Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Swati Maliwal Assault Case: বিকৃত করা হয়েছে সিসিটিভির ফুটেজ! স্বাতী নিগ্রহকাণ্ডে দাবি দিল্লি পুলিশের

    Swati Maliwal Assault Case: বিকৃত করা হয়েছে সিসিটিভির ফুটেজ! স্বাতী নিগ্রহকাণ্ডে দাবি দিল্লি পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি থেকে উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজ বিকৃত করা হয়ে থাকতে পারে। আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল নিগ্রহকাণ্ডে মূল অভিযুক্ত বিভব কুমার বিকৃত করতে পারে সিসিটিভির ফুটেজ। অন্তত এমনই দাবি দিল্লি পুলিশের (Swati Maliwal Assault Case)। প্রমাণ লোপাটের উদ্দেশেই এসব করা হয়েছে বলেও দাবি পুলিশের। 

    সিসিটিভির ফুটেজে বিকৃতির ছাপ (Swati Maliwal Assault Case)

    গত ১৩ মে কেজরিওয়ালের বাড়িতে আপ সুপ্রিমোর সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর ব্যক্তিগত সচিব বিভবের হাতে স্বাতী নিগৃহীত হন বলে অভিযোগ। ওই দিনের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সূত্রের খবর, সেখানেই মিলেছে ‘বিকৃতি’র ছাপ। আদালতে জমা দেওয়া রিমান্ড নোটে দিল্লি পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজের একটি অংশ ফাঁকা (blank)। স্বাতীরও দাবি, ডিলিট করা হয়েছে সিসিটিভির ফুটেজ (Swati Maliwal Assault Case)।

    কী বলছেন স্বাতী?

    সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “এক কালে তিনি নির্ভয়ার জন্য সুবিচার চেয়ে পথে নেমেছিলেন। ১২ বছর পর ওঁরা তাঁর জন্য পথে নামছেন, যিনি সিসিটিভি ফুটেজ নষ্ট করে দিয়েছেন। ফোন ফরম্যাট করিয়েছেন। ভাবি, মণীশ সিসোদিয়ার জন্য এরকম করতে পারতেন! তিনি সেখানে থাকলে আমার সঙ্গে এত খারাপ কিছু হত না।” প্রসঙ্গত, দিল্লি আবগারি নীতি মামলায় গত এক বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া।

    আর পড়ুন: মুসলিম কট্টরপন্থীদের চাপে এবং ভোট পেতে সাধুদের অপমান করছেন মমতা, তোপ মোদির

    আদালতে পুলিশ জানিয়েছে, ডিজিটাল ভিডিও রেকর্ডার হাতে না পাওয়ায় ১৩ মে-র ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখতে পারেনি তারা। দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে বসানো সিসিটিভির ক্যামেরার ফুটেজ থাকে পিডব্লিউডির অধীনে। এই বিভাগেরই এক জুনিয়র ইঞ্জিনিয়র পেনড্রাইভে পুলিশকে একটি ভিডিও দিয়েছেন, যাতে কিছুই দেখা যায়নি। উল্লেখ্য, এই ডিভিআর জোগাড় করার এক্তিয়ার নেই ওই জুনিয়র ইঞ্জিনিয়রের।

    ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব নিযুক্ত হন বিভব। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগে গত এপ্রিলে অপসারণ করা হয় তাঁকে। তার পরেও বিভব কেন মুখ্যমন্ত্রীর বাসভবনে ছিলেন, প্রশ্ন পুলিশের। শনিবারই বিভবকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। বিভব তদন্ত সহযোগিতা করছেন না বলেই জানিয়েছে পুলিশ (Swati Maliwal Assault Case)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Drugs Seized: ভোটের আবহেই উদ্ধার মাদক, বেআইনি নগদ, টাকার অঙ্ক জানেন?

    Drugs Seized: ভোটের আবহেই উদ্ধার মাদক, বেআইনি নগদ, টাকার অঙ্ক জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলছে লোকসভা নির্বাচন। ভোট গ্রহণ হবে সাত দফায়। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে চতুর্থ দফার নির্বাচন। ২০ মে, সোমবার হবে পঞ্চম দফার নির্বাচন। তার আগে শনিবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচন-পর্বে বাজেয়াপ্ত করা হয়েছে ৮ হাজার ৮৮৯ কোটি টাকার সামগ্রী। এর ৪৫ শতাংশই মাদক (Drugs Seized)।

    কী জানাল কমিশন? (Drugs Seized)

    কমিশনের তরফে জানানো হয়েছে, নিয়মিত তল্লাশি অভিযান চালানোয় মাদক এবং সাইকোট্রপিক জিনিসপত্র মিলিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ জিনিসপত্র। এর সিংহভাগই মাদক। পয়লা মার্চ থেকে নিয়মিত অভিযান চালাচ্ছে বিভিন্ন সংস্থা, চালাচ্ছে নজরদারিও। তার ফলেই বাজেয়াপ্ত হয়েছে মাদক-সহ বিপুল পরিমাণ জিনিসপত্র। কমিশন সূত্রে জানা গিয়েছে, যেসব জিনিস বাজেয়াপ্ত হয়েছে, তার মধ্যে রয়েছে মাদক, মদ, দুর্মূল্য ধাতু, খয়রাতির জিনিসপত্র এবং নগদ টাকা (Drugs Seized)।

    বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মাদক 

    জানা গিয়েছে, নির্বাচন শুরুর আগে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু বৈঠক করেন রাজ্যের ডিজির সঙ্গে। বৈঠকে ছিলেন ডিআরআই, ইন্ডিয়ান কোস্ট গার্ড, রাজ্য পুলিশ এবং অন্যান্য সংস্থার প্রতিনিধিরা। কমিশন সূত্রে খবর, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর গত দু’মাসে বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণ জিনিসপত্র। কমিশনের তরফে বলা হয়েছে, গত তিন দফার নির্বাচনের প্রচারের ওপর কড়া নজর রেখেছিল নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে ভোটারদের প্রভাবিত করার কোনও চেষ্টা হচ্ছে কিনা, সেদিকেই নজর রাখা হয়েছিল। সিইও এবং এনফোর্সমেন্ট এজেন্সিগুলিকে এ ব্যাপারে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    আর পড়ুন: “ভোটব্যাঙ্কের রাজনীতির স্বার্থে সব করতে পারে ইন্ডিয়া ব্লক”, তোপ মোদির

    মাদক এবং অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করার এই অভিযান চলবে বলেও জানানো হয়েছে কমিশনের তরফে। কমিশন জানিয়েছে, গুজরাট এটিএস, এনসিবি এবং ইন্ডিয়ান কোস্ট গার্ড একাধিকবার যৌথ অভিযান চালিয়েছে। গত তিন দিনের এই অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ৮৯২ কোটি টাকা মূল্যের মাদক। এই নির্বাচন সাক্ষী হয়ে রইল মাদক পাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার। গুজরাট, মহারাষ্ট্র এবং দিল্লি ছাড়াও দেশের অন্যান্য রাজ্য থেকেও বাজেয়াপ্ত হয়েছে মাদক (Drugs Seized)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Prajwal Revanna: প্রোজ্জ্বলের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, কোথায় গেলেন দেবগৌড়ার নাতি?

    Prajwal Revanna: প্রোজ্জ্বলের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, কোথায় গেলেন দেবগৌড়ার নাতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: যৌন কেলেঙ্কারি মামলায় আরও বিপাকে জেডিএস সাংসদ প্রোজ্জ্বল রেভান্না (Prajwal Revanna)। শনিবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বেঙ্গালুরুর এক বিশেষ আদালত। এই মামলায় অন্যতম অভিযুক্ত প্রোজ্জ্বলের বাবা কর্নাটকের বিধায়ক এইচডি রেভান্নাও। রেভান্না দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার পুত্র। সেদিক থেকে প্রোজ্জ্বল প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি। রেভান্নার বিরুদ্ধে অভিযোগ, তিনি এক নির্যাতিতাকে অপহরণ করেছিলেন। সাতদিন জেলবন্দি থাকার পর মুক্তি পেয়েছেন জামিনে।

    ইন্টারপোলের পদক্ষেপ (Prajwal Revanna)

    এদিকে, প্রোজ্জ্বলকাণ্ডে (Prajwal Revanna) দেশ যখন তোলপাড়, তখন হাসন লোকসভা কেন্দ্রের এই সাংসদ গা-ঢাকা দিয়েছেন বিদেশে। তাঁকে দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে কর্নাটকের সিদ্দারামাইয়ার সরকার। প্রোজ্জ্বলের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে সিট গঠন করেছে কর্নাটক পুলিশ। তবে প্রোজ্জ্বল ঠিক কোথায়, সে সম্পর্কে কোনও তথ্য নেই সিটের কাছে। জেডিএসের এই প্রার্থীর খোঁজ পেতে ব্লু কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল। তার পরেও রবিবার দুপুর পর্যন্ত খোঁজ মেলেনি প্রোজ্জ্বলের।

    প্রোজ্জ্বল কোথায়?

    প্রসঙ্গত, একটি আপত্তিকর ভিডিও ঘিরে তোলপাড় কর্নাটকের রাজনীতি। এই ভিডিওয় প্রোজ্জ্বলের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগেই ভাইরাল হয় ভিডিওটি। তার পরেই বেঙ্গালুরু ছেড়ে চলে যান প্রোজ্জ্বল। সংবাদ মাধ্যমের একটি সূত্রের দাবি, বেঙ্গালুরু থেকে জার্মানির ফ্রাঙ্কফুটের উদ্দেশে রওনা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি। প্রোজ্জ্বলের বিরুদ্ধে পদক্ষেপ করার আগে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া লিখেছিলেন, “প্রোজ্জ্বল রেভান্নার অশ্লীল ভিডিও মামলায় একটি বিশেষ তদন্ত দল (সিট) গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাসান জেলায় অশ্লীল ভিডিও ক্লিপগুলি ঘুরপাক খাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে মহিলারা যৌন হেনস্থার শিকার হয়েছেন।”

    আর পড়ুন: “ছত্রধর মাহাতো আপনার লোক হলে কিষেনজিও আপনার লোক”, মমতাকে তোপ শুভেন্দুর

    প্রসঙ্গত, প্রোজ্জ্বলের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই মুখে কুলুপ এঁটেছিলেন তাঁর দাদু প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া। পরে অবশ্য মুখ খোলেন তিনি। বলেন, “কেউ অপরাধী হলে পদক্ষেপ করা হবে।” তবে তাঁর দাবি, প্রোজ্জ্বলের (Prajwal Revanna) বিরুদ্ধে আনা যৌন নিগ্রহ ও এক মহিলাকে অপহরণের অভিযোগ বানানো বলেও দাবি প্রাক্তন প্রধানমন্ত্রীর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Yogi Adityanath: ‘ঔরঙ্গজেবের আত্মা ভর করেছে কংগ্রেসের ঘাড়ে’, সম্পত্তি কর ইস্যুতে তোপ যোগীর

    Yogi Adityanath: ‘ঔরঙ্গজেবের আত্মা ভর করেছে কংগ্রেসের ঘাড়ে’, সম্পত্তি কর ইস্যুতে তোপ যোগীর

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের প্রচারে ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুঘল আমল টেনে কংগ্রেসকে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। শনিবারই মহারাষ্ট্রের মালেগাঁও-তে বিজেপির হয়ে নির্বাচনী জনসভা করতে আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং সেখানেই তিনি বলেন, ‘‘ঔরঙ্গজেব হিন্দুদের ওপর যেমন জিজিয়া কর বসিয়েছিলেন, ক্ষমতায় এলে কংগ্রেস একইভাবে হিন্দুদের সম্পত্তির ওপর কর বসাবে।’’

    কী বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

    মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নিজের ভাষায়, ‘‘ঔরঙ্গজেবের আত্মা কংগ্রেসের ঘাড়ে ভর করেছে। মোগল সম্রাট যেমন অমুসলিমদের উপর জিজিয়া কর বসিয়েছিলেন, কংগ্রেসে তেমনই উত্তরাধিকার কর বসাতে চাইছে।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘ভারতে পাকিস্তানপন্থীদের কোনও স্থান নেই।’’ প্রসঙ্গত চলতি বছরের এপ্রিল মাসেই গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত শ্যাম পিত্রোদা উত্তরাধিকার সূত্রে পাওয়া বড় অঙ্কের সম্পত্তির ওপর কর বসানোর সওয়াল করেছিলেন। তখন থেকেই এ নিয়ে সরগরম হয় রাজনীতি। বিজেপি অভিযোগ করে, কংগ্রেস ক্ষমতায় এলে ঠিক এমনটাই হতে চলেছে। ‘‘হিন্দুদের সঞ্চিত সম্পত্তি, সোনাদানা এমনকি মহিলাদের মঙ্গলসূত্রের ওপরেও কর বসাবে কংগ্রেস সরকার’’,- ঠিক এই ভাষাতে সে সময় তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। 

    মোদির ভাষণেও ঔরঙ্গজেব প্রসঙ্গ

    এর পাশাপাশি সম্প্রতি রাহুল গান্ধী ভারতীয় রাজা-মহারাজাদের খারাপ বলে বিতর্কিত মন্তব্য করেন। সে নিয়েও তখন ঔরঙ্গজেবের প্রসঙ্গ টেনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তিনি বলেছিলেন, ‘‘কংগ্রেসের শাহজাদা রাজা-মহারাজাদের খারাপ বলেন, অথচ নিজাম, বাদশা, সুলতানেরা ভারতবাসীর উপরে যে অত্যাচার করেছেন তা নিয়ে শাহজাদার মুখে তালা, কথা বন্ধ। যে ঔরঙ্গজেব ভারতের মন্দির ধ্বংস করেছেন, অপবিত্র করেছেন, তাঁর কথা এক বারও শাহজাদার মনে পড়ে না। যারা ভারতে এসে লুট চালিয়েছে, গোহত্যা করেছে, ভারতের বিভাজনে বড় ভূমিকা নিয়েছে, তাদের মনে পড়ে না। অথচ তিনি শিবাজিকে অপমান করেন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “ভোটব্যাঙ্কের রাজনীতির স্বার্থে সব করতে পারে ইন্ডিয়া ব্লক”, তোপ মোদির

    PM Modi: “ভোটব্যাঙ্কের রাজনীতির স্বার্থে সব করতে পারে ইন্ডিয়া ব্লক”, তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভোটব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে যা খুশি তা-ই করতে পারে ইন্ডিয়া ব্লক।” শনিবার এই ভাষায়ই বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’কে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর দাবি, ২০১৪ সালের আগে কংগ্রেস সরকার দিল্লির গুরুত্বপূর্ণ অঞ্চলে ১২৩টিরও বেশি জায়গা তুলে দিয়েছে ওয়াকফ বোর্ডের হাতে। ভোটের জন্যই তারা এটা করেছে বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর।

    প্রধানমন্ত্রীর তোপ (PM Modi)

    এদিন নর্থ-ইস্ট দিল্লির এক জনসভায় প্রধানমন্ত্রী নিশানা করেন কংগ্রেস-আপের জোটকে। বলেন, “এই জোট দু’টি সুযোগসন্ধানী দলের জোট। গোটা বিশ্ব দেখছে কীভাবে একটি দুর্নীতিগ্রস্ত দল অন্য একটি দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে হাত মেলাচ্ছে।” প্রধানমন্ত্রী বলেন, “আমার যদি কোনও উত্তরাধিকার থাকে, তবে সেটা এই ১৪০ কোটি ভারতীয়। যাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি নিজেকে উৎসর্গ করেছি। আমার জীবনের প্রতিটি মুহূর্ত দেশের জন্য উৎসর্গীকৃত। দেশবাসীর স্বপ্ন পূরণই আমার জীবনের ব্রত।”

    উত্তরসূরী শাহ!

    সম্প্রতি জেল থেকে বেরিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো কেজরিওয়াল বলেছিলেন, পঁচাত্তর বছর বয়সে প্রধানমন্ত্রী (PM Modi) অবসর নেবেন কি না (আগামী সেপ্টেম্বরে ৭৫ বছর বয়সে পা দেবেন মোদি)। এর উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, বিজেপির সংবিধানে অবসরের কোনও বয়ঃসীমা নেই। তিনি এও জানিয়েছিলেন, পঁচাত্তরের পরেও দেশের প্রধানমন্ত্রী থাকবেন মোদিই। এদিন কেজরিওয়ালের নাম না করে তাঁর তোলা প্রশ্নেরও জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, “আমার উত্তরসূরী হিসেবে আমি অমিত শাহকেই বেছে নিয়েছি।”

    আর পড়ুন: “মমতার শেষ দেখে ছাড়ব”, জেলমুক্ত হয়েই হুঙ্কার সন্দেশখালির মাম্পির

    বিজেপির আমলে যেসব প্রজেক্ট রূপায়িত হয়েছে, এদিনের জনসভায় তারও ফিরিস্তি দেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গক্রমেই উঠে আসে দিল্লির নয়া সংসদভবনের কথা, ওয়ার মেমোরিয়ালের কথা। তিনি বলেন, “গণতন্ত্র রক্ষার জন্য আমি বাঁচি এবং কঠোর পরিশ্রম করি। আমার হৃদয়জুড়ে কেবলই রয়েছে গণতন্ত্র।” তিনি বলেন, “কংগ্রেস-আপের জোট দিল্লি ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই জোটের নেতারা রাজনৈতিক স্ট্যান্ডার্ড হারিয়েছেন, ভেঙেছেন মানুষের বিশ্বাস।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “কংগ্রেস তাদের সঙ্গে হাত মিলিয়েছে, যারা ২০১৪ সালে ভোট ব্যাঙ্কের স্বার্থে ‘ভোট জিহাদে’র কথা বলেছিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Pralhad Joshi: ক্ষমতায় থাকতে বিনামূল্যে কংগ্রেস কেন রেশন দেয়নি? তোপ প্রহ্লাদ যোশীর

    Pralhad Joshi: ক্ষমতায় থাকতে বিনামূল্যে কংগ্রেস কেন রেশন দেয়নি? তোপ প্রহ্লাদ যোশীর

    মাধ্যম নিউজ ডেস্ক: লকডাউনের সময় থেকেই দেশের প্রায় ৮০ কোটি মানুষের জন্য বিনামূল্যে রেশন পরিষেবা চালু করেছে মোদি সরকার। লোকসভা নির্বাচনের মাঝেই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানান, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি করে চাল-গম দেওয়া হবে। এ নিয়েই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী (Pralhad Joshi)। তাঁর প্রশ্ন, ‘‘ইউপিএ সরকারের আমলে ১০ বছরে কংগ্রেস মানুষকে বিনা পয়সায় কেন ১০ কেজি আনাজ দিল না?’’

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী? 

    সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী (Pralhad Joshi) বলেন, ‘‘এখন ১০ কেজি চালের কথা বলছেন। অথচ ইউপিএ সরকারের সময় ১০ বছরে কংগ্রেস মানুষকে বিনা পয়সায় কেন ১০ কেজি আনাজ দিলেন না? কংগ্রেস দারিদ্র্য নিয়ে বলছে, অথচ আমি ওদের আইএমএফের রিপোর্ট তুলে ধরেই বলতে চাই এনডিএ সরকার ১৩ কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে এনেছে। ইন্ডি গঠবন্ধন মানে ঝুট আর লুট। মিথ্যা আর লুঠ করা।’’

    স্বাতী মালিওয়াল নিগ্রহকাণ্ড

    অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে দলেরই সাংসদ স্বাতী মালিওয়ালের নিগ্রহকাণ্ডে কেজরিওয়াল সরকারকে এক হাত নেন প্রহ্লাদ যোশী (Pralhad Joshi)। তিনি এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দিয়ে জানিয়েছেন, একজন রাজ্যসভার সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাড়িতে এমনটা হতে পারে তা তিনি ভাবতেও পারেন না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu and Kashmir: ভোটের আগে রক্তাক্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে নিহত বিজেপি নেতা, আহত ২ পর্যটক

    Jammu and Kashmir: ভোটের আগে রক্তাক্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে নিহত বিজেপি নেতা, আহত ২ পর্যটক

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আগেই ফের রক্তাক্ত হল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। সেখানকার স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালাল জঙ্গিরা। শনিবারে জম্মু-কাশ্মীরের দুই জায়গায় জঙ্গি হানার খবর মিলেছে। এই ঘটনায় নিহত হয়েছেন সেখানকার স্থানীয় বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েতের এক প্রাক্তন প্রধান। অন্যদিকে, রাজস্থান থেকে আসা ২ পর্যটক জঙ্গি হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    আগামীকাল ভোট 

    আগামীকাল অর্থাৎ সোমবার লোকসভা ভোট রয়েছে জম্মু-কাশ্মীরের বারামুল্লা আসনে। তার আগেই রক্তাক্ত হল উপত্যকা (Jammu and Kashmir)। জানা গিয়েছে, প্রথমে জঙ্গিদের দলটি হামলা চালায় সোপিয়ানে। সেখানে স্থানীয় গ্রামের প্রাক্তন বিজেপি প্রধান আজিজ আহমেদ শেখকে গুলি করে খুন করে জঙ্গিরা। অন্যদিকে অনন্তনাগেও সন্ত্রাস চালায় জঙ্গিদের দলটি। সেসময় গুলিবিদ্ধ হন রাজস্থানের জয়পুর থেকে ঘুরতে আসা এক দম্পতি।

    জম্মু-কাশ্মীর পুলিশ প্রশাসনের বিবৃতি

    ইতিমধ্যে জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশ প্রশাসনের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এই ঘটনায়। সেখানে জানানো হয়েছে, সোপিয়ান জেলায় যে প্রাক্তন বিজেপি প্রধানের উপর হামলা চালানো হয়। তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে অনন্তনাগে, রাজস্থান থেকে আসা দম্পতির ওপর হামলা চালানো হয়। ওই দম্পতির নাম ফারহা ও তাবরেজ। তাঁরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গিয়েছে, জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 

    বিজেপির বক্তব্য

    প্রসঙ্গত ২৫ মে অনন্তনাগ এবং রাজৌরি এই দুই আসনে ভোট রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সাধারণ নির্বাচনের আগে তাই এখানেই সন্ত্রাস চালালো জঙ্গিরা। গোটা ঘটনায় নিন্দা জানিয়েছে বিজেপিও। বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ সাজিদ ইউসুফ শাহ জানিয়েছেন, এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। যেখানে আমাদের দলের প্রাক্তন প্রধানকে হত্যা করা হয়েছে। জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) আমাদের দলের সাহসী সেনা ছিল আহমেদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: স্বাতী নিয়ে চুপ! আপ্ত সহায়ক গ্রেফতার হতেই অগ্নিশর্মা কেজরিওয়াল

    Arvind Kejriwal: স্বাতী নিয়ে চুপ! আপ্ত সহায়ক গ্রেফতার হতেই অগ্নিশর্মা কেজরিওয়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে শারীরিকভাবে নিগ্রহের ঘটনায় গ্রেফতার হয়েছেন কেজরিওয়ালের (Arvind Kejriwal) আপ্ত সহায়ক বিভব কুমার। এই নিয়েই প্রথমবারের মতো মুখ খুলতে দেখা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকে। তবে স্বাতী মালিওয়ালকে শারীরিক নিগ্রহ কেন করা হল? এই প্রসঙ্গে তিনি চুপ থেকেছেন। নিজের আপ্তসহায়ক গ্রেফতার হতেই কার্যত রেগে অগ্নিশর্মা অরবিন্দ কেজরিওয়াল। সবকিছুর মতো এতেও কেন্দ্রের বিজেপি সরকারের ষড়যন্ত্র দেখছেন দুর্নীতিতে জেলে যাওয়া দিল্লির মুখ্যমন্ত্রী।

    আবগারি দুর্নীতিতে নাম জড়িয়েছে গোটা আম আদমি পার্টির

    অন্যদিকে আবগারি দুর্নীতিতে তাঁর সঙ্গেই নাম জড়িয়েছে গোটা আম আদমি পার্টির। এই নিয়েও অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বক্তব্য, এক এক করে সবাইকেই গ্রেফতার করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। অন্যদিকে, রবিবারই দিল্লিতে বিজেপি সদর দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছেন কেজরিওয়াল। আপ পার্টির প্রধান জানিয়েছেন, তাঁর দলের সব নেতারা দুপুর বারোটার সময় বিজেপির সদর দফতরের সামনে জমায়েত করবেন। এখানেই উঠছে প্রশ্ন। দুর্নীতি থেকে নজর ঘোরাতেই আম আদমি পার্টি এমন কর্মসূচি নিয়েছে। এমনটাই মত কোনও কোনও মহলের। আবগারি দফতরের দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন একাধিক নেতা। ওয়াকিবহাল মহলের বক্তব্য হল, কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যে দল ক্ষমতায় এসেছিল দিল্লিতে, তারাই বর্তমানে দুর্নীতিতে অভিযুক্ত হয়েছে এবং কংগ্রেসের সঙ্গে জোট করেছে। 

    স্বাতী নিগ্রহ

    একদিকে দুর্নীতির অভিযোগ। তার পাশাপাশি দলেরই মহিলা সাংসদকে নিগ্রহের ঘটনায় বেশ অস্বস্তিতে কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকার। পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী দাবি করেন, গত ১৩ মে কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তিনি মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন। সে সময় তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেন কেজরিওয়ালের আপ্ত সহায়ক বৈভব। তাঁর পেটে লাথি মারা হয় এবং গালে চড় মারা হয় বলে অভিযোগ। পরবর্তীকালে দিল্লি পুলিশের কাছে এ নিয়ে এফআইআর করেন স্বাতী। করানো হয় তাঁর মেডিক্যাল পরীক্ষাও। গত শুক্রবারই ম্যাজিস্ট্রেটের সামনে ভারতীয় দণ্ডবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বাতী নিজের বয়ান রেকর্ড করেন। শনিবার নিগ্রহ কাণ্ডে গ্রেফতার করা হয় বিভবকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Railways: ‘দশ বছরে ৩১ হাজার কিলোমিটার রেলপথ তৈরি হয়েছে’, দাবি রেলমন্ত্রীর

    Indian Railways: ‘দশ বছরে ৩১ হাজার কিলোমিটার রেলপথ তৈরি হয়েছে’, দাবি রেলমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যপাট মাত্র দশ বছরের। তার মধ্যেই দেশের ৩১ হাজার কিলোমিটার রেলপথ তৈরি করে ফেলেছে নরেন্দ্র মোদির সরকার। অঙ্কের হিসেবে দেখলে, মোদি জমানায় যে রেলপথ পাতা হয়েছে, তা গোটা জার্মানির সমান। এই তথ্য জানিয়েছেন রেলওয়েজ, কমিউনিকেশনস এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Indian Railways)। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে রেল উপেক্ষিত ছিল বলেও দাবি করেন মন্ত্রী।

    কংগ্রেস জমানায় রেল ছিল উপেক্ষিতই (Indian Railways) 

    মুম্বইয়ে বিকশিত ভারত অ্যাম্বাসাডর ইভেন্টে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই তিনি অভিযোগ করেন, ভারতীয় রেল ‘দুগ্ধবতী গাভি’ হলেও, পূর্বতন কংগ্রেস জমানায় উপেক্ষিতই ছিল। রেলের উন্নতি যা কিছু হয়েছে, তা মোদির আমলে। রীতিমতো পরিসংখ্যান দিয়ে মন্ত্রী দেখিয়ে দেন, নরেন্দ্র মোদির সরকারের আমলে কত নয়া রেলপথ পাতা হয়েছে, কত কিলোমিটার রেলপথে হয়েছে বৈদ্যুতিকরণের কাজ, দেশের অর্থনীতিরই বা কী উন্নতি হয়েছে। বিকশিত ভারত অ্যাম্বাসাডরদের মন্ত্রী (Indian Railways) বলেন, “আজ দেশে প্রতিদিন চার কিলোমিটার করে রেলপথ নির্মাণ হচ্ছে। কেবল গত অর্থনৈতিক বর্ষেই আমরা ৫ হাজার ৩০০ কিমি রেল নেটওয়ার্ক নির্মাণ করেছি। এটা সুইজারল্যান্ডের গোটা ট্রেন নেটওয়ার্কের সমান।”

    নয়া রেলপথ কত হয়েছে জানেন?

    এর পরেই তিনি বলেন, “গত দশ বছরে ৩১ হাজার কিলোমিটার রেলওয়ে ট্র্যাক তৈরি হয়েছে। এটা জার্মানির পুরো নেটওয়ার্কের সমান।” মোদি জমানায় যে রেলে বৈদ্যুতিকরণও বেশি হয়েছে, সেই পরিসংখ্যানও দেন রেলমন্ত্রী। তিনি বলেন, “মোদি জমানার দশ বছরে ৪৪ হাজার কিলোমিটার রেলপথে বৈদ্যুতিকরণ করা হয়েছে। আর গত ৬০ বছরে কংগ্রেসের জমানায় বৈদ্যুতিকরণের কাজ হয়েছিল মাত্র ২০ হাজার কিলোমিটার।” তিনি বলেন, “আজ আমরা ভারতীয় রেলপথের একশো শতাংশই বৈদ্যুতিকরণের পথে এগোচ্ছি।”

    আর পড়ুন: “মমতার শেষ দেখে ছাড়ব”, জেলমুক্ত হয়েই হুঙ্কার সন্দেশখালির মাম্পির

    তিনি জানান, ভারতে গণপরিবহণের প্রধান মাধ্যম রেল। অথচ আগের সরকার একে উপেক্ষা করেছিল। পাঁচ-ছয়ের দশকে মিটার গেজ থেকে ব্রড গেজে করা উচিত ছিল রেলপথকে। এই কাজটাই হয়েছে এনডিএ সরকারের আমলে। মোদি জমানায় যে রেলের স্টেশনগুলির সংস্কার হচ্ছে, দেশেই অত্যাধুনিক ট্রেন তৈরি হচ্ছে, তাও মনে করিয়ে দেন রেলমন্ত্রী (Indian Railways)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Swati Maliwal Assault Case: সিসি ফুটেজ বিকৃত! স্বাতী নিগ্রহ কাণ্ডে গ্রেফতার কেজরির সহযোগী বিভব কুমার

    Swati Maliwal Assault Case: সিসি ফুটেজ বিকৃত! স্বাতী নিগ্রহ কাণ্ডে গ্রেফতার কেজরির সহযোগী বিভব কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: আবগারি দুর্নীতি মামলা, ইডির অভিযোগ এবার গোদের উপর বিষফোঁড়া স্বাতী মালিওয়াল নিগ্রহ-কাণ্ড (Swati Maliwal Assault Case)। ভোটপর্বের মধ্যেই আপের (AAP) অস্বস্তি কার্যত বাড়িয়ে দিয়েছেন স্বাতী। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই তিনি আক্রান্ত হয়েছেন বলে দাবি আপ সাংসদ স্বাতীর। অভিযোগের তীর অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারের দিকে। এই ঘটনায় শনিবার বিভবকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

    গ্রেফতার বিভব

    স্বাতী মালিওয়াল নিগ্রহের ঘটনায় (Swati Maliwal Assault Case) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবন থেকে শনিবার গ্রেফতার করা হল তাঁর সহযোগী বিভব কুমারকে। সেই সময় ওই বাড়িতে সদ্য দেশে ফেরা আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য রাঘব চাড্ডাও ছিলেন। মুখ্যমন্ত্রীর আবাস থেকে তাঁকে সিবিল লাইন থানায় নিয়ে যাওয়া হয়। দিল্লি পুলিশ সূত্রের খবর, স্বাতী মালিওয়ালের অভিযোগের ভিত্তিতেই বিভবকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি এবং এসিপির নেতৃত্বে একটি দল মুখ্যমন্ত্রীর বাসভবনে যান। সেখানে বিভবকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। বিভব কুমার জানান, তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। 

    স্বাতী মালিওয়ালের মেডিক্যাল রিপোর্ট

    এদিনই স্বাতীর মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করে এইমস। সূত্রের খবর, স্বাতী মালিওয়ালের (Swati Maliwal Assault Case) মেডিক্যাল রিপোর্টে উল্লেখ করা আছে যে  স্বাতীর বাঁ পায়ে ছড়ে যাওয়ার দাগ রয়েছে। ডান দিকের গালে ডান চোখের নীচেও ছড়ে যাওয়ার দাগ রয়েছে। শুক্রবার মালিওয়ালের ডাক্তারি পরীক্ষা করানো হয়। নিউ দিল্লির অল ইন্ডিয়া  ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স তাঁর মেডিকো লিগাল সার্টিফিকেট দিয়েছেন। সেখানে তাঁর একাধিক জায়গায় ছড়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 

    আরও পড়ুন: ১২ নয়, ১৩ মাসে হয় এক বছর! জানুন সেই বিচিত্র দেশের কথা

    সিসি-ফুটেজ বিকৃত করার অভিযোগ

    মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে স্বাতী মালিওয়ালের উপর হামলা চালিয়েছিলেন বিভব কুমার। তাঁকে একাধিকবার চড় মারা হয়েছিল। এমনকী একটা ধারালো জায়গার উপর তাঁর মাথা ঠেসে ধরা হয়েছিল। তাঁকে ধাক্কা দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কেজরিওয়ালের বাসভবনের বাইরের একটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও-য় মুখ্যমন্ত্রীর বাসভবনের কর্মীদের সঙ্গে স্বাতীর বচসার দৃশ্যও ধরা পড়েছে। পুলিসকে স্বাতী জানিয়েছেন, গত ১৩ মে কেজরিওয়ালের বাসভবনে গেলে তাঁর উপর চড়াও হন বিভব। তাঁর বুকে, পেটে এবং তলপেটে লাথি মারেন।

    অন্যদিকে, বিভব কুমারও পাল্টা স্বাতী মালিওয়ালের (Swati Maliwal Assault Case) বিরুদ্ধে অভিযোগ করেন জোর করে বিনা অনুমতিতে কেজরিওয়ালের বাড়িতে ঢুকেছিলেন তিনি। আম আদমি পার্টি (আপ) প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তোলেন তাঁর দলেরই (AAP) সাংসদ স্বাতী মালিওয়াল। দিল্লি পুলিশকে ‘ট্যাগ’ করে এক্স হ্যান্ডল পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমার কাছে তথ্য আছে যে, ওই লোকেরা এখন বাড়ির সিসিটিভিতে কারসাজি করছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share