Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Atiq Ahmed: ১৭ বছরেই হাত পাকিয়েছিলেন খুনে, কেমন ছিল গ্যাংস্টার আতিকের জীবন?

    Atiq Ahmed: ১৭ বছরেই হাত পাকিয়েছিলেন খুনে, কেমন ছিল গ্যাংস্টার আতিকের জীবন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র ১৭ বছর বয়সে হাত পাকিয়েছিলেন খুনে। বাবা টানতেন ঘোড়ার গাড়ি, অমনোযোগী ছেলে উচ্চ বিদ্যালয়ে বারবার অকৃতকার্য হওয়ার পরেই ইতি টানেন পড়াশোনায়। পা রাখেন অপরাধ জগতে। প্রথম জীবনে ট্রেন থেকে কয়লা চুরি করতেন। ১৯৬২ সালে তৎকালীন এলাহাবাদে, বর্তমানের প্রয়াগরাজে জন্ম হয় কুখ্যাত এই গ্যাংস্টার আতিক আহমেদের (Atiq Ahmed)।

    ২৭ বছর বয়সে নির্দল প্রার্থী হিসেবে বিধানসভায় প্রবেশ করেন আতিক (Atiq Ahmed)

    অপরাধ জগতের সঙ্গে যুক্ত থাকার সময়ই, ১৯৮৯ সালে মাত্র ২৭ বছর বয়সে রাজনীতির আঙিনায় ভাগ্য পরীক্ষা করতে আসেন বাহুবলী আতিক (Atiqe Ahamed)। তখন এলাহাবাদ অঞ্চলে একচ্ছত্র অধিপতি। নির্দল প্রার্থী হিসেবে এলাহাবাদ পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। ১৯৮৯ থেকে ২০০২ সাল পর্যন্ত কখনও নির্দল প্রার্থী হিসেবে, আবার কখনও সমাজবাদী প্রার্থী হিসেবে আতিকের বিজয়রথ ছিল অপ্রতিরোধ্য। ২০০৪ সালে সাংসদ নির্বাচিত হন আতিক আহমেদ (Atiqe Ahamed)। সমাজবাদী পার্টির টিকিটে ফুলপুর আসন থেকে জয়ী হন তিনি। আতিকের ছেড়ে আসা এলাহাবাদ পশ্চিম বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী হন বিএসপি নেতা রাজু পাল। এই রাজু পাল খুনের ঘটনা ব্যাকফুটে ঠেলে দেয় গ্যাংস্টারকে।

    ২০০৫ সালে খুন হন বিএসপি বিধায়ক রাজু পাল

    ২০০৫ সালে খুন হন বিএসপি বিধায়ক। সেই খুনেও আতিকের হাত রয়েছে বলে অভিযোগ ওঠে। তাঁকে গ্রেফতার করা হলেও তিন বছরের মাথায় জামিন পান। বিএসপি বিধায়ক খুনের মামলায় প্রধান সাক্ষী ছিলেন উমেশ পাল। আতিক চেয়েছিলেন, উমেশ এই মামলা থেকে সরে যাক। আদালতে গিয়ে বলুক, রাজু পাল খুনের সময় ঘটনাস্থলে ছিল না উমেশ। কিন্তু সরে না দাঁড়ানোয়, ২০০৬ সালে ২৮ ফেব্রুয়ারি আতিক ও তাঁর সঙ্গীরা উমেশকে অপহরণ করে।

    চলতি বছরেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় আতিককে (Atiq Ahmed)

    সেই অপরহণ মামলায় গ্যাংস্টারকে দোষী সাব্যস্ত করা হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয় আতিকের (Atiq Ahmed)। গত চার দশকে সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদের বিরুদ্ধে খুন, ধর্ষণ সহ প্রায় ১০০টি বেশি ফৌজদারি মামলা রয়েছে বলে জানা গেছে। সাক্ষী উমেশ পালকে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। এখানে প্রধান অভিযুক্ত ছিল আতিকপুত্র আসাদ। তাঁকে দুদিন আগেই ঝাঁসিতে এনকাউন্টার করে যোগী রাজ্যের পুলিশ। আসাদের শেষকৃত্যের দিনেই গুলিতে ঝাঁঝরা হল আতিকের দেহ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Atiq Ahmed: ছেলের শেষকৃত্যের দিনেই দুষ্কৃতীদের গুলিতে নিহত গ্যাংস্টার আতিক আহমেদ

    Atiq Ahmed: ছেলের শেষকৃত্যের দিনেই দুষ্কৃতীদের গুলিতে নিহত গ্যাংস্টার আতিক আহমেদ

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশি এনকাউন্টারে নিহত আসাদ আহমেদের শেষকৃত্যের দিনেই এবার খুন তাঁর বাবা কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ (Atiq Ahmed)। শনিবার রাতে উত্তর প্রদেশের প্রয়াগরাজে এই হাড়হিম করা ঘটনা ঘটে। জানা গিয়েছে, মেডিক্যাল টেস্ট করানোর জন্য পুলিশি নিরাপত্তায় প্রয়াগরাজের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ (Atiq Ahmed) ও তাঁর ভাই আশরফকে। বিভিন্ন সংবাদ সংস্থার প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে প্রিজন ভ্যান থেকে নামতেই, হাসপাতালের সামনে আতিক ও তাঁর ভাই আশরফকে ঘিরে ধরেন সাংবাদিকরা। পুলিশি এনকাউন্টারে ছেলে আসাদের মৃত্যু ও তাঁর শেষকৃত্যে যেতে না পারা নিয়েই নানা প্রশ্ন করছিলেন সাংবাদিকরা, হঠাৎ এক ব্যক্তি হাত উঁচিয়ে এসে আতিকের মাথায় বন্দুক ঠেকান এবং ট্রিগারে চাপ দেন। আতিক (Atiq Ahmed) মাটিতে লুটিয়ে পড়ার সময়ই আরও কয়েকটি এলোপাথাড়ি গুলি চলে। গুলি লেগে মৃত্যু হয় তাঁর ভাই আশরফেরও। পুলিশের সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুই অপরাধীকে খুনের ঘটনায় গোটা উত্তর প্রদেশে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই আততায়ী সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শান্তি বজায় রাখতে উত্তর প্রদেশের সমস্ত জেলাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

    প্রকাশ্যে আসা একটি ভিডিওতে গোটা ঘটনাটি ধরা পড়েছে। শনিবার রাতে মেডিক্যাল পরীক্ষার জন্য প্রয়াগরাজের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় আতিক আহমেদ (Atiq Ahmed) ও তাঁর ভাই আশরফকে। পুলিশি বেষ্টনীর মাঝে দাঁড়িয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আতিক, এমন সময় বাঁ দিক থেকে একটি হাত বেরিয়ে আসে। সোজা আতিকের মাথায় পিস্তল ঠেকানো হয়। এক মূহুর্তও নষ্ট না করেই আতিকের মাথায় গুলি করা হয়। ভাইয়ের সঙ্গে হাতকড়া পরা অবস্থাতেই মাটিতে লুটিয়ে পড়ে আতিক। পরপর আরও কয়েকটি গুলি চলে, খুন করা হয় তাঁর ভাই আশরফকেও। খুনের পর ঘটনাস্থলেই পড়েছিল আগ্নেয়াস্ত্র।

    সাংবাদিক সেজেই ভিড়ে মিশেছিল আততায়ীরা, সন্দেহ পুলিশের

    পুলিশের তরফে জানানো হয়েছে, সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করা হয়েছে ঘটনাস্থল থেকে। প্রাথমিক তদন্তে অনুমান, সাংবাদিক সেজে ভিড়ে মিশে ছিল আততায়ীরা। আতিক আসতেই কথা বলার অছিলায় পুলিশকে টপকে একদম পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জে পৌঁছে যায় আততায়ীরা এবং পরপর গুলি চালাতে থাকে। এই ঘটনার পরই রাতারাতি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অশান্তি রুখতে উত্তর প্রদেশের সব জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murder Of BJP Leader: দলীয় কার্যালয়ে খুন দিল্লির বিজেপি নেতা

    Murder Of BJP Leader: দলীয় কার্যালয়ে খুন দিল্লির বিজেপি নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: খোদ রাজধানীর বুকে গুলি করে খুন (Murder Of BJP Leader) করা হল বিজেপি নেতাকে। শুক্রবার সন্ধ্যায় দিল্লির দ্বারকা এলাকায় বিজেপি নেতার অফিসে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহত বিজেপি নেতা সুরেন্দ্র মতিয়ালা (৬০)।

    আরও পড়ুন: উদ্ধার ৩,৪০০ চাকরি প্রার্থীর নথি! তৃণমূল বিধায়কের ঘরকে ‘ওয়ার রুম’ বলছে সিবিআই

    এদিন নিজের কার্যালয়ে বসে ছিলেন ওই বিজেপি নেতা

    পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ নিজের অফিসে বসে এক আত্মীয়ের সঙ্গে টিভি দেখছিলেন ওই বিজেপি নেতা। সেই সময়ই মুখ ঢেকে তাঁর কার্যালয়ে ঢোকে দুই আততায়ী। তারা বাইকে করে এসেছিল বলেই জানতে পেরেছে পুলিশ।

    নিহত বিজেপি নেতাকে প্রথমে মারধরও করে দুষ্কৃতীরা

    অফিসে ঢোকার পরই বিজেপি নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ। এর পর কাছ থেকে বিজেপি নেতাকে (Murder Of BJP Leader) লক্ষ্য করে ৪-৫ বার গুলি চালায় দুষ্কৃতীরা। বিজেপি নেতার ওই আত্মীয়ের উপরও হামলা চালানো হয়েছে কি না স্পষ্ট নয়।

    কী বলছে তদন্তকারী আধিকারিকরা

    তদন্তকারীরা জানিয়েছেন, ৩ জন দুষ্কৃতী এদিন ওই বিজেপি নেতাকে খুনের (Murder Of BJP Leader) উদ্দেশে এসেছিল। সুরেন্দ্র মাতিয়ালার কার্যালয়ের বাইরে পাহারা দিচ্ছিল এক দুষ্কৃতী। ওই আততায়ী বাইক নিয়ে দাঁড়িয়েছিল। বাকি ২ জন অফিসে ঢুকে হামলা চালায়।

    কী বলছে নিহতের পরিবার 

    নিহত বিজেপি নেতার পুত্র জানিয়েছেন, কারও সঙ্গে তাঁর বাবার শত্রুতা ছিল না। কী কারণে হামলা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, কয়েক জনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল ওই বিজেপি নেতার। তার জেরেই এই হামলা কি না খতিয়ে দেখা হচ্ছে।

     

    আরও পড়ুন: ‘নব রবিকিরণে’ বৈশাখ-বরণ বাঙালির! কালীঘাট থেকে দক্ষিণেশ্বর পুজো দেওয়ার লম্বা লাইন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amarnath Yatra: সূচি প্রকাশ হল অমরনাথ যাত্রার! শুরু কবে?

    Amarnath Yatra: সূচি প্রকাশ হল অমরনাথ যাত্রার! শুরু কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: অমরনাথ যাত্রীদের জন্য সুখবর। অমরনাথ যাত্রার (Amarnath Yatra) সূচি প্রকাশিত হল শুক্রবার। চলতি বছরের যাত্রা শুরু হচ্ছে ১ জুলাই থেকে,  চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। শুক্রবার ট্রাস্টি বোর্ড, শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের (SASB) তরফে এ ব্যাপারে নির্দেশিকা জারি করা হল। অর্থাৎ এবার অমরনাথ যাত্রা টানা দু-মাস চলবে। প্রসঙ্গত, ৩৭০ ধারার বিলোপের পর ছন্দে ফিরেছে কাশ্মীর। বাড়ছে পর্যটকদের আনাগোনা, এমত অবস্থায় চলতি বছরের যাত্রায় ব্যাপক পূণ্যার্থী অংশ নেবেন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অমরনাথ যাত্রার পথে পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, সে ব্যাপারে প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। 

    চলতি বছরের যাত্রার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ১৭ এপ্রিল থেকে

    জানা গিয়েছে, এদিন অমরনাথ যাত্রার (Amarnath Yatra) সূচি নিয়ে জম্মু-কাশ্মীরের রাজভবনে উপ-রাজ্যপাল মনোজ সিনহার নেতৃত্বে বৈঠকে বসে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড (SASB)। সেই বৈঠকেই আগামী ১ জুলাই থেকে অমরনাথ যাত্রার শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৭ এপ্রিল থেকে।

    পুণ্যার্থীদের যাত্রা সহজ করতে বিদ্যুৎ, জল, নিরাপত্তা সহ সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে

    অমরনাথজি শ্রাইন বোর্ডের তরফে জানানো হয়েছে, ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহায় পুণ্যার্থীরা দুটি পথ ধরে পৌঁছতে পারবেন। একটি হল, অনন্তনাগ জেলার পহেলগাঁও পথ ধরে এবং অন্যটি হল, গান্দেরবাল জেলার বালতাল পথ ধরে। অমরনাথ যাত্রীদের (Amarnath Yatra) পথে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। তিনি বলেন, পুণ্যার্থীদের যাত্রা সহজ করতে বিদ্যুৎ, জল, নিরাপত্তা সহ সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। সমস্ত দফতর যৌথভাবে কাজ করছে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে আবহাওয়া, রুট সহ পথে বিভিন্ন পরিষেবা সংক্রান্ত তথ্যের জন্য একটি অ্যাপ চালু করা হচ্ছে বলে অমরনাথজি শ্রাইন বোর্ড জানিয়েছে।

    সারাদেশ লাইভ দেখতে পারবে এবারের অমরনাথ যাত্রা

    অন্যদিকে, ১ জুলাই থেকে ৩১ অগাস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ও সন্ধ্যার পুজোও গুহার ভিতর থেকে সরাসরি সম্প্রচারিত করা হবে। ফলে ইচ্ছা সত্ত্বেও যাঁরা অমরনাথ যেতে পারছেন না, তাঁরা এই লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ambassador Car: মন্ত্রী চড়ছেন অ্যাম্বাসাডর গাড়ি,  ট্যুইটে ছবি প্রকাশ হতেই আবেগে ভাসল নেটদুনিয়া

    Ambassador Car: মন্ত্রী চড়ছেন অ্যাম্বাসাডর গাড়ি, ট্যুইটে ছবি প্রকাশ হতেই আবেগে ভাসল নেটদুনিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতভাবে ছবিটা দেখলে মনে হবে, কিছুই না। কিন্তু সাদামাটা একটা ছবি (Ambassador Car) বলে দিল অনেক কথা। টাইম মেশিনে চাপিয়ে বহু মানুষকে ফিরিয়ে নিয়ে গেল স্মৃতির সরণিতে। নস্টালজিয়া গ্রাস করল যে কতজনকে, তার বোধহয় হিসেব মেলা দুষ্কর।

    কী সেই ছবি? 

    সোমবার, সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে একটি ছবি ট্যুইট করেছেন নাগাল্যান্ডের মন্ত্রী তেমজেন ইমনা আলম। ছবিতে দেখা যাচ্ছে, তিনি একটি ঝকঝকে সাদা অ্যাম্বাসাডরে (Ambassador Car) উঠতে যাচ্ছেন। গাড়ির জানালার কাচে রীতিমতো পর্দা লাগানো। ছবির ক্যাপশনে লেখা, “ইটস মানডে। লেট আস গেট রেডি ফর ওয়ার্ক।” এতটুকু ইংরেজিতে লেখা। তারপরে তিনি হিন্দিতে লিখেছেন, “মেরে পাশ ভি এক অ্যাম্বাসাডর হ্যায়।” দেখতে দেখতে ভিউ পৌঁছে যায় দু’লক্ষের কাছাকাছি। ভেসে আসতে থাকে একের পর এক কমেন্ট। প্রত্যেকেই তাঁদের স্মৃতির কথাই বারবার বলতে চেয়েছেন।

    কেন এই আবেগ?

    হিন্দুস্থান মোটরস-এর তৈরি অ্যাম্বাসাডর গাড়ি (Ambassador Car) এক সময় অভিজাত বলেই গণ্য করা হত। মন্ত্রী, আমলা থেকে শুরু করে সরকারি পদস্থ অফিসাররা চড়তেন দুধসাদা অ্যাম্বাসাডর। দু-চার বছর নয়, ১৯৫৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতবর্ষ দাপিয়ে বেড়িয়েছে এই অ্যাম্বাসাডর। ভিতরে পর্যাপ্ত জায়গা এবং পুরু গদিওয়ালা সিট। সাধারণ মানুষের কাছেও এর কদর ছিল ব্যাপক। এর তো নামই হয়ে উঠেছিল ফ্যামিলি কার। কিন্তু কালের নিয়মে যা হয়, এক্ষেত্রেও সেটাই ঘটেছে।  উন্নত এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারায় বিদায় নিয়েছে এক সময়ের এলিট এই গাড়িটি।

    ব্রিটেনের মরিশ অক্সফোর্ড-এর আদলের এটি হল দেশের মধ্যে তৈরি প্রথম গাড়ি। ফলে একে ঘিরে মানুষের আবেগ এবং উন্মাদনা ছিল লক্ষ্যণীয়। অনেকের কাছেই এটি এক সময় ছিল স্ট্যাটাস সিম্বল। কোনও রাজনৈতিক নেতা অ্যাম্বাসাডর চড়ে ঘুরে বেড়াচ্ছেন, এ দৃশ্য এখন কার্যত বিরল। তবে হ্যাঁ, এটি এখনও ব্যবহৃত হচ্ছে, কিন্তু যাত্রীবাহী গাড়ি হিসেবে। কিন্তু কতদিন? প্রশ্নটা থেকেই যাচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: কালো টুপি, জংলা পোশাক! নয়া লুকে জঙ্গল সাফারিতে প্রধানমন্ত্রী 

    Narendra Modi: কালো টুপি, জংলা পোশাক! নয়া লুকে জঙ্গল সাফারিতে প্রধানমন্ত্রী 

    মাধ্যম নিউজ ডেস্ক: কালো টুপি, খাকি প্যান্ট আর জলপাই রঙের টি-শার্ট। হাতে ধরা হাতাকাটা জ্যাকেট। অন্য লুকে ধরা দিলেন প্রধানমন্ত্রী। রবিবার সকালে মহীশূরের বান্দিপুর ও মধুমালাই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে রওনা হন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। এদিন তিনি দিল্লি থেকে রওনা হতেই প্রধানমন্ত্রী দফতরের তরফে ছবি প্রকাশ করা হয়। সেখানেই নয়া লুকে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, এদিন মহীশূরে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি ব্যাঘ্র প্রকল্পের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানেরও উদ্বোধন করবেন তিনি।

    কর্নাটক ও তামিলনাড়ুতে সফর প্রধানমন্ত্রীর

    এদিন বাঘ সংরক্ষণের ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গিও স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। International Big Cats Alliance বা IBCA নামে প্রকল্পও চালু করেন তিনি। প্রথমে চামরাজানগর জেলার বান্দিপুর ব্যাঘ্র প্রকল্প, সেখানে বনাধিকারী ও বনকর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। এর পরই পড়শি রাজ্য তামিলনাড়ুর মধুমালাই ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত থেপাক্কাডু কুনকি হাতির ক্যাম্পে রওনা হন তিনি। উল্লেখ্য, এদিন বাঘ সংরক্ষণ কেন্দ্রের ফিল্ড ডিরেক্টরদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, বাঘ সংরক্ষণ নিয়ে তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি। 

    মোদি (Narendra Modi) সরকারের আমলে কমেছে চোরা শিকার

    ক্ষমতায় আসার পর থেকেই বন্যপ্রাণীর চোরাশিকার ও চোরাচালান বন্ধ করতে উদ্যোগী হন মোদি (Narendra Modi)। এব্যাপারে বিশ্বের অন্যান্য দেশগুলিকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। তাঁর সেই বার্তাকেই গোটা দুনিয়ায় ছড়িয়ে দিতে IBCA চালু করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র। অন্যদিকে তাঁর এই উদ্যোগে মিলেছে সাফল্যও। অসমে বন্ধ করা গেছে চোরা শিকার। পরিসংখ্যান বলছে গত বছরে একটিও গণ্ডার শিকার হয়নি অসমে।

    বাড়ছে বাঘের সংখ্যা

    প্রাথমিক পর্যায়ে বাঘের সংখ্যা বাড়াতে মোট ৯টি সংরক্ষিত বনাঞ্চলকে বেছে নেওয়া হয়েছিল। ১৮ হাজার ২৭৮ বর্গ কিলোমিটার জঙ্গলে শুরু হয় বাঘ সংরক্ষণের কাজ। বর্তমানে গোটা দেশে সংরক্ষিত বনাঞ্চলের সংখ্যা ৫৩। ৭৫ হাজার বর্গ কিলোমিটার জুড়ে যা ছড়িয়ে রয়েছে। কেন্দ্রের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বছরে ৬ শতাংশ হারে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিন হাজারের কাছাকাছি বাঘ রয়েছে গোটা দেশে। এই সংখ্যা যথেষ্ট স্বস্তি দায়ক বলেই মানছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Antara Sarkar Deb: চারচাকার বদলে অটোতেই স্বাচ্ছন্দ্য! ব্যতিক্রমী ত্রিপুরার বিজেপি বিধায়ক অন্তরা সরকার

    Antara Sarkar Deb: চারচাকার বদলে অটোতেই স্বাচ্ছন্দ্য! ব্যতিক্রমী ত্রিপুরার বিজেপি বিধায়ক অন্তরা সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক:  বিধায়কের নিজস্ব গাড়ি থাকবে না ভাবা যায়? পশ্চিমবঙ্গে শাসকদলের পঞ্চায়েত সমিতির সভাপতিরাও চারচাকায় চলাফেরা করেন। ঠিক এর উল্টোপুরাণ দেখা গেল ত্রিপুরায়। সেখানকার বিজেপি বিধায়ক অন্তরা সরকার দেব (Antara Sarkar Deb) যেন ব্যতিক্রম। দলীয় কর্মসূচি হোক বা বিধানসভা আজও তিনি অটো রিকশায় যাতায়াত করেন। তাঁর এই সহজ সরল জীবনযাপনের জন্য তিনি খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন সেরাজ্যের সাধারণ মানুষের কাছে।

    আরও পড়ুন: এটাই বোধহয় তৃণমূলের উন্নয়ন! ভাঙাচোরা রাস্তার প্রতিবাদে ৩৫ টি পরিবার শাসকদল ছেড়ে বিজেপিতে 
     

    অন্তরা সরকারের পরিচয়

    ত্রিপুরার সিপাহীজলা জেলার কমলাসাগর কেন্দ্র থেকে চলতি বছরের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছেন ৫৩ বছর বয়সী অন্তরাদেবী (Antara Sarkar Deb)। মানুষের জন্য কাজকেই তিনি সর্বদা প্রাধান্য দেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি কাজে, প্রতিটি মানুষ উন্নয়নের ছাতার তলায় আসুক এটাই আমি চাই। মোদিজীর সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রে আমি বিশ্বাস রাখি। নারীশক্তির ক্ষমতায়নও তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন কমলাসাগরের বিধায়ক।

    আরও পড়ুন: যন্তর-মন্তরে ধর্না, রাষ্ট্রপতির কাছে আর্জি! ডিএ-র দাবিতে দিল্লি যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা

    কী বলছেন তাঁর বিধানসভা ক্ষেত্রের বাসিন্দারা

    শাসক দলের বিধায়ক তিনি, অথচ কোনও সরকারি গাড়ি নেননি। কমলাসাগর বিধানসভা ক্ষেত্রের মহিলা অটোচালক লক্ষ্মী নাহা, বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর মুখে উঠে এল অন্তরাদেবীর কথা। তিনি এদিন বলেন, উনি (অন্তরা সরকার দেব) অত্যন্ত ভাল মানুষ, সবার খেয়াল রাখেন। আমার স্বামী যখন অসুস্থ ছিল তখন তিনি সামর্থ্য মতো আমাকে সাহায্য় করেছেন। বেশিরভাগ সময়ই উনি আমার অটোতে চলাফেরা করেন। এলাকার মানুষের উন্নয়নই তাঁর ধ্যানজ্ঞান। অন্তরাদেবী ২০২৩ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যে হলফনামা পেশ করে ছিলেন তাতে দেখা যাচ্ছে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭৩,৬৪৭ টাকা। কোথাও কোনও দেনা নেই।

    আরও পড়ুন: অচেনা সাজ! সুখোই-৩০ এমকেআই ওড়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka: কর্নাটক জয়ের লক্ষ্যে আজই কী প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির?

    Karnataka: কর্নাটক জয়ের লক্ষ্যে আজই কী প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির?

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটকের (Karnataka) বিধানসভা নির্বাচনে এখনও অবধি বিজেপি একটি আসনেও প্রার্থীর নাম ঘোষণা করেনি অবশেষে আজ থেকে কর্নাটকের ভোটে বিজেপির প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হল। বিজেপি সূত্রে খবর, রবিবার কেন্দ্রীয় নির্বাচন কমিটি ও সংসদীয় বোর্ডের বৈঠকে কর্নাটকের (Karnataka) প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। প্রসঙ্গত, কর্নাটকের ভোট ঘোষণা হয়েছে ২৯ মার্চ। ১০ মে ভোট রয়েছে এই দক্ষিণী রাজ্যে। গত নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছিল। মোট ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় বিজেপি দখল করেছিল ১০৪ আসন। মুখ্যমন্ত্রী হন বাসবরাজ বোম্বাই।

    কারা উপস্থিত থাকবেন আজকের বৈঠকে

    জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,  বিজেপি সভাপতি জে পি নাড্ডা সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, কর্নাটকে (Karnataka) ভোটের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সহকারী ভারপ্রাপ্ত মনসুখ মাণ্ডবিয়া উপস্থিত থাকবেন আজকের বৈঠকে। কর্নাটকে (Karnataka) দলের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই শনিবার বলেন, জেলা ও বিধানসভা কেন্দ্র স্তরে সমীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই হবে। ২২৪ আসনের বিধানসভায় কয়েকটি বাদে সিংহভাগ আসনেই এক বারে প্রার্থী ঘোষণা করে দেওয়ার চেষ্টা হবে। বিজেপি সূত্রে খবর, পার্টি প্রতিটি বিধানসভায় তিনজন করে প্রার্থী বাছাই করবে। তারপর কেন্দ্রীয় নেতৃত্ব একজনকে বাছবে।

    মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই সংবাদ মাধ্যমকে বলেন, আজ কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে, আগামীকাল হবে সংসদীয় বোর্ডের বৈঠক। শুক্রবারই কর্নাটকের (Karnataka) বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেন, শীঘ্রই আমাদের সমস্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। প্রার্থী তালিকা প্রকাশ করতে দেরি হওয়ায় বিজেপিকে কটাক্ষ করেছিল কংগ্রেস ,তার উত্তরে বাসবরাজ বোম্বাই বলেন, বিরোধীরা তো প্রার্থী খুঁজে পাচ্ছেনা, অন্যদল থেকে কখন কেউ দল ছাড়বেন সেই ভরসাতেই থাকতে হচ্ছে বিরোধীদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদানের হিড়িক! অ্যান্টনি পুত্রের পর আজ যোগ দিলেন রাজাগোপালাচারীর প্রপৌত্র

    BJP: লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদানের হিড়িক! অ্যান্টনি পুত্রের পর আজ যোগ দিলেন রাজাগোপালাচারীর প্রপৌত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট, তার আগে যেন বিজেপিতে যোগদানের হিড়িক। ৬ এপ্রিল যোগদান করেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা একে অ্যান্টনির পুত্র অনিল অ্যান্টনি। এবার ভারতের প্রথম গভর্নর-জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারীর প্রপৌত্র সি আর কেশবন শনিবার বিজেপিতে যোগদান করলেন। প্রসঙ্গত, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি কংগ্রেস ত্যাগ করেছিলেন কেশবন। লোকসভা ভোটের আগে এমনিতেই ব্যাকফুটে রয়েছে কংগ্রেস। প্রতিদিনই দল ছাড়ছেন কোনও না কোনও নেতা। এই আবহে প্রধানমন্ত্রী মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জম্মু কাশ্মীরের দলত্যাগী কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। একহাত নিয়েছেন রাহুল গান্ধীকেও। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, মোদি সরকারের জনভিত্তি এখনও অটুট। অন্যদিকে নেতৃত্বহীনতায় ভুগছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি, তাই বিজেপিতে যোগদানের এই হিড়িক দেখা যাচ্ছে।

    কী বললেন কেশবন

    কংগ্রেস ত্যাগ করার সময় কেশবন তাঁর পদত্যাগপত্র মল্লিকার্জুন খাড়গেকে পাঠিয়েছিলেন, তাঁর অনুযোগ ছিল, কংগ্রেসে মূল্যবোধ নেই। তিনি তখন আরও বলেছিলেন, কংগ্রেসের কার্যপদ্ধতির সঙ্গে নিজেকে আমি মানিয়ে নিতে পারছিলাম না। এবার বিজেপিতে যোগদান করে তিনি বললেন, “আমি বিজেপিকে ধন্যবাদ জানাতে চাই, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। এবং এমন দিনে আমি যোগদান করলাম যখন প্রধানমন্ত্রীর তামিলনাড়ু সফরের কথা রয়েছে। এদিন প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসাও করেন তিনি। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী মোদির জনদরদী নীতি, দুর্নীতিমুক্ত শাসন এবং সংস্কার, উন্নয়ন ভারতকে একটি ভঙ্গুর অর্থনীতি থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে নিয়ে এসেছে।

    ৬ তারিখ বিজেপিতে যোগদান করেন অনিল অ্যান্টনি

    দুদিন আগেই বিজেপিতে যোগদান করেন অনিল অ্যান্টনি। বিবিসি বিতর্কে তিনি প্রধানমন্ত্রী মোদির পক্ষ নিয়েছিলেন। এরপরেই কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় বলে জানা যায়। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং ভি মুরালীধরনের উপস্থিতিতে তিনি  বিজেপিতে যোগদান। কেরালার বিজেপি সভাপতি কে সুরেন্দ্রনও হাজির ছিলেন ওই যোগদান অনুষ্ঠানে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • AAP: টাকার কোড ‘ঘি’ ব্যবহার করতেন কেজরি! দুর্নীতির বিস্ফোরক অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

    AAP: টাকার কোড ‘ঘি’ ব্যবহার করতেন কেজরি! দুর্নীতির বিস্ফোরক অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক:  আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত তিহাড় জেল বন্দি সুকেশ চন্দ্রশেখর ফের একবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে।  ১৫ কোটি টাকা টিআরএস অফিসে পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন কেজরিওয়াল, এই দাবি সুকেশ চন্দ্রশেখরের। শুধু তাই নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার এই প্রসঙ্গে  কথোপকথনের সম্পূর্ণ চ্যাট এখনও তাঁর কাছে রয়েছে বলে জানিয়েছেন সুরেশ চন্দ্রশেখর। তাঁর আরও সংযোজন ১৫ কোটি টাকা টিআরএস অফিসে পৌঁছে দেওয়ার পরে সেটার প্রাপ্তি চিঠি অবশ্যই সঙ্গে রাখতে বলেছিলেন কেজরিওয়াল । দিল্লির আম আদমি পার্টি (AAP) নেতা সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধেও এই অভিযোগ তুলেছেন সুকেশ চন্দ্রশেখর। সুকেশ চন্দ্রশেখরের দাবি যে এই চ্যাট পরিষ্কারভাবে জানান দিচ্ছে যে কিভাবে অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতিতে অভিযুক্ত। ১৫ কোটি টাকার অঙ্কের ক্ষেত্রে কোড ব্যবহার করতেন কেজরিওয়াল, এমনটাই দাবি সুকেশের। এই কোড ছিল ১৫ কেজি ঘি।

    আরও পড়ুন: আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলিকে রাজ্যপালের অনুমোদন নিতে হবে! নয়া নির্দেশিকা রাজভবনের

    নার্কো টেস্ট করতেও প্রস্তুত কনম্যান সুকেশ

    সুকেশ চন্দ্রশেখরের আরও দাবি যে তিনি যে কোন রকমের নার্কোটেস্ট পলিগ্রাফ টেস্টের জন্য রাজি আছেন।  কিন্তু আসল সত্যটা বেরিয়ে আসুক সবার সামনে। তিনি বলেন যে আমি প্রমাণ দেব ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত কী কী ভাবে দুর্নীতি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। সুকেশ চন্দ্রশেখরের দাবি যে তার কাছে মোট ৭০০ পাতার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের চ্যাট আছে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এবং ২০২০ সালেই তিনি টিআরএস অফিসে ৭৫ কোটি টাকা পৌঁছে দিয়েছেন। প্রসঙ্গত এর আগেও কেজরিওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন সুকেশ। জেলে তাঁর প্রাণ সংশয়ও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন সুকেশ।

     

    আরও পড়ুন: রাজু ঝা–কে খুনের পিছনে রয়েছে বড় মাথা, প্রাণহানির শঙ্কা লতিফেরও! চাঞ্চল্যকর দাবি অর্জুন সিং-এর

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share