Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Defence Manufacturing: যুদ্ধের সরঞ্জাম তৈরিতে ভারত সুপারপাওয়ার হবে: সিডিএস অনিল চৌহান

    Defence Manufacturing: যুদ্ধের সরঞ্জাম তৈরিতে ভারত সুপারপাওয়ার হবে: সিডিএস অনিল চৌহান

    মাধ্যম নিউজ ডেস্ক: যুদ্ধের সরঞ্জাম (Defence Manufacturing) তৈরিতে ভারত সুপার পাওয়ার হওয়ার ক্ষমতা রাখে। এমনটাই বললেন দেশের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান।

    কী বললেন সেনা সর্বাধিনায়ক

    এদিন পুনেতে তিনি বলেন, চলতি সপ্তাহের সোমবার কর্ণাটকের তুমাকুরু জেলায় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের নতুন হেলিকপ্টার কারখানার উদ্বোধন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার পরবর্তীকালে এমনই আত্মনির্ভর ভারতের স্বপ্ন আমরা দেখতাম। হেলিকপ্টার তৈরির এই কারখানা এশিয়ার মধ্যে বৃহত্তম। এদিন প্রতিরক্ষা খাতে বেসরকারি বিনিয়োগেরও প্রশংসা করেন তিনি। প্রসঙ্গত এদিন পুনেতে NIBE Defence and Aerospace Ltd আয়োজিত ডিফেন্স এক্সপো-২০২৩ এ বক্তব্য রাখেন তিনি।

    তাঁর আরও সংযোজন, “যখন আমরা একটি শক্তিশালী ভারতের কল্পনা করি, তখন আমাদের মনে ভেসে ওঠে একটি সশস্ত্র বাহিনীর চিত্র। সর্বদাই সেনাবাহিনীর সাফল্যে আমরা খুশি হই, তাঁদের কৃতিত্বে আমরা গর্বিত হই। আমরা মনে করি, তাঁদের কারণেই দেশ আজ নিরাপদ। আমার মতে, একটি বড় প্রতিরক্ষা ব্যবস্থা সশস্ত্র বাহিনীর পিছনে দাঁড়িয়ে আছে বর্তমানে যা দেশকে শক্তিশালী করে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর পিছনে দাঁড়িয়ে থাকা এই শক্তি ইউনিফর্ম পড়েনা। এই শক্তি কখনও যুদ্ধ ক্ষেত্রে লড়তেও যায়না। কিন্তু এদের আছে একধরনের উদ্যম। যা দেশের জন্য কিছু করতে বলে। এদিন বক্তব্য রাখার সময় মোদি সরকারের প্রতিরক্ষা নীতির ভূয়সী প্রশংসাও করেন সেনা সর্বাধিনায়ক। তিনি বলেন, আমি বিশ্বাস করি কেন্দ্রীয় সরকারের মেক-ইন-ইন্ডিয়া প্রকল্প দারুণ ভাবে সফল। প্রতিরক্ষা সরঞ্জাম (Defence Manufacturing) নির্মাতাদের তিনি আহ্বান জানিয়েছেন, ভারতের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করার জন্য। তবে বারবার তাঁর কথায় উঠে আসে এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার তৈরির কারখানার কথা। তিনি বলেন, অনেকেই মনে করত, বড় কিছু করতে পারেনা ভারতবর্ষ। কিন্তু তাদের ধারনা প্রতিনিয়ত ভুল বলেই প্রমান হচ্ছে। কর্নাটকে হেলিকপ্টার তৈরির কারখানা তার বড় উদাহরণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • Aadhaar: আধার-প্যান লিঙ্কের শেষ সময়সীমা ৩১ মার্চ ২০২৩, জানুন কীভাবে করবেন

    Aadhaar: আধার-প্যান লিঙ্কের শেষ সময়সীমা ৩১ মার্চ ২০২৩, জানুন কীভাবে করবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: আধার (Aadhaar) কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক থাকতেই হবে। এমনটাই বাধ্যতামূলক হয়েছে সারা দেশে। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবার জন্যই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় গত বছরেই  অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে জানায় আধার (Aadhaar) কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করে রাখার শেষ দিন ছিল ৩১ মার্চ, ২০২২। কিন্তু পরবর্তীতে সময়সীমা এক বছরের জন্য বাড়িয়ে ৩১ মার্চ, ২০২৩ করা হয়। এই সময়ের মধ্যে যাঁরা লিঙ্ক করতে পারবেন না তাঁদের জরিমানা হিসেবে সামান্য কিছু টাকা দিতে হবে। জরিমানার পরিমান খুব সম্ভবত হতে চলেছে ১০০০ টাকা।
    এখনও যদি আধার (Aadhaar) কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে তা ৩১ মার্চের মধ্যেই করে ফেলুন। যদি লিঙ্ক না করতে পারেন, তা হলে মারাত্মক বিপদের হতে পারে। হয়তো ইনকাম ট্যাক্স রিটার্নই ফাইল করতে পারবেন না।

    আধার (Aadhaar) প্যান লিঙ্ক হয়েছে কি না, অনলাইনে চেক করবেন কীভাবে

    প্রথমেই আপনাকে ঢুকতে হবে UIDAI অফিসিয়াল ওয়েবসাইটে (https://uidai.gov.in/)।

    সেখানে গিয়ে ‘”Aadhaar Services’ অপশনে ক্লিক করুন এবং তারপর ‘Aadhaar Linking Status’ বাছুন।

    নিজের ১২ অঙ্কের আধার নম্বরটি দিন এবং তারপরে ‘Get Status’ অপশনে ক্লিক করুন।

    এরপর প্যান নম্বরটিও দিতে বলা হবে। সেটি দিয়ে দিন এবং সিকিওরিটি ভেরিফিকেশনের জন্য ক্যাপচা কোর্ডটিও দিয়ে দিন।

    এবার আধার-প্যান লিঙ্কিংয়ের স্ট্যাটাস জানতে ক্লিক করুন ‘Get Linking Status’ অপশনে।

    এখান থেকেই আপনি দেখতে পাবেন, আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা রয়েছে কি না।

    উল্লেখযোগ্যভাবে, আপনার আধার-প্যান লিঙ্কিংয়ের স্ট্যাটাসটি আপনি জেনে নিতে পারবেন NSDL ই-গভার্ন্যান্স ওয়েবসাইট (https://www.nsdl.com/) থেকে । পাশাপাশি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের SMS ফেসিলিটি থেকেও জানতে পারবেন, আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা রয়েছে কি না।

    আধার-প্যান লিঙ্ক করেছেন কি না, SMS করেও জানতে পারবেন

     প্রথমেই টাইপ করুন UIDPAN, তারপর একটা স্পেস দিয়ে দিন

    ওই স্পেসের পরে আপনার ১২ অঙ্কের আধার নম্বরটি দিয়ে দিন

     আবার একটা স্পেস দিন। তারপরে ১০ ডিজিটের পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিন।

    এবার 567678 বা 56161-এর মধ্যে যে কোনও একটি নম্বরে SMS পাঠিয়ে দিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Chattisgarh: ছত্তিশগড়ে মাওবাদীরা খুন করল বিজেপি নেতাকে

    Chattisgarh: ছত্তিশগড়ে মাওবাদীরা খুন করল বিজেপি নেতাকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে (Chattisgarh) বিজেপি নেতাকে  বাড়ি থেকে টেনে বের করে নিয়ে খুন করল মাওবাদীরা। পরিবারের সদস্যদের সামনেই নৃশংসভাবে হত্যা করা হয় বিজেপি নেতা নীলকান্ত কাক্কেমকে। জানা গিয়েছে, পরিবারের সঙ্গে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন নীলকান্তবাবু, সেখান থেকে জোর করে টেনে নিয়ে এসে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে।  এই ঘটনায় এখনও কাউকে আটক যায়নি বলেই জানিয়েছে পুলিশ।

    ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ

    জানা গিয়েছে, ৫ ফেব্রুয়ারি একটি বিয়েবাড়িতে নিমন্ত্রিত ছিলেন বিজেপি নেতা নীলকান্ত বাবু। সেখানে হঠাৎই দুপুর তিনটে নাগাদ হাজির হয় তিন সশস্ত্র মাওবাদী। এরপর জোর করে বাড়ি থেকে টেনে বের করে পরিবারের সামনেই তাঁকে কোপানো হয়। নিহত নেতার স্ত্রী ললিতা দেবী জানিয়েছেন, বাড়ির সকলের সামনেই ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করা হয় তাঁর স্বামীকে। 

    পুলিশ কী বলছে

    স্থানীয় থানা থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে ঘটে এই হত্যাকান্ড। সেখানকার এসিপি চন্দ্রকান্ত গাভার্না বলেন, “প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে, এই কাজ মাওবাদীদেরই। যদিও এখনও খুনিদের গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত চলছে।” পুলিশের মতে, দীর্ঘ পরিকল্পনার পরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। জানা গিয়েছে, হত্যাকাণ্ডের সময় ১৫০ জন মাওবাদীর একটি দল গোটা গ্রাম ঘিরে রেখেছিল। সাধারণ পোশাকেই এসেছিল তারা।

    বিজেপির মণ্ডল সভাপতি হিসেবে কাজ করছিলেন নীলকান্ত বাবু

    জানা গিয়েছে, মৃত নীলকান্ত বাবু দীর্ঘদিনের বিজেপি কর্মী। উসুর মণ্ডলের বিজেপি সভাপতি হিসাবে ১৫ বছর ধরে কাজ করছেন তিনি। সেখানে মিশনারিদের ধর্মান্তকরণের বিরুদ্ধে সোচ্চারও হতেন তিনি। স্থানীয় এক বিজেপি নেতা বলেন, বেশ কয়েকদিন ধরেই মাওবাদীরা হুমকি দিচ্ছিল নীলকান্ত বাবুকে। তাঁর আরও অভিযোগ, “সমান্তরাল ভাবে দ্বিতীয় একটি সরকার চালাচ্ছে এখানে মাওবাদীরা। বেছে বেছে বিজেপি নেতাদের খুন করা হচ্ছে, তবে এভাবে বিজেপিকে রোখা যাবেনা বলেও জানিয়েছেন ওই বিজেপি নেতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • PT Usha: বাম শাসিত কেরলে পিটি উষার জমি জোরপূর্বক দখলের অভিযোগ

    PT Usha: বাম শাসিত কেরলে পিটি উষার জমি জোরপূর্বক দখলের অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের অন্যতম সেরা অ্যাথলিট পিটি উষাকে (PT Usha) সাংবাদিকদের সামনেই হাউহাউ করে কাঁদতে দেখা গেল। পিটি উষার (PT Usha) অভিযোগ, নিজের অ্যাকাডেমিতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। বাম শাসিত কেরলের কোঝিকোড়ে রয়েছে তাঁর এই অ্যাকাডেমি। যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে তাঁর এই অ্যাথলিট স্কুল অবস্থিত সেটিও সিপিএমের দখলে। পিটি উষা (PT Usha) বর্তমানে বিজেপির সমর্থনে রাজ্যসভার সাংসদ। তাই অনেক মহল এই গোটা ঘটনায় রাজনৈতিক রঙ-ও দেখছেন। কেরলের জমি মাফিয়ারা জোর করে তাঁর অ্যাকাডেমি দখল করতে চাইছে বলে এদিন অভিযোগ করেছেন অ্যাথলিট। জোর করে তাঁর অ্যাকাডেমির জমি দখল করতে চাইছে একদল দুষ্কৃতী। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁর অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরাও। বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও।

    সাংবাদিক সম্মেলনে কী বললেন পিটি উষা (PT Usha)

    শনিবার সাংবাদিক সম্মেলন করার সময় কান্নায় ভেঙে পড়েন পিটি উষা (PT Usha)। তিনি জানান, তাঁর অ্যাকাডেমির জমিতে বারবার বেআইনি ভাবে অনুপ্রবেশ চলছে। এমন কী বেআইনি ভাবে নির্মানকাজও চালানো হচ্ছে সেখানে। গভীর রাতে মাঝেমধ্যেই ঢুকে পড়ছে গাড়ি। রাজ্যসভার সদস্য হওয়ার পরেই এই সমস্যা আরও গুরুতর হয়েছে। দেশের অন্যতম গর্ব এই অ্যাথলিট আরও বলেন, আমিতো একজন অ্যাথলিট, কোনও রাজনীতিবিদ নই। উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে বিজেপির সুপারিশে রাজ্যসভার সাংসদ হন তিনি।

    তাঁর দাবি, ‘উষা স্কুল অফ অ্যাকাডেমিতে এই মুহুর্তে ২৫ জন ছাত্র-ছাত্রী রয়েছে। যার মধ্যে ১১ জন উত্তর ভারতীয়। ফলে আমাদের দায়িত্ব রয়েছে সকলকে সুরক্ষিত রাখার। জানা গিয়েছে, ইতিমধ্যে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি কেরলের মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়নকে। তাঁর অভিযোগ, জমি মাফিয়ারা বামশাসিত পঞ্চায়েতের চোখের সামনেই এই কাজ করছে। অথচ পঞ্চায়েত নির্বিকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 
     

     

     

  • Vinod Kambli: মদ্যপ অবস্থায় নিজের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল শচীনের বাল্যবন্ধু বিনোদ কাম্বলির বিরুদ্ধে

    Vinod Kambli: মদ্যপ অবস্থায় নিজের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল শচীনের বাল্যবন্ধু বিনোদ কাম্বলির বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক:  আবারও বিতর্কে জড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা শচীন তেণ্ডুলকরের বাল্যবন্ধু বিনোদ কাম্বলি (Vinod Kambli)। মদ্যপান করে নিজের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল এই ক্রিকেটারের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় গিয়ে নিজের স্বামীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন বিনোদের (Vinod Kambli) স্ত্রী আন্দ্রেয়া।
    জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রা থানায় আন্দ্রেয়া তাঁর স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছেন। ক্রিকেটারের স্ত্রীর অভিযোগ, মদ্যপ অবস্থায় তাঁর দিকে রান্নার বাসনপত্র ছুড়ে মারেন তাঁর স্বামী। এই ঘটনায় মাথায় গুরুতর আঘাতও পেয়েছেন বলে জানিয়েছেন আন্দ্রেয়া।

    পুলিশ কী বলছে

    পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১টা থেকে ১:৩০ এর মধ্যে। এফআইআর-এ বিনোদের স্ত্রী আরও জানিয়েছেন, মদ খেয়ে বান্দ্রার ফ্ল্যাটে এসে অশান্তি শুরু করেন তাঁর স্বামী। তারপর আচমকাই রান্নাঘর থেকে বাসন ছুড়তে থাকেন বিনোদ কাম্বলি (Vinod Kambli)। ওই বাসনই মাথায় এসে লাগে স্ত্রী আন্দ্রেয়ার। ক্রিকেটারের স্ত্রীর আরও অভিযোগ, যেসময় এই ঘটনাটি ঘটে তখন ফ্ল্যাটে উপস্থিত ছিল তাঁদের ১২ বছরের পুত্রও। আন্দ্রেয়ার কথায়, ‘কোনও কারণ ছাড়াই মাঝে মধ্যে আমার ও ছেলের সঙ্গে দুর্ব্যবহার করে বিনোদ (Vinod Kambli)। শুধু রান্নার বাসন দিয়ে নয়, ব্যাট দিয়েও মারধর করেছে এর আগে।’ আহত অবস্থায় এরপর ছেলেকে নিয়ে সোজা হাসপাতালে চলে যান আন্দ্রেয়া। সেখানে প্রাথমিক চিকিৎসার পরই থানায় গিয়ে স্বামীর নামে অভিযোগ দায়ের করেন তিনি। কাম্বলির (Vinod Kambli) কোনও বিবৃতি অবশ্য পাওয়া যায়নি এই ঘটনায়।
    প্রসঙ্গত কাম্বলির আর্থিক অবস্থা মোটেও ভাল নয়। প্রাক্তন এই তারকা ব্যাটসম্যান নিজেই বারবার সেকথা বলেছেন। একসময়ের প্রতিভাবান এই ক্রিকেটার তিনি বর্তমানে অসহায়, সম্বলহীন ভাবে জীবন কাটাচ্ছেন।এর মাঝেই জড়িয়ে পড়লেন এমন বিতর্কে। পুলিশ তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে কিনা তা এখনও জানা যায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • Narendra Modi: মার্কিন সমীক্ষা অনুযায়ী বিশ্বের জনপ্রিয় নেতাদের মধ্যে শীর্ষে নরেন্দ্র মোদি

    Narendra Modi: মার্কিন সমীক্ষা অনুযায়ী বিশ্বের জনপ্রিয় নেতাদের মধ্যে শীর্ষে নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন ডেটা ইন্টেলিজেন্স সংস্থা দ্য মর্নিং কনসাল্টের সমীক্ষার বিষয় ছিল বিশ্বের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা কে?  তাতে দেখা যাচ্ছে, শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), গত বছরেও প্রথম স্থানেই ছিলেন মোদি (Narendra Modi) প্রসঙ্গত, মোট ২২টি দেশের শীর্ষ নেতা ছিলেন এই সমীক্ষায়। জনপ্রিয়তার নিরিখে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ওই সমীক্ষায় আরও দেখা যাচ্ছে , মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও রয়েছেন মোদির পিছনেই। চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি এই সমীক্ষা চালানো হয়। বিভিন্ন দেশের প্রাপ্ত বয়স্ক নাগরিকদের মতামতের ভিত্তিতে এই সমীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ওই সংস্থা।  সমীক্ষা অনুযায়ী, ৭৮ শতাংশ মানুষ নরেন্দ্র মোদিকে ভোট দিয়েছেন।

    দ্বিতীয় এবং তৃতীয় স্থান কারা পেলেন 

    দ্য মর্নিং কনসাল্টের এই সমীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডর, তিনি পেয়েছেন ৬৮ শতাংশ ভোট।

    এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সুইস প্রেসিডেন্ট আলায়েন বারসেট। ৬২ শতাংশ ভোট পেয়েছেন তিনি। তবে জনপ্রিয়তার নিরিখে বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।  সমীক্ষা অনুসারে, ৪০ শতাংশ মানুষ তাঁদের পছন্দ করেছেন। বাইডেন রয়েছেন সপ্তম স্থানে। অন্যদিকে, ট্রুডো তালিকার নবম স্থানে রয়েছেন।

    এই সব নেতার চেয়েও কিছুটা পিছিয়ে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ৩০ শতাংশ মানুষের ভোট পেয়ে তিনি রয়েছেন তালিকার ১৩ তম স্থানে। প্রসঙ্গত, গত ২০২০ সালের ২ মে নরেন্দ্র মোদির (Narendra Modi)  জনপ্রিয়তা শিখরে পৌঁছয়। ওই সময়ে তাঁর সপক্ষে ভোট দিয়েছিলেন ৮৪ শতাংশ মানুষ। অর্থাৎ, ৮৪ শতাংশ মানুষের মতে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

     

  • Sri Lanka: শ্রীলঙ্কার ৭৫ তম স্বাধীনতা দিবসে যোগ দিতে কলম্বো পৌঁছলেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী

    Sri Lanka: শ্রীলঙ্কার ৭৫ তম স্বাধীনতা দিবসে যোগ দিতে কলম্বো পৌঁছলেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার (Sri Lanka) ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শনিবার কলম্বোতে নামলেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরন।

    আরও পড়ুন: বাজেটে বাংলার জন্য রেলের রেকর্ড বরাদ্দ! ১১ হাজার ৯৭০ কোটি টাকার ঘোষণা রেলমন্ত্রীর

    ট্যুইটে কী লিখলেন বিদেশ প্রতিমন্ত্রী

    এ বিষয়ে ট্যুইটে বিদেশ প্রতিমন্ত্রী লেখেন, শ্রীলঙ্কার (Sri Lanka) ৭৫তম স্বাধীনতা দিবসে যোগ দিতে পেরে খুব ভাল লাগছে। ধন্যবাদ জানাই শ্রীলঙ্কার সরকারকে এমন  উষ্ণ অভ্যর্থনার আয়োজন করার জন্য। অন্যদিকে শ্রীলঙ্কার (Sri Lanka) ৭৫ তম স্বাধীনতা দিবসকে শুভেচ্ছা জানিয়ে এদিন ট্যুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

    কী কী আলোচনা হবে

    বিদেশমন্ত্রকের প্রেস বিবৃতি অনুযায়ী, বিদেশ প্রতিমন্ত্রীর শ্রীলঙ্কা সফরে অনেক বিষয়েই আলোচনা হতে চলেছে। সেদেশের রাষ্ট্রপতি রামিল উইকরেমেসিংঘে এবং বিদেশমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠকের কথা রয়েছে ভারতের বিদেশমন্ত্রীর।

    প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলাই ভারতের অন্যতম নীতি। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে রয়েছে চিন, পাকিস্তান, নেপাল, ভুটান,  আফগানিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, মায়ানমার এবং শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়াতে শান্তি বজায় রাখতে ভারত সর্বদাই এই দেশগুলির সঙ্গে সমন্বয় রেখে চলে। ভারতের সঙ্গে শ্রীলঙ্কার (Sri Lanka) সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও বেশ ভাল। এক দেশ অপর দেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজার রাখার পক্ষপাতি।

    আরও পড়ুন: চলতি বছর থেকেই দেশে চালু হাইড্রোজেন ট্রেন! দার্জিলিঙে চলবে কবে? রেলমন্ত্রী বললেন…

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

      

  • Shaligram: রাম মূর্তি নির্মাণের জন্য নেপালের পাঠানো শিলা দুই দেশের সম্পর্কের ভিত মজবুত করবে বলেই ধারণা অভিজ্ঞ মহলের 

    Shaligram: রাম মূর্তি নির্মাণের জন্য নেপালের পাঠানো শিলা দুই দেশের সম্পর্কের ভিত মজবুত করবে বলেই ধারণা অভিজ্ঞ মহলের 

    মাধ্যম নিউজ ডেস্ক: রামলালার বিগ্রহ তৈরির জন্য নেপালের কালী গণ্ডকী নদীর শিলা ইতিমধ্যে অযোধ্যায় পৌঁছেছে গত বৃহস্পতিবার ভোরে। পুরাণ অনুযায়ী সীতা দেবী ছিলেন মিথিলার জনক রাজার কন্যা। নেপালের জনকপুরধাম এখনও তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে প্রসিদ্ধ। ভারত এবং নেপালের সঙ্গে সম্পর্ক অনেক প্রাচীন। সাংস্কৃতিক বাণিজ্যিক সমস্ত কিছু দিক থেকেই।

    রাম সীতার বিবাহ…

    অযোধ্যার রাজপুত্রের সঙ্গে জনকপুরের রাজকন্যার বিবাহ শুধু বিশ্বাস নয় বরং ঐতিহাসিকভাবেও সত্য।  ভারত নেপাল সম্পর্কের ভিত্তি মজবুত হওয়ার এটা অন্যতম কারণও বটে। নেপালের অধিকাংশ মানুষ এখনও হিন্দু এবং তারা ভগবান রামচন্দ্রের ভক্তও বটে।

    নেপালের পাঠানো শিলা পূজন (Shaligram) সম্পন্ন হল অযোধ্যায়

    এখনও অবধি যা জানা যাচ্ছে অযোধ্যায় রাম মন্দিরের বিগ্রহ তৈরি হবে নেপালের কালী গণ্ডকী নদীর শিলা (Shaligram) দিয়ে। যেটি রাম মন্দির ট্রাস্ট এবং নেপালের সাধুদের যৌথ উদ্যোগে প্রায় ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইতিমধ্যে গত বৃহস্পতিবার ভোরে অযোধ্যায় এসে পৌঁছেছে। অযোধ্যায় জাঁকজমক পূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলা পূজনকে তেন্দ্র করে। এবং ১০০ এর উপর মহন্ত এই শিলা পূজনে অংশ নিয়েছেন বলেই জানা যাচ্ছে। কালী গণ্ডকী নদীর এই শিলা প্রথমে পাঠানো হয়েছিল নেপালের জনকপুরধামে, শিলা খণ্ড ঘিরে সেখানেও হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে এক ব্যাপক উন্মাদনা দেখা দেয় এবং ভক্তি ভরে শিলাকে প্রণাম করতে থাকেন সকলে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এই দৃশ্য।

    ৬ কোটি বছরের প্রাচীন শিলা

    গবেষণায় দেখা গেছে, এই শিলা খন্ড দুটি ৬ কোটি বছরের প্রাচীন। জানা গিয়েছে, অযোধ্যায় রামমন্দিরের বিগ্রহ নির্মাণের কাজে শিলা পাঠানোর সিদ্ধান্ত নেয় নেপাল সরকার। সেই মতো ভূ-তাত্ত্বিক গবেষকরা খোঁজ শুরু করেন এমন শিলা যা হাজার হাজার বছর ধরে অক্ষত থাকবে। শেষে কালী গণ্ডকী নদীর শিলাকেই (Shaligram) বাছেন বিশেষজ্ঞরা। এমনিতে কালী গণ্ডকী নদীর শিলাকে পবিত্র মানা হয়। বিশ্বাসমতে এই শিলাতেই (Shaligram) অবস্থান করেন স্বয়ং ভগবান বিষ্ণু। রামচন্দ্রকেও ভগবান বিষ্ণুর অবতার মানেন হিন্দুরা। ৫০০ বছর পরে রামমন্দিরের পুনঃপ্রতিষ্ঠার সময় নেপালের পাঠানো শিলা দুই দেশের সম্পর্কের ভিতকে আরও মজবুত করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Union Budget: কর্মসংস্থানের উপরও বিশেষ জোর! কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ বেড়ে হয়েছে ১০ লক্ষ কোটি টাকা

    Union Budget: কর্মসংস্থানের উপরও বিশেষ জোর! কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ বেড়ে হয়েছে ১০ লক্ষ কোটি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি লোকসভায় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এটাই ছিল মোদি সরকরারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই সব দিক মাথায় রাখতে হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। একাধারে তিনি যেমন আয়কর সীমা বাড়িয়েছেন, তেমনি প্রবীণ নাগরিক ও মহিলাদের জন্য দিয়েছেন একগুচ্ছ সুবিধা। তাই খুশি আম জনতা। একই সঙ্গে সীতারামন জোর দিয়েছে পরিকাঠামো উন্নয়নে। তার জন্য বরাদ্দ বেড়ে হয়েছে ১০ লক্ষ কোটি টাকা। যা গত বাজেটের তুলনায় ৩৩ শতাংশ বেশি। আসলে আরও বেশি চাকরি দেওয়াই লক্ষ্য মোদি সরকারের।  

    মূলধন বৃদ্ধির হার

    বাজেটে বলা হয়েছে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার চারগুণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ওই তথ্যে জানা গিয়েছে, ২০১১-১২ সাল থেকে ২০২১-২২ আর্থিক বছরের মধ্যে দেশের গড় মূলধনী ব্যয় বৃদ্ধির হার প্রায় ১৩ শতাংশ। ২০২২-২৩ সালের প্রথম আট মাসে দেশের বৃদ্ধির হার গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৩.৪ শতাংশ। অন্যদিকে,২০২১-২২ সালের জানুয়ারি থেকে মার্চের ত্রৈমাসিকে ব্যক্তিগত মূলধনের পরিমাণ লাফিয়ে বেড়েছে। এটি দেশের অর্থনীতি বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়েছে। কেন্দ্রের এই মূলধনী ক্ষেত্রে রাস্তা, হাইওয়ে, রেলপথ এবং পরিকাঠামো নির্মাণের সেক্টরগুলিতে বিনিয়োগ দেখা যেতে পারে। এই ধরনের বিনিয়োগে বৃদ্ধির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। এ বিষয়ে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, “মূলধনী ব্যয় সামগ্রিকভাবে চাহিদাকে শক্তিশালী করে। ঝুঁকি না নেওয়ার সময় এটি ব্যক্তিগত ব্যয় বৃদ্ধিতে সহায়তা করে। পাশাপাশি, দীর্ঘমেয়াদে উৎপাদন ক্ষমতাও বাড়ায়।”

    আরও পড়ুন: বাজেটে বাংলার জন্য রেলের রেকর্ড বরাদ্দ! ১১ হাজার ৯৭০ কোটি টাকার ঘোষণা রেলমন্ত্রীর

    কাজের সুযোগ

    কর্মসংস্থানের উপরও বিশেষ জোর দিয়েছে কেন্দ্র। এবারের বাজেটে মেক ইন ইন্ডিয়া পণ্যের উপরে জোর দেওয়া হয়েছে। তাতে মূলধন বিনিয়োগের কথাও বলা হয়েছে। ক্ষুদ্র শিল্পের মাধ্য়মে কর্মসংস্থানের নতুন সুযোগ করে দেওয়ার কথাও বলেছে কেন্দ্রীয় সরকার। নতুন নতুন সংস্থা বা স্টার্টআপের উপরেও জোর দেওয়া হয়েছে। অমৃতকালে প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে এগোনো হয়েছে। কর্মসংস্থানের সুযোগ রয়েছে। দীনদয়াল অন্ত্যোদয় যোজনায় স্বনির্ভর মহিলা গোষ্ঠীগুলিকে সাহায্য করা হবে। পিএম বিশ্বকর্মাস্কিল ডেভেলপমেন্ট স্কিম চালু করা হবে। শিল্পীদের স্কিলের উন্নয়েনর উদ্দেশ্যে এই প্রকল্প নিয়ে আসা হবে। এর ফলে আরও প্রফেশনাল উপায়ে শিল্পীরা কাজ করতে পারবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Uma Bharti: এবার মদের কারবার বন্ধের দাবিতে আন্দোলনে উমা ভারতী

    Uma Bharti: এবার মদের কারবার বন্ধের দাবিতে আন্দোলনে উমা ভারতী

    মাধ্যম নিউজ ডেস্ক: মদের দোকান বন্ধ হওয়া দরকার, কারণ মদের কারণেই সাংসারিক অশান্তি চরমে ওঠে বিভিন্ন পরিবারে, এমনটাই মত বিজেপি নেত্রী উমা ভারতীর (Uma Bharti)। নেশামুক্ত সমাজ গড়তে এবার মধ্যপ্রদেশে পথে নামলেন নেত্রী (Uma Bharti)। তাঁর আরও দাবি, রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ হোক, বদলে গড়ে উঠুক গোশালা। মদের ধারার বদলে দুগ্ধ ধারা! তাঁর দাবি, যত্রতত্র মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন, তাঁদের বিভিন্ন ভাবে হেনস্থা করা হচ্ছে। মদের দোকান বন্ধ হলে সমাজের অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে বলে মনে করেন মধ্যপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের শিরোপা পাবে ভারত, কবে জানেন? 

    উমার (Uma Bharti) সক্রিয়তা……

    মদের দোকানগুলি বন্ধ করতে নিজেই উদ্যোগী হয়েছেন তিনি। জানা গেছে, কয়েকদিন আগে ঠিক সন্ধ্যাবেলায় তিনি একটি মন্দিরে গিয়েছিলেন। অযোধ্যা নগরের ওই মন্দির থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে একটি মদের দোকান। উমা ভারতী (Uma Bharti) মন্দিরে ঢুকেই ঘোষণা করেন যে তিনি কয়েকদিন ধরে মন্দিরেই থাকবেন। এরমধ্যে যেন পুলিশ ব্যবস্থা নেয় মন্দির সংলগ্ন ওই মদের দোকানের বিরুদ্ধে। 

    আরও পড়ুন: শিলা পুজোর দিনেই রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ফোন! তদন্তে অযোধ্যা পুলিশ

    উমার (Uma Bharti) আরও দাবি 

    এদিন তিনি আরও দাবি করেন, বেআইনি মদের কারবার ক্রমশই বাড়ছে। যেখানে সেখানে বেআইনিভাবে মদের দোকান গজিয়ে উঠছে। আর মদ খেয়ে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনাও বাড়ছে। তাই আগে মদের ব্যবসায় লাগাম টানতে পারলেই অনেক অপরাধ কমে যাবে বলে মনে করেন উমা ভারতী। মদের দোকানগুলি উঠিয়ে দিয়ে সেখানে গোয়ালঘর তৈরির দাবি জানিয়েছেন উমা (Uma Bharti)। তাঁর দাবি, মদ বিক্রির থেকে পশুপালন করা অনেক ভাল। তাহলে অন্তত অপরাধের প্রবণতা কমবে।

    আরও পড়ুন: শুক্রবার ত্রিপুরায় মেগা-শো বিজেপির, কারা কারা থাকবেন প্রচারে, জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

LinkedIn
Share