Category: গ্যাজেট

Get updated Gadget related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • UPI Lite: প্রতিবারে ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে ইউপিআই লাইটে, লাগবে না পাসওয়ার্ড

    UPI Lite: প্রতিবারে ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে ইউপিআই লাইটে, লাগবে না পাসওয়ার্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণ মানুষের কথা ভেবে ইউপিআই লাইট (UPI Lite) চালু হয়েছে আগেই। এবার সেই ইউপিআই তে লেনদেনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক। জুড়লো বেশ কিছু নয়া ফিচার। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও জুড়ল ইউপিআইতে। আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস লেনদেনের সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছেন। জানা গিয়েছে ইউপিআই লাইটের মাধ্যমে প্রতিবারে ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে এবার থেকে। এবং তার জন্য কোনওরকম পিন নম্বরেরও প্রয়োজন হবে না।

    ২০২২ সালের সেপ্টেম্বরে লঞ্চ হয় ইউপিআই লাইট (Upi Lite)

    প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সর্বসাধারণের জন্য চালু হয়েছিল ইউপিআই লাইট। জানা গিয়েছে, ইউপিআই -এর মাধ্যমে লেনদেন করেন যে সমস্ত ব্যক্তি তাঁরা প্রত্যেকেই ইউপিআই লাইট (Upi Lite) ব্যবহার করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এ নিয়ে বলেন, ‘‘যেখানে ইন্টারনেট বা টেলিকম যোগাযোগ ব্যবস্থা দুর্বল সেখানে ইউপিআই লাইট অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে এবং লেনদেনের ক্ষেত্রে সুবিধা হবে।’’ জানা গিয়েছে শুধুমাত্র নিয়ার ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করেই ডিজিটাল লেনদেন করা যাবে, প্রয়োজন পড়বে না ইন্টারনেটেরও। ইউপিআই-এর মাধ্যমে এখনও পর্যন্ত ১ লাখ টাকা লেনদেন করা যায়। আর লাইটের (UPI Lite) মাধ্যমে করা যাবে প্রতিবারে সর্বোচ্চ ৫০০ টাকা। শুধু তাই নয়, নতুন এই পদ্ধতিতে কথোপকথনের মাধ্যমেও লেনদেন করতে পারবেন ব্যবহারকারীরা।

    এআই সিস্টেমকে কাজে লাগানো হবে

    রিজার্ভ ব্যাঙ্কের বিবৃতি বলছে, ‘‘ব্যবহারকারীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের সঙ্গে কথা বলতে পারবেন। এবং এই লেনদেন সম্পূর্ণ নিরাপদ থাকবে।’’ জানা গিয়েছে, স্মার্টফোনেও শীঘ্রই উপলব্ধ হতে চলেছে এই সুবিধা। পাশাপাশি হিন্দি এবং ইংরেজি ছাড়াও অন্যান্য ভারতীয় আঞ্চলিক ভাষাতেও মিলবে সুবিধা। অর্থাৎ নয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারে এআই প্রতিনিধির সঙ্গে চ্যাট করতে পারবেন ইউপিআই এর (UPI Lite) ব্যবহারকারীরা। এবং এর মাধ্যমে টাকা যাবে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WhatsApp Feature: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার! ৬০ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠানো যাবে এবার

    WhatsApp Feature: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার! ৬০ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠানো যাবে এবার

    মাধ্যম নিউজ ডেস্ক:  হোয়াটসঅ্যাপে (WhatsApp Feature) এসেই চলেছে একের পর এক নতুন ফিচার। মেটা প্রধান মার্ক জুকারবার্গে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের একের পর এক পরিষেবা দিয়েই চলেছেন। এবার ভয়েস মেসেজের পর ব্যবহারকারীরা মেসেজিং অ্যাপের মধ্যে সরাসরি ৬০ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠাতে পারবেন। এমনই ঘোষণা জুকেরবার্গের। প্রথম যখন হোয়াটসঅ্যাপ (WhatsApp Feature) লঞ্চ হয় তখন শুধুই এটি একটি মেসেজিং প্ল্যাটফর্ম ছিল। কিন্তু পরবর্তীকালে শুধুমাত্র বার্তালাপ নয় বরং অফিসিয়াল কাজের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ অপরিহার্য হয়ে উঠেছে। এখন এই অ্যাপের মাধ্যমে ফাইল পাঠানো সহজ হয়েছে। পাশাপাশি ভিডিও কল, ভয়েস কলেরও সুবিধা মিলছে এখানে। ফের নতুন একটি ফিচার হোয়াটসঅ্যাপ নিয়ে এল ব্যবহারকারীদের সুবিধার্তে।

    ভিডিও বার্তা পাঠাতে পারবেন অ্যাপের মাধ্যমেই

    প্রসঙ্গত, এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে(WhatsApp Feature) ভিডিও ফাইল অ্যাটাচ করেই একমাত্র পাঠানো যেত। কাউক ভিডিও বার্তা দিতে প্রথমে তা রেকর্ড করতে হতো ফোনে এবং পরে তা পাঠাতে হতো ফাইল করে। ব্যক্তিগত কোনও মেসেজ হলেও এই রীতিতেই চলতো তথ্য আদানপ্রদান। কিন্তু এবার সেসমস্যা দূর হল। এবার অ্যাপের মাধ্যমেই রেকর্ড করা যাবে  ভিডিও। এবং তা সঙ্গে সঙ্গে শেয়ার করা যাবে। একদম ভয়েস মেসেজের মতোই। 

    কীভাবে পাঠানো যাবে এই ভিডিয়ো বার্তা?

    প্রথমে ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপে যেতে হবে। 

    এরপর কোনও ব্যক্তিগত চ্যাট বা হোয়াটসঅ্যাপ (WhatsApp Feature) গ্রুপে যেতে হবে। 

    এবার একেবারে ডানদিকের নীচে একটি মাইকের অপশন দেখা যাবে।

    এটাতে ক্লিক করেই ভয়েস মেসেজ পাঠানো হয়। এবার সেখানে ভিডিও মোডে সুইচ করার বিকল্পও সামনে আসবে। এতে ক্লিক করতে হবে। ক্লিক করে তা টিপে ধরে নিজের ভিডিও রেকর্ড করতে হবে। এরপর তা পাঠানো যাবে।

     

    প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপে ইতিমধ্যেই চালু হয়েছে মেসেজ এডিট এবং চ্যাট লক ফিচার। এর ফলে কাউকে ভুল করে কোনও মেসেজ পাঠিয়ে ফেললে তা এডিট করে ঠিক করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। মেসেজ পাঠানোর পর তা এডিট করার জন্য ১৫ মিনিট পর্যন্ত সময় পাবেন ইউজাররা। এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Threads: ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী “মেটা থ্রেডস” কী কী বাড়তি সুবিধা দিচ্ছে?

    Threads: ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী “মেটা থ্রেডস” কী কী বাড়তি সুবিধা দিচ্ছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি বাজারে এসেছে ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ্লিকেশন “মেটা থ্রেডস”(Threads)। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে প্রায় প্রতিটি মানুষই সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল। চারপাশে কী ঘটছেে, তা জানা থেকে শুরু করে প্রিয়জনকে বার্তা প্রদান-সব কিছু আজ এই সোশ্যাল মিডিয়া-নির্ভর। আর এসবের মাঝেই মেটা নিয়ে এসেছে আরও এক সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘থ্রেডস’। অ্যাপটি লঞ্চ হতেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। লঞ্চ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এর ইউজার সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে যায়। কী এই অ্যাপ? কীভাবে এই অ্যাপ কাজ করে? সেসব নিয়েই এই প্রতিবেদন।

    কী এই মেটা থ্রেডস অ্যাপ?

    সম্প্রতি সোশ্যাল মিডিয়া কোম্পানি মেটা তাদের নতুন অ্যাপ Threads লঞ্চ করেছে। এটি মূলত একটি মাইক্রো ব্লগিং অ্যাপ। এটি ট্যুইটারের বিকল্প হিসাবে ইউজাররা ব্যবহার করতে পারেন। এর মধ্যে ব্যবহারকারীরা ট্যুইটারের মতো সমগ্র ইন্টারফেস এবং ফিচারগুলি অ্যাক্সেস করতে পারবেন। নিজের মতামত থেকে শুরু করে ছবি, ভিডিও সমস্তই এখানে আপলোড করা যাবে এবং সরাসরি যুক্ত হতে পারবেন অন্যান্য ইউজারদের সাথে। সূত্র মারফত জানা গিয়েছিল, Meta অনেকদিন ধরেই এই Threads অ্যাপ নিয়ে কাজ শুরু করেছিল। এটি এখন সমগ্র ইউজারদের ব্যবহারের জন্য অনুমতি পেয়েছে। এটি (Threads) বর্তমানে অ্যান্ড্রয়েড ও IOS উভয় ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। এই অ্যাপের ইন্টারফেসটি অনেকটা ইনস্টাগ্রাম-এর মতো। আর ব্যবহারের দিক থেকে অনেকটা ট্যুইটারের মতো। যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তারা সরাসরি ইনস্টাগ্রাম-এর মাধ্যমেই এই অ্যাপে sing in করতে পারেন।

    কীভাবে এই Threads অ্যাপে লগ-ইন করবেন এবং ব্যবহার শুরু করবেন?

    এই অ্যাপটির ইন্টারফেস খুবই সহজ এবং সাধারণ রাখা হয়েছে। অ্যাপটি (Threads) প্রথমে ডাউনলোড করার পর শুরুতেই ইনস্টাগ্রাম-এর মাধ্যমে লগ-ইন করার সুযোগ আসবে। ইতিমধ্যে যদি আপনার কোনও instagram অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সরাসরি সেই অ্যাকাউন্টের মাধ্যমেই একটি সিঙ্গল ট্যাপ ও ভেরিফিকেশনের মাধ্যমে আপনি লগ-ইন করতে পারবেন। এর পর প্রোফাইলটি নিজের পছন্দ মতো সেট-আপ করতে পারবেন। চাইলে ইনস্টাগ্রামে ব্যবহৃত বায়ো এবং লিংক দিয়েই আপনার প্রোফাইল সেট-আপ করতে পারেন। সব শেষে ‘Join Threads’ তে ক্লিক করলেই ব্যবহার শুরু করতে পারবেন।

    এই Threads কি Twitter কে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে?

    সাম্প্রতিক ট্যুইটার অ্যাপ ইলন মাস্কের হাতে যাওয়ার পর থেকে অনেক পরিবর্তন আসতে শুরু করে, যা অনেক ব্যবহারকারীর পছন্দ হয়নি। যেমন আগে দিনে সীমাহীন ভাবে যত খুশি ট্যুইট দেখতে পেতেন ব্যবহারকারীরা। কিন্তু এখন তাকে একটি সীমার আওতায় আনা হয়েছে। আবার আগে লগ-ইন না করেই ব্যবহারকারীরা ট্যুইট দেখতে পেতেন। কিন্তু এখন লগ-ইন না করে ট্যুইট দেখতে পারবেন না ব্যবহারকারীরা। এর জন্য লগ-ইন করা বাধ্যতামূলক করা হয়েছে। এই সবের কারণেই অনেকে এই অ্যাপ থেকে সরে আসতে চেয়েছেন। আর এই সময়ে Threads app এর আবির্ভাবে নতুন একটি বিকল্পকে বেছে নিতে পিছপা হননি ইউজাররা। এতে সমস্ত রকম সুবিধা দেওয়া হচ্ছে, যা ইউজারদের খুব পছন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এইসব দিক থেকে বিচার করলে ট্যুইটারের ভবিষ্যৎকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে Threads, এমনটা আশঙ্কা করছেন অনেকেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Threads: পথচলা শুরু জুকেরবার্গের ‘থ্রেডস’-এর! মাস্কের ট্যুইটারকে টক্কর দিতে পারবে কি?

    Threads: পথচলা শুরু জুকেরবার্গের ‘থ্রেডস’-এর! মাস্কের ট্যুইটারকে টক্কর দিতে পারবে কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ার সাম্রাজ্য যেন শুধুই জুকেরবার্গের। অন্য কাউকে এখানে রেয়াত করার প্রশ্নই নেই। এলন মাস্কের চিন্তা বাড়িয়ে জুকেরবার্গ আগেই ঘোষণা করেছিলেন, ট্যুইটারের বিকল্প ‘থ্রেডস'(Threads) আনছে মেটা। ৬ জুলাই এই মাইক্রোব্লগিং অ্যাপ চালু হল। চালু হওয়ার পরই নেটাগরিকদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। চালুর ২ ঘণ্টার মধ্যে ২০ লক্ষ ব্যবহারকারী সাইন আপ করেছেন। প্রথম চার ঘণ্টায় ৪০ লাখ মানুষ সাইন আপ করেছেন। জানা গিয়েছে, এই অ্যাপটি ভারত সহ ১০০ টিরও বেশি দেশে চালু হয়েছে ইতিমধ্যে। দীর্ঘদিন ধরে মেটা এই অ্যাপ নিয়েই কাজ করছিল। অবশেষে চালু ৬ জুলাই চালু হল ‘থ্রেড অ্যাপ’। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইস থেকেই অ্যাপটি ডাউনলোড করার সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে মেটা।

    কী বলছেন জুকেরবার্গ?

    মেটা সংস্থার মালিক জুকেরবার্গ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আসুন আমরা নতুন এই অ্যাপে লগ-ইন করি। থ্রেড অ্যাপে (Threads) স্বাগত।” জানা গিয়েছে,  ট্যুইটারের মতোই ‘থ্রেড অ্যাপে’ লাইক দেওয়া, রিপোস্ট করা, রিপ্লাই করা এবং শেয়ারের মত অপশন রয়েছে। পাশাপাশি ট্যুইটারের মতো ব্লু-টিকও রয়েছে এতে। প্রযুক্তিবিদদের মতে, এই অ্যাপ সামনে আসায় মার্ক জুকারবার্গ এবং ইলন মাস্কের মধ্যে এবার টক্কর জোরদার হবে। 

    কীভাবে অ্যাকাউন্ট খুলবেন? 

    জানা যাচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের মাধ্যমেও লগইন করতে পারেন ‘থ্রেডস’-এ (Threads)। প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোরে গিয়ে থ্রেড অ্যাপ ডাউনলোড করতে হবে ব্যবহারকারীকে। সাইন-ইন করার জন্য ইনস্টাগ্রাম থেকে নিজের প্রোফাইল শেয়ার করার অপশন দেবে মেটা। এরপর ইমপোর্ট ইয়োর প্রোফাইলে গিয়ে ক্লিক করতে হবে। পাবলিক প্রোফাইল চান নাকি প্রাইভেট প্রোফাইল তা নির্বাচন করার পর Next-এ ক্লিক করতে হবে ব্যবহারকারীকে। এরপর ইনস্টাগ্রামে ফলো করা ফলোয়ারদের একটি তালিকা দেখা যাবে। ব্যবহারকারী ফলো বোতামে ট্যাপ করতে পারেন। এই স্টেপ সম্পন্ন করার পরে অফিসিয়াল ইনস্টাগ্রাম থ্রেড অ্যাপ ব্যবহার করা যাবে। সেটআপ সম্পূর্ণ হওয়ার পরে ট্যুইটারের মতো এখানে ট্যুইট করা যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malware: নতুন ভাইরাস থেকে সাবধান! ফোনের সব তথ্য নিমেষে হ্যাক হয়ে যেতে পারে

    Malware: নতুন ভাইরাস থেকে সাবধান! ফোনের সব তথ্য নিমেষে হ্যাক হয়ে যেতে পারে

    মাধ্যম নিউজ ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন ব্যবহারকারীদের সামনে নতুন বিপদ (Malware)। সাম্প্রতিক একটি ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে, যেটি খুবই বিপজ্জনক। এই তথ্যটি পাওয়া গেছে কেন্দ্রের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-In এর তরফ থেকে। সূত্র অনুসারে, এই ম্যালওয়্যারের নাম ‘DAAM’। এটি ANDROID ব্যবহারকারীদের সমস্ত কিছু তথ্য ফোন থেকে হ্যাক করতে পারে। যেমন কল রেকর্ড, কন্ট্যাক্ট, এমনকী ক্যামেরা পর্যন্ত হ্যাক করতে সক্ষম। সব থেকে উদ্বেগজনক বিষয় হল, এই ম্যালওয়্যারটি একটি ডিভাইসে থাকা সমস্ত অ্যান্টি-ভাইরাল প্রোগ্রামকে বাইপাস করতে পারে নিজেই।

    কীভাবে ছড়িয়ে পড়ছে এই ম্যালওয়্যার (Malware)?

    CERT-In এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এটি (Malware) সাধারণত কোনও থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ছড়িয়ে পড়ছে। একটি স্মার্টফোনে যেসব সিকিউরিটির বন্দোবস্ত থাকে, সেই সমস্ত ব্যবস্থাকে নিমেষের মধ্যে বাইপাস করে অ্যাটাক করছে এটি। ফলে আপনার ডিভাইসটি নিমেষেই খুব সহজে হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে আসছে এবং আপনার সমস্ত গোপন নথি থেকে শুরু করে ব্যক্তিগত জিনিস চুরি, এমনকী ব্যাঙ্ক জালিয়াতি পর্যন্ত হচ্ছে।

    কী ক্ষমতা রয়েছে এই ম্যালওয়্যারের (Malware)?

    সাধারণত সবার ফোনে ব্যক্তিগত নথি, ব্যাঙ্ক ডিটেইলস সমস্ত কিছুই থাকে। সেগুলিকে অনায়াসে হ্যাকাররা এই ম্যালওয়্যারের (Malware) মাধ্যমে যেখানে খুশি বসে অ্যাক্সেস করতে পারে। তাছাড়াও হ্যাকাররা এর মাধ্যমে কল রেকর্ড থেকে শুরু করে আপনার ফোনে থাকা কন্ট্যাক্ট-এর হিস্ট্রির অ্যাক্সেস, আপনার যে কোনও অ্যাপ এবং ফোনের পাসওয়ার্ড পরিবর্তন, স্ক্রিনশট, ফাইল আপলোড-ডাউনলোড, এসএমএস অ্যাক্সেস এবং আপনার ফোনে থাকা দুটি ক্যামেরাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে।

    এর (Malware) থেকে বাঁচার উপায় কী?

    প্রথমত, আমাদের খেয়াল রাখতে হবে, ফোনে এসএমএস-এর মাধ্যমে আসা কোনও সন্দেহজনক লিংককে যেন কোনওভাবেই ক্লিক না করা হয়।
    সন্দেহজনক কোনও ওয়েবসাইট (Malware) ব্রাউজ না করাই ভালো। 
    ফোনের মধ্যে আসা অযাচিত এবং অজ্ঞাত ই-মেইলগুলিকে ক্লিক করা এড়িয়ে চলতে হবে।
    আপনার ব্যাঙ্ক থেকে আসা এসএমএসগুলি ভালো করে যাচাই করুন। 
    অনলাইন এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং মেসেজের মাধ্যমে কোনওরকম গোপন তথ্য শেয়ার না করাই ভালো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Tiktok: ভারতের মতোই আমেরিকাতে নিষিদ্ধ হল টিকটক, কেন জানেন?

    Tiktok: ভারতের মতোই আমেরিকাতে নিষিদ্ধ হল টিকটক, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনা অ্যাপ টিকটক (Tiktok) ভারতে নিষিদ্ধ হয়েছে বছর দুই আগেই, এবার ভারতের অবস্থান নিতে চলেছে আমেরিকা। মাত্র ৩০ দিনের মধ্যেই সেদেশের সমস্ত সরকারি ডিভাইস থেকে টিকটক সরিয়ে ফেলার নির্দেশিকা জারি করা হয়েছে। টিকটকের বিরুদ্ধে অভিযোগ এই অ্যাপস গুরুত্বপূর্ণ তথ্য পাচার করে। ইতিমধ্যে একাধিক দেশ টিকটক নিষিদ্ধ করেছে। সোমবারেই নতুন করে এই চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কানাডা সরকার।

    এবিষয়ে কী বললেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

    বুধবার সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের স্পষ্ট বলেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় বিপদ হয়ে দাঁড়িয়েছে টিকটক (Tiktok)। তিনি আরও বলেন, “আমরা আগেও বলেছি যে টিকটক নিয়ে উদ্বেগের বেশকিছু কারণ রয়েছে। যেভাবে চিন মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে তা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে খুবই বিপজ্জনক। তাই এই বিষয়ে পদক্ষেপ করতে আমরা (বাইডেন প্রশাসন) কংগ্রেসকে অনুরোধ জানিয়েছি।”

    টিকটকের (Tiktok) বিরুদ্ধে অভিযোগ অনেক দেশের

    ভারত-সহ একাধিক দেশের অভিযোগ রয়েছে, টিকটক (Tiktok) অ্যাপের মাধ্যমে ইউজারদের সমস্ত তথ্য পাচার করছে চিন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে চিনা টেক সংস্থাটি। জানা গেছে, ২০২০ সালেও মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক (Tiktok) নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিল চিনা সংস্থাটি। পরে আদালতের সিদ্ধান্তে সেই দেশে নিষিদ্ধ করা সম্ভব হয়নি টিকটক। এবার আইন করে টিকটক বন্ধের পথে হাঁটছে আমেরিকা। সোমবার একটি নির্দেশিকা জারি করেছেন আমেরিকার ম্যানেজমেন্ট ও বাজেট ডিরেক্টর শ্যালান্ডা ইয়ং। সেখানে বলা হয়েছে, সমস্ত সরকারি ডিভাইস থেকে সরিয়ে ফেলতে হবে চিনা অ্যাপ। কোনওভাবে যেন এই অ্যাপ ইনস্টল না করা যায়, তার ব্যবস্থাও করতে হবে। ডিভাইসে থাকা যাবতীয় তথ্য যেন কোনওভাবেই এই অ্যাপের নাগালে যেতে না পারে।

    চিনের তীব্র বিরোধিতা

    ওয়াশিংটনের এই সিদ্ধান্তের পর চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন যে বিদেশি প্রতিষ্ঠানকে দমন করার জন্য তারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করছে। “আমরা এই ভুল সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করি,” মঙ্গলবার সাংবাদিকদের একথা বলেন চিনা মুখপাত্র মাও নিং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     
     

     

  • Twitter Layoffs: ফের ট্যুইটারে কর্মী ছাঁটাই! এই নিয়ে ৮ বার! মোট কত জন ছাঁটাই হল এবার?

    Twitter Layoffs: ফের ট্যুইটারে কর্মী ছাঁটাই! এই নিয়ে ৮ বার! মোট কত জন ছাঁটাই হল এবার?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্য়ুইটারে চলছে একের পর এক ছাঁটাই পর্ব। ফের একবার কর্মী ছাঁটাই হতে চলেছে মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে (Twitter)। গত বছরের অক্টোবর মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে এই নিয়ে মোট আটবার কর্মী ছাঁটাই হচ্ছে ট্যুইটারে। 

    ৫০ জন কর্মীকে ছাঁটাই করা হল এদিন

    ট্যুইটার জানিয়েছে, তাদের প্রযুক্তি বিভাগ থেকে ৫০ জন কর্মী ছাঁটাই করা হয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে ট্যুইটার অ্যাপ, অ্যাড সাপোর্টিং টেকনোলজি ছাড়াও প্রযুক্তি পরিকাঠামোর দল থেকে কর্মীদের ছাঁটাই করা হয়েছে। গত সপ্তাহে একই সময়ে, ট্যুইটার বিজ্ঞাপন সেলস টিম থেকেও কর্মীদের ছাঁটাই করেছে। 

    ছাঁটাই পর্ব চলছেই
     

    অক্টোবর মাসে ট্যুইটার কেনার পর খরচ কমানোর কারণ দেখিয়ে ইলন মাস্ক কোম্পানি থেকে ৩,৭০০ কর্মচারীকে বরখাস্ত করেছিলেন। ৪৪ বিলিয়ন ডলারে ট্যুইটার কেনার পর এটিই ছিল প্রথম ছাঁটাই। পরর্তীকালে ধাপে ধাপে আরও অনেককে ট্যুইটার থেকে বাদ দেওয়া হয়। এখনও পর্যন্ত ৫০ শতাংশের বেশি কর্মীকে ছাঁটাই করেছেন ইলন মাস্ক। তবে তাতেও যেন তাঁর মন ভরছেনা।  ইলন মাস্ক আগেই ভারতে ট্যুইটারের দুটি অফিসই বন্ধ করে দিয়েছেন। কর্মীরা ওয়ার্ক ফ্রম হোম করছে। মুম্বই ও দিল্লি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে আগেই। শুধুমাত্র ব্যাঙ্গালোর অফিসটিই খোলা রেখেছে ট্যুইটার। পরিসংখ্যান বলছে, মুম্বই ও দিল্লিতে ২০০ জন কর্মচারীর মধ্যে ৯০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ট্যুইটারে সিইও রয়েছেন নিজের মেজাজেই। সম্প্রতি নিজেই ট্যুইট করে জানিয়েছেন যে ট্যুইটারে তিনি যাঁদের ব্লক করেছিলেন তাঁদের আনব্লক করেছেন। কারণ তাঁর কাছে নেতিবাচক প্রতিক্রিয়াও ভাল বিষয়। তাই যত ইউজারের অ্যাকাউন্ট তিনি ট্যুইটারে ব্লক করেছিলেন সকলকেই আনব্লক করেছেন এলন মাস্ক। তবে এই তালিকা থেকে বাদ দিয়েছেন স্ক্যামারদের। অন্যদিকে ট্যুইটারের অন্যান্য ইউজারদেরও এভাবে আনব্লকের পরামর্শ দিয়েছেন ইলন মাস্ক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • ChatGPT: চ্যাটজিপিটি ও হোয়াটসঅ্যাপের যুগলবন্দি! আপনার পরিবর্তে রিপ্লাই দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

    ChatGPT: চ্যাটজিপিটি ও হোয়াটসঅ্যাপের যুগলবন্দি! আপনার পরিবর্তে রিপ্লাই দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরের নভেম্বর মাসে চ্যাটজিপিটি (ChatGPT) লঞ্চ হওয়ার পর থেকেই সারা বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে। আবার অন্যদিকে হোয়াটসঅ্যাপও একটি জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম। বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপে আমরা ব্যাপকভাবে চ্যাটবটের ব্যবহার দেখতে পাই। বিভিন্ন কোম্পানি এখন ইউজারের রেজিস্টার্ড নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে তাতে চ্যাটবটের মাধ্যমে বিভিন্ন আপডেট বা নোটিফিকেশন পাঠায়।

    সেক্ষেত্রে কোনও ব্যক্তি বা সংস্থা যদি ব্যবসা বা অন্য কোনও কাজের জন্য হোয়াটসঅ্যাপে নিজস্ব চ্যাটবট চালু করতে চান, তাহলে পাওয়া যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে চ্যাটজিপিটির (ChatGPT)  সুবিধা। তবে হোয়াটসঅ্যাপের অন্যতম ফিচার হিসেবে চ্যাটজিপিটির সুবিধা পাওয়া যাবেনা। তৃতীয় পক্ষের সাহায্য নিয়ে হোয়াটসঅ্যাপের সঙ্গে চ্যাটজিপিটিকে জুড়তে পারেন। হোয়াটসঅ্যাপের পরিষেবা এতে আরও উন্নত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

    কীভাবে কাজ করবে হোয়াটসঅ্যাপ-চ্যাটজিপিটির (ChatGPT)  যুগলবন্দি

    যেমন ধরুন হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসেছে, এদিকে আপনি সেই সময় ব্যস্ত রয়েছেন – সেক্ষেত্রে চ্যাটজিপিটি (ChatGPT)  আপনার হয়ে উত্তর দেবে। এছাড়াও আপনি যদি হোয়াটসঅ্যাপে একটি নোট লিখতে চান, তাহলে সেই কাজও করে দেবে এআই টুলটি। আসুন এখন জেনে নিই, কীভাবে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ইন্টিগ্রেট করে ব্যবহার করা যাবে।

    এরজন্য আপনাকে যা যা করতে হবে

    ১. হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি (ChatGPT)  ইন্টিগ্রেট করতে হবে তারজন্য প্রথমে https://github.com/danielgross/whatsapp-gpt ভিজিট করুন।

    ২. এরপর, আপনাকে ডান কোণায় থাকা ‘কোড’ (Code)-এ ক্লিক করতে হবে এবং ‘ডাউনলোড জিপ’ (Download Zip) অপশন বেছে নিতে হবে।

    ৩. আগের অপশনটি ওপেন করলে আপনি Server.py অপশন দেখতে পাবেন, এটিতে ক্লিক করতে হবে।

    ৪. পরবর্তী ধাপে এই ফাইল ইনস্টল করে, আপনি হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন।

    ৫. মনে রাখবেন এই সুবিধা পেতে আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই (API) রেজিস্টার্ড করতে হবে। তবেই চ্যাটের জন্য ফ্লো তৈরি হবে।

    ৬. এক্ষেত্রে চ্যাট ডেভেলপার/চ্যাট বিল্ডার ব্যবহার করুন এবং আপনার চ্যাটবট পরীক্ষা করুন।

    ৭. তারপরে আপনার ফোনে এপিআই চ্যাটবট রাখুন
    এবং ওপেনএআই (openAI) মানে চ্যাটজিপিটির মূল উৎসে অ্যাকাউন্ট তৈরি করুন।

    ৮. প্রোগ্রাম ইন্টারফানের পেজ রিডাইরেক্ট করুন।

    ৯. এবারে একটি নতুন সিক্রেট বা গোপন কী (key) তৈরি করুন।

    ১০. ফাইনাল ইন্টিগ্রেশনের কাজ সেরে নিন এবং তৈরি করুন হোয়াটসঅ্যাপ বট। এই কাজের সময় কিন্তু সতর্ক থাকবেন, বিশেষজ্ঞরা বলছেন হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশনের সময় সন্দেহজনক কিছু খুঁজে পেলে আপনার অ্যাকাউন্ট ব্লক করতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

LinkedIn
Share