Category: গ্যাজেট

Get updated Gadget related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপেও এবার বানাতে পারবেন নিজের ‘ডিজিটাল অবতার’, শীঘ্রই আসতে চলেছে এই ফিচার

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপেও এবার বানাতে পারবেন নিজের ‘ডিজিটাল অবতার’, শীঘ্রই আসতে চলেছে এই ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের নতুন ফিচার হোয়াটসঅ্যাপে (WhatsApp)! জানা গিয়েছে এবারে ‘অবতার’ (Avatar) সেকশনের জন্য কাজ শুরু করে দিয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এরকম নিজের অবতার বানানো যায় ফেসবুক (Facebook), স্ন্যাপচ্যাটে (Snapchat)। এবারে হোয়াটসঅ্যাপেও এই মজাদার ফিচারটি আসতে চলেছে। বর্তমানে এই অবতার বানানোর ট্রেন্ডটি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

    ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের প্ল্যাটফর্মটিতে প্রায়শই একাধিক ফিচার যুক্ত করে থাকে। এর মধ্যে অনেক ফিচার বেশ মজাদারও হয়। বেশ কয়েকটি রিপোর্ট থেকে জানা গেছে যে, মেটা (Meta) মালিকানাধীন কোম্পানিটি এবার আনতে চলেছে ডিজিটাল অবতার ফিচার। এছাড়াও আরও জানা গিয়েছে এই ফিচারে ভিডিও কলের সময় অবতারের ছবিটি মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। এবং পরে এটিকে স্টিকার হিসেবেও ব্যবহার করা যাবে। ভবিষ্যতে আপডেটের মাধ্যমে এই ফিচার মেসেজিং প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: ডিলিট করা মেসেজও পড়া যাবে হোয়াটসঅ্যাপে! এই নয়া ফিচার সম্পর্কে জানেন কী?

    সেকশনটিকে ইতিমধ্যেই সংস্থার অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২২.১৬.১১-এ দেখা গেছে যা গুগল প্লে (Google Play) বিটা প্রোগ্রামের মাধ্যমে উপলব্ধ। এই ফিচারটি যুক্ত করা হলে ব্যবহারকারীরা নিজেদের অবতার তৈরি এবং কাস্টমাইজ করার পাশাপাশি সেগুলিকে স্টিকার হিসেবে ও ভিডিও কলে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবে। জানা গিয়েছে এখনও ফিচারটি ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। এমনকি এখনও বিটা টেস্টারদের জন্যও উপলব্ধ হয়নি ফিচারটি। এই ফিচারটি হোয়াটসঅ্যাপের জন্য একেবারেই নতুন। তাই এটি হোয়াটসঅ্যাপে অন্তর্ভুক্ত হতে প্রায় অনেকটাই সময় লেগে যাবে বলে আশা করা হচ্ছে।

    উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ বর্তমানে একাধিক নতুন নতুন ফিচারের ওপর কাজ করে চলেছে। অ্যাপটিকে আরও আকর্ষিত করার জন্যে হোয়াটসঅ্যাপ সংস্থা একের পর এক বৈশিষ্ট যোগ করছে। এছাড়াও এটি ইউজারদের নিরাপত্তাও দিয়ে থাকে। তাই তো হেয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে। তবে এবারের ফিচারটি একেবারে নতুন, তাই ইউজাররা এই ফিচার ব্যবহার করার জন্যে যথেষ্ট উৎসুক।  

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের স্টেটাসে এবারে শেয়ার করুন ‘ভয়েস নোট’, নতুন ফিচার লঞ্চ সংস্থার

     

     

     

  • Google Play Store: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    Google Play Store: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    মাধ্যম নিউজ ডেস্ক: গুগল প্লে স্টোর তার ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য এক বিশেষ পদক্ষেপ নিতে চলেছে। যার ফলে ব্যবহারকারীর ফোনের তথ্য অন্য কারোর হাতে যেতে পারবে না। স্মার্টফোন ব্যবহারকারীরা তাঁদের ফোনে বিভিন্ন ধরণের অ্যাপ ব্যবহার করে থাকে। আর এই অ্যাপগুলো ডাউনলোড করা হয় গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে। তবে ডাউনলোড করা অ্যাপ যে সবসময় নিরাপদ হবে, এমন কিন্তু নয়। এমন অনেক ঘটনা উঠে এসেছে যেখানে দেখা গিয়েছে, গুগল স্টোরের অনেক অ্যাপ (App) যা আপনার ফোনের জন্য ক্ষতিকারক তো বটেই, ব্যবহারকারীদের নিজস্ব কিছু তথ্যও সেই অ্যাপের মাধ্যমে চলে যায়। তাই ব্যবহারকারীদের সুবিধার্থে ‘অ্যাপ পারমিশন’ (App Permission) নামক বৈশিষ্টটি আনতে চলেছে গুগল (Google)।

    আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, কোনও অ্যাপ ডাউনলোড করার পর, সেই অ্যাপ ইনস্টল করার জন্য ব্যবহারকারীর কাছে অনেক কিছুর অ্যাক্সেস করার অনুমতি চাওয়া হয়। আর এই অনুমতি দিলেই অ্যাপের মাধ্যমে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যায়। যারা এই বিষয়ে জানেন, তারা সহজেই কোনও কিছুর অনুমতি দেয় না। কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ব্যবহারকারীরা না বুঝেই সেই অ্যাক্সেস দিয়ে দেন, যার ফলে ভবিষ্যতে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয় তাদের।

    আরও পড়ুন: এবার গুগল ম্যাপ দেখেই জানতে পারবেন টোল ট্যাক্সের তথ্য!

    আর এই বিপদ থেকে দূর করতে ও ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষার জন্য আরও অ্যাক্টিভ হচ্ছে গুগল। এবার থেকে প্লে-স্টোরে কোনও অ্যাপ ডাউনলোড করার সময় সেই অ্যাপ, ব্যবহারকারীদের থেকে কী কী তথ্য সংগ্রহ করছে, কীভাবে সেই তথ্য ব্যবহার করা হচ্ছে, তা জানতে পারবেন ব্যবহারকারীরা। এই নতুন নিয়ম গুগলের নতুন পলিসি ‘ডেটা সেফটি’ (Data Safety)-র মধ্যে আনা হবে। গুগল জানিয়েছে, এবার থেকে অ্যাপ ডেভলপারদের জানাতে হবে যে, তারা ব্যবহারকারীদের কাছ থেকে কী কী তথ্য চাইছে, সেই তথ্য তারা কীভাবে সংগ্রহ করছে ও কীভাবে সেইসব তথ্য ব্যবহার করা হচ্ছে। গুগল ব্রাউজার ও প্লে স্টোর দুই ক্ষেত্রেই এই নতুন পলিসি কার্যকর হবে জানিয়েছে গুগল।

    প্রসঙ্গত এই ‘অ্যাপ পারমিশন’ নামক বৈশিষ্টটি আগেই গুগল প্লে স্টোরে অন্তর্ভুক্ত করা ছিল। কিন্তু কয়েক সপ্তাহ আগেই এটি সরিয়ে দেওয়ায় ইউজাররা তাদের তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলে। তাই পরে গুগলের তরফে জানানো হয়েছে, তারা আবার এটি শীঘ্রই ফিরিয়ে আনতে চলেছে।

    আরও পড়ুন: থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপে নিষেধাজ্ঞা জারি গুগলের

  • WhatsApp New Feature: ডিলিট করা মেসেজও পড়া যাবে হোয়াটসঅ্যাপে! এই নয়া ফিচার সম্পর্কে জানেন কী?

    WhatsApp New Feature: ডিলিট করা মেসেজও পড়া যাবে হোয়াটসঅ্যাপে! এই নয়া ফিচার সম্পর্কে জানেন কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদিনে হোয়াটসঅ্যাপ (WhatsApp) আপনাদের মেসেজ ডিলিট করার অপশন দিয়েছিল। কিন্তু এবারে আপানারা ডিলিট করা মেসেজও পড়তে পারবেন। এমনই এক নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ এখন হোয়াটসঅ্যাপ। আর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে। ব্যবহারকারীদের সুবিধায় নিজেকে প্রতিনিয়ত আপডেটও করছে এই অ্যাপ। ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। নিমেষের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা সম্ভব হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এছাড়াও মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সংস্থা প্রায়ই আপডেট নিয়ে আসে নতুন নতুন ফিচার নিয়ে। তাই এবারেও আরও একটি ফিচারের ওপর কাজ করা শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

    আরও পড়ুন: সেনা, ডিআরডিও-র গোপন তথ্য হাতাতে ছড়ানো হচ্ছে ম্যালওয়ার! সতর্ক থাকার নির্দেশ

    এবারের নতুন ফিচারে ডিলিট করা মেসেজও আপনি পড়তে পারবেন তাও আবার যে কোনও সময়ে। আগে ব্যবহারকারীদের মেসেজ ডিলিট করার জন্যে নির্দিষ্ট সময়ও দেওয়া হত এবং কিছুদিন আগেই এই সময়ও বাড়িয়ে দুদিন পর্যন্ত করা হয়েছিল। হোয়াটসঅ্যাপের WABetaInfo-এর একটি রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, এই নতুন বৈশিষ্ট্যের পরে মেসেজ ডিলিট করলেও ‘কেপ্ট মেসেজ’ (Kept Message) বলে সেকশনে তা দেখতে পারবেন। এমনকি কোনও গ্রুপের শুধুমাত্র অ্যাডমিন নয়, সমস্ত সদস্যই দেখতে পারবেন ডিলিট করা মেসেজ। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘Disappearing Kept Messages’।

    আরও পড়ুন: মেসেজ ‘ডিলিট ফর এভরিওয়ানে’ নতুন বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    যদিও এই ফিচারটিকে নিয়ে বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। তবে শীঘ্রই এই ফিচার আনার পরিকল্পনা করছে সংস্থা। ডিলিট করা মেসেজ ‘কেপ্ট মেসেজ’ সেকশনে রাখার ক্ষেত্রে গ্রুপ অ্যাডমিনদের জন্য কিছু বাড়তি সুবিধাও দেওয়া হতে পারে, এমনটাই জানা গিয়েছে রিপোর্ট সূত্রে। কেপ্ট মেসেজের পাশাপাশি হোয়াটসঅ্যাপ আরও একটি ফিচার ‘পাস্ট পারটিসিপেন্ট’ (Past Participant)-এ কাজ করছে। এর আগে শোনা গিয়েছিল হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার লঞ্চ করতে চলেছে যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যরা গ্রুপ ছেড়ে দিলে কোনও নোটিফিকেশনই পাবে না , শুধুমাত্র অ্যাডমিন ছাড়া। অর্থাৎ কে গ্রুপ ছাড়ছেন তা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন দেখতে পাবেন। অন্যান্য সদস্যরা দেখতে পাবেন না। কিন্তু ভবিষ্যতে এই নতুন ফিচার ‘পাস্ট পারটিসিপেন্ট’ চালু হলে হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্ত সদস্যরাই দেখতে পাবেন যে কারা গ্রুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এমনকি ওই গ্রুপে আগে কে কে ছিল বা কে কে গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন, সমস্ত কিছুই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা দেখতে পাবেন।

  • iPhone 14: চিন নয়, এবার ভারতেই আইফোন-১৪ তৈরির সিদ্ধান্ত নিল অ্যাপেল

    iPhone 14: চিন নয়, এবার ভারতেই আইফোন-১৪ তৈরির সিদ্ধান্ত নিল অ্যাপেল

    মাধ্যম নিউজ ডেস্ক: সেপ্টেম্বরে লঞ্চ হতে চলেছে নতুন আইফোন ১৪ সিরিজ (iPhone-14)। এতদিন অ্যাপেলের (Apple) প্রায় সমস্ত ডিভাইস চিনেই তৈরি করা হত। কিন্তু এবারে চিনের থেকে মুখ সরিয়ে নিচ্ছে মার্কিন সংস্থা। তাই আইফোন ১৪ ঘিরে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে অ্যাপেল। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, অ্যাপেল চিন ছেড়ে এবার ভারতে আইফোন ১৪ তৈরির পরিকল্পনা করতে শুরু করেছে।

    দীর্ঘদিন ধরে চিনে আইফোন তৈরি করে আসছে অ্যাপেল। সূত্রের খবর অনুযায়ী, সাম্প্রতিক সময়ে শি জিনপিংয়ের সরকারের সঙ্গে মার্কিন সরকারের একাধিক ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি চিনে গোটা দেশ জুড়ে যে লকডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতির মুখে পড়েছে অ্যাপেল। এর ফলেই গ্রাহকদের চাহিদা মেটাতে পারছে না অ্যাপেল। এই সমস্ত বিষয় আলোচনা করেই বিকল্প হিসেবে বেছে নিয়েছে ভারত-কে।

    আরও পড়ুন: সুখবর! এবছরের উৎসবের মরশুমে কমতে চলেছে মোবাইল ফোনের দাম

    আরও জানা গিয়েছে, চিনে তৈরি আইফোনের শিপিং শুরু হলেই তার ঠিক দু মাস বাদেই ভারতে আইফোন ১৪ তৈরি করা শুরু করবে অ্যাপেল। গত মঙ্গলবারে প্রকাশিত হওয়া একটি রিপোর্টে জানা গিয়েছে, সংস্থাটি ভারতে উৎপাদন বাড়ানোর জন্য সরবরাহকারীদের সঙ্গে কাজ করছে। আবার অ্যাপেলের তাইওয়ান-ভিত্তিক সরবরাহকারী সংস্থা ফক্সকন (Foxconn), চিন থেকে আইফোনের শিপিং এবং চেন্নাইয়ের বাইরে তার প্লান্টে আইফোন ১৪ আনার প্রক্রিয়া  খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ভারতে আইফোন ১৩ সিরিজ এবং অন্যান্য একাধিক পণ্য উৎপাদনের জন্য চেন্নাইয়ের কাছে শ্রীপেরামবুদুরে ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করেছে ফক্সকন। ফক্সকন হল আইফোন তৈরির সংস্থা।

    রিপোর্টে আরও বলা হয়েছে, ভারত থেকে প্রথম আইফোন ১৪-এর উৎপাদন অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপেল সংস্থাটি ইতিমধ্যেই চিনের পরিবর্তে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশকে আইফোন তৈরির জন্য বেছে নিতে শুরু করেছে। তবে আশা করা হচ্ছে, আগামী দিনে আইফোন উৎপাদন বৃদ্ধি করার জন্য ভারতে আরও ম্যানুফ্যাকচারিং সেটআপ গড়ে তুলতে পারে অ্যাপেল।

    আরও পড়ুন: দেশজুড়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যায় পতন, কোন সংস্থা কত লোকসানে?

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের স্টেটাসে এবারে শেয়ার করুন ‘ভয়েস নোট’, নতুন ফিচার লঞ্চ সংস্থার

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের স্টেটাসে এবারে শেয়ার করুন ‘ভয়েস নোট’, নতুন ফিচার লঞ্চ সংস্থার

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক নতুন ফিচার আনছে মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ব্যবহারকারীদের সুবিধায় নিজেকে প্রতিনিয়ত আপডেট করছে হোয়াটসঅ্যাপ। ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও। সম্প্রতি এতে মেসেজ রিঅ্যাকশন ফিচার এসেছে। আগে এই ফিচারে মাত্র ৬টি ইমোজি পাওয়া যেত, যা হোয়াটসঅ্যাপ এখন বাড়াতে চলেছে। বর্তমানে হোয়াটসঅ্যাপ স্টেটাস আপডেটে একটি বিশেষ বৈশিষ্ট্য দিতে চলেছে ব্যবহারকারীদের। আর সেটি হল, ভয়েস নোটস (Voice Notes)। এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও (Status Update) আপনারা ভয়েস নোট শেয়ার করতে পারবেন।

    আরও পড়ুন: নিজের সঙ্গে চ্যাট! হোয়াটসঅ্যাপের এই বিশেষ ফিচার সম্পর্কে জানেন কি?

    এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ছবি বা ভিডিয়ো স্টেটাস হিসেবে শেয়ার করা যেত। কিন্তু এবার থেকে হোয়াটসঅ্যাপ স্টেটাসে আপনি ভয়েস নোট রাখার সুবিধাটি পাবেন। হোয়াটসঅ্যাপের আসন্ন একটি ফিচারে ব্যবহারকারীদের অডিও নোটও শেয়ার করতে দেওয়া হবে। WABetainfo-এর তথ্য অনুযায়ী, এই খবরই সামনে এসেছে যে স্টেটাসেও শেষ পর্যন্ত ভয়েস নোট যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

    উল্লেখ্য, ২০১৭ সালে হোয়াটসঅ্যাপ সংস্থা প্রথম ‘স্টেটাস’ নামক ফিচারটি এনেছিল। তারপর এখন আবার নয়া আপডেট আনতে চলেছে। রিপোর্টসূত্রে জানা গিয়েছে, এই ফিচারটি খুব শীঘ্রই আসতে চলেছে। সংস্থা থেকে আরও জানানো হয়েছে, ভয়েস নোট কেবল মাত্র তাঁদের সঙ্গেই শেয়ার করা যাবে, যাঁদের আপনি স্টেটাস প্রাইভেসি সেটিং-এ বেছে নেবেন। ছবি বা ভিডিয়োর মত স্টেটাস হিসেবে শেয়ার করা এই ভয়েস নোটও এন্ড টু এন্ড এনক্রিপশনে (end-to-end encryption)  থাকবে।

    তবে, এই হোয়াটসঅ্যাপ ফিচারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই, বিটা টেস্টাররা কবে এটি পরীক্ষা করে দেখতে পারবে, সে বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত জানা যায় নি। এর পাশাপাশি আরও অনেক ফিচার নিয়ে কাজ করছে সংস্থাটি। শীঘ্রই আপনি এই প্ল্যাটফর্মে মাল্টি ডিভাইস সমর্থনের মতো কম্প্যানিয়ন মোড পাবেন ও এছাড়াও মেসেজ রিঅ্যাকশনের ক্ষেত্রেও অনেক ইমোজি অন্তর্ভুক্ত করতে চলেছে।

    আরও পড়ুন: একসঙ্গে দুটি স্মার্টফোনে চালানো যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

  • Elon Musk: মাস্কের বিরুদ্ধে আদালতে ট্যুইটার! পাল্টা কটাক্ষ টেসলার কর্তার

    Elon Musk: মাস্কের বিরুদ্ধে আদালতে ট্যুইটার! পাল্টা কটাক্ষ টেসলার কর্তার

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটার ইনকর্পোরেটেড (Twitter) মঙ্গলবার ইলন মাস্কের (Elon Mask) বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কেনার জন্য তার ৪৪ বিলিয়ন ডলার চুক্তি লঙ্ঘনের অভিযোগে একটি মামলা করল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের আদালতে (Delaware’s Court) সংস্থার তরফে মামলাটি দায়ের করা হয়। সংস্থার করা মামলার প্রেক্ষিতে পাল্টা ট্যুইট করেন মাস্ক। ট্যুইটবার্তায় তিনি জানান, “ওহ, দ্যা আয়রনি, লল”। সরাসরি ট্যুইটারের সঙ্গে চুক্তি বাতিলের কথা উল্লেখ না করলেও, মাইক্রো ব্লগিং সাইটের আইনি লড়াইয়ের সিদ্ধান্তকেই কটাক্ষ করে বলেছেন তা বোঝাই যায়। ট্যুইটারের হাতছাড়া হল চার হাজার ৪০০ কোটি ডলার তাই হাসি পাচ্ছে মাস্কের। টেসলার কর্তার (Tesla CEO) ট্যুইট দেখে নেটিজেনদের এমনই ধারণা।

    গত শুক্রবারই ট্যুইটারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান মাস্ক। এরপরই মাস্কের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে মাইক্রোব্লগিং সাইট। যদিও কিছুদিন আগেই মাস্ক দাবি করেন স্প্যাম ও ভুয়ো অ্যাকাউন্টের ব্যাপারে বারবার তথ্য জানতে চাওয়া হলেও ট্যুইটারের তরফে তার কোনও উত্তর দেওয়া হয়নি। এ প্রসঙ্গে ইলন মাস্কের আইনজীবী জানিয়েছেন, ”স্বচ্ছতাই ব্যবসার ভিত্তি। সেখানে বার বার ভুয়ো অ্যাকাউন্টের সম্পর্কে জানতে চাওয়া হলেও ট্যুইটারের তরফে তার কোন উত্তর দেওয়া হয়নি”। এখন চুক্তি বাবদ এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে আদালতে যাবেন মাস্ক। 

    আরও পড়ুন: কেন্দ্র-ট্যুইটার তরজা! কী হতে চলেছে ভবিষ্যৎ

    অন্যদিকে, ডেলাওয়্যারের আদালতের কাছে ট্যুইটারের আর্জি, চুক্তিমাফিক লেনদেন সম্পূর্ণ করুন ইলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ মার্কিন ডলার করে দেওয়ার আদেশ দেওয়ার আর্জি জানিয়েছে তারা। তাদের কথায়, ‘মাস্ক ভাবছেন ডেলাওয়্যার চুক্তি আইন তাঁকে ছুঁতে পারবে না। যখন ইচ্ছা মন বদলে, সংস্থার ক্ষতি করে, কাজকর্মে ব্যাঘাত ঘটিয়ে, স্টকের দাম বানচাল করে বেরিয়ে যেতে পারবেন।’ মামলায় বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক টেসলার সিইও-র বিরুদ্ধে ট্যুইটারের কার্যপ্রণালী ও ব্যবসায় প্রভাব ফেলার অভিযোগ করা হয়েছে। সংস্থার দাবি, এই টালমাটাল, অনিশ্চিত পরিস্থিতির কারণে সংস্থা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বহু কর্মী।

    মাস্কের সমস্ত অভিযোগকে স্রেফ অজুহাত বলেই উল্লেখ করা হয়েছে ট্যুইটারের তরফে। মঙ্গলবার সংস্থার কর্মীদের উদ্দেশ্যে , ট্যুইটারের প্রধান পরাগ আগরওয়াল ভবিষ্যতের বিষয়ে কর্মীদের আশ্বস্ত করে বলেন, “আমরা আদালতে আমাদের অবস্থান প্রমাণ করব এবং আমরা বিশ্বাস করি আমরাই এই লড়াইয়ে জয়ী হব”।

  • WhatsApp Trick: নিজের সঙ্গে চ্যাট! হোয়াটসঅ্যাপের এই বিশেষ ফিচার সম্পর্কে জানেন কি?

    WhatsApp Trick: নিজের সঙ্গে চ্যাট! হোয়াটসঅ্যাপের এই বিশেষ ফিচার সম্পর্কে জানেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি হোয়াটসঅ্যাপে প্রায় সারাক্ষণই অ্যাক্টিভ থাকেন? যদি বলেন হ্যাঁ, তবেই আপনার জন্য আছে একটি সুখবর। বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত মেসেজিং অ্যাপ হিসেবে ব্যবহার করা হয় এই হোয়াটসঅ্যাপ (WhatsApp)। নিয়মিতভাবে কয়েক কোটি মানুষ এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে চলেছেন। তাই কারোর সঙ্গে কথা বলতে গেলে সবাই এই প্ল্যাটফর্মটিকেই বেছে নেন। এছাড়াও মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সংস্থা প্রায়ই নতুন আপডেট নিয়ে আসে নতুন নতুন ফিচার নিয়ে। তবে এবারে কোনও নতুন আপডেট নয়, হোয়াটসঅ্যাপের একটি ট্রিকস নিয়ে বলা হবে যা ব্যবহারকারীদের ক্ষেত্রে অনেক সুবিধা এনে দিতে পারে।

    আরও পড়ুন: মেসেজ ‘ডিলিট ফর এভরিওয়ানে’ নতুন বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    এর মধ্যেই হোয়াটসঅ্যাপে টাকা ট্রান্সফারের সুবিধা দেওয়া হয়েছে, তবে এখানে self chat option নেই। কিন্তু এই অপশন না থাকলেও এবারে আপনি আপনার হোয়াটসঅ্যাপেই কোনও কিছু তথ্য নোটডাউন করে নিতে পারবেন। কোনও কিছু লেখার জন্যে আপনাকে আর নোটপ্যাড বা অন্য কোনও অ্যাপে যেতে হবে না। চ্যাট করার সঙ্গে সঙ্গে সেখানেই আপনার জরুরি তথ্য লিখে নিতে পারবেন।

    তবে অনেকেই এই কাজটি করার জন্যে আগে থেকেই একটি কৌশল বের করেছে। আপনারা অনেকেই নিশ্চয় এটি করেছেন যে, পরিচিত একজনের সঙ্গে হোয়াটস্যাপে একটি গ্রুপ বানিয়ে তারপর তাকে গ্রুপ থেকে সরিয়ে দিয়ে সেখানে নিজের যাবতীয় তথ্য বা প্রয়োজনীয় ফাইল নিজের সুবিধার্থে লিখে রাখতে বা শেয়ার করছেন। তবে নিজের জন্যে হোয়াটসঅ্যাপে একটি আলাদা জায়গা করে রাখার জন্যে এর থেকেও একটি ভালও ট্রিক রয়েছে তার জন্যে আপনাকে হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp web) বা হোয়াটসঅ্যাপ ডেস্কটপ (WhatApp Desktop) খুলে লগ ইন করতে হবে। এরপর আরেকটি নতুন ট্যাব খুলে https://wa.me//91XXXXXXXXXX এই লিঙ্কটি দিয়ে তারপর X-এর জায়গায় আপনার মোবাইলের নম্বরটি দিতে হবে। এরপর এন্টার দিলেই continue to chat বা continue to web chat  দেখাবে। আর এখানেই আপনি আপনার প্রয়োজনীয় যাবতীয় তথ্য নিজের জন্য এখানেই শেয়ার করতে পারবেন বা কোনও কিছু লিখে রাখতে পারবেন।

    আরও পড়ুন: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

    তাহলে দেরি না করে, নিজেই পরখ করে দেখুন!

     

  • WhatsApp New Feature: একসঙ্গে দুটি স্মার্টফোনে চালানো যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

    WhatsApp New Feature: একসঙ্গে দুটি স্মার্টফোনে চালানো যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে (WhatsApp) নতুন ফিচারের তালিকা ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি একাধিক নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছিল মেটা মালিকানাধীন হোয়াটস্যাপ। এবারেও আরও এক নতুন ফিচার নিয়ে এসেছে তা হল কম্প্যানিয়ন মোড (Companion Mode)। এর মাধ্যমে আপনি নিজের হোয়াটসঅ্যাপ (WhatsApp) একাধিক স্মার্টফোনের সঙ্গে লিঙ্ক করতে পারবেন এবং সেখানে সমস্ত পুরনো চ্যাটও পাওয়া যাবে।

    বিভিন্ন মেসেজিং অ্যাপের মধ্যে জনপ্রিয়তায় একেবারে উপরের দিকে রয়েছে হোয়াটসঅ্যাপ। কারণ ইউজারদের সুবিধার কথা ভেবে প্রায়ই নতুন নতুন আপডেট নিয়ে আসে এই অ্যাপ। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার এনে এই অ্যাপটি আরও যেন আকর্ষণীয় হয়ে উঠেছে। এবারের আপডেট অনুযায়ী ইউজার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে একাধিক স্মার্টফোন লিঙ্ক করতে পারেন। এর সঙ্গে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিভিন্ন মেসেজও স্থানান্তরিত হয়ে যাবে অন্য স্মার্টফোনে। হোয়াটসঅ্যাপ সংস্থা মেটা (META) এখন এই ফিচারটি নিয়ে কাজ করছে। আপাতত ফিচারটির বিটা ভার্সনে পরীক্ষা চলছে।

    আরও পড়ুন: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

    উল্লেখ্য, বর্তমানে আপনারা ফোনে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করেন সেটি শুধুমাত্র দুই ধরনের ডিভাইস ল্যাপটপ বা কম্পিউটার এবং ট্যাবের সঙ্গে লিঙ্ক করে সেই ডিভাইসগুলিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। কিন্তু একটি ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও পর্যন্ত একসঙ্গে অন্য কোনও ফোনে ব্যবহার করা যায় না। কিন্তু এই ফিচারটি আসলে তা আপনারা করতে পারবেন।

    সম্প্রতি একাধিক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে সোশ্যাল মেসেজিং অ্যাপটি। যার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় হল অনলাইন স্টেটাস লুকিয়ে রাখা। এই ফিচারের ফলে আপনি লুকিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপের ‘অনলাইন স্টেটাস’ (Online Status) অর্থাৎ আপনি অনলাইন আছেন কি না, তা কনট্যাক্ট লিস্টের একজন বা অনেকের বা সকলের কাছ থেকে গোপন রাখতে পারবেন। তবে এবার একাধিক স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সুবিধা পেলে ইউজাররা খুশিই হবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু একসময়ে মাত্র দুটো ফোন থেকেই এই হোয়াটসঅ্যাপ লিঙ্ক করার সুবিধা পেয়ে থাকবেন। তবে কবে এই ফিচারটি আসবে তা নিয়ে সংস্থা থেকে কিছু জানানো হয়নি।

    আরও পড়ুন: মেসেজ ‘ডিলিট ফর এভরিওয়ানে’ নতুন বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

  • Whatsapp: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

    Whatsapp: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: হয়তো আপনি হোয়াটসঅ্যাপে (Whatsapp) অনলাইন আছেন। কিন্তু তা মানুষকে না জানিয়ে আপনার মেসেজগুলি দেখতে চাইছেন। হয়তো আপনি মানুষকে জানাতে চান না যে কখন আপনি তার মেসেজগুলি পড়লেন। অথবা আপনি চান না কেউ আপনার জীবনের গতিবিধির ট্র্যাক রাখুক। বা কাউকে এড়িয়ে চলতে চাইছেন। কারও সাথে যোগাযোগ রাখায় অনীহা। সেক্ষেত্রে আপনি তাকে জানতে দিতে চান না আপনি কখন কখন হোয়াটসঅ্যাপ পাড়ায় ঢুঁ মারছেন। সেক্ষেত্রে কী করবেন?

    আরও পড়ুন: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ! গ্রুপ কল হবে আরও মজাদার!

    আপনার কনট্যাক্ট লিস্টে থাকা বন্ধুরা খুব সহজেই জানতে পারেন আপনি কখন অনলাইন হচ্ছেন। যদি তা পছন্দ না করেন, তাহলে আপনি লুকিয়েও রাখতে পারেন হোয়াটসঅ্যাপের ‘অনলাইন স্টেটাস’ (Online Status)। এক্ষেত্রে নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে সোশ্যাল মেসেজিং অ্যাপটি। কীভাবে করবেন দেখে নিন।  

    আরও পড়ুন: অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত? হোয়াটসঅ্যাপ নিয়ে এল এই নতুন ফিচার

    ১। অ্যান্ড্রয়েডে, হোয়াটসঅ্যাপ খুলুন, উপরের ডানদিকে তিনটি ছোট বিন্দুতে আলতো চাপুন, তারপরে “সেটিংস” কমান্ডটি নির্বাচন করুন। আইওএস -এ, নিচের বারে “সেটিংস” -এ ক্লিক করুন।

    ২। সেখান থেকে অ্যাকাউন্টে যান। 

    ৩। তারপর যান প্রাইভেসিতে।

    ৪। সেখানে লাস্ট সিন এবং অনলাইন অপশনে গেলেই সেখানেই পাবেন ‘নোবডি’ বলে একটি অপশন।

    ৫। সেটা সিলেক্ট করলেই আপনি কখন অনলাইন থাকছেন তা কেউ জানতে পারবে না। 

    সবথেকে জনপ্রিয় অ্যাপ হোয়াটস্যাপ। এখনও পর্যন্ত সবথেকে বেশি সংখ্যক স্মার্টফোন ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করেন। ভারত ছাড়াও বিশ্বের বহু দেশেই এই অ্যাপটি সবথেকে বেশি ব্যবহার করা হয়। এই বছরের শুরু থেকেই হোয়াটস্যাপ-এর তরফে একাধিক আপডেট আনা হবে বলে জানানো হয়েছিল। ইতিমধ্যে বেশ কয়েকটি আপডেট এসেও গিয়েছে। বেশ কিছু দিন আগেই ভুল ম্যাসেজ পাঠালে তা এডিট করা যাবে বলে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। তারপর কোনও ডিলিট করা ম্যাসেজ আবার ফিরে পেতে ও হোয়াটস্যাপ অ্যাকাউন্টের অতিরিক্ত নিরাপত্তার জন্য ফিচারগুলো অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রতি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও সতর্ক হয়েছে এই সোশ্যাল মেসেজিং অ্যাপটি। 

LinkedIn
Share