Tag: WhatsApp

WhatsApp

  • WhatsApp Trick: নিজের সঙ্গে চ্যাট! হোয়াটসঅ্যাপের এই বিশেষ ফিচার সম্পর্কে জানেন কি?

    WhatsApp Trick: নিজের সঙ্গে চ্যাট! হোয়াটসঅ্যাপের এই বিশেষ ফিচার সম্পর্কে জানেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি হোয়াটসঅ্যাপে প্রায় সারাক্ষণই অ্যাক্টিভ থাকেন? যদি বলেন হ্যাঁ, তবেই আপনার জন্য আছে একটি সুখবর। বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত মেসেজিং অ্যাপ হিসেবে ব্যবহার করা হয় এই হোয়াটসঅ্যাপ (WhatsApp)। নিয়মিতভাবে কয়েক কোটি মানুষ এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে চলেছেন। তাই কারোর সঙ্গে কথা বলতে গেলে সবাই এই প্ল্যাটফর্মটিকেই বেছে নেন। এছাড়াও মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সংস্থা প্রায়ই নতুন আপডেট নিয়ে আসে নতুন নতুন ফিচার নিয়ে। তবে এবারে কোনও নতুন আপডেট নয়, হোয়াটসঅ্যাপের একটি ট্রিকস নিয়ে বলা হবে যা ব্যবহারকারীদের ক্ষেত্রে অনেক সুবিধা এনে দিতে পারে।

    আরও পড়ুন: মেসেজ ‘ডিলিট ফর এভরিওয়ানে’ নতুন বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    এর মধ্যেই হোয়াটসঅ্যাপে টাকা ট্রান্সফারের সুবিধা দেওয়া হয়েছে, তবে এখানে self chat option নেই। কিন্তু এই অপশন না থাকলেও এবারে আপনি আপনার হোয়াটসঅ্যাপেই কোনও কিছু তথ্য নোটডাউন করে নিতে পারবেন। কোনও কিছু লেখার জন্যে আপনাকে আর নোটপ্যাড বা অন্য কোনও অ্যাপে যেতে হবে না। চ্যাট করার সঙ্গে সঙ্গে সেখানেই আপনার জরুরি তথ্য লিখে নিতে পারবেন।

    তবে অনেকেই এই কাজটি করার জন্যে আগে থেকেই একটি কৌশল বের করেছে। আপনারা অনেকেই নিশ্চয় এটি করেছেন যে, পরিচিত একজনের সঙ্গে হোয়াটস্যাপে একটি গ্রুপ বানিয়ে তারপর তাকে গ্রুপ থেকে সরিয়ে দিয়ে সেখানে নিজের যাবতীয় তথ্য বা প্রয়োজনীয় ফাইল নিজের সুবিধার্থে লিখে রাখতে বা শেয়ার করছেন। তবে নিজের জন্যে হোয়াটসঅ্যাপে একটি আলাদা জায়গা করে রাখার জন্যে এর থেকেও একটি ভালও ট্রিক রয়েছে তার জন্যে আপনাকে হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp web) বা হোয়াটসঅ্যাপ ডেস্কটপ (WhatApp Desktop) খুলে লগ ইন করতে হবে। এরপর আরেকটি নতুন ট্যাব খুলে https://wa.me//91XXXXXXXXXX এই লিঙ্কটি দিয়ে তারপর X-এর জায়গায় আপনার মোবাইলের নম্বরটি দিতে হবে। এরপর এন্টার দিলেই continue to chat বা continue to web chat  দেখাবে। আর এখানেই আপনি আপনার প্রয়োজনীয় যাবতীয় তথ্য নিজের জন্য এখানেই শেয়ার করতে পারবেন বা কোনও কিছু লিখে রাখতে পারবেন।

    আরও পড়ুন: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

    তাহলে দেরি না করে, নিজেই পরখ করে দেখুন!

     

  • WhatsApp New Feature: একসঙ্গে দুটি স্মার্টফোনে চালানো যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

    WhatsApp New Feature: একসঙ্গে দুটি স্মার্টফোনে চালানো যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে (WhatsApp) নতুন ফিচারের তালিকা ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি একাধিক নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছিল মেটা মালিকানাধীন হোয়াটস্যাপ। এবারেও আরও এক নতুন ফিচার নিয়ে এসেছে তা হল কম্প্যানিয়ন মোড (Companion Mode)। এর মাধ্যমে আপনি নিজের হোয়াটসঅ্যাপ (WhatsApp) একাধিক স্মার্টফোনের সঙ্গে লিঙ্ক করতে পারবেন এবং সেখানে সমস্ত পুরনো চ্যাটও পাওয়া যাবে।

    বিভিন্ন মেসেজিং অ্যাপের মধ্যে জনপ্রিয়তায় একেবারে উপরের দিকে রয়েছে হোয়াটসঅ্যাপ। কারণ ইউজারদের সুবিধার কথা ভেবে প্রায়ই নতুন নতুন আপডেট নিয়ে আসে এই অ্যাপ। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার এনে এই অ্যাপটি আরও যেন আকর্ষণীয় হয়ে উঠেছে। এবারের আপডেট অনুযায়ী ইউজার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে একাধিক স্মার্টফোন লিঙ্ক করতে পারেন। এর সঙ্গে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিভিন্ন মেসেজও স্থানান্তরিত হয়ে যাবে অন্য স্মার্টফোনে। হোয়াটসঅ্যাপ সংস্থা মেটা (META) এখন এই ফিচারটি নিয়ে কাজ করছে। আপাতত ফিচারটির বিটা ভার্সনে পরীক্ষা চলছে।

    আরও পড়ুন: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

    উল্লেখ্য, বর্তমানে আপনারা ফোনে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করেন সেটি শুধুমাত্র দুই ধরনের ডিভাইস ল্যাপটপ বা কম্পিউটার এবং ট্যাবের সঙ্গে লিঙ্ক করে সেই ডিভাইসগুলিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। কিন্তু একটি ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও পর্যন্ত একসঙ্গে অন্য কোনও ফোনে ব্যবহার করা যায় না। কিন্তু এই ফিচারটি আসলে তা আপনারা করতে পারবেন।

    সম্প্রতি একাধিক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে সোশ্যাল মেসেজিং অ্যাপটি। যার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় হল অনলাইন স্টেটাস লুকিয়ে রাখা। এই ফিচারের ফলে আপনি লুকিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপের ‘অনলাইন স্টেটাস’ (Online Status) অর্থাৎ আপনি অনলাইন আছেন কি না, তা কনট্যাক্ট লিস্টের একজন বা অনেকের বা সকলের কাছ থেকে গোপন রাখতে পারবেন। তবে এবার একাধিক স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সুবিধা পেলে ইউজাররা খুশিই হবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু একসময়ে মাত্র দুটো ফোন থেকেই এই হোয়াটসঅ্যাপ লিঙ্ক করার সুবিধা পেয়ে থাকবেন। তবে কবে এই ফিচারটি আসবে তা নিয়ে সংস্থা থেকে কিছু জানানো হয়নি।

    আরও পড়ুন: মেসেজ ‘ডিলিট ফর এভরিওয়ানে’ নতুন বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

  • Whatsapp: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

    Whatsapp: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: হয়তো আপনি হোয়াটসঅ্যাপে (Whatsapp) অনলাইন আছেন। কিন্তু তা মানুষকে না জানিয়ে আপনার মেসেজগুলি দেখতে চাইছেন। হয়তো আপনি মানুষকে জানাতে চান না যে কখন আপনি তার মেসেজগুলি পড়লেন। অথবা আপনি চান না কেউ আপনার জীবনের গতিবিধির ট্র্যাক রাখুক। বা কাউকে এড়িয়ে চলতে চাইছেন। কারও সাথে যোগাযোগ রাখায় অনীহা। সেক্ষেত্রে আপনি তাকে জানতে দিতে চান না আপনি কখন কখন হোয়াটসঅ্যাপ পাড়ায় ঢুঁ মারছেন। সেক্ষেত্রে কী করবেন?

    আরও পড়ুন: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ! গ্রুপ কল হবে আরও মজাদার!

    আপনার কনট্যাক্ট লিস্টে থাকা বন্ধুরা খুব সহজেই জানতে পারেন আপনি কখন অনলাইন হচ্ছেন। যদি তা পছন্দ না করেন, তাহলে আপনি লুকিয়েও রাখতে পারেন হোয়াটসঅ্যাপের ‘অনলাইন স্টেটাস’ (Online Status)। এক্ষেত্রে নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে সোশ্যাল মেসেজিং অ্যাপটি। কীভাবে করবেন দেখে নিন।  

    আরও পড়ুন: অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত? হোয়াটসঅ্যাপ নিয়ে এল এই নতুন ফিচার

    ১। অ্যান্ড্রয়েডে, হোয়াটসঅ্যাপ খুলুন, উপরের ডানদিকে তিনটি ছোট বিন্দুতে আলতো চাপুন, তারপরে “সেটিংস” কমান্ডটি নির্বাচন করুন। আইওএস -এ, নিচের বারে “সেটিংস” -এ ক্লিক করুন।

    ২। সেখান থেকে অ্যাকাউন্টে যান। 

    ৩। তারপর যান প্রাইভেসিতে।

    ৪। সেখানে লাস্ট সিন এবং অনলাইন অপশনে গেলেই সেখানেই পাবেন ‘নোবডি’ বলে একটি অপশন।

    ৫। সেটা সিলেক্ট করলেই আপনি কখন অনলাইন থাকছেন তা কেউ জানতে পারবে না। 

    সবথেকে জনপ্রিয় অ্যাপ হোয়াটস্যাপ। এখনও পর্যন্ত সবথেকে বেশি সংখ্যক স্মার্টফোন ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করেন। ভারত ছাড়াও বিশ্বের বহু দেশেই এই অ্যাপটি সবথেকে বেশি ব্যবহার করা হয়। এই বছরের শুরু থেকেই হোয়াটস্যাপ-এর তরফে একাধিক আপডেট আনা হবে বলে জানানো হয়েছিল। ইতিমধ্যে বেশ কয়েকটি আপডেট এসেও গিয়েছে। বেশ কিছু দিন আগেই ভুল ম্যাসেজ পাঠালে তা এডিট করা যাবে বলে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। তারপর কোনও ডিলিট করা ম্যাসেজ আবার ফিরে পেতে ও হোয়াটস্যাপ অ্যাকাউন্টের অতিরিক্ত নিরাপত্তার জন্য ফিচারগুলো অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রতি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও সতর্ক হয়েছে এই সোশ্যাল মেসেজিং অ্যাপটি। 

  • WhatsApp New Feature: মেসেজ ‘ডিলিট ফর এভরিওয়ানে’ নতুন বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    WhatsApp New Feature: মেসেজ ‘ডিলিট ফর এভরিওয়ানে’ নতুন বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত মেসেজিং অ্যাপ হিসেবে ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ (WhatsApp)। নিয়মিতভাবে কয়েক কোটি মানুষ এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে চলেছে। ফলে ব্যবহারকারীদের সুবিধার জন্য একাধিক নতুন বৈশিষ্ট্য যোগ করে মেটা (Meta) মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সংস্থা। WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, এবারে মেসেজ ডিলিট ফর এভরিওয়ান (Message Delete For Everyone) ফিচারে নতুন আপডেট আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এর আগেও অনেক নতুন ফিচার অন্তর্ভুক্ত করেছিল এই প্ল্যাটফর্মটি। এক সপ্তাহের মধ্যেই আবারও একটি নতুন ফিচার নিয়ে চলে এসেছে হোয়াটসঅ্যাপ।

    আরও পড়ুন:কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

    হোয়াটসঅ্যাপের একটি সুবিধা ছিল যে এতে ‘ডিলিট ফর এভরিওয়ান’ এই ফিচারটি রয়েছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ ভুল করে পাঠালে তা ডিলিট করা সম্ভব হত, তবে একটি নির্দিষ্ট সময়ের জন্য। এর জন্য বর্তমানে সময় রয়েছে এক ঘণ্টা, আট মিনিট, ষোলো সেকেন্ড। অর্থাৎ ওই সময়ের মধ্যে যাকে মেসেজ করা হয়েছে তার কাছ থেকে টেক্সট, ইমেজ বা ভিডিয়ো ডিলিট করা সম্ভব। সেই সময় শেষ হয়ে গেলে তারপর আর ডিলিট করা সম্ভব নয়।

    কিন্তু নতুন আপডেট অনুযায়ী, এবার থেকে দুদিনেরও বেশি সময়ের মধ্যে ‘ডিলিট ফর এভরিওয়ান’ (Delete For Everyone) ফিচারটি ব্যবহার করা সম্ভব। নতুন আপডেটে এর সময়সীমা বাড়ানো হচ্ছে। WABetaInfo-এর রিপোর্টে বলা হয়েছে, এর সময়সীমা বাড়িয়ে ২ দিন ১২ ঘন্টা করা হবে। এই ফিচারটি গ্রুপ মেসেজ করার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। অনেকের জন্যই এই ফিচারটি অনেক সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: এক মাসে ১৯ লক্ষের বেশি হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট ব্যান ভারতে ! কারণ জানলে অবাক হবেন

    রিপোর্ট অনুযায়ী জানা গেছে, ইতিমধ্যে পুরো প্রক্রিয়াটির জন্য কাজ শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। সংস্থার তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের এই ফিচারটি বর্তমানে কিছু বিটা টেস্টারদের জন্য উপলব্ধ করা হয়েছে। তবে ঠিক কবে থেকে সমস্ত ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারবে সেবিষয়ে কোনও তথ্য জানানো হয়নি সংস্থার তরফ থেকে। তবে আগামী সপ্তাহের মধ্যেই এই নতুন বৈশিষ্ট্যটি আসতে পারে এমনটাই আশা করা হচ্ছে।

     

  • WhatsApp Updates: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ! গ্রুপ কল হবে আরও মজাদার!

    WhatsApp Updates: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ! গ্রুপ কল হবে আরও মজাদার!

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ কল চলাকালীন কোনও ব্যক্তির অবাঞ্ছিত শব্দে অস্বস্তির মুখে পড়তে হয়? তবে নেই আর কোনও চিন্তা। হোয়াটস্যাপ ( WhatsApp) এর জন্যও নিয়ে এসেছে এক উপায়। 

    সবথেকে জনপ্রিয় অ্যাপ হোয়াটস্যাপ। এখনও পর্যন্ত সবথেকে বেশি সংখ্যক স্মার্টফোন ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করেন। ভারত ছাড়াও বিশ্বের বহু দেশেই এই অ্যাপটি সবথেকে বেশি ব্যবহার করা হয়। এই বছরের শুরু থেকেই হোয়াটস্যাপ-এর তরফে একাধিক আপডেট আনা হবে বলে জানানো হয়েছিল। ইতিমধ্যে বেশ কয়েকটি আপডেট এসেও গিয়েছে। বেশ কিছু দিন আগেই ভুল ম্যাসেজ পাঠালে তা এডিট করা যাবে বলে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। তারপর কোনও ডিলিট করা ম্যাসেজ আবার ফিরে পেতে ও হোয়াটস্যাপ অ্যাকাউন্টের অতিরিক্ত নিরাপত্তার জন্য ফিচারগুলো অন্তর্ভুক্ত করা হয়।

    আরও পড়ুন: ভুলবশতঃ হোয়াটস্যাপ মেসেজ ডিলিট করেছেন? চিন্তা নেই, আসছে নতুন ফিচার!

    তবে এবারে গ্রুপ কল বিষয়ক কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এবার থেকে গ্রুপ কলে কোনও ব্যক্তি সমস্যার সৃষ্টি করলে তাকে তৎক্ষণাৎ করতে পারবেন মিউট(Mute)। আবার এর সঙ্গে সেই নির্দিষ্ট ব্যক্তিকে ম্যাসেজও করতে পারবেন।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত? হোয়াটসঅ্যাপ নিয়ে এল এই নতুন ফিচার

    [tw]


    [/tw]

    শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনদের কথা মাথায় রেখে আরও একটি ফিচার অ্যাড করেছে, সেটি হল ‘Admin Approval’। অর্থাৎ এর আগে কোনও ব্যক্তি কোনও গ্রুপে জয়েন করতে চাইলে খুব সহজেই একটি লিঙ্কের মাধ্যমে জয়েন হয়ে পারত। কিন্তু এখন থেকে গ্রুপ অ্যাডমিনের থেকে সম্মতি নিয়েই জয়েন করতে হবে। গ্রুপ অ্যাডমিনদের যাতে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্যই এমন পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

    WABetaInfo অনুসারে, পরবর্তীতে, কোনও ব্যক্তি গ্রুপে লিঙ্কের মাধ্যমে জয়েন করতে চাইলে গ্রুপ অ্যাডমিন তাকে গ্রহণ বা বর্জন করতে পারবেন। যদিও এই ফিচারটি এখন বিটা ভার্সনে পরীক্ষা করা হচ্ছে। খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ও আইওএস-এ পাওয়া যাবে।

     

  • WhatsApp Malware File: সেনা, ডিআরডিও-র গোপন তথ্য হাতাতে ছড়ানো হচ্ছে ম্যালওয়ার! সতর্ক থাকার নির্দেশ

    WhatsApp Malware File: সেনা, ডিআরডিও-র গোপন তথ্য হাতাতে ছড়ানো হচ্ছে ম্যালওয়ার! সতর্ক থাকার নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp) বর্তমানে সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ। মেটা মালিকাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি নিরাপত্তাও দিয়ে থাকে। হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধাও রয়েছে। যাতে ব্যবহারকারীরা কোনও সমস্যা ছাড়াই এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।

    কিন্তু এবার এই হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মকেই ব্যবহার করে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র গোপন তথ্য হাতানোর জন্য কিছু ক্ষতিকারক বা ম্যালিসিয়াস সফ্টওয়ার সংক্ষেপে ম্যালওয়ার ফাইল ট্রান্সফার করা হচ্ছে। লক্ষ্য, প্রতিরক্ষা মন্ত্রক বা ভারতীয় সেনার ক্ষতি করা। বিষয়টি প্রকাশ্যে আসার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

    আরও পড়ুন: একসঙ্গে দুটি স্মার্টফোনে চালানো যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

    সূত্রের খবর, একটি সন্দেহজনক নম্বর থেকে ‘CSO_SO on Deputation DRDO. apk’  নামে ম্যালওয়ার ফাইলটি হোয়াটসঅ্যাপে শেয়ার করা হচ্ছে। এটি একটি ডিআরডিও-এর নামে ভুয়ো ফাইল, যেটি ডিআরডিও-তে ভর্তির আবেদনপত্র। গত ২৬ মে ডিআরডিও-র তরফে একটি আবেদনপত্র প্রকাশ করা হয়েছিল। এরপর সেটিরই ভুয়ো তৈরি করে হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করা হচ্ছে।

    সূত্রের খবর থেকে জানা গিয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ক্ষতি করতে বা ভারতের বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্যে এক অভিনব পদ্ধতি ব্যবহার করছে পাকিস্তান। রিপোর্ট অনুযায়ী, যেসব ডিভাইসগুলো এই ম্যালিসিয়াস ফাইলে সংক্রমিত, সেইসব ডিভাইসগুলো পরীক্ষা করে দেখা গেছে, এই ক্ষতিকারক ফাইলগুলো ক্লিক করলেই জার্মানির নিউরেমবার্গের কোনও সার্ভারের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে। এর ফলেই সেনা ও ডিআরডিও-তে কর্মরত ব্যক্তিদের কোনওরকমের সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে দূরে থাকতে বলা হয়েছে।

    আরও পড়ুন: জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিওর, জানুন বিস্তারিত

    প্রসঙ্গত, কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ সংস্থার তরফে ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলা হয়েছিল কারণ হোয়াটসঅ্যাপের মতোই দেখতে এমন কয়েকটি নকল হোয়াটসঅ্যাপ অ্যাপ বাজারে ছেয়ে গেছে। সেগুলি কেউ ইনস্টল করলেই সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। একাধিক ম্যালিশিয়াস অ্যাপগুলো ব্যবহার করলেই মানুষের ফোনে থাকা নানাবিধ গোপনীয়, গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে চলে আসতে পারে বলে আশঙ্কা সাইবার বিশেষজ্ঞদের। 

  • WhatsApp: নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে পাঠানো যায় মেসেজ? জেনে নিন পদ্ধতি

    WhatsApp: নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে পাঠানো যায় মেসেজ? জেনে নিন পদ্ধতি

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp), মেসেজিং প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি অন্যতম জনপ্রিয় অ্যাপ। মেটা (Meta) মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সংস্থা সাধারণ মানুষকে আকর্ষণ করার জন্য এবং ব্যবহারকারীদের সুবিধার্থে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে। ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। নতুন আপডেটগুলো দেওয়ায় ব্যবহারকারীরাও খুশী।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের স্টেটাসে এবারে শেয়ার করুন ‘ভয়েস নোট’, নতুন ফিচার লঞ্চ সংস্থার

    তবে আজ কোনও নতুন আপডেটের বিষয়ে বলা হবে না। আজ আলোচনা করা হবে হোয়াটসঅ্যাপের কিছু ট্রিকস বা টোটকা নিয়ে। আপনারা সবাই জানেন হোয়াটসঅ্যাপে কাউকে কিছু মেসেজ করতে গেলে প্রথমে নম্বরটিকে ফোনে সেভ করতে হয়। তারপরেই সেই নম্বরে কিছু পাঠানো যায়। কিন্তু জানেন কি এই কাজ না করেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করা সম্ভব? নম্বর সেভ না করেই কীভাবে কাউকে মেসেজ করবেন তার পদ্ধতি জেনে নিন। এই পদ্ধতিটির নাম ক্লিক-টু-চ্যাট ফিচার (Click-to-Chat Feature)। কিন্তু এই ফিচারটি সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে করা যায় না।

    • তার জন্যে প্রথমে আপনাকে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে।
    • ব্রাউজারে https://wa.me/<number> এই লিঙ্কটি দিতে হবে, এবং নম্বরের জায়গায় যে নম্বরে মেসেজ পাঠাবেন সেই নম্বরটি টাইপ করুন। নম্বরের আগে দিতে হবে সেই দেশের কোড। যেমন- ভারতের কোড ৯১। অর্থাৎ ভারতের যে কোন নম্বরের আগে ৯১ টাইপ করে তার পরে নম্বর টাইপ করতে হবে। যেমন https://wa.me/91XXXXXXXXXX)।
    • এই ইউআরএল খোলার পরে হোয়াটসঅ্যাপ খুলে যাবে।
    • এরপর continue to chat বাটন দেখা যাবে।
    • তারপরে এই বাটনে ক্লিক করলে টাইপ করা নম্বরের সঙ্গে চ্যাট শুরু করতে পারবেন।

    আরও পড়ুন: নিজের সঙ্গে চ্যাট! হোয়াটসঅ্যাপের এই বিশেষ ফিচার সম্পর্কে জানেন কি?

    হোয়াটসঅ্যাপের এই ফিচার ছাড়াও অনেক থার্ড পার্টি ওয়েবসাইট SendWhatsappMsg.com, Nocontact, Easy Message রয়েছে। আবার একাধিক থার্ড পার্টি অ্যাপও রয়েছে। এর মধ্যে অন্যতম WhatsDirect, Click to Chat ইত্যাদি। এই অ্যাপ ব্যবহার করেও একই কাজ করা সম্ভব। যে নম্বরে চ্যাট শুরু করতে চান সেই নম্বর এই অ্যাপে এন্টার করে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট শুরু করতে পারবেন।

LinkedIn
Share