মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েক দিনের লাগাতার অতি ভারী বৃষ্টিতে তেলেঙ্গনার (Telangana) কামারেড়ি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। হায়দরাবাদ শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। এলাকার মধ্যে দিয়ে বয়ে যাওয়া মানাইয়ার নদী, যা গোদাবরী নদীর একটি শাখা, তীব্র বর্ষণে প্লাবিত হয়ে যায় এবং বিস্তীর্ণ অঞ্চলে জলমগ্ন অবস্থা তৈরি হয়।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ
এই সংকটজনক পরিস্থিতিতে প্রথম থেকেই উদ্ধার ও ত্রাণকার্যে নেমে পড়েন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) ও সেবা ভারতী-র স্বেচ্ছাসেবকরা। তারা রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই আটজন মানুষকে সরাসরি জলবন্দি অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে (Telangana)।
এক হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছেন
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী (Telangana), সেবা ভারতী-র কর্মীরা ও সংঘের স্বয়ংসেবকরা এক হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছেন। উদ্ধারকাজের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য চালানো হচ্ছে ত্রাণ বিতরণ। প্লাবিত এলাকার মানুষদের মধ্যে খাবার, বিশুদ্ধ পানীয় জল, কলা, বিস্কুট, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
বন্যা পীড়িত মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে খাবার
তেলেঙ্গানার প্লাবিত এলাকাগুলিতে সেবা ভারতী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর স্বেচ্ছাসেবকরা একনিষ্ঠভাবে ত্রাণ ও সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। অনেক অঞ্চলে অস্থায়ীভাবে রান্নার ব্যবস্থা করে দুর্গত মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে উষ্ণ ও পুষ্টিকর খাবার। কোথাও কোথাও আবার কেন্দ্রীয়ভাবে রান্না করে তা পাঠানো হচ্ছে আশ্রয় শিবিরগুলিতে, যাতে একসঙ্গে বহু মানুষ খাবার পান।উদ্ধার হওয়া ও আশ্রয়হীন মানুষদের অভুক্ত না রাখার জন্য সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংঘ ও সেবা ভারতীর স্বেচ্ছাসেবকরা। শুধু খাবারই নয়, বিশুদ্ধ পানীয় জল, ওষুধ, শিশুদের জন্য দুধ এবং প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীও বিতরণ করা হচ্ছে নিয়মিত।স্থানীয় স্তরে এই সহায়তা ও ত্রাণ কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে। জলবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য নির্মাণ করা হয়েছে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থাও, যেখানে তারা অন্তত কিছুদিন নিরাপদে থাকতে পারবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত বহু পরিবারের জন্য এই সহায়তা এখন একমাত্র আশার আলো।সেবা ভারতী-র তরফে জানানো হয়েছে, যতদিন না পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, ততদিন তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন এবং এই মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে।
Leave a Reply