Tag: water metro

water metro

  • Sarbananda Sonowal: “পাটনায় ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা করা হচ্ছে,” বললেন সোনোয়াল

    Sarbananda Sonowal: “পাটনায় ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা করা হচ্ছে,” বললেন সোনোয়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: “পাটনায় ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা করা হচ্ছে।” সোমবার বিহারের (Bihar) রাজধানী পাটনায় অনুষ্ঠিত জাতীয় জলপথ-১ (গঙ্গা নদী) সংক্রান্ত পরামর্শমূলক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলি বললেন কেন্দ্রীয় পোর্ট, শিপিং ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল (Sarbananda Sonowal)। পাটনায় এই জাতীয় কর্মশালার আয়োজন এই প্রথম। অনুষ্ঠানে তিনি বলেন, “আজকের এই পরামর্শমূলক কর্মশালায় আমরা আমাদের নদীগুলিকে, বিশেষ করে জাতীয় জলপথগুলিকে, পুনরুজ্জীবিত করতে সম্মিলিত প্রচেষ্টার পুনরায় অঙ্গীকার করছি যাতে সেগুলি আমাদের ভবিষ্যৎ উন্নয়নের চালিকা শক্তি হয়ে উঠতে পারে, শুধু অতীতের স্মৃতিচিহ্ন নয়। আইডাব্লুটি হল সবচেয়ে পরিচ্ছন্ন, ব্যয়-সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থা।” কেন্দ্রীয় এই মন্ত্রী বলেন, “আমি পবিত্র গঙ্গা নদীর প্রতি শ্রদ্ধা জানাই। এটি এই ভূমির জীবনের, সভ্যতার ও আধ্যাত্মিক শক্তির চিরন্তন উৎস। তাঁর প্রবহমান জলে লুকিয়ে আছে শতাব্দীর সংস্কৃতি, জ্ঞান, জীবিকা ও উত্তরাধিকার। গঙ্গা শুধুই একটি নদী নয়, ভারতীয় উপমহাদেশের হৃদস্পন্দন। আজ যখন আমরা পাটনায়—এই শহর যিনি নিজে আগলে রেখেছেন, সেখানে একত্রিত হয়েছি, তখন আমরা ফের প্রতিজ্ঞা করছি এই পবিত্র নদীকে জাতির আধুনিক উন্নয়ন ও রূপান্তরের যাত্রার সঙ্গে একত্রিত করার।”

    ওয়াটার মেট্রো (Sarbananda Sonowal)

    কেন্দ্রীয় মন্ত্রী আরও ঘোষণা করেন, বিহার সরকার, বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রণালয় এবং ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার মধ্যে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করা হবে, যাতে বিহারে গঙ্গা নদীর ওপর টেকসই উন্নয়নের সম্ভাবনাগুলি অন্বেষণ করা যায়। এর পরেই মন্ত্রী (Sarbananda Sonowal) বলেন, “পাটনায় একটি ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা করা হচ্ছে। এটি কোচি ওয়াটার মেট্রোর সফল মডেলকে পুরোপুরি বা আংশিকভাবে অনুসরণ করবে। তবে এটা নির্ভর করবে পাটনার ভৌগোলিক অবস্থানের ওপর। প্রস্তাবিত এই ব্যবস্থার লক্ষ্য হল গঙ্গার দুই তীরকে সংযুক্ত করা এবং রাজধানী শহরের জন্য একটি পরিচ্ছন্ন, দক্ষ ও আধুনিক শহরভিত্তিক পরিবহণ ব্যবস্থা গড়ে তোলা। পাটনায় একটি জাহাজ মেরামত কেন্দ্র স্থাপন করা হবে, যাতে অভ্যন্তরীণ জাহাজ পরিবহণ ব্যবস্থার জন্য একটি শক্তিশালী পরিবকাঠামো তৈরি হয়।”

    জাহাজ মেরামত কেন্দ্র

    তিনি বলেন, “এই কেন্দ্রে কেবল জাহাজ মেরামতের কাজই হবে না, বরং নতুন জাহাজ নির্মাণের সুবিধাও থাকবে। এই প্রকল্পগুলি গঙ্গা নদীকে টেকসই শহরভিত্তিক (Bihar) পরিবহণের একটি প্রাণরেখা হিসেবে পুনরুজ্জীবিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং নদীকেন্দ্রিক পরিবেশবান্ধব উন্নয়নের জাতীয় প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ (Sarbananda Sonowal)।”

  • PM Modi: দেশে প্রথম ওয়াটার মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানুন কবে, কোথায়

    PM Modi: দেশে প্রথম ওয়াটার মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানুন কবে, কোথায়

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে চালু হতে চলেছে প্রথম ওয়াটার মেট্রো (Water Metro)। ২৫ এপ্রিল, মঙ্গলবার এই পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। উৎসর্গ করবেন জাতির উদ্দেশ্যে। রবিবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ট্যুইট-বার্তায় লেখেন, কেরালার (Kerala) স্বপ্নের এই প্রকল্প কোচি ও তার আশেপাশের ১০টি দ্বীপকে সংযুক্ত করবে। মুখ্যমন্ত্রী জানান, শীতাতপ নিয়ন্ত্রিত নৌকাগুলি সড়ক পরিবহণের যানজটের ভোগান্তি দূর করবে।

    ওয়াটার মেট্রোর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি (PM Modi)…

    শুধু তাই নয়, এই পরিবহণ ব্যবস্থা অত্যন্ত সাশ্রয়ী এবং নিরাপদ। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে পরিষেবা শুরু হবে হাইকোর্ট-ভাইপিন টার্মিনাল থেকে ভিটিলা-কাক্কানাড় টার্মিনাল পর্যন্ত। মুখ্যমন্ত্রী জানান, যাত্রীরা কোচি ১ কার্ড ব্যবহার করেই কোচি মেট্রো এবং ওয়াটার মেট্রো দুই পরিষেবাই নিতে পারবেন। ডিজিটাল প্ল্যাটফর্মেই বুক করা যাবে ওয়াটার মেট্রোর টিকিট। জানা গিয়েছে, ব্যাটারি চালিত বৈদ্যুতিক হাইব্রিড নৌকার মাধ্যমে কোচি ও তার আশেপাশের ১০টি দ্বীপকে সংযুক্ত করবে এই ওয়াটার মেট্রো।

    প্রথম পর্যায়ে থাকবে ৭৮টি বৈদ্যুতিক নৌকা (PM Modi)। টার্মিনাল থাকবে ৩৮টি। প্রকল্প নির্মাণে ব্যয় হয়েছে ১,১৩৬.৮৩ কোটি টাকা। কেরল সরকার ও জার্মান সংস্থা কেএফডব্লু যৌথভাবে বহন করেছে এই খরচ। পরিবেশ বান্ধব এই যান চালু হলে শহরে কমবে যানজট।

    আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

    এদিন ওয়াটার মেট্রো ছাড়াও, তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশন থেকে কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনাও করবেন প্রধানমন্ত্রী। এই ট্রেনটি তিরুবনন্তপুরম, কোল্লাম, কোট্টায়াম, এর্নাকুলাম, ত্রিশুর, পালাক্কাড়, পাঠানমথিট্টা, মলপ্পুরম, কোঝিকোড়, কান্নুর এবং কাসারগড় এই ১১টি জেলার ওপর দিয়ে যাবে। ডিন্ডিগুল-পালানি-পালক্কাড় বিভাগে ইলেকট্রিক ট্রেন চলাচলের সূচনাও করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর (PM Modi) স্থাপনও করবেন তিনি। এর মধ্যে রয়েছে তিরুবনন্তপুরম, কোঝিকোড় এবং ভারকালা শিবগিরি রেলওয়ে স্টেশনগুলির পুনর্নির্মাণের কাজ। এদিনই তিরুবনন্তপুরমে ডিজিটাল সায়েন্স পার্কের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

LinkedIn
Share