহার করেছে সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গেও। দুষ্কৃতীরা তাঁদের জীবন্ত পুড়িয়ে মারতে চেয়েছিল। দেবভূমির পবিত্রতা নষ্ট করতে দেওয়া হবে না কোনওভাবেই। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

    হিংসার নেপথ্যে

    প্রসঙ্গত, হলদোয়ানিতে সরকারি জমি দখল করে মাদ্রাসা ও মসজিদ তৈরি করার অভিযোগ উঠেছিল। সেগুলি তুলে দিতে পদক্ষেপ করেছিল উত্তরাখণ্ড সরকার। ওই মাদ্রাসা ও মসজিদকে বেআইনি নির্মাণ বলে ঘোষণা করে স্থানীয় প্রশাসন। এর পরেই আদালতের নির্দেশে ওই নির্মাণ দুটি ভাঙতে যায় পুলিশ-প্রশাসন। তখনই ছড়ায় হিংসা। পুলিশের ওপর হামলা চালায় স্থানীয়দের একটা বড় অংশ। পুলিশকর্মী, পুরসভার কর্মীদের লক্ষ্য করে ছোড়া হয় পাথর। হামলায় জখম হয়েছেন পুলিশের কয়েকজন কর্মী। জখম হয়েছেন সংবাদ মাধ্যমের কর্মীরাও। আগুন লাগিয়ে দেওয়া হয় বাইক এবং গাড়িতে।

    আরও পড়ুুন: সুবক্তা, দলের একনিষ্ঠ সৈনিক শমীক ভট্টাচার্যকেই রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ কর্মী। দেরাদুন, হরিদ্বার ও উধম সিংহ নগরেও ব্যবস্থা করা হয়েছে কড়া নজরদারির। গঠন করা হয়েছে টাস্কফোর্স। প্রশাসন জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণে। দোষীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ভয়ে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যাচ্ছেন স্থানীয়দের অনেকেই। ঘটনার খবর পেয়ে শুক্রবারই হলদোয়ানি এলাকায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মহিলা পুলিশ আধিকারিক সহ যাঁরা জখম হয়েছেন, তাঁদের সঙ্গে কথাও বলেন (Haldwani Violence) তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Uttarakhand: অবৈধ মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে অশান্ত উত্তরাখণ্ড, মৃত ৪, আহত ২৫০, জারি কারফিউ

    Uttarakhand: অবৈধ মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে অশান্ত উত্তরাখণ্ড, মৃত ৪, আহত ২৫০, জারি কারফিউ

    মাধ্যম নিউজ ডেস্ক: অবৈধ মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে অশান্তি দেবভূমিতে। উত্তরাখণ্ডের (Uttarakhand) হলদওয়ানিতে গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হয়েছে চারজনের এবং আহত হয়েছেন ২৫০ জনেরও বেশি। যার মধ্যে ১০০-র বেশি পুলিশকর্মীই রয়েছেন। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। মুখ্যসচিব, রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকরা, গোয়েন্দা বিভাগের কর্তারা এই বৈঠকে যোগ দেন।

    বৃহস্পতিবার দুপুরের ঘটনা

    বৃহস্পতিবার, হাইকোর্টের নির্দেশে দুপুর নাগাদ হলদওয়ানি পৌরসভার আধিকারিকরা বনভুলাপুরা থানার কাছে অবৈধভাবে (Uttarakhand) নির্মিত একটি মাদ্রাসাকে ভাঙতে যায়, তখন থেকেই অশান্তির সূত্রপাত হয়। এই সময়ে স্থানীয় লোকজন পুলিশ অফিসারদের দিকে পাথর ছুড়তে শুরু করে। এমনকী, পুলিশকে লক্ষ্য করে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিও চালানো হয় বলে অভিযোগ। ওই গোটা এলাকাটা মুসলিম অধ্যুষিত ছিল। এর ফলে অসংখ্য পুলিশ কর্মী আহত হন। ঘটনায় পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়।

    এলাকায় চলছে কারফিউ, বন্ধ থাকবে স্কুল

    একটি ট্রান্সফর্মারে আগুন লাগিয়ে দেওয়া হয়, যার ফলে আশেপাশের  বিদ্যুৎপরিষেবা বন্ধ হয়ে যায়। জানা গিয়েছে, ইতিমধ্যে সেখানে কারফিউ জারি করা হয়েছে এবং কেবলমাত্র জরুরী চিকিৎসার ক্ষেত্রেই মানুষজনকে বাইরে বেরনোর অনুমতি দেওয়া হয়েছে। বাকি সরকারি নির্দেশ মতো, এলাকাবাসীকে বাড়িতেই থাকতে বলা হয়েছে। দেখামাত্র গুলি করার (Uttarakhand) নির্দেশ দেওয়া হয়েছে। নৈনিতালের জেলাশাসক ইতিমধ্যে জানিয়েছেন যে, গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং রয়েছে তাঁদের কাছে। দোষীদের চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি জানিয়েছেন যে শুক্রবারে হলদওয়ানির সমস্ত স্কুল বন্ধ থাকবে।

    আরও পড়ুন: কী ছিল, কী হল! গত ১০ বছরে মোদি সরকারের অর্থনীতির শ্বেতপত্রে বিধ্বস্ত কংগ্রেস

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Uniform Civil Code: দেশে প্রথম! উত্তরাখণ্ড বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি, কী রয়েছে তাতে?

    Uniform Civil Code: দেশে প্রথম! উত্তরাখণ্ড বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি, কী রয়েছে তাতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশকে নয়া দিশা দেখাতে চলেছে দেবভূমি। বুধবার উত্তরাখণ্ডের বিধানসভায় (Uttarakhand) পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)। উত্তরাখণ্ড বিধানসভায় চার দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। গত ৫ ফেব্রুয়ারি থেকে সেই অধিবেশন শুরু হয়েছিল। বুধবার ছিল তার শেষ দিন। এদিনই উত্তরাখণ্ডের বিজেপি সরকার এই বিল পাশ করে। এবার রাজ্যপালের কাছে বিলটি অনুমোদনের জন্য পাঠানো হবে। রাজ্যপাল এই বিলে সাক্ষর করলেই আইনে পরিণত হবে এই বিল। 

    সমানাধিকারের আইন

    উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি পাশ হওয়ার পরই একাধিক রাজ্য, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি অভিন্ন দেওয়ানি বিধি পাশ করার আগ্রহ দেখিয়েছে। আগামী অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি আনতে পারে রাজস্থান সরকারও। এই বিল পাশের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, ‘‘এই আইন সমানাধিকারের কথা বলে। এটি কারও বিরুদ্ধে নয়। এই আইন মহিলাদের জন্য, যাঁরা সমাজে পদে পদে সমস্যার সম্মুখীন হন। এটি তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী ধামি বলেন, “এই বিল কারোর বিরুদ্ধে নয়, বরং সকলের মঙ্গলের জন্যই আনা হয়েছে। বিশেষ করে মহিলারা এতে উপকৃত হবেন। বিবাহ, বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকারের মতো বিষয়ে সকলকে সমান অধিকার দেওয়া হবে। বিশেষ করে মহিলারা যে বঞ্চনার শিকার হতেন, তা এই আইন কার্যকর হলে দূর হবে।”

    আরও পড়ুন: মায়ানমার নিয়ে যৌথ পদক্ষেপের ঘোষণা, বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক ডোভালের

    কী আছে এই আইনে

    অভিন্ন দেওয়ানি বিধিতে সব ধর্মের মানুষের জন্য বিয়ে, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত এক এবং অভিন্ন আইন প্রচলনের কথা বলা হয়েছে। সূত্রের খবর, সুপারিশের খসড়ায় ধর্ম নির্বিশেষে পুরুষদের বহুবিবাহ বন্ধ এবং একত্রবাস নথিভুক্ত করার আইনের কথা বলা হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি অনুযায়ী, যদি কোনও যুগল ‘একত্রবাস’ বা ‘লিভ-ইন’ করতে চান, তবে অবশ্যই পুলিশ বা জেলা আধিকারিকদের অনুমতি নিতে হবে। আর যদি তাঁদের বয়স ২১ বছরের নীচে হয়, তবে বাবা-মায়ের সম্মতির প্রয়োজন। ধর্ম নির্বিশেষে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ এবং ছেলেদের ক্ষেত্রে ২১ বছর করা হয়েছে। সেই সঙ্গে ‘রেজিস্ট্রি বিবাহ’ বাধ্যতামূলকের কথা বলা হয়েছে এই বিধিতে। উত্তরাখণ্ডে যে অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে, তাতে নিষিদ্ধ করা হয়েছে বহুবিবাহ। বহুগামিতাও নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। একই পরিবারের মধ্যে বিয়ে নিষিদ্ধ হয়েছে। এছাড়া সম্পত্তিতে পুত্র ও কন্যা সন্তানের সমান অধিকার, বৈধ ও অবৈধ সন্তানের সমান অধিকারের কথাও বলা হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • UCC: অভিন্ন দেওয়ানি বিধির পথ চলা শুরু হচ্ছে উত্তরাখণ্ড থেকে!

    UCC: অভিন্ন দেওয়ানি বিধির পথ চলা শুরু হচ্ছে উত্তরাখণ্ড থেকে!

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডেই ‘ডেবিউ’ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি (UCC)! নতুন বছরের মাঝ-এপ্রিলে হতে পারে লোকসভা নির্বাচন। তার আগেই দীর্ঘদিনের প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে বিজেপি। জম্মু-কাশ্মীর থেকে প্রত্যাহৃত হয়েছে ৩৭০ ধারা। রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতিও পূরণ হতে চলেছে জানুয়ারির ২২ তারিখে। গেরুয়া শিবির সূত্রে খবর, পদ্ম শিবির এবার মনোনিবেশ করতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি লাগুর বিষয়ে।

    কোথায় লাগু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি?

    জানা গিয়েছে, নতুন বছরের গোড়ায়ই অভিন্ন দেওয়ানি বিধি লাগু করতে চলেছে উত্তরাখণ্ড সরকার। তার পর একে একে এই আইন লাগু হবে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, মহারাষ্ট্র, অসম, ত্রিপুরা এবং মণিপুরে (UCC)। বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। গত বছর নির্বাচনে জয়ের পরেই রাজ্যে এই আইন লাগু করতে উদ্যোগী হন তিনি।

    আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে কমিটি

    এই বিধি কার্যকরের আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটিও গড়েছিল ধামী সরকার। সরকার জানিয়েছিল, সব ধর্মের মানুষের জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি ও উত্তরাধিকার সংক্রান্ত একই আইন প্রচলনের রূপরেখা তৈরি করবে ওই কমিটি। দেশাই ছাড়াও কমিটিতে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, সমাজকর্মী মনু গৌড়, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শত্রুঘ্ন সিংহ এবং দুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরেখা ডাঙ্গওয়াল। এই কমিটি অভিন্ন দেওয়ানি বিধি লাগুর বিষয়ে উত্তরাখণ্ডের ২ লক্ষ ৩০ হাজার মানুষের মতামত নিয়েছে। যাঁদের মতামত নেওয়া হয়েছে তাঁরা সমাজের বিভিন্ন অংশের মানুষ।

    আরও পড়ুুন: বিজেপির চাপেই কি হিজাব নিয়ে ঢোঁক গিলল কর্নাটকের কংগ্রেস সরকার?

    বিজেপি শাসিত রাজ্যগুলিতে অভিন্ন দেওয়ানি বিধি লাগুর পাশাপাশি কেন্দ্রীয় স্তরেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে সক্রিয়তা। গত ১৪ জুন ২২তম আইন কমিশনের তরফে অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল বিভিন্ন ধর্মীয় সংগঠন ও আমজনতার। এই জনমত সংগ্রহের সময়সীমা প্রথমে দেওয়া হয়েছিল এক মাস। পরে কয়েক দফায় বৃদ্ধি করা হয়েছে এর মেয়াদ (UCC)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     

     

  • Uttarakhand Tunnel Rescue: শ্রমিক হয়ে উত্তরকাশীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সৌভিক! বেআব্রু বাংলার হা-শিল্প দশা

    Uttarakhand Tunnel Rescue: শ্রমিক হয়ে উত্তরকাশীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সৌভিক! বেআব্রু বাংলার হা-শিল্প দশা

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য শেষ হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। ফি বার ঘটা করে জনগণের টাকায় হচ্ছে মোচ্ছব। রাজ্যবাসীর আইওয়াশ করতে সই হয় মউ-ও। সেসবই যে আসলে ধোঁকা, তা বেআব্রু করে দিলেন উত্তরকাশীর সুড়ঙ্গে (Uttarakhand Tunnel Rescue) আটকে পড়া বাংলার এক শ্রমিকের পরিবার। বিষয়টি তাহলে খোলসা করেই বলা যাক।

    ‘বাংলায়ই কাজ করুক ছেলে’

    স্কুলের পাঠ চুকিয়ে ইলেকট্রিকেলে ডিপ্লোমা করেছিলেন সৌভিক পাখিরা। হুগলির পুরশুড়ার এই তরুণ তার পরেও চাকরি পাননি। চাষবাস করতেন। শেষমেশ কাজ পান উত্তরাখণ্ডের উত্তরকাশীতে, সুড়ঙ্গ শ্রমিক হিসেবে। সেখানেই আরও ৪০ জন শ্রমিকের সঙ্গে টানা সতের দিন সুড়ঙ্গ-বাস করতে বাধ্য হয়েছিলেন তিনি। সুড়ঙ্গ থেকে বের হয়েছেন সৌভিক। তবে বাড়িতে ফেরেননি। সৌভিকের মায়ের অভিযোগ, বাংলায় কাজ নেই বলেই বাধ্য হয়ে বাইরে যেতে হয়েছে তাঁর ছেলেকে। তবে আর পাঁচজন বাঙালি মায়ের মতোই তিনিও চান, বাংলায়ই কাজ করুক লেখাপড়া জানা ছেলে। কোচবিহারের তুফানগঞ্জের মানিক তালুকদারও টানা সতের দিন আঁধার-বাস (Uttarakhand Tunnel Rescue) করেছেন সুড়ঙ্গে। তাঁর পরিবারেরও আক্ষেপ, রাজ্যে কাজ থাকলে বাইরে যেতে হত না মানিককে।

    রাজ্যের শিল্প-চিত্রকে আক্রমণ তথাগতর

    রাজ্যের দু’ প্রান্তের এই দুই তরুণের করুণ কাহিনিটাই বস্তুত এ রাজ্যের শিল্প-চিত্র। ২০১১ সালে বাম-শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের কুর্সি দখল করে তৃণমূল কংগ্রেস। তার পর থেকে শিল্প-শিল্প করে ধুয়ো তোলা হয়েছে বারংবার। তার পরেও শিল্প হয়নি বলে অভিযোগ। শিল্প হবে বলে জনগণের করের টাকায় ২০১৫ সাল থেকে প্রতি বছর নিয়ম করে হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। লক্ষ্মী ধরতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ষদদের (বিরোধীদের ভাষায় স্তাবক) নিয়ে ১২ দিন কাটিয়ে এসেছেন বিদেশে। তার পরেও লক্ষ্মীলাভ হয়নি রাজ্যের। অগত্যা রাজ্যের হা-শিল্প দশা ঘোঁচাতে মুখ্যমন্ত্রী চপকেও (নিন্দুকরা বলছেন ঢপের চপ) শিল্পের মর্যাদা দিয়েছেন। তিনি একবারও ভেবে দেখলেন না, প্রতি ঘরেই যদি তরুণরা তেলেভাজার দোকান দেন, তাহলে কিনবে কে?

    নিতান্তই নিরুপায় হয়ে তাই বাংলার তরুণদের খাটতে যেতে হচ্ছে তামাম ভারতে। পেটভর্তি বিদ্যে নিয়ে কেউ খাটছেন জন, কেউ বা সুড়ঙ্গ শ্রমিক। বিপদে পড়ে সেখান থেকে যাঁরা রাজ্যে ফিরছেন, তাঁরা কী করবেন? অতি কঠোর বাস্তব এই প্রশ্নটাই তুলে দিয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “সুড়ঙ্গ শ্রমিকরা তো অক্লান্ত চেষ্টার ফলে মুক্তি পেলেন। প্রশ্ন, এখন তাঁরা কী করবেন? তাঁদের পরিবারবর্গ বলছেন, তাঁদের আর রাজ্যের বাইরে যেতে দেবেন না। তাহলে কি তাঁরা মাননীয়ার ‘ডবল ডবল চাকরি’র ভরসায় বসে থাকবেন? নিউটাউনে বিনিয়োগ টেনে আনার যে কু-নাট্য অভিনীত হল, তার ওপর (Uttarakhand Tunnel Rescue) ভরসা করবেন?

    প্রাক্তন রাজ্যপালের এই প্রশ্নের উত্তর দেবেন কে?

    আরও পড়ুুন: নিয়োগকাণ্ডে ২ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share