Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Anushka Birthday: জন্মদিনে স্ত্রীকে আবেগঘন শুভেচ্ছাবার্তা বিরাট কোহলির, উত্তর দিলেন বলিউড সুন্দরীও  

    Anushka Birthday: জন্মদিনে স্ত্রীকে আবেগঘন শুভেচ্ছাবার্তা বিরাট কোহলির, উত্তর দিলেন বলিউড সুন্দরীও  

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও একটি বসন্ত পেরিয়ে এলেন অনুষ্কা (Anushka) শর্মা। ১ মে ছিল অনুষ্কা শর্মার জন্মদিন (Anuhka Sharma Birthday)। আর তার এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি তার জীবনের বিশেষ মানুষ, ভারতীয় ক্রিকেটের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ বিরাট কোহলি (Virat Kohli)। ইনস্টাগ্রামে (Instagram) দুটি ছবি পোস্ট করে বিরাট লেখেন, “ঈশ্বরকে ধন্যবাদ জানাই তোমাকে পৃথিবীতে আনার জন্যে। আমি জানি না তোমাকে ছাড়া আমি কী করতাম। সত্যিই তুমি অন্তর থেকে একজন সুন্দর মানুষ। বন্ধুদের নিয়ে দারুণ একটা দুপুর কাটালাম।” 

    [insta]https://www.instagram.com/p/CdA2MQdPgCY/?utm_source=ig_web_copy_link [/insta]

    বিরাটের এই পোস্ট মন ছুঁয়ে গেছে নেটিজেনদের। বিরাটের এই আবেগঘন পোস্টের উত্তর দিতে ভোলেননি বলিউড সুন্দরী। প্রিয় মানুষটির পোস্টের উত্তরে তিনি লেখেন, “আমার কথা ও মন দুটোই চুরি করেছ তুমি।” 

    বিরাট-অনুষ্কা বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’- দের মধ্যে অন্যতম। দুজনেই সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই একে অপরের সঙ্গে ছবি শেয়ার করে থাকেন। সম্প্রতি অনুষ্কা অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিন্নি রমনের বিয়েতে তাঁর এবং বিরাটের ছবি শেয়ার করেন। সেই ছবিতে অনুষ্কাকে একটি গোলাপি সালোয়ার এবং বিরাটকে কালো কুর্তায় বেশ পছন্দ করেছিলেন ভক্তরা।    

    [insta]https://www.instagram.com/p/Cc4YyjqocwQ/?utm_source=ig_web_copy_link [/insta]

    কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে অনুষ্কা শর্মার স্পোর্টস ড্রামা ‘চাকদা এক্সপ্রেস’ (Chakda Express)। আর তারই অধীর অপেক্ষায় দিন গুনছেন অনুষ্কা প্রেমীরা।

  • Ranbir-Alia Wedding: সাতপাক সেরেই ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড, চুম্বনে, উষ্ণতায় মিলেমিশে একাকার রণবীর-আলিয়া

    Ranbir-Alia Wedding: সাতপাক সেরেই ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড, চুম্বনে, উষ্ণতায় মিলেমিশে একাকার রণবীর-আলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্জাবি রীতি এবং কপূরদের পারিবারিক প্রথা মেনে বাড়িতেই ধুমধাম করে বিয়ে। তার পর কেক কাটা, ওয়াইনে চুমুক। এবং অবশেষে সদ্য বিবাহিতদের ঘিরে হইচইয়ে মেতে ওঠা দুই পরিবার। ঋষি কপূর ও নীতু সিংহের বিয়েতেও তাই ঘটেছিল। এ বার একই পথে হাঁটলেন ছেলে-বউমা, রণবীর-আলিয়াও।
    নাচে-গানে জমিয়ে দিলেন ‘মিস্টার অ্যান্ড মিসেস কপূর’তেড়েফুঁড়ে বাজছে নব্বইয়ের দশকের হিট গান, ‘ছাঁইয়া ছাঁইয়া’। পর্দার শাহরুখ খান-মালাইকা অরোরার ভূমিকায় অবতীর্ণ সদ্য বিবাহিত কপূর দম্পতি (Kapoor Couple)। টুকটুকে লাল অনারকলি কুর্তিতে আলিয়া যেন পাশের বাড়ির মেয়ে। সাদা কুর্তা-পাজামা, লাল জহরকোটে দিব্যি রং-মিলন্তি রণবীরেরও। হাসছেন, জড়িয়ে ধরছেন, তাল মেলাচ্ছেন নাচের ছন্দে। জুটিতে দু‘টিতে পার্টির মধ্যমণি!

    রংমিলন্তি ছিল তার আগেও। পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি আইভরি রঙা, জরি বোনা অর্গ্যাঞ্জা শাড়ি, হিরের গয়নার দ্যুতিতে ঝলমলিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মহেশ ভট্ট-সোনি রাজদানের কন্যা। প্রায় একই রঙের সিল্কের শেরওয়ানি, জরি বোনা শাল, হিরের বোতামে ঠিক তাঁর মানানসই হয়ে উঠেছিলেন বর রণবীরও।

    আর তার পর? রূপকথার মতো সেই বিয়ের ছবিতে রণবীর-আলিয়ার হাসি ঝলমলে মুখ দেখেই আনন্দে ভেসেছেন ভক্তকুল।

     

LinkedIn
Share