Tag: Virat Kohli

Virat Kohli

  • Asia Cup 2022: বিরাট-ব্যাটে রান এল! এশিয়া কাপের সুপার ফোরে টিম ইন্ডিয়া

    Asia Cup 2022: বিরাট-ব্যাটে রান এল! এশিয়া কাপের সুপার ফোরে টিম ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে পাকিস্তানকে (Pakistan) ৫ উইকেটে হারিয়েছিল ভারত (India)। এবার দুর্বল হংকংকে ৪০ রানে উড়িয়ে ‘বি’ গ্রুপ থেকে এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। অনেকদিন পর বড় রান পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৪৪ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩১তম অর্ধশতরান করলেন। এর আগে রোহিত শর্মার ৩১টি হাফসেঞ্চুরি ছিল। তবে এদিন সবাইকে ছাপিয়ে গেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ২৬ বলে তাঁর সংগ্রহ অপরাজিত ৬৮ রান। মেরেছেন ছ’টি করে চার ও ছক্কা। মূলত এই জুটির সৌজন্যে প্রথমে ব্যাট করে ভারত ২ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে।

    ভারতের রানটা আরও বেশি হতে পারত। কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ওপেনিং জুটি সেভাবে জমাট বাঁধেনি। বহুদিন ধরেই বড় রান পাচ্ছন না রোহিত। তাই হংকংয়ের মতো দুর্বল দলের বিরুদ্ধ তাঁকে পুরানো মেজাজে দেখতে চেয়েছিলেন সমর্থকরা। কিন্তু হতাশ করেন রোহিত। ২১ রানে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। তবে এদিনই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সাড়ে তিন হাজার রান পূরণ করেন ভারত অধিনায়ক। একই অবস্থা লোকেশ রাহুলেরও। শুরুটা ভালো করেও ৩৬ রানেই তাঁকে থামতে হয়। তবে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ভারতকে শক্ত ভিতে দাঁড় করান সূর্যকুমার যাদব। তাঁদের পার্টনারশিপ ভারতের জয়ের পথ প্রশস্ত করে দেয়।

    আরও পড়ুন: রান নয় দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাই বড়! কোহলিকে কী বললেন কপিল?

    হংকং যে ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ম্যাচ জিততে পারবে না সেটা প্রত্যাশিতই ছিল। তবে বাবর হায়াত, কিঞ্চিৎ শাহদের লড়াই মন জিতে নিয়েছে ক্রিকেটপ্রমীদের। হংকং ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। এখন প্রশ্ন হচেছ, এশিয়া কাপ জয়ের প্রবল দাবিদার ভারতীয় বোলিংকে নিয়ে তারা যেভাবে ছেলেখেলা করল, তা মোটেও শুভ ইঙ্গিত নয় রোহিতের দলের কাছে। দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও যুজবেন্দ্র চাহারের সঙ্গে বেশ ভালোই বল করেন পেসার ভুবনেশ্বর কুমার। কিন্তু অর্শদীপ সিং ও আভেশ খান যেভাবে রান বিলিয়েছেন, তা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ চওড়া করবে। অভেশ খান ৪ ওভার হাত ঘুরিয়ে দেন ৫৩ রান। একটি উইকেট পেলেও প্রবল সমালোচনার মুখে পড়তে হচেছ তাঁকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Shaheen Afridi-Virat Kohli conversation: বাইশ গজের বাইরে বন্ধুত্বের ছোঁয়া! জানেন বিরাটকে কী বললেন শাহিন?

    Shaheen Afridi-Virat Kohli conversation: বাইশ গজের বাইরে বন্ধুত্বের ছোঁয়া! জানেন বিরাটকে কী বললেন শাহিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই এশিয়া কাপে (Asia Cup 2022) মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতপাকিস্তান। তার আগেই বাইশ গজের বাইরে দেখা হল দুই দলের ক্রিকেটারদের। সেখানেই বিরাট কোহলিকে (Virat Kohli) দ্রুত ফর্মে ফিরে আসার জন্য অনুরোধ করলেন পাকিস্তানের তারকা বোলার শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। জানালেন বিরাট যাতে ফর্মে ফিরে আসেন তার জন্য প্রার্থনাও করছেন।

    শাহিন আফ্রিদি চোটের কারণে এশিয়া কাপে খেলতে না পারলেও, তিনি পাকিস্তান দলের সঙ্গেই রয়েছেন। নিজের পুনর্বাসন প্রক্রিয়া সারছেন শাহিন। তাই মাঠেই রয়েছেন পাকিস্তানের তারকা বোলার। শাহিনকে মাঠে দেখেই এগিয়ে আসেন বিরাট। শাহিনও উঠে গিয়ে বিরাটের সঙ্গে প্রথমে করমর্দন করেন এবং পরে তাঁদের দুইজনকে কথা বলতেও দেখা যায়। প্রথমেই বিরাট শাহিনের চোটের বিষয়ে জানতে চান। শাহিন তাঁর জবাব দেওয়ার পরেই কথোপকথনের শেষে বিরাটের উদ্দেশে বলেন, ‘আপনার জন্য প্রার্থনা করছি, যাতে আপনি আবার ফর্মে ফিরতে পারেন।’

    আরও পড়ুন: ‘১০ বছরে প্রথমবার টানা একমাস আমি…’, নিজের ফর্ম নিয়ে অকপট কোহলি

    এরপর ঋষভ পন্থকে দেখে শাহিন মজা করে বলেন, ‘‘বন্ধু, ভাবছি এ বার আমিও তোমার মতো ব্যাটিং শুরু করব। এক হাতে ছক্কা মারব।’’ ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারও পরামর্শ দিলেন তাঁকে। পন্থ বলেন, ‘‘স্যর, আপনি তো জোরে বোলার। একটু পরিশ্রম করতে হবে। করতেই হবে।’’ এর পরেই পন্থ জানতে চান, ‘‘তোমার হাঁটুর চোট সারতে কত দিন লাগবে?’’ শাহিন বলেন, ‘‘পাঁচ সপ্তাহ।’’

    এদিকে কোহলি যে দ্রুত ফর্মে ফিরবেন, তা বিশ্বাস করেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। সৌরভ বলছেন কোহলির মত একজন ক্রিকেটারের ফিরে আসা শুধু সময়ের অপেক্ষা। এশিয়া কাপেই হয়তো চেনা ছন্দে পাওয়া যাবে তাঁকে। সৌরভ বলেন, ”নিজের হারিয়ে ফেলা ছন্দ বিরাটকেই খুঁজতে হবে। আর ও দ্রুত নিজের ফর্মে ফিরবে। এটা সময়ের অপেক্ষা। বড় ক্রিকেটার না হলে এত বছর দাপটের সঙ্গে খেলতে পারত না। তাই ও নিজে জানে কীভাবে ওকে ওর সেরাটা দিতে হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Asia Cup 2022: ‘বিরাট’ ব্যাটে ভরসা! শততম ম্যাচে শতরানের আশায় নয়া হাতিয়ার কোহলির

    Asia Cup 2022: ‘বিরাট’ ব্যাটে ভরসা! শততম ম্যাচে শতরানের আশায় নয়া হাতিয়ার কোহলির

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরিয়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে ভাগ্য বদলানোর আশায় ব্যাটটাই পাল্টে ফেললেন বিরাট। এশিয়া কাপে রানমেশিনের নয়া হাতিয়ার গোল্ড উইজার্ড ব্যাট।আগামী রবিবার দুবাইয়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (India vs Pakistan) মুখোমুখি ভারত। এই ম্যাচ দিয়েই এশিয়া কাপে (2022 Asia Cup) অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। বিরাটের কেরিয়ারে এটি শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। শততম ম্যাচে শতরানের আশাতেই ব্যাট বদল বিরাটের (Virat Kohli)।

    বিশেষভাবে তৈরি এই ব্যাটের দাম কমপক্ষে ২২ হাজার টাকা। বিরাট যে ব্যাট বর্তমানে ব্যবহার করেন তার থেকে সামান্য ভারী নতুন ব্যাটটি। ওজন ১.১৫ কিলোগ্রাম। এখনকার ব্যাটের ওজন ১.১ কিলোগ্রাম। শেষ মুহূর্তে শটের গতিপথ পরিবর্তনে সাহায্য করে হালকা ওজনের ব্যাট। কবজি ঘুরিয়ে শট খেলা প্রতিভাধর ক্রিকেটারদের মধ্যে একজন কোহলি। ব্যাটের ওজনের সামান্য তারতম্য বিপক্ষের বোলারদের ডেলিভারি দূরে আছড়ে ফেলতে সাহায্য করতে পারে বিরাটকে।

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Saurav Yaduvanshi (@sports.launchpad)

     

    সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেহওয়াগ, দু’জনেই প্রায় ১.৩৫ কেজি ওজনের ভারী ব্যাট ব্যবহার করতেন।  ভারী ব্যাট ব্যবহারের জন্য জিমে গিয়ে পেশি শক্তি বাড়ানোর দিকে জোর দিয়েছেন বিরাট। কোহলি এখন এমআরএফের ব্যাট ব্যবহার করেন। তবে এবার তাঁর ব্যাটে লেখা থাকবে এমআরএফ গোল্ড উইজার্ড। এতদিন অবধি বিরাট খেলছিলেন এমআরএফ জিনিয়াস ব্যাট নিয়ে।

    আরও পড়ুন: এশিয়া কাপে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী পাঁচ ব্যাটসম্যান

    ইতিমধ্যেই বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)  সঙ্গে দুবাইয়ে (Dubai) অনুশীলন শুরু করে দিয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ককে নেটে দুর্দান্ত ফর্মে দেখতে পাওয়া গিয়েছে। নেটে রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল এবং রবিচন্দ্রন অশ্বিনকে তিনি নির্বিচারে ব্যাট হাতে ঠেঙিয়ে যাচ্ছেন।

    এশিয়া কাপেই ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তন করেছেন কোহলি। গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় ক্রিকেট দলের জার্সিতে তাঁকে শেষবার দেখতে পাওয়া গিয়েছিল।  বিগত কয়েকবছর ধরেই বিরাটের ব্যাটে রানের খরা অব্যাহত। ২০১৯ সালের নভেম্বর মাসের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনও শতরান করতে পারেননি কিং কোহলি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virat – Anushka: বৃষ্টির দিনে মুম্বইয়ের রাস্তায় স্কুটি চালিয়ে ঘুরছেন বিরুষ্কা, কিন্তু চললেন কোথায়?

    Virat – Anushka: বৃষ্টির দিনে মুম্বইয়ের রাস্তায় স্কুটি চালিয়ে ঘুরছেন বিরুষ্কা, কিন্তু চললেন কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বইয়ের রাস্তায় স্কুটি চেপে ঘুরে বেড়াচ্ছেন তারকা দম্পতি। বৃষ্টির দিনে এমনভাবেই উপভোগ করতে দেখা গেল বিরুষ্কা-কে। তবে এভাবে হঠাৎ স্কুটি নিয়ে বেরিয়ে পড়লেন আর কোথায় যাচ্ছেন সেই নিয়েই তাঁদের অনুরাগীদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে। স্কুটিতে যাওয়ার সময় দুজনেই পরেছিলেন কালো রংয়ের হেলমেট। তবুও তাদের চিনে নিতে অসুবিধা হয়নি কারোরই। কেউ কেউ আবার তাঁদের চিনতে পেরে ভিডিয়ো তুলে নেন এবং সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

    [insta]https://www.instagram.com/reel/ChezQzZK_cg/?utm_source=ig_web_copy_link[/insta]

    বিরাট পরেছিলেন সবুজ রংয়ের টি-শার্ট ও কালো প্যান্ড। অন্যদিকে বলি অভিনেত্রী অনুষ্কার পরনে ছিল কালো টি-শার্ট ও কালো প্যান্ড। স্কুটিতে বিরাটকে জড়িয়ে ধরতে দেখা যায় তাঁকে। তাঁরা কোথায় যাচ্ছিলেন পরে সেই ঘটনা জানা যায়। জানা যায়, বিরাট এবং অনুষ্কা একটি বিজ্ঞাপন ফটোশুটের জন্য বেরিয়েছিলেন। সেই সময়ে তাঁরা মুম্বইয়ের বর্ষাকালকে উপভোগ করতে স্কুটিতে করে স্টুডিওতে পৌঁছে গিয়েছিলেন। আবার সঙ্গে নিয়েছিলেন ছাতাও। প্রিয় মানুষের সঙ্গে কেই না ‘কোয়ালিটি টাইম’ স্পেন্ড করতে চায় না, ফলে এভাবেই বিরাট অনুষ্কা একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য মুম্বইয়ের বৃষ্টি উপভোগ করতে স্কুটিতেই বেরিয়ে পড়লেন।

    আরও পড়ুন: ‘দোবারা’ মুক্তির দিনে কালীঘাটে পুজো, ছবির প্রচারে কলকাতায় তাপসী-পাভেল-একতা

    বলিউড ও ক্রিকেট জগতের অন্যতম জনপ্রিয় দম্পতি হল বিরাট অনুষ্কা। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাঁরা তাঁদের ছবি শেয়ার করেন। কিছুদিন আগেই একই রকমের জামা পরে ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেছিলেন তাঁরা। আবার তাঁদের গতকাল এই ভাইরাল ভিডিওতে একসঙ্গে দেখা গেল।

    [insta]https://www.instagram.com/p/Cg1JEDzMsAr/?utm_source=ig_web_copy_link[/insta]

    প্রসঙ্গত, আগামী ২৭ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। আর আগামী ২৮ অগাস্ট পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করতে চলেছেন বিরাটরা। অন্যদিকে অনুষ্কাও তাঁর আসন্ন ছবি ‘চাকদা  এক্সপ্রেস’ (Chakda Xpress) ছবির জন্য ব্যস্ত আছেন। এই ছবি আগামী বছরের ফেব্রুয়ারী মাসে মুক্তি পেতে চলেছে। 

     

  • Virat Kohli: ‘১০ বছরে প্রথমবার টানা একমাস আমি…’, নিজের ফর্ম নিয়ে অকপট কোহলি

    Virat Kohli: ‘১০ বছরে প্রথমবার টানা একমাস আমি…’, নিজের ফর্ম নিয়ে অকপট কোহলি

    মাধ্যম নিউজ ডেস্ক: কথা বলুক বিরাট-ব্যাট। আশা কোটি কোটি কোহলি ভক্তের। ভারতের বহু ক্রিকেট সমর্থক,কর্মকর্তা এমনকি অনেক বিপক্ষ দেশের ক্রিকেটপ্রেমীরাও চাইছেন তিনি ছন্দে ফিরুন। দীর্ঘ বিরতির পরেই এশিয়া কাপে দলে ফিরেছেন বিরাট কোহলি। এই টুর্নামেন্টে পুরনো ছন্দে ফিরতে মরিয়া তিনি। একটা অলিখিত চাপ রয়েছে তাঁর ওপরেও।

    ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় তিনি। কোটি কোটি ক্রিকেট অনুরাগীর হার্ট থ্রব। সেই কোহলি এক মাস ব্যাট স্পর্শই করেননি। রান না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। একটানা ক্রিকেটের ধকল ক্লান্ত করেছিল তাঁকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামার আগে নিজেই সে কথা জানালেন কোহলি। 

    আরও পড়ুন: ‘বিরাট’ ব্যাটে ভরসা! শততম ম্যাচে শতরানের আশায় নয়া হাতিয়ার কোহলির

    মাঠে অবিশ্বাস্য গতি এবং আগ্রাসনের জন্য পরিচিত  কোহলি ২০১৯ সালের পর থেকে একটিও সেঞ্চুরি করেননি। চলতি বছর জাতীয় দলের জার্সিতে তিনি শুধুমাত্র একবার ৫০ রানের সীমা অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন। ২০২২ আইপিএলের পর শুধুমাত্র ইংল্যান্ড সফরেই খেলেছেন বিরাট।  বিসিসিআই শনিবার বিরাট কোহলির সাক্ষাৎকারের একটি টিজার প্রকাশ করেছে, যেখানে ৩৩ বছরের তারকাকে তাঁর খারাপ ফর্ম নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। 

    বিরাট বলেন, “১০ বছরে প্রথমবার টানা একমাস আমি ব্যাট ছুঁয়ে দেখিনি ৷ আমি নিজেকে বারবার বোঝাচ্ছিলাম যে মানসিকভাবে আমি কঠোর রয়েছি, কিন্তু শরীর বলছিল থামতে৷ শেষে মনও বিরতি নেওয়ার ব্যাপারে এবং কিছুটা পিছিয়ে যাওয়ার সিদ্ধান্তে সায় দিল ৷” কোহলির কথায়, “আমায় দেখে মানসিকভাবে ভীষণ শক্তিশালী মনে হয় এবং আমি আদতে তাই ৷ তবে সবকিছুরই একটা সীমাবদ্ধতা আছে ৷ নইলে তা অস্বাস্থ্যকর মনে হয় ৷ এই অধ্যায়টা আমায় অনেক কিছু শিখিয়েছে ৷ যা কখনও আমি আমার পরিমণ্ডলে আসতে দিইনি সেই বিষয়গুলিকে আলিঙ্গন করতে শিখিয়েছে ৷”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kargil Vijay Diwas: দেশজুড়ে পালন কার্গিল বিজয় দিবস, বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন ক্রীড়াজগতের

    Kargil Vijay Diwas: দেশজুড়ে পালন কার্গিল বিজয় দিবস, বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন ক্রীড়াজগতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ছিল ২৩ তম কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) । ২৬ জুলাই দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে ‘রেড লেটার ডে’ (red letter day) । ১৯৯৯ সালের এই দিনে পাকিস্তান সেনাদের নিকেশ করে কার্গিলে জাতীয় পতাকা তুলেছিলেন জওয়ানরা (Indian Army)। ভারতের এই জয়লাভে এই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়। এই বিশেষ দিনে দেশের বাহিনীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন পুরো দেশবাসী। এবার জওয়ানদের স্যালুট জানালেন ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল তাদের শুভেচ্ছা।

    ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) ট্যুইটে লিখেছেন, ‘আমরা ভারতীয় সেনাদের আত্মত্যাগ কখনও ভুলতে পারব না।‘

    [tw]


    [/tw]

    ভিরেন্দর সেহবাগ (Virender Sehwag), ভারতীয় সেনাদের কুর্নিশ জানিয়ে লিখেছেন, ‘কার্গিল বিজয় দিবসের দিনে শহীদদের বলিদানের জন্য তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাঁরা ছিলেন বলেই আমরা আছি।‘

    [tw]


    [/tw]

    গৌতম গম্ভীর (Gautam Gambhir )  সাহসী যোদ্ধাদের স্যালুট জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    যেসব ভারতীয় সেনা দেশরক্ষায় আত্মবলিদান দিয়েছেন তাঁদের কাছে মাথা নত করে দীপা মালিক (Deepa Malik) শ্রদ্ধা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    রাজ্যবর্ধন রাঠোর লিখেছেন “অদম্য সাহস আর বীরত্বের জন্যে শত্রু সেনাকে পরাজিত করেছে আমাদের বীর সেনারা। আজ এই ঐতিহাসিক দিবসে বীর সেনাদের স্মরণ করে তাঁদের কাছে ফুল অর্পণ করছি।“

    [tw]


    [/tw]

    ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়েছেন পিটি উষা (PT Usha)।  এই কার্গিল বিজয়ে কার্গিল যুদ্ধের আমাদের বীরদের স্মরণ করছেন তিনি।

    [tw]


    [/tw]

    দেশ সুরক্ষার জন্য কার্গিল যোদ্ধাদের, শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন যুবরাজ সিং।

    [tw]


    [/tw]

     

  • Virat Kohli: এবার করোনা আক্রান্ত কোহলিও, ফের সংশয়ে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট?

    Virat Kohli: এবার করোনা আক্রান্ত কোহলিও, ফের সংশয়ে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনায় (Covid-19) আক্রান্ত বিরাট কোহলি (Kohli)। সূত্রের খবর, মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে এই রোগে আক্রান্ত হয়েছেন তিনি। তবে এখন অনেকটাই সুস্থ।

    করোনার কারণে লন্ডন সফরে যাননি রবিচন্দ্রন অশ্বিনও (Ravichandran Ashwin)। গত সপ্তাহেই ইংল্যান্ডে পৌঁছয় ভারতীয় দল (Team India)। লন্ডন পৌঁছনোর পর নিয়মমাফিক করোনা টেস্ট করার পর কোভিড রিপোর্ট পজিটিভ আসে কোহলির। তবে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আপাতত তিনি পুরোপুরি সুস্থ বলেই জানা গিয়েছে।

    আরও পড়ুন: লেজেন্ড লেজেন্ডই থাকেন, কোহলির বিরাট প্রশংসা মহিলা ক্রিকেট অধিনায়কের 

    গতবছর করোনার কারণে ইংল্যান্ডের সাথে ভারতের পঞ্চম টেস্ট সাময়িক বাতিল হয়ে যায়। বাতিল হওয়া সেই টেস্টই খেলতে ইংল্যান্ড গেছে ভারতীয় দল। অদ্ভুতভাবে আবার একের পর এক ভারতীয় ক্রিকেটারের আক্রান্ত হওয়া খবর সামনে আসছে। আশঙ্কা করা হচ্ছে, ভারতীয় দলের আরও কিছু ক্রিকেটারের করোনা আক্রান্ত হতে পারেন। লন্ডনে ভক্তদের খুব কাছাকাছি দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাই রোহিতদের মাস্ক পরে বাইরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: আইপিএলে অনন্য কীর্তি বিরাটের, ছুঁলেন এই মাইলস্টোন 

    চলতি মাসের শুরুতেই স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মলদ্বীপ পাড়ি দিয়েছিলেন কোহলি। গত ১৩ জুন দেশে ফিরে আসেন। এরপর ফের ১৬ জুন ইংল্যান্ড উড়ে যান বিরাট। ইংল্যান্ড পৌঁছেই স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক। অনেকে মনে করেছিলেন অনুষ্কা দ্বিতীয়বারের জন্য সন্তানসম্ভবা। তবে পরে জানা যায়, বিরাট স্ত্রীকে নিয়ে কোভিডের চিকিৎসা করাতে গিয়েছিলেন।    

    তবে এখন পুরোপুরি সুস্থ তিনি। দলের সঙ্গে গত দু-তিন দিন ধরে অনুশীলনও করছেন। নেটে তাঁকে ব্যাট করতেও দেখা গিয়েছে। ২৩ জুন শুক্রবার থেকে লেস্টাশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।  সেই ম্যাচে বিরাট খেলবেন কিনা তা এখনও স্পষ্ট হয়নি। 

    আগামী ১ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট। এর আগে প্রস্তুতি ম্যাচে হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বিরাটকে খেলতে নামাবেন কিনা এখন সেই প্রশ্নই ঘুরছে ভক্তদের মনে।   

     

  • Virat Kohli: ‘ব্যাড প্যাচ’ কাটিয়ে উঠবেন, নিশ্চিত ভক্তরা, নিজের ক্ষমতায় বিশ্বাস করতে হবে বিরাটকে

    Virat Kohli: ‘ব্যাড প্যাচ’ কাটিয়ে উঠবেন, নিশ্চিত ভক্তরা, নিজের ক্ষমতায় বিশ্বাস করতে হবে বিরাটকে

    মাধ্য়ম নিউজ ডেস্ক: একটা সময় ছিল যখন বিরাট কোহলি ক্রিকেটের বাইশ গজে রাজত্ব করতেন এবং কেউ তাঁর ফর্মের ধারে কাছেও পৌঁছতে পারতেন না। অন্যান্য ব্যাটাররা তখন বিরাটের থেকে কয়েক হাজার মাইল পিছনে থাকতেন। বোলারদের কাছে তখন বিরাট কোহলিকে বল করা দুঃস্বপ্নের সামিল ছিল। এমনকী, বিশ্বের সেরা বোলারদেরও কোনওরকম রেয়াত করতেন না তিনি। 

    এতটাই ছিল তাঁর আধিপত্য, ক্রিকেট দুনিয়ায় তাঁর নামই হয়ে গিয়েছিলে ‘কিং কোহলি’। কোনও কথার কথা নয়। বিরাটের চওড়া ব্যাট থেকে এসেছে একের পর এক দৃষ্টান্তকারী ইনিংস। একাধিক রেকর্ড ভেঙেছেন এবং গড়েছেন। এমনকী, বলা হচ্ছিল যে, সচিন তেন্ডুলকরের রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন, তা করে দেখাতে পারেন শুধু একমাত্র বিরাটই। 

    কিন্তু, ২০১৯ সাল থেকে বিরাট-ফর্মে ছন্দপতন ঘটতে শুরু করে। যত সময় গড়িয়েছে, বিরাটের ‘ব্যাড প্যাচ’ খারাপ থেকে খারাপতর হয়েছে। প্রায় তিন বছর হতে চলল। বর্তমানে ছন্দের ধারেকাছে নেই বিরাট। একদা বিশ্বের এক নম্বর ব্যাটারের ফর্ম তাঁর কেরিয়ারের তলানিতে এসে ঠেকেছে। যে বিরাটের ছোঁয়ায় সবকিছুই সোনায় পরিণত হত, এখন পুরোটাই তা উল্টোস্রোতে বইছে। 

    তারকা ব্যাটারের এই খারাপ ফর্মে ভীষণই চিন্তিত তাঁর ভক্তরা। এমনিতেই, ভক্তদের প্রত্যাশার চাপ যে কোনও খেলোয়াড়ের ওপরই থাকে। সচিন তেন্ডুলকর থেকে সৌরভ গাঙ্গুলি– সকলেই ভক্ত-অনুরাগীদের প্রত্যাশার চাপ অনুভব করেছেন। কিন্তু, বিরাটের এই দুঃসময় যত দীর্ঘায়িত হচ্ছে, ততই অস্থির হচ্ছেন তাঁর অনুরাগীরা। কেউ কেউ তো এমনও বলতে শুরু করেছেন যে, বিরাটের স্বর্ণযুগ শেষ। তিনি আর সেই ফর্ম ফেরত পাবেন না। অনেকের ধারণা, তিনি মানসিকভাবে যে কাল্পনিক নির্বাসনে গিয়েছেন সেখান থেকে ফিরে আসছেন না।

    এটা নয় যে, বিরাট নিজে চিন্তিত নন, বা তিনি নিজের ফর্মে ফেরার চেষ্টা করছেন না। নিজের পুরনো মেজাজ ফিরে পেতে কোনও কসুর রাখছেন না প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু, কোথাও কোনওকিছুই যেন ঠিকঠাক হচ্ছে না। কিছু একটা ক্লিক করছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পড়েছে, যে নিজের খারাপ ফর্ম দেখে নিজের প্রতি তাচ্ছিল্যের হাসি হেসে ফেলছেন কোহলি। মনে মনে হয়ত ভাবছেন, খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য আর কী কী করা যেতে পারে!

    তবে, বিরাট-পতনের কারণ কী হতে পারে? অন্তত সাধারণ চোখে তিনটি সম্ভাব্য কারণের দেখা মিলছে, যা থেকে বোঝা যাবে, কেন কোহলি এক অদৃশ্য শৃঙ্খলে বাঁধা পড়েছেন। প্রথম কারণ হতে পারে যে– নিজের জন্য নয়, দর্শকদের জন্য খেলতে শুরু করেছেন বিরাট। কোভিড অতিমারীর সময়ে মাঠে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা হওয়ার ফলে, অধিকাংশ ম্যাচই হয়েছে ফাঁকা স্টেডিয়ামে। দর্শকরা যে কোনও খেলোয়াড়ের অনুপ্ররেণা। কোহলিও ব্যতিক্রমী নন। হতে পারে, কোথাও গিয়ে দর্শকহীনতা তাঁর ফর্মে ব্যাঘাত ঘটিয়েছে। 

    এখন দর্শক আসতে শুরু করেছেন। ফলে, হতে পারে, দর্শকদের মনোরঞ্জনের কথা মাথায় ঘুরছে বিরাটের। আগে কোহলির ব্যাটিং দেখে মনে হত, তিনি নিজে উপভোগ করছেন। এখন দেখে মনে হয়, তিনি দর্শকদের জন্য কিছু করতে চাইছেন, নিজের জন্য নয়। আর এখান থেকেই হয়ত তাঁর মনে কোনও ভীতি তৈরি হয়েছে। না হলে, যে মানুষটা ইচ্ছেমতো বোলারদের সংহার করতেন, এখন কেমন একটা যেন কুঁকড়ে গিয়েছেন। যে মানুষটার সবচেয়ে বড় অস্ত্র ছিল তাঁর আত্মবিশ্বাস, তা এখন অনুপস্থিত।

    দ্বিতীয়ত, বিরাটের টাইমিং একেবারেই চোখে পড়ছে না। বিরাট চিরকাল ক্রিকেটীয় শট খেলার জন্য পরিচিত। তাতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাঁর সবচেয়ে বড় শক্তি ছিল তাঁর নিখুঁত টাইমিং। যে কোনও বলের লাইন-লেংথ বিচার করতে বিশ্ব ক্রিকেটে তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু, বর্তমানে সেটাই যেন হারিয়ে গিয়েছে। অধিকাংশ আউট হচ্ছেন টাইমিংয়ের গণ্ডগোলে। হয় কখনও আগে খেলছেন, কখনও বা দেরিতে। বেশিরভাগ ক্ষেত্রে স্লিপে ক্যাচ দিয়ে আউট হচ্ছেন। কারণ, তিনি বলের লাইন-লেংথ বিচার করতে পারছেন না।

    তৃতীয়ত, বিরাটকে দেখে মনে হচ্ছে, নিজের ফর্ম নিয়ে তিনি ক্লান্ত। তা তাঁর বডি ল্যাঙ্গোয়েজে স্পষ্ট। একজন ক্রীড়াবিদের ক্ষেত্রে তাঁর বডি ল্যাঙ্গোয়েজ বড় ভূমিকা পালন করে থাকে। বিরাটের জন্য এটা বড় ফ্যাক্টর। কারণ, বিরাটের লাফল্যের অন্যতম মূল উপাদান হল তাঁর আত্মবিশ্বাস। এখন সেই আত্মবিশ্বাসটাই ধাক্কা খেয়েছে। যা তাঁর বডি ল্যাঙ্গোয়েজে প্রকাশ পাচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে একমাত্র বিরাটই পারেন। তাঁর ওপর সেই বিশ্বাস রেখেছেন তাঁর লক্ষ লক্ষ ভক্তরা। সকলে চাইছেন, ‘কিং কোহলি’-কে দেখতে। এখন বিরাটকে তাঁর নিজের ক্ষমতায় বিশ্বাস করতে হবে। 

     

  • Virat Kohli: আইপিএলে অনন্য কীর্তি বিরাটের, ছুঁলেন এই মাইলস্টোন

    Virat Kohli: আইপিএলে অনন্য কীর্তি বিরাটের, ছুঁলেন এই মাইলস্টোন

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের (IPL 2022) চলতি মরশুমের শুরু থেকেই একের পর হারের মুখ দেখতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ‘স্টার ব্যাটসম্যান’ বিরাট কোহলিকে (Virat Kohli)। শুক্রবার, পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচেও মাত্র ২০ রানে আউট হয়ে যান ভারতীয় ক্রিকেটের ‘অ্যাংরি ইয়াং ম্যান’।  

    তবে এত পরাজয়ের পরেও বিরাটের ঝুলিতে এল এক নতুন রেকর্ড (Record)।  বিরাটই প্রথম ব্যাটসম্যান যিনি আইপিএলের (IPL) ইতিহাসে সাড়ে ছয় হাজার (৬৫০০) রান করেছেন। আরসিবি-র ইনিংসের প্রথম ওভারেই হরপ্রীত ব্রারের বলে রান নিয়ে এই রেকর্ড গড়েন তিনি।

    [tw]


    [/tw]
     
    লিগের ইতিহাসেও সবচেয়ে বেশি রানের অধিকারী বিরাট। বিরাট কোহলি ছাড়াও আইপিএলে (IPL) ৬ হাজারের বেশি রান করেছেন একমাত্র শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ডেভিড ওয়ার্নার ৫৮৭৬ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ৫৮২৯ রান নিয়ে চার নম্বরে রয়েছেন। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন প্রাক্তন সিএসকে ক্রিকেটার সুরেশ রায়না। 

    আইপিএল ২০২২-এ বিরাট কোহলি ১৩ ম্যাচে ১৯.৬৭ গড়ে ২৩৬ রান করেছেন। স্ট্রাইক রেট ছিল ১১৩.৪৬ এবং সেরা স্কোর ছিল ৫৮ রান। আইপিএলের চলতি মরশুমে ২২টি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন কোহলি। আইপিএল ২০২২-এ এখনও পর্যন্ত তিনবার গোল্ডেন ডাকে আউট হয়েছেন বিরাট। চলতি মরশুমে কোহলির (Kohli) ব্যাটিং গড় ১৯.৬৭। 

    শুক্রবার বিরাটকে শর্ট অফ লেংথ ডেলিভারিতে আউট করেন রাবাদা। তখন সদ্য ৩৩ রান তুলতে পেরেছে আরসিবি। লক্ষ্য ছিল ২১০ রান। প্রথমেই আউট হয়ে যান বিরাট কোহলি। 

     

  • Virat Kohli: লেজেন্ড লেজেন্ডই থাকেন, কোহলির বিরাট প্রশংসা মহিলা ক্রিকেট অধিনায়কের

    Virat Kohli: লেজেন্ড লেজেন্ডই থাকেন, কোহলির বিরাট প্রশংসা মহিলা ক্রিকেট অধিনায়কের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরাট কোহলির পাশে দাঁড়াল দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। ইদানিং বড় ম্যাচে রান পাচ্ছেন না ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তবে তাতে হতাশ হওয়ার কোনও কারণ নেই বলেই মনে করেন কোহলির এই মহিলা ভক্ত। কোহলি যে কোনও দিন তাঁর পুরানো ছন্দে ফিরতে পারেন বলেও মনে করেন ডেন ভ্যান নেইকার্ক।

    ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল জ্যোতিষ্ক বিরাট কোহলি। তাঁর ব্যাটের জাদুতে মুগ্ধ তামাম বিশ্বের ভক্তকুল। এক সময় তিনি ভারতীয় ক্রিকেটের অধিনায়ক ছিলেন। বাদ পড়েন খারাপ পারফরম্যান্সের কারণে। ২০১৯ সাল থেকে কোনও ম্যাচে বড় কোনও রান পাননি কোহলি। স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন বিরাটের ভক্তরা। আইপিএলেও আহামরি কোনও রান করতে পারেননি বিরাট। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে ক্রীড়ামহলে। আইপিএলে বিরাটের শেষ ম্যাচেও মাত্র ৩৩ বলে ৩০ রান করেছেন তিনি। বিরাট এবং দলের ক্যাপটেন ফাফ ডু প্ল্যাসিস। তিনি করেছেন ৩৮ রান। মহীপাল রমরোর এবং দীনেশ কার্তিকের জুটিই কার্যত ব্যাটে ঝড় তোলেন। তাঁদের এই জুটির ব্যাটের জোরেই দলের রান বেড়ে দাঁড়ায় ১৭৩।  

    এমতাবস্থায় বিরাটের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নেইকার্ক। টুইটে তিনি লেখেন, বিরাট কোহলি কীভাবে এই রান করল, তার কারণ খুঁজতে যেও না। বিষয়টাকে সহজ করেই দেখ। একজন লেজেন্ড চিরকালই লেজেন্ড থাকেন। সেটাই মেনে নাও। কোনও একটা খেলা, কোনও একটা মরশুমে কারও পারফরম্যান্স দেখে কাউকে বিচার করা ঠিক নয়। বিশেষত এক দশকেরও বেশি সময় ধরে যাঁর লাগাতার ভালো রান।

    [tw]


    [/tw]

    আন্তর্জাতিক ক্রিকেটে বড় কোনও রান না পাওয়ায় সমলোচনা পিছু ছাড়েনি বিরাটের। ঘরে-বাইরে সর্বত্রই সমালোচনার শিকার হন তিনি। তাঁর পূর্বসূরী ক্রিকেটারদের অনেকেই বিরাটের অবসর নেওয়ার পক্ষে জোরালো সওয়াল করেন। তারপরেও অবশ্য হাল ছাড়েননি তিনি। এদিন পেলেন তারই প্রতিদান। দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের অধিনায়কের প্রশস্তি-সূচক টুইট।

     

LinkedIn
Share