Tag: Virat Kohli

Virat Kohli

  • ICC Team: অধিনায়ক রোহিত, এক দিনের ক্রিকেটে আইসিসি’র সেরা একাদশে ভারতের ৬

    ICC Team: অধিনায়ক রোহিত, এক দিনের ক্রিকেটে আইসিসি’র সেরা একাদশে ভারতের ৬

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসি টি ২০ ক্রিকেটের দলের মতোই ওয়ান ডে দলেও ভারতের ক্রিকেটারদের আধিপত্য। মঙ্গলবার বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা ২০২৩ সালের এক দিনের ক্রিকেটের সেরা একাদশ বেছে নিল। সেই দলে রয়েছেন ভারতের ৬জন ক্রিকেটার। নেতা বিবেচিত হয়েছেন রোহিত শর্মা। দলে এক দিনের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার ক্রিকেটারের সংখ্যা দুই।

    ভারতের কারা কারা

    গত বছর, ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া ও ভারত। বিশ্বকাপে ভারত টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল। কিন্তু ট্রফি জিততে পারেনি। ওয়ান ডে বিশ্বকাপে ভারতীয় দল হয়তো ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছিল, কিন্তু রোহিতের নেতৃত্ব নজর কেড়েছে। তিনি শুধু ভাল ফর্মই দেখাননি, বরং পাশাপাশি দলকে সুনিপুণভাবে পরিচালনা করেছেন। রোহিত গত মরশুমে রান করেছেন ১২৫৫, এমনকী ১৩১ রানের সেঞ্চুরি ইনিংসও খেলেছেন। রোহিত ছাড়াও আইসিসি দলে রয়েছেন বিরাট কোহলি, শুভমন গিল, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও মহম্মদ শামি।

    কারা কোন জায়গায়

    একদিনের দলে ভারতের দুই ওপেনারকেই রেখেছে আইসিসি। ফাইনালে শতরান করা অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডকে রাখা হয়েছে তিন নম্বরে। যদিও তিনি অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে ওপেনার হিসাবেই খেলেছিলেন। চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি। এ বারের বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছিলেন তিনি। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল এবং দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। বিশ্বকাপে ধারাবাহিক ভাবে রান করতে দেখা গিয়েছিল তাঁদের। অলরাউন্ডার হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন।

    আরও পড়ুন: ব্যক্তিগত কারণ! ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি

    দলে রয়েছেন চার জন বোলার। তার মধ্যে দু’জন স্পিনার এবং দু’জন পেসার। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ছাড়া তিনজনই ভারতীয় বোলার। স্পিনার কুলদীপ যাদব এবং দুই পেসার মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি। এ বারের বিশ্বকাপে শামি সব থেকে বেশি উইকেট নিয়েছিলেন।

    সেরা একাদশ (ICC Team): রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ট্রেভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, অ্যাডাম জাম্পা, মহম্মদ সিরাজ, কুলদীপি যাদব এবং মহম্মদ শামি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Virat Kohli: ব্যক্তিগত কারণ! ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি 

    Virat Kohli: ব্যক্তিগত কারণ! ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি 

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দু’টি টেস্টে বিরাট কোহলিকে পাবেন না রোহিত শর্মারা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি চেয়েছিলেন কোহলি। বোর্ড তাঁর আবেদন মঞ্জুর করেছে।  বোর্ড কর্তাদের পাশাপাশি, অধিনায়ক রোহিত, কোচ রাহুল দ্রাবিড় এবং জাতীয় নির্বাচকদেরও ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছেন কোহলি (Virat Kohli)।

    কী কারণে ছুটি নিলেন কোহলি

    সোমবার হায়দ্রাবাদে প্রথম টেস্টের প্রস্তুতি শুরু করেছে ভারত। এ দিনই কোহলির না খেলার কথা জানিয়েছে বিসিসিআই। ঠিক কী কারণে কোহলি হঠাৎ সরে দাঁড়ালেন, তা জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে। মনে করা হচ্ছে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা। হয়তো সেই কারণেই তিনি ভারতীয় টিম থেকে ছুটি নিয়েছেন। বিসিসিআই যে বিবৃতি জারি করেছে, তাতে এই খবর জানানোর পাশাপাশি বিরাটের ব্যক্তিগত সিদ্ধান্তকেও সম্মান জানিয়েছে। যার পর মোটামুটি পরিষ্কার, এই সময়ই আবার বাবা হবেন বিরাট। ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, ‘ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট খেলবেন না বিরাট কোহলি। ক্যাপ্টেন রোহিত শর্মা আর টিম ম্যানেজমেন্টকে এ ব্যাপারে জানিয়েছেন তিনি। বিসিসিআই বিরাটের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।’

    ভারত-ইংল্যান্ড টেস্টের গুরুত্ব

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রেক্ষাপটে এই সিরিজ ভারত ও ইংল্যান্ড দুই দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবলের দুইয়ে রয়েছে ভারত। সেখান থেকে একে উঠতে গেলে এই সিরিজ জিততেই হবে রোহিতদের। ইংল্যান্ড রয়েছে সাতে। অনেক দিন ভারতের মাটিতে ৫ টেস্টের সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড। ২৫ জানুয়ারি হায়দরাবাদ টেস্ট দিয়ে সিরিজ শুরু। ২-৬ বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট। ওই টেস্ট পর্যন্ত খেলবেন না বিরাট। সিরিজের বাকি তিনটে টেস্টে হয়তো খেলবেন, কিং কোহলি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Afghanistan: চিন্তায় রাখলেন রোহিত-বিরাট! শিবম-যশস্বীর দাপটে সিরিজ ভারতের

    India vs Afghanistan: চিন্তায় রাখলেন রোহিত-বিরাট! শিবম-যশস্বীর দাপটে সিরিজ ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা দুই ম্যাচে শূন্য হাতে ফিরলেন ভারত অধিনায়ক। টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরে শুরুটা ভাল করলেও বড় রান তুলতে ব্যর্থ বিরাটও।  তবে যশস্বীর শুরুর ঝড় এবং শিবম দুবের টানা দ্বিতীয় ম্যাচ জেতানো ইনিংসে ভর করে আফগানিস্তানের (India vs Afghanistan) বিপক্ষে সহজেই সিরিজ পকেটে পুরল ভারত। তরুণদের ব্যাটিং সাজঘরে বসে দেখলেন রোহিত এবং বিরাট। তিন ম্যাচের সিরিজে পর পর দু’ম্যাচে জিতে সিরিজ জিতে নিল ভারত।

    কবে রানে ফিরবেন রোহিত

    রোহিতের প্রত্যাবর্তনে হতাশার ধাক্কা দ্বিতীয় ম্যাচেও জারি রইল। গত ম্যাচে শুভমনের ভুলে রান আউট হলেও এই ম্যাচে প্রথম বলে আড়াআড়ি ব্যাট চালিয়ে বোল্ড হলেন অধিনায়ক। প্রথম বল ফেস করতে গিয়েই বড় শট খেলার চেষ্টা নিয়ে সমালোচিতও হচ্ছেন রোহিত। ১৪ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরা বিরাট কোহলিও বড় রান তুলতে পারলেন না। ভাল শুরু করেও ক্যাচ তুলে দেন নবীন উল হকের বলে। ১৬ বলে ২৯ রান করে আউট হয়ে যান বিরাট। তাঁরা জেতাতে না পারলেও যশস্বী জয়সওয়াল এবং শিবম ম্যাচ জেতানো ইনিংস খেললেন। 

    দুরন্ত তরুণ ব্রিগেড

    হার্দিকের অভাব এক বিন্দুও টের পেতে দিচ্ছেন না শিবম। আফগানিস্তানের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য ১৬ ওভারের মধ্যেই পেরিয়ে গেল ভারত। শিবম আগের ম্যাচে ৬০ রান করে অপরাজিত ছিলেন। দলকে জিতিয়েছিলেন। এই ম্যাচে ৩২ বলে ৬৩ রান করলেন শিবম। অপরাজিত রইলেন এই ম্যাচেও। সঙ্গে রইলেন রিঙ্কু সিং। তিনি ৯ রানে অপরাজিত রইলেন। শুরুতে  ছ’টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৬৮ রান করেন যশস্বী। এদিন টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ১৮২ তুলেছিল আফগানিস্তান। গত ম্যাচের তুলনায় এই ম্যাচে দুরন্ত ব্যাটিং উপহার দেয় আফগানরা। আফগানিস্তানের হয়ে সব থেকে বেশি রান করলেন গুলবাদিন নইব। ৩৫ বলে ৫৭ রান করলেন তিনি। শেষ বেলায় মুজিব উর রহমান ৯ বলে ২১ এবং করিম জনত ১০ বলে ২০ রান করে আফগানিস্তানকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। ভারতের হয়ে ৩ উইকেট নেন অর্শ্বদীপ। রবি বিষ্ণোই এবং অক্ষর প্যাটেল এই ম্যাচে দু’টি করে উইকেট নিয়েছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টের দল ঘোষণা, ভারতীয় স্কোয়াডে নতুন কিপার

    India vs England: ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টের দল ঘোষণা, ভারতীয় স্কোয়াডে নতুন কিপার

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। প্রথম দুই টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।  স্কোয়াডে নেই বাংলার পেসার মহম্মদ শামি। চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরেও ছিলেন না তিনি। সদ্য অর্জুন পুরস্কার পাওয়া শামিকে প্রথম দু-ম্যাচেও পাওয়া যাবে না। স্কোয়াডে সুযোগ দেওয়া হল নতুন কিপার ব্যাটার ধ্রুব জুড়েলকে।

    ‘শাস্তি’ বাদ ঈশান

    ভারতীয় দলে নতুন উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের ধ্রুব জুড়েলকে। ঘরোয়া ক্রিকেট খেলেই উঠে এসেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ছেড়ে দেওয়া হয়েছিল ঈশান কিশনকে। রিজার্ভ উইকেটকিপার হওয়ায় দলের সঙ্গে থাকতে চাননি। দেশে ফিরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার বদলে তিনি প্রথমে দুবাইয়ে পার্টি করেন। তার পরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে চলে যান। এতে নির্বাচকেরা ক্ষুব্ধ হয়ে পড়েন। তরুণ ক্রিকেটারকে ‘সহবত’ শেখাতে তাঁকে আগেই দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দলে ফিরেছেন শ্রেয়স আয়ার। 

    টেস্ট স্কোয়াডে কুলদীপ

    ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত চার স্পিনার রেখেছে স্কোয়াডে। দীর্ঘ সময় পর টেস্ট স্কোয়াডে চায়নাম্যান কুলদীপ যাদব। ইংল্যান্ডের বাঁ হাতি ব্যাটারদের কথা ভেবেই তাঁকে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সঙ্গে অশ্বিন, জাডেজা এবং অক্ষর। প্রথম তিন পেসার হিসাবে রাখা হয়েছে বুমরা, সিরাজ এবং মুকেশকে। সঙ্গে ব্যাক-আপ হিসেবে নেওয়া হয়েছে আবেশকে।তবে ধ্রুবের সুযোগ পাওয়া উল্লেখযোগ্য। উত্তরপ্রদেশের ক্রিকেটারের গত বছরই প্রথম শ্রেণিতে অভিষেক হয়েছে। এর মধ্যেই ১৫টি ম্যাচে করেছেন ৭৯০ রান। তার মধ্যে ২৪৯ রানের একটি ইনিংস রয়েছে। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের দরজা খুলে গেল তাঁর জন্য।

    আরও পড়ুন: দেশের মাটিতেই হবে সপ্তদশ আইপিএল! লোকসভা নির্বাচনের সঙ্গেই চলবে খেলা?

    কবে কবে টেস্ট

    ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ জানুয়ারি হায়দ্রাবাদে প্রথম টেস্ট। এর পরের চারটি টেস্ট যথাক্রমে ২-৬ ফেব্রুয়ারি (বিশাখাপত্তনম), ১৫-১৯ ফেব্রুয়ারি (রাজকোট), ২৩-২৭ ফেব্রুয়ারি (রাঁচী) এবং ৭-১১ মার্চ (ধর্মশালা)।

    ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), ধ্রুব জুড়েল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক) এবং আবেশ খান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs South Africa: শুরু টেস্ট-প্রস্তুতি! বিশ্বকাপের পর ভারতীয় শিবিরে যোগ দিলেন বিরাট-রোহিত

    India vs South Africa: শুরু টেস্ট-প্রস্তুতি! বিশ্বকাপের পর ভারতীয় শিবিরে যোগ দিলেন বিরাট-রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) প্রথম টেস্ট। ৩১ বছরের ইতিহাসে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতেনি ভারত। তাই কঠোর অনুশীলনে ব্যস্ত টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে মরিয়া ভারত। বিশ্বকাপ ফাইনালের সেই রাতের পর আবার মাঠে ফিরলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। চলল পুরোদমে প্রস্তুতি।

    নেটে বিরাট

    পরিবারের সঙ্গে দেখা করতে ছুটি নিয়ে কিছু দিন লন্ডনে কাটিয়ে এসেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলন নেটে বোলারদের খেলার পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করতে দেখা যায় কোহলিকে। অফ স্টাম্পের বাইরের বল ছাড়ায় মনোযোগ দেন তিনি। বাউন্স এবং পেস সহায়ক উইকেটে যা বেশ গুরুত্বপূর্ণ। এক বার থিতু হয়ে যাওয়ার পর বেশ কিছু আগ্রাসী শট খেলেন। পেসারদের বিরুদ্ধেও আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে।  প্রসিদ্ধ কৃষ্ণের সঙ্গে অনেক ক্ষণ কথা বলেন। তা বোর্ডের ভিডিয়োতেও দেখা গিয়েছে। পরে রোহিতও অনেক ক্ষণ কথা বলেন প্রসিদ্ধের সঙ্গে। দেখে মনে হয়েছে প্রথম টেস্টে খেলতে পারেন প্রসিদ্ধ।

    অনুশীলনে রোহিত

    মনোযোগ দিয়ে অনুশীলন সারলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। বিকল্প উইকেটকিপার কেএস ভরতকে কিপিং করতে দেখাই যায়নি। রাহুলই সেই দায়িত্ব নেন। স্লিপে রাখা হয় শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালকে। রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে সাবলীল ব্যাট করেন রোহিত। শার্দূল ঠাকুরকেও খেলতে দেখা যায়।

    আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ভারত! কোথায় বসবে আসর? কী বললেন অমিত শাহ

    প্রথম টেস্ট ম্যাচের আগে জোড়া ধাক্কা খেয়েছে ভারতীয় দল। আঙুলের চোটের জন্য টেস্ট সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। এই চোটের কারণেই তিনি তৃতীয় ওয়ান ডে ম্যাচেও খেলতে পারেননি। ঋতুরাজের পাশাপাশি মানসিক স্বাস্থ্যজনিত কারণে ঈশান কিষাণ টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ডের তরফ থেকে অফিশিয়াল বিবৃতিতে কিছু জানানো না হলেও  সূত্রের খবর,  টানা আন্তর্জাতিক ক্রিকেটের ক্রীড়া সূচি ও সফর করার ফলে এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছুটা সময় বিরতি নিতে চাইছেন ঈশান কিষাণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Virat Kohli: পরিবারে এমার্জেন্সি! দক্ষিণ আফ্রিকা সফর ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরলেন বিরাট

    Virat Kohli: পরিবারে এমার্জেন্সি! দক্ষিণ আফ্রিকা সফর ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরলেন বিরাট

    মাধ্যম নিউজ ডেস্ক: এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। টি২০ ও একদিনের সিরিজের পর এবার শুরু হওয়ার কথা টেস্ট সিরিজের। আগামী ২৬ তারিখ, বক্সিং ডে থেকেই শুরু হওয়ার কথা ছিল টেস্টের (India-SA Test Series)। কিন্তু, তার আগেই জোড়া ধাক্কা ভারতীয় শিবিরে। পারিবারিক কারণে দেশে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। চোটের কারণে দল থেকে বাদ পড়লেন রুতুরাজ গায়কোয়াড়ও। 

    বিশ্বকাপের পর মাঠে ফেরার কথা বিরাটের

    বিশ্বকাপের পর কোহলিকে আর বাইশ গজে দেখা যায়নি। সদ্য সমাপ্ত টি২০ বা একদিনের সিরিজের দলে ছিলেন না বিরাট (Virat Kohli)। তবে, টেস্ট সিরিজে মাঠে ফেরার কথা ছিল তাঁর। সেই মতো, তিনি পৌঁছে গিয়েছিলেন প্রোটিয়াদের ডেরায়। চলছিল অনুশীলনও। কিন্তু, এর মধ্যেই ছন্দপতন। পারিবারিক এমার্জেন্সির কারণে, সিরিজ শুরুর আগেই দেশে ফিরতে হল কিং কোহলিকে। সূত্রের খবর, বিরাট কোহলি ৩ দিন আগেই লন্ডন থেকে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছিলেন। সেখান থেকে সরাসরি দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দেন। কিন্তু, এখন জরুরি ভিত্তিতে দেশে ফিরে এসেছেন বিরাট। 

    আরও পড়ুন: শতরান সঞ্জুর, দুরন্ত অর্শদীপ, দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জয় ভারতের

    কী কারণে দেশে ফিরলেন বিরাট?

    কী কারণে তাঁকে ফিরতে হয়েছে সেটা স্পষ্ট করে জানানো হয়নি। তবে, দ্বিতীয় বার সন্তানসম্ভবা বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা। জোর জল্পনা, সেই কারণেই হয়ত দেশে ফিরেছেন বিরাট (Virat Kohli)। তবে বিরাট কোহলিকে নিয়ে ঘাবড়ে যাওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে বিসিসিআই। বোর্ড সূত্রের দাবি, দেশে ফিরে এলেও, প্রথম টেস্টের (India-SA Test Series) আগে দলের সঙ্গে ফের যোগ দেবেন কোহলি। ফলে, টেস্টে বিরাট খেলবেন না, এমনটা এখনই বলা যাচ্ছে না। ওই কর্তা জানান, এখনও পর্যন্ত যা খবর, তাতে বিরাট ২টি টেস্টেই খেলবেন। কোহলির ফেরার সম্ভাবনা থাকলেও, টেস্ট দল থেকে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড়। আঙুলে চোট থাকায় তিনি সিরিজ (India-SA Test Series) থেকে বাদ পড়লেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Temple Inauguration: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত সচিন ও কোহলি

    Ram Temple Inauguration: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত সচিন ও কোহলি

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল ভারত তথা বিশ্ব ক্রিকেটের দুই সেরা তারকা সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলিকে। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের উপস্থিত থাকার জন্য আর্জি জানিয়েছে শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট। ওই দিন রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ১৬০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

    বিরাট নিমন্ত্রণ

    সচিন এবং বিরাটকে প্রায় দেখা যায় দেশের একাধিক জাগ্রত মন্দিরে প্রার্থনা করতে। গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের আগে নিম করৌলি বাবার মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে বিরাট এবং অনুষ্কাকে। সচিন তেন্ডুলকরও প্রায়ই পুজো দেন সিদ্ধিবিয়ানক মন্দিরে। তবে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অযোধ্যায় তাঁদের দেখা যাবে কি না, সেই বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু জানা যায়নি। ২০২০ সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রাম মন্দিরের (Ram Temple) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ২০২৪ সালের জানুয়ারি মাসের ২২ তারিখ ওই মন্দিরের উদ্বোধন হবে। 

    আমন্ত্রিত কারা

    রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রায় ২৫ হাজার হিন্দু পুরোহিত এবং ১৩৬ সনাতনীকে আমন্ত্রণ জানানো হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠায়। দেশ-বিদেশের প্রায় ১০ হাজার সাংবাদিক এই মন্দির প্রতিষ্ঠার কভারেজে উপস্থিত থাকবেন ২২ জানুয়ারি। এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল বলেন, ‘১ থেকে ১৫ জানুয়ারির মধ্যে ১০ লাখ রামভক্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। সকলের হাতেই তুলে দেওয়া হবে আমন্ত্রণপত্র। সঙ্গে পাঠানো হবে অক্ষত চাল। স্থানীয় মন্দিরকেই রাম মন্দির হিসেবে বিবেচনা করে ২২ জানুয়ারি সেখানে পূজার্চনার জন্য অনুরোধ করা হবে আমন্ত্রণপত্রে। সকাল ১১টা থেকে সকলকে মন্দিরে মন্দিরে প্রার্থনায় অংশ নিতে বলা হবে।’ 

    আরও পড়ুন: ‘রাজস্থানে-রক্তপাত’! কার্ণি সেনার প্রধানের মৃত্যু, আজ দিনভর বনধের ডাক

    আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। রামলালার মূর্তি অযোধ্যার অস্থায়ী মন্দির থেকে নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাবেন খোদ নরেন্দ্র মোদী। প্রায় ৫০০ মিটার পথ খালি পায়ে মূর্তি হাতে নিয়ে হাঁটবেন তিনি। বলিউড অভিনেতা অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, শিল্পপতি রতন টাটা, মুকেশ আম্বানি, গৌতম আদানি ছাড়াও আরও নানান ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে, বলে খবর। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs South Africa: সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট! দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষিত 

    India vs South Africa: সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট! দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বরের শুরুতে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। খেলবে পূর্ণাঙ্গ সিরজ। যা শুরু হবে তিনটি টি-২০ ম্যাচ দিয়ে। মাঝে রয়েছে তিনটি একদিনের ম্যাচও। দু’টি টেস্ট খেলে দেশে ফিরবে টিম ইন্ডিয়া (Team India)। তার জন্য ঘোষিত হলো তিন ফরম্যাটের আলাদা আলাদা দল। রয়েছে বহু চমক।

    টি-টোয়েন্টি-র দল

    বিরাট কোহলি আগেই বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন তিনি দক্ষিণ আফ্রিকা সফরে (India vs South Africa)  শুধু টেস্ট সিরিজ খেলবেন। সেই মতো তাঁকে টি-২০ এবং ওয়ান ডে দলে রাখা হয়নি। তবে রোহিত শর্মাও নাকি বিরাটের পথে হেঁটে বিশ্রাম নিতে চেয়েছেন। তাই সীমিত ওভারের সিরিজে খেলবেন না হিটম্যানও। তবে শোনা যাচ্ছে, বৃহস্পতিবার দিল্লিতে দল নির্বাচনী বৈঠকে রোহিতকে টি-২০ দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কারণ, বিসিসিআই কর্তারা চাইছেন আগামী বছর টি-২০ বিশ্বকাপে তিনিই নেতৃত্ব দিন। রোহিতকে রাজি করানো যায়নি। তার উপর হাদির্ক পান্ডয়ার চোট, তিনি নেই। তাই বাধ্য হয়েই সূর্যকুমার যাদবকে টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে। তবে লোকেশ রাহুলকে কেন টি-২০ সেকায়াডে রাখা হল না তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে গত টি-২০ বিশ্বকাপের পর থেকে কোহলি ও রোহিত আর দেশের জাসির্তে সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলেননি। ফলে তাঁদের টি-২০ ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    টেস্টের দল

    এদিকে, টেস্ট (India vs South Africa) দলেও রয়েছে বড় চমক। রোহিত শর্মার নেতৃত্বে যে স্কায়াড ঘোষণা করেছে বিসিসিআই, তাতে নাম নেই অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারার। বরং শ্রেয়স আয়ার, ঋতুরাজ গায়কোয়াড়দের উপর ভরসা রাখা হয়েছে। যার ফলে একটা বিষয় স্পষ্ট, তাঁদের টেস্ট কেরিয়ার প্রায় শেষ। ভারতীয় দল সামনের দিকে তাকাতে চাইছে।

    একদিনের দলে চমক

    একদিনের দলেও রয়েছে একাধিক চমক। অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে লোকেশ রাহুলকে। তবে তিনি নেই টি-২০ স্কোয়াডে। ঠিক তেমনি সূর্যকুমার যাদব জায়গা পাননি একদিনের দলে। যা থেকে একটা বিষয় স্পষ্ট, সূর্যকে শুধু টি-২০ ফরম্যাটের জন্যই ভাবা হচেছ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “খেলায় হার-জিত লেগেই থাকে”, ড্রেসিংরুমে গিয়ে বিরাট-রোহিতকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর

    PM Modi: “খেলায় হার-জিত লেগেই থাকে”, ড্রেসিংরুমে গিয়ে বিরাট-রোহিতকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেটে হেরে গিয়েছে ভারত। টানা ১০টি ম্যাচ জিতেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছে রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়ার কাছে এই হার মেনে নিতে পারেননি ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। তাঁদের সান্ত্বনা দিতে ড্রেসিংরুমে চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবার চোখের সামনে টিম ইন্ডিয়াকে হারতে দেখেছেন। দেখেছেন টিমের সদস্যদের চোখের জল ফেলতেও। তারপর আর নিজেকে সামলাতে পারেননি প্রধানমন্ত্রী। ড্রেসিংরুমে গিয়ে সান্ত্বনা দিয়েছেন টিম ইন্ডিয়াকে। দেশের আর কোনও প্রধানমন্ত্রীকে এই ভূমিকায় দেখা গিয়েছে কিনা, তা মনে করতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরাও।  

    “মন খারাপ করার দরকার নেই…”

    প্রধানমন্ত্রীর অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী যাচ্ছেন ড্রেসিংরুমে। তিনি প্রথমে যান রোহিত শর্মা ও বিরাট কোহলির কাছে। তাঁদের কাঁধে হাত থেকে দেন সান্ত্বনা। তিনি বলেন, “মন খারাপ করার দরকার নেই। হার-জিত তো লেগেই থাকে। গত ১০ ম্যাচে তোমরা যথেষ্ট ভাল খেলেছ। আমাদের গৌরবান্বিত করেছ। তোমরা ১০টা ম্যাচ জিতে এসেছ। একটা ম্যাচ এমন হতেই পারে।” টিম ইন্ডিয়াকে তাঁর বাসভবনে আসার আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী। রোহিত-বিরাটদের পিঠ চাপড়ে প্রধানমন্ত্রী বলেন, “মুখে হাসি আনো। গোটা দেশ তোমাদের দেখছে।”

    “প্রচুর পরিশ্রম করেছ তোমরা”

    পরাজয়ের পরে ভারতীয় ড্রেসিংরুমের গুমোট ভাবটা কাটাতেও সচেষ্ট ছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। জাদেজাকে সম্বোধন করেন ‘বাবু’ বলে। জসপ্রীত বুমরাহের সঙ্গে কথা বলেন গুজরাটি ভাষায়। তিনি (বুমরাহ) গুজরাটি বলতে পারেন কিনা, জিজ্ঞাসা করেন তাও। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও হাত মেলান প্রধানমন্ত্রী। বলেন, “প্রচুর পরিশ্রম করেছ তোমরা। এমনটা হতেই পারে।”

    আরও পড়ুুন: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট শুরু আজ, এবারও কি কেবল ‘নকল মউ স্বাক্ষর’?

    এরপর প্রধানমন্ত্রী যান ভারতের সব চেয়ে সফল বোলার মহম্মদ শামির কাছে। তাঁকে টেনে নেন বুকে। প্রধানমন্ত্রীর বুকে মাথা রেখে হাউহাউ করে কেঁদে ফেলেন শামি। সকলের সঙ্গে করমর্দন করার পর প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “এমন হয়েই থাকে। সতীর্থরা একে অপরকে সাহস দাও, উৎসাহ দাও। উজ্জ্বীবিত করো। তোমরা যখন সময় পাবে, তখন দিল্লিতে আসবে। আমার তরফ থেকে নিমন্ত্রণ রইল। তোমাদের সঙ্গে কথা হবে।”

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Virat Kohli: ইতিহাসের পুনরাবৃত্তি! সচিনের মতোই সোনার ব্যাটই সান্ত্বনা কোহলির

    Virat Kohli: ইতিহাসের পুনরাবৃত্তি! সচিনের মতোই সোনার ব্যাটই সান্ত্বনা কোহলির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের আগে নিজের জার্সি উপহার দিয়েছিলেন বিরাটকে। ম্যাচের শেষে টুর্নামেন্টের সেরা প্লেয়ারের সম্মানও কোহলির হাতে তুলে দিলেন সচিন। ভাগ্যের নিঠুর পরিহাস। হতাশাও মিলিয়ে দিল সচিন-কোহলিকে। ২০০৩ সালে এভাবেই রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছিল সৌরভের ভারত। থমথমে মুখ নিয়ে সেরার পুরস্কার গ্রহণ করেছিলেন মাস্টার-ব্লাস্টার। এবার সেভাবেই নিশ্চুপ কোহলি। নেই সেই আস্ফালন। ছটফটে, চনমনে কোহলি যেন ক্লান্ত, নিস্তেজ। সেরার পুরস্কার নিয়ে দ্রুত মাঠ ছাড়তে চাইছিলেন কিং কোহলি। ক্রিকেটের ঈশ্বরও হয়তো অনুভব করছিলেন সেই যন্ত্রণা।

    গোল্ডেন ব্যাট কোহলির

    বিশ্বকাপে সব থেকে বেশি রান করে গোল্ডেন ব্যাট পেলেন কোহলি।  ২০২৩-এর সর্বোচ্চ রান সংগ্রহকারী বিরাট। ১১ ম্যাচে কোহলির ব্যক্তিগত সংগ্রহ ৭৬৫ রান। তিনি ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি করেন। মারেন ৬৮টি ও ৯টি ছক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৭ রানের আগ্রাসী ইনিংস খেলার পরে ২০২৩ বিশ্বকাপের ১১টি ম্যাচে রোহিত শর্মার ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৫৯৭ রান। তিনি ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেন। ভারত অধিনায়ক এবারের বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে। মারেন ৬৬টি চার ও ৩১টি ছক্কা। ১০ ম্যাচে ৫৯৪ রান সংগ্রহ করে কুইন্টন ডি’কক ২০২৩ বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রহ করা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন। প্রোটিয়া তারকা এবারের বিশ্বকাপে ৪টি সেঞ্চুরি করেন। মারেন ৫৭টি চার ও ২১টি ছক্কা।

    আরও পড়ুন: “দলের জন্য গর্বিত, কোনও অজুহাত নয় আজ আমরা ব্যার্থ”! বললেন রোহিত

    সর্বোচ্চ উইকেট শিকারী শামি

    ২০২৩ বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় ভারতের আরও দুজন রয়েছেন। সাত নম্বরে আছেন শ্রেয়স আইয়ার। তিনি ১১টি ম্যাচে ৫৩০ রান করেন। শ্রেয়স ২টি সেঞ্চুরি ৩টি হাফ-সেঞ্চুরি করেন। মারেন ৩৭টি চার ও ২৪টি ছক্কা। লোকেশ রাহুল এবারের বিশ্বকাপে সব থেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ৮ নম্বরে থাকেন। তিনি ১১ ম্যাচের ১০টি ইনিংসে সাকুল্যে ৪৫২ রান সংগ্রহ করেন। সেঞ্চুরি করেন ১টি এবং হাফ-সেঞ্চুরি করেন ২টি। তিনি ৩৮টি চার ও ৯টি ছক্কা মারেন। অন্যদিকে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হলে‌ন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন। এরমধ্যে আছে ৭ উইকেট ‌নেওয়ার নজিরও।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share