Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Bullet Train: বুলেট ট্রেন প্রকল্পের জাতীয় গুরুত্ব রয়েছে, বলল বম্বে হাইকোর্ট       

    Bullet Train: বুলেট ট্রেন প্রকল্পের জাতীয় গুরুত্ব রয়েছে, বলল বম্বে হাইকোর্ট      

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পের জাতীয় গুরুত্ব রয়েছে বলে জানাল বম্বে হাইকোর্ট। প্রসঙ্গত, গোদরেজ অ্যান্ড বয়েস ম্যানুফ্যাকচারিং কোম্পানি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল, সংস্থার অভিযোগ ছিল যে বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পের জন্য ভিক্রোলিতে তাদের জমি অধিগ্রহণ করেছে সরকার। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় সংস্থা।

    কী বলল বম্বে হাইকোর্ট?

    গোদরেজ অ্যান্ড বয়েস ম্যানুফ্যাকচারিং সংস্থার এই মামলার পরিপ্রেক্ষিতে বম্বে হাইকোর্ট বলে “জাতীয় ক্ষেত্রে বিচার করলে এই বুলেট ট্রেনের (Bullet Train) অপরিসীম গুরুত্ব রয়েছে। জনস্বার্থের কথা ভাবনাচিন্তা করেই সরকার এই প্রকল্পের বাস্তবায়ন করেছে, আদালতের কোনও হস্তক্ষেপের প্রয়োজন নেই। ক্ষতিপূরণে কোনও বেনিয়ম পাওয়া যায়নি।” এদিন বিচারপতি আরডি ধানুকা এবং বিচারপতি এমএম এর ডিভিশন বেঞ্চ আরও জানায়, বুলেট ট্রেন জাতীয় স্বার্থেই চলছে।

    আরও পড়ুন: জাপানের সঙ্গে যৌথ অনুশীলনে ভারতীয় বায়ু সেনা, দেখুন ‘বীর গার্ডিয়ান ২০২৩’-এর কিছু ছবি
     

    বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পের ২১ কিলোমিটার রেলপথ হবে ভূগর্ভস্থ

    মহারাষ্ট্রের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এবং শিলফাটার মধ্যবর্তী ভূগর্ভস্থ রেলপথ নির্মানের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানা গেছে। মহারাষ্ট্রের থানে জেলার এই বিকেসি প্লাটফর্ম হবে একমাত্র ভূগর্ভস্থ স্টেশন। জানা গিয়েছে, মাটির ২৪ মিটার নীচে হবে প্লাটফর্ম এবং এটি তিনতলা বিশিষ্ট হবে। রেল সূত্রে জানা গিয়েছে, মুম্বই-আহমেদাবাদ হাই-স্পিড রেল প্রকল্পে মোট ৫০৮.১৭ কিলোমিটার রেল ট্র্যাক থাকবে, যার মধ্যে ২১ কিলোমিটার হবে ভূগর্ভস্থ। জানা যাচ্ছে এই প্রকল্প সম্পূর্ণ হতে সময় লাগতে পারে প্রায় ৬০ মাস। বিশেষজ্ঞরা বলছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হল এইধরনের ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ।   প্রসঙ্গত, বুলেট ট্রেন প্রকল্পটি জাপানের প্রযুক্তিগত সাহায্যে গড়ে উঠছে। দাদরা ও নগর হাভেলির মধ্যে দিয়েও যাবে এই প্রকল্প।

    ৭ কিমি টানেল থাকবে সমুদ্রের তলদেশে, ভারতে এ ধরনের প্রকল্প প্রথম

    জানা গিয়েছে, টানেল বোরিং মেশিন এবং নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথড ব্যবহার করে সমুদ্রের তলদেশে এই টানেল তৈরি করা হচ্ছে। ডাবল লাইনের এই ধরনের টানেল দেশে এর আগে নির্মাণ হয়নি। আরও জানা যাচ্ছে, টানেলটি সবথেকে গভীর হবে মহারাষ্ট্রের শিলফাটার কাছে পারসিক পাহাড়ের নীচে, প্রায় ১১৪ মিটার। পরিবেশের কোনও ক্ষতি করতে চায়নি রেল মন্ত্রক। তাই থানে ক্রিকের কাছে অভয়ারণ্য এবং ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদগুলিকে নিরাপদ রাখার লক্ষ্যেই সমুদ্রতলদেশে ৭কিমি এই টানেলটি তৈরি করা হচ্ছে।

    প্রসঙ্গত, বুলেট ট্রেন প্রকল্পে অন্তর্ভুক্ত থাকবে মহারাষ্ট্রের চারটি স্টেশন এগুলি হল বিকেসি, থানে, বিরার এবং বোইসার। গুজরাটের আটটি স্টেশন এই প্রকল্পের অন্তর্ভুক্ত থাকবে। এগুলো হল ভাপি, বিলিমোরা, সুরাট, ভরুচ, ভাদোদরা, আনন্দ/নদিয়াদ, আহমেদাবাদ এবং সবরমতি। মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি হবে ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং এতে মোট সময় লাগবে ৩ ঘণ্টা। 

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের শিনজো আবে ২০১৭ সালে আহমেদাবাদ এবং মুম্বইয়ের মধ্যে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস করেছিলেন। 

    আরও পড়ুন:‘ট্রিপল ট্রাবল থেকে উদ্ধার পেতে চাইলে বিজেপিকে ভোট দিন’, ত্রিপুরায় জানালেন শাহ

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Supreme Court: সংবিধানের মূল কাঠামো হল ধ্রুবতারার মতোই: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

    Supreme Court: সংবিধানের মূল কাঠামো হল ধ্রুবতারার মতোই: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সংবিধানের মূল কাঠামো নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছে। 

    এনিয়ে কী বললেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

    শনিবার মুম্বইয়ে আইনজীবী ননী পালকিওয়ালা স্মারক বক্তৃতায় বক্তব্য রাখেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সেখানে তিনি বলেন, “সংবিধানের মূল কাঠামো হল ঠিক ধ্রুবতারার মতোই। আমাদের সমস্ত ধরনের পথ যখন অন্ধকারে ভরে যায়, তখন সংবিধানের এই মূল কাঠামোই আমাদের অন্ধকারকে সরিয়ে আলোর সন্ধান দেয়। আমাদের সঠিক দিশা দেখায়।” প্রধান বিচারপতি এদিন আরও বলেন, তাই আমাদের উচিত সংবিধানের মূল পরিকাঠামোকে সর্বদা রক্ষা করা। মূল কাঠামো নিয়ে তাঁর মত, সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, স্বতন্ত্র ক্ষমতা ও নানা আদর্শ আবর্তিত হচ্ছে। ফলে এই ধারণাকে কখনই পরিবর্তন করা যাবে না। তাকে লালন করতে হবে আমাদেরকেই। তাঁর আরও সংযোজন, দেশের সংবিধানকে কখনই বদলানো যায় না। তাকে মান্যতা দিতে হয়।

    আরও পড়ুন: বিপদের দিনে বন্ধুর পাশে, তুরস্ক-সিরিয়ায় আরও ত্রাণ পাঠাল ভারত

    এনিয়ে কী বলেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)

    সুপ্রিম কোর্ট (Supreme Court) কেরল সরকার বনাম কেশবানন্দ ভারতীর একটি মামলার রায়ে বলেছিল সংবিধানের মূল কাঠামো বদল করা যাবে না। ১৯৭৩ সালে কেশবানন্দ ভারতী বনাম কেরল সরকারের এই মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) পর্যবেক্ষন ছিল, সংসদ বা সরকার আইন তৈরি করে দেশের সংবিধানের সংশোধন বা নতুন কোনও ধারা সংযোজন করতেই পারে। কিন্তু কোনওভাবেই সংবিধানের মূল কাঠামো বা বেসিক স্ট্রাকচার বদলাতে পারে না। শীর্ষ আদালতের সেই রায়কে ভারতীয় বিচারব্যবস্থার ‘ল্যান্ডমার্ক জাজমেন্ট’ বা ঐতিহাসিক রায়গুলির মধ্যে একটি ধরা হয়। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই কলেজিয়াম ব্যবস্থায় সংস্কার দাবি করছে।

    আরও পড়ুন: ১২৮ ঘণ্টার লড়াইয়ে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তুরস্কের ২ মাসের ‘বিস্ময় শিশু’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Lithium Discovery: দেশে পাওয়া গেল লিথিয়ামের বিপুল ভাণ্ডার! কোথায় জানেন?      

    Lithium Discovery: দেশে পাওয়া গেল লিথিয়ামের বিপুল ভাণ্ডার! কোথায় জানেন?     

    মাধ্যম নিউজ ডেস্ক:  ভারতে এই প্রথমবার লিথিয়াম খনির হদিশ পাওয়া গেল জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায়। জানা গিয়েছে, ওই খনি থেকে মোট ৫৯ লক্ষ টন লিথিয়ামের সন্ধান (Lithium Discovery) দিয়েছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কর্মীরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় খনি মন্ত্রক এক বিবৃতি জারি করে এই বিষয়ে জানিয়েছে।

    আরও পড়ুন: দিল্লি থেকে মুম্বই যেতে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা! রবিবারে মোদির হাতে উদ্বোধন দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের 

    কেন্দ্রীয় সরকার কী বলল 

    এদিন কেন্দ্রীয় খনি মন্ত্রক এক বিবৃতি জারি করে জানায়, ‘জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই প্রথম দেশে লিথিয়াম সম্পদের সন্ধান পেয়েছে। জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার সালাল-হাইমানা অঞ্চলের খনিতে মজুত রয়েছে ৫৯ লক্ষ টন লিথিয়াম। লিথিয়াম ও সোনা মিশ্রিত ৫১ টি মিনারেল ব্লক সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ টি ব্লকে রয়েছে সোনা’।

    বিবৃতিতে আরও বলা হয়, ‘বাকি ব্লকগুলিতে পটাশ, মলিবডেনাম, বেস মেটাল ইত্যাদি পাওয়া গিয়েছে। জম্মু-কাশ্মীর, অন্ধ্র প্রদেশ, ছত্তীশগড়, গুজরাট, ঝাড়খন্ড, কর্নাটক, মধ্য প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু ও তেলঙ্গানা মিলিয়ে মোট ১১ টি রাজ্যে মিনারেল ব্লকের খোঁজ পাওয়া গিয়েছে। ২০১৮-১৯ সাল থেকে এখনও পর্যন্ত জিএসআই খনন করে এই ব্লকগুলি চিহ্নিত করেছে’।

    আরও পড়ুন: বিপদের দিনে বন্ধুর পাশে, তুরস্ক-সিরিয়ায় আরও ত্রাণ পাঠাল ভারত

    বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির দাম কী কমবে তাহলে!
     
    পাশাপাশি কয়লা, লিগনাইট মিলিয়ে মোট ৭৮৯৭ মিলিয়ন টন খনিজ সম্পদের খোঁজ পাওয়া গিয়েছে, যা তুলে দেওয়া হয়েছে কয়লা মন্ত্রকের হাতে। বৈদ্যুতিক গাড়ি বা মোবাইল ফোনের ব্যাটারি তৈরি করতে লিথিয়াম লাগে। বর্তমানে লিথিয়াম বিদেশ থেকে আমদানি করা হয়। বিশেষজ্ঞদের মতে, এখন দেশেই পাওয়া যাবে লিথিয়াম। তাহলে এবার হয়তো বৈদ্যুতিক গাড়ি বা মোবাইল ফোনের ব্যাটারির দাম কমবে!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • NDRF: তুরস্কে আট বছরের বাচ্চা মেয়েকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করল এনডিআরএফ, দেখুন ভিডিও 

    NDRF: তুরস্কে আট বছরের বাচ্চা মেয়েকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করল এনডিআরএফ, দেখুন ভিডিও 

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেশন দোস্তের আওতায় তুরস্কে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ (NDRF)। এদিন সেদেশের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহরে একটি ধ্বংসস্তূপের ভিতর থেকে ৮ বছরের একটি মেয়েকে জীবিত উদ্ধার করল এনডিআরএফ (NDRF)। তুর্কি সেনার সঙ্গে এই  যৌথ অভিযানের ভিডিও ইতিমধ্যে ট্যুইটারে শেয়ার করেছে এনডিআরএফ (NDRF)।

    কী বললেন এনডিআরএফ-র (NDRF) আধিকারিক

    এদিন এনডিআরএফের (NDRF) এক উচ্চপদস্থ  আধিকারিক বলেন, গত ৭ ফেব্রুয়ারি থেকে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে দুটি বাচ্চাকে উদ্ধার করা গেছে। এদের মধ্যে একজনের বয়স ৬ এবং অপরজনের বয়স ৮। 
    প্রসঙ্গত, তুরস্কে বিধ্বংসী ভূমিকম্পে এখনও পর্যন্ত ২৪,০০০ লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারত সেখানে উদ্ধার কাজ শুরু করেছে। নাম অপারেশন দোস্ত। দোস্ত এমন একটি শব্দ, যার হিন্দি এবং তুর্কি ভাষায় অর্থ হল বন্ধু। মোট ১৫২ জনের উদ্ধার কর্মীর দল কাজ করছে তুরস্কে। এই এনডিআরএফ কর্মীরা ৩টি দলে বিভক্ত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানা গেছে। ভারত থেকে ইতিমধ্যে ৬টি বিমান উড়ে গিয়েছে তুরস্কে। চিকিৎসা সরঞ্জাম, প্রশিক্ষিত কুকর এসবও পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও এনডিআরএফের উদ্ধার কাজকে কুর্নিশ জানিয়ে নিয়ে ট্যুইট করেছেন।

  •  BJP: চলতি বছরের বদলে গত বছরের বাজেট পেশ অশোক গেহলটের, তুমুল হট্টগোল রাজস্থান বিধানসভায়  

     BJP: চলতি বছরের বদলে গত বছরের বাজেট পেশ অশোক গেহলটের, তুমুল হট্টগোল রাজস্থান বিধানসভায়  

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরনো বাজেটকেই নতুন বছরের বাজেট ভেবে পড়তে থাকেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আর তাতেই হুলুস্থুলু কাণ্ড বেধে যায় রাজস্থান বিধানসভায়। প্রতিবাদ করতে থাকেন বিজেপি (BJP)  বিধায়করা। ৮ মিনিট ধরে ভুল বাজেট পড়তে থাকেন তিনি। গেহলটের এই কাণ্ডে মুখ পুড়েছে কংগ্রেসের।  শুক্রবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করার কথা ছিল, সেইমতো বক্তব্য শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আর তাতেই বিপত্তি।  ভুল বাজেট পেশ করা হচ্ছে, বুঝতে পেরে বাজেট বক্তৃতা বন্ধ করার জন্য গেহলটকে থামিয়ে দেন সরকারি দলের চিফ হইপ। 

    প্রতিবাদে বিক্ষোভ বিজেপির (BJP) ….

    এদিকে, ভুল বাজেট পড়া হচ্ছে বুঝতে পেরেই বিধানসভার মধ্যে হট্টগোল বাধিয়ে দেন বিজেপি (BJP)  বিধায়করা। তাঁরা বলতে থাকেন, মুখ্যমন্ত্রী ছাড়া কারও অধিকার নেই বাজেটের কপি বিধানসভায়। বিজেপি (BJP)  বিধায়কদের আরও প্রশ্ন, তবে বাজেটের কপি লিক হয়েছে! ততক্ষণে অবশ্য সরকারি আধিকারিকরা ছোটাছুটি শুরু করে দিয়েছেন চলতি বছরের বাজেটের কপি নিয়ে আসার জন্য। 

    বাজেট লিকের অভিযোগে বিজেপির (BJP)  প্রতিবাদ চলতেই থাকে। স্পিকার সিপি যোশী বিধানসভায় অধিবেশন ৩০ মিনিটের জন্য মুলতুবি ঘোষণা করেন। তারপরেও বিজেপির (BJP)  বিক্ষোভ চলতে থাকে, পুনরায় অধিবেশন শুরু হলে, ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি (BJP)  বিধায়করা। 

    কী বললেন অশোক গেহলট

    এদিকে, বাজেট লিক নিয়ে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁর মতে, বাজেটে লেখা এবং সদস্যদের দেওয়া বাজেটের কপির মধ্যে পার্থক্য তুলে ধরতেই পারেন বিরোধীরা। কিন্তু সরকারের বাজেট কপিতে কয়েকটি পাতা অতিরিক্ত থাকলে, তা বাজেট লিক বলা যায় না।

    কী বললেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া

     রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া এই ঘটনায় কটাক্ষ করে বলেন, বাজেটপত্র না দেখে কিভাবে একজন মুখ্যমন্ত্রী পুরনো বাজেট পড়তে পারেন?  মুখ্যমন্ত্রী কিভাবে রাজ্য চালাচ্ছেন! এই প্রশ্নও তোলেন তিনি। তাঁর মতে, এমন ঘটনা রাজ্যে প্রথম ঘটল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Rhino: গন্ডার শিকারের বিরুদ্ধে অসম সরকারের পদক্ষেপ প্রশংসনীয়: হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও

    Rhino: গন্ডার শিকারের বিরুদ্ধে অসম সরকারের পদক্ষেপ প্রশংসনীয়: হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও

    মাধ্যম নিউজ ডেস্ক: একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার (Rhino) শিকারের বিরুদ্ধে অসম সরকারের পদক্ষেপকে ভূয়সী প্রশংসা করলেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। প্রসঙ্গত, রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, ১৯৭৭ সালের পর এই প্রথমবার যেখানে গত বছর কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে কোনও গন্ডার (Rhino)  শিকার করা হয়নি।

    কী বললেন হলিউড অভিনেতা

    নিজের ইনস্টাগ্রামে তিনি লিখছেন, ২০০০ সাল থেকে ২০২১ সাল অবধি ১৯০টি শিকারের ঘটনা সামনে এসেছিল। প্রথমবার ২০২২ সালে কোনও গন্ডার (Rhino)  শিকার হয়নি। ১৯৭৭ সালের পর এই প্রথম যখন কোনও গন্ডার শিকারের ঘটনা সামনে আসেনি, এরজন্য অভিনন্দন জানাই অসম সরকারকে। তাঁর আরও সংযোজন, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ২,২০০ টি এক শৃঙ্গবিশিষ্ট গন্ডার (Rhino)  রয়েছে, যা বিশ্বে এই শ্রেণির মোট গন্ডা (Rhino) র সংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ। প্রসঙ্গত, WWF  তাদের একটি রিপোর্টে বলছে, বিশ্বে এই শ্রেণির বিরল গন্ডারের সংখ্যা প্রায় ৩,৭০০, অন্যদিকে, রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ২০১৩ এবং ২০১৪ সাল নাগাদ অসমে প্রতি বছর ২৭টি গন্ডার শিকার করা হয়েছিল।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Leonardo DiCaprio (@leonardodicaprio)

    গন্ডার (Rhino)  শিকারের বিরুদ্ধে অসম সরকারের পদক্ষেপ

    অসমের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার (Rhino)  শিকারের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছিল, যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ছিলেন বনদফতরের আধিকারিকরা। গন্ডারের (Rhino)  এই শিং চোরাকারবারীরা চালান করত, অনেকে নিজের বাড়িতে সাজিয়ে রাখতে কিনত এই শিং। পরে অসম সরকার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের নিরাপত্তা আরও বাড়ায়। কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে থাকে চোরাকারবারীদের বরুদ্ধে।

    চোরাচালানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্দেশে, অসম সরকার ২০২১ সালের জুলাই মাসে একটি টাস্ক ফোর্স গঠন করে৷ অসম পুলিশের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ২০১৩ এবং ২০১৪ সালে সবচেয়ে বেশি শিকারের ঘটনা ঘটেছে, প্রতি বছর গড়ে ২৭টি করে শিকার হয়েছে৷ ২০১৫ সালে শিকার হয়েছিল ১৭টি এবং  ২০১৬ সালে এই সংখ্যা ১৮-তে নেমে আসে। ২০১৭ সালে ৬টি শিকারের ঘটনা ঘটেছিল। ২০১৮ সালে শিকারের ঘটনা ৭টি ঘটেছিল। ২০১৯ শিকারের ঘটনা ছিল ৩টি, ২০২০ সালে ২টি এবং ২০২১ সালে একটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ৬ বছরের শিশুকে উদ্ধার করল এনডিআরএফ, ট্যুইট অমিত শাহের 

    Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ৬ বছরের শিশুকে উদ্ধার করল এনডিআরএফ, ট্যুইট অমিত শাহের 

    মাধ্যম নিউজ ডেস্ক: তুরস্ক ও সিরিয়াতে বিধ্বংসী ভূমিকম্পে (Earthquake)  মৃতের সংখ্যা প্রায় ২০ হাজারে ঠেকেছে। ভূমিকম্প (Earthquake) বিধ্বস্ত তুরস্কে ‘অপারেশন দোস্ত’ শুরু করেছে ভারত, ইতিমধ্যে সেখানে ত্রাণ সমেত অন্যান্য সামগ্রী নিয়ে পৌঁছেছে ৬টি বিমান।  বৃহস্পতিবার তুরস্কের গাজিয়ানটেপ শহরে ধ্বংসস্তূপ থেকে ৬ বছরের এক শিশুকে উদ্ধার করতে দেখা যাচ্ছে এনডিআরএফ-কে। ওই ভিডিও শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখলেন, এটা ভারতের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।

    ট্যুইটে কী লিখলেন অমিত শাহ

    অমিত শাহ লিখেছেন, এনডিআরএফের জন্য আমরা সবাই গর্বিত। তুরস্কের উদ্ধারকাজ করতে গিয়ে ৬ বছরের শিশুকে উদ্ধার করেছে এনডিআরএফ। মোদিজীর প্রেরণায়  এনডিআরএফকে বিশ্বের সবচেয়ে দক্ষ উদ্ধারকারী দল গড়ে তুলতে সংকল্পবদ্ধ কেন্দ্রীয় সরকার।

    বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, সিরিয়া ও তুরস্ক মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৯,৩০০। উদ্ধারের কাজ যত এগোচ্ছে মৃতের সংখ্য়াও ততই বাড়ছে। তুরস্কের একাধিক শহরে উদ্ধারকাজ চালাচ্ছে অপারেশন দোস্ত।

    ট্যুইটে কী লিখলেন বিদেশমন্ত্রী

    বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এক ট্যুইটে লেখেন, তুরস্কের ইসকান্দারন, হাতায়, তুর্কিয়েতে হাসপাতাল খুলেছে ভারতীয় সেনা। সেখানে ২৪ ঘণ্টা কাজ করে চলেছেন এনডিআরএফ ও অন্যান্য কর্মীরা।

    তুরস্কে কংক্রিট কাটার দিয়ে বিশাল বিশাল কংক্রিট কেটে উদ্ধারকার্য করে চালাচ্ছে এনডিআরএফ। জানা গিয়েছে, ধ্বসংসস্তূপের নীচে কেউ চাপা পড়ে থাকলে তাঁর হার্টবিট খুঁজে তাকে বের করার মতো পরিকাঠামো নিয়ে গিয়েছে এনডিআরএফ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Indian Railway: স্টেশন চত্বরে এবার থেকে পাওয়া যাবে রেলের হোটেল! পোশাকি নাম স্লিপিং পড

    Indian Railway: স্টেশন চত্বরে এবার থেকে পাওয়া যাবে রেলের হোটেল! পোশাকি নাম স্লিপিং পড

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়ি থেকে দূরে কোথাও কাজে গেছেন, এমন সময় যদি বিরতি নিতে হয় তাহলে আলাদা করে আপনাকে আর হোটেল খুঁজতে হবে না। এরজন্য আপনাকে কোন অতিরিক্ত টাকাও দিতে হবে না। রেলওয়ে (Indian Railway) তার যাত্রীদের জন্য হোটেল পরিষেবা শুরু করতে চলেছে বলে জানা গেছে।

    কী কী সুবিধা থাকবে রেলের (Indian Railway) এই হোটেলগুলিতে

    জানা গিয়েছে, এবার থেকে মুম্বাই সেন্ট্রাল এবং ছত্রপতি শিবাজি টার্মিনাস, দিল্লীর রেল স্টেশনগুলির মতো স্টেশনে এই ধরনের হোটেল চালু হতে চলেছে। এগুলির নাম অবশ্য স্লিপিং পড। এই সুবিধা সর্বপ্রথম শুরু হওয়ার কথা পুরানো দিল্লী রেলওয়ে স্টেশনে। ভারতীয় রেলের এই ব্যবস্থা যথেষ্ট পকেট সাশ্রয়ী বলেও শোনা যাচ্ছে। স্টেশন প্রাঙ্গণেই বিশ্রাম নেওয়ার সুবিধা পাবেন যাত্রীরা। ভারতীয় রেল (Indian Railway) সূত্রে খবর স্লিপিং প্যাডে এক থেকে দুইজন যাত্রী থাকতে পারবেন। যাত্রীরা সুবিধাও অনেককিছু পাবেন, যেমন ইন্টারনেট, ফোন চার্জিং, টয়লেট ইত্যাদি। তবে খাবারের জন্য তাঁদের বাইরে যেতে হবে অথবা অনলাইনেও খাবার অর্ডার করতে পারবেন।

    আরও পড়ুন: যুদ্ধের সরঞ্জাম তৈরিতে ভারত সুপারপাওয়ার হবে: সিডিএস অনিল চৌহান

     আপাতত এই নয়া ব্যবস্থাটি চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে, এমনটাই বলছেন রেলের (Indian Railway) আধিকারিকরা। আগামী সপ্তাহ নাগাদ জানা যাবে এই স্লিপিং পডগুলিতে কত টাকা ভাড়া নেওয়া হবে। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এটি খুবই সস্তা এবং সবচেয়ে সুবিধাজনক হবে বলেই জানিয়েছে ভারতীয় রেল।

    আরও পড়ুন: তামিলনাড়ুতে গর্ভবতী গাভির সাধভক্ষণ! সাজানো হয় অলঙ্কারে, দেওয়া হয় ২৪ রকমের খাবার 

    প্রসঙ্গত, দিল্লির স্টেশনগুলির আশেপাশে OYO-এর হোটেলগুলি নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। দালালদের কাছে হয়রানির শিকারও হয়েছেন অনেক যাত্রী। অভিযোগ দালালচক্রের কারণে রুম পেতে খুবই অসুবিধা হয় যাত্রীদের। ফলে স্টেশন থেকে দূরে হোটেল খুঁজতে হয়। এবার সেসব থেকে মুক্তি!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Animal Welfare: ভ্যালেন্টাইন দিবসে গো-আলিঙ্গন করার আর্জি জানাল কেন্দ্রীয় সংস্থা 

    Animal Welfare: ভ্যালেন্টাইন দিবসে গো-আলিঙ্গন করার আর্জি জানাল কেন্দ্রীয় সংস্থা 

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবসের দিন ‘গো-আলিঙ্গন’ দিবস পালনের আবেদন জানাল কেন্দ্রীয় সংস্থা পশু কল্যাণ পরিষদ (Animal Welfare)।

    বিজ্ঞপ্তিতে কী বলল কেন্দ্রীয় সংস্থা (Animal Welfare)

    ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবসের দিন গরুকে জড়িয়ে ধরার আবেদন জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সংস্থা পশু কল্যাণ পরিষদ (Animal Welfare)। কেন্দ্রীয় সংস্থার আর্জি প্রেম দিবসের দিন যেন ‘গো-আলিঙ্গন দিবস’ হিসাবে পালন করেন গবাদি পশু প্রেমিকরা। পশু কল্যাণ পরিষদ সংস্থা (Animal Welfare) বর্তমানে কেন্দ্রের মৎস্য এবং পশুপালন মন্ত্রকের অধীনে রয়েছে। মন্ত্রকের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা।

    প্রসঙ্গত, বিশ্বব্যাপী ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’ বা প্রেম দিবস হিসেবে পালিত হয়। এই দিনটিকেই এ বার ‘গো-আলিঙ্গন দিবস’ পালন করার আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা (Animal Welfare)। গত সোমবার জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘আমরা সকলেই জানি যে, গরু হল ভারতীয় সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। আমাদের জীবন বাঁচিয়ে রাখার পাশাপাশি গবাদি পশু সম্পদ এবং জীববৈচিত্রের প্রতিনিধিত্বও করে। গরু আমাদের মায়ের মতো। গরু ‘কামধেনু’ এবং ‘গোমাতা’ নামেও পরিচিত। গরু মানবতাকে সমৃদ্ধ করে।”

    পশু কল্যাণ সংস্থা (Animal Welfare) বলছে, সময়ের সঙ্গে সঙ্গে পশ্চিমি সংস্কৃতির অগ্রগতির কারণে বৈদিক আচার অনুষ্ঠান প্রায় কমে আসছে। আর সেই কারণেই, গরুকে আলিঙ্গন করা উচিত, কারণ বৈদিক সভ্য়তায় গোরুই ছিল প্রধান পশু। তাই ১৪ ফেব্রুয়ারি সকল গোপ্রেমীরা গরুকে জড়িয়ে ধরে ‘গো-আলিঙ্গন দিবস’ উদ্‌যাপন করতে পারে বলে আর্জি কেন্দ্রের।

    পশু কল্যাণ সংস্থার (Animal Welfare) আরও দাবি, গরুকে আলিঙ্গন করে পশ্চিমি সংস্কৃতির অনুপ্রবেশ আটকানো সম্ভব। তবে বেশ কিছু দেশে গরুর প্রতি ভালবাসা জানানোর রীতি রয়েছে। নেদারল্যান্ডসে ‘কো নাফেলেন’ (ডাচ ভাষায় গরুকে আলিঙ্গন করা) বলে এক রীতির প্রচলন আছে, যেখানে গরুকে জড়িয়ে ধরে আদর করা হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Operation Dost: ‘অপারেশন দোস্ত’-এর ষষ্ঠ বিমান ত্রাণ নিয়ে তুরস্কে পৌঁছল

    Operation Dost: ‘অপারেশন দোস্ত’-এর ষষ্ঠ বিমান ত্রাণ নিয়ে তুরস্কে পৌঁছল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে পৌঁছল ভারতে ষষ্ঠ বিমান। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেন,  ত্রাণ সামগ্রী, উদ্ধারকর্মী, এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারত থেকে ষষ্ঠ বিমানটি তুরস্কে পৌঁছেছে।

    ষষ্ঠ বিমান রওনা হতেই ট্যুইট করলেন বিদেশমন্ত্রী

     এদিন ট্যুইটারে বিদেশমন্ত্রী জয়শঙ্কর লেখেন, অপারেশন দোস্ত (Operation Dost) বিমান ইতিমধ্যে তুরস্কে পৌঁছেছে। উদ্ধারকারী দল, কুকুর, ওষুধপত্র এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে।
    নিজের ট্যুইটারে তিনি তুরস্কের একটি ফিল্ড হাসপাতালের ছবিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে চিকিৎসকরা প্রস্তুতি নিচ্ছেন।
    প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্ক এবং পার্শ্ববর্তী সিরিয়ায় মৃতের সংখ্যা কমপক্ষে ১৫,০০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে ওই দেশগুলির সংবাদ সংস্থা।

    জয়শঙ্কর ট্যুইটারে আরও লিখেছেন, “এই হাসপাতালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা করা হবে। আমাদের চিকিৎসকরা এখানে প্রস্তুতি নিচ্ছেন, এই অবস্থার মোকাবিলা করার জন্য।

    বিদেশ মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক অরিন্দম বাগচি গতকাল বলেন, যে ভারতীয় সেনাবাহিনী তুরস্কের ইস্কেন্ডারুনে ‘অপারেশন দোস্ত’-এর অধীনে ফিল্ড হাসপাতাল তৈরি করেছে।

    অপারেশন দোস্ত (Operation Dost) নিয়ে কী বললেন তুরস্কের রাষ্ট্রদূত

    ভারতে তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সুনেল ‘অপারেশন দোস্ত’কে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন এবং এই অপারেশন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভিত মজবুত করবে বলেও জানিয়েছেন তিনি।

    এদিন সাংবাদিক সম্মেলনে ফিরাত সুনেল বলেন, অপারেশন দোস্ত (Operation Dost) তুরস্কের এই পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশন। দোস্ত এমন একটি শব্দ যেটির অর্থ হিন্দি এবং তুর্কি ভাষায় হল বন্ধু। এবং এই অপারেশন প্রমান করল ভারত ও তুরস্কের মধ্যে আমাদের বন্ধুত্ব সম্পর্ক রয়েছে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share