Category: গ্যাজেট

Get updated Gadget related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার! এবার লুকনো যাবে অনলাইন স্ট্যাটাসও

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার! এবার লুকনো যাবে অনলাইন স্ট্যাটাসও

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) তাদের ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে নতুন নতুন ফিচারযুক্ত করছে। এখন থেকে সহজেই অন্য কারোর থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লুকানো যাবে। হোয়াটসঅ্যাপ কয়েক মাস আগে অনলাইন স্ট্যাটাস হাইডিং ফিচার চালু করেছে এবং এখন আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সমস্ত ব্যবহারকারীদের জন্য এই বৈশিষ্ট্যটি উপলব্ধ। সুতরাং, আপনি যদি আপনার বস বা একজন স্টকার থেকে আপনার হোয়াটসঅ্যাপ অনলাইন স্ট্যাটাস লুকিয়ে রাখতে চান, আপনি এখন তা করতে পারেন।
    এতদিন হোয়াটসঅ্যাপে লাস্ট সিন বন্ধ করা গেলেও অনলাইন থাকলে সকলে দেখতে পেতেন। তবে এবার সেই ঝামেলা থেকে মুক্তি মিলছে।সংস্থার তরফে জানানো হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে সব গ্রাহকের ফোনে এই প্রাইভেসি ফিচার পৌঁছে যাবে।

     

    হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) অনলাইন স্ট্যাটাস কিভাবে লুকাবেন?

    ধাপ ১: অ্যান্ড্রয়েড বা iOS ব্যবহারকারীদের প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ আপডেট করতে হবে
    ধাপ ২: আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন
    ধাপ ৩: সেটিংস মেনুতে যান
    ধাপ ৪: এরপর, অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করুন
    ধাপ ৫: গোপনীয়তায় নিচে স্ক্রোল করুন বিকল্প
    ধাপ ৬: সর্বশেষ দেখা এবং অনলাইনে ক্লিক করুন
    ধাপ ৭: এখন, আপনি “who can see when I’m online” নির্বাচন করতে পারেন
    ধাপ ৮: আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী সেটিং পরিবর্তন করুন।

    সম্প্রতি অ্যাপে স্ক্রিনশট ব্লক করার ফিচার এসেছে। এই ফিচারের সাহায্যে ভিউ ওয়ান মোডে পাঠানো ছবির স্ক্রিনশট কেউ নিতে পারবে না। এছাড়াও চলতি সপ্তাহে কমিউনিটিজ ফিচারও এনেছে হোয়াটসঅ্যাপ যার মাধ্যমে স্কুল, কলেজ থেকে অফিস সহজেই বিভিন্ন গ্রুপ সাজিয়ে রাখতে সুবিধা হবে। হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে (WhatsApp New Features) একসঙ্গে ভিডিও কল করা যাবে ৩২ জনের সঙ্গে। কোনও নির্দিষ্ট একটি গ্রুপে রাখা যাবে ১ হাজার ২৪ জনকে। যে সংখ্যাটা এখন রয়েছে ২০০।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • WhatsApp Feature: হোয়াটসঅ্যাপ ওয়েব কাজ করছে না! জানুন কিভাবে ঠিক করবেন

    WhatsApp Feature: হোয়াটসঅ্যাপ ওয়েব কাজ করছে না! জানুন কিভাবে ঠিক করবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাঁর ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে ল্যাপটপ এবং কম্পিউটারে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করার দেয়। ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা ফোনের তুলনায় সুবিধাজনক।বিশেষ করে যখন অফিসের একাধিক কাজ কিংবা স্টুডেন্টদের প্রজেক্টের জন্য যখন একাধিক ট্যাব খুলে কাজ করতে, বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ণ ফাইল আদানপ্রদানের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ওয়েব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই প্রয়োজনীয় অ্যাপটি অনেক সময় কাজ করতে চায় না বা অ্যাপটি ব্যবহার করার সময় সমস্যায় পড়তে হয়।

    এখানে সমস্যা সমাধানের জন্য কিছু পদ্ধতির উল্লেখ করা হয়েছে-

    ব্রাউজারের ক্যাশ(Cache Memory)এবং কুকিজ(Cookies) ক্লিয়ার 

    অনেক সময়, পুরানো ক্যাশ মেমরি এবং কুকিজ হোয়াটসঅ্যাপ ওয়েবের ত্রুটির কারণ হতে পারে। সেক্ষেত্রে ব্রাউজারের ক্যাশ মেমরি এবং কুকিজ সাফ করা উচিত।যদি আপনি গুগল ক্রোম(Google Chrome) ব্যবহার করেন সেক্ষেত্রে ক্রোমের ব্রাউজিং হিস্ট্রি(Browsing History) সাফ করতে, কম্পিউটারের স্ক্রিনের উপরের-ডানদিকে তিন-বিন্দুতে ক্লিক করে ইতিহাসে (History)অপশনে যান অথবা শুধু CTRL+H টিপুন।ক্লিয়ার ব্রাউজিং হিস্ট্রি’-এ ক্লিক করুন এবং তারপর ক্যাশে ও কুকিজ সাফ করুন। এর পরে, Google Chrome ব্রাউজারটিকে বন্ধ করে পুনরায় চালু করতে পারেন।দেখবেন হোয়াটসঅ্যাপ ওয়েবের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে।

    মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ভার্সনটির(Whatsapp latest version update) আপডেট

    অনেক সময় মোবাইলে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সনটি(Whatsapp latest version) না থাকায় সমস্যায় পড়তে হয়।পুরনো ভার্সনের ক্ষেত্রে অনেক সময় লগইন নিতে সমস্যা হয়। আজই নিজের মোবাইল ফোনের গুগল বা অ্যাপল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ ভার্সনটির আপডেট করুন।

    ইন্টারনেট ব্রাউজার আপডেট(Internet Browser Update)

    অনেক ক্ষেত্রে দেখা যায় হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনটি কাজ করতে চায় না।কারণ কম্পিউটারে থাকা ব্রাউজারটি দীর্ঘদিন ধরে আপডেট না থাকলে এমন সমস্যা হয়।বর্তমানে হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ তাদের ব্যবহারকারীদের নিরাপত্তার দিকটি মাথায় রেখে নতুন নতুন আপডেট করছে। ব্রাউজার আপডেট না করলে নতুন বৈশিষ্ট্যগুলোর দেখা মিলবে না।

    দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা (Fastest Internet Service)

    হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীরা সবসময় মাথায় রাখবেন যে দূর্বল নেটওয়ার্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করা যাবে না।তাই হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের ক্ষেত্রে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করুন।

    হোয়াটসঅ্যাপ সার্ভার ডাউন (Whatsaspp Server Down)

    হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীরা এটি ব্যবহার করার জন্য খেয়াল রাখবেন যে হোয়াটসঅ্যাপের অন্যান্য ব্যবহারকারীরও মেসেজিং প্ল্যাটফর্মের সাথে সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা।হোয়াটসঅ্যাপ সার্ভার ডাউন আছে কিনা তা পরীক্ষা করতে কেবল Downdetector.com-এ যান৷ হোয়াটসঅ্যাপ ডাউন থাকলে, পরিষেবাগুলি আবার চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।পরিষেবাগুলি পুনরুদ্ধার হয়ে গেলে হোয়াটসঅ্যাপ ওয়েব স্বয়ংক্রিয়ভাবে যথারীতি কাজ শুরু করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp Feature: হোয়াটসঅ্যাপের নয়া ফিচার , হোয়াটসঅ্যাপ ওয়েবে একবারই দেখা যাবে মেসেজ

    WhatsApp Feature: হোয়াটসঅ্যাপের নয়া ফিচার , হোয়াটসঅ্যাপ ওয়েবে একবারই দেখা যাবে মেসেজ

    মাধ্যম নিউজ ডেস্ক: মেটা মালিকাধীন এই জনপ্রিয় অ্যাপটি তাদের ব্যবহারকারীদের সুবিধার্থে প্রায় প্রতিদিনই নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে। বর্তমানে View Once Feature অর্থাৎ একবার দেখার সুযোগ এই ফিচারটি যুক্ত করতে চলেছে হোয়াটসঅ্যাপ।সংস্থা সূত্রে জানা যাচ্ছে, কোন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ওয়েব খোলা রাখে সেক্ষেত্রে সে একটিবার নতুন মেসেজটি দেখতে পাবে।এই মেসেজটি পুনরায় দেখার জন্য তাঁকে তাঁর মোবাইল ফোনটি খুলতে হবে। আপাতত এই ফিচারটি বিটা ইউজারদের জন্য চালু করা হবে।

    এছাড়া এর আগে একবার দেখার সুযোগ (View Once) মেসেজগুলিকে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করা যেত কিন্তু নতুন ফিচারে ব্যবহারকারীদের নিরাপত্তার দিকটি মাথায় রেখে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডের অপশনটি বন্ধ করবে হোয়াটসঅ্যাপ।তবে এই ফিচার কবে আসবে তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

    এদিকে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সহজেই অন্য কারোর থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লুকাতে পারবেন। হোয়াটসঅ্যাপ কয়েক মাস আগেই এই অনলাইন স্ট্যাটাস হাইডিং ফিচার চালু করেছে। বর্তমানে আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সমস্ত ব্যবহারকারীদের জন্য এই বৈশিষ্ট্যটি উপলব্ধ। সুতরাং, যে কোনও ইউজার সহজেই আপনার বস বা একজন স্টকার থেকে হোয়াটসঅ্যাপ অনলাইন স্ট্যাটাস লুকিয়ে রাখতে পারবেন।এতদিন হোয়াটসঅ্যাপে লাস্ট সিন বন্ধ করা গেলেও অনলাইন থাকলে সকলে দেখতে পেতেন। তবে এবার সেই ঝামেলা থেকে মুক্তি মিলছে।সংস্থার তরফে জানানো হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে সব গ্রাহকের ফোনে এই প্রাইভেসি ফিচার পৌঁছে যাবে।এছাড়াও নতুন কমিউনিটি ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারে (WhatsApp New Features) একসঙ্গে ভিডিও কল করা যাবে ৩২ জনের সঙ্গে। কোনও নির্দিষ্ট একটি গ্রুপে রাখা যাবে ১ হাজার ২৪ জনকে। যে সংখ্যাটা এখন রয়েছে ২০০।

    কোনও ছবিতে রি-অ্যাকশনের সুযোগ আগেই যোগ হয়েছিল, এবার আসছে পোল। অর্থাৎ ভোটাভুটির সুযোগ। আর সবথেকে গুরুত্বপূর্ণ হল, হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে তাদের অন্যতম নতুন ফিচার তথা আপডেট। কমিউনিটি। এই কমিউনিটির মাধ্যমে আসলে একাদিক গ্রুপকে এক ছাতার তলায় রেখে কথোপকথনে আর সুবিধা মিলবে।

    হোয়াটসঅ্যাপ কমিউনিটি-র (Whatsapp Communities) মাধ্যমে এক ছাতার রাখা যাবে একাধিক গ্রুপকে। অর্থাৎ অফিস বা বাড়ির একাধিক গ্রুপ ছড়িয়ে ছিটিয়ে থাকার বদলে আপনার সুবিধামতো জায়গায়, বলা ভাল আরও বেশি হাতের কাছে থাকবে। পাশাপাশি বেশ কিছুদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর এবার ইন-চ্যাট পোল তথা কথোপকথনের মাঝেই ভোটাভুটির অবকাশের সুযোগ সামনে আনল হোয়াটসঅ্যাপ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Whatsapp Message Yourself Feature: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিজেকে নিজেই বার্তা পাঠান

    Whatsapp Message Yourself Feature: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিজেকে নিজেই বার্তা পাঠান

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগে অন্যকে মেসেজ পাঠানো গেলেও নিজেকে পাঠানো যেত না। এবার সেই ফিচারটি নিয়ে আসতে চলেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেসেজ ইওরসেলফ’ (Message Yourself) ফিচারটি দিয়ে নিজেকে মেসেজ করা যাবে। 

    এই ফিচারটি কেন ব্যবহার করবেন?

    আগে কাউকে মেসেজ পাঠানোর ক্ষেত্রে বার বার মুছে দিতে হতো এবার নিজে সুন্দর গন্ধ গুছিয়ে মেসেজ লিখে নিজেকে পাঠিয়ে রাখলে পরে সেই মেসেজ সহজেই ফরওয়ার্ড করতে পারবে ইউজার (Whatsapp Message Yourself Feature)।এছাড়াও নিজের জন্য যে কোনও ধরনের নোট বা এমনকি গুরুত্বপূর্ণ নথি শেয়ার করতে চান তবে এই ফিচারটি কার্যকর। বিভিন্ন ডিভাইসে হোয়াটসঅ্যাপ উপলব্ধ থাকায় এই ফিচারটি ছবি বা ভিডিও, নথি, নম্বর এবং আরও অনেক কিছু এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে শেয়ার করা যাবে।

    [tw]


    [/tw] 

    কিভাবে ব্যবহার করা যাবে? 

    হোয়াটঅ্যাপের মালিকানাধীন মেটা কোম্পানি একটি প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছেন (Whatsapp Message Yourself Feature)।কীভাবে এটি ব্যবহার করতে পারবেন তাও বলা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে ‘মেসেজ ইওরসেলফ’ ফিচারটি অ্যান্ড্রয়েডে 2.22.24.2 বিটা আপডেটের সঙ্গে নিয়ে আসা হবে।নতুন কোনও বার্তালাপ বা চ্যাট শুরু করার সময়ে যে ভাবে পরিচিতের নম্বরের তালিকা থেকে চ্যাট খুলতে হয়, সে ভাবেই নিজের সঙ্গে চ্যাটবক্স খোলা যাবে। সেভ করে রাখা নম্বরের তালিকায় সবার উপরে থাকবে নিজের নাম। ‘মেসেজ ইওরসেলফ’ এর মাধ্যমে আপনি সহজেই আপনার নিজের চ্যাট শনাক্ত করতে পারবেন। সেই নথি অন্য কাউকে পাঠাতে পারবেন।

    আগে আপনাকে শুধুমাত্র ‘ক্লিক টু হোয়াটসঅ্যাপ’-এর মাধ্যমে আপনার নিজের চ্যাট খুলতে হত। এটি এমন একটি পদ্ধতি যেখানে চ্যাট শুরু করার জন্য একটি লিঙ্কে আপনার নিজের নম্বর লিখতে হবে। একবার চ্যাট শুরু হয়ে গেলে, আপনি সর্বদা চ্যাট তালিকায় এটি খুঁজে পাবেন। এখন নতুন ‘মেসেজ ইওরসেলফ’ ফিচারটি ব্যবহারকারীদের প্রথমবারের মতো চ্যাটে সহজেই অ্যাক্সেস করতে দেবে, এমনকি অ্যাপের মাধ্যমেও। জানা গিয়েছে শুধু অ্যান্ড্রয়েড ফোন নয়, ডেক্সটপ এবং আইওএস মাধ্যমেও আসতে পারে এই সব বৈশিষ্ট্য।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Whatsapp New Communities Feature: ভিডিও কলে একসঙ্গে ৩২ জন, গ্রুপে হাজারের বেশি লোক দেখুন হোয়াইসঅ্যাপের নতুন ফিচার 

    Whatsapp New Communities Feature: ভিডিও কলে একসঙ্গে ৩২ জন, গ্রুপে হাজারের বেশি লোক দেখুন হোয়াইসঅ্যাপের নতুন ফিচার 

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের কাছে অ্যাপটি আরও সহজ ও আকর্ষণীয় করার জন্য প্রতিদিনই নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে।হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে (WhatsApp New Features) একসঙ্গে ভিডিও কল করা যাবে ৩২ জনের সঙ্গে। কোনও নির্দিষ্ট একটি গ্রুপে রাখা যাবে ১ হাজার ২৪ জনকে। যে সংখ্যাটা এখন রয়েছে ২০০।

    কোনও ছবিতে রি-অ্যাকশনের সুযোগ আগেই যোগ হয়েছিল, এবার আসছে পোল। অর্থাৎ ভোটাভুটির সুযোগ। আর সবথেকে গুরুত্বপূর্ণ হল, হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে তাদের অন্যতম নতুন ফিচার তথা আপডেট। কমিউনিটি। এই কমিউনিটির মাধ্যমে আসলে একাদিক গ্রুপকে এক ছাতার তলায় রেখে কথোপকথনে আর সুবিধা মিলবে।

     

    ইনস্টাগ্রামে (Instagram) একটি ভিডিও বার্তায় মেটা(Meta)-র সিইও মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg) জানিয়েছেন হোয়াটসঅ্যাপের একাধিক ফিচার সামনে আনার কথা। এবার থেকে হোয়াটসঅ্যাপে (WhatsApp) পাঠানো যাবে আরও বড় ফাইল। গ্রুপের অ্যাডমিন মুছতে পারবেন যে কোনও মেসেজ।

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Mark Zuckerberg (@zuck)


     

    হোয়াটসঅ্যাপ কমিউনিটি-র (Whatsapp Communities) মাধ্যমে এক ছাতার রাখা যাবে একাধিক গ্রুপকে। অর্থাৎ অফিস বা বাড়ির একাধিক গ্রুপ ছড়িয়ে ছিটিয়ে থাকার বদলে আপনার সুবিধামতো জায়গায়, বলা ভাল আরও বেশি হাতের কাছে থাকবে। পাশাপাশি বেশ কিছুদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর এবার ইন-চ্যাট পোল তথা কথোপকথনের মাঝেই ভোটাভুটির অবকাশের সুযোগ সামনে আনল হোয়াটসঅ্যাপ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Facebook Shut Instant Articles: ২০২৩ সাল থেকেই ফেসবুকে বন্ধ হতে পারে চটজলদি খবর পড়া

    Facebook Shut Instant Articles: ২০২৩ সাল থেকেই ফেসবুকে বন্ধ হতে পারে চটজলদি খবর পড়া

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ফেসবুক মালিকাধীন মেটা ঘোষণা করেছে যে,ফেসবুক প্ল্যাটফর্মে  ‘ইনস্ট্যান্ট আর্টিকেল’ ফর্ম্যাটের ফিচারটি বন্ধ করবে, কারণ কোম্পানিটি সংবাদ-সম্পর্কিত ব্যবসা থেকে সরে গিয়ে টিকটকের মতো শর্ট ভিডিও প্ল্যাটফর্মের দিকে মতো ফোকাস করছে।

    ২০১৫ সালে এই ইনস্ট্যান্ট আর্টিকেল পড়ার জন্য এই ফিচারটি যুক্ত করেছিল তা ২০২৩ সালেই বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে। সাধারণত ফেসবুক অ্যাপের ফিডে কোন সংবাদের লিংকে ক্লিক করলে ওই ওয়েবসাইট লোড হয়। যা সময় সাপেক্ষ বিষয়। কিন্তু ইনস্ট্যান্ট আর্টিকেল থাকলে অ্যাপের ভেতরে খুব দ্রুত সংবাদটি পড়া যায়।

    [tw]


    [/tw] 

    ফেসবুক সূত্রে জানা গিয়েছে,নিউজ ফিডে আসা সংবাদের লিংকের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ খুবই কম। এছাড়া মোট ব্যবহারকারীর মাত্র ৩ ভাগ এসব লিংকে ক্লিক করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পরিষেবা বন্ধ হলে যে সকল ডিজিটাল মিডিয়া ফেসবুকের ওপর নির্ভরশীল তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন। যার প্রভাব সরাসরি সামাজিক মাধ্যমের ওপরেও পড়তে পারে। ইনস্ট্যান্ট আর্টিকেল সেবার মাধ্যমে প্রকাশকদের বিজ্ঞাপনের লভ্যাংশ শেয়ার করতো জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম। সংস্থাটি এখন সংবাদ প্রকাশকদের তাদের কৌশলগুলি পরিবর্তন করার জন্য ছয় মাস সময় দিচ্ছে।

    [tw]


    [/tw] 

    ফেসবুক নতুন নতুন নিউজ ট্যাব চালু করেছিল যা ব্রেকিং নিউজ সহ অন্যান্য বিষয়গুলির মধ্যে একটি অংশ স্থানীয় সংবাদ বিভাগের জন্য দিয়েছিল। মেটা জানিয়েছে যে, এটি তারা অ্যালগরিদমের উপর গবেষণা করে দেখেছে যে নিউজ বুলেটিন থেকে টিকটকের মতো শর্ট ভিডিওতে বেশী মুনাফা করা যায়। সেহেতু সংস্থাটি শর্টভিডিওতে পুনরায় ফোকাস করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Whatsapp Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নয়া ফিচার, জেনে নিন এই ফিচারগুলি সম্পর্কে

    Whatsapp Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নয়া ফিচার, জেনে নিন এই ফিচারগুলি সম্পর্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: মেটা মালিকানাধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের কাছে অ্যাপটি সহজ করে তোলার জন্য প্রতিনিয়তই নতুন নতুন ফিচার যুক্ত করছে। হোয়াটসঅ্যাপ ওয়েব এবং হোয়াটসঅ্যাপ মোবাইলে আসা ফিচারগুলো নিয়ে নিম্নে আলোচনা করেছি।

    নিজের হোয়াইসঅ্যাপে চ্যাট করা

    বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের মেসেজ পাঠাতে পারেন। “message yourself” অপশনটিকে হাইলাইট করা যাবে।যাতে সহজেই প্রয়োজনীয় মেসেজগুলো করে রাখা যায়।

    [tw]


    [/tw] 

    গ্রুপ চ্যাটে প্রোফাইল ফটো প্রদর্শন হবে

    গ্রুপে মেসেজ করলে যে মেসেজ পাঠিয়েছে তার ছবি প্রদর্শন হবে। কিন্তু সদস্যের প্রোফাইল ছবি না থাকলে বা তাদের গোপনীয়তা সেটিংসের কারণে ছবি প্রদর্শন হবে না  সেক্ষেত্রে ডিফল্ট প্রোফাইল আইকনটি চ্যাটে প্রদর্শিত হবে।

    আরও পড়ুন: টাকা জালিয়াতির হাত থেকে বাঁচতে চান? মোবাইলে রাখবেন না এই অ্যাপগুলি 

    ছবির ক্যাপশন সহ ফরোয়ার্ড করা যাবে

    হোয়াটসঅ্যাপ শীঘ্রই ব্যবহারকারীদের একটি ক্যাপশন সহ ছবি, ভিডিও, জিআইএফ এবং নথি ফরওয়ার্ড করার অনুমতি দেবে। বৈশিষ্ট্যটি বর্তমানে Google Play Store থেকে Android 2.22.23.15 আপডেটের জন্য সর্বশেষ WhatsApp বিটাতে উপলব্ধ। এটি অন্যান্য ডিভাইসেও উপলব্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ছবির জন্য নতুন ব্লার টুল

    হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অন্য কাউকে ছবি পাঠাতে গেলে এবার থেকে ব্যক্তিগত তথ্য গুলিকে ব্লার বা অস্পষ্ট করে পাঠাতে পারবে। এর জন্য মোবাইলে অন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না।

    আরও পড়ুন: জানেন আপনিও পেতে পারেন ট্যুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্ট 

    ডেস্কটপ ভার্সনে স্বয়ংক্রিয়ভাবে ছবি ভিডিও ডাউনলোড

    হোয়াটসঅ্যাপ শীঘ্রই তার ডেস্কটপ (Windows এবং macOS ) ব্যবহারকারীদের জন্য ফটো, ভিডিও এবং নথিগুলি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করার অনুমতি দিয়েছে। এই বৈশিষ্ট্যটি বর্তমানে শুধুমাত্র বিটা ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Google TikTok: টিকটককে কেনার প্লানিং করছে গুগল! দেখুন বিস্তারিত

    Google TikTok: টিকটককে কেনার প্লানিং করছে গুগল! দেখুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে(TikTok) কেনার ভাবনাচিন্তা করছে টেক জায়ান্ট কোম্পানি গুগল(Google)। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) উপর অল্টার (Alter) নামে একটি স্টার্টআপ কোম্পানি কোন ব্যক্তির ছবি নিয়ে তা হুবহু একটি কার্টুন চরিত্রে বদল করে দিতে পারে। এই কার্টুনের মতো দেখতে ছবি গুলিকে বলা হয় অবতার (Avatar)। গুগল এই কোম্পানিকে অধিগ্রহণ করেছে। যদিও ১০০ মিলিয়ন দিয়ে কেনা এই কোম্পানির অধিগ্রহণের বিষয়টি গুগলের কেনার ২ মাস পর প্রকাশ্যে এসেছে।

    [tw]


    [/tw]

    অল্টার কে সহ-সংস্থাপক নেও লিংকন তার সোস্যাল মিডিয়া প্রোফাইলে ‘building avatars at Google’ আপডেট করার পরেই বিশেষজ্ঞরা অল্টার ও তাদের অবতারকে ভবিষ্যতে গুগলের  একটি গুরুত্বপূর্ণ  অংশ হিসেবে মনে করছেন।
    মেটা মালিকানাধীন  মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামের প্ল্যাটফর্মে অবিলম্বে এই অবতার ফিচারটি আনার চেষ্টা করছে, ফেসবুকে বর্তমানে অবতার ফিচারটি থাকলেও  তার উন্নতি সাধনের চেষ্টা চালাচ্ছে ফেসবুক।

    AI প্রযুক্তিটি ভবিষ্যতে ব্যবসার জন্য একটি উজ্জ্বল  সম্ভাবনা পথ দেখাচ্ছে। ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে চিত্র তৈরী, সঙ্গীত এবং এমনকি শিল্পকারুকার্য  তৈরি করা যাবে। এই AI-ভিত্তিক অবতারগুলি Google ভালরকম ব্যবহার করতে পারবে। গুগলের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি অ্যাপলের ফেস আইডির মতো উন্নত নয়। এই AI প্রযুক্তির অবতারগুলি গুগলের ফেস রিকগনিশন প্রযুক্তির উন্নতি ঘটাতে পারবে। ইউটিউব শর্টসের সাথেও অবতারগুলি একত্রিত করা যেতে পারে।

    গুগল এই শর্টস ভিডিওর বাজারকে ধরতে টিকটক অ্যাপটিকে কিনতে পারে বলে জানা গিয়েছে। গুগল সম্প্রতি স্টার্টআপ কোম্পানি অল্টারের (Alter) সমস্ত কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়।

    প্রসঙ্গত, শর্টস ভিডিও এই অ্যাপ টিকটক প্রতিদিন, কোনও বিজ্ঞাপন ছাড়াই আড়াই মিলিয়ন ডলার আয় করে টিকটক। হিসেব করলে দেখা যায়, ঘণ্টায় এই সংস্থার আয় ১ লাখ ৪ হাজার ডলার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Facebook’s new feature: ভুয়ো খবর ঠেকাতে ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন ফিচার

    Facebook’s new feature: ভুয়ো খবর ঠেকাতে ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুয়া খবর ছড়ানো ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক (Facebook)। এ লক্ষ্যে বেশ কয়েকটি নতুন টুল চালু করেছে মেটার মালিকানাধীন কোম্পানিটি। নতুন ফিচার (Facebook’s new feature) ভুয়া তথ্য শনাক্তে সহায়তা করবে শুধু তাই নয়; ফেসবুক গ্রুপের অ্যাডমিনদের কাজের চাপও কমিয়ে দেবে। এতে করে গ্রুপের কর্মযজ্ঞ আরও ভালোভাবে সম্পাদন করতে পারবেন অ্যাডমিনরা। গ্রুপে কোনও তথ্য পোস্ট করার আগে ওই তথ্যটির সত্যতা সম্পর্কে ফ্যাক্ট চেকার টুল (Fact Checker Tool) সেই তথ্যটির সত্য বা মিথ্যা সম্পর্কে গ্রুপটির আডমিনের কাছে সঠিক তথ্য তুলে ধরবে।এমনকি যদি তথ্যটি মিথ্যে হয় সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পোস্টটিকে সরিয়ে ফেলা হবে তবে সেক্ষেত্রে অ্যাডমিনের অনুমতি নেওয়া হবে।

    চলতি বছরের মার্চ মাস থেকেই ফেসবুক ভুল তথ্য সম্বলিত পোস্টগুলিকে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলছে।

    ফেসবুকের পরিসংখ্যান অনুযায়ী প্রতিমাসে, ১.৮ বিলিয়নের ও বেশী মানুষ রাজনীতি থেকে শুরু করে সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এই গ্রুপগুলিতে জড়ো হয়।

    ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) জানিয়েছেন, প্রতিদিন পৃথিবীর প্রায় ১০০ মিলিয়নের বেশী ফেসবুক ব্যবহারকারী নতুন গ্রুপে সদস্যতা গ্রহণ করে চলেছে।

    এ ছাড়াও হালনাগাদ ডেস্কটপ সংস্করণের জন্য ‘অ্যাডমিন হোম’ ডিজাইন টুলও যুক্ত করা হয়েছে। মোবাইল ফোনের জন্য নতুন বিন্যাস যুক্ত হয়েছে। অ্যাডমিনদের জন্য ফেসবুক গ্রুপের বিজ্ঞাপনে স্বয়ংক্রিয়ভাবে কিআর কোড যুক্ত হয়েছে। এতে করে ব্যবহারকারীরা কিআর কোড স্ক্যান করে গ্রুপ সম্পর্কে সহজেই বিস্তারিত জানতে পারবেন।

    ভুয়ো খবর বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে মেটা (Meta)। হোয়াটসঅ্যাপেও (Whatsapp) বিশেষ ফিচার ব্যবহার করা হবে। যার মাধ্যমে কোনও একটি চ্যাট শুধুমাত্র একটি গ্রুপেই ফরোয়ার্ড করা সম্ভব হবে। আগে 5জনকে ফরোয়ার্ড করা হলেও কিছুদিনের মধ্যে সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন ব্যবহারকারীরা।

    বর্তমানে এই ফেসবুক গ্রুপ বা ফেসবুকে ফেক আইডি খুলে কোন সম্প্রদায় বা গোষ্ঠীর বিরুদ্ধে আকছার বিষোদগার করে চলেছে একদল কুচক্রী মানুষ। মুখোশের পিছনে থেকে সমাজে অশান্তি বাধিয়ে চলেছে। বর্তমানে ভারতের বেশ কিছু সাম্প্রদায়িক অশান্তি সোস্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে হয়েছে। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে ২০২১ সালে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দূর্গাপুজোর সময় অশান্তি ঘটেছিল। তাই বর্তমানে সোস্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে হাতিয়ার করে যাতে পুনরায় অশান্তি না ঘটে তার জন্য সোস্যাল মিডিয়া কোম্পানি গুলি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে এক্ষেত্রে আমাদের সকলে সচেতন না হই। সেক্ষেত্রে সমাজে সোস্যাল মিডিয়ার উপকারিতা দেখা যাবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share