Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Security in Ayodhya: প্রকৃতিবান্ধব দীপোৎসব, লক্ষাধিক ভক্ত সমাগম! নিরাপত্তার চাদরে মোড়া অযোধ্যা

    Security in Ayodhya: প্রকৃতিবান্ধব দীপোৎসব, লক্ষাধিক ভক্ত সমাগম! নিরাপত্তার চাদরে মোড়া অযোধ্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলিতে বারাণসী এবং অযোধ্যাকে (Security in Ayodhya) আলোয় সাজিয়ে তোলা হয় প্রতি বছরই। তবে এ বছরই প্রথম বার দীপাবলির (Diwali in Ayodhya) সাক্ষী হতে চলেছে রাম মন্দির। অষ্টমতম দীপোৎসবে অযোধ্যাকে সাজিয়ে তুলতে তাই পুরোদমে প্রস্তুতি নিচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। তিন দিন ধরে দীপোৎসব চলবে। লক্ষাধিক ভক্ত সমাগম হবে অযোধ্যায়। তার আগেই গোটা শহরকে দুর্গে পরিণত করে ফেলা হয়েছে। পুলিশ তো আছেই, নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে এনএসজি কমান্ডো। তৈরি রয়েছে সন্ত্রাসদমন শাখাও (এটিএস)।

    কড়া নিরাপত্তা অযোধ্যায়

    প্রশাসন সূত্রে খবর, অযোধ্যার গুরুত্বপূর্ণ এলাকাগুলি চিহ্নিত করে সেখানে নিরাপত্তা (Security in Ayodhya) বৃদ্ধি করা হয়েছে। রাম মন্দির-সহ এই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে মোতায়েন করা হয়েছে ৫০০০ পুলিশ, ১৫০ এনএসজি কমান্ডো, সন্ত্রাসদমন শাখা। দীপাবলিতে অযোধ্যার নিরাপত্তা নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন পুলিশ সুপার রাজকরণ নায়ার। মন্দির শহরে দীপোৎসব যাতে মৃসণ ভাবে পালন করা যায় তার ব্যবস্থা করা হয়েছে বলে দাবি পুলিশ সুপারের। শহরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই অযোধ্যানগরীর প্রতিটি কোনা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। পুলিশ, এনএসজি কমান্ডোর পাশাপাশি থাকছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, জল পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং আরও উদ্ধারকারী দল। সরযূ নদীতে প্রতি মুহূর্তে নজরদারি চালানো হবে।

    প্রকৃতিবান্ধব দীপাবলি

    প্রশাসন সূত্রে খবর, এ বার সরযূ নদীর তীরে ২৮ লক্ষ প্রদীপ জ্বালানো হবে। এই দীপোৎসবের (Diwali in Ayodhya) জন্য বিশেষ প্রকৃতিবান্ধব দীপ আনানো হয়েছে। রাম মন্দির সেজে উঠবে সেই প্রকৃতিবান্ধব দীপে। যাতে মন্দিরের কোনও রকম ক্ষতি না হয়, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন এক প্রশাসনিক আধিকারিক। প্রকৃতিবান্ধব এই দীপোৎসবের মাধ্যমে পরিবেশ রক্ষার একটা বার্তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। দীপোৎসবে যাতে সাধারণ মানুষ শামিল হতে পারেন তার জন্য ২৯ অক্টোবর থেকে ১ নভেন্বরের মধ্যরাত পর্যন্ত মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। দর্শনার্থীরা ৪বি গেট থেকে মন্দিরের সজ্জা দেখার সুযোগ পাবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Indian Army: এআই ব্যবহার করেই কাশ্মীরে নিকেশ ৩ জঙ্গি, রহস্য ফাঁস করল সেনা

    Indian Army: এআই ব্যবহার করেই কাশ্মীরে নিকেশ ৩ জঙ্গি, রহস্য ফাঁস করল সেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: মানববিহীন যান ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করেই জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir) সাফল্য পেল ভারতীয় সেনা। মঙ্গলবার সেনার তরফে এ খবর জানানো হয়েছে।

    কী বলছেন সেনা কর্তা? (Indian Army)

    ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সমীর শ্রীবাস্তব বলেন, “আমরা মানববিহীন যান ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছি। এটি আমাদের দ্রুত এবং নির্ভুল ফল দিয়েছে… আমরা এক সেনা কুকুর হারিয়েছি।” তিনি বলেন, “আমরা যখন জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিলাম, তখন কুকুরটি সামনে ছিল। জঙ্গিরা তাকেই লক্ষ্য করে গুলি ছোড়ে। তার আত্মত্যাগের কারণে অনেকের জীবন রক্ষা পেয়েছে।”

    শহিদ ‘ফ্যান্টম’

    ভারতীয় সেনাবাহিনীর চার বছরের পুরনো স্নিফার এই কুকুরটির নাম ‘ফ্যান্টম’। সেনা সূত্রে খবর, সৈন্যদের সুরক্ষা দিতে গিয়ে জঙ্গিদের আক্রমণ থেকে রক্ষা করতে চেষ্টা করার সময় গুলির ঘায়ে কুকুরটি মারাত্মকভাবে জখম হয়। শ্রীবাস্তব (Indian Army) বলেন, “এই অভিযানের পর এমন খবর ছড়িয়েছিল যে সেনাবাহিনী বিএমপি ব্যবহার করেছে। আমরা সেই ধরনের যান ব্যবহার করেছি। কারণ এলাকাটি দুর্গম ছিল। ৩০ ডিগ্রির ঢাল ও ঘন জঙ্গলের কারণে আমরা জঙ্গিদের অবস্থান শনাক্ত করার পর ওই যান ব্যবহার করেছি।”

    আরও পড়ুন: তোষণের রাজনীতি! অবাধে চলছে বাংলাদেশি অনুপ্রবেশ, নিশ্চিন্তে ঘুমোচ্ছেন মমতা!

    তিনি বলেন, “গ্রামবাসীদের কাছ থেকে জঙ্গিদের সম্পর্কে খবর পেয়ে আমরা দ্রুত পদক্ষেপ করি। জঙ্গিরা যে উদ্দেশ্যে এসেছিল, তা পূরণ না হওয়ায় ওরা আমাদের কনভয়ে গুলি চালিয়েছে।” শ্রীবাস্তব বলেন, “জঙ্গিরা যেভাবে সজ্জিত ছিল, তাতে মনে হয় তারা বড় কোনও উদ্দেশ্যে এখানে এসেছিল। জঙ্গি সংগঠনগুলো পোস্ট করেছিল যে, তারা বড় কিছু করার পরিকল্পনা করছিল। তাই আমরা প্রস্তুত ছিলাম। সমস্ত সংস্থা, যার মধ্যে গোয়েন্দা সংস্থাগুলিও রয়েছে, সবার মধ্যে সমন্বয় থাকায় সাফল্য এসেছে।” জম্মু-কাশ্মীরের আখনুরে জঙ্গিরা একটি সেনা অ্যাম্বুলেন্সের ওপর গুলি চালায়। পাল্টা গুলি চালায় সেনাও। দ্রুত ঘিরে ফেলা হয় গোটা এলাকা। তল্লাশি শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় নিরাপত্তা বাহিনী (Jammu And Kashmir)। খতম হয় তিন জঙ্গি (Indian Army)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Illegal Bangladeshi Migrants: তোষণের রাজনীতি! অবাধে চলছে বাংলাদেশি অনুপ্রবেশ, নিশ্চিন্তে ঘুমোচ্ছেন মমতা!

    Illegal Bangladeshi Migrants: তোষণের রাজনীতি! অবাধে চলছে বাংলাদেশি অনুপ্রবেশ, নিশ্চিন্তে ঘুমোচ্ছেন মমতা!

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশি অনুপ্রবেশ (Illegal Bangladeshi Migrants) যখন তামাম ভারতের দুঃস্বপ্ন, তখন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়! (Mamata Banerjee) এমনই অভিযোগ বিজেপির। পদ্ম নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ দেশের শান্তি বিঘ্নিত করে। পশ্চিমবঙ্গে স্থায়ী শান্তি নিশ্চিত করতে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ বন্ধ করাই একমাত্র উপায়।” ভারত-বাংলাদেশ সীমান্তে পেট্রাপোল স্থলবন্দরে একটি নতুন যাত্রী টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “বিজেপি ক্ষমতায় এলে অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করা হবে।”

    বাড়ছে অনুপ্রবেশ (Illegal Bangladeshi Migrants)

    প্রবল আন্দোলনের জেরে বাংলাদেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকে উত্তরোত্তর বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়েছে। দেশ চালাতে একটা তদারকি সরকার গঠিত হয়েছে ঠিকই, তবে তার পরেও নিরাপত্তার অভাব বোধ করছেন বাংলাদেশিদের একটা অংশ। মূলত তাঁরাই সীমান্ত পেরিয়ে চলে আসছেন ভারতে। বাংলাদেশের সংকট প্রতিদিন বৃদ্ধি পাওয়ায় ভারতে অনুপ্রবেশের হারও নিত্যদিন বাড়ছে। বাংলাদেশি অনুপ্রবেশ (Illegal Bangladeshi Migrants) মাথাব্যথার কারণ অসমেরও। তবে অসম সরকার ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ এখনও নাকে সর্ষের তেল দিয়েই ঘুমোচ্ছে বলে অভিযোগ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, গত দু’মাসে অসম এবং ত্রিপুরায় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করা ১৩৮ জনকে শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, “গত দুমাস ধরে প্রায় প্রতিদিনই আমরা আমাদের রাজ্যে কোনও ব্যক্তি বা একটি দলকে ধরছি। এই সমস্যার সমাধানে রাজ্যগুলির মধ্যে সমন্বয় সাধন প্রয়োজন। অসম ও ত্রিপুরা এক যোগে কাজ করলেও পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষা বাহিনীরও সহযোগিতা করা দরকার।”

    কী বলেছিল সুপ্রিম কোর্ট

    ২০০১ সালের জনগণনা অনুযায়ী, বাংলাদেশিরাই সর্ববৃহৎ গোষ্ঠী হিসেবে বিবেচিত হয়েছে। এরপর পাকিস্তানিরা। ২০০৫ সালে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল যে, বাংলাদেশ থেকে ব্যাপক অবৈধ অনুপ্রবেশ হওয়ায় অসম, ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের জনগণের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এতে স্থানীয়দের মনে ভীতির সঞ্চার হয়েছে। ২০০৮ সালে দিল্লি হাইকোর্ট বাংলাদেশি এক নাগরিকের বিতাড়নের বিরুদ্ধে পিটিশন খারিজ করার সময় বলেছিল, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে হুমকি-স্বরূপ (Illegal Bangladeshi Migrants)। বাংলায় মুসলিম জনসংখ্যার অনুপাতে লক্ষ্য করলে দেখা যাবে, ১৯৫১ সালের ১৯.৮৪ শতাংশ থেকে ২০১১ সালে এটি বেড়ে হয়েছে ২৭.০১ শতাংশ।

    আরও পড়ুন: ‘‘দলে টানতেই পারে তৃণমূল’’, তন্ময়কাণ্ড নিয়ে হাটে হাঁড়ি ভেঙে দিলেন শুভেন্দু

    চোখে ঠুলি বেঁধে রয়েছে শাসক!

    রাজনৈতিক মহলের মতে, কেন্দ্র বারবার এই সমস্যাটি উত্থাপন করলেও, বাংলার শাসকরা (Mamata Banerjee) কানে তুলো এবং চোখে ঠুলি বেঁধে বসে রয়েছেন। তোষণের রাজনীতি করতে গিয়ে, কুর্সি নিশ্চিত করতে গিয়ে বাংলার সাড়ে সর্বনাশ করে ছেড়েছেন তাঁরা। অভিযোগ, মুসলিম এই ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখতেই রাজ্য সরকার গরু পাচার, জাল নোটের কারবার এবং মাদক ব্যবসার বিষয়ে নরম মনোভাব গ্রহণ করেছে। বর্ধমানে অনুপ্রবেশকারীদের একটি দল ১ হাজারটিরও বেশি বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিল। তার পরেও কঠোর কোনও ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি বলে অভিযোগ।

    সমস্যা যখন অনুপ্রবেশ

    প্রথমে কংগ্রেস এবং পরে বাম সরকারের আমলেও অনুপ্রবেশ (Illegal Bangladeshi Migrants) হয়েছে। তবে তা এত ভয়ঙ্কর আকার ধারণ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে অনুপ্রবেশ ক্রমেই বাড়ছে। এই অবৈধ অনুপ্রবেশকারীরা যেহেতু একটি ভোটব্যাঙ্ক হিসেবে কাজ করছে, তাই তাঁর দলের সদস্যরা অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের নানাভাবে সুবিধা পাইয়ে দিচ্ছেন। তৃণমূল নেতাদের কল্যাণে এই ব্যক্তিদের ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডও হয়ে যাচ্ছে বলে অভিযোগ। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীর তালিকার দিকে তাকালেই বিষয়টা আরও স্পষ্ট হয়ে যায়। ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং যাদের ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল অথচ এ দেশে রয়ে গিয়েছে, তাদের সংখ্যা যথাক্রমে ২৫ হাজার ৯৪২, ৪৯ হাজার ৬৪৫ এবং ৩৫ হাজার ০৫৫।

    কী বলছে নিরাপত্তা সংস্থা

    দেশের নিরাপত্তা সংস্থাগুলি বারবার বলেছে যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতের জাতীয় নিরাপত্তার পক্ষে সবচেয়ে বড় বিপদ। এই বিষয়ে পশ্চিমবঙ্গ একটি অত্যন্ত বিপজ্জনক খেলা খেলছে। তারা এই ব্যক্তিদের পরিচয়পত্র দিচ্ছে। এটা নিয়ে তারা সারা দেশ ভ্রমণ করছে। ভারতের অন্যান্য অঞ্চলেও ব্যাপকভাবে বসতি স্থাপন করছে তারা ওই পরিচয়পত্র নিয়েই। কেবল তাই নয়, ঝাড়খণ্ডের মতো জনজাতি অধ্যুষিত এলাকায় গিয়ে তারা স্থানীয় মেয়েদের বিয়ে করে কৌশলে হাতিয়ে নিচ্ছে তাদের সম্পত্তি। ব্যাপক অনুপ্রবেশের জেরে বদলে যাচ্ছে এলাকার জনবিন্যাস (Mamata Banerjee)। রমরমা কারবার চলছে জাল নোটের। মাদক পাচার, গরু পাচার এসব কাজও দিব্যি চালিয়ে যাচ্ছে তারা (Illegal Bangladeshi Migrants) শাসকদলের নেতাদের প্রশ্রয়ে।

          

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Flight: নাগপুর থেকে গ্রেফতার বিমানে বোমাতঙ্কের ষড়যন্ত্রী, লিখেছেন সন্ত্রাসবাদ সংক্রান্ত বই!

    Flight: নাগপুর থেকে গ্রেফতার বিমানে বোমাতঙ্কের ষড়যন্ত্রী, লিখেছেন সন্ত্রাসবাদ সংক্রান্ত বই!

    মাধ্যম নিউজ ডেস্ক: বিমানে (Flight) বোমা থাকার ভুয়ো তথ্যের অভিযোগের তদন্তে নতুন মোড়। বিভিন্ন উড়ান সংস্থাকে একের পর এক হুমকি ইমেল পাঠানোর অভিযোগে এক ব্যক্তিকে চিহ্নিত করেছে পুলিশ। মঙ্গলবার সকালেই নাগপুর থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ধৃতের নাম জগদীশ উকি। তাঁর বাড়ি মহারাষ্ট্রের গোন্ডিয়া এলাকায়। তিনি বোমাতঙ্কের অন্যতম ষড়যন্ত্রী! বছর পঁয়ত্রিশের জগদীশ সন্ত্রাসবাদের ওপর একটি বইও লিখেছেন। কেন এই কাজ করেছেন তিনি? জানতে নাগপুর পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তাঁকে গ্রেফতার করে জেরা শুরু করেছে।

    ৫০০-র বেশি উড়ানে বোমাতঙ্ক! (Flight)

    ১৩ থেকে ২৮ অক্টোবরের মধ্যে দেশের ৫০০টিরও বেশি উড়ানে (Flight) বোমাতঙ্কের (Bomb Threat) ঘটনা ঘটে। এই হুমকিগুলির বেশিরভাগই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেওয়া হয়েছিল। শুধুমাত্র ২২ অক্টোবরেই ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার ৫০টি ফ্লাইট বোমাতঙ্কের ঘটনা ঘটে। এই ধরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত উকিকে এর আগেও এক বার গ্রেফতার করা হয়েছিল। ২০২১ সালে। এবারের ঘটনাবলিতে ইমেলে হুমকি পাঠানোর পর থেকে তিনি পলাতক ছিলেন উকি। তাঁর খোঁজ শুরু করেছিল পুলিশ। নাগপুর পুলিশের এক সিনিয়র আধিকারিককে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, বোমা সংক্রান্ত হুমকি ইমেলগুলিতে লেখকের নাম উঠে আসার পর থেকেই তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। নাগপুর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শ্বেতা খেড়করের নেতৃত্বে পুলিশের একটি দল এই মামলার তদন্ত চালাচ্ছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, হুমকি ইমেলগুলির সঙ্গে লেখকের যোগ সংক্রান্ত বিশদ তথ্য এসেছে তদন্তকারী দলের হাতে।

    আরও পড়ুন: বদলে গেল সময়, ২০২৫-এর একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু কখন?

    প্রধানমন্ত্রীর দফতরেও হুমকি মেল

    শুধু উড়ান (Flight) সংস্থাকেই নয়, বিভিন্ন সরকারি দফতরেও হুমকি ইমেল পাঠিয়েছিলেন তিনি। তালিকায় রয়েছে প্রধানমন্ত্রীর দফতর, রেলমন্ত্রীর দফতর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর দফতরও। এ ছাড়া আরপিএফের কাছেও হুমকি ইমেল পাঠিয়েছিলেন তিনি। অভিযুক্তকে চিহ্নিত করার পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের বাসভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশের তদন্তকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, উকিকে গ্রেফতারের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। পিটিআই জানাচ্ছে, ওই লেখকের দাবি, তাঁর কাছে সন্ত্রাসবাদ সংক্রান্ত একটি গোপন তথ্য (টেরর কোড) রয়েছে। সেটি নিয়ে তাঁকে কথা বলার সুযোগ দেওয়া না হলে, তিনি বিক্ষোভ দেখাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি, সন্ত্রাসবাদের প্রসঙ্গে তাঁর ‘জ্ঞানের পরিধি’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠকের জন্য আর্জি জানিয়েছেন উকি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “৫০০ বছর পর প্রথমবার অযোধ্যায় দীপাবলি উদযাপন করবেন রাম লালা”, আবেগাপ্লুত প্রধানমন্ত্রী মোদি

    PM Modi: “৫০০ বছর পর প্রথমবার অযোধ্যায় দীপাবলি উদযাপন করবেন রাম লালা”, আবেগাপ্লুত প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: রামমন্দির উদ্বোধনের পর অযোধ্যায় (Ayodhya Temple) প্রথম দীপাবলি। ৫০০ বছর দীর্ঘ অপেক্ষার পর প্রথমবার অযোধ্যায় তাঁর মন্দিরে দীপাবলি উদযাপন করবেন রাম লালা। তাই এই দীপাবলি খুব তাৎপর্যপূর্ণ, অভিমত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মঙ্গলবার রোজগার প্রকল্পের অধীনে ৫১ হাজার যুবককে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এই মত প্রকাশ করেন মোদি (PM Modi)। তিনি বলেন, “আমি সকল নাগরিকদের ধনতেরাসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দুই দিনের মধ্যে আমরা দীপাবলি উদযাপন করতে যাচ্ছি।  এই বছরের দীপাবলি বিশেষ। ৫০০ বছর পর, রাম লালা তাঁর বিশাল মন্দিরে অধিষ্টিত আছেন। এটি হবে তাঁর সঙ্গে আমাদের প্রথম দীপাবলি উদযাপন। আমরা সকলেই এই বিশেষ এবং মহৎ দীপাবলি উদযাপন করতে পেরে ধন্য।”

    অযোধ্যায় সাজ সাজ রব

    অযোধ্যার রামমন্দিরে রাম লালা প্রতিষ্ঠিত হওয়ার পর পর্যটন মানচিত্রে হুহু বদল এসেছে। দেশের আধ্যাত্মিক পর্যটনের অন্যতম প্রাণকেন্দ্র বারাণসীকেও টেক্কা দিয়েছে অযোধ্যা। এতদিন কাশী বিশ্বনাথের টানে বারাণসীর ঘাটে ঘাটে পুণ্যার্থী সমাগমের ঢল নামত। কিন্তু জানুয়ারিতে অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পর প্রথম ছ’মাসেই লাখ লাখ দর্শক ভিড় জমিয়েছেন সেখানে। আদায় হয়েছে বিপুল জিএসটি। সবমিলিয়ে, দেশের পর্যটন মানচিত্রকে অনেকটাই বদলে দিয়েছে অযোধ্যা। পরিসংখ্যান বলছে, উত্তরপ্রদেশের মোট পর্যটকের এক তৃতীয়াংশই হয়েছে অযোধ্যায়। প্রথম ছ’মাসে ১১ লক্ষ পর্যটক গিয়েছেন রামলালা দর্শনে। আর সেখানেই এখন দীপাবলির অপেক্ষা। আলোয় সাজছে অযোধ্যা। 

    রামায়ণে বলা হয়ে থাকে, লঙ্কা জয় করে সীতাকে নিয়ে রাম যেদিন ফিরেছিলেন সেদিন আলো জ্বালিয়ে তাদের প্রিয় রাজার জন্য অপেক্ষা করেছিলেন অযোধ্যাবাসীরা। সেইদিনই ছিল দীপাবলি। এবারের দীপাবলি অযোধ্যার রাম মন্দির নির্মাণের পর প্রথম দীপাবলি। তাই সরযূ নদীর তীরে ২৮ লাখ প্রদীপ জ্বালানো হবে।  রাম মন্দির কমপ্লেক্স পুরোটাই ফুল দিয়ে সাজানো হবে। সাজানো হবে সরোজ নদীর তীরে ৫৫টি ঘাট। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: স্বাস্থ্য পরিষেবায় ১২,৮৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মোদি

    PM Modi: স্বাস্থ্য পরিষেবায় ১২,৮৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ২৯ অক্টোবর, আয়ুর্বেদ দিবস। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) স্বাস্থ্য পরিষেবায় একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন। মোট ১২,৮৫০ কোটি টাকার বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদে এদিন ধন্বন্তরি জয়ন্তী (Ayurveda day) পালনের মধ্য দিয়ে এই প্রকল্পগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, আয়ুষ্মান যোজনা প্রত্যাখ্যান করেছে মমতা সরকার। এ কারণে ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’র সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের মানুষ। নিজের ভাষণে প্রধানমন্ত্রী এনিয়ে বলেন, ‘‘দিল্লি ও পশ্চিমবঙ্গের প্রবীণদের নাগরিকদের কাছে আমি ক্ষমা চাইছি আপনাদের সেবা করতে পারব না। কারণ, দিল্লিতে যে সরকার আছে, আর বাংলার সরকার এই আয়ুষ্মান প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে না। এরা রাজনীতি করছে নিজের রাজ্যেরই অসুস্থ মানুষদের সঙ্গে। এটাকে মানবতা বলে না। এর জন্য আমার কষ্ট হয়। দিল্লি ও বাংলার প্রবীণ নাগরিকরা আমার কথা নিশ্চয়ই শুনছেন।’’

    অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন

    মঙ্গলবার ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’র প্রকল্পকে আরও বিস্তৃত করেন প্রধানমন্ত্রী (PM Modi)। এই পদক্ষেপের মাধ্যমে ৭০ বছর বা তার বেশি বয়সি ভারতীয় নাগরিকরা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদের দ্বিতীয় পর্যায়েরও উদ্বোধন করেন। দ্বিতীয় পর্যায়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদে জুড়ল একটি অত্যাধুনিক পঞ্চকর্ম হাসপাতাল, আয়ুর্বেদিক ফার্মেসি, স্পোর্টস মেডিসিন ইউনিট, একটি গ্রন্থাগার ও ৫০০ আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম। আয়ুর্বেদিক (Ayurveda day) গবেষণা, শিক্ষা এবং চিকিৎসার কাজে ব্যবহার করা হবে এই প্রতিষ্ঠানকে।

    অন্যান্য উদ্বোধন (PM Modi) 

    প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (PM Modi) চিকিৎসা পরিকাঠামোকে আরও উন্নত করার লক্ষ্যে মধ্যপ্রদেশের মন্দসৌর, নিমুচ ও সিওনিতে তিনটি নতুন মেডিক্যাল কলেজের উদ্বোধন করেন এদিন। এর পাশাপাশি, বিলাসপুর, কল্যাণী, পাটনা, গুয়াহাটি, নয়াদিল্লি, গোরখপুর ও ভোপাল এইমসে নতুন বেশ কিছু পরিকাঠামোরও উদ্বোধন এদিন প্রধানমন্ত্রী করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন ছত্তিশগড়ের বিলাসপুর মেডিক্যাল কলেজে একটি সুপার স্পেশালিটি ব্লক এবং ওড়িশার বরাগড় হাসপাতালের একটি ক্রিটিক্যাল কেয়ার ব্লকের উদ্বোধন করেন। মধ্যপ্রদেশে পাঁচটি নতুন নার্সিং কলেজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এদিন মোদি। প্রধানমন্ত্রী এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন (ইএসআইসি)-এর আওতায় থাকা মধ্যপ্রদেশ, হরিয়ানা, কর্নাটকে বেশ কতকগুলি হাসপাতালের উদ্বোধন করেন। এর মাধ্যমে ৫৫ লক্ষ বিমাকৃত কর্মী নিজেদের পরিবারের চিকিৎসা করাতে পারবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Green Hydrogen Plant: লেহ্তে বিশ্বের সবচেয়ে উঁচুতে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট নির্মাণ এনটিপিসি-র, কতটা তাৎপর্যপূর্ণ?

    Green Hydrogen Plant: লেহ্তে বিশ্বের সবচেয়ে উঁচুতে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট নির্মাণ এনটিপিসি-র, কতটা তাৎপর্যপূর্ণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: লাদাখের লেহ্তে বিশ্বের সব থেকে উঁচুতে সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট (Green Hydrogen Plant) স্থাপন করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি (NTPC)। ভারতই এখন বিশ্বের একমাত্র দেশ, যে শুধুমাত্র মিষ্টি জল থেকে হাইড্রোজেন জ্বালানি শক্তির উৎপাদন নিখুঁতভাবে করতে সক্ষম। এই জ্বালানিটি ইতিমধ্যেই ভারতের রকেট উৎক্ষেপণে ব্যবহৃত হয়েছে। এবার দুর্গম লে-লাদাখ থেকে শুরু করে প্রবলভাবে দূষিত রাজধানী দিল্লির অঞ্চলে (এনসিআর) গণ-পরিবহণের চালিকা শক্তি হিসেবে গ্রিন হাইড্রোজেন বেশি করে ব্যবহার করা হবে। দূষণরোধক এবং অধিক শক্তি উৎপাদনী জ্বালানি হিসেবে সবুজ হাইড্রোজেনের গুরুত্ব অপরিসীম। ভারতে ব্যাপক ভাবে জ্বালানি শক্তির চাহিদা রয়েছে এবং সেই জন্য সরকার অত্যন্ত সক্রিয়ভাবে স্থানীয় শক্তির সমাধান খুঁজছে। দেশের গতিকে আরও বৃদ্ধি করতে বিকল্প জ্বালানি হিসেবে গ্রিন হাইড্রোজেনের কথা বারবার তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদি (Green Hydrogen Plant)

    হাইড্রোজেন বিশেষ ভাবে আকর্ষণীয় কারণ, এটি জলকে বিভক্ত করে উৎপাদিত হয়। আবার অপর দিকে এই হাইড্রোজেন মৌলের একমাত্র নির্গমন হয় জল থেকেই। এনটিপিসির (NTPC) গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি লাদাখের লেহ্-তে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত একটি অত্যাধুনিক প্রকল্প। ২০২২ সালের ১ অগাস্ট, প্রধানমন্ত্রী মোদি এই অনন্য প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সবচেয়ে হালকা এবং প্রচুর পরিমাণে হাইড্রোজেন (Green Hydrogen Plant) উপাদান ভবিষ্যতের জন্য একটি নির্ভরযোগ্য জ্বালানি হবে। সরকারও তেল এবং গ্যাসের বিকল্প জ্বালানির সম্ভাবনাকে অন্বেষণ করছে। ফলে দূষণজনিত জ্বালানির বিকল্প হল এই সবুজ হাইড্রোজেন। অপরে জৈব জ্বালানির জলও থেকে ব্যাপকভাবে হাইড্রোজেন উৎপন্ন করা যায়।

    সবুজ হাইড্রোজেন কী?

    হাইড্রোজেন এতটাই শক্তি-সমৃদ্ধ যে তা তরল আকারে তরল অক্সিজেনের সঙ্গে মিলিত হয়ে আরও শক্তিশালী হয়। আর তাই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) সবচেয়ে ভারী রকেটকে উৎক্ষেপণ করতে এই শক্তিকেই ব্যবহার করা হয়েছিল। ভারতের স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মার্ক-৩ তার ৬৪০-টন রকেটে তরলীকৃত হাইড্রোজেন ব্যবহার করেছিল। উল্লেখ্য চন্দ্রযান ৩-এর ঐতিহাসিক মিশনে এই শক্তিকে ব্যবহার করা হয়েছিল। হাইড্রোজেন একদিকে যেমন অত্যন্ত দাহ্য, অপর দিকে চরম সতর্কতা নিয়ে ব্যবহার করতে হয়। তাহলে সবুজ হাইড্রোজেন (Green Hydrogen Plant) আসলে কী? হাইড্রোজেনকে যখন পুনর্ব্যবহারযোগ্য শক্তি হিসেবে উৎপাদন করা হয়, তখন এটি সবুজ হাইড্রোজেন হিসাবে বিবেচিত হয়। আবার অন্যান্য নানা ধরণের হাইড্রোজেনও হয়। যেমন-ধূসর বা বাদামী হাইড্রোজেন, যা আরও  শক্তিশালী জ্বালানি। তবে এগুলিও জীবাশ্ম জ্বালানি।

    দৈনিক ৮০ কেজি হাইড্রোজেন উৎপাদন হবে

    লাদাখের লেহ্-র কাছে চোগলামসার গ্রামে, এনটিপিসি (NTPC) সবুজ হাইড্রোজেন উৎপাদনের জন্য একটি পরীক্ষামূলক প্ল্যান্ট স্থাপন করেছে। এটি বিশ্বের সবচেয়ে উঁচুতে স্থাপিত সবুজ হাইড্রোজেন (Green Hydrogen Plant) ফুয়েলিং স্টেশন। লাদাখ একটি ঠান্ডা মরুভূমি অঞ্চল, সূর্যের আলো দ্বারা অত্যন্ত সমৃদ্ধ, বছরে ৩০০ দিনের বেশি মেঘমুক্ত থাকে। এখানে, এনটিপিসি একটি ১.৭ মেগাওয়াট সোলার ফটোভোলটাইক প্ল্যান্ট স্থাপন করেছে। সেখান থেকে উৎপন্ন বিদ্যুৎ একটি ইলেক্ট্রোলাইজারকে শক্তি দেয়, যা জলকে হাইড্রোজেন এবং অক্সিজেনে বিভক্ত করে। এই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য শক্তির জোগান মেলে। এতে হাইড্রোজেনকে জ্বালানি হিসাবে গ্রহণ করা হয় এবং অপর দিকে অক্সিজেন নির্গত হয়। এনটিপিসি জানিয়েছে, এই প্ল্যান্টটি দৈনিক ৮০ কেজি হাইড্রোজেন উৎপাদন করতে সক্ষম। ফলে লেহ্ এলাকার আশেপাশে পাঁচটি ইন্ট্রা-সিটি ফুয়েল-সেল ইলেকট্রিক বাস চালানো যাবে। মোটামুটি ভাবে প্রতিদিন সব মিলিয়ে ১১০০ কিলোমিটার পর্যন্ত যানবাহনের জ্বালানি মিলবে।

    বার্ষিক ২৩০ মেট্রিক টন বিশুদ্ধ অক্সিজেন ছাড়বে

    এনটিপিসি-র (NTPC) সূত্রে জানা গিয়েছে, লেহ্-স্টেশনটি অত্যন্ত দূষণকারী জীবাশ্ম-জ্বালানি যানবাহনের বিকল্প শক্তিকেন্দ্র হয়ে উঠবে। একইভাবে দূষণরোধে বিভিন্ন সুবিধা প্রদান করবে। এখানে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসগুলিকে একত্রীকরণ করা হবে। এমনকী, সঙ্কটের পরিস্থিতিতেও জ্বালানির নির্ভরযোগ্যতা বাড়াবে। এতে কার্বন নির্গমন হ্রাস হয়ে একটি স্বচ্ছ জ্বালানি ইকোসিস্টেমকে প্রতিস্থাপন করবে। এনটিপিসি-র এই স্টেশনটি প্রতি বছর আনুমানিক ৩৫০ মেট্রিক টন কার্বন নির্গমন কমাবে এবং বার্ষিক ২৩০ মেট্রিক টন বিশুদ্ধ অক্সিজেন ছাড়বে, যা প্রায় ১৩,০০০ গাছ লাগানোর সমতুল্য বলে বিবেচিত হবে। লাদাখে উচ্চ সৌরতাপ বিকিরণ এবং ঠান্ডা তাপমাত্রার কারণে এই অঞ্চলটি সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত আদর্শ। স্থানীয়ভাবে গ্রিন হাইড্রোজেন উৎপাদন ও ব্যবহার জ্বালানি সরবরাহের চাহিদা দূর করবে। একইসঙ্গে এই এলাকাগুলিকে স্বয়ংসম্পূর্ণ এবং সড়ক যোগাযোগে বাধাগুলিকে দ্রুত নিরসন করবে। তবে, একটা চ্যালেঞ্জ রয়ে যাচ্ছে। তা হল, জলকে হাইড্রোজেন (Green Hydrogen Plant) এবং অক্সিজেনে বিভক্ত করা বা  বৈদ্যুতিক বাসগুলিতে ব্যবহৃত জ্বালানি কোষগুলিকে চালনার জন্য যে যে ইলেক্ট্রোলাইজার ব্যবহার করতে হয়, সেগুলিকে বর্তমানে আমদানি করা হয়। যে কারণে, বর্তমানে প্রচলিত জীবাশ্ম-জ্বালানি চালিত বাস বা যানবাহনের তুলনায় হাইড্রোজেন-চালিত যানবাহন ব্যয় বহুল। এক্ষেত্রে,  স্থানীয়ভাবে এই প্রযুক্তির বিকাশ হলে ভবিষ্যতে এই উদ্যোগ ব্যাপকভাবে এগিয়ে যেতে পারে।

    অর্থনীতিতেও, গ্রীন হাইড্রোজেন প্রভাব ফেলবে

    এনটিপিসি-র (NTPC) চিফ জেনারেল ম্যানেজার ডিএমআর পান্ডা বলেছেন, “গ্রিন হাইড্রোজেন (Green Hydrogen Plant) উৎপাদন করা ভারতের শক্তি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শক্তির স্বাধীনতা এবং স্বয়ং উৎপাদনে স্বনির্ভরতা বাড়বে৷ সর্বোপরি, আমাদের প্রচুর সৌর রশ্মি এবং জল রয়েছে৷ ভারত এই শক্তির কার্বনাইজেশন করছে৷ অর্থনীতিতেও, গ্রিন হাইড্রোজেন প্রভাব ফেলবে। জল থেকে উৎপন্ন শক্তি এবং নিঃসরণ হিসাবে সৌর শক্তি, প্রকৃতপক্ষে লেহ্ এবং দিল্লি এনসিআর গ্রিন হাইড্রোজেন প্রকল্পগুলি বেশ ফলপ্রসূ হবে। ২০৭০ সালের মধ্যে জ্বালানিতে এই উপাদানের ব্যবহার সর্বাত্মক করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।  দেশের প্রধানমন্ত্রীও আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • New Planet Discovery: সৌরজগতের বাইরে নতুন গ্রহ আবিষ্কার করলেন ভারতীয় বিজ্ঞানীরা, কী নাম রাখলেন?

    New Planet Discovery: সৌরজগতের বাইরে নতুন গ্রহ আবিষ্কার করলেন ভারতীয় বিজ্ঞানীরা, কী নাম রাখলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরজগতের বাইরে নতুন গ্রহের সন্ধান দিলেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের (Indian scientist) গবেষণায়। এই আবিষ্কৃত গ্রহের (New Planet Discovery) নাম ‘টিওআই-৬৬৫১বি’। অন্য আরেকটি সূর্যের মতো নক্ষত্রের চারপাশে পরিক্রমা করে চলেছে গ্রহটি। মহাকাশ গবেষণায় ভারতীয় বিজ্ঞানীদের এই আবিষ্কারে বিরাট শোরগোল পড়েছে।

    পৃথিবীর তুলনায় গ্রহের ভর ৬০ গুণ বেশি (New Planet Discovery)

    ভারতের ফিজিক্যাল রিসার্চ ল্যাবোরেটরির (Physical Research Laboratory) বিজ্ঞানীরা এই নয়া গ্রহের আবিষ্কার করেছেন। অত্যাধুনিক পারাস-২ স্পেকটোগ্রাফের মাধ্যমে এই গ্রহের অনুসন্ধান করা সম্ভব হয়েছে। টিওআই-৬৬৫১বি গ্রহটি (New Planet Discovery) উচ্চভর যুক্ত। আমাদের সৌর জগতের শনির সঙ্গে অনেকটাই মিল রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই নিয়ে পিআরএল-এর বিজ্ঞানীরা ষষ্ঠতম এক্সোপ্ল্যানেট বা ভিন-গ্রহ আবিষ্কার করলেন। মহাকাশ গবেষণায় ভারতের এই অনুসন্ধান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই নয়া আবিষ্কৃত গ্রহ কোনও সাধারণ গ্রহ নয়। বিজ্ঞানীরা (Indian scientist) বলেছেন, পৃথিবীর তুলনায় ওই গ্রহের ভর ৬০ গুণ বেশি। আয়তনেও পৃথিবীর তুলনায় প্রায় পাঁচ গুণ বড়। মহাকাশে নেপচুনিয়ান ডেসার্ট নামক অঞ্চলের একেবারে কিনারায় এই গ্রহের সন্ধান পাওয়া গিয়েছে। তবে ওই এলাকায় এই রকম আরও গ্রহের সন্ধান আগেও পাওয়া গিয়েছে।

    মোট ভরের ৮৭ শতাংশ পাথর ও লৌহসমৃদ্ধ খনিজ

    নবাবিষ্কৃত এই গ্রহ টিওআই-৬৬৫১বি (New Planet Discovery) সূর্যের মতো পৃথক একটি নক্ষত্রের চারিদিকে পরিক্রমা করে। নক্ষত্রকে প্রদক্ষিণ করতে গ্রহটি পাঁচ দিন সময় নেয়। ওই গ্রহে একবছর হিসেবে গন্য হয়, যে সময়সীমা তা পৃথিবীর এক সপ্তাহেরও কম। এই গ্রহের কক্ষপথ খানিকটা ডিম্বাকৃতির। এই প্রসঙ্গে বিজ্ঞানীরা জানাচ্ছেন,  টিওআই-৬৬৫১বি গ্রহটি টিওআই-৬৬৫১ নামের নক্ষত্রকে প্রদক্ষিণ করেছে। সেটি একটি জি-টাইপ সাব-জায়ান্ট নক্ষত্র। সূর্যের চেয়ে তার আয়তন এবং তাপমাত্রা অনেক বেশি। সেখানকার তাপমাত্রা প্রায় ৫৯৪০ কেলভিন। গ্রহের মোট ভরের ৮৭ শতাংশ পাথর এবং লৌহসমৃদ্ধ খনিজ বলে জানা গিয়েছে। হাইড্রোজেন এবং হিলিয়ামের আস্তরণ মুড়ে রেখেছে গ্রহটিকে। তবে সবসময় গ্রহটি এমন ছিল না, তার বিবর্তন ঘটেছে বলে মনে করছেন বিজ্ঞানীরা (Indian scientist)।

    গবেষকদের বক্তব্য, অন্য এক বা একাধিক মহাজাগতিক বস্তুর সঙ্গে মিশে যায় গ্রহটি। ফলে সূচনাপর্বের ওই পরিবেশ আর বিদ্যামান নেই গ্রহটিতে। বিজ্ঞানীরা আরও জানান, সাধারণ যে নিয়মে গ্রহের জন্ম হয়, তা থেকেও কিছুটা আলাদা এটি। একে বড়, তারপর ভর অনেক বেশি তাই টিকে থাকার বিষয় নিয়ে আশঙ্কা রয়েছে। তবে এই নিয়ে বিস্তর আরও গবেষণার প্রয়োজন আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। নতুন গ্রহমণ্ডলের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান করছেন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা (Indian scientist)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Odisha CM: ‘বিজেডি আমলে দুর্নীতিতে ডুবে ছিল ওড়িশা’, অভিযুক্তদের রেয়াত নয়, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

    Odisha CM: ‘বিজেডি আমলে দুর্নীতিতে ডুবে ছিল ওড়িশা’, অভিযুক্তদের রেয়াত নয়, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৪ বছর ধরে দুর্নীতিতে ডুবে ছিল পূর্বতন বিজেডি সরকার। ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইকের একটি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী (Odisha CM) মোহন চরণ মাঝি। ভুবনেশ্বরের লোকসভা ভবনে মুখ্যমন্ত্রী মাঝি বলেন, ‘‘বিজেডি সরকার প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতিতে ডুবে ছিল এবং বহু অফিসার এর মধ্যে যুক্ত ছিলেন।’’ সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের কোনওভাবে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মোহন মাঝি (CM Mohan Majhi)। দুর্নীতির বিরুদ্ধে বিজেপির যে জিরো টলারেন্স নীতি, তাও এদিন নিজের বক্তব্যে বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

    বিজেপি সরকার ক্ষমতা আসার পরেই ভিজিল্যান্স দফতর অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে

    ওড়িশায় (Odisha CM) বিজেপি সরকার ক্ষমতা আসার পরেই ভিজিল্যান্স দফতর অত্যন্ত শক্তিশালী এবং সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। এখনও পর্যন্ত দুর্নীতির অভিযোগে ছয় জন প্রধান ইঞ্জিনিয়ার, একজন জয়েন্ট কমিশনারকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। ওই জয়েন্ট কমিশনার আবগারি দফতরের বলে জানা গিয়েছে। এর পাশাপাশি, ‘সিটি এবং জিএসটি’র একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, মৎস্য দফতরের একজন ডেপুটি ডিরেক্টর ছাড়াও, দুজন তহসিলদার, দুজন বিডিও, একজন ফরেস্ট রেঞ্জ অফিসার, একজন জেল সুপারিনডেন্ট, একজন ডাক্তার ও সাতজন পুলিশ কর্মীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী (Odisha CM)। নিজের বক্তব্যে তিনি আরও বলেন, ‘‘এটা শুরু, দুর্নীতির বিরুদ্ধে আরও লড়াই আমাদের বাকি রয়েছে।’’ যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের প্রত্যেককে দুর্নীতির আওতায় আসতে হবে বলেও জানিয়েছেন তিনি।

    ঢেলে সাজানো হচ্ছে ভিজিল্যান্স টিমকে

    এর পাশাপাশি, এদিন মোহন চরণ মাঝি (Odisha CM) ভিজিল্যান্স ফরেন্সিক সায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার কথাও ঘোষণাও করেন। এই সংস্থার স্থাপন ওড়িশাতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করবে বলে জানিয়েছেন তিনি। ভিজিল্যান্স টিমকে আরও শক্তিশালী করতে ৮ জন নতুন এসপি পদমর্যাদার অফিসার, ২৪ জন ডিএসপি এবং ১৬ জন সাব ইন্সপেক্টরকে নিযুক্ত করা হয়েছে বলে খবর। এঁরা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করবেন। একইসঙ্গে, ব্যাঙ্কিং ও সাইবার সিকিউরিটির ক্ষেত্রে ২৪ জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়োগ করেছে ওড়িশা সরকার। এছাড়া, ভিজিল্যান্স দফতরে গতি আনতে ১৩৫টি নতুন মোটরসাইকেল ও দেড়শোটি মতো ল্যাপটপ ও কম্পিউটার দেওয়া হয়েছে বলেও জানান মোহন মাঝি (CM Mohan Majhi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rojgar Mela: রোজগার প্রকল্পে ৫১ হাজার যুবক-যুবতীকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী মোদি

    Rojgar Mela: রোজগার প্রকল্পে ৫১ হাজার যুবক-যুবতীকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: রোজগার মেলার (Rojgar Mela) মাধ্যমে ফের ৫১ হাজার যুবক-যুবতীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের আওতায় এই চাকরির ব্যবস্থা করা হয়। এই চাকরি মেলার (Job News) উদ্বোধনও করেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের নিয়োগপত্র দেন প্রধানমন্ত্রী। ভিডিওবার্তায় সকলকে দীপাবলির শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এই বছর দীপাবলিতে অযোধ্যায় নিজের আলয়ে পূজিত হবেন ভগবান শ্রী রাম। তাই এই দীপাবলিকে বিশেষ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)।

    রোজগার মেলার উদ্দেশ্য

    কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের থেকে দেওয়া তথ্য বলছে, রোজগার মেলার (Rojgar Mela) মাধ্যমে বিভিন্ন সরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ দেওয়া হয়। যেমন, জিএসটি ইনস্পেক্টর, ইনস্পেক্টর, হেড কনস্টেবল, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্রফেসর, রেজিস্ট্রার, স্পোর্টস অফিসার, টেকনিশিয়ান, সায়েন্টেফিক অফিসার, ক্লার্ক, চিকিৎসক এবং অধ্যাপক পদে সরকারি চাকরির সুযোগ দেওয়া হয় রোজগার মেলার মাধ্যমে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে এই চাকরির ব্যবস্থা করা হয়। সরকারি তথ্য বলছে, রাজস্ব থেকে শুরু করে স্বরাষ্ট্র, উচ্চ শিক্ষা, পরমাণু শক্তি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রতিরক্ষা, আদিবাসী উন্নয়ন মন্ত্রকের বিভিন্ন পদে এই নিয়োগ দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। অষ্টম শ্রেণি পাশ থেকে শুরু করে মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, আইটিআই পাশ, কিংবা কোনও ডিপ্লোমা ডিগ্রি বা স্নাতক পাশ… বিভিন্ন স্তরের শিক্ষাগত যোগ্যতার আবেদনকারীরা সুযোগ পান রোজগার মেলায়।

    আরও পড়ুন: আখনুরে সেনা কনভয়ে হামলায় ব্যবহৃত স্টিল-বুলেট, পাল্টা অভিযানে খতম তিন জঙ্গি

    কর্মযোগী পোর্টালের কাজ

    নিয়োগের পরে আইজিওটি কর্মযোগী পোর্টালের অধীনে ‘কর্মযোগী প্রাধ্যম’ নামে একটি অনলাইন প্রশিক্ষণ মডিউলে কর্মীদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে। এই পোর্টালে পাওয়া যাবে ১৪০০-রও বেশি ই-লার্নিং সিলেবাস। এই নতুন পোর্টালের প্রশিক্ষণ মডিউলে দেশের উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় সমস্ত স্কিল শেখানো হবে যার মাধ্যমে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীরাও নিজেদের পেশাগত স্তরে উন্নতি করতে পারবে। ২০২২ সালের ২২ অক্টোবর থেকে দেশে শুরু হয়েছিল এই রোজগার মেলা। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র প্রসাদ জানান যে এই রোজগার মেলার (Rojgar Mela) মাধ্যমে একটি বোতাম টিপেই ৫১ হাজার বেকার যুবককে চাকরি দিয়েছেন নরেন্দ্র মোদি (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share