Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Narendra Modi: মন্ত্রক বণ্টন নিয়ে আলোচনা, মোদির বাসভবনেই আজ নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

    Narendra Modi: মন্ত্রক বণ্টন নিয়ে আলোচনা, মোদির বাসভবনেই আজ নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম দিন থেকেই কর্ম ব্যস্ততা। নতুন মন্ত্রিসভার ৭২ জন সদস্যকে নিয়ে আজ, সোমবার বিকেলে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিজেপি সূত্রে খবর, সোমবার বিকেল পাঁচটার মধ্যে নতুন মন্ত্রিসভার (Modi 3.0 Cabinet) সকল সদস্যকে বৈঠকে হাজির হতে বলা হয়েছে। এই বৈঠক হবে দিল্লির লোক কল্যাণ মার্গে মোদির বাসভবনে। সোমবারই তৃতীয়বারের জন্য ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মোদি। এদিনের বৈঠকটি বেশ কয়েক ঘণ্টা ধরে চলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

    কী নিয়ে বৈঠক

    রবিবার নিজের বাসভবনে সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে বৈঠক করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তখনই তিনি ১০০ দিনের রোডম্যাপ ও বিকশিত ভারতের পরিকল্পনা প্রসঙ্গে বক্তব্য পেশ করেন। দলীয় সূত্রে খবর, প্রথম বৈঠকে (Modi 3.0 Cabinet) এই বিষয়গুলো নিয়ে আরও স্বচ্ছ ধারণা দিতে পারেন প্রধানমন্ত্রী। রবিবার রাষ্ট্রপতি ভবনে এনডিএ সরকারের মন্ত্রিসভার ৭২ জন শপথ নেন। প্রধানমন্ত্রী ছাড়াও ৩০ জন পূর্ণমন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী এবং ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এদিন শপথ নেন। সোমবারের মধ্যে মন্ত্রক বণ্টনের বিষয়টিও স্পষ্ট হয়ে যাবে বলে অনুমান। তাই নিয়েই এদিন আলোচনার সম্ভাবনা রয়েছে। সঙ্গে মন্ত্রিসভার বৈঠক থেকে উঠে আসতে পারে এনডিএ সরকারের প্রথম পদক্ষেপের রূপরেখাও।

    আরও পড়ুন: ঘামে প্যাচপ্যাচ! জ্যৈষ্ঠের গরমে জেরবার জনজীবন, স্বস্তির বৃষ্টি কবে?

    বাংলা থেকে ২ মন্ত্রী

    রবিবার ৭২ জন মন্ত্রী শপথগ্রহণ করলেও এখনও তাঁদের মধ্যে দফতর বণ্টন করা হয়নি। কে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন, এখনও স্পষ্ট নয়। অনেকের মতে, সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর (Narendra Modi) বাসভবনে ডাকা বৈঠকে মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হতে পারে। বাংলা থেকে মোদির এই তৃতীয় মন্ত্রিসভায় (Modi 3.0 Cabinet) দু’জন ডাক পেয়েছেন। বনগাঁর সাংসদ তথা মতুয়া সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর এর আগে জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন। পাশাপাশি, মোদির মন্ত্রিসভায় বাংলা থেকে নতুন সদস্য হয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি রবিবারই জানিয়েছেন, তাঁকে এবং শান্তনুকে প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হচ্ছে। শপথগ্রহণের পর দফতর জানিয়ে দেওয়া হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi Cabinet: জমকালো অনুষ্ঠানে ফের প্রধানমন্ত্রী পদে শপথ মোদির, মন্ত্রিসভায় কারা?

    PM Modi Cabinet: জমকালো অনুষ্ঠানে ফের প্রধানমন্ত্রী পদে শপথ মোদির, মন্ত্রিসভায় কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবি-সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে জমকালো অনুষ্ঠানে তৃতীয়বারের জন্য শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Cabinet)। প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নেন আরও ৭২জন পূর্ণমন্ত্রী। বাংলা থেকে মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরের।

    মোদির মন্ত্রিসভা (PM Modi Cabinet)

    এবার দেখে নেওয়া যাক মোদির মন্ত্রিসভায় কাদের জায়গা হল। এদিন যাঁরা শপথ নিয়েছেন, তাঁরা হলেন রাজনাথ সিংহ, অমিত শাহ, নীতীন গডকরি, জেপি নাড্ডা, শিবরাজ সিংহ চৌহান, নির্মলা সীতারামণ, এস জয়শঙ্কর, মনোহরলাল খট্টর, এইচডি কুমারস্বামী, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঝি, লালন সিংহ, সর্বানন্দ সোনোয়াল, বীরেন্দ্র কুমার, কিঞ্জারাপু রামমোহন নায়ডু, প্রহ্লাদ জোশী, জুয়েল ওঁরাও, গিরিরাজ সিংহ, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিংহ শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরণ রিজিজু, হরদীপ সিংহ পুরী, মনসুখ মাণ্ডব্য, গঙ্গাপূরম কিষান রেড্ডি, চিরাগ পাশোয়ান, সিআর পাতিল, ইন্দ্রিজিৎ সিংহ, জিতেন্দ্র সিংহ, অর্জুনরাম মেঘওয়াল, প্রতাপরাও গণপতরাও জাধব, জয়ন্ত চৌধুরী, জিতিন প্রসাদ, শ্রীপদ ইয়েসোনায়েক, পঙ্কজ চৌধুরী, কৃষ্ণপাল গুর্জর, রামদাস আঠাওয়ালে, রামনাথ ঠাকুর, নিত্যানন্দ রাই।

    জায়গা পেলেন আর কারা 

    শপথ নিলেন অনুপ্রিয়া প্যাটেল, ভি সোমান্না, চন্দ্রশেখর পেম্মাসানি, এসপি সিংহ বাঘেল, শোভা করন্দ লাজে, কীর্তি বর্ধন সিংহ, বিএল বর্মা, শান্তনু ঠাকুর, সুরেশ গোপী, এল মুরুগান, অজয় টামটা, সঞ্জয় কুমার, কমলেশ পাশোয়ান, ভগীরথ চৌধুরী, সতীশচন্দ্র দুবে, সঞ্জয় শেঠ, রবনীত সিংহ বিটু, দুর্গাদাস উইকে, রক্ষা নিখিল খাড়সে, সুকান্ত মজুমদার, সাবিত্রী ঠাকুর, তোখন সাহু, রাজভূষণ চৌধুরী, ভূপতি রাজু শ্রীনিবাসন বর্মা, হর্ষ মালহোত্র, মুরলীধর মোহল এবং জর্জ কুরিয়েন। এদিন শপথ নিয়েছেন ৩৬ জন প্রতিমন্ত্রী এবং পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও। তবে এবার বাদ পড়লেন পুরানো মন্ত্রিসভার কয়েকজন সদস্য। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর, রাজীব চন্দ্রশেখর এবং নারায়ণ রানে। 

    আর পড়ুন: পদ্মের কাছে হার বিজেডির, রাজনীতি ছাড়লেন নবীন-ঘনিষ্ঠ প্রাক্তন আমলা

    নিয়ম হল, লোকসভার মোট সদস্য সংখ্যার ১৫ শতাংশের মধ্যে থাকতে হবে মন্ত্রিসভার সদস্য সংখ্যা। অষ্টাদশ লোকসভার ৫৪৩টি আসনে নির্বাচন হয়েছে। সেই হিসেবে মন্ত্রী হতে পারেন সর্বোচ্চ ৮১ জন।প্রসঙ্গত, মোদির নয়া মন্ত্রিসভায় (PM Modi Cabinet) ঠাঁই পেয়েছেন জম্মু-কাশ্মীরের একজনও। তিনি হলেন জিতেন্দ্র সিংহ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • VK Pandian: পদ্মের কাছে হার বিজেডির, রাজনীতি ছাড়লেন নবীন-ঘনিষ্ঠ প্রাক্তন আমলা

    VK Pandian: পদ্মের কাছে হার বিজেডির, রাজনীতি ছাড়লেন নবীন-ঘনিষ্ঠ প্রাক্তন আমলা

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পর্যুদস্ত হয়েছেন বিজেপি সুপ্রিমো তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এই নির্বাচনে তাঁর দল জিতলে তিনি ভেঙে ফেলতেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের রেকর্ড। টানা আড়াই দশক ওড়িশার মুখ্যমন্ত্রী পদে থাকার পর এবার পদ্ম-পার্টির কাছে নবীন খুইয়েছেন কুর্সি। তাঁর পরাজয়ে হতাশ প্রাক্তন আমলা ভিকে পান্ডিয়ান (VK Pandian)।

    কাঠগড়ায় পান্ডিয়ান (VK Pandian)

    বিজেডির পরাজয়ের জন্য পান্ডিয়ানই দায়ী বলে অভিযোগ বিরোধীদের। তার জেরেই শেষমেশ সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন নবীনের ব্যক্তিগত সচিব থেকে ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠা পান্ডিয়ান। রবিবার এক ভিডিওবার্তায় পান্ডিয়ান (VK Pandian) বলেন, “নবীনবাবুকে সাহায্য করতে আমি সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চেয়েছিলাম। কিন্তু এখন সচেতনভাবেই নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে নিচ্ছি।” বিজেডির পরাজয়ের জন্য দলীয় কর্মী-সমর্থকদের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছেন পান্ডিয়ান। বলেন, “আমার এই যাত্রায় যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি, তবে দুঃখিত। আমার বিরুদ্ধে যে প্রচার চালানো হয়েছিল, তা যদি বিজেডির পরাজয়ের কারণ হয়, সেজন্যও আমি দুঃখিত।”

    পর্যুদস্ত নবীনের দল

    পান্ডিয়ান দক্ষ আইএএস। গত নভেম্বরে চাকরি ছেড়ে যোগ দেন সক্রিয় রাজনীতিতে। বিধানসভা নির্বাচনের ফল বের হলে দেখা যায় পদ্ম-পার্টির কাছে পর্যুদস্ত হয়েছে নবীনের দল বিজেডি। রাজ্যের ১৪৭টি বিধানসভা আসনের মধ্যে মাত্র ৫১টিতে জিতেছে বিজেডি। বিজেপি জয়ী হয়েছে ৭৮টি আসনে। লোকসভা নির্বাচনের ফল আরও করুণ। রাজ্যের ২১টি আসনের মধ্যে একটিতেও জয়ী হয়নি নবীনের দল। বিজেপি সরকার গড়ার দাবিদার হওয়ায় পদত্যাগ করেন নবীন। বিজেডির অভিযোগ, পান্ডিয়ান দলের প্রবীণ নেতাদের কোণঠাসা করে দিয়েছিলেন। তার জেরে তাঁদের অনেকেই দলত্যাগ করেন। বিজেডির হারের পরেই সমালোচনার তিরে বিদ্ধ হন পান্ডিয়ান। এহেন পরিস্থিতিতে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন এই প্রাক্তন আমলা।

    আর পড়ুন: “২ কোটি ৩৫ লাখ লোক বিজেপিকে সমর্থন করেছেন, আমাদের বিরাট দায়িত্ব”, মন্তব্য শুভেন্দুর

    পান্ডিয়ান বলেন, “যে অভিজ্ঞতা এবং শিক্ষা আমি অর্জন করেছি, তা আমার সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। তাঁর আশীর্বাদ, নেতৃত্ব, নীতিবোধ এবং সর্বোপরি, ওড়িশাবাসীর প্রতি তাঁর ভালোবাসা আমায় সব সময় প্রেরণা জুগিয়েছে। ওড়িশাবাসীর কল্যাণ কামনাই তাঁর ধ্যান-জ্ঞান ছিল। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন-সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা মাইলস্টোন ছুঁয়েছি (VK Pandian)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: হবু মন্ত্রীদের নিয়ে চা চক্রে মোদি, শুরুতেই প্রকল্পের কাজ সময়ে শেষ করায় জোর

    Narendra Modi: হবু মন্ত্রীদের নিয়ে চা চক্রে মোদি, শুরুতেই প্রকল্পের কাজ সময়ে শেষ করায় জোর

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ঐতিহাসিক মুহূর্তের মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে গোটা দেশ। কারণ ১৯৬২ সালের পরে প্রথমবার কোনও প্রধানমন্ত্রী টানা তৃতীয়বার শপথ নিতে চলেছেন। জওহরলাল নেহরুর পরে নরেন্দ্র মোদি। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এদিনই চা চক্রে প্রধানমন্ত্রী মোদি মিলিত হন তাঁর মন্ত্রিসভায় যাঁরা শপথ নেবেন সেই হবু মন্ত্রীদের সঙ্গে। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর এটা পুরনো অভ্যাস। মন্ত্রিসভার শপথের আগেই হবু মন্ত্রীদের নিয়ে বৈঠক করা। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হবু মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘‘প্রকল্পের কাজ সময় মতো শেষ করুন।’’ ৯ জুন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠকে পশ্চিমবঙ্গ থেকে হাজির ছিলেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরও।

    নতুন মুখও আসছে মন্ত্রিসভায়

    মনোহর লাল খট্টর, শিবরাজ সিং চৌহান, বান্দি সঞ্জয় কুমার, রবনীত সিং বিট্টু সহ বেশ কয়েকটি নতুন মুখ কেন্দ্রীয় মন্ত্রীসভায় দেখা যাবে। ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিতে দেখা যাবে অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গড়করি, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব, নির্মলা সীতারামন, এবং মনসুখ মান্ডব্যদের মতো সিনিয়র নেতাদেরও। শিবসেনার প্রতাপরাও যাদব, বিজেপির সি আর পাতিল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাও ইন্দ্রজিৎ সিং, নিত্যানন্দ রাই, ভগীরথ চৌধুরী এবং হর্ষ মালহোত্রারাও শপথ নেবেন এদিন।

    আরও পড়ুন: দক্ষিণে জারি তাপপ্রবাহ আর উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস! কী জানাল আবহাওয়া দফতর?

    টিডিপি এবং জেডি(ইউ)-এর থেকে কারা মন্ত্রী

    বিজেপির জিতিন প্রসাদ এবং রক্ষা খাডসেও মোদি সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেবেন। সর্বানন্দ সোনোয়াল এবং কিরেন রিজিজুও শপথ নেবেন। টিডিপি-র রাম মোহন নাইডু এবং জেডি(ইউ)-এর লালন সিংয়ের মতো নেতারাও মন্ত্রী হচ্ছেন বলে খবর। চিরাগ পাসওয়ান, এইচডি কুমারস্বামী, অনুপ্রিয়া প্যাটেল, জয়ন্ত চৌধুরী এবং জিতন রাম মাঝিও মন্ত্রীত্ব পেতে পারেন। মন্ত্রী হতে চলেছেন রামদাস আঠাওয়ালেও। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Odisha BJP: ওড়িশায় বিজেপির নতুন সরকারের শপথ ১২ জুন, থাকবেন মোদি

    Odisha BJP: ওড়িশায় বিজেপির নতুন সরকারের শপথ ১২ জুন, থাকবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালে ওড়িশাতে (Odisha BJP) ব্যাপক জয় পেয়েছে বিজেপি। প্রসঙ্গত, লোকসভার নির্বাচনের সঙ্গেই সে রাজ্যের বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়। লোকসভা নির্বাচনে ২১টির মধ্যে ২০টি আসন যায় গেরুয়া শিবিরের ঝুলিতে। অন্যদিকে ১৪৭ আসন বিশিষ্ট ওড়িশা বিধানসভায় ৭৮টি আসন দখল করে বিজেপি। ৪ জুন এই ফলাফল সামনে আসতেই খবর ভাসতে থাকে যে ১০ জুন ভুবনেশ্বরে জনতা ময়দানে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ সহ এনডিএ জোটের বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির শপথ গ্রহণের কারণেই আগামীকাল ১০ জুন ওড়িশার প্রথম বিজেপি সরকার শপথ নিচ্ছে না এবং তা নির্ধারিত করা হয়েছে ১২ জুন।

    নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি ওড়িশায় দাবি করেছিলেন ১০ জুন নতুন বিজেপি সরকার শপথ নেবে  

    এমনটাই জানিয়েছে ওড়িশার (Odisha BJP) গেরুয়া শিবিরের নেতারা। সে রাজ্যে শীর্ষস্থানীয় দলীয় নেতারা রবিবারের সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন। ওড়িশা বিজেপি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথের কারণেই তা পিছিয়েছে। প্রসঙ্গত ১১ জুনও দলীয় সাংসদদের সঙ্গে নির্ধারিত বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর। জানা গিয়েছে, ওড়িশা বিজেপিতে নির্বাচিত বিধায়কদের প্রথম বৈঠক ডাকা হয়েছে ১১ জুন এবং ঠিক তার পরের দিনই শপথ নেবে বিজেপি সরকার। প্রসঙ্গত নির্বাচনী জনসভা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশায় দাবি করেছিলেন যে ১০ জুন নতুন বিজেপি সরকার শপথ নেবে রাজ্যে। একই কথা শোনা গিয়েছিল ওড়িশার বিজেপি সভাপতি মনমোহন সামালের মুখেও। কিন্তু রবিবারে এই পরিবর্তিত সিদ্ধান্ত সামনে এসেছে এবং শপথ গ্রহণ হবে বুধবার ১২ জুন।

    মুখ্যমন্ত্রী নিয়ে জোর জল্পনা

    এখনও পর্যন্ত জোর জল্পনা চলছে ওড়িশাতে (Odisha BJP) মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন তা নিয়ে। এক ঝাঁক নেতার নাম রয়েছে। এরই মধ্যে সিনিয়র বিজেপি নেতা তথা নবনির্বাচিত বিধায়ক সুরেশ পুজারীকে দিল্লিতে এসেছিলেন। এতেই জল্পনা তৈরি হয় তাঁর সমর্থকদের মধ্যে। প্রসঙ্গত ২০১৯ সালে ওড়িশা থেকে লোকসভার সদস্য হয়েছিলেন সুরেশ পুজারী। কিন্তু ২০২৪ সালে তাঁকে বিধানসভা নির্বাচনের টিকিট দেওয়া হয়। তবে তিনি ছাড়াও সে রাজ্যে আরও অনেক নাম রয়েছে। নাম রয়েছে ধর্মেন্দ্র প্রধানেরও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pune Porsche Crash: পোর্শেকাণ্ডে নয়া মোড়! বুলডোজার দিয়ে ধূলিসাৎ অভিযুক্তের বাবার ১০ একর জমিতে তৈরি রিসর্ট

    Pune Porsche Crash: পোর্শেকাণ্ডে নয়া মোড়! বুলডোজার দিয়ে ধূলিসাৎ অভিযুক্তের বাবার ১০ একর জমিতে তৈরি রিসর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: পুণের পোর্শেকাণ্ডে (Pune Porsche Crash) এবার নয়া মোড়। অভিযুক্ত কিশোরের বাবা বিশাল আগরওয়ালের বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহন করল প্রশাসন। সাতারা জেলা প্রশাসন সূত্রে খবর, মহাবালেশ্বরের মালকাম পেঠ এলাকায় ১০ একর জমির উপর পার্সি জিমখানায় যে রিসর্টটি বানিয়েছিলেন বিশাল, সেটি বেআইনি (Illegal Resort Crash)। আর সেকারনেই এবার তাঁর সেই রিসর্ট বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল।

    ঠিক কী ঘটেছিল? 

    আসলে, গত ১৯ মে পুণের কল্যাণ নগরে দুই তরুণ ইঞ্জিনিয়ারকে পোর্শে দিয়ে চাপা দিয়েছিল বিশালের নাবালক পুত্র। অভিযোগ, গাড়ির চালক অপ্রাপ্তবয়স্ক এবং ঘটনার সময়ে মত্ত ছিল। কিন্তু ঘটনার পর থেকেই নানা ভাবে এই কিশোরকে নির্দোষ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে তার পরিবার। তবে পরে ঘটনার তদন্তে নেমে সেই ঘটনায় গ্রেফতার হয়েছে বেশ কয়েক জন। তাঁদের মধ্যে রয়েছেন কিশোরের বাবা বিশাল, দাদু সুরেন্দ্র এবং কিশোরের মা।

    রিসর্টে বুলডোজার ‘অ্যাকশন’ (Pune Porsche Crash) 

    অন্যদিকে পোর্শেকাণ্ডে তদন্তে নেমে বিশালের মহাবালেশ্বরের  এই রিসর্টের (Illegal Resort Crash) হদিশ পায় পুলিশ। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে সেই রিপোর্ট জমা পড়তেই তিনি সাতারার জেলাশাসককে ওই রিসর্টের বিরুদ্ধে পদক্ষেপ করতে নির্দেশ দেন। সেই নির্দেশের পরই ১০ একর জমির উপর গড়ে তোলা বিশালের সেই রিসর্টে বুলডোজার চালায় প্রশাসন। 
    তবে স্থানীয় প্রশাসন সূত্রে খবর, পার্সি জিমখানায় যে ১০ একর জমির উপর রিসর্ট বানিয়েছিলেন বিশাল, সেই জমিতে বসতি গড়ে তোলার জন্যই অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। পার্সি ট্রাস্টকে ৩০ বছরের জন্য ওই জমি লিজ দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, পোর্শেকাণ্ডে অভিযুক্ত কিশোরের দাদু সুরেন্দ্র আগরওয়াল ২০১৬ সাল থেকে ওই ট্রাস্টের সদস্য। ট্রাস্টের সদস্য থাকাকালীন ওই ট্রাস্টের কমিটিতে নিজের স্ত্রী ঊষা আগরওয়ালকেও অন্তর্ভুক্ত করেন সুরেন্দ্র। অভিযোগ, ২০২০ সালে কমিটির তালিকা থেকে সব পার্সিদের নাম বাদ দিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বিশাল, শ্রেয় আগরওয়াল এবং অভিষেক গুপ্তকে ওই ট্রাস্টের সদস্য করা হয়। 

    আরও পড়ুন: দক্ষিণে জারি তাপপ্রবাহ আর উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস! কী জানাল আবহাওয়া দফতর?

    প্রশাসন সূত্রে খবর, বসতি গড়ে তোলার জন্য ওই ১০ একর জমি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা শুরু করেন বিশাল। সেখানে বসতির পরিবর্তে গড়ে তোলেন রিসর্ট। তারপর সেই রিসর্ট লিজে দিয়ে দেন। আর পোর্শেকাণ্ডে তদন্তে নেমে এ বার সেই রিসর্টেই বুলডোজার ‘অ্যাকশন’ (Pune Porsche Crash) শুরু করল প্রশাসন।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET: নিটে অনিয়ম? চার সদস্যের কমিটি গঠন, তদন্ত হবে দেড় হাজার পড়ুরার গ্রেস মার্কস নিয়ে

    NEET: নিটে অনিয়ম? চার সদস্যের কমিটি গঠন, তদন্ত হবে দেড় হাজার পড়ুরার গ্রেস মার্কস নিয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটে (NEET) অনিয়মের অভিযোগে বিতর্ক শুরু হয়েছে। চলতি মাসের ৪ জুন সর্বভারতীয় এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। তারপর থেকেই বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলে সরব হন বহু পড়ুয়া ও তাঁদের অভিভাবক। অভিযোগ ওঠে প্রশ্নপত্র ফাঁসের। পাশাপাশি গ্রেসমার্ক দেওয়া নিয়েও প্রতিবাদে সামিল হয়েছেন অনেকে। প্রশ্ন উঠছে, একসঙ্গে ৬৭ জন পড়ুয়া ১০০ শতাংশ নম্বর পেয়ে কীভাবে শীর্ষস্থান দখল করল? ইতিমধ্যে এ নিয়েই সাংবাদিক বৈঠক করেছেন নিটের দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার সিং। 

    কী বললেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর?

    শনিবার সাংবাদিক বৈঠকে জেনারেল সুবোধ কুমার সিং দাবি করেন, কোনওভাবেই প্রশ্নপত্র ফাঁস হয়নি। পরীক্ষাগ্রহণ ও ফলাফল প্রকাশের সমস্ত প্রক্রিয়াতে সততা রয়েছে। তবে এদিন তিনি সাংবাদিক বৈঠক মেনে নেন যে ছ’টি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও গ্রেসমার্ক পাওয়ার বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রক তদন্ত করবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘‘১ হাজার ৫০০ জনের বেশি পরীক্ষার্থীর রেজাল্ট খতিয়ে দেখতে উচ্চক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যের ওই কমিটির (NEET) নেতৃত্বে থাকবেন ইউপিএসসির এক প্রাক্তন চেয়ারম্যান। এক সপ্তাহের মধ্যে কমিটি তাদের সুপারিশ পেশ করবে।’’

    ছ’টি পরীক্ষা কেন্দ্রকে নিয়ে বিতর্ক

    প্রসঙ্গত চার সদস্যের যে কমিটি গঠন (NEET) হয়েছে তাদের রিপোর্ট জমা পড়ার পরই ভাবা হবে নতুন করে পরীক্ষা নেওয়া হবে কিনা। তবে এদিন নিটের ডিরেক্টর বারবার জোর দেন যে সারাদেশে ৪,৭৫০টি পরীক্ষা কেন্দ্র ছিল। এর মধ্যে সমস্যা মাত্র ছয়টিকে ঘিরে। তিনি এও বলেন চলতি বছরে নিট পরীক্ষায় বসেছিল ২৪ লক্ষ পড়ুয়া যার মধ্যে ১ হাজার ৫০০ জনের মত ছাত্রছাত্রীকে ঘিরে বিতর্ক। প্রসঙ্গত, যে ছ’টি পরীক্ষা কেন্দ্রকে নিয়ে বিতর্ক, সেগুলো রয়েছে মেঘালয়, হরিয়ানা, ছত্তিশগড়, গুজরাট এবং চণ্ডীগড়ে। কোনও কারনে পরীক্ষার্থীদের সময় নষ্ট হয় এখানে এবং তারই খেসারত হিসেবে পরীক্ষার্থীদের গ্রেস মার্ক দেওয়া হয় বলে খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ

  • Naxalites Killed: সংঘর্ষে খতম ৬ মাওবাদী, গভীর জঙ্গলে লুকোল সঙ্গীরা…

    Naxalites Killed: সংঘর্ষে খতম ৬ মাওবাদী, গভীর জঙ্গলে লুকোল সঙ্গীরা…

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার নকশাল দমনে (Naxalites Killed) বড়সড় সাফল্য পেল কেন্দ্র। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে ৬ মাওবাদী। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ঘটনা। সংঘর্ষে যে ছয় মাওবাদীর মৃত্যু হয়েছে, তাদের সম্মিলিত মাথার দাম ছিল ৩৮ লাখ টাকা।

    নিকেশ ৬ (Naxalites Killed)

    পুলিশ সূত্রে খবর, নারায়ণপুরের বিভিন্ন এলাকায় মাওবাদীরা আত্মগোপন করে রয়েছে বলে সূত্র মারফত খবর পায় পুলিশ। এর পরেই যৌথ অভিযানে নামে পুলিশ ও নিরাপত্তাবাহনী। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে গোবেল ও থুলথুলি গ্রামের কাছে আত্মগোপন করে থাকা মাওবাদীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রতিরোধ গড়ে তোলে যৌথ অভিযানে শামিল হওয়া পুলিশকর্মী ও জওয়ানরা। খতম হয় ৬ মাওবাদী। এদের মধ্যে তিনজন মহিলাও রয়েছে।

    মাও দমনে শাহি বচন

    মাওবাদী দমনে (Naxalites Killed) কেন্দ্র যে দৃঢ় প্রতিজ্ঞ, বারংবার তা মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অষ্টাদশ লোকসভা নির্বাচনের দিন দুই আগেই তিনি বলেছিলেন, “মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিজেপি সরকার নকশালবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবিরাম প্রচার শুরু করেছে। ২০১৪ সাল থেকে আমরা ক্যাম্প তৈরি করতে শুরু করেছি।”

    এর আগে মে মাসে এই নারায়ণপুর ও বিজাপুর জেলার সীমানায় অভিযান চালিয়েছিল যৌথবাহিনী। সেবারও নিকেশ হয়েছিল ৭ মাওবাদী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল সাতটি আগ্নেয়াস্ত্র। ৩০ এপ্রিল নারায়ণপুর ও কাঙ্কের জেলার সীমানায় তল্লাশি অভিযানে খতম হয়েছিল ১০ মাওবাদী। এর মধ্যেও ছিল তিন মহিলা। এই মাসেই কাঙ্কেরে সংঘর্ষে খতম হন ২৯ জন মাওবাদী। তার পর মাও দমনে এদিন ফের মিলল সাফল্য।

    আর পড়ুন: শপথ গ্রহণের প্রস্তুতি সারা, গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে কারা?

    শনিবার পুলিশের বস্তার রেঞ্জের আইজি বলেন, “৬ জুন রাতে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা বিভিন্ন দলে ভাগ হয়ে অপারেশন চালাচ্ছিলেন। নারায়ণপুর, কেন্দাগাঁও, দান্তেওয়াড়া এবং বস্তার জেলায় মাওবাদীর ঘাঁটি গেড়েছে বলে খবর মেলে। শুক্রবার বিকেল তিনটে নাগাদ নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি চালান জওয়ানরাও। দীর্ঘক্ষণ সংঘর্ষ চলার পর মাওবাদীরা পাহাড়ে ঘেরা গভীর জঙ্গলে পালিয়ে যায় (Naxalites Killed)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি, অভিনন্দন প্রখ্যাত বালুশিল্পীর

    PM Modi: প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি, অভিনন্দন প্রখ্যাত বালুশিল্পীর

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার, ৯ জুন সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী (PM Modi) পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। তার আগে তাঁকে অভিনন্দন জানালেন বিশিষ্ট বালুশিল্পী ওড়িশার সুদর্শন পট্টনায়েক। পুরীর সমুদ্র সৈকতে বালি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবক্ষ মূর্তি বানিয়েছেন তিনি। মূর্তির নীচে লেখা হয়েছে, ‘অভিনন্দন মোদিজি ৩.০’। তাঁর এই শিল্পকীর্তির নীচে লেখা হয়েছে ‘বিকশিত ভারত’ শব্দবন্ধ। প্রধানমন্ত্রী পদে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে পোস্টারে ছয়লাপ দিল্লি।

    শপথ নেবেন মোদি (PM Modi)

    প্রসঙ্গত, পরপর তিনটি টার্মে প্রধানমন্ত্রী হয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তার পর মোদিই (PM Modi) গড়তে চলেছেন ওই রেকর্ড। জানা গিয়েছে, এদিন প্রধানমন্ত্রীর সঙ্গেই শপথ নেবেন গুরুত্বপূর্ণ কয়েকটি দফতরের মন্ত্রীরা। বাকি মন্ত্রীরা শপথ নেবেন পরে। এদিন সন্ধে ৭টা ১৫ মিনিটে রাষ্ট্রপতিভবনে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। চলবে রাত ৮টা পর্যন্ত। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার আগে তাঁর বাসভবনে হবু মন্ত্রীদের চায়ের নিমন্ত্রণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    বিদেশমন্ত্রকের বিবৃতি

    শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে শনিবার বিবৃতি জারি করেছে বিদেশমন্ত্রক। তাতে বলা হয়েছে, ‘শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, সেসেলশের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগুনাউথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আমন্ত্রণ গ্রহণ করেছেন। জানা গিয়েছে, নেতা এবং বিজেপির রাজ্য সভাপতিরা ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে নয়া সংসদ ভবন গড়ার ২৫০ জনেরও বেশি কারিগরকে। এঁরা বিকেল তিনটে নাগাদ বিজেপি নেতা মনসুখ মাণ্ডব্যের বাড়িতে উপস্থিত হবেন। সেখান থেকে যাবেন রাষ্ট্রপতিভবনে, শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে।

    আর পড়ুন: শপথ গ্রহণের প্রস্তুতি সারা, গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে কারা?

    বিদেশমন্ত্রকের তরফে এও জানানো হয়েছে, ‘নেবারহুড ফার্স্ট’ নীতি এবং ‘সাগর’ (SAGAR) ভিশনের সঙ্গে সঙ্গতি রেখেই শপথগ্রহণ অনুষ্ঠানের অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রসঙ্গত, অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে পেয়েছে ২৪০টি আসন। বিজেপির নেতৃত্বাধীন এনডিএর আসন সংখ্যা ২৯৩। এবার পূর্ণমন্ত্রীর সংখ্যা হতে পারে ৮০-র কাছাকাছি। নয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও বিদেশমন্ত্রকের রাশ বিজেপি নিজের হাতেই রাখবে বলে সূত্রের খবর। রেল, শিক্ষা, সড়ক ও পরিবহণ, আইন, তথ্যপ্রযুক্তি, স্টিল, কয়লা ও অসামরিক উড়ান মন্ত্রকের দায়িত্বও নিজের হাতে রাখবে পদ্ম-পার্টি (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: শপথ গ্রহণের প্রস্তুতি সারা, গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে কারা?

    PM Modi: শপথ গ্রহণের প্রস্তুতি সারা, গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার, ৯ জুন সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর সঙ্গেই এদিন শপথ নেবেন আরও ৩০ জন মন্ত্রী। সূত্রের খবর, ইতিমধ্যেই দিল্লিতে হাজির হয়ে গিয়েছেন নয়া মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যরা।

    মোদির শপথ

    এদিন সন্ধে ৭টা ১৫ মিনিটে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনই শপথ নেবেন গুরুত্বপূর্ণ কয়েকটি দফতরের মন্ত্রীরাও। বাকি মন্ত্রীরা শপথ নেবেন কয়েকদিন পর। এদিন যাঁরা শপথ নেবেন, তাঁদের মধ্যে সংখ্যায় বেশি বিজেপি সাংসদরাই। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির একজন করেও এদিন (PM Modi) শপথ নিতে পারেন। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ হয়ে যাওয়ার পর শপথ নেবেন অন্য মন্ত্রীরা।

    পূর্ণমন্ত্রীর সংখ্যা

    জানা গিয়েছে, এবার পূর্ণমন্ত্রীর সংখ্যা হতে পারে ৮০-র কাছাকাছি। নয়া মন্ত্রিসভায় খুব কম সংখ্যক মন্ত্রীকেই দায়িত্ব দেওয়া হবে একাধিক মন্ত্রকের। নয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও বিদেশমন্ত্রকের রাশ বিজেপি নিজের হাতেই রাখবে বলে সূত্রের খবর। রেল, শিক্ষা, সড়ক ও পরিবহণ, আইন, তথ্যপ্রযুক্তি, স্টিল, কয়লা ও অসামরিক উড়ান মন্ত্রকের দায়িত্বও নিজের হাতে রাখবে বিজেপি। এঁরা সবাই শপথ নেবেন এদিনই। আরও কয়েকটি দফতরের মন্ত্রীরাও এদিন শপথ নেবেন। বাকি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে পরে।

    আর পড়ুন: আজ ফের প্রধানমন্ত্রী পদে শপথ মোদির, শ্রদ্ধা জানালেন মহাত্মা গান্ধী, বাজপেয়ীকে

    বিজেপি সূত্রে খবর, এদিন সন্ধে ৭টা ১৫ মিনিটে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে হবু মন্ত্রিসভার সদস্যদের তাঁর বাসভবনে চায়ের নিমন্ত্রণ জানিয়েছেন মোদি। বিজেপির একটি সূত্রের খবর, দফতর অটুট থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গডকরির। স্বপদে বহাল থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। উল্লেখ্য, এই দুজনই রাজ্যসভার সাংসদ। মন্ত্রী হতে পারেন রামবিলাস পাশোয়ানের ছেলে চিরাগ, জেডিএসের এইচডি কুমারস্বামী, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল, আরএলডির জয়ন্ত চৌধুরী এবং হিন্দুস্তানি আওয়ার মোর্চার জিতন রাম মাঝিও (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share