Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Maharashtra Assembly Elections: মাত্র ছ’মাসেই মহারাষ্ট্রে ঘুরে দাঁড়াল বিজেপি, কোন মন্ত্রবলে জানেন?

    Maharashtra Assembly Elections: মাত্র ছ’মাসেই মহারাষ্ট্রে ঘুরে দাঁড়াল বিজেপি, কোন মন্ত্রবলে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যবধান মাত্রই ছ’মাসের। এপ্রিলে লোকসভা নির্বাচনে যে রাজ্যে পদ্মের হাল (Mahayuti) মলিন হয়ে গিয়েছিল, মাত্র ছ’মাস পরেই সেই রাজ্যই পদ্মময়। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মহা বিকাশ অঘাড়ী জোটকে ধরাশায়ী করে জয়ডঙ্কা বাজাচ্ছে বিজেপি। এ রাজ্যে গেরুয়া শিবির বলে বলে গোল দিয়েছে বিরোধীদের। লোকসভা নির্বাচনের পর মহারাষ্ট্রের কুর্সি দখলের যে স্বপ্ন বিরোধীরা দেখেছিলেন, সেই স্বপ্নই বিধানসভা নির্বাচনে খড়কুটোর মতো ভেসে গেল আরব সাগরের জলে। প্রশ্ন হল, কোন মন্ত্রবলে বিজেপির এই ঘুরে দাঁড়ানো আর বিরোধীদের অধঃপতন? আসছি সেই আলোচনায়ই।

    নিশ্চুপে মেরামত করে চলেছে ভাঙা নৌকার হাল (Maharashtra Assembly Elections)

    বিজেপি সূত্রে খবর, লোকসভা নির্বাচনের পর হাতে যে ছ’মাস ছিল, সেই সময় নিজেকে গড়েপিটে নিয়েছে মহারাষ্ট্র বিজেপি। শত্রুর ঘরে (পড়ুন বিরোধী শিবিরে) যখন নিত্য বয়ে গিয়েছে অশান্তির চোরাস্রোত, তখন বিজেপি নিশ্চুপে মেরামত করে চলেছে ভাঙা নৌকার হাল। যারই সুফল গেরুয়া শিবির কুড়িয়েছে বিধানসভা নির্বাচনে। গত ছ’মাসে একের পর এক সাহসী এবং জনকল্যাণকর পদক্ষেপ নিয়েছেন গৈরিক নেতারা।

    জনকল্যাণমুখী পদক্ষেপ

    নীতিগত সংশোধনের পদক্ষেপের পাশাপাশি কৃষক, নারী ও অনগ্রসর শ্রেণির জন্যও বিভিন্ন জনহিতকর কর্মসূচি বাস্তবায়ন করেছে মহরাষ্ট্র সরকার। রাজনৈতিক মহলের মতে, মহাযুতি সরকারের এসব পদক্ষেপই ফলপ্রসূ হয়েছে। মহাযুতি সরকারের তিন শরিক— বিজেপি, শিবসেনা এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পরে পরিস্থিতি পাল্টাতে সক্ষম হয়েছে এই জোট। মহারাষ্ট্রে লোকসভা আসন রয়েছে ৪৮টি। তার মধ্যে (Maharashtra Assembly Elections) বিজেপি পেয়েছিল মাত্র ১৭টি আসন (Mahayuti)। বাকি কেন্দ্রের রাশ গিয়েছে মহা বিকাশ অঘাড়ী (MVA) জোটের ঝুলিতে। শনিবার বিধানসভা নির্বাচনের ফল বের হওয়া শুরু হতেই চওড়া হতে থাকে বিজেপি নেতাদের মুখের হাসি। এদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১২৪টি আসনে জয় পেয়েছে পদ্ম শিবির। বিভিন্ন আসনে এগিয়ে রয়েছে মহাযুতি সরকারের জোট শরিকরা।

    আরও পড়ুন: মহারাষ্ট্রে জয় নিশ্চিত ‘মহাযুতি’ জোটের, ভোটারদের ধন্যবাদ একনাথ শিন্ডের

    দুয়ারে জনকল্যাণকর বিভিন্ন পরিষেবা

    মহারাষ্ট্রবাসীর দুয়ারে জনকল্যাণকর বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার সুফল যেমন বিজেপি কুড়িয়েছে, তেমনি আরএসএসের প্রচারও গৈরিক শিবিরের ঘরে তুলে দিয়েছে লাভের কড়ি। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে আদাজল খেয়ে ময়দানে নেমে পড়েছিল আরএসএস। বিজেপি এবং রাজ্যের শাসক জোটের হয়ে ব্যাপক প্রচারও করেছে তারা। যার জেরে হতাশা কাটিয়ে উঠে বিজেপির পক্ষে ভোট দিয়েছেন ভোটারদের একটা বড় অংশ। বিজেপিও তাদের কঠোর হিন্দুত্ববাদী অবস্থান জোরালো করে তোলে। বিজেপির স্লোগানের মধ্যে ছিল ‘এক হো তো সেফ হো’, ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’ (ভাগ হলেই পতন)-এর মতো ঝাঁঝালো স্লোগান। এগুলোও ভোটারদের মনে গভীর ছাপ ফেলেছিল। এসবই জুগিয়েছে বিজেপির পালে হাওয়া। বিজেপি এবং আরএসএসের যুগলবন্দির মোকাবিলা করতে পারেনি মহা বিকাশ অঘাড়ী জোট। যার জেরে মহারাষ্ট্রে পানি পায়নি এই মহাজোট।

    ওবিসি সম্প্রদায়

    মারাঠা আন্দোলন (Maharashtra Assembly Elections) ওবিসি সম্প্রদায়গুলিকে মেরুকরণ করবে বলে আশা করা হয়েছিল। বিজেপি তার জনসংযোগ পরিকল্পনার মাধ্যমে বিচ্ছিন্ন ৩৫৩টি সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নেমেছিল। মহারাষ্ট্র নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং রাজ্যের শীর্ষ নেতারা অঞ্চলভিত্তিকভাবে ওবিসি সম্প্রদায়ের সঙ্গে বিজেপির সংযোগ স্থাপনের জন্য সুপরিকল্পিতভাবে কাজ করেছিলেন। বিজেপি কেন্দ্রীয় ওবিসি তালিকায় সাতটি জাতি বা উপজাতিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও রেখেছিল ওবিসি কমিশনের কাছে। ওবিসি সম্প্রদায়ের এই সূক্ষ্ম ব্যবস্থাপনা মহাযুতির পক্ষে মাঠ পর্যায়ে কার্যকর প্রমাণিত হয়। মহারাষ্ট্র বিধানসভার আসন সংখ্যা ২৮৮টি। এর মধ্যে ১৭৫টি আসনে নির্ণায়ক শক্তি ওবিসি সম্প্রদায়। তার একটা বড় অংশই এবার গিয়েছে গেরুয়া ঝুলিতে। যার জেরে আরব সাগরের তীরের লোনা মাটিতেও ফুটেছে পদ্ম।

    ‘কৃষি আমাদের ভিত্তি’

    মহারাষ্ট্রের জনসংখ্যার ৬৫ শতাংশই কৃষির ওপর নির্ভরশীল। তাই লোকসভা নির্বাচনে পরাস্ত হওয়ার পর কৃষকদের ভোট পদ্ম-ঝুলিতে টানতে একাধিক পদক্ষেপ করে মহারাষ্ট্রের মহাযুতি সরকার। এর মধ্যে ছিল রাজ্য বাজেটে সরকার ৭.৫ হর্সপাওয়ার পর্যন্ত কৃষি পাম্প ব্যবহারকারী কৃষকদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের ঘোষণা। নির্বাচনী ইশতেহারে, মহাযুতি ফসল ঋণ মকুবের প্রতিশ্রুতিও দেয় সরকার। ‘ভাবান্তর যোজনা’র মাধ্যমে এমএসপি এবং প্রকৃত ক্রয়মূল্যের পার্থক্য পরিশোধ করার প্রতিশ্রুতিও দেয় সরকার। এছাড়াও গুচ্ছ জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নেয় সরকার। বিধানসভা নির্বাচনে এসবই ডিভিডেন্ট দিয়েছে বিজেপিকে। তার জেরেই আরব সাগরের তীর হয়েছে (Mahayuti) পদ্মময়। মহারাষ্ট্রের কুর্সির রং হয়েছে গেরুয়া (Maharashtra Assembly Elections)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Maharashtra Election: মহারাষ্ট্রে ‘মহাযুতি’-র বিপুল জয়ের কাণ্ডারি এই দুই মুখ, তাঁরা কারা জানেন?

    Maharashtra Election: মহারাষ্ট্রে ‘মহাযুতি’-র বিপুল জয়ের কাণ্ডারি এই দুই মুখ, তাঁরা কারা জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে (Maharashtra Election) সব অনুমান ছাপিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফিরছে বিজেপি (BJP) জোট। ধরাশায়ী বিরোধী মহাবিকাশ অঘাড়ী শিবির। মহারাষ্ট্রে ২৮৮টির মধ্যে ২২১টি আসনে এগিয়ে রয়েছে শিন্ডেসেনা-বিজেপি-এনসিপি (অজিত)-র ‘মহাযুতি’। জোটে বিজেপি একাই ১২৫টি আসনে এগিয়ে। মারাঠাভূমে বিজেপির এই জয়ের নেপথ্য কারিগর হলেন দুই শীর্ষ বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব এবং আশ্বিনী বৈষ্ণব। গত ১০ নভেম্বর মুম্বইয়ের জনসভায় যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির নির্বাচনী (Maharashtra Election) প্রতিশ্রুতি ঘোষণা করছিলেন তখন মঞ্চে নয়, দর্শকাসনে বসেছিলেন এই দুই নেতা। রাজ্য নেতাদের আসন ছেড়ে দিয়ে গোপনে পরিকল্পনা করছিলেন মানুষের মন জেতার। সেই কাজে আপাতত ১০০ শতাংশ সফল তাঁরা।

    দুই শীর্ষ নেতার দায়িত্ব

    মহারাষ্ট্র নির্বাচনের (Maharashtra Election) দায়িত্বপ্রাপ্ত বিজেপির (BJP) দুই শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদব এবং আশ্বিনী বৈষ্ণব খুব কম কথা বলেন। পর্দার আড়ালে থেকে কাজ করাই তাঁদের স্বভাব। তাঁরা মুম্বইয়ে সপ্তাহের পর সপ্তাহ কাটিয়েছেন। মাটিতে থেকে কাজ করেছেন তৃণমূল স্তরে। দলের আভ্যন্তরীণ বিবাদ মেটাতে তাঁরা ছিলেন সদা সক্রিয়। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপির খারাপ ফলের পরই শীর্ষ নেতৃত্ব এই দুই নেতাকে রাজ্যে দলের দায়িত্ব দেন। সেখান থেকেই দলকে সাজান তাঁরা। ওবিসি ভোটারদের একত্রিত করা, কৃষকদের জন্য ঋণ মকুবের প্রতিশ্রুতি, ‘লাডলি বেহেন’ স্কিম মারাঠাভূমে জনমানসে প্রভাব ফেলে।

    আরও পড়ুন: পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা, সাগরে নিম্নচাপের পরিস্থিতি! কী বলছে হাওয়া অফিস?

    যাদব এবং বৈষ্ণব জুটির সাফল্য

    এই ‘কৌশলী’ যুগল – যাদব এবং বৈষ্ণব – এর আগে মধ্যপ্রদেশে বিজেপির (BJP) জয় নিশ্চিত করে। বিগ স্টেট উত্তরপ্রদেশে বিজেপির জয় নিশ্চিত করার পর থেকেই যাদব দীর্ঘদিন ধরে নির্বাচনী কৌশলবিদ হিসেবে পরিচিত। অন্যদিকে, বৈষ্ণব মহারাষ্ট্রের (Maharashtra Election) মতো বড় রাজ্যে বিজেপির কৌশল বাস্তবায়ন এবং মধ্যপ্রদেশে বিজেপির জয়ের পর সাংগঠনিক কাজে নিজের দক্ষতা দেখিয়েছেন। এই একই কৌশলী দলটি মধ্যপ্রদেশে গত বছর নির্বাচনের দায়িত্বে ছিলেন। তাঁদের যাদুকাঠিতেই ২৩০ আসনের মধ্য থেকে ১৬৩টি আসনে বিজয়ী হয়ে মধ্যপ্রদেশে সরকার গঠন করে বিজেপি। একই দলটি পরে মহারাষ্ট্রের নির্বাচনে (Maharashtra Election) দায়িত্ব পান। ফের নিজেদের দক্ষতা দেখালেন এই জুটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nayab Saini: ২৮ নভেম্বর থেকে কুরুক্ষেত্রের পূণ্যভূমিতে শুরু আন্তর্জাতিক গীতা মহোৎসব

    Nayab Saini: ২৮ নভেম্বর থেকে কুরুক্ষেত্রের পূণ্যভূমিতে শুরু আন্তর্জাতিক গীতা মহোৎসব

    মাধ্যম নিউজ ডেস্ক: হরিয়ানার কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন গীতার উপদেশ। অর্থাৎ, ভগবদ্গীতা রচিত হয়েছিল কুরুক্ষেত্রে। আর সেই কুরুক্ষেত্রের পূণ্যভূমিতেই ২০২৪ সালে আন্তর্জাতিক গীতা মহোৎসবের (International Gita Mahotsav) আয়োজন হতে চলেছে। চলতি মাসের ২৮ নভেম্বর শুরু হচ্ছে আন্তর্জাতিক গীতা মহোৎসব। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। হরিয়ানায় ফের ক্ষমতায় ফিরেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন নয়াব সাইনি (Nayab Saini)। তিনি সাংবাদিক সম্মেলনে শুক্রবার আন্তর্জাতিক গীতা মহোৎসবের কথা জানিয়েছেন। তাঁর মতে, এই অনুষ্ঠান হতে চলেছে আধ্যাত্মিকতা ও সংস্কৃতির মেলবন্ধন। হরিয়ানার মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, চলতি বছরে তানজানিয়া অন্যতম সহযোগী দেশ হিসেবে থাকবে আন্তর্জাতিক গীতা মহোৎসবে। অন্যদিকে, ওড়িশা থাকবে সহযোগী রাজ্য হিসেবে। 

    সনাতন ধর্মের ঐতিহ্য এবং পরম্পরা প্রতিফলিত হবে 

    দেশের অঙ্গরাজ্য ওড়িশা সম্পর্কে বলতে গিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী (Nayab Saini) বলেন যে প্রচুর ভক্তের গন্তব্য হল পুরীধাম। এছাড়া কোনারকের সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দিরও যথেষ্ঠ বিখ্যাত। সনাতন ধর্মের ঐতিহ্য এবং পরম্পরা প্রতিফলিত হবে গীতা মহোৎসবে, এমনটাই জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। হরিয়ানার মুখ্যমন্ত্রী (Nayab Saini) আরও জানিয়েছেন, তানজানিয়াকে আফ্রিকার গেট বলা হয়। ভারতের সঙ্গে গীতা মহোৎসবে তানজানিয়া সামিল হওয়াতে-দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কের উন্নতি হবে বলেই তিনি জানিয়েছেন।

    তানজানিয়ার একাধিক মন্ত্রীরও থাকার কথা রয়েছে গীতা মহোৎসবে 

    প্রসঙ্গত, তানজানিয়ার একাধিক মন্ত্রীরও থাকার কথা রয়েছে গীতা মহোৎসবে। আন্তর্জাতিক গীতা মহোৎসব, ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছিল হরিয়ানাতে। সে কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী জানান, লক্ষাধিক মানুষ ভারত এবং বিদেশ থেকে সেই গীতা মহোৎসবের সামিল হন। এবারের মহোৎসবের ভক্ত সমাগম ৪৫ থেকে ৫০ লাখ হবে। তিনি (Nayab Saini) আরও জানিয়েছেন, ২০১৯ সালে আন্তর্জাতিক গীতা মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক গীতা মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল কানাডাতে। ২০২৩ সালের এপ্রিল মাসে গীতা মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়াতে এবং চলতি বছরের শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে গীতা মহোৎসব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maharashtra Election Results 2024: মহারাষ্ট্রে জয় নিশ্চিত ‘মহাযুতি’ জোটের, ভোটারদের ধন্যবাদ একনাথ শিন্ডের

    Maharashtra Election Results 2024: মহারাষ্ট্রে জয় নিশ্চিত ‘মহাযুতি’ জোটের, ভোটারদের ধন্যবাদ একনাথ শিন্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে (Maharashtra Election Results 2024) বিজয়ের পথে ‘মহাযুতি’। রাজ্যের ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। ইতিমধ্যেই বিজেপি, শিবসেনা ও এনসিপির মহাযুতি জোট সংখ্যাগরিষ্ঠতার বিচারে অনেক এগিয়ে গিয়েছে। মহাযুতি নেতা থেকে শুরু করে সকল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।

    ৫৮,৮৭৯ ভোটে এগিয়ে একনাথ (Maharashtra Election Results 2024)

    বিধানসভা নির্বাচনের ফল গণনার শেষ পাওয়া তথ্য সূত্রে জানা গিয়েছে, শিবসেনা নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde) কোপরি-পাচপাখাদি থেকে ৫৮৮৭৯ ভোটে এগিয়ে রয়েছেন। তিনি নির্বাচনী ফলকে ঘিরে বলেন, “আমি রাজ্যের সমস্ত ভোটার নাগরিকদের ধন্যবাদ জানাই। আমাদেরকে বিপুল জয়ের দিকে অগ্রসর করার জন্য সকলকে অভিনন্দন জানাই। আমি আগেই বলেছিলাম আমরা নির্বাচনী ফলাফলে সংখ্যা গরিষ্ঠতা পাবো। ‘লাডলি বেহেন’ (Ladli Bahin) প্রকল্প ব্যাপক ভাবে জনমনকে জয় করেছে। আমাদের প্রত্যাশা এবং অনুমানকে ব্যাপক ভাবে সাফল্যের দিকে নিয়ে গিয়েছে। এই ফলাফল (Maharashtra Election Results 2024) আমাদের গত আড়াই বছর কাজের উন্নয়নের প্রতিফল। আমরা আমাদের কাজের মাধ্যমে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যেতে সক্ষম হয়েছি। আমাদের প্রকল্প এবং জনমুখী পরিকল্পনাগুলি মানুষের আস্থা, বিশ্বাস এবং ভরসা জয় করতে সক্ষম হয়েছি। সঠিক ভাবে নীতিগুলিভাবে যাতে বাস্তবায়িত হয় সেই উদ্দেশে কাজ করেছি আমরা।”

    জয় মানুষের জয়

    মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের (Maharashtra Election Results 2024) ফলাফলকে সামনে রেখে একনাথ শিন্ডে (Eknath Shinde) আরও বলেছেন, “আমরা এখন চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছি মাত্র। ফলপ্রকাশের পর আমরা মহাযুতি জোটের পক্ষ থেকে বিজেপি, শিবসেনা, এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেব।” অপর দিকে জয় (Maharashtra Election Results 2024) সুনিশ্চিত বুঝতে পেরে একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডে দলের কর্মী-সমর্থকদের মিলে উচ্ছ্বাসে মেতেছেন। তিনি বলেন, “আমরা প্রত্যাশা অনুযায়ী আসন পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। এই জয় মানুষের জয়।”

    আরও পড়ুনঃ রাহুল, খাড়্গে-সহ কংগ্রেসের তিন নেতাকে মানহানির নোটিশ পাঠাল বিজেপি

    বিজেপি ১০০ আসন অতিক্রম করবে

    আবার বিজেপি নেতা বিকাশ পাঠক ফলাফল (Maharashtra Election Results 2024) সম্পর্কে বলেছেন, “আমরা মহাযুতির জন্য ১৬০ টিরও বেশি আসন আশা করেছিলাম এবং ঠিক এভাবেই এটি প্রকাশ পাচ্ছে। এটি বিজেপির জন্য একটি উল্লেখযোগ্য বছর হবে। শক্তি বৃদ্ধি করে বিজেপি ১০০ আসনের সংখ্যা অতিক্রম করছে। শীঘ্রই একজন মহাযুতি মুখ্যমন্ত্রী শপথ নেবেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Manipur Clash: অশান্ত মণিপুরে আসছে আরও ৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উদ্ধার ৩ হাজার অস্ত্রশস্ত্র

    Manipur Clash: অশান্ত মণিপুরে আসছে আরও ৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উদ্ধার ৩ হাজার অস্ত্রশস্ত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অশান্তির আগুনে পুড়ছে মণিপুর (Manipur Clash)। উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে শান্তি ফেরাতে আরও ৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Forces) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে জওয়ান রয়েছেন প্রায় ১০ হাজার ৮০০ জন। সব মিলিয়ে মণিপুরে মোতায়েন করা হচ্ছে ২৮৮ কোম্পানি জওয়ান। মণিপুর সরকারের প্রধান নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেন, “অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ঝুঁকিপূর্ণ, সংবেদনশীল, সীমান্তবর্তী এবং মিশ্র জনসংখ্যার এলাকাগুলিতে।”

    অশান্ত জিরিবাম (Manipur Clash)

    ৭ নভেম্বর থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। সব চেয়ে বেশি অশান্তি হচ্ছে জিরিবাম জেলায়। এই দফার গোষ্ঠী সংঘর্ষে এই জেলায় মৃত্যু হয়েছে ২০ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪ নভেম্বর ফের লাগু হয়েছে আফস্পা। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৮ নভেম্বর সেখানে ৫০ কোম্পানি আধাসেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এবার পাঠানো হচ্ছে আরও ৯০ কোম্পানি সেনা (Manipur Clash)।

    কী বলছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা?

    মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং জানান, এই জওয়ানরা এলাকার বাসিন্দাদের জীবন ও সম্পত্তি রক্ষা করবেন। প্রত্যেক জেলায় আলাদা করে কন্ট্রোল রুম ও কো-অর্ডিনেশন সেল খোলা হচ্ছে। আধাসেনার তালিকায় রয়েছে সিআরপিএফের পাশাপাশি থাকবে বিএসএফ, সেনা, অসম রাইফেলস, আইটিবিপি এবং সশস্ত্র সীমাবল। জানা গিয়েছে, যেসব অস্ত্রশস্ত্র লুট করা হয়েছিল, তার মধ্যে এ পর্যন্ত প্রায় ৩ হাজার অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। মায়ানমার সীমান্তের পাশাপাশি বিভিন্ন জায়গায় তল্লাশি চালাবে নিরাপত্তাবাহিনী। কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাহিনীকে।

    আরও পড়ুন: মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে শুরু ভোট গণনা, দুই রাজ্যেই এগিয়ে বিজেপি জোট

    এর আগে প্রবীণ এক পুলিশ কর্তা বলেছিলেন, গত বছরের ৩ মে থেকে মণিপুর অশান্ত হওয়ার পর থেকে সব মিলিয়ে লুঠ হয়েছিল ৫ হাজার ৬৬৯টি উন্নতমানের অস্ত্র এবং লক্ষাধিক রাউন্ড বিভিন্ন ধরনের (Central Forces) গুলি। প্রধান নিরাপত্তা উপদেষ্টা জানান, জাতীয় তদন্ত সংস্থা এনআইএ তাদের কাছে হস্তান্তরিত সমস্ত মামলার তদন্ত শুরু করেছে (Manipur Clash)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Worlds Tallest Temple: প্রবল ঝড়-ভূকম্পে থাকবে অক্ষত, বিশ্বের উচ্চতম মন্দির নির্মিত হচ্ছে মথুরায়

    Worlds Tallest Temple: প্রবল ঝড়-ভূকম্পে থাকবে অক্ষত, বিশ্বের উচ্চতম মন্দির নির্মিত হচ্ছে মথুরায়

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের জানুয়ারি মাসের ২২ তারিখ উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। তবে উত্তরপ্রদেশে মন্দির নির্মাণের পর্ব চলছেই। খুব দ্রুতগতিতে কাজ এগোচ্ছে কৃষ্ণ জন্মভূমি বলে পরিচিত মথুরার চন্দ্রোদয় মন্দিরের নির্মাণের কাজ। এই মন্দির পৃথিবীর উচ্চতম মন্দির (Worlds Tallest Temple) হতে চলেছে। দেশ-বিদেশের প্রচুর ভক্ত সারা বছরব্যাপী মথুরায় পা রাখেন। তাঁদের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ পবিত্র মথুরা মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। মথুরার (Mathura) পাশেই যমজ শহর বৃন্দাবন। সেখানেও অগণিত ভিড় করেন। শ্রী কৃষ্ণের লীলাক্ষেত্র বলে পরিচিতি হল বৃন্দাবন।

    ভিত্তিপ্রস্থর স্থাপন (Worlds Tallest Temple) করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় 

    বিশেষজ্ঞ মহলের ধারণা, মন্দির নির্মাণের (Worlds Tallest Temple) পরেই মথুরার আকর্ষণ সারা বিশ্বের কাছে আরও বেড়ে যাবে। দুবাইয়ের বুর্জ খলিফার সঙ্গেও এর তুলনা টানা হচ্ছে। মন্দির নির্মাণ হচ্ছে ইসকনের তত্ত্বাবধানে। জানা গিয়েছে, মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে ২০১৪ সালের ১৬ নভেম্বর থেকে। তৎকালীন দেশের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন। মথুরার (Mathura) এই মন্দিরে থাকছে মোট ১৬৬ তলা, পৃথিবীতে আর কোনও মন্দিরে এতগুলি তলা নেই। প্রসঙ্গত, চন্দ্রোদয় মন্দিরের উচ্চতা হতে চলেছে ৭০০ ফুট। পৃথিবীর এই উচ্চতম মন্দির দিল্লির কুতুব মিনারের চেয়ে তিনগুণ তিনগুণ বেশি উচ্চ হতে চলেছে। এমনকী, দুবাইয়ের বুর্জ খলিফার থেকেও উঁচু হবে এই মন্দির।

    ঝড়-ভূমিকম্পে থাকবে অক্ষত

    পুরো মন্দিরটি তৈরি হচ্ছে একদম পিরামিডের ধাঁচে। মন্দিরের (Worlds Tallest Temple) সর্বোচ্চ তলার নাম দেওয়া হয়েছে ব্রজ মণ্ডল দর্শন। জানা গিয়েছে, সম্পূর্ণ মন্দির নির্মাণে খরচ হচ্ছে ৭০০ কোটি টাকা। এই মন্দির রিখটার স্কেলের ৮ মাত্রা পর্যন্ত ভূকম্পন থেকেও নিজেকে রক্ষা করতে সক্ষম। সেভাবেই তৈরি করা হয়েছে। আবার ১৭০ কিলোমিটার বেগে ঝড় বইলেও মন্দির অক্ষত থাকবে। মন্দিরটি ৭০ একর জায়গা জুড়ে অবস্থিত। মন্দির তৈরি হয়েছে ৫১১টি পিলারের মাধ্যমে। সম্পূর্ণ মন্দিরের ওজন পাঁচ লাখ টনেরও বেশি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cash For Vote: রাহুল, খাড়্গে-সহ কংগ্রেসের তিন নেতাকে মানহানির নোটিশ পাঠাল বিজেপি

    Cash For Vote: রাহুল, খাড়্গে-সহ কংগ্রেসের তিন নেতাকে মানহানির নোটিশ পাঠাল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেসের তিন নেতার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দেওয়ার (Cash For Vote) হুমকি দিলেন বিজেপির (BJP) জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী এবং কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেটকে মানহানির নোটিশ পাঠিয়েছেন তিনি। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা তাওড়ের বিরুদ্ধে ভোটারদের টাকা বিলি করার অভিযোগ তুলেছেন।

    ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি (Cash For Vote)

    আইনি নোটিশে তাঁদের নিঃশর্তে তাওড়ের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তিনি তাঁদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে দেওয়ানি মানহানির মামলা এবং ফৌজদারি মানহানির মামলা করবেন। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তাওড়ে বলেন, “কংগ্রেস নেতারা আমাকে ও আমার দলের মানহানির জন্য নির্বাচনের আগে মিথ্যা অভিযোগ করেছেন।”

    কী বলেছিলেন খাড়্গেরা?

    তিনি বলেন, “মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, ১৯ নভেম্বর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের মুখপাত্র সুপ্রিয়া বলেছিলেন যে বিনোদ তাওড়েকে ভোটারদের মধ্যে ৫ কোটি টাকা বিলি করার সময় হাতে-নাতে ধরা হয়েছে। তাঁরা কেবল (Cash For Vote) আমাকে ও আমার দলের মানহানি করতে চেয়েছিল।”

    বিজেপির এই নেতা বলেন, “আমি অত্যন্ত আঘাত পেয়েছি। আমি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ। গত ৪০ বছর ধরে রাজনীতিতে আছি। আমি কখনওই এমন কিছু করিনি। কংগ্রেস নেতারা আমাকে, আমার দল ও আমার নেতাদের মানহানি করতে চেয়েছিলেন। তাই তাঁরা ইচ্ছাকৃতভাবে সংবাদমাধ্যম ও জনগণের কাছে এই মিথ্যা কথা বলেছিলেন। তাই আমি তাঁদের বিরুদ্ধে আদালতের নোটিশ পাঠিয়েছি যে তারা যেন প্রকাশ্যে ক্ষমা চান, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।”

    আরও পড়ুন: নিজ্জর খুনের ঘটনা জানতেন না মোদি-জয়শঙ্কর-ডোভাল, দিল্লির চাপে ‘ঢোঁক গিলল’ ট্রুডো সরকার

    তাওড়ের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। পদ্ম-সাংসদ সম্বিত পাত্র বলেন, “এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমাদের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে স্পষ্টভাবে রাহুলকে চ্যালেঞ্জ করেছেন যে তিনি এসে (BJP) সিসিটিভির ফুটেজ দেখুন, নিজেই দেখুন এবং বলুন কোথায় অর্থ রয়েছে (Cash For Vote), কে বিতরণ করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • ICRA Report: তৃতীয় ত্রৈমাসিকে দ্রুত বৃদ্ধি পাবে ভারতীয় অর্থনীতি, দাবি আইসিআরএ-র

    ICRA Report: তৃতীয় ত্রৈমাসিকে দ্রুত বৃদ্ধি পাবে ভারতীয় অর্থনীতি, দাবি আইসিআরএ-র

    মাধ্যম নিউজ ডেস্ক: ঊর্ধমুখী ভারতের অর্থনীতি। আইসিআরএ (ICRA) রিপোর্ট অনুযায়ী, ভারতের অর্থনীতি ২০২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল-সেপ্টেম্বর ২০২৪) তুলনায় দ্রুত বৃদ্ধি পাবে। রিপোর্টে বলা হয়েছে যে, এটি একটি ইতিবাচক প্রবণতা, যা বিভিন্ন সেক্টরে অর্থনৈতিক সূচকগুলির উন্নতি এবং শক্তিশালী কার্যক্রমের কারণে প্রত্যাশিত। নভেম্বর ২০২৪ সালের প্রাথমিক তথ্যও একটি ইতিবাচক প্রবণতা নির্দেশ করছে।

    কোন কোন ক্ষেত্রে উন্নতি

    রিপোর্টে (ICRA Report) দাবি করা হয়েছে, বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি পেয়েছে। উৎসবের মরশুমে গাড়ি রেজিস্ট্রেশনের চাহিদা বেড়েছে। এই প্রবণতাগুলি থেকেই অনুমান করা যায়, যে তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার প্রথমার্ধের তুলনায় বাড়বে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, গত মাসে পরিবহণ এবং চলাচল সম্পর্কিত বেশ কিছু সূচক গুরুত্বপূর্ণ উন্নতি দেখিয়েছে। অক্টোবর ২০২৪ সালে যানবাহন নিবন্ধন বছরে ৩২.৪ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধির পেছনে মূল কারণ ছিল দু’চাকা ও যাত্রীবাহী গাড়ির চাহিদা। পেট্রল ব্যবহার ৩.০ শতাংশ থেকে ৮.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশের অভ্যন্তরীণ বিমান যাত্রী সংখ্যা ৬.৪ শতাংশ থেকে ৯.৬ শতাংশ বেড়েছে। এছাড়াও, দু’চাকা গাড়ির উৎপাদন ১৩.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, রেল পণ্য পরিবহণ ১.৫ শতাংশ বেড়েছে, যা সেপ্টেম্বর মাসে ০.৭ শতাংশ কমেছিল, এবং ডিজেল ব্যবহার ১.৯ শতাংশ হ্রাস থেকে ০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    আরও পড়ুন: মহাকুম্ভে ভিড় নিয়ন্ত্রণে এআই-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করবে উত্তরপ্রদেশ পুলিশ

    এগোচ্ছে ভারত

    এই মুহূর্তে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দিকে এগিয়ে চলেছে। এই পরিস্থিতিতে জিডিপি (GDP) বৃদ্ধির হারেও দাপট দেখাচ্ছে ভারত। ২০২৪-২৫ অর্থবর্ষে জি-২০ অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে জিডিপি বৃদ্ধির হারে এক নম্বরে থাকতে চলেছে ভারত। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৭ শতাংশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahakumbh Mela 2025: মহাকুম্ভে ভিড় নিয়ন্ত্রণে এআই-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করবে উত্তরপ্রদেশ পুলিশ

    Mahakumbh Mela 2025: মহাকুম্ভে ভিড় নিয়ন্ত্রণে এআই-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করবে উত্তরপ্রদেশ পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান হল ভারতের মহাকুম্ভ মেলা। আগামী বছর মহাকুম্ভের (Kumbh Mela 2025) জন্য এখন থেকেই প্রস্তুতি চলছে। এই মেলায় লক্ষাধিক ভক্ত সমাগম হবে। তাই এই মেলা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সবার আগে প্রয়োজন ভিড় নিয়ন্ত্রণ। এবার মেলায় ভিড় নিয়ন্ত্রণের জন্য এআই প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানাল উত্তরপ্রদেশ পুলিশ (UP Police)। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সিসিটিভি ক্যামেরাগুলিতে এআই ফিচার যুক্ত করা হয়েছে। ক্যামেরাগুলি তাদের ফিডের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে পুলিশকে সতর্কবার্তা পাঠাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানুষের বুদ্ধি একযোগে কাজ করবে। ইতিমধ্যেই মেলা সংলগ্ন অঞ্চলে ২৫টি পুলিশ স্টেশন তৈরি করা হয়েছে। মেলার জন্য মোট ৫৬টি স্টেশন স্থাপন করা হবে। 

    কীভাবে কাজ করবে এআই-যুক্ত ক্যামেরা

    মহাকুম্ভ মেলার (Kumbh Mela 2025) সুরক্ষা ও ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে, এই প্রথমবার যোগী আদিত্যনাথ সরকার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ করছে। সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি মেলা পরিচালনার কাজকে সহজ করার পরিকল্পনা করেছে সরকার। এআই-চালিত ক্যামেরাগুলি পুরো কুম্ভ মেলার নানা প্রান্তে স্থাপন করা হচ্ছে। এর ফলে বিশাল ভিড়ের উপর ২৪/৭ নজরদারি নিশ্চিত করা যাবে। এই অত্যাধুনিক ক্যামেরাগুলি শুধু নিরাপত্তা বাড়াবে না, বরং মেলার সময় যাঁরা হারিয়ে যাবেন, তাঁদের আবার একত্রিত করতেও সাহায্য করবে। মেলা এলাকায় ৩২৮টি এআই সক্ষম ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এই ক্যামেরাগুলির  ইনস্টলেশন কাজ শীঘ্রই শেষ হবে।

    আরও পড়ুন: মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে শুরু ভোট গণনা, দুই রাজ্যেই এগিয়ে বিজেপি জোট

    হারানো ব্যক্তিদের খোঁজ

    প্রশাসন সূত্রে খবর, ফেসবুক এবং এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে মহাকুম্ভ মেলায় (Kumbh Mela 2025) হারানো আত্মীয়দের খোঁজ দ্রুত পাওয়া যাবে। এর ফলে তীর্থযাত্রীদের পরিবারের সদস্যদের একত্রিত করা সহজ হবে। ২০২৫ সালের মহাকুম্ভে আসা দেশি ও বিদেশি ভ্রমণকারীরা আর ভিড়ে হারিয়ে যাওয়ার চিন্তা করবেন না। মেলা প্রশাসন এই সমস্যা সমাধানে একটি ব্যাপক পরিকল্পনা করেছে। একটি ডিজিটাল কেন্দ্র ১ ডিসেম্বর থেকে চালু হবে, যা উন্নত প্রযুক্তি ব্যবহার করে হারানো ব্যক্তিদের দ্রুত একত্রিত করতে সাহায্য করবে। মহাকুম্ভে (Kumbh Mela 2025) কোনও ব্যক্তির পরিচয় জানতে ফেস রেকগনিশন প্রযুক্তি ব্যবহৃত হবে। এই অত্যাধুনিক সিস্টেমটি তাৎক্ষণিকভাবে ছবি ক্যাপচার করবে এবং ৪৫ কোটি তীর্থযাত্রীর মধ্যে হারিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করবে (UP Police)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Assembly Election 2024: মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে শুরু ভোট গণনা, দুই রাজ্যেই এগিয়ে বিজেপি জোট

    Assembly Election 2024: মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে শুরু ভোট গণনা, দুই রাজ্যেই এগিয়ে বিজেপি জোট

    মাধ্যম নিউজ ডেস্ক: অধিকাংশ সমীক্ষাতেই উঠে এসেছে যে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র- এই দুই রাজ্যে সরকার গঠন করবে বিজেপি। সকাল থেকেই দুই রাজ্যেই এগিয়ে রয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনের ছয় মাসের মাথাতে ভোট হচ্ছে দুই রাজ্যে। আজ শনিবার সকাল আটটা থেকে ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে (Assembly Election 2024) শুরু হয়েছে ভোট গণনা। এর পাশাপাশি গণনা চলছে বাংলার ছটি কেন্দ্রে (Election Results)। যেগুলিতে উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে, উপনির্বাচন হচ্ছে ২ রাজ্যের ২ লোকসভা কেন্দ্রেও। মহারাষ্ট্রের নান্দেড় লোকসভার পাশাপাশি সেই তালিকায় রয়েছে কেরলের ওয়েনাড়। সেখানেও গণনা চলছে। মোট ১৪টি রাজ্যের ৪৮টি বিধানসভা এবং দু’টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে। রাজ্যগুলি হল- অসম, বিহার, ছত্তিশগড়, গুজরাট, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, মেঘালয়, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।

    পশ্চিমবঙ্গের ৬ কেন্দ্র সমেত গণনা ঝাড়খণ্ডেও (Assembly Election 2024)

    গণনা চলছে পশ্চিমবঙ্গের ছ’টি বিধানসভা কেন্দ্রে (Election Results)। এগুলি হল-কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি, বাঁকুড়ার তালড্যাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর। যেখানে কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশের ন’টি বিধানসভার উপনির্বাচনের ফলাফলও বের হবে আজ শনিবার। বাংলার পড়শি রাজ্য ঝাড়খণ্ডে (Assembly Election 2024) মোট ৮১টি আসনের মধ্যে ৪৩টিতে ভোট হয়েছিল প্রথম দফায়, গত ১৩ নভেম্বর। বাকি ৩৮টিতে দ্বিতীয় দফায়, ২০ নভেম্বর। মহারাষ্ট্রের ২৮৮ আসনেই ২০ নভেম্বর এক দফায় ভোট হয়েছিল। 

    মহারাষ্ট্রের ভোট গণনা

    মহারাষ্ট্রে মূল লড়াই বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে), এনসিপি (অজিত)-এর জোট ‘মহাযুতি’ এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর ‘মহাবিকাশ আঘাড়ী’র মধ্যে। এ ছাড়া ভোটের ময়দানে রয়েছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনাও, বাবাসাহেব আম্বেদকরের পুত্র তথা প্রাক্তন সাংসদ প্রকাশ আম্বেদকর ‘বঞ্চিত বহুজন আঘাড়ী’ দলের হয়ে লড়ছেন। মহারাষ্ট্রে ক্ষমতাসীন ‘মহাযুতি’র গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী (Assembly Election 2024) তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে (কোপরি-পাচপাখাড়ি), দুই উপমুখ্যমন্ত্রী, এনসিপির অজিত পওয়ার (বারামতী) এবং বিজেপির দেবেন্দ্র ফড়ণবীস (নাগপুর দক্ষিণ-পশ্চিম)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share