Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Age of Consent: যৌন সম্পর্কে সম্মতির বয়স কমানো যাবে না, কেন্দ্রকে পরামর্শ ল’ কমিশনের

    Age of Consent: যৌন সম্পর্কে সম্মতির বয়স কমানো যাবে না, কেন্দ্রকে পরামর্শ ল’ কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: যৌন সম্পর্কে সম্মতির বয়স কমানো যাবে না। কেন্দ্রকে এমনই পরামর্শ দিয়েছে আইন কমিশন। পকসো আইনের অধীনে (Age of Consent) সম্মতির বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করা যায় কিনা, তা জানতে চেয়েছিল কেন্দ্র। আইন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, সম্মতির বয়স কমানো হলে সমাজে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাড়তে পারে বাল্য বিবাহ ও শিশু পাচারের মতো ঘটনা।

    সংসদের বিবেচনা করে দেখা উচিত

    আইন কমিশনের প্যানেলের পরামর্শ, যে ক্ষেত্রে অপরাধীর বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে হবে, সে ক্ষেত্রে আইনে সংশোধন আনা যেতে পারে। তবে অবশ্যই কিছু পরিস্থিতিতে বিচার বিভাগের পথনির্দেশিকার প্রয়োজন। গত ডিসেম্বরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন, পকসো আইনের অধীনে (Age of Consent) নানা ঘটনায় সম্মতির বয়স নিয়ে যেভাবে প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে সম্মতির বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করা যায় কিনা, তা সংসদের বিবেচনা করে দেখা উচিত।

    আইনমন্ত্রকের রিপোর্ট

    এর পরেই কর্নাটক হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্তির নেতৃত্বে গঠিত হয় প্যানেল। প্যানেল রিপোর্ট জমা করে আইনমন্ত্রকে। আইনমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২২তম আইন কমিশন বলেছিল, “বর্তমান শিশু সুরক্ষা আইনগুলি পর্যালোচনা করে শিশুদের ওপর অত্যাচার, শিশু পাচার ও শিশুদের দিয়ে দেহ ব্যবসা সংক্রান্ত বিভিন্ন রায় বিচার করে কমিশন মনে করে পকসো আইনের অধীনে সম্মতির বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করা ঠিক হবে না।” রিপোর্টে আরও বলা হয়েছে, “কমিশন মনে করছে পকসো আইনের কিছু সংশোধনের প্রয়োজন, যেখানে ১৬ থেকে ১৮ বছর বয়সীদের আইনত সম্মতি না থাকলেও, বাস্তবে সম্পূর্ণ সম্মতি রয়েছে। পকসো আইনের অধীনে মামলাগুলিকে যে গুরুত্বের সঙ্গে বিচার করা হয়, এই মামলাগুলিকে যেন সেই সমান গুরুত্ব দিয়ে বিচার করা না হয়। আইন ভারসাম্যপূর্ণ হলে শিশুদের সুরক্ষা ও স্বার্থ সর্বোত্তমভাবে রক্ষা হবে।”

    আরও পড়ুুন: স্বচ্ছতা অভিযানে ঝাঁটা হাতে নামলেন প্রধানমন্ত্রী, পথে নামলেন শাহ-যোগী-নাড্ডাও

    প্রসঙ্গত, ২০১২ সালে পারস্পরিক সম্মতিতে যৌন সম্পর্কের (Age of Consent) ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে পকসো আইনে যৌন সম্পর্কে সম্মতির জন্য বয়সের সীমা ১৮ বছর। তা কমিয়ে ১৬ বছর করার সুপারিশ করেছিল মধ্যপ্রদেশ হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyber fraud: অল্প বিনিয়োগে বিপুল মুনাফার ফাঁদ, সামনে এল ৮৫৪ কোটির প্রতারণা, গ্রেফতার ৬

    Cyber fraud: অল্প বিনিয়োগে বিপুল মুনাফার ফাঁদ, সামনে এল ৮৫৪ কোটির প্রতারণা, গ্রেফতার ৬

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র হাজার টাকা বিনিয়োগ করলে রিটার্ন পাওয়া যাবে এক থেকে পাঁচ হাজার টাকা! প্রতারণার (Cyber fraud) এই ফাঁদে পড়েই লাখ লাখ টাকা হারালেন বহু মানুষ। ইতিমধ্যে অনলাইন এই প্রতারণায় গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। জানা গিয়েছে, মোট প্রতারণার টাকার অঙ্ক ৮৫৪ কোটি। শনিবার প্রতারণা চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয় বেঙ্গালুরু থেকে। পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মাধ্যমেই চলত প্রতারণা। জানা গিয়েছে সারা দেশেই সক্রিয় ছিল এই চক্র। কয়েক হাজার মানুষের সঙ্গে এই প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। তবে ৮৫৪ কোটি টাকার মধ্যে মাত্র পাঁচ কোটি টাকা বাজেয়াপ্ত করতে পেরেছে পুলিশ। বাকি টাকা কোথায় রয়েছে তার খোঁজে তল্লাশি চলছে।

    কীভাবে টোপ দেওয়া হত?

    বিপুল মুনাফার হাতছানি (Cyber fraud) এবং টাকার বিনিয়োগের পরিমাণ অল্প, তাই সেই বিশ্বাসে সকলেই এক থেকে পাঁচ হাজার টাকা করে রেখেছিলেন এবং সেই মতো তাঁরা রিটার্নও পান। রিটার্ন পাওয়ার পরেই বহু মানুষের বিশ্বাস জন্মায় সংস্থার উপর। তাঁরা বেশি বেশি করে টাকা সেখানে বিনিয়োগ করতে থাকেন। পুলিশ সূত্রে খবর, পরবর্তীকালে প্রত্যেকের বিনিয়োগের পরিমাণ এক থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হয়ে যায়। এভাবেই বাজার থেকে তোলা হয় ৮৫৪ কোটি টাকা। জানা গিয়েছে, যে টাকা সংগ্রহ করা হত, তা একটি মূল অ্যাকাউন্টে জমা হত এবং পরবর্তীকালে তা বিভিন্ন গেমিং অ্যাপে মজুত (Cyber fraud) হতে থাকে।

    কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা?

    প্রসঙ্গত এ নিয়ে একাধিকবার সাধারণ মানুষকে সচেতনও করছেন সাইবার বিশেষজ্ঞরা। অল্প সময়ে বেশি রিটার্ন পাওয়ার লোভে কোথাও টাকা রাখতে নিষেধ করেন তাঁরা। অল্প সময়ে বেশি রিটার্নের (Cyber fraud) কথা আসলে যে প্রতারণা ছাড়া কিছু নয়, তাও বলেন সাইবার বিশেষজ্ঞরা। এসত্ত্বেও মানুষের অজ্ঞানতার সুযোগ নিয়ে প্রতারকরা সব সময় সক্রিয় থাকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vande Bharat: এবার বন্দে ভারতে মিলবে স্লিপার কোচের সুবিধা, কবে থেকে জানেন?

    Vande Bharat: এবার বন্দে ভারতে মিলবে স্লিপার কোচের সুবিধা, কবে থেকে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আধুনিকতা, গতি, বিশ্বমানের সুবিধা এসব কিছুর কারণে বন্দে ভারত নিয়ে চর্চা সারা বছর ধরেই চলে। বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসে স্লিপার কোচ আসছে! যা নিয়ে যাত্রীদের মধ্যে কৌতূহলের সীমা নেই। এবার এ সংক্রান্ত খবরে সিলমোহর দিল ভারতীয় রেল (Vande Bharat)। অর্থাৎ বন্দে ভারতে আর শুধু চেয়ার কারই থাকছে না, জুড়ছে স্লিপার কোচও। যাত্রী মহলের একাংশের মতে, নতুন এই ফিচার বন্দে ভারতের সঙ্গে যুক্ত হলে জার্নি আরও বেশ আরামদায়ক হবে। ওয়াকিবহাল মহলের মতে, স্লিপার কোচ বন্দে ভারতে জুড়লে দূরপাল্লার ট্রেন হিসেবেও বন্দে ভারতকে ব্যবহার করা যাবে।

    আরও পড়ুন: কম বয়সেও হার্ট অ্যাটাক! বিশ্ব হার্ট দিবসে জানুন হৃদযন্ত্র ভাল রাখার সহজ কিছু উপায়

    বন্দে ভারতে স্লিপার কোচ

    জানা গিয়েছে সম্প্রতি ভারতীয় রেল (Vande Bharat) এ নিয়ে চুক্তিও সেরে ফেলেছে রাশিয়ার সংস্থা কিনেট রেলওয়ে সলিউশনের সঙ্গে। সূত্রের খবর রাশিয়ার ওই সংস্থা ১২০টি বন্দে ভারত তৈরি করবে। শুধু তাই নয়, চুক্তি অনুযায়ী ৩৫ বছর ধরে সেগুলিকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে এই রাশিয়ান সংস্থা। এক্ষেত্রে ভারতের রেল বিকাশ নিগম লিমিটেড ও রাশিয়ার লোকোমোটিভ ইলেকট্রনিক সিস্টেম যৌথভাবে কাজ করবে বলে জানা যাচ্ছে। 

    প্রকল্প নিয়ে আশাবাদী রাশিয়ান সংস্থা

    অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার বেশ কিছু কোম্পানি প্রতিষ্ঠান এবং প্রযুক্তি নির্মাতাদের উপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। ঠিক এই আবহে ভারতে রাশিয়ার কাছ থেকে স্লিপার কোচের নির্মাণ করা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যে সংস্থা এই স্লিপার কোচ গুলি নির্মাণ করবে সেই কিনেট রেলওয়ে সলিউশন অবশ্যই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছে। এই প্রকল্প যে সফল হবে সে নিয়েও আশাবাদী কিনেট রেলওয়ে সলিউশন। তবে কবে নামবে স্লিপার কোচের (Vande Bharat) এই ট্রেন? জানা যাচ্ছে দু বছরের মধ্যে প্রথম স্লিপার ট্রেন ছুটবে ট্রাকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Moga: রোগীর পেটের ভিতর থেকে উদ্ধার বাদাম-তার-ইয়ারফোন-সেফটি পিন-রাখি! কপালে চোখ চিকিৎসকদের!

    Moga: রোগীর পেটের ভিতর থেকে উদ্ধার বাদাম-তার-ইয়ারফোন-সেফটি পিন-রাখি! কপালে চোখ চিকিৎসকদের!

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঞ্জাবের মোগায় (Moga) এক রোগীর পেটের ভেতর থেকে বাদাম, তার, ইয়ারফোন, সেফটি পিন উদ্ধার করেছেন ডাক্তাররা। মানুষের পেটের ভিতরে এই সব হাজারো ধাতব শক্ত জিনিস! ডাক্তাররাও অপারেশন করে রীতিমতো আশ্চর্য! এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে চিকিৎসক মহলে। এই সব জিনিস পেটে নিয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রোগী। অবশেষে অপারেশনে আরোগ্য পেলেন। 

    রোগীর সঙ্গে ঘটনা কী ঘটেছিল (Moga)?

    ঘটনাটা গল্পের মতন শুনতে মনে হলেও, এটাই সত্য যে একজন ৪০ বছরের এক রোগীর পেট থেকে রহস্য জনক ধাতব জিনিস উদ্ধার হয়েছে। ঘটনা ঘটেছে পাঞ্জাবের মোগার (Moga) মেডিসিটি হাসপাতালে। এই উদ্ধার হওয়ার বিষয় নিয়ে রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে ছিল, বাদাম, তার, ইয়ারফোন, সেফটি পিন, লকেট, স্ক্রু, এবং রাখি। সূত্রে জানা গেছে, গত দুই দিন আগে শরীরে তীব্র জ্বর এবং পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন এই রোগী। প্রথমে ডাক্তাররা তাঁকে নিরীক্ষণে রাখেন। এরপর পেটের যে জায়গায় ব্যাথা রয়েছে, সেই জায়গাকে চিহ্নিত করার চেষ্টা করেন। এরপর রোগীর যন্ত্রণা ও সমস্যার কথা ভেবে ডাক্তার বাবুরা পেটের এক্স-রে করান। এই পরীক্ষার পর রিপোর্ট দেখে ডাক্তারদের চক্ষু, একেবারে চড়কগাছে পরিণত হয়। মানুষের পেটে এই সামগ্রী কীভাবে? পরিস্থিতি বেগতিক এবং ভয়াবহ বুঝে, ডাক্তাররা প্রায় তিন ঘণ্টার ধরে পেটের অপারেশনে এই জনিস গুলি উদ্ধার করেন। বোঝাই যাচ্ছিল বিষয়গুলি কতটা প্রাণঘাতী হতে পারত।

    ডাক্তারের বক্তব্য

    রোগীর পেটের পাকস্থলী থেকে এই ভাবে অপারেশনের ঘটনায় সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। পাঞ্জাবের মুগার (Moga) মেডিসিটি হাসপাতালের ডাক্তার আজমে কালরা বলেন, “আমি আমার জীবদ্দশায় এই ধরণের ঘটনার প্রথম সম্মুখীন হলাম। রোগী প্রায় দুই বছর ধরে এই পেটের সমস্যায় ভুগছিলেন। খুব ভালো হল যে এই মারণঘাতী জিনিস গুলি থেকে তাঁকে বাঁচানো সম্ভবপর হয়েছে। এই জিনিস গুলি তাঁর পেটে অনেক দিন ধরে জমে থাকায় শারীরিক ভাবে অসুস্থতা বৃদ্ধি পাচ্ছিল।”

    পরিবারের বক্তব্য

    রোগীর (Moga) পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আমরাও পেটের ভিতর থেকে উদ্ধার হওয়া নিয়ে জিনিস নিয়ে বিস্মিত। অনেকদিন ধরে যন্ত্রণার কথা বলে বেশ কিছু ডাক্তারের কাছে আগে দেখানো হয়েছিল। কিন্তু কোনও ফল হয়নি। তবে এখন যন্ত্রণা থেকে রোগী অনেকেটাই আরোগ্য লাভ করেছেন বলে জানা গেছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Manipur Violence: মণিপুরে মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা! নিয়ন্ত্রণে শূন্যে গুলি পুলিশের

    Manipur Violence: মণিপুরে মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা! নিয়ন্ত্রণে শূন্যে গুলি পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার মণিপুরের মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হামলার (Manipur Violence) চেষ্টার ঘটনায় ফের একবার উত্তেজনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বীরেন সিংহের পৈতৃক বাড়িতে উত্তেজিত জনতা হামলা চালায় বলে জানা গেছে। ঘটনায় উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হলে, তাকে সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শূন্যে গুলি চালায়। সেই সঙ্গে ব্যাপক পরিমাণে নিরাপত্তা বাহিনীও পৌঁছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, ঘটনার সময়, ওই পৈতৃক বাড়িতে কেউ ছিলেন না বলে জানা গেছে। পুলিশ অবশ্য সামজিক মাধ্যম এক্স ট্যুইটার মাধ্যমে জানিয়েছে, “মুখ্যমন্ত্রীর ব্যাক্তিগত বাড়িতে কোনও হামলার ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রীর বাড়িতে জনতার হামলার ঘটনা মিথ্যা এবং অপপ্রচারমূলক।”

    মণিপুর পুলিশের বক্তব্য (Manipur Violence)

    স্থানীয় সূত্রে জানা গেছে, মণিপুর পুলিশ জানিয়েছে, “ইম্ফলের হেইনগাং এলাকায় মুখ্যমন্ত্রী বীরেন সিংহের পৈতৃক বাড়িতে হামলার (Manipur Violence) ঘটনা ঘটে। বাড়ির চারপাশ থেকে দুটি গ্রুপ মিলে বাড়ি লক্ষ্য করে ক্রমেই এগিয়ে আসছিল। তবে বাড়ি থেকে প্রায় ১০০ থেকে ১৫০ মিটার দূরত্বেই উত্তেজিত গ্রুপকে আটকে দেয় নিরাপত্তা বাহিনী। তবে এই বাড়িতে কেউ থাকতেন না। বাড়িটিকে সব সময় নজরদারিতে রাখা হতো।”

    পুলিশ সূত্রে আরও জানা গেছে, উত্তেজিত জনতাকে এই স্থান থেকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। এছাড়াও পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বাড়ির সামনে পুলিশ ব্যারিকেড বসিয়ে দেয়। অপর দিকে উত্তেজিত জনতা ক্ষোভে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে।

    ঘটনার সুত্রপাত

    গত ৩ মে থেকেই জাতিদ্বন্দ্ব এবং গোষ্ঠী সংঘর্ষে মণিপুর উত্তপ্ত (Manipur Violence)। সম্প্রতি দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। দুটি ছবি সামজিক মাধ্যমে নজরে আসে। সেখানে ছাত্রের মৃতদেহের পাশে অভিযুক্তদের ছবি দেখা যায়। বুধবার ইম্ফলে এই ছাত্র খুনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে পড়ুয়ারা। বিক্ষোভ সামাল দিতে গিয়ে পুলিশের ঘায়ে বেশ কিছু ছাত্র আহত হন। এরপর থেকেই পরিস্থিতি আরও উত্তাল হয়ে যায়। আপাতত ফের ইন্টারনেট বন্ধ হয়েছে মণিপুরে।

    মুখ্যমন্ত্রীর বক্তব্য

    মুখ্যমন্ত্রী বীরেন সিংহ, ছাত্র মৃত্যুর (Manipur Violence) ঘটনায় বলেন, “দোষীদের অবিলম্বে গ্রেফতার করা হবে। সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে ছাত্র খুনের মামালাকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kerala News: আমানত ফেরত দিতে ব্যর্থ, কেরলে সরকারি মদতে চলা সংস্থার লাইসেন্স বাতিল আরবিআই-এর

    Kerala News: আমানত ফেরত দিতে ব্যর্থ, কেরলে সরকারি মদতে চলা সংস্থার লাইসেন্স বাতিল আরবিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরালা ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট ফাইনান্স কর্পোরেশন বা কেটিডিএফসি-এর লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক। সিপিএম শাসিত কেরালায় (Kerala News) এই সংস্থাটির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে রাজ্য সরকার করত বলে জানা গিয়েছে। লাইসেন্স বাতিলের বিষয়ে ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কেটিডিএফসির আধিকারিকদের জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত কেটিডিএফসির অর্থনৈতিক লেনদেন প্রায় ৪ হাজার কোটি টাকা।

    রামকৃষ্ণ মিশনের ডিপোজিট ১৩০ কোটি

    পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশন ১৩০ কোটি টাকার ফিক্সড ইনভেসমেন্ট করে কেটিডিএফসি-তে কিন্তু পরবর্তীকালে সেই টাকার রিটার্ন দিতে ব্যর্থ হয় কেরালার (Kerala News) এই অ-ব্যাঙ্কিং সংস্থা। এরপরই রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ রিজার্ভ ব্যাঙ্কে অভিযোগ জানায়। পরবর্তীকালে রিজার্ভ ব্যাঙ্কের তদন্তে উঠে আসে কেটিডিএফসির দেউলিয়া হওয়ার তথ্য। চলতি মাসের ১৭ তারিখেই দেশব্যাপী অ-ব্যাঙ্কিং অর্থনৈতিক সংস্থাগুলির উপরে রিভিউ করে রিজার্ভ ব্যাঙ্ক। সেখানেই আরবিআই সন্ধান পায় কেটিডিএফসির বেআইনি কাজের।

    আরও পড়ুুন: ছিলেন নাইটক্লাবের বাউন্সার! ট্রুডোর বর্ণিল জীবন হার মানায় রুপোলি পর্দার জগতকেও

    কেরালা সরকার দায় এড়াতে কেন পারেনা?

    কেটিডিএফসির এই কাজের ফলে কেরালার সিপিএম সরকারের অধীনে থাকা সমস্ত কোঅপারেটিভ ব্যাঙ্কগুলি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে। কারণ এই ব্যাঙ্কগুলি সরকারকে গ্যারান্টার রেখে সাধারণ মানুষের কাছে টাকা নিত এবং তা কেটিডিএফসি-তে জমা করত। যদি সময়সীমা পেরোনোর পরেও আমানত ফেরত দিতে না পারে এই অ-ব্যাঙ্কিং সংস্থা তাহলে তার দায় বর্তায় কেরলের সিপিএম সরকারের ওপরে। আপাতত লাইসেন্স বাতিলের ফলে কেটিডিএফসির কোনও রকমের অর্থনৈতিক লেনদেন করতে পারবে না। অন্যদিকে কেরালা (Kerala News) স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (কেএসআরটিসি) কোটি কোটি টাকা ঋণ নিয়েছে এই দেউলিয়া হয়ে যাওয়া সংস্থা থেকে। কীভাবে দেউলিয়া হল এই সংস্থা? সরকারে ভূমিকা ঠিক কী ছিল? কোন কোন মন্ত্রী এই সংস্থার সঙ্গে জড়িত তা খুব শীঘ্রই তদন্তে উঠে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Home Loans: ঋণ নিয়ে বাড়ি করবেন আপনি, সুদে ভর্তুকি দেবে কেন্দ্র! আসছে মোদির বিরাট প্রকল্প

    Home Loans: ঋণ নিয়ে বাড়ি করবেন আপনি, সুদে ভর্তুকি দেবে কেন্দ্র! আসছে মোদির বিরাট প্রকল্প

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করতে চান? ভাবছেন সহজ ঋণের (Home Loans) কথা? মোদি সরকার (Modi Government) নিয়ে আসছে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রকল্প। গত ১৫ অগাস্ট দিল্লির লালাকেল্লা থেকে শহরাঞ্চলে সাধারণ মানুষের বাড়ি তৈরি করার জন্য বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত সোমবার, সরকারের আবাসন মন্ত্রক এবার বাড়ি তৈরিতে ঋণে ভর্তুকি দেবে বলে জানিয়েছে। শহর অঞ্চলের বাড়ি নির্মাণ করতে চান যাঁরা, তাঁদের জন্য অত্যন্ত সুখবর বলে মনে করছেন অভিজ্ঞ মহলের একাংশ। লোকসভার ভোটের আগে এই প্রকল্প মোদি সরকারের বড় চমক হতে পারে বলেও অভিমত তাঁদের।

    প্রকল্পে ঠিক কী বলা হয়েছে (Home Loans)?

    সরকারি সূত্রের জানা গিয়েছে, আগামী পাঁচ বছরের জন্য চড়া সুদের ঋণের (Home Loans) বোঝা কমাতে ভর্তুকি বাবদ আগামী ৫ বছরে ৬০ হাজার কোটি টাকা খরচ করবে কেন্দ্রীয় সরকার (Modi Government)। এই প্রকল্পের ঋণের সুদে ৩ থেকে সাড়ে ৬ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে বলে জানা গিয়েছে। ২০ বছরের জন্য গ্রাহকরা যদি ৫০ লাখ টাকার কম ঋণ নিয়ে থাকেন, তাহলে তাঁরাই এই ভর্তুকি পাবেন। শহর অঞ্চলের ২৫ লাখের বেশি মানুষ এই প্রকল্পের সবিধা পেতে পারেন বলা হয়েছে প্রকল্পে।

    কারা সুবিধা পাবেন?

    শহর অঞ্চলে যাঁরা ভাড়া বাড়িতে থাকেন এমন ব্যক্তিরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কলোনি বাড়ি, বেআইনি ভাড়া বাড়ি, ঝুপড়িতে যাঁরা বসবাস করছেন, তাঁদের কাছে নিজের বাড়ি তৈরির বড় সুযোগ রয়েছে এই প্রকল্পে। কেন্দ্রীয় আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী অবশ্য বলেন, “এই প্রকল্পের বিষয়ে (Home Loans) বিস্তৃত ভাবে আলোচনা করা হচ্ছে। এর সবগুলি দিক খুঁটিয়ে দেখা হচ্ছে। মন্ত্রীপরিষদের অনুমোদন মিললেই সেপ্টেম্বর মাসেই এই প্রকল্প চালু হতে পারে।”

    ভোটের আগে জনমুখী প্রকল্প

    আগামী বছর লোকসভা ভোট। মানুষের দৈনন্দিন চাহিদা এবং প্রয়োজনের কথাকে মাথায় রেখে, সরকারি সুবিধাগুলিকে কীভাবে মানুষ পাবেন, সেই জন্য় জনমুখী প্রকল্পের (Home Loans) সূচনা করেছে কেন্দ্র। মোদি সরকার রান্নার গ্যাসের দাম ২০০ কমিয়ে, সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দিয়েছে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। নরেন্দ্র মোদি বিশ্বকর্মা প্রকল্পে প্রথগত শিল্পী-কারিগরদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেন এর মাধ্যমে সুবিধা পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের কাছে। এবার শহর অঞ্চলে বাড়ি তৈরিতে ঋণে বিশেষ ভর্তুকি দিয়ে, মানুষের প্রয়োজনের উপর বিশেষ গুরুত্ব দিতে তৎপর মোদি সরকার (Modi Government)।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  •  Asian Games 2023: শুরুতেই সুখবর! এয়ার রাইফেলের পর রোয়িংয়েও জোড়া রুপো এল ভারতের ঝুলিতে

     Asian Games 2023: শুরুতেই সুখবর! এয়ার রাইফেলের পর রোয়িংয়েও জোড়া রুপো এল ভারতের ঝুলিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমস (Asian Games 2023)-এর শুরুতেই ভারতের জয়জয়কার। রবিবার সকালেই রুপো-জয়ী হল ভারত। এয়ার রাইফেল এবং রোয়িংয়ে রুপোর পদক জয় ভারতের। ১০ মিটার রাইফেলের দলগত বিভাগে রুপোর পদক জিতলেন রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চৌকসে। অন্যদিকে রোয়িংয়ে লাইটওয়েট ডাবলস স্কালসে রুপোর পদক জয়ী হলেন অর্জন লাল জাট এবং অরবিন্দ সিং। এই গেমকে ঘিরে ভারতীয় সমর্থকের মধ্যে তীব্র উচ্ছ্বা্স লক্ষ্য করা গেছে। 

    রাইফেলে রুপো জয় ভারতের (Asian Games 2023)

    গতকাল ২৩ সেপ্টেম্বর, এশিয়ান গেমস (Asian Games 2023) ২০২৩ সালের আনুষ্ঠানিক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। রবিবার সকাল সকাল ভারতের জন্য সুখবর আসে এশিয়ান গেমস-এর ময়দান থেকে। খেলার মধ্যে ছিল টানটান উত্তেজনা। সেই সঙ্গে লড়াই চলছিল বেশ হাড্ডাহাড্ডি। ভারতীয় মহিলা শুটাররা বেশ আত্মবিশ্বাসী ছিলেন। ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতার কোয়ালাফিকেশন পর্বে ১৮৮৬ স্কোর করে রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চৌকসে রুপোর পদক জয়ী হন। আবার এই খেলায় ১৮৯৬.৬ স্কোর করে চিন সোনা জিতেছে এবং ১৮৮০ স্কোর করে মঙ্গোলিয়া জিতে নেয় ব্রোঞ্জের পদক। এই বিভাগে ব্যক্তিগত ভাবে ফাইনালে পৌঁছেছেন রমিত এবং মেহলি। উভয়ের স্কোর হল ৬৩১.৯ এবং ৬৩০.৮। রমিতার স্থান হল দ্বিতীয় এবং মেহলির স্থান হল পঞ্চম।

    রোয়িংয়ে জোড়া রুপো ভারতের

    গতবার টোকিও অলিম্পিকে ভারত ১১ তম স্থান অধিকার করেছিল রোয়িংয়ে। এবার এশিয়ান গেমস-এ (Asian Games 2023) দুর্দান্ত প্রদর্শন করল ভারত। যদিও ফাইনালে চিনের কাছে ভারত পরাজিত হয়েছে। সোনার পদক গেছে চিনের ঝুলিতে। ভারত দ্বিতীয় হয়ে রুপো জয়ী হয়েছে। অর্জুন এবং অরবিন্দের কাছে খেলার লড়াইটা খুব একটা সহজ ছিল না। তাঁরা ৬:২৮:১৮ সময়ে নিজেদের খেলা শেষ করেন। অন্য দিকে চিনা জুটি ফান জুনজি এবং সান মান ৬:২৩:১৬ সময়ে শেষ করে সোনা জয় করে। যদিও চিনের কাছে এই সোনা হল এশিয়ান গেমস-এ দ্বিতীয় সোনা। অপর দিকে ৬:৩৩:৪২ সময়ে খেলা শেষ করে ব্রোঞ্জ জয় করেছে উজবেকিস্তান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল

    Asian Games 2023: বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) মহিলাদের ক্রিকেট সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠল ভারত। এদিন ভারতের প্রমীলা বাহিনী ৮ উইকেটে সহজ জয় পেল বাংলাদেশের বিরুদ্ধে। এখন ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয় পাকিস্তান হবে নয়তো শ্রীলঙ্কা, যা দ্বিতীয় সেমিফাইনালের পরই জানা যাবে। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারতের মহিলা দলের ম্যাচ ছিল মালয়েশিয়ার বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। এরপরেই সরাসরি ফাইনালে প্রবেশ করে ভারত। অন্যদিকে হংকং-এর বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

    ১৭.৫ ওভারেই শেষ বাংলাদেশের ইনিংস

    টসে জিতে এদিন ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিতে তারা ব্যর্থ হয়। উপরন্তু মাত্র ১৭.৫ ওভারেই মাত্র ৫১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন নিগার সুলতানা। এছাড়া বাংলাদেশের কোনও মহিলা খেলোয়াড়ই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেন নি। এর মধ্যে পাঁচজন খেলোয়াড় আবার শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ভারতীয় মহিলা দলের পূজা বস্ত্রকার সংগ্রহ করেন চারটি উইকেট।

    আরও পড়ুন: অর্জুন পুত্র বিধায়ক পবন সিংয়ের ফেসবুক অ্যাকাউন্ট জালিয়াতি করে প্রতারণা, চাঞ্চল্য 

    ৮ উইকেটে জয়ী ভারত

    অন্যদিকে, সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি ভারতীয় মহিলা ক্রিকেটারদের (Asian Games 2023)। তবে ওপেনার স্মৃতি মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অন্যদিকে, শেফালী বর্মা করেন ১৭ রান। বাকি সময়ে ক্রিজে থেকে ম্যাচ শেষ করেন কণিকা আহুজা ও জেমাইমা রডরিগেজ। আপাতত তৃতীয় স্থান অধিকারের জন্য বাংলাদেশ এবার লড়াই চালাবে ২৫ সেপ্টেম্বর। সেদিন বাংলাদেশের (Asian Games 2023) সামনে প্রতিপক্ষ কে হবে সেটা জানা যাবে দ্বিতীয় সেমিফাইনাল এর পরেই।

    আরও পড়ুন: পাকিস্তানে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ নেয় নিজ্জর, ছক ভারতে হামলারও, চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: শ্রমিক পরিবারের ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস দেখে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    Narendra Modi: শ্রমিক পরিবারের ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস দেখে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দরিদ্র দিনমজুর শ্রমিক পরিবারের সন্তানদের উন্নতমানের শিক্ষা দেওয়ার উদ্দেশে যোগী সরকারের কর্মসূচি ছিল অটল আবাসীয় বিদ্যালয় যোজনা। এই প্রকল্প প্রথম শুরু করোনাকালে, সেসময় ১,৪০০ শ্রমিক পরিবারের সন্তানকে শিক্ষা দেওয়া হয়। এরপর তা কলেবরে বাড়ে। শনিবার এই প্রকল্পের অন্তর্গত ১৬ টি বিদ্যালয় এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। উদ্বোধনের পাশাপাশি বারাণসীতে অটল আবাসীয়  বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি।

    এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর

    অটল আবাসীয় বিদ্যালয়ের শ্রমিক পরিবারের ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলাপচারিতার একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সেই ভিডিওতে তিনি লেখেন, ‘‘শ্রমিক পরিবারের এই সমস্ত বাচ্চাদের হয়তো পাকা ঘরও নেই কিন্তু তাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। যা দেখে অভিভূত আমি। এই সমস্ত শিশুদের মধ্যে আশা উদ্যম, দৃঢ়তা এবং প্রচুর এনার্জি আমি দেখলাম। উত্তরপ্রদেশে অটল আবাসীয় বিদ্যালয়ের এই নতুন তারকাদের সঙ্গে আলাপ করে খুশি আমি।

    প্রকল্পে মোট খরচ ১,১১৫ টাকা

    এদিন প্রধানমন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুজনেই শ্রমিক পরিবারের ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। নরেন্দ্র মোদির (Narendra Modi) মন্তব্য এই বিদ্যালয়গুলি থেকে উত্তর প্রদেশ ও কাশীর নাম উজ্জ্বল হবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদির উদ্বোধন করা এই ১৬ টি স্কুলে স্থাপনের খরচ হয়েছে ১,১১৫ কোটি টাকা। এই বিদ্যালয়গুলির প্রতিটি স্কুলে এক হাজার ছাত্রছাত্রীর আবাসিকভাবে শিক্ষা নিতে পারবে। ১০ থেকে ১৫ একর জমিতে নির্মিত বিদ্যালয়গুলিতে রয়েছে ক্লাসরুম ছাড়াও খেলার মাঠ, অডিটোরিয়াম, হস্টেল কমপ্লেক্স, মেস এবং আবাসন। এদিন অটল আবাসীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share