Category: গ্যাজেট

Get updated Gadget related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Facebook: এবার ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করার জন্য লাগবে টাকা! জানুন বিস্তারিত 

    Facebook: এবার ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করার জন্য লাগবে টাকা! জানুন বিস্তারিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারের পর ফেসবুক (Facebook)-ইন্সটা ব্যবহার করতেও এবার দিতে হবে পয়সা। ট্যুইটারের ব্লু ভেরিফিকেশন নিয়ে জোর চর্চা চলছে হয়েছে সর্বত্রই। এবার সেই পথেই হাঁটতে চলেছে মেটাও। মেটা, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল সংস্থা, ব্যবহারকারীদের জন্য ‘ব্লু টিক’ যাচাইকরণ সিস্টেম চালু করেছে। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘মেটা ভেরিফিকেশন’। চলতি সপ্তাহে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই পরিষেবা চালু করা হবে। 

    কেন এই পরিষেবা

    মেটার তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের এই পরিষেবা ভুয়া অ্যাকাউন্ট থেকে ইউজারদের রক্ষা করবে। এখন যেহেতু টুইটারও এই পরিষেবা চালু করেছে, তাই ট্যুইটারের সঙ্গে প্রতিযোগিতার আসরে নেমে নয়া এই পরিষেবা নিয়ে আসতে চলেছে মেটা।

    মেটার ব্লু টিক পরিষেবার সুবিধা

    মার্ক জুকেরবার্গ নিজেই ফেসবুকে (Facebook) পোস্ট করে এই পরিষেবার কথা জানিয়েছেন। তিনি পোস্টে লিখেছেন ‘মেটা ভেরিফিকেশন’-এর সুবিধা নেওয়া ব্যবহারকারীরা বাড়তি সুরক্ষা পাবেন। জাল অ্যাকাউন্ট থেকেও মিলবে অতিরিক্ত সুরক্ষা। এছাড়াও এই পরিষেবা নিলে ব্যবহারকারীরা পাবেন সরাসরি ‘কাস্টমার কেয়ার’ থেকে সহায়তা। মার্ক জুকেরবার্গ আরও বলেছেন যে এই নতুন পরিষেবাটি প্ল্যাটফর্মের ‘সত্যতা এবং সুরক্ষা’ বাড়াতে বিশেষ কাজে আসবে।

    ভারতে কবে চালু হবে এই পরিষেবা

    জানা গেছে, মেটা ভেরিফাইড ব্লু টিক ওয়েবে প্রতি মাসে ১১.৯৯ ডলার থেকে শুরু হবে এবং Apple-এর iOS সিস্টেমের ইউজারদের জন্য প্রতি মাসে দিতে হবে ১৪.৯৯ ডলার। মেটার প্যাড পরিষেবার খরচ টুইটারের প্যাড পরিষেবার চেয়ে বেশি। ভারতে, Twitter ব্লু-এর মূল্য ওয়েবের জন্য এখন ব্যবহারকারীদের দিতে হয় ৬৫০ টাকা এবং মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রতি মাসে দিতে হয় ৯০০ টাকা। তবে, মেটা এখনও ভারতে তার এই পরিষেবার মূল্য প্রকাশ করেনি। উপরে উল্লিখিত মূল্য অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জন্যই প্রযোজ্য। তবে ভারতে কবে এই পরিষেবা চালু হবে তা এখনও ঘোষণা করেনি মেটা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার, একসঙ্গে পাঠানো যাবে ১০০টি ছবি এবং ভিডিও

    WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার, একসঙ্গে পাঠানো যাবে ১০০টি ছবি এবং ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীরা এক নাগাড়ে ৩০টির বেশি ছবি বা ভিডিয়ো পাঠাতে পারতেন না। সেই সংখ্যাটাই এবার বাড়িয়ে ১০০ করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গেছে, আপডেটটি Android এবং iOS দুই প্ল্যাটফর্মের জন্যই উপলব্ধ। 

    মার্ক জুকেরবার্কের মেটা অধিগৃহীত হোয়াটসঅ্যাপ (WhatsApp) তার গ্রাহকদের জন্য বিভিন্ন সময়ে হরেক রকমের ফিচার নিয়ে হাজির হয়। তবে ইদানিং ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি তার গ্রাহকদের ছবি ও ভিডিয়ো প্রেরণের ক্ষেত্রে নতুন ফিচার নিয়ে এল। সম্প্রতি, হোয়াটসঅ্যাপ (WhatsApp) ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য অরিজিনাল কোয়ালিটির ছবি পাঠানোর ফিচার যোগ করা হয়েছে। আর এখন এসে গেল আরও একটা নতুন বৈশিষ্ট্য।

    আরও পড়ুন: উন্নতমানের ছবি পাঠানো যাবে ওয়েব ভার্সানে, নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ 

    জানা গেছে, এক ক্লিকে হোয়াটসঅ্যাপে (WhatsApp)  ১০০টা ছবি বা ভিডিয়ো পাঠাতে আপনাকে অ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করতে হবে। তারপর ৩০টির বেশি ফাইল (ছবি বা ভিডিয়ো) সিলেক্ট করে আপনাকে চেক করতে হবে, ফিচারটি আদৌ আপনার জন্য এসেছে কি না। এখন যদি দেখা যায় আপনি ৩০-এর বেশিই ছবি পাঠাতে পারছেন একবারে, তাহলে বুঝতে হবে ১০০টা ছবিও পাঠাতে পারবেন। অর্থাৎ, ফিচারটি আপনার জন্য চালু করা হয়েছে।

    আরও পড়ুন: স্ক্রিনশট ব্লক থেকে গ্রুপের সদস্য সংখ্যা বাড়ানো, হোয়াটসঅ্যাপের পাঁচটি নয়া ফিচার সম্পর্কে জানুন…

    কীভাবে ব্যবহার করবেন ফিচারটি

    ১. প্রথমে হোয়াটসঅ্যাপটি (WhatsApp) খুলুন আপনার মোবাইলে, এরপর গ্রুপ চ্যাট বা ব্যক্তিগত চ্যাটের অপশনে যান। যেখানে আপনি ছবি পাঠাতে চান।

    ২. পেপার ক্লিপের মতো দেখতে অ্যাটাচ আইকনে ক্লিক করুন, হোয়াটসঅ্যাপ স্ক্রিনের নীচের দিকে পাবেন এই অপশনটি। আপনার ফোনে থাকা ভিডিও এবং ছবি দেখা যাবে।

    ৩. এবার ছবি এবং ভিডিওগুলি সিলেক্ট করুন। যেগুলি আপনি পাঠাতে চান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • ChatGPT: চ্যাটজিপিটির জনপ্রিয়তা দেখে বিশেষজ্ঞদের মত, মানব সভ্যতাকে নতুন দিশা দেখাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

    ChatGPT: চ্যাটজিপিটির জনপ্রিয়তা দেখে বিশেষজ্ঞদের মত, মানব সভ্যতাকে নতুন দিশা দেখাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: ChatGPT-এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। এমনিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা বেশ পুরনো, তবে গত বছরের নভেম্বর মাসে ChatGPT আনুষ্ঠানিকভাবে লঞ্চ করার পর থেকে এনিয়ে জোর চর্চা চলছে বিশ্বজুড়ে।

    কী বলছেন বিশেষজ্ঞরা

    বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল এবং ইন্টারনেটের ব্যবহার যেমন আধুনিক মানব সভ্যতাকে বেশকয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে, এবার আগামী দিনগুলিতে ওই ভূমিকা নিতে চলেছে ChatGPT. বড় বড় বিনিয়োগকারীদের নজর এখন ChatGPT এর দিকে। জানা গেছে, ফেসবুক লঞ্চ করার পর যেভাবে দ্রুত জনপ্রিয় হয়েছিল ChatGPT তার থেকে ৬০ গুণ বেশি হারে ছড়িয়ে পড়ছে। স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞরা বলছেন এই দশক থেকেই শুরু হচ্ছে ChatGPT এর সাম্রাজ্য। বিশেষজ্ঞরা আরও বলছেন, শিল্পবিপ্লব বা ইন্টারনেট বিপ্লবের মতোই এবার কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব শুরু হতে চলেছে ChatGPT  এর সৌজন্যে।

    আরও পড়ুন: এবার থেকে আপনার যেকোনও প্রশ্নের উত্তর দেবে চ্যাট জিপিটি, জানুন বিস্তারিত 

    কবে থেকে শুরু হয়েছিল ChatGPT এর যাত্রা 

    ChatGPT  ২০১৫ সালে প্রথম শুরু হয়। স্যাম অল্টম্যান নামে এক ব্যক্তি, বর্তমানে ট্যুইটারের মালিক ইলন মাস্কের সঙ্গে এটি শুরু করেছিলেন বলে জানা যায়। পরর্তীকালে ইলন মাস্ক এটি ছেড়ে দেন। এরপর বিল গেটসের মাইক্রোসফ্ট কোম্পানি এটিতে ব্যাপক বিনিয়োগ করতে শুরু করে। গত বছরের ৩০ নভেম্বর একটি প্রোটোটাইপ হিসাবে চালু হয় চ্যাটজিপিটি। ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রধান কর্মকর্তা অল্টম্যানের জানিয়েছেন, এটি এখনও পর্যন্ত ২ কোটি বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছেছে ক্রমাগত বাড়ছে এই সংখ্যা।

    ChatGPT এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল chat.openai.com। মাত্র কয়েকমাসেই ChatGPT এর ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ছুঁয়েছে। উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে কোনও প্রশ্ন সার্চ করা মাত্রই ChatGPT আপনাকে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেখাবে। ChatGPT-এর মাধ্যমে প্রবন্ধ, গল্প, নাটকের স্ক্রিপ্ট, কারও জীবনী ইত্যাদি খুব সহজেই লেখা যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Yahoo Layoffs: এবার ২০ শতাংশ কর্মী ছাঁটাই এর পথে ইয়াহু

    Yahoo Layoffs: এবার ২০ শতাংশ কর্মী ছাঁটাই এর পথে ইয়াহু

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থায় কর্মী ছাঁটাই শুরু হয়েছে। ইলন মাস্কের ট্যুইটার হোক বা গুগলের মাদার সংস্থা অ্যালফাবেট, প্রতিটি সংস্থাই কর্মী ছাঁটাই-এর পথে হেঁটেছে। এবার ওই তালিকায় নতুন সংযোজন হল ইয়াহু (Yahoo Layoffs)। জানা গিয়েছে, ২০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাই-এর (Yahoo Layoffs) সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। কোম্পানির অধিকর্তারা অবশ্য বলছেন, তাদের ‘অ্যাড টেক ইউনিট’কে ঢেলে সাজাতেই নাকি এই সিদ্ধান্ত। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, এর ফলে ১৬০০-রও বেশি সংখ্যক কর্মী কাজ হারাবেন।

     গণছাঁটাই (Yahoo Layoffs) এর কারণ হিসেবে আর্থিক মন্দার তত্ত্বকেই তুলে ধরছে বিভিন্ন সংস্থাগুলি, ইয়াহু-ও একই যুক্তি সাজাচ্ছে

    তথ্য প্রযুক্তি সংস্থাগুলির কর্মীরা গণ ছাঁটাই (Yahoo Layoffs)-এর এই আবহে ব্যাপক উদ্বিগ্ন হয়ে রয়েছেন। পরিসংখ্যান বলছে, এই ক্ষেত্রে গত বছর ৯৭ হাজার ১৭১ জন ছাঁটাই হয়েছেন। এ বছর সেই সংখ্যা আরও বাড়তে পারে, বলেই মত রয়েছে বিভিন্ন মহলের। বিশ্বের তাবড় অর্থনীতিকরা মনে করছেন, আজ বহুজাতিক প্রযুক্তি সংস্থা থেকে চাকরি হারাচ্ছেন কর্মীরা, পরবর্তীতে এর প্রভাব পড়বে ঘরোয়া প্রযুক্তি সংস্থাগুলোতেও। অর্থনীতিবিদরা বলছেন, এর একটা কারণ করোনাও বটে। পড়াশুনা, কেনাকাটা, পরিষেবার ফি জমা দেওয়া, ব্যাঙ্কিং ইত্যাদি সবই প্রায় অনলাইনে শুরু হয়ে যায়, এখনও তাই চলছে। চাকরিজীবিদের জন্য ওয়ার্ক ফ্রম হোম শুরু হয় তখন থেকেই। অফিসে যাওয়ার অভ্যাস বন্ধ হয়ে যায়। ছাত্র ছাত্রীরা ক্লাস করত অনলাইনে, এমনকি পরীক্ষাও দিত বাড়িতে বসেই। এতে অনেক সংস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।

    আরও  বেশকিছু তথ্য প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাই-এর (Yahoo Layoffs) কথা ঘোষণা করেছে

     তথ্যপ্রযুক্তি সংস্থা ডেল ইতিমধ্যে ঘোষণা করেছে কর্মী ছাঁটাই-এর কথা। বিশ্ব জুড়ে প্রায় ৬ হাজার ৬৫০ জন কর্মী ছাঁটাই করতে চলেছে তারা, এমনটাই জানা গেছে। শুধু ডেল নয়,  অন্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিও কর্মী ছাঁটাই-এর (Yahoo Layoffs)। গত বছরের নভেম্বরে ৬ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে এইচপি ইনকর্পোরেশন। অন্যদিকে জানা যাচ্ছে সিসকো সিস্টেমস ইনকর্পোরেশন এবং ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশনও প্রায় ৪ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে। কয়েকদিন আগেই বিশ্ব জুড়ে ১৮ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Bard: চ্যাটজিপিটি-কে টেক্কা দিতে গুগল আনছে ‘বার্ড’

    Bard: চ্যাটজিপিটি-কে টেক্কা দিতে গুগল আনছে ‘বার্ড’

    মাধ্যম নিউজ ডেস্ক: ChatGPT-এর জনপ্রিয়তায় কী গুগল ধরাশায়ী? বেশ কয়েকদিন ধরে নেট পাড়ায় এই প্রশ্ন ঘুরছে । 

    কী বললেন গুগলের সিইও সুন্দর পিচাই

    এমন অবস্থায় গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই  কয়েকদিন আগেই বলেন, নতুন ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ শুরু করেছি আমরা। খুব তাড়াতাড়ি পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যাবে। জানা গিয়েছে গুগলের এই নতুন ফিচারের নাম হতে চলেছে ‘বার্ড’ (Bard)। তিনি আরও বলেন, যেকোনও প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে গুগলের এই নতুন ফিচারের। জটিল থেকে সহজ– সব প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে।

    >

    ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে সকলকে টেক্কা দিয়েছে চ্যাটজিপিটি

    ChatGPT-এর পুরোনাম হল Chat Generative Pretrend Transformer। এটি ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে তৈরি করা হয়েছে যা এক ধরনের চ্যাট বট। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই কাজ করবে। জানা গিয়েছে, আপনি সহজেই শব্দের বিন্যাসে এটির মাধ্যমে কথা বলতে পারেন এবং আপনার যে কোনও ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে চ্যাট জিপিটি (ChatGPT)। গুগলের প্রতিযোগী সার্চ ইঞ্জিন বললেও ভুল হবেনা। সম্প্রতি শুরু হয়েছে চ্যাট জিপিটি (ChatGPT), আপাতত শুধুমাত্র ইংরেজি ভাষাতেই কাজ করছে এটি। জানা গেছে, পরবর্তীকালে অন্যান্য ভাষাও উপলব্ধ হবে এখানে। এটি ২০২২ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয়েছে এবং এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল chat.openai.com। মাত্র কয়েকমাসেই চ্যাট জিপিটির (ChatGPT) ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ছুঁয়েছে। উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে কোনও প্রশ্ন সার্চ করা মাত্রই চ্যাট জিপিটি আপনাকে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেখাবে। চ্যাট জিপিটি-এর মাধ্যমে প্রবন্ধ, গল্প, নাটকের স্ক্রিপ্ট, কারও জীবনী ইত্যাদি খুব সহজেই লেখা যাবে।

     

    অন্যদিকে গুগলের মাদার সংস্থা অ্যালফাবেট বুধবার তাদের নতুন চ্যাটবট ‘বার্ড’ এর একটি প্রোমোশনাল ভিডিও প্রকাশ্যে আনে। জানা গিয়েছে এই ভিডিওতে  ভুল তথ্য শেয়ার করা হয় যে কারনে গুগলের লোকসান হয়েছে প্রায় ১০,০০০কোটি টাকা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • ChatGPT: এবার থেকে আপনার যেকোনও প্রশ্নের উত্তর দেবে চ্যাট জিপিটি, জানুন বিস্তারিত

    ChatGPT: এবার থেকে আপনার যেকোনও প্রশ্নের উত্তর দেবে চ্যাট জিপিটি, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: চ্যাট জিপিটি (ChatGPT) নিয়ে বর্তমানে নেটপাড়ায় আগ্রহ তুঙ্গে। প্রতিটি ক্ষেত্রের মানুষই এটা নিয়ে আলোচনা করছে।  চ্যাট জিপিটি হল ঠিক রজনীকান্ত অভিনীত রোবট ছবির চিট্টি। চ্যাট জিপিটি (ChatGPT) কে আপনি যে প্রশ্নই করুন না কেন আপনাকে তৎক্ষণাৎ উত্তর লিখে দেবে। জানা গিয়েছে, বর্তমানে এই বিষয়ে কাজ চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি বিশ্বের সব অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। 

    চ্যাট জিপিটির (ChatGPT) বিষয়ে খুঁটিনাটি তথ্য

    ChatGPT-এর পুরোনাম হল Chat Generative Pretrend Transformer। এটি ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে তৈরি করা হয়েছে যা এক ধরনের চ্যাট বট। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই কাজ করবে। জানা গিয়েছে, আপনি সহজেই শব্দের বিন্যাসে এটির মাধ্যমে কথা বলতে পারেন এবং আপনার যে কোনও ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে চ্যাট জিপিটি (ChatGPT)। গুগলের প্রতিযোগী সার্চ ইঞ্জিন বললেও ভুল হবেনা। সম্প্রতি শুরু হয়েছে চ্যাট জিপিটি (ChatGPT), আপাতত শুধুমাত্র ইংরেজি ভাষাতেই কাজ করছে এটি। জানা গেছে, পরবর্তীকালে অন্যান্য ভাষাও উপলব্ধ হবে এখানে। এটি ২০২২ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয়েছে এবং এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল chat.openai.com। মাত্র কয়েকমাসেই চ্যাট জিপিটির (ChatGPT) ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ছুঁয়েছে। উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে কোনও প্রশ্ন সার্চ করা মাত্রই চ্যাট জিপিটি আপনাকে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেখাবে। চ্যাট জিপিটি-এর মাধ্যমে প্রবন্ধ, গল্প, নাটকের স্ক্রিপ্ট, কারও জীবনী ইত্যাদি খুব সহজেই লেখা যাবে।

    চ্যাট জিপিটির (ChatGPT) ইতিহাস জানুন

    চ্যাট জিপিটি (ChatGPT) ২০১৫ সালে প্রথম শুরু হয়। স্যাম অল্টম্যান নামে এক ব্যক্তি, বর্তমানে ট্যুইটারের মালিক ইলন মাস্কের সঙ্গে এটি শুরু করেছিলেন বলে জানা যায়। পরর্তীকালে ইলন মাস্ক এটি ছেড়ে দেন। এরপর বিল গেটসের মাইক্রোসফ্ট কোম্পানি এটিতে ব্যাপক বিনিয়োগ করতে শুরু করে। গত বছরের ৩০ নভেম্বর একটি প্রোটোটাইপ হিসাবে চালু হয় চ্যাট জিপিটি। ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রধান কর্মকর্তা অল্টম্যানের জানিয়েছেন, এটি এখনও পর্যন্ত ২ কোটি বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছেছে ক্রমাগত বাড়ছে এই সংখ্যা।

    চ্যাট জিপিটি (ChatGPT) ব্যবহার করবেন কীভাবে

    এর ব্যবহার খুবই সহজ। প্রথমে আপনাকে মোবাইল অথবা কম্পিউটারের ইন্টারনেট চালু করতে হবে এবং তারপর যেকোনও ব্রাউজার খুলতে হবে। ব্রাউজার খোলার পরে Chat.openai.com ওয়েবসাইটে যেতে হবে। প্রথমবার ঢুকে সাইন আপ করে নিজের অ্যাকাউন্ট বানাতে হবে। পরবর্তী ক্ষেত্রে শুধু লগ ইন করতে হবে। এর ব্যবহার সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

        

  • WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার, পিন-মেসেজ 

    WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার, পিন-মেসেজ 

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরে রোজই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ (WhatsApp) । সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি নতুন ফিচার।

    মার্ক জুকেরবার্গের সংস্থা মেটার আওতায় হোয়াটসঅ্যাপ (WhatsApp) এসেছে ২০১৪ সালেই। প্রায় প্রতিদিনই নতুন নতুন আপডেট এসেই চলেছে অ্যাপটিতে। যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। 

    ইউজারদের প্রয়োজন এবং সুবিধার কথা মাথায় রেখেই এগোচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। আর ঠিক এই কারণেই জনপ্রিয়তা বাড়ছে এই মেসেজিং অ্যাপের। ফেসবুকের বহু ফিচারই এখন অন্তর্ভুক্ত হয়ে পড়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে।

    নতুন ফিচার কী এল

    এবার ইউজারদের জন্য আরও একটি নতুন ফিচার নিয়ে হাজির হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এতদিন অবধি নির্দিষ্ট কোনও একটি, দুটি বা সর্বোচ্চ তিনটি চ্যাটকে পিন করার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। তবে গ্রুপ বা চ্যাটের ভিতরে কোনও একটি নির্দিষ্ট মেসেজকে আলাদা করে পিন করে রাখার কোন উপায় ছিলনা। গ্রুপের অসংখ্য মেসেজের মধ্যে খুঁজে পাওয়া যেতনা গুরুত্বপূর্ণ মেসেজটি।

    তবে এবার সেই সমস্যা থেকেই মুক্তির উপায় খুঁজে এনেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ (WhatsApp)  টিমের একটি রিপোর্ট অনুযায়ী, পরবর্তী আপডেটে এমনই একটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। চ্যাটের ভিতরে এবার থেকে গুরুত্বপূর্ণ মেসেজটি আলাদা করে পিন করে রাখার সুবিধা পাবেন ইউজাররা। শত শত মেসেজের মধ্যে দরকারি মেসেজ হারাবেনা আর। 

    নতুন কল ফিচারও আসতে চলেছে

    জানা গিয়েছে এখনও ডেভলপমেন্ট স্তরে রয়েছে ওই ফিচারটি। পরবর্তী কোনও আপডেটে পাওয়া যাবে নতুন এই ফিচার। এর পাশাপাশি কল করার পদ্ধতিও সহজ হবে বলে জানিয়েছে টিম হোয়াটসঅ্যাপ (WhatsApp)। যেখানে অ্যাপ্লিকেশন না খুলেও কল করা যাবে এবার থেকে। সহজেই পাওয়া যাবে কনট্যাক্ট লিস্ট। আর তার জন্য একটি কাস্টম শর্টকাট আনতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। যার ফলে মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে ফোন কল করাও অনেক সহজ হবে এই অ্যাপের মাধ্যমে।

    তবে কবে নাগাদ ফিচারটি আসবে, তা অবশ্য এখনও ঠিক করে জানা যায়নি। তবে জানা গিয়েছে, ফিচারটি খুবই সরল হবে। আপডেটটি ইনস্টল হওয়ার পরে নিজে থেকেই মোবাইলের হোমস্ক্রিনে দেখাবে কলিংয়ের শর্টকাটটি। কবে আসবে নতুন এই ফিচার, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন ইউজাররা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • WhatsApp New Feauters: চলতি বছরে কী কী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ?

    WhatsApp New Feauters: চলতি বছরে কী কী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ?

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে নিত্যনতুন ফিচার (WhatsApp New Feauters) এসেই চলেছে। চলতি বছরেও বেশ কিছু নতুন ফিচার যোগ করার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ টিম। পরীক্ষামূলকভাবে কিছু ফিচারের(WhatsApp New Feauters)  কাজও চলছে। হোয়াটসঅ্যাপকে আরও উন্নত করতে এবং এর ব্যবহারকারীদের কাছে এটিকে আরও বেশি উপযোগী করে তুলতেই নতুন নতুন ফিচার আসছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের নতুন কিছু ফিচার কয়েকদিনের মধ্যেই উপলব্ধ হবে বলে জানিয়েছে হোয়াটস্যাপ কতৃপক্ষ। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সন, ওয়েবের জন্য বিভিন্ন ফিচার আসছে এবং কিছুর পরীক্ষামূলকভাবে কাজ চলছে যেগুলি আগামী দিনে ব্যবহারকারীরা পাবেন বলে হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়েছে।

    কিছু নতুন ফিচার (WhatsApp New Feauters) , যেগুলি আসতে চলেছে

    অন্য ব্যবহারকারীকে ছবি পাঠালে কোয়ালিটি কমবে না

    হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে সাধারণভাবে দেখা যায় ছবি বা ভিডিও এর কোয়ালিটি কমে গেছে। এবার হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার (WhatsApp New Feauters)  নিয়ে আসছে যার ফলে ব্যবহারকারীরা ছবি পাঠালে সেটির কোয়ালিটি কোন ভাবেই খারাপ হবে না বলে জানা যাচ্ছে। আবার ছবির কোয়ালিটি কম করেও ব্যবহারকারীরা পাঠাতে পারবেন। সেই অপশন থাকবে। 

    গ্রুপ সাবজেক্টের শব্দ সংখ্যা বাড়ানো হচ্ছে

    এতদিন অবধি হোয়াটসঅ্যাপে যেকোনও গ্রুপ সাবজেক্ট লেখা যেত মাত্র ২৫টি অক্ষরে এবার সেটি নূন্যতম ৫১২ থেকে সর্বোচ্চ ২০৪৮ করা হবে বলে মনে হচ্ছে।

    টেক্সট এডিটর

    টেক্সট এডিটর এর মাধ্যমে কাউকে টেক্সট করা আরও সহজ হয়ে যাবে এবং এখানে নতুন নতুন বেশ কতগুলি ফিচার যোগ করা হবে।

    নিউ ফন্টস

    এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো লেখাকে সাজাতে পারবেন বিভিন্ন ফন্ট দিয়ে ছবি ভিডিও ইত্যাদি যোগ করা যাবে। জানা যাচ্ছে Calistoga, courier prime ইত্যাদি যোগ করা হবে এই ফিচারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • IndOS: অ্যান্ড্রয়েড কে এবার টক্কর দেবে ভারতের ইন্দোস, উদ্যোগ নিচ্ছে কেন্দ্র

    IndOS: অ্যান্ড্রয়েড কে এবার টক্কর দেবে ভারতের ইন্দোস, উদ্যোগ নিচ্ছে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: বিগত কয়েক বছরে ভারতে ব্যাপক বেড়েছে স্মার্টফোনের ব্যবহার। ১৩০ কোটির এই দেশে স্মার্টফোনের বাজারের প্রায় সমস্ত অংশ দখল করে রয়েছে Android ও iOS এই দুই বিদেশী সংস্থা।  Android কিনলে কিছু অ্যাপ আমাদের ইনস্টল করতে হয়। কিন্তু ফোন কেনা মাত্রই লক্ষ্য করা যায় যে ফোনেই ইনস্টল রয়েছে Google Chrome, YouTube, Gmail – এর মতো অ্যাপগুলি। অন্য অ্যাপ আপনি আন-ইনস্টল করতে পারবেন সহজেই কিন্তু  এই সব অ্যাপ Android ফোন থেকে আন-ইনস্টল করা যায় না।  Android ও Google- এর এই একাধিপত্য বন্ধ করতে এবার উদ্যোগী মোদি সরকার।

    কী পরিকল্পনা রয়েছে কেন্দ্রের

    শোনা যাচ্ছে Android ও iOS-কে জোর টক্কর দিতে দেশে আসছে IndOS নামের একটি নতুন মোবাইল অপারেটিং সিস্টেম। এমনই পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। এবিষয়ে কেন্দ্র সরকারের এক শীর্ষ আধিকারিক বলেন, বিশ্বের অন্যতম বড় স্মার্টফোন বাজার হল আমাদের দেশ। কেন্দ্র সরকারের পরিকল্পনা রয়েছে  সম্পূর্ণ নিরাপদ দেশীয় প্রযুক্তির ভারতীয় অপারেটিং সিস্টেম (IndOS) তৈরি করা। যা Android ও iOS – এর মতো অপারেটিং সিস্টেমগুলির প্রতিযোগী হতে পারবে।

    ইতিমধ্যে ভারতে কম্পিটিশন কমিশনের কাছে ১৩১৬ হাজার কোটি টাকার জরিমানা দিতে হয়েছে Google কে, কারন Google  এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে Play Store – কে ব্যবহার করে ভারতীয় বাজারে বেআইনিভাবে আধিপত্য কায়েম করার। পরিসংখ্যান বলছে ভারতের স্মার্টফোন বাজারের ৯৭ শতাংশই দখল করে রয়েছে Android. 
    Google বিবৃতি দিয়ে বলেছে ভারত সরকারের এই সিদ্ধান্তের কারণে তাদের দীর্ঘদিনের ব্যবসার রুটিন এবার বদল হবে।
    প্রসঙ্গত Google, Apple – এর মতো অপারেটিং সিস্টেম প্রস্তুতকারী সংস্থাগুলির কাছে গ্রাহকের ব্যক্তিগত তথ্য থাকে। এবার তাই ভারতীয় মোবাইল অপারেটিং সিস্টেম লঞ্চে করার কথা ভাবছে কেন্দ্র। যদিও কবে এই দেশি অপারেটিং সিস্টেম (IndOS) লঞ্চ হবে সেই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp New Features: নতুন ক্যামেরা ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, ব্লক করার পদ্ধতিও সহজ হচ্ছে

    WhatsApp New Features: নতুন ক্যামেরা ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, ব্লক করার পদ্ধতিও সহজ হচ্ছে

    মাধ্যম নিউজ ডেস্ক: অপছন্দের কোন নম্বর হোয়াটসঅ্যাপে ব্লক করার পদ্ধতি আরও সহজ হচ্ছে। তার সঙ্গে ক্যামেরাতেও আসছে ফিচার। ইউজারদের সুবিধার জন্য নিত্যনতুন ফিচার (WhatsApp New Features) এনেই চলেছে হোয়াটসঅ্যাপ। শোনা যাচ্ছে মার্ক জুকারবার্গের অধিকৃত সংস্থার ডেভেলপমেন্ট টিম এবার হোয়াটসঅ্যাপের ক্যামেরা নিয়ে কাজ করছে। বিশ্বের জনপ্রিয় এই মেসেজ প্লাটফর্মে এমন ফিচার আসতে চলেছে যার সাহায্যে খুব সহজেই ভিডিও রেকর্ড করা যাবে, সুইচিং এর দ্বারা যেকোনও মুহূর্তে বদলানো যাবে ক্যামেরা মোড থেকে ভিডিও মোড। আগামী দিনে এই আপডেটেড ফিচার পাওয়া যাবে এবং তার নাম হবে ক্যামেরা মোড হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এর তরফ থেকে একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। শোনা যাচ্ছে নতুন ফিচার (WhatsApp New Features)  চালু হলে হোয়াটসঅ্যাপের ক্যামেরায় আরও অনেক নতুন মৌলিক ফিচারও চালু হতে পারে। অভিজ্ঞ মহলের ধারণা বর্তমানে হোয়াটসঅ্যাপের ক্যামেরা খুললে সেটি ট্যাপ করে রাখলে তারপর ভিডিও রেকর্ডিং করা যায় যেটা সহজ পদ্ধতি নয় এবং বিশেষ করে বড় ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ভিডিও করতে খুব সমস্যা দেখা যায় তবে নতুন ফিচার চালু হলে ক্যামেরা এবং ভিডিওর মধ্যে সহজে সুইচ করা যাবে।

    ব্লক করার ক্ষেত্রে কেমন ফিচার আসছে 

    শোনা যাচ্ছে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যেখানে কোন ইউজার কে মানে আপনার অপছন্দের কোন ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে সহজেই ব্লক করতে পারবেন এর জন্য ডান দিকে উপরের কোনে নোটিফিকেশনের পাশে থাকবে এই ব্লক শর্টকাট ফিচার। যেখানে একটি সুইচ অপশন ক্লিক করলেই হয়ে যাবে ব্লক।

    এতদিন অবধি হোয়াটসঅ্যাপের বিভিন্ন চ্যাটের রিপোর্ট করা যেত এবার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখে যদি মনে হয় যে সেটি হোয়াটসঅ্যাপের গাইড লাইন মানছে না, তাহলে সেক্ষেত্রে সেখানে রিপোর্ট করা যাবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share