Category: গ্যাজেট

Get updated Gadget related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Tanmoy Bhattacharya: বরানগর উপনির্বাচনে বামেদের বাজি সিপিএমের তন্ময়

    Tanmoy Bhattacharya: বরানগর উপনির্বাচনে বামেদের বাজি সিপিএমের তন্ময়

    মাধ্যম নিউজ ডেস্ক: বরানগর বিধানসভা উপনির্বাচনে বামেদের বাজি সিপিএমের তন্ময় ভট্টাচার্য (Tanmoy Bhattacharya)। এই কেন্দ্রে পদ্ম চিহ্নে লড়ছেন সজল ঘোষ। আর তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কাস্তে-হাতুড়ি চিহ্নে আগেও জিতেছেন তন্ময়।

    প্রাক্তন বিধায়ক (Tanmoy Bhattacharya)

    সুবক্তা এই বাম নেতা জিতেছিলেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে। ২০১৬ সালে তিনি ধরাশায়ী করেছিলেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্যকে। একুশের বিধানসভা নির্বাচনে অবশ্য উল্টে যায় পাশার দান। এবার পরাস্ত হন তন্ময় (Tanmoy Bhattacharya)। জয়মাল্য ওঠে চন্দ্রিমার গলায়। সম্প্রতি বরানগরের বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের তাপস রায়। সেই কারণে হচ্ছে উপনির্বাচন। এখানকারই জল-হাওয়ায় বেড়ে ওঠা তন্ময়ের। সেই কারণেই তাঁর ঘাড়ে দায়িত্ব ন্যস্ত হয়েছে তৃণমূল ও বিজেপি বধের।

    দলীয় নেতৃত্বকেই নিশানা করেছিলেন তন্ময়

    একুশের বিধানসভা নির্বাচনে দলের হারের পরে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তন্ময়। নির্বাচনে বিপর্যয়ের দায় তিনি চাপিয়েছিলেন দলীয় নেতৃত্বের ঘাড়ে। তিনি বলেছিলেন, “দলের এই ব্যর্থতার দায় নেতৃত্বের। আমাদের নয়, নিচুতলার কর্মীদেরও নয়। লোকসভায় শূন্য হয়ে যাওয়ার পরেও সেই দায় কেউ নেননি। বিধানসভায় হারের পরেও কেউ দায় নেবেন না। শুধু স্তালিন কপচালে হবে না। এটা স্তালিনের যুগ নয়।” এনিয়ে দলে সমালোচনা হলেও, স্ব-বক্তব্যে অনড় ছিলেন তন্ময়।

    আরও পড়ুুন: বাংলার জামাইকে প্রার্থী করে আসানসোলে কিস্তিমাত পদ্মের, বিপাকে ঘাসফুল

    সিপিএম নেতৃত্বের সঙ্গে আগেও একবার বিবাদে জড়িয়ে পড়েছিলেন তন্ময়। উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীতে পূর্ণ সদস্য করা হয়েছিল তাঁকে। পরে করে দেওয়া হয় আমন্ত্রিত সদস্য। সূত্রের খবর, দলীয় নেতৃত্বের ওই সিদ্ধান্ত শুনেই সক্রিয় রাজনীতি করতে চান না বলে বৈঠক থেকে বেরিয়ে চলে এসেছিলেন বরানগরের ‘ছেলে’। পরে রাজ্য নেতৃত্ব তন্ময়ের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেন। সেই তন্ময়কেই এবার বাজি ধরলেন বামেরা। এখন দেখার, তন্ময়ের (Tanmoy Bhattacharya) কাস্তে-হাতুড়ির ঘায়ে বরানগরে পদ্ম এবং ঘাসফুল মূর্চ্ছা যায় কিনা!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • WhatsApp Down: বুধবার রাতে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে ফের বিভ্রাট, সাময়িক বন্ধ পরিষেবা

    WhatsApp Down: বুধবার রাতে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে ফের বিভ্রাট, সাময়িক বন্ধ পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রযুক্তিগত ত্রুটির কারণে ফের থমকে গেল হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের পরিষেবা (WhatsApp Down)। এর জেরে সমস্যায় পড়েন বহু ব্যবহারকারী। বুধবার রাত পৌনে বারোটা নাগাদ এই সমস্যা শুরু হয়। অনেকেই লক্ষ্য করেন, তাঁরা লগ-ইন করতে পারছেন না। লগ-ইন করার চেষ্টা করলেও বারবার পরিষেবা উপলব্ধ নয় বলে বার্তা দেখানো হচ্ছে। তবে মেটা কর্তৃপক্ষ কী কারণে এই বিভ্রাট, কেন এ ধরনের সমস্যা তৈরি হল- সে নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি। প্রসঙ্গত, এটা নতুন নয় এক মাসের মধ্যে দুইবার মেটা এমন পরিষেবা বিভ্রাটের মুখে পড়ল।

    বারবার রিফ্রেশ করার পরেও নতুন পোস্ট দেখা যাচ্ছিল না ইনস্টাগ্রামে

    হোয়াটসঅ্যাপ বিভ্রাটের কারণে বারবার মেসেজ পাঠানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হতে থাকে। এর পাশাপাশি সমস্যা দেখা দেয় ইনস্টাগ্রামেও। ব্যবহারকারীরা নতুন কোনও পোস্ট দেখতে পারছিলেন না। বারবার রিফ্রেশ করার পরেও নতুন পোস্ট (WhatsApp Down) দেখা যাচ্ছিল না ইনস্টাগ্রামে। গতবারের বিভ্রাটের সময় শুধু মাত্র ফেসবুক বন্ধ হলেও, এবারে অবশ্য ফেসবুক ঠিকঠাকই কাজ করছিল। ডেক্সটপ বা ল্যাপটপ থেকেও  হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সন খোলা যাচ্ছিল না। এক ব্যবহারকারী সংবাদমাধ্যমকে বলেন, ‘‘হোয়াটসঅ্যাপে কানেক্ট করার ক্ষেত্রে আমরা সমস্যার মুখে পড়ছি। কয়েক মিনিট পরে চেষ্টা করুন, এই বার্তা দেওয়া হচ্ছে।’’

    অভিযোগ জমা পড়তে থাকে ‘ডাউন ডিটেক্টর’-এর কাছে

    প্রসঙ্গত, অনলাইনে বিভিন্ন পরিষেবা (WhatsApp Down) ব্যাহত হওয়ার ওপরে নজরদারি চালায় ‘ডাউন ডিটেক্টর’- নামের একটি সংস্থা। তাদের হিসাব বলছে, বুধবার রাত ১১:২০ নাগাদ হোয়াটসঅ্যাপে মাত্র চারটি রিপোর্ট জমা পড়ে। কিন্তু রাত ১১:৫০ মিনিটে সেই রিপোর্টের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৫ হাজার ৬৯১। ইনস্টাগ্রামের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ওই সংস্থার কাছে রিপোর্ট জমা পড়েছে ১১টা ৪ মিনিটে মাত্র ২১টি। সেটাই বুধবার রাত ১১টা ৪৯ মিনিটে বেড়ে দাঁড়িয়েছে ২,৯৫৫টি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Deepfake: ডিপফেক প্রযুক্তির অপব্যবহার রুখতে এবার কড়া আইন আনতে চলেছে কেন্দ্র

    Deepfake: ডিপফেক প্রযুক্তির অপব্যবহার রুখতে এবার কড়া আইন আনতে চলেছে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিপফেক (Deepfake) প্রযুক্তি নিয়ে এবার কড়া আইন আনতে চলেছে কেন্দ্র সরকার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবারই গুগল এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপের পরিচালক সংস্থা মেটা সহ অন্যান্য তথ্যপ্রযুক্তি কোম্পানির সঙ্গে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এখানে হাজির ছিলেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ডিপফেকের অপব্যবহার রুখতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য ১০ দিন সময় নিচ্ছে কেন্দ্র সরকার। এই ১০ দিনের মাথায় ডিপফেক (Deepfake) প্রযুক্তি নিয়ে খসড়া আইনও তৈরি হবে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রস্তাবিত আইনে কড়া শাস্তির বিধান রাখা হবে বলে জানা গিয়েছে। তবে আজকের বৈঠকই শেষ নয়, এ সংক্রান্ত পরবর্তী বৈঠক আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, যে খসড়া আইন রচনা হবে, সে বিষয়ে সব পক্ষকে ডেকে ওই দিনই মতামত শোনা হবে। ডিপফেক প্রযুক্তিকে এদিন গণতন্ত্রের নয়া বিপদ বলে জানিয়েছেন মন্ত্রী। জানা গিয়েছে, বর্তমানে যে তথ্য এবং প্রযুক্তি সংক্রান্ত আইন রয়েছে, সেই আইনেই জোড়া হবে ডিপফেক (Deepfake) নিয়ে নয়া আইন। তা পরিবর্তিত অংশ হিসাবে থাকবে।

    তিন অভিনেত্রী শিকার ডিপফেক প্রযুক্তির

    প্রসঙ্গত, ডিপফেক (Deepfake) প্রযুক্তি ক্রমশই শালীনতার মাত্রাকে লঙ্ঘন করছে। এই প্রযুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে যে কোনও জনের শরীরে জনপ্রিয় সেলিব্রিটির মুখ বসিয়ে দেওয়া হচ্ছে। এরপরই তৈরি করা হচ্ছে ভুয়ো ভিডিও। সম্প্রতি বলিউডে তিন অভিনেত্রী ডিপফেক প্রযুক্তির শিকার হয়েছেন। দিন কয়েক আগেই বলিউড অভিনেত্রী কাজলের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে ক্যামেরার সামনেই পোশাক বদলাতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এনিয়ে হৈচৈ শুরু হওয়ার পরে ইন্টারনেটের ফ্যাক্ট চেকিং সংস্থাগুলি ওই ভিডিওটি (Deepfake) পরীক্ষা করে এবং তারা জানায় যে ওটি আসলে এক টিকটক তারকার ভিডিও। তার মুখে জুড়ে দেওয়া হয়েছে কাজলের মুখ। একই ঘটনা ঘটতে দেখা যায় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং দক্ষিণ ভারতের নায়িকা রশ্মিকা মান্দানার সঙ্গেও। বিষয়টি নিয়ে সে সময় সোচ্চার হন অমিতাভ বচ্চনও।

    ডিপফেক নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

    গত ১৭ অক্টোবর দিল্লিতে বিজেপির সদর দফতরে দীপাবলির এক অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ডিপফেক (Deepfake) ভিডিও নিয়ে তিনি উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ‘‘আমাদের হাতে এখন কৃত্রিম মেধার মতো উন্নত প্রযুক্তি রয়েছে। আমাদের উচিত দায়িত্ববোধের সঙ্গে সেই প্রযুক্তি ব্যবহার করা। কেউ যেন এই ধরনের প্রযুক্তির অপব্যবহার না করেন, তার জন্য এ ব্যাপারে উপযুক্ত শিক্ষার প্রসার ঘটানো জরুরি।’’ এনিয়ে চ্যাট জিপিটির সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WhatsApp Payment Update: হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করতে পারবেন কেনাকাটা, কাটতে পারবেন সিনেমার টিকিট

    WhatsApp Payment Update: হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করতে পারবেন কেনাকাটা, কাটতে পারবেন সিনেমার টিকিট

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়িতে বসেই অনলাইনে জিনিসপত্র কেনাকাটায় বিপ্লব এসেছে ভারতে। নিত্য দিন নয়া নয়া সুযোগের দরজা খুলে যাচ্ছে। এবার সেই তালিকায় যোগ হয়ে গেল হোয়াটসঅ্যাপের নামও। সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে, অন্যান্য শপিং অ্যাপ-এর মতো এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও চ্যাট করার সাথে সাথে সহজেই কেনাকাটা করা যাবে। ওই পোস্টে জানানো হয়েছে, ব্যবহারকারীরা এবার UPI অ্যাপ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং ব্যবহার করে অনলাইন পেমেন্ট করতে পারবেন। এই আপডেটটি (WhatsApp Payment Update) ব্যবহার করে জিনিসপত্র কেনাকাটা যেমন করা যাবে, তেমনি সিনেমার টিকিট পর্যন্ত বুক করা যাবে।

    কী জানিয়েছে হোয়াটসঅ্যাপ তাদের ব্লগ পোস্টে?

    হোয়াটসঅ্যাপ তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, অন্যান্য অনেক শপিং অ্যাপের মতো এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ব্যবহারকারীরা সহজেই চ্যাট করার সাথে সাথে কেনাকাটাও করতে পারবেন। যেমন অন্য কোনও শপিং অ্যাপে আপনি আপনার পছন্দের জিনিস কার্ট করে রাখতে পারেন, হোয়াটসঅ্যাপও এবার থেকে এই কার্ট অপশন দেবে, যেখানে আপনি আপনার জিনিস কার্ট করে রাখতে পারবেন। আর ঠিক ভারতের অন্যান্য UPI অ্যাপের মতো ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিসগুলি কিনতে পারবেন (WhatsApp Payment Update)। 

    ভারতে কতজন এই হোয়াটসঅ্যাপ পেমেন্ট (WhatsApp Payment Update) ব্যবহার করেন?

    বিশেষজ্ঞদের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতে প্রায় ৫০০ মিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু তার মধ্যে মাত্র ১০০ মিলিয়ন মানুষ এই হোয়াটসঅ্যাপ পেমেন্ট ব্যবহার করেন। ঠিক এই কারণে হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচারগুলি যোগ করতে চলেছে (WhatsApp Payment Update) কর্তৃপক্ষ। বর্তমানে হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড শপিং Jio Mart এবং চেন্নাই ও বেঙ্গালুরু মেট্রো সিস্টেমে ব্যবহার করা হত। কিন্তু এবার নতুন ফিচার পেমেন্টের জন্য আরও অনেক অপশন পেতে চলেছে হোয়াটসঅ্যাপ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • iPhone 15 Series: ভারতে আইফোন ১৫ সিরিজ! এদেশে কত দাম চারটি মডেলের? বিক্রি শুরু কবে?

    iPhone 15 Series: ভারতে আইফোন ১৫ সিরিজ! এদেশে কত দাম চারটি মডেলের? বিক্রি শুরু কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতীক্ষার অবসান। ভারতে লঞ্চ হয়ে গেল আইফোন ১৫ সিরিজ (iPhone 15)। জানা গিয়েছে, আইফোন ১৫ সিরিজে লঞ্চ হয়েছে আইফোন ১৫ (iPhone 15), আইফোন ১৫ প্লাস (iPhone 15 Plus), আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro) এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স (iPhone 15 Pro Max) – এই চারটি মডেল। প্রত্যাশা মতোই আইফোন ১৫-এ টাইপ ‘সি’ চার্জার যুক্ত করা হয়েছে। 

    আইফোন ১৫-এ টাইপ ‘সি’ চার্জার 

    অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট রয়েছে আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস ফোনে। এছাড়াও রয়েছে ডায়নামিক আইল্যান্ড ফিচার এবং ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। আর রয়েছে টাইপ-সি ইউএসবি পোর্ট। এই চার্জার দিয়ে ম্যাক (Mac), আইপ্যাড (iPad), আইফোন (iPhone) চার্জ দেওয়া যাবে। এমনকী ওই চার্জার দিয়ে এয়ারপডস প্রো’তে (AirPods Pro) ব্যবহারকারীরা চার্জ দিতে পারবেন বলে টেক জায়েন্টের তরফে জানানো হয়েছে। এতদিন আইফোনে লাইটনিং পোর্ট ছিল। আইফোনের নয়া মডেলে বিশ্বজনীন টাইপ ‘সি’ চার্জার (USB-C) ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ফোনেও টাইপ ‘সি’ চার্জার ব্যবহার করা যায়। দীর্ঘদিন ধরে আইফোনে টাইপ ‘সি’ চার্জার যোগ করার দাবি উঠছিল। 

    আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস মডেলের দাম

    এই ফোনগুলির দাম ভারতে শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। অন্যদিকে আইফোন ১৫ প্লাস মডেলের বেস ভ্যারিয়েন্ট যা ১২৮ জিবি স্টোরেজ যুক্ত তার দাম ভারতে ৮৯,৯০০ টাকা। কালো, নীল, সবুজ, গোলাপি এবং হলুদ- এই পাঁচটি রঙে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস লঞ্চ হয়েছে দেশে। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রি-বুকিং। আর এই দুই ফোনের বিক্রি শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। ১২৮ জিবি স্টোরেজ ছাড়াও ৫১২ জিবি স্টোরেজ সমেতও পাওয়া যাবে আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস- এই দুই মডেল।  

    ফোনগুলিতে নানান ফিচার

    আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই দুই ফোনে রয়েছে অ্যাপেলের এ১৭ বায়োনিক চিপসেট। এছাড়াও এই দুই ফোনে রয়েছে প্রোগ্রামেবল অ্যাকশন বাটন। এই ফিচার অ্যাপেল ওয়াচ আলট্রার মধ্যেও রয়েছে। আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই দুই ফোনে রয়েছে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। ‘প্রো ম্যাক্স’ মডেলে রয়েছে একটি পেরিস্কোপ ক্যামেরা যার সাহায্যে জুম ফিচার আরও ভালভাবে পাওয়া যাবে। 

    আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে কাজে গতি আনতে ‘স্পিড প্রোগ্রাম’! নয়া নির্দেশিকা রাজ্যপালের

    ফোনের রঙ ও দাম

    আইফোন ১৫ প্রো- এর দাম শুরু হচ্ছে ১,৩৪,৯০০ টাকা থেকে। বেস ভ্যারিয়েন্ট যা ১২৮ জিবি স্টোরেজ যুক্ত তার ক্ষেত্রে এই দাম ধার্য করা হয়েছে। অন্যদিকে আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাব ১,৫৯,৯০০ টাকায়। এই দুই ফোন ১২৮ জিবিএবং ২৫৬ জিবি স্টোরেজ ছাড়াও ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ সমেতও পাওয়া যাবে। এই দুই ফোনেরও প্রি-বুকিং শুরু হবে ১৫ সেপ্টেম্বর থাকে। আর বিক্রি শুরু হবে ২২ সেপ্টেম্বর থেলে। ব্ল্যাক টাইটানিয়াম, ব্লু টাইটানিয়াম, ন্যাচারাল টাইটানিয়াম এবং হোয়াইট টাইটানিয়াম- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে আইফোন প্রো এবং আইফোন প্রো ম্যাক্স ফোন। ফোনগুলির প্রি-অর্ডার শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে ‌এবং সেল শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sancharsathi: বায়োমেট্রিক ও পুলিশি যাচাই ছাড়া বিক্রি করা যাবে না সিম কার্ড, নির্দেশ কেন্দ্রের

    Sancharsathi: বায়োমেট্রিক ও পুলিশি যাচাই ছাড়া বিক্রি করা যাবে না সিম কার্ড, নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: বায়োমেট্রিক যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন না হলে আর সিম কার্ড বিক্রি করা যাবে না (Sancharsathi)। বৃহস্পতিবার ১৭ অগাস্ট থেকে সিম কার্ড বিক্রেতাদের বায়োমেট্রিক এবং পুলিশি যাচাইকরণ বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে একই সময়ে অসংখ্য সিম কার্ডের সংযোগ দেওয়াও নিষিদ্ধ করা হল। সূত্রের খবর, জালিয়াতি রোধ করতেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে বলেন, ‘‘জালিয়াতি রোধ করতে আমরা সিম কার্ড ডিলারদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করছি। এই নিয়ম না মানলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়া সিম ব্যবসায়ী এবং সিম কিনেছেন যাঁরা, তাঁদের কেওয়াইসি করা হবে (Sancharsathi)।

    অনেক সিমের সংযোগ নিষিদ্ধ নিয়ে কী বললেন মন্ত্রী? 

    পাশাপাশি এক সঙ্গে অনেক সিমের সংযোগ দেওয়া নিষিদ্ধ করার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য, ‘‘সিমবক্স বলে একটা জিনিস আছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কল করা যায়। প্রতারকরা অন্তত পাঁচটি সিম নেয়। একটি সিম ব্যবহার করে সেটিকে নিষ্ক্রিয় করে দেয় এবং বাকি সিমগুলিকে ব্যবহার করতে শুরু করে। এইভাবে তারা প্রতারণামূলক ফোন কল করে থাকে। বিষয়টি খতিয়ে দেখার পর সিমবক্স ব্যবস্থা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সকল ব্যবসায়িক সংযোগের জন্য ব্যক্তিগত কেওয়াইসি বাধ্যতামূলক করছি। অর্থাৎ যদি কোনও ব্যক্তি চার হাজারটি সিম নেয়, তাহলে যে কর্মচারীরা সেই সিমগুলি ব্যবহার করবেন, তাদের সকলের কেওয়াইসি করাতে হবে (Sancharsathi)।

    ৩ লাখ মোবাইল ফোনকে ট্র্যাক করা গেছে ‘সঞ্চার সাথী’ পোর্টালের মাধ্যমে

    অন্যদিকে, চুরি যাওয়া মোবাইল ফোন ব্লক করা এবং সেগুলিকে সঠিকভাবে ট্র্যাক করার জন্য গত মে মাসেই ‘সঞ্চার সাথী’ (Sancharsathi) নামে একটি পোর্টাল চালু করেছিল কেন্দ্রের মোদি সরকার। এ বিষয়ে অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘এই পোর্টাল চালু হওয়ার পর থেকে ৬৭ হাজার সিম কার্ড ডিলারকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। ৫২ লাখ মোবাইল সংযোগকে নিষ্ক্রিয় করা হয়েছে। জালিয়াতির অভিযোগের সিম ডিলারদের বিরুদ্ধে ৩০০টি এফআইআর করা হয়েছে। পাশাপাশি জালিয়াতির অভিযোগে ব্লক করা হয়েছে ৮ লক্ষ পেমেন্ট ওয়ালেট অ্যাকাউন্ট (Sancharsathi)। পাশাপাশি কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী আরও জানিয়েছেন যে ৩ লাখ মোবাইল ফোনকে ট্র্যাক করা গেছে।

    ‘সঞ্চার সাথী’ (Sancharsathi) পোর্টালের খুঁটিনাটি

    ‘সঞ্চার সাথী’ (Sancharsathi) পোর্টাল একজন ক্রেতার মোবাইল ডিভাইসের রক্ষাকবচ হিসেবে কাজ করছে। যদি ফোনটি হারিয়ে যায় অথবা চুরি হয় তাহলে সেটিকে ট্রেস করা কিংবা ব্লক করার কাজে সাহায্য করে এই পোর্টাল। ‘সঞ্চার সাথী’ (Sancharsathi) পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, যাদের মোবাইল ফোন চুরি যাবে বা হারিয়ে যাবে তাদের অবিলম্বে ফোনের আইএমইআই ব্লক করতে হবে। www.sancharsathi.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে এবং পরবর্তীকালে একটি পুলিশ ডায়েরি করতে হবে। ‘সঞ্চার সাথী’ বেশ সফলভাবেই কাজ করছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • UPI Lite: প্রতিবারে ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে ইউপিআই লাইটে, লাগবে না পাসওয়ার্ড

    UPI Lite: প্রতিবারে ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে ইউপিআই লাইটে, লাগবে না পাসওয়ার্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণ মানুষের কথা ভেবে ইউপিআই লাইট (UPI Lite) চালু হয়েছে আগেই। এবার সেই ইউপিআই তে লেনদেনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক। জুড়লো বেশ কিছু নয়া ফিচার। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও জুড়ল ইউপিআইতে। আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস লেনদেনের সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছেন। জানা গিয়েছে ইউপিআই লাইটের মাধ্যমে প্রতিবারে ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে এবার থেকে। এবং তার জন্য কোনওরকম পিন নম্বরেরও প্রয়োজন হবে না।

    ২০২২ সালের সেপ্টেম্বরে লঞ্চ হয় ইউপিআই লাইট (Upi Lite)

    প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সর্বসাধারণের জন্য চালু হয়েছিল ইউপিআই লাইট। জানা গিয়েছে, ইউপিআই -এর মাধ্যমে লেনদেন করেন যে সমস্ত ব্যক্তি তাঁরা প্রত্যেকেই ইউপিআই লাইট (Upi Lite) ব্যবহার করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এ নিয়ে বলেন, ‘‘যেখানে ইন্টারনেট বা টেলিকম যোগাযোগ ব্যবস্থা দুর্বল সেখানে ইউপিআই লাইট অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে এবং লেনদেনের ক্ষেত্রে সুবিধা হবে।’’ জানা গিয়েছে শুধুমাত্র নিয়ার ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করেই ডিজিটাল লেনদেন করা যাবে, প্রয়োজন পড়বে না ইন্টারনেটেরও। ইউপিআই-এর মাধ্যমে এখনও পর্যন্ত ১ লাখ টাকা লেনদেন করা যায়। আর লাইটের (UPI Lite) মাধ্যমে করা যাবে প্রতিবারে সর্বোচ্চ ৫০০ টাকা। শুধু তাই নয়, নতুন এই পদ্ধতিতে কথোপকথনের মাধ্যমেও লেনদেন করতে পারবেন ব্যবহারকারীরা।

    এআই সিস্টেমকে কাজে লাগানো হবে

    রিজার্ভ ব্যাঙ্কের বিবৃতি বলছে, ‘‘ব্যবহারকারীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের সঙ্গে কথা বলতে পারবেন। এবং এই লেনদেন সম্পূর্ণ নিরাপদ থাকবে।’’ জানা গিয়েছে, স্মার্টফোনেও শীঘ্রই উপলব্ধ হতে চলেছে এই সুবিধা। পাশাপাশি হিন্দি এবং ইংরেজি ছাড়াও অন্যান্য ভারতীয় আঞ্চলিক ভাষাতেও মিলবে সুবিধা। অর্থাৎ নয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারে এআই প্রতিনিধির সঙ্গে চ্যাট করতে পারবেন ইউপিআই এর (UPI Lite) ব্যবহারকারীরা। এবং এর মাধ্যমে টাকা যাবে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WhatsApp Feature: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার! ৬০ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠানো যাবে এবার

    WhatsApp Feature: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার! ৬০ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠানো যাবে এবার

    মাধ্যম নিউজ ডেস্ক:  হোয়াটসঅ্যাপে (WhatsApp Feature) এসেই চলেছে একের পর এক নতুন ফিচার। মেটা প্রধান মার্ক জুকারবার্গে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের একের পর এক পরিষেবা দিয়েই চলেছেন। এবার ভয়েস মেসেজের পর ব্যবহারকারীরা মেসেজিং অ্যাপের মধ্যে সরাসরি ৬০ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠাতে পারবেন। এমনই ঘোষণা জুকেরবার্গের। প্রথম যখন হোয়াটসঅ্যাপ (WhatsApp Feature) লঞ্চ হয় তখন শুধুই এটি একটি মেসেজিং প্ল্যাটফর্ম ছিল। কিন্তু পরবর্তীকালে শুধুমাত্র বার্তালাপ নয় বরং অফিসিয়াল কাজের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ অপরিহার্য হয়ে উঠেছে। এখন এই অ্যাপের মাধ্যমে ফাইল পাঠানো সহজ হয়েছে। পাশাপাশি ভিডিও কল, ভয়েস কলেরও সুবিধা মিলছে এখানে। ফের নতুন একটি ফিচার হোয়াটসঅ্যাপ নিয়ে এল ব্যবহারকারীদের সুবিধার্তে।

    ভিডিও বার্তা পাঠাতে পারবেন অ্যাপের মাধ্যমেই

    প্রসঙ্গত, এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে(WhatsApp Feature) ভিডিও ফাইল অ্যাটাচ করেই একমাত্র পাঠানো যেত। কাউক ভিডিও বার্তা দিতে প্রথমে তা রেকর্ড করতে হতো ফোনে এবং পরে তা পাঠাতে হতো ফাইল করে। ব্যক্তিগত কোনও মেসেজ হলেও এই রীতিতেই চলতো তথ্য আদানপ্রদান। কিন্তু এবার সেসমস্যা দূর হল। এবার অ্যাপের মাধ্যমেই রেকর্ড করা যাবে  ভিডিও। এবং তা সঙ্গে সঙ্গে শেয়ার করা যাবে। একদম ভয়েস মেসেজের মতোই। 

    কীভাবে পাঠানো যাবে এই ভিডিয়ো বার্তা?

    প্রথমে ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপে যেতে হবে। 

    এরপর কোনও ব্যক্তিগত চ্যাট বা হোয়াটসঅ্যাপ (WhatsApp Feature) গ্রুপে যেতে হবে। 

    এবার একেবারে ডানদিকের নীচে একটি মাইকের অপশন দেখা যাবে।

    এটাতে ক্লিক করেই ভয়েস মেসেজ পাঠানো হয়। এবার সেখানে ভিডিও মোডে সুইচ করার বিকল্পও সামনে আসবে। এতে ক্লিক করতে হবে। ক্লিক করে তা টিপে ধরে নিজের ভিডিও রেকর্ড করতে হবে। এরপর তা পাঠানো যাবে।

     

    প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপে ইতিমধ্যেই চালু হয়েছে মেসেজ এডিট এবং চ্যাট লক ফিচার। এর ফলে কাউকে ভুল করে কোনও মেসেজ পাঠিয়ে ফেললে তা এডিট করে ঠিক করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। মেসেজ পাঠানোর পর তা এডিট করার জন্য ১৫ মিনিট পর্যন্ত সময় পাবেন ইউজাররা। এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Threads: ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী “মেটা থ্রেডস” কী কী বাড়তি সুবিধা দিচ্ছে?

    Threads: ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী “মেটা থ্রেডস” কী কী বাড়তি সুবিধা দিচ্ছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি বাজারে এসেছে ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ্লিকেশন “মেটা থ্রেডস”(Threads)। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে প্রায় প্রতিটি মানুষই সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল। চারপাশে কী ঘটছেে, তা জানা থেকে শুরু করে প্রিয়জনকে বার্তা প্রদান-সব কিছু আজ এই সোশ্যাল মিডিয়া-নির্ভর। আর এসবের মাঝেই মেটা নিয়ে এসেছে আরও এক সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘থ্রেডস’। অ্যাপটি লঞ্চ হতেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। লঞ্চ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এর ইউজার সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে যায়। কী এই অ্যাপ? কীভাবে এই অ্যাপ কাজ করে? সেসব নিয়েই এই প্রতিবেদন।

    কী এই মেটা থ্রেডস অ্যাপ?

    সম্প্রতি সোশ্যাল মিডিয়া কোম্পানি মেটা তাদের নতুন অ্যাপ Threads লঞ্চ করেছে। এটি মূলত একটি মাইক্রো ব্লগিং অ্যাপ। এটি ট্যুইটারের বিকল্প হিসাবে ইউজাররা ব্যবহার করতে পারেন। এর মধ্যে ব্যবহারকারীরা ট্যুইটারের মতো সমগ্র ইন্টারফেস এবং ফিচারগুলি অ্যাক্সেস করতে পারবেন। নিজের মতামত থেকে শুরু করে ছবি, ভিডিও সমস্তই এখানে আপলোড করা যাবে এবং সরাসরি যুক্ত হতে পারবেন অন্যান্য ইউজারদের সাথে। সূত্র মারফত জানা গিয়েছিল, Meta অনেকদিন ধরেই এই Threads অ্যাপ নিয়ে কাজ শুরু করেছিল। এটি এখন সমগ্র ইউজারদের ব্যবহারের জন্য অনুমতি পেয়েছে। এটি (Threads) বর্তমানে অ্যান্ড্রয়েড ও IOS উভয় ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। এই অ্যাপের ইন্টারফেসটি অনেকটা ইনস্টাগ্রাম-এর মতো। আর ব্যবহারের দিক থেকে অনেকটা ট্যুইটারের মতো। যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তারা সরাসরি ইনস্টাগ্রাম-এর মাধ্যমেই এই অ্যাপে sing in করতে পারেন।

    কীভাবে এই Threads অ্যাপে লগ-ইন করবেন এবং ব্যবহার শুরু করবেন?

    এই অ্যাপটির ইন্টারফেস খুবই সহজ এবং সাধারণ রাখা হয়েছে। অ্যাপটি (Threads) প্রথমে ডাউনলোড করার পর শুরুতেই ইনস্টাগ্রাম-এর মাধ্যমে লগ-ইন করার সুযোগ আসবে। ইতিমধ্যে যদি আপনার কোনও instagram অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সরাসরি সেই অ্যাকাউন্টের মাধ্যমেই একটি সিঙ্গল ট্যাপ ও ভেরিফিকেশনের মাধ্যমে আপনি লগ-ইন করতে পারবেন। এর পর প্রোফাইলটি নিজের পছন্দ মতো সেট-আপ করতে পারবেন। চাইলে ইনস্টাগ্রামে ব্যবহৃত বায়ো এবং লিংক দিয়েই আপনার প্রোফাইল সেট-আপ করতে পারেন। সব শেষে ‘Join Threads’ তে ক্লিক করলেই ব্যবহার শুরু করতে পারবেন।

    এই Threads কি Twitter কে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে?

    সাম্প্রতিক ট্যুইটার অ্যাপ ইলন মাস্কের হাতে যাওয়ার পর থেকে অনেক পরিবর্তন আসতে শুরু করে, যা অনেক ব্যবহারকারীর পছন্দ হয়নি। যেমন আগে দিনে সীমাহীন ভাবে যত খুশি ট্যুইট দেখতে পেতেন ব্যবহারকারীরা। কিন্তু এখন তাকে একটি সীমার আওতায় আনা হয়েছে। আবার আগে লগ-ইন না করেই ব্যবহারকারীরা ট্যুইট দেখতে পেতেন। কিন্তু এখন লগ-ইন না করে ট্যুইট দেখতে পারবেন না ব্যবহারকারীরা। এর জন্য লগ-ইন করা বাধ্যতামূলক করা হয়েছে। এই সবের কারণেই অনেকে এই অ্যাপ থেকে সরে আসতে চেয়েছেন। আর এই সময়ে Threads app এর আবির্ভাবে নতুন একটি বিকল্পকে বেছে নিতে পিছপা হননি ইউজাররা। এতে সমস্ত রকম সুবিধা দেওয়া হচ্ছে, যা ইউজারদের খুব পছন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এইসব দিক থেকে বিচার করলে ট্যুইটারের ভবিষ্যৎকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে Threads, এমনটা আশঙ্কা করছেন অনেকেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share