Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Subrata Roy Sahara: সাহারা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুব্রত রায়ের জীবনাবসান

    Subrata Roy Sahara: সাহারা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুব্রত রায়ের জীবনাবসান

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বিশিষ্ট ব্যবসায়ী তথা সাহারা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুব্রত রায় (Subrata Roy Sahara)। মৃত্যুকালে সাহারাশ্রীর বয়স হয়েছিল ৭৫ বছর। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ তাঁর জীবনাবসান হয়। সুব্রত রায়ের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে সাহারা গোষ্ঠীর তরফ থেকেও।

    বুধবার লক্ষ্ণৌতে আসবে সুব্রত রায়ের মরদেহ

    সুব্রত রায়ের (Subrata Roy Sahara) পার্থিব শরীর লক্ষ্ণৌতে সাহারা সিটিতে নিয়ে আসা হবে বুধবার। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী, পুত্র এবং এক ভাইকে। সাহারা গোষ্ঠীর প্রতিষ্ঠাতার মৃত্যুর পরে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই হৃদরোগের সমস্যা ছাড়াও হাইপারটেনশন, ডায়াবেটিসহ একাধিক গুরুতর রোগে আক্রান্ত ছিলেন তিনি। শরীরের অসুস্থতা বেড়ে যাওয়ায় গত ১২ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দুদিনের মাথায় তাঁর জীবনাবসান হল।

    সংক্ষিপ্ত জীবন ও ব্যবসায়িক বিতর্ক

    বিহারের আড়ারিয়াতে ১৯৪৮ সালের ১০ জুন জন্ম হয় সাহারা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুব্রত রায়ের (Subrata Roy Sahara)। গোরক্ষপুরের সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে তিনি পাস করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এরপরই ব্যবসায় নামেন তিনি। ১৯৭৬ সালে মাত্র দু বছরের মধ্যেই সেটিকে সাহারা ইন্ডিয়া পরিবারে পরিণত করতে সক্ষম হন তিনি। ব্যবসায়ী হিসেবে তাঁর জীবনে নানা জটিলতাও নেমে আসে। জেলেও যেতে হয় সুব্রত রায়কে। শেষ জীবনে অবশ্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। বিপুল টাকা তছরুপের অভিযোগ ওঠে সাহারা গোষ্ঠীর বিরুদ্ধে। সেবির সঙ্গে দীর্ঘ আইনের লড়াই চলতে থাকে। সুব্রত রায়কে এই মামলায় ২০১৪ সালে গ্রেফতার করা হয় মার্চ মাসে এবং দিল্লির তিহার জেলে বন্দি করা হয়। ২০১৬ সালে প্যারোলে মুক্তি পান তিনি। সেইসময় সেবির কাছে ২৪ হাজার কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে। আমানতকারীদের অর্থ মেটানোর জন্য। সাহারা গোষ্ঠী অবশ্য দাবি করে ৯৫ শতাংশ আমানতকারীকে তাদের অর্থ ফেরত দেওয়া হয়েছে। তবে জানা যায়, এই তালিকার অধিকাংশ নামই ভুয়ো। কালোটাকা সাদা করতেও সাহারা গোষ্ঠীকে ব্যবহার করার অভিযোগ ওঠে সেই সময়। এই বিতর্কের মাঝেই চলতি বছরে সমবায়মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন সাহারার আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। সেই মতো ২০২৩ সালের জুলাই মাসে খোলা হয় ‘CRCS-Sahara Refund Portal’. জানা গিয়েছে এখনও পর্যন্ত ১৮ লাখ আমানতকারী এখানে নাম নথিভুক্ত করেছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birsa Munda Jayanti: বিরসা মুন্ডার জয়ন্তীতে আদিবাসী নৃত্যে পা মেলালেন দ্রৌপদী মুর্মু, শুভেচ্ছা বার্তা মোদির

    Birsa Munda Jayanti: বিরসা মুন্ডার জয়ন্তীতে আদিবাসী নৃত্যে পা মেলালেন দ্রৌপদী মুর্মু, শুভেচ্ছা বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন দিল্লিতে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মজয়ন্তী (Birsa Munda Jayanti) উদযাপনে অংশগ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভগবান বিরসার মূর্তিতে মাল্যদান করে পুস্পার্ঘ্য নিবেদন করলেন তিনি। সেই সঙ্গে তিনি আদিবাসী সামজের নৃত্যশিল্পীদের সাথে পায়ে পা মেলালেন। একই ভাবে রাজ্যসভার স্পিকার তথা দেশের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় আদিবাসীদের বাদ্যযন্ত্র বাজিয়ে পালন করলেন এই মহাপুরুষের জন্মজয়ন্তী। উল্লেখ্য, কেন্দ্র সরকার ১৫ নভেম্বরকে দেশের জন্য বিরসা মুন্ডার আবির্ভাব তিথিকে ‘জনজাতি গৌরব দিবস’ হিসাবে স্বীকৃতি দিয়েছে। সারা দেশেই এই মহাপুরুষের জন্মজয়ন্তী অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করা হচ্ছে। একই ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভগবান বিরসার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাঁচীতে।

    প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা (Birsa Munda Jayanti)

    ভগবান বিরসা মুন্ডার আবির্ভাব তিথিতে (Birsa Munda Jayanti) রাঁচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার স্মৃতিজ্ঞাপক পার্ক এবং একটি সংগ্রহালয় পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা এবং রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। প্রধানমন্ত্রী নিজে এদিন ভগবান বিরসার জন্মভূমি উলিহাতু গ্রামও পরিদর্শন করেন। মোদি, তাঁর এক্স-হ্যান্ডেলে একটি বার্তা দিয়ে লেখেন, “ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানাই। জনজাতি গৌরব দিবসের অনেক শুভেচ্ছা। স্বাধীনতা আন্দোলনে আদিবাসী সমাজের উল্লেখযোগ্য ভূমিকা অনস্বীকার্য।”

    রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা

    ভগবান বিরসার জন্মদিনে (Birsa Munda Jayanti) রাষ্ট্রপতি মুর্মু তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘জনজাতি গৌরব দিবস’ উপলক্ষে বলেন, “ঝাড়খণ্ডের জনগণকে শুভেচ্ছা জানাই। এই রাজ্য তার প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণতা নিয়ে আরও প্রগতিশীল থাকুক এই কামনা করি।” এইদিন দিল্লির সংসদ ভবনে উপস্থিত থেকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি।

    কী বললেন কেন্দ্রীয়মন্ত্রী?

    ভাগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী (Birsa Munda Jayanti) উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি বলেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী জনজাতি সমাজের বিরাট কৃতিত্ব রয়েছে। আদিবাসী সমাজের এই অবদান অত্যন্ত গৌরবের বিষয়। এই জনজাতি গৌরব দিবস পালনের মধ্যে দিয়ে সরকারের জনমুখী প্রকল্পের বিষয়গুলিকে লোকসমাজের কাছে পৌঁছানোর একটি প্রয়াস থাকে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: প্রথম কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন বিরসা মুন্ডার গ্রাম, ঝাড়খন্ডে একাধিক প্রকল্পের সূচনাও করবেন মোদি

    Narendra Modi: প্রথম কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন বিরসা মুন্ডার গ্রাম, ঝাড়খন্ডে একাধিক প্রকল্পের সূচনাও করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২ দিনের ঝাড়খন্ড সফরে প্রধানমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় বিরসা মুন্ডা এয়ারপোর্টে নামেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণান এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এয়ারপোর্ট থেকে নরেন্দ্র মোদি রাজভবন পর্যন্ত ১০ কিলোমিটারের পথ অতিক্রম করেন রোড শো-এর মাধ্যমে। দু’পাশে দাঁড়ানো জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান। আজ বুধবার অনেকগুলি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে যাবেন বিরসা মুন্ডার গ্রাম। 

    ঝাড়খন্ডে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন মোদি

    ঝাড়খন্ডে আজ ২৪ হাজার কোটি টাকার প্রজেক্ট-এর উদ্বোধন করবেন তিনি যা জনজাতি এলাকাগুলিতে উন্নয়নের কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, আজই রয়েছে ‘জনজাতি গৌরব দিবস’। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) উদ্বোধন করবেন ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’র। জানা গিয়েছে, বিকশিত সংকল্প যাত্রার মাধ্যমে জনসংযোগ করবে মোদি সরকার। মানুষকে সচেতন করা হবে সরকারের বিভিন্ন রকমের প্রকল্প সম্পর্কে। বিগত ৯ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক প্রকল্প বাস্তবায়িত করেছেন। যার মধ্যে অর্থনৈতিক পরিষেবা যেমন রয়েছে, তেমনই বিদ্যুৎ সংযোগ, বাড়িতে উজ্জ্বলা যোজনার মাধ্যমে এলপিজি গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গরিবদের ঘর দেওয়া, রেশনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা। এর পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে গ্রামগুলিতে শৌচাগারও স্থাপন করেছে মোদি সরকার। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার, ১৫তম ইনস্টলমেন্টে ১৮ হাজার কোটি টাকাও অনুমোদন করা হবে আনুষ্ঠানিকভাবে আজকে। এর পাশাপাশি তিনি ঝাড়খন্ড রাজ্যের জন্য ৭,২০০ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনাও করবেন।

    প্রথম কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন বিরসা মুন্ডার গ্রাম

    বুধবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পরিদর্শন করবেন ভগবান বিরসা মুন্ডা মেমোরিয়াল পার্ক যা রাঁচিতে অবস্থিত। সেখান থেকে তিনি হেলিকপ্টারে চড়ে যাবেন বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাতু গ্রামে, যা ঝাড়খন্ড রাজ্যের খুন্তি জেলাতে অবস্থিত। সেখানে ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন মোদি। ৩ বছর আগে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ‘মন কি বাতে’, ‘ভগবান বিরসা মুন্ডা’র দুঃসাহসিক গল্প স্মরণ করেন এবং ঘোষণা করেন, তাঁর জন্ম-জয়ন্তী, প্রতি বছর ‘জনজাতি গৌরব দিবস’ হিসাবে উদযাপন করা হবে। ‘জনজাতি গৌরব দিবস’ আজকে তৃতীয় বছরে পা দিল। স্বাধীনতার পরে প্রথম কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন বিরসার গ্রামে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Priyanka Gandhi Vadra: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ! নির্বাচন কমিশনের নোটিশ প্রিয়াঙ্কাকে

    Priyanka Gandhi Vadra: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ! নির্বাচন কমিশনের নোটিশ প্রিয়াঙ্কাকে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মিথ্যা বক্তব্য পেশের অভিযোগে নির্বাচন কমিশন নোটিশ জারি করল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে (Priyanka Gandhi Vadra)। নির্বাচনের স্বচ্ছতাকে বজায় রাখতে এবং আদর্শ আচরণবিধি জারি রাখতেই এই শোকজ নোটিশ প্রিয়াঙ্কা গান্ধীকে ধরানো হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। 

    ঠিক কী অভিযোগ প্রিয়াঙ্কার বিরুদ্ধে

    প্রসঙ্গত, প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi Vadra) বিরুদ্ধে অভিযোগ আনে বিজেপি, যে তিনি মিথ্যা বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মধ্যপ্রদেশের জনসভায়। বিজেপির প্রতিনিধিরা এরপরেই দ্বারস্থ হয় নির্বাচন কমিশনের কাছে। কমিশনকে গেরুয়া শিবির জানায়, প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ এনেছেন যে মোদি সরকার দেশের সরকারি সেক্টরগুলিকে বেসরকারিকরণ করছেন। মধ্যপ্রদেশের সনোয়ার বিধানসভা কেন্দ্রে জনসভায় হাজির ছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই তাঁকে একথা বলতে শোনা যায়। বিজেপির মতে, এমন অভিযোগের মাধ্যমে তিনি জনগণকে বিপথে চালিত করতে চেয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তির ক্ষতি করতে চেয়েছেন। ভারতের জাতীয় নির্বাচন কমিশন প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi Vadra) তাঁর এই মন্তব্যের ব্যাখ্যা বৃহস্পতিবার রাত্রি ৮টার মধ্যে জমা দিতে বলেছে। ওই নোটিসে আরও বলা হয়েছে যে নির্বাচন কমিশন দায়বদ্ধ দেশের নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ ভাবে পরিচালনা করতে এবং যেকোনও রকমের মিথ্যা তথ্য থেকে নির্বাচনী প্রচারকে দূরে রাখতে।

    আরও পড়ুন: আজ জনজাতি গৌরব দিবস, জানুন বিরসা মুন্ডার ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামের ইতিহাস

    অরবিন্দ কেজরিওয়ালকেও নোটিশ নির্বাচন কমিশনের 

    প্রসঙ্গত, এর আগেই দিল্লির আম আদমি পার্টির সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একই অভিযোগ ওঠে। আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নরেন্দ্র মোদি সম্পর্কে অপমানজনক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তোলে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেছে করা হয়েছে আম আদমি পার্টির তরফ থেকে। গত ১০ নভেম্বর নির্বাচন কমিশন এর ব্যাখ্যা তলব করেছে অরবিন্দ কেজরিওয়ালের কাছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Telangana Election: ত্রিশঙ্কু বিধানসভা নয়, তেলঙ্গানায় একাই সরকার গড়বে বিজেপি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

    Telangana Election: ত্রিশঙ্কু বিধানসভা নয়, তেলঙ্গানায় একাই সরকার গড়বে বিজেপি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৩০ নভেম্বর ভোট রয়েছে তেলঙ্গানাতে। ওই ভোটে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে দাবি করলেন তেলঙ্গানার (Telangana Election) বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী জি কিষান রেড্ডি। তিনি আরও জানিয়েছেন, ত্রিশঙ্কু বিধানসভার হওয়ার কোনও সম্ভাবনাই নেই, ভালোভাবেই বিজেপি সেখানে সংখ্যাগরিষ্ঠ আসন দখল করবে। তেলঙ্গানা রাজ্যের মানুষ যে পরিবর্তন চাইছেন তাও এদিন জানান তিনি। তাঁর মতে, ‘‘তেলঙ্গানার (Telangana Election) মানুষের বিশ্বাস এবং আস্থা দুটোই হারিয়েছে বিআরএস এবং কংগ্রেস। এই দুই দলই তাদের হতাশ করেছে। ভারত রাষ্ট্র সমিতির বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ আছে তা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বাইরে বের হবে।’’

    প্রধানমন্ত্রীর মোদির ৪ জনসভা তেলঙ্গানাতে

    সাধারণ মানুষ যে ভারত রাষ্ট্র সমিতির প্রশাসন এবং গুন্ডাদের ভয়ে বাইরে বের হতে পারছেন না সে কথাও শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রীর মুখে। ‘‘ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতার জন্যই আমরা রাত দিন কাজ করছি এবং এটা হবেই।’’ অত্যন্ত দৃঢ়ভাবে একথা বলতে শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে। তিনি আরও জানিয়েছেন, তেলঙ্গানা (Telangana Election) রাজ্য বিজেপি ইতিমধ্যের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির চারটি বড় জনসভা যেন তেলঙ্গানাতে সম্পন্ন করানো যায়। প্রসঙ্গত, নরেন্দ্র মোদির আগের জনসভায় উপচে পড়া ভিড় সেখানে দেখা গিয়েছে। অনগ্রসর সমাজের নেতাদের বড় অংশের মানুষ এখানে জমায়েত করেন।

    গেরুয়া শিবিরের ব্যাপক উত্থান তেলঙ্গানায়… 

    কিষান রেড্ডির মতে, ‘‘মানুষ কংগ্রেসকে জেতাবেনা কারণ তাঁরা জানেন যদি এই পার্টি যেতে তবে তাঁদের বিধায়করা রাতারাতি ভারত রাষ্ট্র সমিতিতে যোগ দেবে।’’ পরিসংখ্যান বলছে, তেলঙ্গানাতে (Telangana Election) খুব দ্রুত উত্থান হচ্ছে বিজেপির। ২০১৮ সালের মাত্র ৭ শতাংশ ভোট ছিল সেখানে গেরুয়া শিবিরের এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি ছিল বিধানসভায়। এরপরই দেখা যায় বৃহত্তর হায়দরাবাদ পুরসভার দুটি উপনির্বাচনেই জিতে যায় বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে চারটি আসন জেতে বিজেপি। জি কিষাণ রেড্ডি আরও জানিয়েছেন, কৃষক থেকে মহিলা, ছাত্র থেকে যুবসমাজ এমনকি সরকারি কর্মচারীরাও বর্তমান সরকারের প্রতি বীতশ্রদ্ধ। মানুষ মনে করে যে বিজেপি একমাত্র রাজনৈতিক দল, যারা তাদের সমস্যার সমাধান করতে পারে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ২২ লাখ প্রদীপ প্রজ্জ্বলন অযোধ্যায়, ‘স্বর্গীয়-অবিস্মরণীয়’ লিখে ট্যুইট প্রধানমন্ত্রীর

    Narendra Modi: ২২ লাখ প্রদীপ প্রজ্জ্বলন অযোধ্যায়, ‘স্বর্গীয়-অবিস্মরণীয়’ লিখে ট্যুইট প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষমতায় আসার পর ২০১৭ সাল থেকেই দীপাবলিতে রামনগরীকে বিশেষভাবে প্রদীপের আলোয় সাজিয়ে তোলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। চলতি বছরের দীপাবলি অযোধ্যায় একটু বিশেষ, তার কারণ দু মাস পরেই উদ্বোধন হতে চলেছে রামমন্দিরের। গত বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে এ বছর অযোধ্যা সেজে উঠেছিল ২২ লাখ প্রদীপের আলোয়। দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও ৫৪ টি দেশের ৮৮ জন কূটনীতিক সামিল হয়েছিলেন এই অনুষ্ঠানে। হাজির ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। অযোধ্যায় দীপাবলি পালনের ছবি নিজের ‘এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। লক্ষ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলনের এই দৃশ্যকে ‘আশ্চর্যজনক’, ‘স্বর্গীয়’ এবং ‘অবিস্মরণীয়’ এই সমস্ত বিশেষণের ভূষিত করেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর ট্যুইট

    এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) প্রধানমন্ত্রী (Narendra Modi) লেখেন,  “এর থেকে উদ্ভূত শক্তি ভারতজুড়ে নতুন উদ্যম ও উদ্দীপনা ছড়িয়ে দিচ্ছে। আমি প্রার্থনা করছি, ভগবান শ্রীরাম সমস্ত দেশবাসীর মঙ্গল করুন এবং আমার পরিবারের সকল সদস্যকে অনুপ্রাণিত করুন।”

    ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে’ স্থান পেয়েছে অযোধ্যার প্রদীপ প্রজ্জ্বলন

    তথ্য বলছে, ২০১৭ সালে অযোধ্যায় প্রজ্জ্বলিত হয়েছিল ৫১ হাজার প্রদীপ। ২০১৯ সালে প্রদীপের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ লাখ ১০ হাজার। ২০২০ সালে ৬ লাখ, ২০২১ সালে প্রদীপ প্রজ্জ্বলিত হয় ৯ লাখ, ২০২২ সালে ১৭ লাখ। চলতি বছরে ২২ লাখ প্রদীপ প্রজ্জ্বলন হল অযোধ্যায়। অযোধ্যার এই নয়া রেকর্ড স্থান পেয়েছে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে’।

    দীপাবলিতে হিমাচলে হাজির প্রধানমন্ত্রী

    অন্যদিকে, চলতি বছরের দীপাবলিতে হিমাচল প্রদেশের লেপচায় হাজির ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই দেশের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন নমো (Narendra Modi)। এদিন হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছানোর পরেই প্রধানমন্ত্রী ট্যুইট করেন। সেখানে তিনি সেনা জওয়ানদের সঙ্গে ছবিও পোস্ট করেছেন। ওই ট্যুইটে দেখা যাচ্ছে, সেনার উর্দি পড়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জওয়ানদের সঙ্গে কথা বলছেন। গত বছরই একটি ভিডিও ভাইরাল হয়, তাতে দেখা যায়, এক জওয়ান দীপাবলির পুণ্যলগ্নে প্রধানমন্ত্রীকে গান গেয়ে শোনাচ্ছেন এবং পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তাঁকে উৎসাহ দিচ্ছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: প্রতি বছর জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন প্রধানমন্ত্রী, এবার হাজির হিমাচলের লেপচায়

    Narendra Modi: প্রতি বছর জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন প্রধানমন্ত্রী, এবার হাজির হিমাচলের লেপচায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৪ সালে মনমোহন সরকারকে সরিয়ে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সে বছর থেকেই জওয়ানদের সঙ্গে দীপাবলির উৎসব পালন করে থাকেন প্রধানমন্ত্রী। এ বছরও তার ব্যতিক্রম দেখা গেল না। চলতি বছরের দীপাবলিতে হিমাচল প্রদেশের লেপচায় হাজির প্রধানমন্ত্রী। সেখানেই দেশের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন নমো (Narendra Modi)। এদিন হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছানোর পরেই প্রধানমন্ত্রী  ট্যুইট করেন। সেখানে তিনি সেনা জওয়ানদের সঙ্গে ছবিও পোস্ট করেছেন। ওই ট্যুইটে দেখা যাচ্ছে, সেনার উর্দি পড়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জওয়ানদের সঙ্গে কথা বলছেন। গত বছরই একটি ভিডিও ভাইরাল হয়, তাতে দেখা যায়, এক জওয়ান দীপাবলির পুণ্যলগ্নে প্রধানমন্ত্রীকে গান গেয়ে শোনাচ্ছেন এবং পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তাঁকে উৎসাহ দিচ্ছেন।

    প্রধানমন্ত্রীর ট্যুইট

    চলতি বছরের দীপাবলি নিয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘আমাদের সাহসী নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি পালন করতে হিমাচল প্রদেশের লেপচায় এসেছি।’’ প্রসঙ্গত, লেপচা বর্ডার হল একেবারে চিন সীমান্তের কাছে।

    ২০১৪ সাল থেকে দীপাবলি কোথায় কোথায় পালন করেন প্রধানমন্ত্রী

    ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দীপাবলি সিয়াচেনে উদযাপন করেছিলেন। ২০১৫ সালে দীপাবলির সময় পঞ্জাব সীমান্তে ছিলেন তিনি। ২০১৬ সালের দীপাবলিতে হিমাচল প্রদেশের চিন সীমান্তে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০১৭ সালের দীপাবলিতে প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছিল কাশ্মীরে। ২০১৮ সালের দীপাবলিতে উত্তরাখণ্ডে ছিলেন তিনি। ২০১৯ সালে জম্মু কাশ্মীরের রাজৌরিতে দীপাবলির উদযাপন করেন প্রধানমন্ত্রী। ২০২০ সালে তিনি হাজির ছিলেন রাজস্থানের জয়সলমেরের লঙ্গেওয়ালাতে। ২০২১ সালে জম্মু ও কাশ্মীরের নওসেরাতে হাজির ছিলেন মোদি। ২০২২ সালে দীপাবলির দিন কার্গিলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Deepavali 2023: “অন্যায়কে পরাস্ত করুক ন্যায়”, দীপাবলিতে ট্যুইট রাষ্ট্রপতির, কী লিখলেন প্রধানমন্ত্রী?

    Deepavali 2023: “অন্যায়কে পরাস্ত করুক ন্যায়”, দীপাবলিতে ট্যুইট রাষ্ট্রপতির, কী লিখলেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশবাসীকে দীপাবলির (Deepavali 2023) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এদিন ট্যুইট করেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। চলতি বছরে অযোধ্যা নগরী ২১ লাখ প্রদীপের আলোয় সেজে উঠতে চলেছে। দীপাবলিতে রামায়ণের লেসার শো দেখা যাবে রামনগরীতে। সেখানে হাজির থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে।

    দীপাবলির শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর ট্যুইট

    দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এদিন ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁর এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) প্রধানমন্ত্রী লেখেন, ‘‘প্রত্যেক দেশবাসীকে দীপাবলির (Deepavali 2023) শুভেচ্ছা জানাই। এই উৎসব সকলের জীবনে খুশি এবং সমৃদ্ধি নিয়ে আসুক। সকলে ভাল থাকুন।’’

    রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা

    অন্যদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘দীপাবলির পূণ্য লগ্নে সকল দেশবাসী এবং বিদেশে যাঁরা রয়েছেন সমস্ত ভারতীয়কে শুভেচ্ছা জানাই। আলোর উৎসব দীপাবলিতে (Deepavali 2023) অন্ধকার দূর হোক। অশুভ শক্তির ওপর শুভ শক্তি বিজয় লাভ করুক। অন্যায়কে পরাস্ত করুক ন্যায়। আসুন আমরা সকলে মিলে আলোর এই উৎসবকে পরিবেশ-বান্ধব হিসেবে পালন করি।’’

    উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের শুভেচ্ছা

    উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘সকল দেশবাসীকে জানাই দাপাবলির শুভেচ্ছা।’’

    শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) লেখেন, ‘‘শ্রীরাম এবং মাতা জানকীর আশীর্বাদে আলোর এই উৎসবে সকলের জীবনে আনন্দ এবং সমৃদ্ধি আনুক।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Aligarh University: দেশে বড় জঙ্গি হামলার ছক? গ্রেফতার আলিগড় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ৬ জন

    Aligarh University: দেশে বড় জঙ্গি হামলার ছক? গ্রেফতার আলিগড় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ৬ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসআইএস-এর সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের এটিএস। ধৃতরা প্রত্যেকেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (Aligarh University) ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। এটিএস-এর সূত্রে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টায় ছিল ধৃতরা।

    ধৃতদের পরিচয়

    প্রসঙ্গত, এটাই প্রথম নয়, উত্তরপ্রদেশে বসে রামমন্দিরকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া ছক কষেছিল আইএসআইএস জঙ্গি মহম্মদ শাহানওয়াজ সহ তিনজন। গত অক্টোবর মাসেই তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়। পাকিস্তানে বসে এই ষড়যন্ত্রের ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল বলে গোয়েন্দাদের মত। শনিবারও সামনে এসেছে পাক মদতে রামমন্দিরে হামলার ব্লুপ্রিন্ট। গোয়েন্দাদের তরফ থেকে বলা হয়েছে, আইএসআইএস-এর মডিউলে সদস্য ছিল শাহনওয়াজ। গত অক্টোবরে তল্লাশির সময় গোয়েন্দারা জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করে বেশ কয়েকটি বই, আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বোমা তৈরির উপকরণ। জানা গিয়েছে, শাহনওয়াজ সমেত ধৃত তিনজনই বি টেক ইঞ্জিনিয়ার। দিল্লিতে একটি সংস্থা চাকরি করত শাহনওয়াজ। ঠিক এই সময়ই জঙ্গি সন্দেহে আলিগড়ে গ্রেফতার হল ৬ জন। ধৃত (Aligarh University) ছ’জনের মধ্যে চারজনের পরিচয় এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে এসেছে। এই চারজন হল রাকিব ইনাম, নাভেদ সিদ্দিকি, মহম্মদ নোমান, মহম্মদ নাজিম। রাকিব, নাভেদ, নোমান আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

    দেশে বড় নাশকতার ছক!

    উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা আরও জানিয়েছে যে দেশে বড় ধরনের হামলার ব্লু প্রিন্ট তৈরি করছিল ধৃতরা। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন, পেনড্রাইভ ইত্যাদি বাজেয়াপ্ত করেছে এটিএস। এই ছ’জনকে জেরা করেই এই সমস্ত তথ্য সামনে এসেছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলির তরফে জঙ্গি সংগঠনের সদস্য সংগ্রহ করার অভিযোগও সামনে এসেছে। তবে এখানেই শেষ নয়, সন্ত্রাস দমন শাখার আতস কাচের তলায় এখনও পর্যন্ত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (Aligarh University) অনেক পড়ুয়া এবং প্রাক্তনী রয়েছে।

    আরও পড়ুন: উদ্বোধনের মুখে রামমন্দির উড়িয়ে দেওয়ার ছক জঙ্গিদের, কড়া নিরাপত্তার চাদরে অযোধ্যা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Telangana Election 2023: তেলঙ্গানায় নির্বাচনী প্রচারে মোদি, প্রধানমন্ত্রীকে জড়িয়ে কান্না দলিত নেতার

    Telangana Election 2023: তেলঙ্গানায় নির্বাচনী প্রচারে মোদি, প্রধানমন্ত্রীকে জড়িয়ে কান্না দলিত নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের ৩০ তারিখ রয়েছে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন (Telangana Election 2023)। ঠিক তার আগে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মোদি। শনিবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেকেন্দ্রাবাদে জনসভা করেন। তেলঙ্গানায় ইতিমধ্যে অমিত শাহকে ঘোষণা করতে শোনা গিয়েছে যে, বিজেপি জিতলে অনগ্রসর সমাজ থেকেই কোনও নেতা মুখ্যমন্ত্রী হবেন। এদিনও প্রধানমন্ত্রীর মোদির জনসভায় হাজির ছিলেন তেলেঙ্গানার জনভিত্তিসম্পন্ন অনগ্রসর সংগঠন ‘মাদিগা রিজার্ভেশন পোরাটা সমিতি’র নেতা মান্ডা কৃষ্ণা মাদিগা। তপশিলি সম্প্রদায়ের এই নেতাকে মঞ্চে কাঁদতেও দেখা গেল। জনসভায় (Telangana Election 2023) প্রধানমন্ত্রীকে ধরে কাঁদতে দেখা যায় এই নেতাকে। প্রধানমন্ত্রীও তাঁকে সান্ত্বনা দেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। ওয়াকিবহাল মহলে ধারণা, অনগ্রসর সমাজকে যে সম্মান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপি দিয়েছে, তা অন্য কোনও রাজনৈতিক দল দেয়নি। ঠিক সেই কারণেই প্রধানমন্ত্রীকে পাশে পেয়েই কেঁদে ফেলেন ওই নেতা।

    নিজের ট্যুইটে কী লিখলেন নমো? 

    এদিকে নিজের ট্যুইটার থেকে অনগ্রসর সমাজের নেতা কৃষ্ণা মাদিগাকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ট্যুইটে প্রধানমন্ত্রী আরও লেখেন, ”দলিত ভাইবোনেদের কাছ থেকে পাওয়া স্নেহ এবং ভালোবাসা আমার স্মৃতিতে থাকবে।”

    পাশাপাশি এদিন বিজেপিও আনুষ্ঠানিকভাবে ট্যুইট করে অনগ্রসর সমাজের নেতার কান্নায় ভেঙে পড়ার মুহূর্ত।

    প্রধানমন্ত্রীকে দেখতে ইলেকট্রিক পোলে যুবতী

    অন্যদিকে, প্রধানমন্ত্রীকে দেখতে সেকেন্দ্রাবাদের ওই জনসভায় (Telangana Election 2023) একটি ইলেকট্রিক পোলের উপরে উঠে পড়েন এক যুবতী। লাইটের পোলে ওই মহিলার উঠে পড়ার ঘটনা নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর। সঙ্গে সঙ্গে তিনি নিজের বক্তব্য থামিয়ে দেন এবং ওই যুবতীকে ইলেকট্রিক পোল থেকে নেমে আসতে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী নিজের ভাষণেই বলেন, লাইটের পোলে ওঠার জন্য কী ধরনের দুর্ঘটনা ঘটতে পারে! তারপরেই তাঁকে নেমে আসার অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে পোল থেকে নেমেও পড়েন ওই যুবতী। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম পোস্ট করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share