মাধ্যম নিউজ ডেস্ক: ২২শে নভেম্বর, শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X Account) একটি বড় আপডেট চালু করেছে। একে সাম্প্রতিক বছরগুলির অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বর্ণনা করা হচ্ছে, বিশেষত বিলিয়নিয়ার ইলন মাস্ক প্ল্যাটফর্মটির দায়িত্ব নেওয়ার পর (India)। এখন প্ল্যাটফর্মটি বিশ্বজুড়ে প্রতিটি ব্যবহারকারীর অ্যাকাউন্টে একটি দেশের লেবেল দেখাচ্ছে, যা নির্ধারিত হচ্ছে ব্যবহারকারীর ডিভাইসের অবস্থান এবং যে অ্যাপ স্টোরের সঙ্গে অ্যাকাউন্টটি যুক্ত তার ভিত্তিতে।
অ্যাকাউন্টটি কোন দেশের (X Account)
এই ফিচারটি ব্যবহারকারীদেরকে কোনও অ্যাকাউন্ট কখন এক্সে যুক্ত হয়েছে সেই তারিখে ক্লিক করলেই অ্যাকাউন্টটি কোন দেশভিত্তিক তা দেখিয়ে দেয়। এটি ব্যবহারকারীদেরকে প্রোপাগান্ডা বা যৌথ প্রভাব বিস্তারের জন্য ব্যবহৃত অ্যাকাউন্টগুলি চিহ্নিত করতেও সাহায্য করবে। উল্লেখযোগ্যভাবে, এখানে দেশ লুকিয়ে শুধু অঞ্চল দেখানোর একটি অপশনও রাখা হয়েছে। এক্সের দাবি, এই পরিবর্তনটি সেই সব অঞ্চলে অ্যাকাউন্টগুলিকে বেনামী থাকতে সাহায্য করবে, যেখানে সামাজিক মাধ্যমে মতপ্রকাশে কঠোর বিধিনিষেধ রয়েছে। এক্সে একটি পোস্টে প্ল্যাটফর্মের হেড অব প্রোডাক্ট নিকিতা বেয়ার বলেন, “যেসব দেশে মতপ্রকাশের জন্য শাস্তির ঝুঁকি রয়েছে, তাদের জন্য আমরা শুধু অঞ্চল দেখানোর মতো প্রাইভেসি টগল যুক্ত করেছি।” যদিও অনেক ব্যবহারকারী এই ফিচারকে স্বাগত জানিয়েছেন, অন্যরা উদ্বেগ প্রকাশ করেছেন যে এটি আঞ্চলিক লক্ষ্যবস্তু করা অথবা নতুন ধরনের অনলাইন নির্যাতনের কারণ হতে পারে (India)।
প্রোফাইলের প্ল্যাটফর্মে যোগদানের তারিখ
যখন কোনও ব্যবহারকারী কোনও প্রোফাইলের প্ল্যাটফর্মে যোগদানের তারিখে ক্লিক করেন, তখন তথ্যটি দেখা যায়। উদাহরণস্বরূপ, যদি ডিভাইসের অবস্থান ভারত হয়, তবে এটি উৎপত্তির দেশ হিসেবে ভারত দেখাবে। একইভাবে, যদি কোনও অ্যাকাউন্ট ভারত-ভিত্তিক অ্যান্ড্রয়েড প্লে স্টোরের মাধ্যমে সংযুক্ত থাকে, তাহলে “কান্টেকটেড ভায়া” অংশে সেই তথ্য দেখাবে। তবে, যদি অ্যাকাউন্টটি আগে কোনও প্রক্সি ব্যবহার করে সংযুক্ত হয়ে থাকে, তাহলে দেখানো অবস্থানটি ঠিক নাও হতে পারে। এতদিন পর্যন্ত যে কেউ যে কোনও পরিচয়, ভূগোল বা পটভূমি দাবি করে কোনও ধরনের তথ্য প্রকাশ না করেই রাজনৈতিক আলোচনায় অংশ নিতে পারত। এই অস্বচ্ছতা অজ্ঞাত নেটওয়ার্ক ও রাজনৈতিকভাবে উত্তেজিত হ্যান্ডেলগুলিকে সুরক্ষা দিত, যারা ভারত–বিরোধী কন্টেন্ট পোস্ট করলেও ধরা পড়ত না। এই সুরক্ষা এখন অতীত। এখন যে কেউ সহজেই যাচাই করতে পারে, কোনও ব্যবহারকারীর রাজনৈতিক বা আঞ্চলিক আলোচনায় বক্তব্য রাখার উপযুক্ততা রয়েছে কি না।
ভারতের ভিত্তির ওপর তৈরি নয়
এতে একটি বিষয় অত্যন্ত (X Account) পরিষ্কার যে, ভারতীয় রাজনৈতিক আলোচনায় বহু বছর ধরে যে সব অ্যাকাউন্ট প্রভাব বিস্তার করেছে, তাদের অনেকে মোটেই ভারতের ভিত্তির ওপর তৈরি নয়। অন্য দেশগুলির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দেশের লেবেলটি হয়তো প্রমাণ করে না যে, ব্যক্তি বর্তমানে কোথায় বসবাস করছেন, তবে এটি জানায় যে অ্যাকাউন্টটি কোথায় তৈরি হয়েছে বা তার ডিজিটাল পরিচয় কোন দেশে তৈরি। দীর্ঘদিন ধরে যেসব দেশ মনে করত যে বিদেশি শক্তি তাদের অভ্যন্তরীণ বয়ানে প্রভাব ফেলছে, এই নিশ্চিতকরণ সেই আলোচনা নতুন করে শুরু করেছে (India)। এই বছরের অক্টোবর মাসে এক্সের হেড অব প্রোডাক্ট, নিকিতা বিয়ার, এই আপডেটের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। বিয়ারের মতে, কেউ যখন এক্সে কোনও কন্টেন্ট পড়বে, তখন তাকে জানতে হবে সেই অ্যাকাউন্টটির উৎস কোথায়, যাতে অ্যাকাউন্টটি যে মতামত প্রচার করছে তা কতটা বিশ্বাসযোগ্য তা বিচার করা যায়।
এএলটি নিউজ
এএলটি নিউজ ভারতীয় সোশ্যাল মিডিয়ায় একটি বহুল আলোচিত প্রতিষ্ঠান। সংস্থাটি নিজেকে একটি ফ্যাক্ট-চেকিং উদ্যোগ হিসেবে পরিচয় দেয়। এর প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের এবং প্রতীক সিনহার মতামত ও অবস্থান সম্পর্কে সামাজিক মাধ্যমে নানা ধরনের সমালোচনা রয়েছে (India) এবং কখনও কখনও বিতর্কের সৃষ্টি হয় যে তারা নিরপেক্ষ কি না। বিভিন্ন পোস্টকে ঘিরে বিতর্কও দেখা গিয়েছে, যা পরে সংশোধন বা মুছে ফেলা হয়েছে (X Account)। এএলটি নিউজ ভারতের বহু রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। এই তথ্য প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। এএলটি নিউজ সব সময় নিজেকে একটি দেশজ, দেশীয় পরিবেশের সঙ্গে গভীরভাবে যুক্ত ভারতীয় সংগঠন হিসেবে উপস্থাপন করেছে। এর সমালোচনা, আন্দোলন এবং ফ্যাক্ট-চেকিং সবই স্থানীয় সমস্যার স্থানীয় প্রতিক্রিয়া বলে দাবি করা হয়েছে। যদিও এই লেবেলটি অ্যাকাউন্টের প্রকৃত অবস্থান নাও হতে পারে, এই প্রকাশ প্ল্যাটফর্মের তথাকথিত দেশীয় আন্দোলন কতটা প্রকৃতপক্ষে দেশীয় তা নিয়ে প্রশ্ন তোলে (India)। আর একটি অ্যাকাউন্ট যা নজর কেড়েছে তা হল “ইন্ডিয়ান মুসলিম আরর্কাইভ”, যার হ্যান্ডেল “রুস্তম_0”। অ্যাকাউন্টে উৎস হিসেবে দেখানো আছে “সাউথ এশিয়া” এবং এটি ভ্রান্ত ও বিভ্রান্তিকর ঐতিহাসিক তথ্য পোস্ট করার জন্য পরিচিত (X Account)।
ভারত সম্পর্কে রাজনৈতিকভাবে উত্তেজিত মতামত
ভারত সম্পর্কে রাজনৈতিকভাবে উত্তেজিত মতামত দেওয়া অনেক অ্যাকাউন্ট আসলে দেশের বাইরের। নতুন এই ফিচারটি এমন কিছু অ্যাকাউন্টের দিকেও দৃষ্টি আকর্ষণ করেছে, যেগুলি আন্দোলন-সম্পর্কিত নানা বর্ণনায় অস্বাভাবিকভাবে বড় ভূমিকা পালন করে। সাধারণভাবে ট্র্যাক্টর২রাইটার-২ নামে পরিচিত যে হ্যান্ডেলটি নিয়মিত পাঞ্জাব, শিখ পরিচয়, কৃষকদের আন্দোলন এবং কথিত বৈষম্য নিয়ে মন্তব্য করে, সে ক্ষেত্রে দেখা যায় “অ্যাকাউন্ট ভিত্তিক: অস্ট্রালেশিয়া।” এই অ্যাকাউন্টটি বারবার ভারতের বিরোধী কন্টেন্ট প্রচার করেছে এবং পাঞ্জাবে উত্তেজনা বাড়াতে উসকানি দিয়েছে। কৃষক আন্দোলনের সময় অনলাইনে এমন বহু অ্যাকাউন্ট ছিল যা হইচই ফেলে দিয়েছিল। একই রকম আরও একটি অ্যাকাউন্ট ট্র্যাক্টর২রাইটার আন্দোলনের সময়ে তার বিতর্কিত কন্টেন্টের জন্য ভারতে (India) সীমিত করা হয়েছিল। এই নির্দিষ্ট অ্যাকাউন্টটি সম্ভবত একই দলের লোকেরা পরিচালনা করে অথবা অন্তত একই মতাদর্শ ও কর্মসূচি ভাগ করে নেয় (X Account)।
অমিত মালব্যর বক্তব্য
এক্স হ্যান্ডেলে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, “এক্স যখন অবস্থান তথ্য প্রদর্শন করতে শুরু করল, তখন একটি আকর্ষণীয় ধরণ উঠে এল। প্রচুর সংখ্যক প্রো-কংগ্রেস, বিরোধী-হিন্দু এবং বিভাজনসৃষ্টিকারী বর্ণভিত্তিক হ্যান্ডেলগুলির অনেকগুলিই ভারত থেকে পরিচালিত হচ্ছে না। অনেকগুলি পাকিস্তান, বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য অংশ এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে চালানো হচ্ছে। প্রায় সবগুলিই নিজেদের পরিচয় ঢাকার জন্য একাধিকবার ইউজারনেম বদলেছে। এটা কী দেখায়? ভারতের সামাজিক কথা-কাহিনিকে প্রভাবিত করতে, ভুয়ো তথ্য ছড়িয়ে দিতে ও অভ্যন্তরীণ বিভেদের গভীরতা বাড়াতে একটি সমন্বিত বৈশ্বিক অপারেশন চলছে। ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র এখন প্রকাশ্যে এল (India)।”
নয়া ফিচারটির সব চেয়ে বড় সুবিধা হল, এর সাহায্যে প্রথমবারের মতো ভারতীয় ব্যবহারকারীরা জানতে পারছেন, যে কথা বলছে সে ঠিক কোথা থেকে কথা বলছে। এই বৈশিষ্ট্যটি সোশ্যাল মিডিয়ায় যারা ভারতবিরোধী উদ্দেশ্য নিয়ে এসেছিল, বিশেষ করে যারা বিদেশের মাটিতে থেকে ভারতের ন্যারেটিভ প্রভাবিত করার চেষ্টা করেছে, তাদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলবে (X Account)।
