Category: গ্যাজেট

Get updated Gadget related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের নতুন ‘অ্যালার্ট ফিচার’ সম্পর্কে জানুন

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের নতুন ‘অ্যালার্ট ফিচার’ সম্পর্কে জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালে হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচার (WhatsApp New Feature) এনে ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপকে আরও সহজ করে তুলেছে। নতুন বছর ২০২৩ সালেও অনেক নতুন চমক আসতে চলেছে মার্ক জুকারবার্গের এই সংস্থা হোয়াটসঅ্যাপে ‌। 

    কীভাবে কাজ করবে নতুন এই ফিচার (WhatsApp New Feature)

    হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গেছে, যে সমস্ত ফিচার (WhatsApp New Feature) ইতিমধ্যে ব্যবহারকারীদের হাতে এসেছে সেগুলিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য অনবরত কাজ করছে হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম। ২০২২ সালের ডিসেম্বর মাসেই এসেছিল হোয়াটসঅ্যাপের নতুন ফিচার (WhatsApp New Feature) ফরওয়ার্ড মিডিয়া উইথ ক্যাপশন। এই ফিচারকে আরও আকর্ষণীয় এবং উন্নত করতে কাজ করে চলেছে হোয়াটসঅ্যাপ টিম। হোয়াটসঅ্যাপে যে কোনও নতুন ফিচার (WhatsApp New Feature) এলেই সাধারণত ট্যুইট করা হয় WABetaInfo এই ওয়েবসাইট থেকে। ইতিমধ্যে এই ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে ট্যুইট করেছে যে হোয়াটসঅ্যাপের  ফরওয়ার্ড মিডিয়া উইথ ক্যাপশন এই ফিচারের নতুন আপডেট (WhatsApp New Feature) খুব শীঘ্রই আসছে।

    যেকোনও ছবি বা ভিডিও কিংবা ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে শেয়ার করার আগে ক্যাপশন লেখার অপশন আসে। কিন্তু সমস্যা হতো অন্য কারও কাছ থেকে প্রাপ্ত ছবি বা ভিডিওর ক্যাপশন ফরওয়ার্ড করার কোন উপায় ছিল না। সেক্ষেত্রে ব্যবহারকারীকে ছবি বা ভিডিওটি ফরওয়ার্ড করতে হতো ক্যাপশন ছাড়াই অথবা ক্যাপশন দিতে চাইলে নিজেকে আবার নতুন ক্যাপশন লিখতে হতো। এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। নতুন ফিচার (WhatsApp New Feature) আপডেট এলে অ্যালার্ট অপশন দেখতে পাবেন ব্যবহারকারীরা যেকোনও ছবি বা ভিডিও ফরওয়ার্ড করার সময়। সেখানে ব্যবহারকারীকে জানানো হবে যে ছবি বা ভিডিও ফরওয়ার্ড করা হচ্ছে ক্যাপশন সমেত। তবে ব্যবহারকারী চাইলে ক্যাপশন রিমুভ করেও ছবি বা মেসেজ ফরওয়ার্ড করতে পারবেন, এমন অপশনও থাকবে।

  • WhatsApp New Feature: এবার ডেটা ব্যাকআপ করা যাবে হোয়াটসঅ্যাপেও, আসছে নতুন ফিচার 

    WhatsApp New Feature: এবার ডেটা ব্যাকআপ করা যাবে হোয়াটসঅ্যাপেও, আসছে নতুন ফিচার 

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু অবসর সময় কাটানোর জন্যই হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) আজ আর ব্যবহৃত হয়না। গুরুত্বপূর্ণ কাজেও এর জুড়ি মেলা ভার। যেমন ধরুন কোনও গুরুত্বপূর্ণ নথি কাউকে খুব তাড়াতাড়ি পাঠাতে হবে অথবা কোনও ঘটনার ভিডিও! এক্ষেত্রে যেন হোয়াটসঅ্যাপের বিকল্প নেই। প্রতিদিনের এসমস্ত মিডিয়া ফাইল (ছবি, ভিডিও, জিআইএফ এবং ডকুমেন্টস) আমাদের ডিভাইসে জমা হয়। যেগুলির মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি দীর্ঘদিন অবধি স্টোর করে রেখে দিই আমরা। কিন্তু হোয়াটসঅ্যাপের ডকুমেন্টস কোনও কারণে ডিলিট হয়ে যেতে পারে, ঠিক এইকারনে অনেকেই গুরুত্বপূর্ণ নথি গুলি গুগল ড্রাইভে সেভ করে রাখেন। ফলে পরবর্তীকালে অন্য কোন অ্যান্ড্রয়েড ফোন কিনলেও তৎক্ষণাৎ গুগল আকাউন্ট দিয়ে নতুন ফোনে লগ-ইন করলেই পুরোনো ফোনের সমস্ত ডেটা নতুন ফোনে চলে আসে। কিন্তু গুগল ড্রাইভে যদি কোনও ডেটা ব্যাকআপ না নেওয়া থাকে, তখন কিন্তু ফাইলগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা থাকেনা। এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) আনছে নতুন ফিচার।

    নতুন ফিচার (WhatsApp New Feature)

    সম্প্রতি হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার (WhatsApp New Feature) রোলআউট করার জন্য কাজ করছে, যেটির সাহায্যে গুগল ড্রাইভে ব্যাকআপ না থাকলেও ব্যবহারকারীরা এক অ্যান্ড্রয়েড ফোন থেকে অন্য অ্যান্ড্রয়েড ফোনে সমস্ত কিছু নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে নতুন ফিচারটি (WhatsApp New Feature) এলে ফোন পরিবর্তন হলেও চ্যাট হারিয়ে যাবেনা।

    কীভাবে কাজ করবে নতুন এই ফিচার (WhatsApp New Feature)

    হোয়াটসঅ্যাপের (WhatsApp New Feature) তরফে জানানো হয়েছে যে নতুন এই ফিচারটির (WhatsApp New Feature) মাধ্যমে গুগল ড্রাইভে ডেটা ব্যাকআপ নেওয়া না থাকলেও ব্যবহারকারীরা একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে অন্য একটি অ্যান্ড্রয়েড ফোনে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট  ট্রান্সফার করতে পারবেন। এর জন্য ব্যবহারকারীদেরকে নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করতে হবে:
    WhatsApp Settings> Chats > Chat Transfer to Android

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার “কেপ্ট মেসেজ”, জানুন বিস্তারিত

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার “কেপ্ট মেসেজ”, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্ক জুকেরবার্গের মেটা কোম্পানির হোয়াটসঅ্যাপ, নতুন নতুন ফিচার (WhatsApp New Feature) এনেই চলেছে। বিভিন্ন রকমের ফিচার পেয়ে স্বভাবতই খুশি ব্যবহারকারীরা। যোগাযোগের মাধ্যম অনেক বেশি উন্নত হয়ে চলেছে নতুন নতুন ফিচারের (WhatsApp New Feature) দৌলতে। কিছুদিন আগেই এসেছে নতুন একটি ফিচার যেটির দ্বারা সহজেই অন্য অ্যাপসে কাজ করতে করতে করা যাবে হোয়াটসঅ্যাপ ভিডিও কল। এবার নতুন বছরে হোয়াটসঅ্যাপের উপহার তার ব্যবহারকারীদের জন্য “Kept” নামের ফিচার.

    কিভাবে কাজ করবেন নতুন এই ফিচার (WhatsApp New Feature)

    ফিচারের (WhatsApp New Feature) নাম শুনেই আন্দাজ করা যাচ্ছে এর কাজ সম্পর্কে। হ্যাঁ ঠিকই ধরেছেন এর কাজ রেখে দেওয়া। মানে সেভ করে রাখা যেকোনও মেসেজ। জুকেরবার্কের মালিকাধীন সংস্থা সূত্রে জানা গেছে এই মেসেজ ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে ডিস অ্যাপিয়ারিং মেসেজকেও রেখে দেওয়া সম্ভব। যদিও এই নতুন ফিচারের রোল আউট এখনও পর্যন্ত হয়নি। ডিস অ্যাপিয়ারিং মেসেজ ফিচারের সাহায্যে একজন ব্যবহারকারী যদি অন্য একজন ব্যবহারকারীকে মেসেজ পাঠান তাহলে চ্যাটে একটি নির্দিষ্ট সময় পর আপনা আপনি ওই মেসেজ ডিলিট হয়ে যাবে। তবে এই নতুন মেসেজ ফিচারের (WhatsApp New Feature) সাহায্যে হোয়াটসঅ্যাপে ওই মেসেজ রেখে দেওয়া সম্ভব হবে। এখনও পর্যন্ত এই ফিচার (WhatsApp New Feature) সর্বসাধারণের হাতের মুঠোতে আসতে বেশ কিছুটা দেরি রয়েছে বলেই সংস্থা সূত্রে জানা গেছে। “Kept” মেসেজ ফিচারের সাহায্যে  ডিস অ্যাপিয়ারিং মেসেজ অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যাবে না সাময়িকভাবে থেকেই যাবে।  ডিস অ্যাপিয়ারিং মেসেজ ফিচার আনা হয়েছিল যাতে প্রত্যেক ব্যবহারকারীর গোপনীয়তা বজায় থাকে, মূলত সেই কারণেই। এবার তার মধ্যে যদি কোন মেসেজকে গুরুত্বপূর্ণ মনে হয় এবং ব্যবহারকারী যদি মনে করেন যে এই মেসেজ রেখে দেওয়া উচিত তাহলে তিনি “Kept” মেসেজ ফিচারের মাধ্যমে এই সুবিধা পাবেন। আবার Un-keep অপশনের সুবিধাও থাকবে ব্যবহারকারীদের জন্য, এই অপশন ক্লিক করলেই হোয়াটসঅ্যাপে মেসেজগুলো ডিলিট হয়ে যাবে, সেভ হবে না।

  • BIS:  ২০২৫ এর মধ্যে সারা দেশে চালু  হবে,  ‘এক দেশ এক চার্জার’

    BIS: ২০২৫ এর মধ্যে সারা দেশে চালু হবে, ‘এক দেশ এক চার্জার’

    মাধ্যম নিউজ ডেস্ক: এখন ফোন বা ল্যাপটপ যাই কিনুন না কেন তার সঙ্গে চার্জার কেনা বাধ্যতামূলক। এক একটি ডিভাইস এক একটি চার্জার দিয়ে চার্জ হয়। ফলে সমস্যা তৈরি হয়। তাই এই সমস্যা এড়ানোর জন্য এবার সারা দেশে চালু হতে চলেছে একই ধরনের চার্জার । একে এক দেশ এক চার্জার নীতি বললে ভুল কিছু হবে না। এই নিয়ম চালু হলে নতুন ডিভাইস কেনার সঙ্গে আলাদা করে আর চার্জার কিনতে হবে না। 

     ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর তরফে একটি স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে যেখানে বলা হয়েছে স্মার্টফোন, মোবাইল, ট্যাবলেট থেকে অন্যান্য সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস যাতে USB টাইপ সি চার্জার দিয়েই চার্জ দেওয়া যায়। এটি সারা দেশে ২০২৫ এর মার্চের মধ্যে চালু হয়ে যাবে। জানা গিয়েছে সমস্ত মোবাইল প্রস্তুতকারক কোম্পানি এই নির্দেশ মানতে রাজি হয়েছে। তারা স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপের জন্য USB টাইপ সি পোর্ট চালু করতে রাজি বলেই জানিয়েছেন রোহিত কুমার সিং, যিনি উপভোক্তা মন্ত্রকের সেক্রেটারি। 

    আরও পড়ুন: নতুন ফিচার আসছে মাইক্রোসফট এক্সেলে, সময় বাঁচবে অনেকটাই

    ইউরোপে ঠিক এমন নীতিই চালু আছে

    এ প্রসঙ্গে বলা দরকার, ইউরোপ ইউনিয়নের মধ্যে থাকা সমস্ত দেশেই এখন USB টাইপ সি পোর্ট বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ২০২২ সালেই একটি অর্ডার পাশ করে ইউরোপিয়ান ইউনিয়ন, সেখানেই বলা হয়েছে যে ২০২৪ সাল শেষ হওয়ার আগেই অ্যান্ড্রয়েড এবং IOS এর ক্ষেত্রে কনজিউমার ইলেকট্রনিক প্রোডাক্ট আছে সেই সবগুলোতেই USB টাইপ সি পোর্ট ব্যবহার করতেই হবে। একই সঙ্গে সেই অর্ডারে বলা হয়েছে যে আগামী ২০২৬ এর মধ্যে এই নিয়ম ল্যাপটপের জন্য আনা হবে।

    আরও পড়ুন: ৩১ ডিসেম্বর থেকে এই ফোনগুলোতে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ! আপনারটা নেই তো? দেখুন তালিকা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Microsoft Excel: নতুন ফিচার আসছে মাইক্রোসফট এক্সেলে, সময় বাঁচবে অনেকটাই

    Microsoft Excel: নতুন ফিচার আসছে মাইক্রোসফট এক্সেলে, সময় বাঁচবে অনেকটাই

    মাধ্যম নিউজ ডেস্ক: যে কোনও অফিসিয়াল কাজ মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) ছাড়া হয়না বললেই চলে। একথা বলাই যায় যে অফিস মানেই এক্সেল। এই এক্সেলের কাজ করা যাতে আরও সহজ হয় সেই ব্যবস্থাই করছে সংস্থা। আসতে চলেছে নতুন ফিচার।
    ইতিমধ্যে মাইক্রোসফট ঘোষণা করেছে যে এক্সেলের ফিচারগুলি  আরও বেশি আধুনিক হবে। সম্প্রতি “ফর্মুলা সাজেশন” এবং “ফর্মুলা বাই এক্সাম্পেল” এই নামের দুটি ফিচার যোগ করেছে উইন্ডোজের নির্মাতা। বিশেষজ্ঞ মহল মনে করছে এই দুটি ফিচারে কাজ করা আরও সহজ হবে। তবে সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে আপাতত কেবল মাইক্রোসফট ৩৬৫-এর মধ্যে থাকা এক্সেল সফটওয়্যারের ওয়েব ভার্সনেই মিলবে এই নতুন ফিচারগুলো।

    আরও পড়ুন: ভুল করে ‘ডিলিট ফর মি’ করে ফেলেছেন? এবার ‘আনডু’ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে 

     

    ফিচারগুলির কাজ কী হবে

    ফর্মুলা সাজেশন নামের এই ফিচারটির সম্পর্কে জানা যাচ্ছে যে এক্সেলে যে কোন সেলে সমান চিহ্ন টাইপ করলে আশেপাশে ডেটার ভিত্তিতে সম্ভাব্য ফর্মুলাগুলো সম্পর্কে জানান দেবে এই ফিচারটি।
    সংস্থা সূত্রে খবর যে আপাতত কেবল ইংরেজিতেই কাজ করবে এই ফর্মুলা সাজেশন। ফিচারটি যোগফল নির্ণয় করতে, গড় নির্ণয় করতে, মোট সংখ্যা বের করতে, সর্বোচ্চ সর্বনিম্ন বিভিন্ন বিষয় নির্ধারণের জন্য যে ফর্মুলাগুলো রয়েছে, সেগুলো পরামর্শ আকারে দেখাবে ব্যবহারকারীকে। এই ফিচারের ফলে এক্সেল ব্যবহারকারীদের সময় অনেকটাই বাঁচবে বলে মনে করছে সংস্থা।
    অন্যদিকে “ফর্মুলা বাই এক্সাম্পেল” ফিচারটিও নতুন ধরনের।

    আরও পড়ুন: ৩১ ডিসেম্বর থেকে এই ফোনগুলোতে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ! আপনারটা নেই তো? দেখুন তালিকা

    সংস্থা সূত্রে জানা গেছে এটি ডেটার মধ্যে প্যাটার্ন চিহ্নিত করে ওই নির্দিষ্ট কলামের বাকি অংশ পূরণ করতে পারবে।
    সংস্থার সূত্রে জানা গেছে যে এখনও সমস্ত ব্যবহারকারীর জন্য এই ফিচার চালু হয়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Jio 5G: আগামী বছরেই দেশের সর্বত্র জিও ৫জি পরিষেবা, ঘোষণা মুকেশ আম্বানির

    Jio 5G: আগামী বছরেই দেশের সর্বত্র জিও ৫জি পরিষেবা, ঘোষণা মুকেশ আম্বানির

    মাধ্যম নিউজ ডেস্ক: মুকেশ আম্বানি অভিনন্দন জানিয়েছেন jio টিমকে। দেশের মধ্যে এক নম্বর স্থান অধিকার করার জন্য। এদিন তার পাশাপাশি মুকেশ আম্বানি নতুন একটি জিও প্ল্যাটফর্ম তৈরি করার কথাও বলেছেন যেটির নাম হবে রিলায়েন্স জিও ইনফোকম এবং বিভিন্ন ধরনের ডিজিটাল সলিউশন প্রদান করাই এই কোম্পানির কাজ হবে। 
    মুকেশ আম্বানির মতে, জিওর প্ল্যাটফর্ম ভারতের সবথেকে বড় প্ল্যাটফর্ম হবে এবং সেটি সমস্ত ধরনের ডিজিটাল সলিউশন প্রদান করবে দেশে এবং আন্তর্জাতিক বাজারে।
    মুকেশ আম্বানি আরও যোগ করেন যে ২০২৩ সালে দেশের প্রতিটি প্রান্তে যখন Jio 5G সার্ভিস চালু হয়ে যাবে তখন উচ্চনীচ ভেদাভেদ বলে কিছু থাকবে না এবং প্রত্যেকটি প্রত্যন্ত গ্রামের মানুষেরা ভালোমানের শিক্ষা সমেত সমস্ত কিছুই পাবে।

    চলতি বছরে কয়েক মাস আগে রিলায়েন্স জিও (Relience Jio) দেশে এনেছে 5G সার্ভিস। এই 5G সার্ভিসকে রিলায়েন্স নামকরণ করেছে ট্রু (True) 5G সার্ভিস। প্রথম এই সার্ভিস চালু হয়েছে নতুন দিল্লিতে, এবার মুকেশ আম্বানির সংস্থা লক্ষ্যমাত্রা রেখেছে  দেশের প্রত্যেকটি প্রান্তে Jio 5G সার্ভিসকে পৌঁছে দেওয়ার।

    আরও পড়ুন: ফিরে দেখা সাল ২০২২! মহিলাদের স্বার্থে দেওয়া যুগান্তকারী কয়েকটি রায় শীর্ষ আদালতের

    রিলায়েন্স জিও সূত্রে জানা গেছে যে দেশের সমস্ত প্রান্তে 5G সার্ভিস তারা পৌঁছে দেবে ডিসেম্বর ২০২৩ এর মধ্যেই।

    নতুনভাবে কোন ১১ টি শহরে Jio 5G সার্ভিস চালু হল, সেটা এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

    ১) চন্ডিগড়

    ২) ত্রিবান্দ্রম

    ৩) মহীশূর

    ৪) লক্ষ্নৌ

    ৫) নাসিক

    ৬) ঔরঙ্গাবাদ

    ৭) মোহালি

    ৮) পাঁচকুলা

    ৯) জিরাকপুর

    ১০) খারর

    ১১) দেরাবাসসি

    ইতিমধ্যে যে শহরগুলিতে Jio 5G সার্ভিস আগেই চালু হয়েছে সেই শহর গুলো দেখবো।
    ১) দিল্লি

    ২) মুম্বাই

    ৩) বারানসি

    ৪) কলকাতা

    ৫) বেঙ্গালুরু

    ৬) হায়দ্রাবাদ

    ৭) চেন্নাই

    ৮) নাথদ্বারা

    ৯) পুনে

    ১০) গুরগ্রাম

    ১১) নয়ডা

    ১২) গাজিয়াবাদ

    ১৩) ফরিদাবাদ

    ১৪) গুজরাটের সমস্ত জেলা শহর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • Jimmy Donaldson: ট্যুইটারের সিইও হওয়ার ইচ্ছাপ্রকাশ, বিশ্বের সবথেকে জনপ্রিয় ইউটিউবারের, কী বললেন এলন মাস্ক

    Jimmy Donaldson: ট্যুইটারের সিইও হওয়ার ইচ্ছাপ্রকাশ, বিশ্বের সবথেকে জনপ্রিয় ইউটিউবারের, কী বললেন এলন মাস্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউবে সব থেকে বেশি সাবস্ক্রাইবার কার আছে জানেন? এর উত্তরটা হলো, জিম্মি ডোনাল্ডসন (Jimmy Donaldson)। বিশ্বব্যাপী তার সাবস্ক্রাইবার রয়েছে মোট ১২ কোটি। এবার তিনি (Jimmy Donaldson) ইচ্ছা প্রকাশ করলেন  ট্যুইটারের সিইও হওয়ার! 

    কেন এমন ইচ্ছাপ্রকাশ করলেন ডোনাল্ডসন (Jimmy Donaldson)

    আসলে ঘটনার সূত্রপাত ট্যুইটারের সিইও এলন মাস্কের একটি ট্যুইটার পোল কে কেন্দ্র করে। যে পোলটির মাধ্যমে তিনি জানতে চান, তাঁর ট্যুইটারের সিইও হয়ে থাকাটা উচিত কী উচিত নয়! চলতি সপ্তাহের সোমবারে এই পোলের রেজাল্ট বের হয় সেখানে দেখা যায় যে ৫৭ শতাংশ মানুষই চাননা এলন মাস্ক ট্যুইটারের সিইও পদে থাকুন। প্রায় এক কোটি ভোট পড়েছে এলন মাস্কের বিপক্ষে যে তিনি এই পদে না থাকলেই ভালো।
    পৃথিবীর দ্বিতীয় ধনকুবের এলন মাস্ক নিজের ট্যুইটারে ভোটের এই ফলাফলকে শেয়ার করেছেন এবং বলেছেন যে যদি আমি কোন বিকল্প পেলে এই কাজ ছেড়ে দেব এবং সফটওয়্যার এবং সার্ভারের উপর কাজ করবো। এরপরই বিশ্বের এক নম্বর ইউটিউবার ডোনাল্ডসনের (Jimmy Donaldson) ট্যুইট সামনে আসে। যেখানে তিনি বলছেন কী ভালোই না হত! যদি তিনি সোশ্যাল মিডিয়ার এই কোম্পানিকে চালাতে পারতেন! তাঁর আরও প্রশ্ন, তিনি কী হতে পারেন ট্যুইটারের পরবর্তী সিইও ? এটাও তিনি জানতে চেয়েছেন এলন মাস্কের কাছে। মাত্র ২৪ বছর বয়সী বিশ্বের জনপ্রিয় ইউটিউবারের (Jimmy Donaldson) এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এলন মাস্ক জানিয়েছেন,  ডোনাল্ডসনের (Jimmy Donaldson) এই প্রশ্ন প্রসঙ্গের বাইরে নয়! প্রসঙ্গত চলতি বছরের অক্টোবর মাসে ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক কর্মী ছাঁটাই করেছেন এলন মাস্ক। শুধু তাই নয় অ্যাপেলের মতো সংস্থার সাথেও তিনি বিতন্ডায় জড়িয়েছেন বলে অভিযোগ। ট্যুইটারে নতুন নতুন ফিচার আনার ব্যাপারেও তিনি উদ্যোগী হয়েছেন। ট্যুইটারে ভোটের ফলাফলের ভিত্তিতেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটার একাউন্ট পুনরায় চালু করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Wordle: জেনে নিন ২০২২ সালের প্রথম দশটি গুগল সার্চ

    Wordle: জেনে নিন ২০২২ সালের প্রথম দশটি গুগল সার্চ

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় অনলাইন গেম ‘Wordle’ বিশ্বব্যাপী গুগল সার্চে একনম্বরে উঠে এসেছে। গুগলের “Year in Search 2022” রিপোর্ট তাই বলছে। প্রথম দশটি সার্চের মধ্যে  India vs. England ক্রিকেট ম্যাচ, Ukraine, Queen Elizabeth-ও রয়েছে। 

    রিপোর্ট অনুযায়ী, এই বছরের ফেব্রুয়ারিতে ‘Wordle’ শব্দ সবথেকে বেশিবার সার্চ করা হয়েছিল। এটি একটি সহজ এবং শব্দ-অনুমান করার গেম। এই গেম যারা খেলতে চায়, তাদের প্রথমে একটি বক্সে প্রবেশ করতে হয়। এরপর একটি পাঁচ-অক্ষরের শব্দ অনুমান করতে হয়।  রঙ কোডিং এর মাধ্যমে দেখা যায়  কোন অক্ষরটি সঠিক  ভুল পেয়েছে। যদি তাদের অনুমানের অক্ষরটি ভুল হয় তবে সেই অক্ষরটি ধূসর হয়ে যায়। অনুমান সঠিক হলে এটি সবুজ হয়ে যাবে। মোট ছয়বার এই সুযোগ পাওয়া যায়। বিভিন্ন সূত্রমতে জানা যাচ্ছে,  ব্রুকলিনের জোশ ওয়ার্ডলি নামের এক জনৈক ব্য়ক্তি এই গেমটি ডিজাইন করেছিলেন। এখানে ওয়ার্ডলি নিজের পদবীকেই গেমের নাম হিসেবে ব্যবহার করেছেন। প্রথমদিকে নাকি ওয়ার্ডলি নিজের পার্টনারের সঙ্গেই এই গেমটি খেলতে অভ্যস্ত ছিলেন , পরে নিজের আত্মীয়দের সঙ্গে এই গেমটি খেলতেন এবং বিভিন্ন হোয়াটসআপ গ্রুপে এটি শেয়ার করতেন। যখন এটি জনপ্রিয় হয়ে যায়,তখন গেমটিকে তিনি বাজারে আনেন ২০২১ সালের অক্টোবর মাসে। 

    গুগলের রিপোর্ট অনুযায়ী, ভারতে সবথেকে বেশি সার্চ করা হয় ফুটবল এবং ক্রিকেট বিষয়ক ঘটনাগুলি। এছাড়াও সিনেমা ও বিভিন্ন স্পোর্টসও ভারতে অনেক বেশি সার্চ করা হয়। দেশ-বিদেশের বিভিন্ন খবর, সরকারি বিভিন্ন প্রকল্পও ঠাঁই পায় ভারতীয়দের পোস্টে। ক্রিকেটে ভারতীয়দের আগ্রহ বেশি রয়েছে। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- এই সার্চ প্রথম দশে জায়গা করে নিয়েছে। তবে ফুটবলের প্রতিও ভারতীয়দের আগ্রহ ভালোই রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগ এবং ফিফা বিশ্বকাপও ব্যাপকভাবে সার্চ হয়েছে ভারত থেকে।

    এবার একনজরে দেখে নেব গুগলের প্রথম দশটি সার্চ- 

        Wordle
        India vs England
        Ukraine
        Queen Elizabeth
        Ind vs SA (a cricket match between India and South Africa)
        World Cup
        India vs West Indies
        iPhone 14
        Jeffrey Dahmer
        Indian Premier League

     

  • WhatsApp New Feature: নতুন ফিচার হোয়াটসআপে, ডিজিটালভাবে সাজানো যাবে নিজেকে!

    WhatsApp New Feature: নতুন ফিচার হোয়াটসআপে, ডিজিটালভাবে সাজানো যাবে নিজেকে!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহেই কিছু না কিছু ফিচার আসছে হোয়াটসআপে (WhatsApp New Feature)। বিভিন্ন নতুন ফিচার (WhatsApp New Feature) পেয়ে খুশি ইউজাররাও। নভেম্বরের শুরুতেই ভিডিও কলের মাধ্যমে যাঁরা গল্প, আড্ডা দিতে ভালোবাসেন তাঁদের জন্য সুখবর এনেছিল হোয়াটসআপ (WhatsApp New Feature), মোট ৩২ জনকে নিয়ে ভিডিও কলের সুবিধা সেসময় ঘোষণা করেছিল জুকেরবার্গের মালিকানাধীন এই সংস্থা । কয়েকদিন আগেও নতুন ইমোজি আনার ঘোষণা করেছে হোয়াটসআপ (WhatsApp New Feature)। আবার ভিডিও কল করতে করতে অন্য যেকোনও আপও এখন ব্যবহার করা যায় হোয়াটস আপের নতুন ফিচারের (WhatsApp New Feature) সৌজন্যে।

    কী এই নতুন ফিচার (WhatsApp New Feature)

    এবার হোয়াটস আপে (WhatsApp New Feature) আপনি নিজের পছন্দমত নিজেকে সাজাতে পারবেন। তৈরি করতে পারবেন নিজের স্টিকার। নিজের মুখমন্ডলে বসাতে পারবেন পছন্দমতো দাড়ি, মাথায় লাগাতে পারবেন চুল। একেই বলা হচ্ছে highly customizable avatar. এককথায় এই avatar হল আপনার ডিজিটাল ভার্সেন।
    হোয়াটসআপ (WhatsApp New Feature) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, avatar এর মাধ্যমে এখন ইউজাররা নিজেকে নতুনভাবে প্রকাশ করতে পারবে। Lighting, shading, hairstyle textures এর মাধ্যমে multi-characater avatar-ও বানানো যাবে।  
    হোয়াটসআপে (WhatsApp New Feature) avatar সেট আপ করা হলেই , ৩৬ রকমের স্টিকার দেখাবে আপনার কাছে। যেগুলি আপনি বন্ধুদেরকে পাঠাতে পারবেন। এই avatar-এর স্টিকার আপনি নিজের হোয়াটসআপে (WhatsApp New Feature) প্রোফাইল পিকচারও করতে পারবেন। ভিডিও কলের সময়ও এই avatar-এর স্টিকার ব্যবহার করা যাবে বলেই হোয়াটসআপ (WhatsApp New Feature) সূত্রে জানা গেছে। তবে এই সুবিধা এখনই পাওয়া যাবেনা। হোয়াটসআপ (WhatsApp New Feature) সূত্রে আরও জানা গেছে, Avatar-এর রোলিং আউট চলছে, কিছুদিনের মধ্যেই ইউজাররা এটা ব্যবহার করতে পারবেন। হোয়াটসআপের (WhatsApp New Feature) সেটিং মেনুতে গিয়ে দেখতে পারবেন  Avatar আছে নাকি। যদি এই অপশন দেখায় তাহলেই আপনি এটা ব্যবহার করতে পারবেন। 

     

     

  • WhatsApp New Feature: আবারও নতুন ফিচার হোয়াটসআপে, জানুন পিআইপি মোড সম্পর্কে

    WhatsApp New Feature: আবারও নতুন ফিচার হোয়াটসআপে, জানুন পিআইপি মোড সম্পর্কে

    মাধ্যম নিউজ ডেস্ক:  হোয়াটসআপে ( WhatsApp New Feature)  একের পর এক নতুন ফিচার এসেই চলেছে, প্রায় প্রতি সপ্তাহেই। নতুন নতুন আপডেটেড ভার্সেন আর নানা ধরনের সুবিধা।  নিত্যনতুন ফিচারের ঝুলি হাতে হাজির জুকেরবার্কের মালিকানাধীন কোম্পানিটি। সম্প্রতি, হোয়াটসআপ ( WhatsApp New Feature) পিকচার-ইন-পিকচার বা পিআইপি (PIP) মোড নিয়ে এসেছে।

     কী এই পিকচার-ইন-পিকচার বা পিআইপি (PIP) মোড ? 

    ধরুন আপনি ইউটিউবে নিজের পছন্দের কোনও ভিডিও দেখছেন, আবার একই সময়ে পরিচিত কোনও বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথাও বলতে হবে এবার দুটি কাজই একসঙ্গে সম্ভব বা গুগল মিটে অফিসের গুরুত্বপূর্ণ মিটিং করছেন অথবা ফোনে কথা বলছেন কারও সঙ্গে। পাশাপাশি হোয়াটসআপ ( WhatsApp New Feature) ভিডিও কল চালিয়ে যেতে পারবেন। এটাই হল পিকচার-ইন-পিকচার বা পিআইপি (PIP) মোড।  একটি ছোট উইন্ডো ওপেন হয়ে যাবে এক্ষেত্রে।  ফিচারটি অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) উভয় ভার্সেনেই পাওয়া যাবে,তবে আপাতত ফিচারটি শুধুমাত্র iPhone ব্যবহারকারীরা তাঁদের হোয়াটসআপ  বিটা ২২.২৪.০.৭৭ এবং ২২.২৪.০.৭৮ ভার্সনে আপডেট করালে পাবেন। 

    হোয়াটসআপে ( WhatsApp New Feature) পাওয়া ফেসবুক (Facebook) বা ইউটিউব (YouTube) ভিডিও-র কোনো লিঙ্কে ক্লিক করলেই ছোটো একটি উইন্ডো ওপেন হয়, যেখানে ভিডিওটি চলতে থাকে। তবে এখন হোয়াটসআপ ভিডিও কলের সময়ও এই একই অপশন ব্যবহার করা যাবে।

     WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, নতুন এই ফিচারের ( WhatsApp New Feature) মাধ্যমে  ভিডিও কল চলাকালীন অন্য যে কোনও কাজেও নিজেদের ফোন ব্যবহার করা যাবে। অর্থাৎ পিআইপি মোডের সৌজন্যে এবার থেকে একসঙ্গে ভিডিও কল এবং অন্যান্য কাজও করা যাবে। ছোটো উইন্ডোতে হোয়াটসআপের ভিডিও কল করুন পাশাপাশি অন্যান্য অ্যাপও ব্যবহার করুন। প্রসঙ্গত, জনপ্রিয় এই মেসেজআপ Meta কোম্পানির CEO, মার্ক জুকেরবার্ক  কিনেছিলেন ২০১৪ সালের ফেব্রুয়ারী মাসে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

LinkedIn
Share