Tag: Virat Kohli

Virat Kohli

  • T-20 world cup: কোহলির বদলে কোনও পাক ক্রিকেটার হলে ম্যাচটা হেরে যেত! বিরাট স্বীকারোক্তি কামরান আকমলের

    T-20 world cup: কোহলির বদলে কোনও পাক ক্রিকেটার হলে ম্যাচটা হেরে যেত! বিরাট স্বীকারোক্তি কামরান আকমলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতকে যে পরিস্থিতিতে থেকে বিরাট কোহলি ম্যাচ জিতিয়েছে, সেখানে পাকিস্তানের ক্ষেত্রে অন্য ক্রিকেটার হলে  ৩০-৪০ রানে হারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে কোহলির ইনিংসের ভূয়সী প্রশংসা করলেন কামরান আকমল। সঙ্গে বাবর আজমদের খোঁচা দিতেও ছাড়লেন প্রাক্তন পাক ক্রিকেটারটি।

    ঘোর এখনো কাটেনি ক্রিকেট বিশ্বের। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-twenty World Cup) আসরে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির (Virat Kohli) ম্যাচ জেতানো ইনিংস নিয়ে চর্চা অব্যাহত। গত রবিবার মেলবোর্নে এক রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে চার উইকেটে হারায় ভারত। জয়ের জন্য টিম ইন্ডিয়ার (Team India) প্রয়োজন ছিল ১৬০ রান। কিন্তু শুরুতেই রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্য কুমার যাদবরা ডাগ আউটে ফিরে যান।

    আরও পড়ুন: হটস্টারের ভিউয়ার্সে রেকর্ড! ভারত-পাকিস্তান ম্যাচে আবেগ -উন্মাদনায় ভাসল ক্রীড়াপ্রেমীরা

    দলের হাল ধরেন বিরাট কোহলি। হার্দিক পান্ডিয়াকে নিয়ে যোগ করেন ১১৩ রান। এই পার্টনারশিপি পাকিস্তানকে লড়াই থেকে ছিটকে দেয়। শেষ তিন ওভারে দুর্ধর্ষ ব্যাটিং করেন কোহলি। ঠান্ডা মাথায় কিভাবে শত্রুর ডেরায় সফল হামলা চালানো সম্ভব তা দেখিয়ে দিয়েছেন ভিকে। তার সেই অসাধারণ ইনিংসের প্রশংসা শোনা গিয়েছে, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের মুখে। কোহলিকে ভিনগ্রহের ক্রিকেটার রূপে তুলে ধরেছিলেন ওয়াসিম আক্রাম। এবার বাবর আজমদের খোঁচা দিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল বলেছেন, ‘ভারতকে যে পরিস্থিতিতে থেকে বিরাট কোহলি ম্যাচ জিতিয়েছে, সেখানে পাকিস্তানের ক্ষেত্রে অন্য ক্রিকেটার হলে  ৩০-৪০ রানে হারত। আমরা ওই চাপটা নিতেই পারতাম না। কোহলির এই ইনিংস বুঝিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটে ওই আসল রাজা। আমাদের বড় ক্রিকেটারদের বলবো সবাই যেন কোহলির এই ব্যাটিং বারবার দেখে। অনেক কিছু শেখার রয়েছে। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে কিভাবে কঠিন ম্যাচ বের করতে হয় সেটা দেখিয়ে দিল বিরাট কোহলি। ১৯ তম ওভারে রউফের বলে ব্যাক ফুটে ও যে ছক্কাটা মেরেছে তা সবার পক্ষে সম্ভব হবে না। ওটা বিরাট বলেই পেরেছে। ও কত বড় ব্যাটসম্যান সেটা আমরা আবার দেখতে পেলাম।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 World Cup: বিরাট-ব্যাটে মুগ্ধ ক্রিকেট বিশ্ব! পাক-বধে কোহলির ইনিংসে আপ্লুত শচীন থেকে যুবি

    T20 World Cup: বিরাট-ব্যাটে মুগ্ধ ক্রিকেট বিশ্ব! পাক-বধে কোহলির ইনিংসে আপ্লুত শচীন থেকে যুবি

    মাধ্যম নিউজ ডেস্ক: মেলবোর্নে টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) পাকিস্তানের বিরুদ্ধে ভারতের (India vs Pakistan) অবিশ্বাস্য জয়ের নায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ৫৩ বলে তাঁর সংগ্রহ অপরাজিত ৮২ রান। অতীতেও অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন কোহলি। তবে চাপের মুখে পাকিস্তানের মতো চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যেভাবে তিনি একা ম্যাচটা বের করেছেন, তা দেখে বিস্মিত ক্রিকেট মহল। শচীন তেন্ডুলকর, থেকে সুনীল গাভাসকর, সৌরভ  গঙ্গোপাধ্যায় থেকে ইয়ান বিশপ, প্রত্যেকেই কোহলির প্রশংসায় পঞ্চমুখ। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মার্ক ও ট্যুইটে জানান,

    দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ব্যাটসম্যান এবি ডি’ভিলিয়ার্সের সঙ্গে বিরাটের বন্ধুত্ব সকলেরই জানা। তাঁরা একসঙ্গে খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কঠিন সময়ে বার বার কোহলির পাশে দাঁড়াতে দেখা গিয়েছে এবি’কে।

    সুদিনেও বন্ধুর জয়গান শোনা গেল ডিভিলিয়ার্সের কণ্ঠে।

    কোহলিতে মুগ্ধ শচীন তেন্ডুলকর ট্যুইটবার্তায় জানান, ‘প্রশ্নাতীতভাবে এটাই যে তোমার জীবনের সেরা ইনিংস, সেটা বলার অপেক্ষা রাখে না। ১৯তম ওভারে রউফের বলে ব্যাকফুটে গিয়ে লং অন দিয়ে তোমার ছক্কা মারা দেখে আমি অভিভূত। তুমি এগিয়ে চলো।’

    হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমি বাকরুদ্ধ। বিরাট ভাইয়ের এই মহাকাব্যিক ইনিংসের বর্ণনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এটা আমার জীবনের অন্যতম একটি সেরা ম্যাচ।’

    যশপ্রীত বুমরাহের কথায়, ‘এই ম্যাচ ইতিহাসের পাতায় লেখা থাকবে। দুর্দান্ত খেলেছে ভারত। অনবদ্য ব্যাটিং বিরাট কোহলির।’

    ওয়েস্টইন্ডিজের প্রাক্তন বোলার ইয়ান বিশপ 

    অসি তারকা ব্র্যাড হগ জানান, 

     অস্ট্রেলিয়ার ব্যাটার মারনাস লাবুসানেও আপ্লুত কিং কোহলিকে দেখে


    দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ট্যুইট করে জানিয়েছেন

  • Virat Kohli Restaurant: কিশোর কুমারের বাড়িতে বিরাটের রেস্তোরাঁ! দেখালেন অন্দরমহলের এক ঝলক

    Virat Kohli Restaurant: কিশোর কুমারের বাড়িতে বিরাটের রেস্তোরাঁ! দেখালেন অন্দরমহলের এক ঝলক

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের সুপারস্টার ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) তাঁর ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। তবে আপনি জানেন কি বিরাট কোহলি ক্রিকেটের পাশাপাশি ব্যবসাতেও এগিয়ে রয়েছেন? বেশ কয়েকটি শহরে রয়েছে তাঁর ফুড চেইন ‘One8 Commune’। তবে মুম্বইতে তাঁর এই রেস্তোরাঁ ছিল না, তাই এবার মুম্বইতেও তাঁর রেস্তোরাঁ (Virat Kohli Restaurant) খোলার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর রেস্তোরাঁর জন্য বেছে নিয়েছে কিশোর কুমারের বাংলো ‘গৌরী কুঞ্জ’-কে।

    আরব সাগরের তীরে প্রয়াত কিশোর কুমারের বাংলোতে (Kishore Kumar’s Bunglow) বিরাট খুলে ফেললেন ঝাঁ চকচকে রেস্তোরাঁ (Virat Kohli Restaurant)। আবার এই রেস্তোরাঁর অন্দরমহলের দৃশ্য প্রথমবার সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের ঘুরে দেখালেন কোহলি। এদিন এটি ঘুরে দেখানোর সময় উপস্থিত ছিলেন সঞ্চালক মনীশ পলও। বিখ্যাত গায়ক কিশোর কুমারের জুহুর পুরনো বাংলো একসময় ‘গৌরী কুঞ্জ’ নামে পরিচিত ছিল। জানা গিয়েছে, কোহলি জুহুতে অবস্থিত এই বাংলোর একটা অংশ ৫ বছরের জন্য লিজ নিয়েছেন। সেখানেই গড়ে উঠেছে এই রেস্তোরাঁ।

    আরও পড়ুন: সামনে এবার শুধুই ক্রিকেটের ঈশ্বর! সচিনকে টপকে শীর্ষস্থান দখল করতে পারবেন বিরাট?

    এই রেস্তোরাঁ (Virat Kohli Restaurant) খোলার আগেই প্রথম ঝলক কোহলি তাঁর অনুরাগী সহ সকলকে দেখালেন। এদিন One8Commune-এর ইউটিউব ভিডিওতে, মণীশ পলকে সঙ্গে নিয়ে এই ট্যুর করেছেন। নিজেদের সাক্ষাৎকার পর্বে রেস্তোরাঁ সম্পর্কে বিরাট নিজের মনে কথা বলছেন। তিনি এদিন এই বাংলোর ব্যাপরে বলতে গিয়ে উল্লেখ করেন যে, তিনি কতটা বড় ভক্ত কিশোর কুমারের। বিরাট এদিন কিশোর কুমারের ‘মেরে মেহবুব কেয়ামত হোগি’ গানের কিছু লাইনও গেয়েছিলেন। এছাড়াও বিরাট বলেন, “তাঁর গানগুলো সত্যিই আমাকে স্পর্শ করে। যখনই কেউ আমাকে জিজ্ঞেস করতো, তুমি কার সঙ্গে দেখা করতে চাও, আমি সবসময় কিশোর দা-র নাম উল্লেখ করতাম। কারণ তিনি ক্যারিশম্যাটিক ছিলেন।”

    [insta]https://www.instagram.com/reel/CjU0G_yAPsK/?utm_source=ig_web_copy_link[/insta]

    এই রেস্তোরাঁ প্রথম নয়, কলকাতা, দিল্লি ও পুনে- তেও রয়েছে ফুড চেইন ‘One8 Commune’। এবারে তাই মুম্বইতেও খুলতে চলেছে এই রেস্তোরাঁ (Virat Kohli Restaurant)। এই নয়া রেস্তোরাঁটির উদ্বোধন হবে ৮ অক্টোবর।

  • Virat Kohli: সামনে এবার শুধুই ক্রিকেটের ঈশ্বর! সচিনকে টপকে শীর্ষস্থান দখল করতে পারবেন বিরাট?

    Virat Kohli: সামনে এবার শুধুই ক্রিকেটের ঈশ্বর! সচিনকে টপকে শীর্ষস্থান দখল করতে পারবেন বিরাট?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফর্মে ফেরার ইঙ্গিত মিলেছিল এশিয়া কাপের (Asia Cup) মঞ্চে। আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টি-২০ ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে না পারায় ফের তিনি সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন। কিন্তু চাপের মুখে জ্বলে ওঠাই নেশা কোহলির। হায়দরাবাদে তৃতীয় টি-২০ ম্যাচে ভারতের জয়ের অন্যতম কাণ্ডারি বিরাট। ৪৮ বলে করলেন অনবদ্য ৬৩। সূর্যকুমার যাদরে সঙ্গে জুটিতে যোগ করেন ১০৪ রান। যার সুবাদে ১৮৬ রান করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের কড়ি জোগাড় করে নেয় ভারত। 

    আরও পড়ুন: বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ নিয়ে ক্রিকেটকে বিদায় ঝুলনের

    বিরাট শুধু হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) সবচেয়ে বেশি রান করার তালিকায় ভারতীয় হিসেবে তিনি উঠে এলেন দ্বিতীয় স্থানে। পিছনে ফেললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। কোহলির সামনে এখন শুধু মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এখন দ্রাবিড়ের থেকে ১৪ রান বেশি বিরাট কোহলির। ৪৭১টি ম্যাচে ২৪০৭৮ রান করে ফেলেছেন কোহলি। গড় ৫৩.৬২। হাঁকিয়েছেন ৭১টি শতরানও। অন্যদিকে ৫০৪টি ম্যাচ খেলে রাহুল দ্রাবিড়ের ঝুলিতে ২৪০৬৪ রান। তাঁর ব্যাটিং গড় ৪৫.৫৭। আন্তর্জাতিক ক্রকেটে ৪৮টি শতরান রয়েছে দ্রাবিড়ের। তালিকায় সচিন তেন্ডুলকর অনেকটাই এগিয়ে। ৬৬৪টি ম্যাচে মাস্টার ব্লাস্টার করেছেন ৩৪৩৫৭ রান। ১০০টি শতরানের মালিক তিনি। ব্যাটিং গড় ৪৮.৫২। তালিকায় চতুর্থ স্থানে বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ৪২১টি ম্যাচে ৪১.৪২ গড়ে ১৮৪৩৩ রান করেছেন। ৩৮টি শতরানও রয়েছেন সৌরভের। ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Dhoni) রয়েছেন পঞ্চম স্থানে। ৫৩৫টি ম্যাচ খেলে মাহির সংগ্রহ ১৭০৯২ রান। ব্যাটিং গড় ৪৪.৭৪। ১৫টি শতরানও তাঁর নামের পাশে লেখা রয়েছে।

    আরও পড়ুন: ফেব্রুয়ারি-মার্চেই দেশের মাটিতে মহিলাদের আইপিএল! ইঙ্গিত বিসিসিআই সভাপতির

    এখন প্রশ্ন হল, বিরাট কোহলি কি পারবেন সচিন তেন্ডুলকরকে টপকে শীর্ষ স্থান দখল করতে? কথায় বলে, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই। তবে এটা দিনের আলোর মতো স্পষ্ট যে, সচিনকে টপকাতে হলে কোহলিকে আগামী কয়েক বছর জীবনের সেরা ফর্মে ব্যাট করতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virat Kohli: সামনে এবার শুধুই ক্রিকেটের ঈশ্বর! সচিনকে টপকে শীর্ষস্থান দখল করতে পারবেন বিরাট?

    Virat Kohli: সামনে এবার শুধুই ক্রিকেটের ঈশ্বর! সচিনকে টপকে শীর্ষস্থান দখল করতে পারবেন বিরাট?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফর্মে ফেরার ইঙ্গিত মিলেছিল এশিয়া কাপের (Asia Cup) মঞ্চে। আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টি-২০ ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে না পারায় ফের তিনি সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন। কিন্তু চাপের মুখে জ্বলে ওঠাই নেশা কোহলির। হায়দরাবাদে তৃতীয় টি-২০ ম্যাচে ভারতের জয়ের অন্যতম কাণ্ডারি বিরাট। ৪৮ বলে করলেন অনবদ্য ৬৩। সূর্যকুমার যাদরে সঙ্গে জুটিতে যোগ করেন ১০৪ রান। যার সুবাদে ১৮৬ রান করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের কড়ি জোগাড় করে নেয় ভারত। 

    আরও পড়ুন: বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ নিয়ে ক্রিকেটকে বিদায় ঝুলনের

    বিরাট শুধু হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) সবচেয়ে বেশি রান করার তালিকায় ভারতীয় হিসেবে তিনি উঠে এলেন দ্বিতীয় স্থানে। পিছনে ফেললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। কোহলির সামনে এখন শুধু মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এখন দ্রাবিড়ের থেকে ১৪ রান বেশি বিরাট কোহলির। ৪৭১টি ম্যাচে ২৪০৭৮ রান করে ফেলেছেন কোহলি। গড় ৫৩.৬২। হাঁকিয়েছেন ৭১টি শতরানও। অন্যদিকে ৫০৪টি ম্যাচ খেলে রাহুল দ্রাবিড়ের ঝুলিতে ২৪০৬৪ রান। তাঁর ব্যাটিং গড় ৪৫.৫৭। আন্তর্জাতিক ক্রকেটে ৪৮টি শতরান রয়েছে দ্রাবিড়ের। তালিকায় সচিন তেন্ডুলকর অনেকটাই এগিয়ে। ৬৬৪টি ম্যাচে মাস্টার ব্লাস্টার করেছেন ৩৪৩৫৭ রান। ১০০টি শতরানের মালিক তিনি। ব্যাটিং গড় ৪৮.৫২। তালিকায় চতুর্থ স্থানে বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ৪২১টি ম্যাচে ৪১.৪২ গড়ে ১৮৪৩৩ রান করেছেন। ৩৮টি শতরানও রয়েছেন সৌরভের। ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Dhoni) রয়েছেন পঞ্চম স্থানে। ৫৩৫টি ম্যাচ খেলে মাহির সংগ্রহ ১৭০৯২ রান। ব্যাটিং গড় ৪৪.৭৪। ১৫টি শতরানও তাঁর নামের পাশে লেখা রয়েছে।

    আরও পড়ুন: ফেব্রুয়ারি-মার্চেই দেশের মাটিতে মহিলাদের আইপিএল! ইঙ্গিত বিসিসিআই সভাপতির

    এখন প্রশ্ন হল, বিরাট কোহলি কি পারবেন সচিন তেন্ডুলকরকে টপকে শীর্ষ স্থান দখল করতে? কথায় বলে, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই। তবে এটা দিনের আলোর মতো স্পষ্ট যে, সচিনকে টপকাতে হলে কোহলিকে আগামী কয়েক বছর জীবনের সেরা ফর্মে ব্যাট করতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Anushka – Virat: “ভীষণ মিস করছি…”, বিরাটের উদ্দেশে ভালোবাসায় ভরা পোস্ট অনুষ্কার

    Anushka – Virat: “ভীষণ মিস করছি…”, বিরাটের উদ্দেশে ভালোবাসায় ভরা পোস্ট অনুষ্কার

    মাধ্যম নিউজ ডেস্ক: এর আগেও বিরাট – অনুষ্কাকে (Anushka – Virat) একে অপরকে প্রকাশ্যে প্রেম নিবেদন করতে একাধিকবার দেখা গিয়েছে। এবারও অনুষ্কাকে তাঁর স্বামীর জন্য একটি আদুরে ছবি ও ক্যাপশন শেয়ার করতে দেখা গেল। আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হতে শুরু হয়েছে ও এটি তাঁদের অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে।  

    ২০২২ সালের এশিয়া কাপ বিরাট কোহলির জন্য ভালোই ছিল। ভারতের হয়ে সবচেয়ে বেশি নম্বর তোলা দ্বিতীয় ব্যাটার তিনি। তবে এশিয়া কাপে (Asia Cup 2022)সুপার ফোর থেকে ছিটকে বেরিয়ে যেতে হয় তাঁদের। দুটো অর্ধশতরান ও একটি শতরান দিয়ে তিনি আবার তাঁর ফর্মে ফিরে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। বহু প্রতীক্ষিত ৭১ তম শতরানের পর বিরাটের উপর তাঁর ভক্তদের আরও আশা বেড়ে গিয়েছে। তাই ভারতীয় ক্রিকেট দলের এখন একমাত্র লক্ষ্য টি২০ বিশ্বকাপ।

    আরও পড়ুন: বৃষ্টির দিনে মুম্বইয়ের রাস্তায় স্কুটি চালিয়ে ঘুরছেন বিরুষ্কা, কিন্তু চললেন কোথায়?

    তবে এশিয়া কাপে তাঁর সাফল্যের পেছেনে একজনেরই অবদান রয়েছে এমনটা জানিয়েছিলেন বিরাট, তিনি আর কেউ নন, তিনি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। কঠিন পরিস্থিতিতে অনুষ্কা তাঁর পাশে থাকার জন্যই তিনি সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন। এশিয়া কাপ চলাকালীন অনুষ্কা বিরাটের পাশে থাকতে পারেননি। তিনি বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং-এর জন্য লন্ডনে আছেন। তাই এশিয়া কাপের পর অনুষ্কার শর্মার সঙ্গে দেখা করতে বিরাট গিয়েছিলেন লন্ডন। তবে সেখানে গিয়ে বেশি দিন থাকা হয়নি তাঁদের। কারণ সামনেই বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবেন। ফলে বর্তমানে তিনি মোহালিতে জাতীয় দলের সঙ্গে রয়েছেন।

    কিন্তু দেশে ফিরতে না ফিরতেই মিস করতে শুরু করেছেন তাঁর ‘বেটারহাফ’। তাই এবার বিরাটের উদ্দেশে লন্ডন থেকে বিশেষ বার্তা দিলেন অনুষ্কা। দুজনে দুই দেশে থাকায় একে অপরকে মিস করছেন, আর তা নিয়েই অনুষ্কা ইন্সটাগ্রামে তাঁদের একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, “গোটা দুনিয়াটাই উজ্জ্বল হয়ে ওঠে, অনেক মজাদার হয়ে ওঠে, সবমিলিয়ে অনেক অনেক সুন্দর হয় এই মানুষটার সঙ্গে থাকলে, তা সে বায়ো বাবেলে হোটেলের ঘরেই থাকা হোক না কেন।“ এরপর তিনি #MissingHubby লেখেন। তাঁর এই পোস্টটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

    [insta]https://www.instagram.com/p/CinhRc1skDW/?igshid=MTA0ZTI1NzA=[/insta]

    প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার নিজের বরের প্রতি ভালোবাসা জানানো, এই ব্যাপারটা মন কেড়ে নিয়েছে তাঁর অনুরাগীদের। বিরাট তাঁর উত্তরে কমেন্টে লাভ ইমোজি দিয়েছেন। এছাড়াও এই ছবিটিতে বলিউডের অনেক তারকা যেমন রণবীর সিং, জোয়া আখতার  রেড হার্ট ইমোজি দিয়েছেন এবং বিরুষ্কার অনুরাগীরাও কমেন্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • IND vs AUS 1st T20: আজ মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০, জেনে নিন কখন, কোথায় দেখতে পারবেন ম্যাচ

    IND vs AUS 1st T20: আজ মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০, জেনে নিন কখন, কোথায় দেখতে পারবেন ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আগে আজ, মঙ্গলবার থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামছে মেন ইন ব্লু। ভারতঅস্ট্রেলিয়া (India vs Australia) টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১৩টি ম্যাচে জিতেছে ভারত ও ৯টি ম্যাচে জিতেছে অজিরা। অমীমাংসিত ১টি ম্যাচ। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামতে বদ্ধপরিকর রোহিত শর্মার দল। অন্যদিকে, নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে এক দিনের সিরিজে হারিয়ে ভারত সফরে এসেছে অস্ট্রেলিয়া। তাই জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

    ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারতকে খালি হাতে ফিরতে হলেও ফর্ম ফিরে পেয়েছেন বিরাট। রাহুল দ্রাবিড়কে (২৪০৬৪) ছাড়িয়ে আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার জন্য বিরাট কোহলির (২৪০০২) আজ প্রয়োজন ৬৩ রান। তাই বিরাটের সামনে আজ রেকর্ড গড়ার হাতছানি। এশিয়া কাপের শেষের ম্যাচগুলিতে ভাল খেলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। চোটের কারণে এশিয়া কাপে খেলা হয়নি হর্ষল প্যাটেল, জসপ্রীত বুমরার। কুড়ি-বিশের বিশ্বকাপের আগে অজিদের বিরুদ্ধে এই সিরিজে জসপ্রীত ও হর্ষল বাইশ গজে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন। 

    আরও পড়ুন: এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

    ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচ শুরু আজ সন্ধ্যা  ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

    ম্যাচটি হবে মোহালিতে।

    ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টসে এবং মোবাইলে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। 

    ভারত বনাম অস্ট্রেলিয়া: সম্ভাব্য প্লেয়িং ১১

    ভারত (IND): রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, হর্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার

    অস্ট্রেলিয়া (AUS): অ্যারন ফিঞ্চ, জশ ইঙ্গলিস, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, ড্যানিয়েল সামস, জোশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virat Kohli:  এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

    Virat Kohli: এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: একেবারে রাজার মত ফিরলেন বিরাট (Virat Kohli)। অবশেষে বহু প্রতীক্ষিত সেঞ্চুরি এল বিরাটের ব্যাটে। সমালোচকদের মুখ বন্ধ করে নিজের ছন্দে ফিরে এলেন প্রাক্তন অধিনায়ক। কিন্তু এই সেঞ্চুরি আনতে বিরাট কোহলির সময় লেগে গেল ১০১৯ দিন! শেষ শতরান করেছিলেন ২০২০ সালের ২৩ নভেম্বর। বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে শেষবার শতরান করেছিলেন তিনি। তারপর থেকেই বিরাট অনুরাগীরা তাঁর ব্যাটে শতরান দেখার জন্য অপেক্ষায় বসেছিলেন।

    অবশেষে বিরাট অনুরাগীদের অপেক্ষার অবসান হল। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২২তে (Asia Cup 2022) আফগানিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ১০০ রান করলেন বিরাট কোহলি। ফলে তাঁকে নিয়ে আবার হইচই পড়ে গিয়েছে। বিরাট অনুরাগীদের মুখে এখন একটাই কথা, এবার হয়তো বিরাট সমালোচকরা তাদের যোগ্য জবাব পেয়ে গেছে। চলতি এশিয়া কাপে বিরাট কোহলি একমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধেই রান পাননি। এছাড়া সব ম্যাচেই রান পেয়েছেন।

    তবে এদিন শুধু তিনি শতরানই করেননি, কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরি পেলেন কোহলি। এর পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই প্রথম শতরান করলেন বিরাট কোহলি। টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৯৪। সেই রেকর্ড নিজেই ভেঙে চুরমার করে দিলেন তিনি। এছাড়াও এদিন এক সেঞ্চুরিতে তিনি কী কী রেকর্ড গড়লেন, জেনে নিন।

    আরও পড়ুন: নম্বর তো অনেকেই জানে! অধিনায়কত্ব ছাড়ার সময়ে ফোন করেছিল শুধুই ধোনি, অকপট কোহলি

    আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় তম স্থানে ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। তবে গতকালের বিরাটের এই সেঞ্চুরি করায়, বর্তমানে দুজনেই যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। এখন শুধু প্রথম স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর।

    সবচেয়ে কম ইনিংসে ৭১টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন কোহলি। তিনি ৫২২টি ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেন। আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। তিনি ৫২৩টি ইনিংসে ৭১টি সেঞ্চুরি করেন। ফলে এই ক্ষেত্রে বিরাট সচিনকেও ছাপিয়ে গিয়েছেন।

    আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ হাজার রানের মাইলস্টোন টপকে যান বিরাট। তারকা ব্যাটার তাঁর ৫২২তম ইনিংসে এটি অর্জন করেছেন। তিনি সচিনের ৫৪৩ ইনিংসের রেকর্ড ছাড়িয়ে গেছেন।

    সুরেশ রায়না, রোহিত এবং রাহুলের পর কোহলি এখন চতুর্থ ভারতীয় ব্যাটার যিনি প্রতিটি ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। আবার রোহিত, রাহুল, রায়না, সূর্যকুমার যাদব এবং দীপক হুডার পরে তিনি ষষ্ঠ ভারতীয় ব্যাটার, যিনি টি-২০ ক্রিকেটে তিন অঙ্কের রানে পৌঁছেছেন।

    আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রান হল ১২২। এই রেকর্ড আগে ছিল রোহিত শর্মার। তিনি ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৮ রান করেছিলেন।

    আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করার ফলে চলতি এশিয়া কাপে সব থেকে বেশি রান করার কৃতিত্ব অর্জন করেন কোহলি। এছাড়াও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০টি ছক্কার মাইলস্টোন ছাপিয়ে যান বিরাট।

  • Virat Kohli to Suryakumar Yadav: সূর্যের তেজকে কুর্নিশ কোহলির! দুবাইয়ের বাইশগজে ছক্কার বন্যা

    Virat Kohli to Suryakumar Yadav: সূর্যের তেজকে কুর্নিশ কোহলির! দুবাইয়ের বাইশগজে ছক্কার বন্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরুটাই করেছিলেন ঝড়ের গতিতে। আর শেষটাও একই ভঙ্গিতে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটিং তাণ্ডবে হংকংয়ের (Hong Kong) বোলাররা রীতিমতো হতোদ্যম হয়ে পড়েন। বুঝেই উঠতে পারছিলেন না, কীভাবে সূর্যর এই প্রখর তেজ থেকে তাঁরা রক্ষা পাবেন। তাঁরা রেহাই পাননি। বরং ক্রমশ ঝাঁঝ বেড়েছে ভারতীয় ব্যাটসম্যানটির। ইনিংসের অন্তিম ওভারে সূর্যকুমার চারটি বিশাল ছক্কা হাঁকান। ভারতীয় ইনিংসে যোগ হয় মূল্যবান ২৬ রান। সূর্যর ঝোড়ো ব্যাটিং দেখে দুবাইয়ের (Dubai) গ্যালারি উদ্বেলিত হয়ে ওঠে বার বার। তাঁরা তো এরকম বাটিং দেখার টানেই মাঠে ছুটে এসেছেন।

    সূর্যর মারমুখী ইনিংস মন ছুঁয়ে গিয়েছে বিরাট কোহলির। উইকেটের অন্য প্রান্তে দাঁড়িয়ে চাক্ষুস করেছেন এক অনবদ্য ২৬ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস। শেষ ওভারে হংকংয়ের বোলার হারুন অফ স্টাম্পের বাইরে বল করেন, কিন্তু সেই ডেলিভারি সজোরে সীমানার বাইরে পাঠিয়ে দেন সূর্য অনায়াসে। তারপর অভিনব ভঙ্গিতে সূর্যকে কুর্নিশ জানাতে ভোলেননি বিরাট। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় উল্কার গতিতে ভাইরাল হয়েছে।

    বিশ্ব ক্রিকেটে সূর্যকুমারকে বলা হয় মিঃ ৩৬০ ডিগ্রি। উইকেটের সব প্রান্তে তিনি শট খেলার ক্ষমতা রাখেন। বল যতই ভালো হোক, সহজেই তিনি তা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিতে সক্ষম। এই কারণেই টি-২০ ফরম্যাটে সূর্য এখন ভারতীয় দলের অন্যতম সেরা সম্পদ।

    আরও পড়ুন: বিরাট-ব্যাটে রান এল! এশিয়া কাপের সুপার ফোরে টিম ইন্ডিয়া

    সূর্যকুমার যখন ব্যাট করতে নামেন তখন ভারতীয় দলের স্কোর ছিল ২ উইকেটে ৯৪। তৃতীয় উইকেটে বিরাটের সঙ্গে জুটি বেঁধে মাত্র ৪২ বলে অপরাজিত ৯৮ রান যোগ করেন তিনি। সেটাই মূলত ভারতীয় ইনিংসকে দু’শোর দোরাগোড়ায় পৌঁছে দেয়। তারকাদের ছাপিয়ে ম্যাচের সেরা হয়েছেন সূর্যই। তাঁর পারফরম্যান্স দেখার পর ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ‘আগামী দিনে ওপেনার হিসেবেই কাজে লাগানো উচিত সূর্যকে।’ পর পর দু’টি ম্যাচ জিতে ভারত সুপার ফোরে পৌঁছে গিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী রবিবার মরুশহর দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণের সম্ভাবনা প্রবল। সেক্ষেত্র হংকংকে হারাতেই হবে বাবরদের। আর সেটা কোনও বিরাট ব্যাপার নয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Kapil on Kohli: রান নয় দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাই বড়! কোহলিকে কী বললেন কপিল?

    Kapil on Kohli: রান নয় দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাই বড়! কোহলিকে কী বললেন কপিল?

    মাধ্যম নিউজ ডেস্ক: দশ বছরের ক্রিকেট জীবনে প্রথমবার। এক মাস ব্যাট ছুঁয়ে দেখেননি বিরাট কোহলি (Virat Kohli)। খারাপ ফর্ম, কড়া সমালোচনার কারণে ক্রিকেট থেকে বেশ কিছুদিন নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিশ্বের সেরা ব্যাটসম্যান। এশিয়া কাপের (Asia Cup 2022) মঞ্চে নতুন করে শুরু করেছেন বিরাট। তাঁকে ঘিরে বরাবরের মতোই বিপুল প্রত্যাশা সমর্থকদের। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ উইকেটে দুর্দান্ত জয়ে তাঁর ভূমিকা ছিল নগণ্যই। তবে টি-২০ ফরম্যাটে ৩৪ বলে ৩৫ রানের ইনিংস তাঁর ফর্মে ফেরার ইঙ্গিত বলেই মনে করছে ক্রিকেট মহল। সেই তালিকায় রয়েছেন ৮৩’র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব (Kapil DeV)।

    কয়েকদিন আগেও তিনি কোহলির মতো তারকা ক্রিকেটারের বিশ্রাম নিয়ে কটাক্ষ করেছিলেন। তবে পাকিস্তান ম্যাচে কোহলির বেশ কিছু শট কপিলের মন ছুঁয়ে গিয়েছে। এক সক্ষাৎকারে কপিল বলেছেন, ‘কোহলির ফর্ম নিয়ে কখনওই বিচলিত ছিলাম না। ওকে জাতীয় দলে ফিরতে দেখে ভালো লাগছে। একজন ক্রিকেটারের আত্মবিশ্বাস যে ফিরছে, তা তাঁর শট চয়নের মধ্যেই ফুটে ওঠে। তবে ওর মতো ব্যাটসম্যানের থেকে আরও নিখুঁত শট প্রত্যাশা করা অমূলক নয়। পাকিস্তানের বিরুদ্ধ ভাগ্য ওর সঙ্গে ছিল। না হলে প্রথম ওভারেই কোহলি আউট হতে পারত। যাই হোক, এটা খেলারই অঙ্গ। বাকি সময় ও খুব ভালো ব্যাট করেছে। বরাবরই ওর শরীরী ভাষা আমাকে আকর্ষণ করে, সেটা শুধু আজ নয়, গত দশ বছর ধরে ঘটছে। এই কারণেই তো ও এত বড় মাপের ক্রিকেটার হতে পেরেছে।’

    আরও পড়ুন: হার্দিকের ব্যাট-বল হৃদয়-হরণ করল মোদি থেকে শাহের! এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু ভারতের

    কপিল আরও বলেছেন, ‘রানের পিছনে দৌড়ে লাভ নেই। কোহলির মাথায় রাখা উচিত, ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। এটা অনেক বড় ব্যাপার। একজন ব্যাটসম্যান প্রত্যেক ম্যাচে শূন্য করতে পারে না। একদিন না একদিন বড় রান আসবেই। আর আমার বিশ্বাস, কোহলির যা প্রতিভা তাতে খারাপ সময় কাটিয়ে উঠতে আর বেশি সময় লাগবে না। দরকার শুধু একটা বড় ইনিংস। আমার মনে হয় না সেই সময় খুব দূরে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share