Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Kesar Price Hike: কারও পৌষমাস তো…! ইরানের উপর নিষেধাজ্ঞায় মহার্ঘ কাশ্মীরি কেশর, দাম জানেন?

    Kesar Price Hike: কারও পৌষমাস তো…! ইরানের উপর নিষেধাজ্ঞায় মহার্ঘ কাশ্মীরি কেশর, দাম জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় আছে ভালো পাত্র আর ভালো কেশর খুঁজে পাওয়া কঠিন কাজ। বাজারে ভালো মানের কেশর (Kesar Price Hike) পেতে খসাতে হবে বাড়তি টাকা। কারণ কেশরের দাম বেড়েছে খুচরো ও পাইকারি উভয় বাজারে। বর্তমানে ১০ গ্রাম কেশরের দাম ৪ হাজার ৯৫০ টাকা। কেজি প্রতি ৪ লক্ষ ৯৫ হাজার টাকা। অর্থাৎ, প্রায় ৫ লক্ষ টাকা!

    কেশরের মুল্যবৃদ্ধির  নেপথ্যে রয়েছে ইরানের উপর নিষেধাজ্ঞা (Kesar Price Hike)

    কেশরের এত দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে ইরানের (Iran) উপর নিষেধাজ্ঞা। বিশ্ববাজারে একাই ৯০ শতাংশ চাহিদা পূরণ করে ইরান। কিন্তু আধুনিক বিশ্বের বহু দেশ নিষেধাজ্ঞার জেরে ইরানের কেশর কিনতে পারছে না। হঠাৎ করে জেরে চাহিদা বেড়ে যাওয়ায় ভারতীয় কেশরের কদর এবং দাম (Kesar Price Hike) দুই বেড়েছে। জানা গিয়েছে, গত বছরের তুলনায় ২০ থেকে ২৭ % দাম বেড়েছে। পাইকারি বাজারে ৩ থেকে ৩.৫ হাজার টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে ভালো দরের কেশর। যার আগে দাম ছিল ২ লক্ষ ৮০ হাজার থেকে তিন লক্ষ টাকা প্রতিকেজি। বর্তমানে খুচরো বাজারে যে দামে কেজি প্রতি কেশর বিক্রি হচ্ছে তাতে ৭০ গ্রাম সোনা কেনা সম্ভব। ইরানে প্রতিবছর ৪৩০ টন কেশর উৎপাদন হয়। কাশ্মীরে (Kashmir) মাত্র ৩ টন প্রতিবছর কেশর উৎপাদন হয়। অথচ বাজারে চাহিদা রয়েছে ৬০ থেকে ৬৫ টন।

    আরো পড়ুন: প্যালেস্তাইনে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের, শিশুসহ হত ২১

    কাশ্মীরের কেশরের উৎকৃষ্ট মান

    কাশ্মীরের কেশর ব্যবসায়ী নুরুল আমিন বিন খালিক জানাচ্ছেন, “বিশ্ব বাজারে ইরানের অনুপস্থিতির জেরে কাশ্মীরি কেশরের (Kesar Price Hike) দাম হঠাৎ করেই বেড়ে গিয়েছে। যদিও বিগত এক দশকে কাশ্মীরে কেশরের উৎপাদন ক্রমশ কমছে। ইরানি কেশর রং-এর জন্য বিখ্যাত হলেও কাশ্মীরি কেশরের সুগন্ধের ধারে কাছে কোন কেশর নেই। এখন পৃথিবীর বহু প্রান্তে কেশর উৎপাদন হচ্ছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন ভারতের উৎপাদিত কেশর মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেপাল, কানাডা ও আরব মুলুকে বিক্রি হয়। কেশরের এত দামের (Kesar Price Hike) কারণ হল মাত্র এক গ্রাম কেশর তৈরি করতে ১৬০ থেকে ১৮০ টি ফুলের প্রয়োজন হয় এবং কেশর উৎপাদন করতে প্রচুর শ্রম লাগে। কাশ্মীরের পামপোর, বডগাম, শ্রীনগর এবং কিস্তওয়ার জেলায় অক্টোবর মাস থেকে কেশর চাষ শুরু হয়। বিগত ১ দশকে কেশরের উৎপাদন কমে যাওয়ার পিছনে শ্রমিকদের অভাব, জলবায়ু পরিবর্তন এবং পামপোর জেলায় নতুন সিমেন্ট ফ্যাক্টরি বসানোক দায়ী করা হয়েছে। কারণ সিমেন্ট ফ্যাক্টরি থেকে যে পরিমাণ বাতাসে ধোঁয়া ও ধুলো নির্গত হয় তাতে কেশরের চাষে ব্যাপক ক্ষতি করেছে। বিশেষ করে পামপোর জেলায় সিমেন্ট ফ্যাক্টরি বসার পর থেকেই চাষিরা তাদের জমি নয় সিমেন্ট ফ্যাক্টরিকে দিয়ে দিয়েছে আর না হলে নিজেদের জমিতে চাষ করা বন্ধ করে দিয়েছে।

    কেশরের প্রজাতি

    কাশ্মীরে কেশরের একাধিক প্রজাতির উৎপাদন হয় যার মধ্যে একটি হল মোংরা। এই কেশরের রং খুবই গাঢ় এবং এর ঘ্রাণ অন্য কেশরের তুলনায় অনেকটাই আলাদা। এছাড়াও কেশরের লাছা প্রজাতি যা লাল এবং হলুদ দুটো রঙ একসঙ্গে দিতে সক্ষম। এছাড়াও জর্দা বলে একটি প্রজাতি রয়েছে যা প্রসাধনী সামগ্রীতে ব্যবহার হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Economy: ২০২৫ সালেই জাপানকে টপকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় চারে আসবে ভারত!

    Indian Economy: ২০২৫ সালেই জাপানকে টপকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় চারে আসবে ভারত!

    মাধ্যম নিউজ ডেস্ক: জমানা মাত্র দশ বছরের। তাতেই বিশ্বের বৃহত্তম অর্থনীতির (Indian Economy) দেশের তালিকার ১০ নম্বর থেকে পাঁচে উঠে এসেছে নরেন্দ্র মোদির ভারত। দীর্ঘদিন পাঁচ নম্বরে ছিল ব্রিটেন। রাজার দেশকে টপকেই ওপরে উঠে এসেছে ভারত। অচিরেই যে দেশ ওই তালিকার তিন নম্বরে উঠে আসবে, নানা সময় তা বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

    জাপানকে টপকাবে ভারত (Indian Economy)

    তবে ২০২৫ সালের মধ্যে জাপানকে টপকে মোদির ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় চতুর্থ স্থানে উঠে আসবে বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অমিতাভ কান্ত। অমিতাভ জি২০-র শেরপা এবং নীতি আয়োগের প্রাক্তন সিইও। তিনি জানান, বর্তমানে ভারতের (Indian Economy) স্থান রয়েছে পাঁচে। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জার্মানি এবং জাপানের পরেই রয়েছে ভারত। ২০২২ সালেই ব্রিটেনকে টপকে গিয়েছে ভারত। তাঁর দাবি, আগামী বছরের মধ্যেই ভারতের ঠাঁই হবে তালিকার চার নম্বরে। তিনি জানান, গত দশ বছরের তুলনায় ভারতের অর্থনৈতিক বৃদ্ধি উল্লেখযোগ্য। ভারতের জিডিপি ছিল বিশ্বের একাদশতম স্থানে।

    ভারতের জিডিপি

    বর্তমানে দেশের জিডিপি প্রায় ৩.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কান্ত জানিয়েছেন, ২০১৩ সালে ভারত ছিল ‘ভঙ্গুর ৫’-এ, ২০২৪ সালেই সেই দেশ উঠে এসেছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকার ৫ নম্বরে। যে কারণে ভারতের এই আর্থিক উন্নতি, কান্তের মতে, তার মধ্যে রয়েছে গত তিন ত্রৈমাসিকে জিডিপি গ্রোথ ৮ শতাংশের বেশি থাকা, বিশ্বের ২৭টি দেশের সঙ্গে ইন্ডিয়ার রুপিতে বাণিজ্য এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ।

    আরও পড়ুুন: ‘‘আসুন, গণতন্ত্রকে শক্তিশালী করি’’, চতুর্থ দফায় ভোট দানের আর্জি প্রধানমন্ত্রী মোদির

    কান্তের মতে, স্টিল, সিমেন্ট এবং অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং সেক্টরের পাশাপাশি ডিজিটাল পাবলিক ইনফ্রাকস্ট্রাকচারে ভারত রয়েছে বিশ্ব নেতৃত্বের পর্যায়ে। বর্তমানে ই-ট্রানজেকশনস বেড়ে হয়েছে ১৩৪ বিলিয়ন, বৈশ্বিক ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে শতাংশের বিচারে যার পরিমাণ ৪৬। ২০১৩-১৪ এবং ২০২২-২৩ অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার কমেছে ৮.২ শতাংশ। কান্তের মতে, এসব কারণেই ভারতের অর্থনৈতিক (Indian Economy) ভিত্তি সুদৃঢ়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: ‘‘আসুন, গণতন্ত্রকে শক্তিশালী করি’’, চতুর্থ দফায় ভোট দানের আর্জি প্রধানমন্ত্রী মোদির

    Lok Sabha Election 2024: ‘‘আসুন, গণতন্ত্রকে শক্তিশালী করি’’, চতুর্থ দফায় ভোট দানের আর্জি প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বৃহত্তম গণতন্ত্র উৎসবের আজ, সোমবার চতুর্থ (Lok Sabha Election 2024) পর্ব। দেশ জুড়ে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৯৬টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম, বোলপুর, রানাঘাট, কৃষ্ণনগর ও বহরমপুর বাংলার আট কেন্দ্রে চলছে ভোট৷ সসকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হতেই দেশবাসীকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ৷

    মোদির বার্তা

    নানা ভাষার দেশে চলছে ভোট (Lok Sabha Election 2024)। তাই প্রধানমন্ত্রীও ইংরেজি, হিন্দি-সহ বাংলা, তেলুগু, ওড়িয়া ও মারাঠি ভাষায় এদিন ভোট দানের আর্জি রাখেন। তরুণ প্রজন্ম, মহিলা-সহ দেশের সমস্ত নাগরিককে এদিন ভোট দানে আহ্বান জানান মোদি৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,”আজ লোকসভার চতুর্থ পর্বের নির্বাচনে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে ভোটগ্রহণ। আমি নিশ্চিত যে এই সব আসনে মানুষজন বিপুল সংখ্যায় ভোট দেবেন এবং তরুণ ও মহিলা ভোটদাতারাই ভোটের এই স্ফীতি ঘটাবেন। আসুন, আমরা সবাই আমাদের কর্তব্য পালন করি ৷ আর আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করি !”

    অন্ধ্রে বিধানসভা নির্বাচন

    এদিন দেশজুড়ে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পাশাপাশি অন্ধ্রপ্রদেশের ১৭৫টি এবং ওড়িশার ২৮টি বিধানসভা আসনে ভোট হচ্ছে ৷ সে নিয়েও মোদিজি (PM Modi) এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, “অন্ধ্রপ্রদেশের জনগণকে, বিশেষ করে প্রথম বারের ভোটারদের, বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। এই নির্বাচন আমাদের গণতান্ত্রিক চেতনাকে আরও উন্নত করুক।” 

    ওড়িশায় নির্বাচন

    এর পাশাপাশি তিনি লেখেন, “আজ থেকে ওড়িশায় বিধানসভা নির্বাচন শুরু। আমি এই রাজ্যের জনগণকে বেশি সংখ্যায় তাঁদের ভোটাধিকারের আহ্বান জানাই। আপনার ভোট আপনার কণ্ঠস্বর তা উচ্চস্বরে এবং স্পষ্টভাবে শোনা যাক।” উল্লেখ্য, দুই রাজ্যেই এবার বিজেপি ক্ষমতায় ফিরবে বলে প্রাক নির্বাচনী সমীক্ষার পূর্বাভাস। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Pakistan Relation: “পাকিস্তান আগে দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করুক”, শ্লেষের সুর মোদির গলায়

    India Pakistan Relation: “পাকিস্তান আগে দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করুক”, শ্লেষের সুর মোদির গলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: “পাকিস্তান দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করুক। প্রতিবেশীকে নিয়ে ভেবে ভেবে সময় নষ্ট করতে চায় না ভারত।” কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (India Pakistan Relation)। নির্বাচনী প্রচারে দিনভর ব্যস্ত প্রধানমন্ত্রী। তারই ফাঁকে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারত তার প্রতিবেশী পাকিস্তান নিয়ে কিছু ভাবছে না। ভারত আপাতত তার নিজের লক্ষ্য পূরণেই অবিচল।” দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, তাই পাকিস্তান ইস্যুতে তালা ঝুলিয়ে দিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

    কী বললেন প্রধানমন্ত্রী? (India Pakistan Relation)

    প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানকে (India Pakistan Relation) নিয়ে বেশি মাতামাতি করা আমাদের উচিত নয়। দেশটি তার দৃষ্টিভঙ্গী বদল করুক চাই না করুক। দেশকে এগিয়ে নিয়ে যেতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তাই গত দশ বছর ধরে পাকিস্তান ইস্যুতে আমি তালা ঝুলিয়ে দিয়েছি।” প্রতিবেশী এই দেশটিকে ভারত যে বিশেষ পাত্তা দিচ্ছে না, তা স্পষ্ট প্রধানমন্ত্রীর কথায়। তিনি বলেন, “পাকিস্তান আগে দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করুক। আমাদের ওদের নিয়ে ভেবে সময় নষ্ট করার প্রয়োজন নেই। ভারত এখন অনেক এগিয়ে গিয়েছে। তাই উন্নয়নের বিষয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের কোনও তুলনাই চলে না।” অন্য কিছু নিয়ে ভাববার বদলে আগামী প্রজন্মকে নিয়ে ভারতীয়দের চিন্তাভাবনা করতে বললেন প্রধানমন্ত্রী।

    নিশানায় কংগ্রেস

    সম্প্রতি বিভিন্ন নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে পাকিস্তানের প্রসঙ্গ। জাতীয় সুরক্ষার স্বার্থে ভারত যে পাকিস্তানের ভিতরে ঢুকে গিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে, সে প্রসঙ্গও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। এ প্রসঙ্গে তিনি পূর্বতন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের দুর্বলতার বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলেন, “কংগ্রেস ওদের (পাকিস্তানকে) দলিল পাঠিয়ে জায়গা পছন্দ করে নিতে বলত। আর আমরা ওদের ঘরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে আসি।”

    আরও পড়ুুন: প্যালেস্তাইনে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের, শিশুসহ হত ২১

    প্রসঙ্গত, মনমোহন সিংহের প্রধানমন্ত্রিত্বকালে ৭৬ কিলোমিটার দীর্ঘ সিয়াচেন হিমবাহ পাকিস্তানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে দিন কয়েক আগে দাবি করেছিলেন ভূতপূর্ব এক সেনা প্রধান। সোনিয়া গান্ধীকে মহান করে দেখাতেই এটা করা হচ্ছিল বলে অভিযোগ। রাজনৈতিক মহলের মতে, দলিলের বিষয়টির উল্লেখ করে প্রধানমন্ত্রী আসলে ওই বিষয়টিকেই ইঙ্গিত করতে চেয়েছেন (India Pakistan Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ED: বিপুল নগদ উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগিরকে তলব ইডির

    ED: বিপুল নগদ উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগিরকে তলব ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগির আলমকে তলব ইডির (ED)। রবিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে চিঠি দিয়ে জানানো হয়, ১৪ মে রাঁচিতে ইডির জোনাল অফিসে হাজিরা দিতে হবে তাঁকে।

    গ্রেফতার সঞ্জীব ও জাহাঙ্গির (ED)

    ৬ মে, সোমবার আলমগিরের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের বাড়ির পরিচারক জাহাঙ্গির আলমের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ৩৭ কোটিরও বেশি টাকা। এর পরেই গ্রেফতার করা হয় সঞ্জীব ও জাহাঙ্গিরকে। টানা বারো ঘণ্টা তল্লাশি চালানোর পর ইডি জানিয়েছিল কেবল বিপুল পরিমাণ নগদই নয়, গোপনীয় চিঠিও উদ্ধার হয়েছে। ইডির এক প্রবীণ আধিকারিক জানিয়েছিলেন, সরকারি চিঠিটি অত্যন্ত সংবেদনশীল ও গোপনীয়। রাজ্য (ED) সরকারের সংবেদনশীল নথি ফাঁস হওয়ার ইঙ্গিত রয়েছে। রাঁচির বিভিন্ন জায়গায় হানা দিয়ে ওই পরিমাণ নগদ উদ্ধার করে ইডি। উদ্ধার হওয়া টাকার সিংহভাগই ৫০০ টাকার নোট। টাকা গুণতে নিয়ে আসা হয়েছিল একাধিক টাকা গোণার মেশিন। টাকার পাশাপাশি জাহাঙ্গিরের ফ্ল্যাট থেকে কিছু সোনাদানাও বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। বছর সত্তরের আলমগির ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী। পাকুড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক। প্রবীণ এই কংগ্রেস নেতাকেই তলব করেছে ইডি।

    আরও পড়ুুন: “এই নির্বাচন রামভক্ত ও রাম-দ্রোহীদের মধ্যে একপক্ষকে বেছে নেওয়ার”, বললেন যোগী

    রাজ্য সরকারকে আগেই চিঠি দিয়েছিল ইডি

    ২০২৩ সালের ৫ মে ঝাড়খণ্ড সরকারের মুখ্য সচিবকে চিঠি দেয় ইডি। পিএমএল অ্যাক্ট ২০২২ এর ধারা ৬৬ (২) এর অধীনে রুরাল ডেভেলপমেন্ট স্পেশাল জোন ও পল্লী পূর্ত বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কুমার রামের বিষয়ে তথ্য দেওয়া হয়। চিঠিতে ইডি রাজ্য সরকারকে বিভাগীয় দুর্নীতি সম্পর্কে অবহিত করে এবং আইপিসি ও দুর্নীতি প্রতিরোধ আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। ২০১৯ সালে বীরেন্দ্রর এক অধঃস্তনের বাড়ি থেকেও উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণ নগদ টাকা। তার পরেই ইডি পিএমএল অ্যাক্টে তদন্ত শুরু করে। পরে ইডি জানায়, পিএমএলএ তদন্তের সময় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ৩০টি জায়গায় তল্লাশি চালিয়ে যানবাহন, নগদ, গয়না ও অন্যান্য অপরাধমূলক নথি উদ্ধার হয়েছিল। দুর্নীতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই সব সম্পত্তি অর্জন করেছেন বীরেন্দ্র (ED)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Arvind Kejriwal: জেল থেকে কদিনের জন্য ছাড়া পেয়েই প্রতিশ্রুতির বন্যা অরবিন্দ কেজরিওয়ালের

    Arvind Kejriwal: জেল থেকে কদিনের জন্য ছাড়া পেয়েই প্রতিশ্রুতির বন্যা অরবিন্দ কেজরিওয়ালের

    মাধ্যম নিউজ ডেস্ক: জেল থেকে কয়েক দিনের জন্য মাত্র ছাড় পেয়েছেন! অন্তর্বর্তী জামিন, তবে তাতে কি? মাইক হাতে ঢালাও প্রতিশ্রুতির বন্যা বইল কেজরিওয়ালের (Arvind Kejriwal) মুখে। ইন্ডি জোট ক্ষমতা এলে কী কী করবে? সেই বিষয়ে ১০টি গ্যারান্টি দিলেন কেজরিওয়াল। রবিবার দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং সেখানেই আম আদমি পার্টির সুপ্রিমোকে এই সমস্ত প্রতিশ্রুতি দিতে দেখা যায়। যেখানে তিনি বলেন, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা পাবে দেশ, ইন্ডি জোট ক্ষমতায় এলে শিক্ষাব্যবস্থা সম্পূর্ণভাবে ফ্রি হবে এবং পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে দিল্লি। তার পাশাপাশি তাঁর প্রতিশ্রুতি অবৈধভাবে ভারতের যে ভূখণ্ড চিন দখল করে রেখেছে তাও ফিরিয়ে আনা হবে। 

    বছরে ২ কোটি চাকরি দেবেন কেজরিওয়াল

    এর পাশাপাশি স্বাস্থ্যের গ্যারান্টি সমেত মোদি সরকারের আনা অগ্নিবীর স্কিমকে তিনি বাতিল করবেন বলে ঘোষণা করেছেন। কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দেবেন বলেও জানান তিনি। প্রতিবছর দু’কোটি করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও শোনা গিয়েছে দুর্নীতিতে (Arvind Kejriwal) অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রীর কন্ঠে।

    আরও পড়ুন: “এই নির্বাচন রামভক্ত ও রাম-দ্রোহীদের মধ্যে একপক্ষকে বেছে নেওয়ার”, বললেন যোগী

    দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন দুর্নীতিতে অভিযুক্ত কেজরিওয়াল!

    সব থেকে আশ্চর্যজনক ছিল সাংবাদিক সম্মেলনে তাঁর ৯ নম্বর প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতিতে তিনি দুর্নীতির বিরুদ্ধে গ্যারান্টির কথা বলেন। আবগারি দুর্নীতিতে তাঁর সরকারের একাধিক মন্ত্রী জেলে রয়েছেন। উপ মুখ্যমন্ত্রীও জেলে রয়েছেন। বর্তমানে তিনি নিজেও রয়েছেন তিহার জেলে বন্দি। কিন্তু এসব কিছু না ভেবে সাংবাদিক সম্মেলনে বসে কেজরিওয়াল (Arvind Kejriwal) বললেন যে দেশ দুর্নীতিমুক্ত হবে। তাঁর দাবি এমন নীতি প্রণয়ন করবে ইন্ডি জোট যে দেশে কেউ দুর্নীতি করার সাহস পাবে না।

    আরও পড়ুন: এক্স-রে প্লেটের আকাল! বালুরঘাট জেলা হাসপাতালে বন্ধ হতে বসেছে এক্স-রে পরিষেবা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “তিনি কি ইন্ডি জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী?”, রাহুলকে প্রশ্ন স্মৃতির

    PM Modi: “তিনি কি ইন্ডি জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী?”, রাহুলকে প্রশ্ন স্মৃতির

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) বিতর্কে আহ্বান করেছিলেন তিনি। দেশে চলছে অষ্টাদশতম লোকসভা নির্বাচন। এমতাবস্থায় বিতর্কের আহ্বান কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর। রাহুলের সেই আহ্বানের প্রেক্ষিতেই তাঁকে কার্যত ধুয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বৈরথের ক্ষমতা রাহুলের রয়েছে কিনা, সে প্রশ্নও তুললেন স্মৃতি। একদা কংগ্রেসে ঘাঁটি আমেঠিতেই যিনি দাঁড়াতে দ্বিধাগ্রস্ত ছিলেন, সেই তিনিই কিনা বিতর্ক সভায় প্রধানমন্ত্রীকে আহ্বান করেছেন শুনে বিস্ময় প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

    আমেঠিতে ধরাশায়ী রাহুল (PM Modi)

    ২০০৪ সাল থেকে আমেঠিতে ধারাবাহিকভাবে জয়ী হয়ে আসছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উনিশের নির্বাচনে স্মৃতির কাছে ধরাশায়ী হন তিনি। তার পর আর আমেঠিতে দাঁড়াতে রাজি হননি রাহুল। কেরলের ওয়েনাড়ের পাশাপাশি রাহুল মনোনয়নপত্র দাখিল করেন রায়বেরিলি কেন্দ্র থেকে। এই কেন্দ্রে দু’দশক ধরে জিতে আসছিলেন সোনিয়া গান্ধী। বয়সজনিত কারণ এবার আর প্রার্থী হতে চাননি তিনি। কেন্দ্রের মৌরসিপাট্টা ধরে রাখতে রাহুলকে প্রার্থী করে গ্র্যান্ড ওল্ড পার্টি। সেই রাহুলই এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীকে (PM Modi) আহ্বান করেন তর্ক-যুদ্ধে।

    কী বললেন স্মৃতি?

    এরই জবাব দিয়েছেন বিজেপি নেত্রী তথা আমেঠির বিজেপি প্রার্থী স্মৃতি। বলেন, “প্রথমত, যিনি সামান্য একজন বিজেপি কর্মীর বিরুদ্ধে প্রার্থী হওয়ার সাহস পান না তাঁর তথাকথিত খাসতালুকেই, তাঁর অহঙ্কার ত্যাগ করা উচিত। আর দ্বিতীয়ত, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কে বসতে চান। আমি তাঁকে প্রশ্ন করি, তিনি কি ‘ইন্ডি’ জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী?”

    আরও পড়ুুন: “এই নির্বাচন রামভক্ত ও রাম-দ্রোহীদের মধ্যে একপক্ষকে বেছে নেওয়ার”, বললেন যোগী

    সম্প্রতি একটি মহলের তরফে বিতর্ক সভায় আহ্বান করা হয়েছিল রাহুলকে। চিঠিতে রাহুল তাঁদের লিখেছেন, “যেহেতু প্রধান রাজনৈতিক দলগুলি নির্বাচনে লড়ছে, জনগণ তাঁদের নেতাদের মুখ থেকে সরাসরি শুনতে চান তাঁদের বক্তব্য।” এর পরেই তিনি লিখেছেন, “হয় আমি নিজে নয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এরকম তর্ক-যুদ্ধে অংশ নিতে মুখিয়ে রয়েছি।” তিনি বলেন, “এরকম বিতর্কে অংশ নিতে আমি একশো শতাংশ প্রস্তুত। যদিও প্রধানমন্ত্রী এতে রাজি হবেন না।” এরই জবাবে রাহুলের যোগ্যতা নিয়েই (PM Modi) প্রশ্ন তোলেন স্মৃতি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Yogi Adityanath: ৪ জুনের পর উত্তরপ্রদেশ হবে ‘মাফিয়া-মুক্ত’, ঘোষণা যোগী আদিত্যনাথের

    Yogi Adityanath: ৪ জুনের পর উত্তরপ্রদেশ হবে ‘মাফিয়া-মুক্ত’, ঘোষণা যোগী আদিত্যনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধ্বংসী মুডে ব্যাটিং করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলার প্রশ্নে, যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) আমলে উত্তরপ্রদেশ গত ৭ বছরে নয়া উচ্চতায় পৌঁছেছে। লোকসভা ভোটের মাঝে এবার যোগীর ঘোষণা, আগামী ৪ জুনের পরেই উত্তরপ্রদেশকে মাফিয়ামুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করবেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কুখ্যাত মাফিয়াদের কাছ থেকে বাজেয়াপ্ত করা সম্পত্তিগুলিকে গরীব মহিলা এবং অন্যান্য প্রতিবন্ধী এবং দিব্যাঙ্গদের মধ্যে বন্টন করা হবে। রাজনৈতিক বিশ্লেষক থেকে বিভিন্ন সমীক্ষা সংস্থা আগেই জানিয়েছে, উত্তরপ্রদেশে এবার অভূতপূর্ব ফল করতে চলেছে বিজেপি। রামমন্দির, উন্নয়ন ও আইনের শাসন-এই তিন ইস্যুতেই আপাতত বেসামাল বিরোধীরা।

    প্রসঙ্গ আজম খান 

    এর পাশাপাশি যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) আরও জানিয়েছেন, মাফিয়াদের দখল করা অবৈধ জমিতে হাসপাতাল স্কুল তৈরি করা হবে, মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। সমাজবাদী পার্টির অন্যতম নেতা মন্ত্রী আজম খানের সম্পত্তি বাজেয়াপ্ত করার কথাও তিনি বলেন। আজমখানের উদ্দেশে যোগী বলেন, ” উনি হলেন মহাভারতের কাকাশ্রী, তাঁর সামনেই দুর্যোধন, দুঃশাসনরা অপরাধ করতো আর তিনি সব দেখতেন।”

    দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    প্রসঙ্গত যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) আরও বলেন, ‘‘রাজ্যে যারা দাঙ্গা করবে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যে সাত প্রজন্ম তারা সেই শাস্তির কথা মনে রাখবে।’’ বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেন যোগী আদিত্যনাথ এবং তিনি বলেন, ‘‘রাজ্যের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট উদ্যোগী হয়েছে প্রশাসন।’’ তাঁর জমানায় উত্তরপ্রদেশে বদলেছে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, -একথাও বলতে শোনা যায় যোগী আদিত্যনাথকে।

    বিহারে কী বললেন যোগী? (Yogi Adityanath)

    এদিনই বিহারের বেগুসরাই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের সমর্থনে আয়োজিত জনসভায় যোগ দিয়েছিলেন যোগী। সেখানেই তিনি বলেন, “যে নির্বাচন চলছে, সেখানে আপনাদের হয় বেছে নিতে হবে রাম ভক্তদের নয়ত রাম-দ্রোহীদের।” এর পরেই তিনি স্লোগান দেন, “যো রাম কো লায়া হ্যাঁয়, হম উনকো লায়া হ্যাঁয় (যিনি রামকে নিয়ে এসেছেন, আমরা তাঁকে নিয়ে আসব)।” উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেন, “আমি প্রভু রামের দেশ থেকে এসেছি। আমি জানি, বিহারের বাসিন্দাদের হৃদয়ে অযোধ্যার জন্য একটা বিশেষ জায়গা রয়েছে। কারণ সীতাদেবী জন্মেছিলেন এখানেই।” সমাজবাদী পার্টির (ইন্ডিয়া ব্লকের শরিক) নাম না নিয়েই যোগী বলেন, “রাম-দ্রোহীদের মধ্যে রয়েছে তারাও, যারা রামভক্তদের গুলি করেছিল। এরাই আবার মাফিয়া ডনের মৃত্যুতে কান্নাকাটি করে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Andhra Pradesh: হাইওয়েতে উড়ছে টাকা, টেম্পো থেকে উদ্ধার থরে থরে বিপুল টাকা! চাঞ্চল্য

    Andhra Pradesh: হাইওয়েতে উড়ছে টাকা, টেম্পো থেকে উদ্ধার থরে থরে বিপুল টাকা! চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: হাইরোডে যেন টাকা কুড়ানোর ধুম লেগে গেছে। জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় একটি ছোটা হাতি এবং আরেকটি টেম্পোকে ধাক্কা দেয় একটি ট্রাক। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টেম্পো। এবার এই টেম্পো থেকে হাওয়ায় উড়তে থাকে টাকা। পরে পুলিশ এসে টেম্পোর ভিতর থেকে উদ্ধার হয় কয়েক বাক্সে কোটি কোটি টাকা। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)।

    কোথায় ঘটেছে ঘটনা (Andhra Pradesh)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আর একদিন বাদেই লোকসভার চতুর্থ দফার নির্বাচন, ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) জাতীয় সড়ক থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ টাকা। পূর্ব গোদাবরী জেলার একটি সড়ক দুর্ঘটনার জেরে এই কোটি কোটি টাকার সন্ধান মিলেছে। পুলিশ উল্টে যাওয়া টেম্পো থেকে বাক্সে বন্দি করা থরে থরে টাকা উদ্ধার করে। প্রথমে পথ চলতি মানুষ ঘটনার কথা জানিয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে ওই টেম্পো থেকে ৭ কোটি টাকা উদ্ধার করেন। আরও জানা গিয়েছিল গাড়িটি বিজয়ওয়াড়া থেকে বিশাখাপত্তনমের দিকে যাচ্ছিল। হঠাৎ দুর্ঘটনা ঘটলে এই বিপত্তি ঘটে। ইতিমধ্যে গাড়ির চালককে গুরুতর অবস্থায় গোপালপুরম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ সেই টাকা বাজেয়াপ্ত করেছে। কিন্তু টাকার মালিক কে তা এখনও জানা যায়নি।

    আগেও উদ্ধার হয়েছে টাকা

    উল্লেখ্য লোকসভার ভোটে এই ভাবে টাকা উদ্ধারের ঘটনা এই প্রথম নয়, আগেও অনেক নগদ অঙ্কের টাকা উদ্ধার হয়েছে। এই রাজ্য বাংলায় হাওড়া স্টেশন থেকে একাধিক বার রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ টাকা। আবার দক্ষিণের এই রাজ্যে গত ১০ মে পুলিশ পাইপ বোঝাই একটি ট্রাক থেকে ৮ কোটি টাকা উদ্ধার করেছে। অন্ধ্রপ্রেদেশের মোট ২৫ টি লোকসভার আসন। আগামীকাল ১৩ মে এই রাজ্যের নির্বাচন। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি করেছে।

    আরও পড়ুন: কল্যাণের অস্থাবর সম্পত্তি ২৪ কোটির বেশি, রয়েছে দুটি গাড়ি, দিল্লি-কালীঘাটে ফ্ল্যাট   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: “গণতন্ত্রের জন্য আকাশ পথে নিয়ে যাওয়া হচ্ছে”, কপ্টারে ভোটকর্মীদের পাঠিয়ে বলল কমিশন

    Lok Sabha Election 2024: “গণতন্ত্রের জন্য আকাশ পথে নিয়ে যাওয়া হচ্ছে”, কপ্টারে ভোটকর্মীদের পাঠিয়ে বলল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: গণতন্ত্রের উৎসবে (Lok Sabha Election 2024) যাতে সবাই শামিল হতে পারেন, তাই হেলিকপ্টারে করে ভোট কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে বুথে। এ ছবি ঝাড়খণ্ডের মাও অধ্যুষিত সিংভূমের। ঝাড়খণ্ডে নির্বাচন ১৩ মে, সোমবার। এমতাবস্থায় ভোটকর্মীদের বুথে পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কোথাও ট্রেনে করে, কোথাও আবার হেলিকপ্টারে করে ভোটকর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে বুথে।

    বিশেষ ব্যবস্থা (Lok Sabha Election 2024)

    পশ্চিম সিংভূমের ডেপুটি কমিশনার কুলদীপ চৌধুরী বলেন, “শনিবার চক্রধরপুর থেকে রৌরকেল্লায় একটি বিশেষ ট্রেনে করে মোট ৯৫টি পোলিং টিমকে পাঠানো হয়েছিল। মনোহরপুর, জারাইকেলা এবং পোসাইতা স্টেশনে পৌঁছে তাঁরা গাড়ি ধরবেন এবং পায়ে হেঁটে নির্দিষ্ট বুথে পৌঁছবেন।” তিনি জানান, ৭৮টি পোলিং পার্টিকে পাঠানো হয়েছে হেলিকপ্টারে করে। কুলদীপ বলেন, “মাও-অধ্যুষিত এলাকায় তাঁদের পৌঁছে দিতে তিনটি চপারও কাজে লাগানো হয়েছে। মনোহরপুর ও জগন্নাথপুরের প্রত্যন্ত এলাকায় এভাবেই পৌঁছে দেওয়া হয়েছে পোলিং স্টাফদের।” তিনি (Lok Sabha Election 2024) বলেন, “অবাধ ও স্বচ্ছ নির্বাচন করতে আমরা ইভিএমগুলির ওপর লাইভ ট্র্যাকিং করছি। জিপিএস-যুক্ত যানবাহনের মাধ্যমে পোলিং পার্টিদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি।” তিনি জানান, পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই চক্রধরপুরে পৌঁছে গিয়েছেন বিএসএফ এবং সিএপিএফের জওয়ানরা।

    কী বলছে কমিশন?

    এদিকে, এক্স হ্যান্ডেলে একটি পোস্টে নির্বাচন কমিশনের তরফে একগুচ্ছ ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পোলিং পার্টি ও ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে ট্রেনে করে। লেখা হয়েছে, “আমরা প্রস্তুত! আপনিও কি প্রস্তুত। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমের পোলিং পার্টিকে তাদের গন্তব্যে পৌঁছানো হচ্ছে বিশেষ ট্রেনে করে। গণতন্ত্রের জন্য আকাশপথেও নিয়ে যাওয়া হচ্ছে। পোলিং পার্টিরা ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকায় পৌঁছচ্ছেন। প্রতিটি ভোট যাতে বাক্সে পড়ে, তাই এই ব্যবস্থা। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, একজন ভোটারও যাতে বাদ না পড়েন, সেজন্য আমরা দায়বদ্ধ। আমরা এমন অনেক জায়গা চিহ্নিত করেছি, যেসব জায়গায় এবারই প্রথম ভোট হচ্ছে। কোথাও আবার ভোট হচ্ছে দু’দশক পরে। কারণ এই সব এলাকায় এক (Lok Sabha Election 2024) সময় দাপিয়ে বেড়াচ্ছিল মাওবাদীরা।”

    আরও পড়ুুন: “পঁচাত্তরের পরেও প্রধানমন্ত্রী থাকবেন মোদিই”, জনসভায় দাবি শাহের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share