Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ayodhya: শিলা পুজোর দিনেই রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ফোন! তদন্তে অযোধ্যা পুলিশ

    Ayodhya: শিলা পুজোর দিনেই রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ফোন! তদন্তে অযোধ্যা পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ফোন! ঘটনাক্রমে এদিনই নেপাল থেকে অযোধ্যায় (Ayodhya) এসেছে বিগ্রহ তৈরির শিলা। জানা গেছে, অযোধ্যার  (Ayodhya) রামকোট এলাকায় বাসিন্দা মনোজ নামে এক যুবকের কাছে এই হুমকি ফোন আসে। 

    কখন এসেছিল এই হুমকি ফোন

    বৃহস্পতিবার ভোরে অযোধ্যায় পৌঁছায় শিলা খন্ড দুটি, তারপরেই এমন হুমকি ফোনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অযোধ্যায়  (Ayodhya)। ওই হুমকি ফোনে বলা হয়, সকাল ১০টা নাগাদ উড়িয়ে দেওয়া হবে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ। ফোন পাওয়ার পরেই গোটা ঘটনাটি পুলিশকে জানান মনোজ।

    পুলিশ কী বলছে

    পুলিশ তদন্তে নামে এরপরেই। বাড়ানো হয় অযোধ্যার মন্দির প্রাঙ্গণের নিরাপত্তা। সেনা এবং পুলিশ যৌথভাবে টহল দিতে থাকে পুরো এলাকা। অযোধ্যা পুলিশ বলে, তদন্ত চলছে। অজ্ঞাত পরিচয় নম্বর থেকে ওই ফোন আসে জনৈক রামভক্ত মনোজের কাছে। কে বা কারা ওই ফোন করেছিল তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ তাদের এই বিবৃতি আনুষ্ঠানিকভাবে ট্যুইটারেও দেয়।

    নির্বিঘ্নেই সম্পন্ন হল শিলা পুজো
     

    এই হুমকি ফোনে কোনও রকম প্রভাব পড়েনি শিলা পুজোতে। বিগ্রহ তৈরির জন্য নেপালের কালী গণ্ডকী নদী থেকে ৬ কোটি বছরের পুরনো শিলা পাঠিয়েছে নেপাল সরকার। কালী গণ্ডকী নদীর এই পাথরকে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর প্রতীক মনে করেন ভক্তরা। আড়ম্বরপূর্ণ ভাবে জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলে শিলা পূজন। রামমন্দিরের প্রায় ১০০ মহন্ত এদিন এই শিলা পুজো করেন। নেপাল থেকে আগত এই পাথর খণ্ড দুটি দেখতে ব্যাপক ভিড় করেন ভক্তরা। ভিড়ের চাপে ট্রাক দুটি মন্দিরের সামনে থেকে মন্দির প্রাঙ্গণে পৌঁছাতে সময় নেয় প্রায় ১ ঘণ্টা। এখনও অযোধ্যায় সেনা টহল চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Ayodhya: রামলালার বিগ্রহ তৈরির জন্য নেপাল থেকে শিলা পৌঁছাল অযোধ্যায়

    Ayodhya: রামলালার বিগ্রহ তৈরির জন্য নেপাল থেকে শিলা পৌঁছাল অযোধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের জানুয়ারিতেই উদ্বোধন হবে রামমন্দিরের, ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। ইতিমধ্যে অযোধ্যায় (Ayodhya) পৌঁছে গেল শালগ্রাম শিলা। পাশ্ববর্তী নেপাল থেকে এল। বিশেষজ্ঞদের মতে নেপালের কালী গণ্ডকী নদীর এই পাথর ৬ কোটি বছরের পুরোনো। ভক্তদের বিশ্বাস রয়েছে, এই পাথর হল ভগবান নারায়ণের রূপ। রামচন্দ্রকে হিন্দু ধর্মাবলম্বীরা ভগবান বিষ্ণুর অবতার মানেন, তাই নেপালের কালী গণ্ডকী নদীর এই শালগ্রাম শিলা সেদেশ থেকে পাঠিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী, একথা শোনা গিয়েছে নেপাল সরকারের এক মন্ত্রীর মুখে।

    কত দিন সময় লাগল শিলা খন্ড দুটির ভারতে আসতে

    সাত দিন ধরে ৩৭৩ কিলোমিটার  যাত্রা শেষ করে বৃহস্পতিবার ভোরে অযোধ্যায় (Ayodhya) পৌঁছায় বিশাল পাথর। বিশ্বাসমতে সীতাদেবীর জন্মস্থান নেপালের জনকপুরে প্রথমে নিয়ে যাওয়া হয় এই পাথর দুটি এরপর গোরক্ষপুর হয়ে অযোধ্যায় আসে শিলা খন্ড দুটি। অযোধ্যায় মন্দির প্রাঙ্গণে পৌঁছতে একটু বেশিই সময় লাগে, কারণ পাথর দর্শন করতে অগণিত ভক্তের ভিড় হয় মন্দির সংলগ্ন এলাকায়। শিলা খণ্ড দুটির পুজো ঘিরে সরযূ নদীর তীরে রীতিমত উৎসবের মেজাজ দেখা যায়।

    আজ একশো জন মহন্ত মিলে এই শিলা খণ্ডের পুজো করেছেন। তবে নেপাল থেকে আনা এই পাথরেই রামলালার বিগ্রহ নির্মাণ হবে কিনা তা চূড়ান্ত হয়নি কিছু। জানা গিয়েছে, ওড়িশা ও কর্নাটক থেকেও শিলা খন্ড আসবে অযোধ্যায় (Ayodhya)। পরবর্তীকালে পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে কোনটি দিয়ে তৈরি হবে রাম সীতার মূর্তি। দুটি শিলা খন্ডের একটির ওজন ১৮ টন এবং অপরটির ওজন ১৬ টন বলে জানা গেছে।

    রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট কী বলছে

    রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, ভগবান রামের মন্দিরে মূর্তি তৈরির বিষয়ে মতামত নেওয়া হবে সারা দেশের ভাস্করদের। কোন শিলা থেকে এই মূর্তি তৈরি করা হবে তা ঠিক হবে তারপরেই। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Kashmir: কাশ্মীরে তুষারঝড়ের কবলে পড়ে নিহত দুই বিদেশি পর্যটক

    Kashmir: কাশ্মীরে তুষারঝড়ের কবলে পড়ে নিহত দুই বিদেশি পর্যটক

    মাধ্যম নিউজ ডেস্ক: তুষার ধসের কারণে জম্মু-কাশ্মীরের (Kashmir) গুলমার্গে দুই বিদেশি পর্যটকের মৃত্যু। জানা গিয়েছে ওই দুই পর্যটকের বাড়ি পোল্যান্ডে। ১৯ জন বিদেশি পর্যটককে  উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। বারামুলা পুলিশ সূত্রে খবর, গুলমার্গের পর্যটন কেন্দ্র হাপাথখুদ আফারওয়াতে হঠাৎ করেই তুষার ধস নামে। এর ফলে বরফের তলায় চাপা পড়েন বিদেশি পর্যটকরা। পরে তাঁদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয় দু’জনের।

    লাদাখেও একই ঘটনা ঘটে গত রবিবার

     প্রসঙ্গত, গত রবিবার লাদাখের কার্গিলে একইরকমের তুষার ধসের কারণে  মৃত্যু হয় মা ও তাঁর কিশোরী মেয়ের। সেই ঘটনার দু’দিনের মাথায় এবার তুষার ধসে মৃত্যু হল দুই বিদেশি পর্যটকের। গত কয়েকদিন ধরেই কাশ্মীরের (Kashmir) বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তুষারপাত। 

    আরও পড়ুন: বাজেটে গোবর্ধন প্রকল্পে বরাদ্দ ১০,০০০ কোটি, জানেন এই প্রকল্প আসলে কী?

    শোকজ্ঞাপন করলেন কাশ্মীরের (Kashmir)  লেফটেন্যান্ট গভর্নর
     

    এই ঘটনায় গভীর শোকজ্ঞাপন করেছেন মনোজ সিনহা, নিজের ট্যুইটারে তিনি লেখেন, আমি মর্মাহত এই ঘটনায়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তুষারঝড়ের এই ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে সমস্ত রকমের সহযোগিতা করবে কাশ্মীরের প্রশাসন।

  • Union Budget: বাজেটে গোবর্ধন প্রকল্পে বরাদ্দ ১০,০০০ কোটি, জানেন এই প্রকল্প আসলে কী? 

    Union Budget: বাজেটে গোবর্ধন প্রকল্পে বরাদ্দ ১০,০০০ কোটি, জানেন এই প্রকল্প আসলে কী? 

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রের মতে এটা ঐতিহাসিক বাজেট (Union Budget)। সমস্ত ক্ষেত্রের দিকে সমান নজর ও গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে (Union Budget)। ক্রীড়া থেকে রেল সবকিছু ক্ষেত্রেই যেন কল্পতরু হয়েছে কেন্দ্রের মোদি সরকার। ব্যাপক ট্যাক্স ছাড় দিয়ে মধ্যবিত্তদের মন জিতে নিয়েছে মোদি সরকার।  পরিবেশও বাদ যায়নি। পরিবেশ দূষণ কমাতে গোবর্ধন প্রকল্পে  ১০,০০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন কেন্দ্রীয় বাজেটে (Union Budget) অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। প্রসঙ্গত, ২০১৪ সালে দেশের ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সূচনা করেন স্বচ্ছ ভারত অভিযান। এর ঠিক পরেই পরিচিতি পায় ‘গোবর্ধন’ প্রকল্প। এই প্রকল্পের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আগামী দু’বছরে দেশের ৭৫টি বড় পুরসভায় এই ধরনের গোবর্ধন বায়ো-সিএনজি প্ল্যান্ট নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। এই অভিযান ভারতের শহরগুলিকে পরিষ্কার, দূষণমুক্ত করবে। ক্লিন এনার্জির ব্যবহার বাড়বে।’

    গোবর্ধন প্রকল্পের খুঁটিনাটি

    গোবর্ধন প্রকল্পে গবাদি পশুদের গোবর বায়োগ্যাসে রূপান্তর করা হয়। জানা গিয়েছে এই প্রকল্পের বাস্তবায়নের জন্য দেশের প্রতিটি জেলায় একটি করে গ্রামকে চিহ্নিত করবে কেন্দ্র, তৈরি হবে বায়োগ্যাস। আরও জানা যাচ্ছে, এর সঙ্গে ফেলে দেওয়া বর্জ্য থেকেই তৈরি হবে রিনিউয়েবল এনার্জি। 

     ১০,০০০ কোটি টাকা বিনিয়োগে ২০০টি কমপ্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হবে সারা দেশ জুড়ে। যার মধ্যে ৭৫টি হবে বিভিন্ন শহরে এবং ৩০০টি হবে গোষ্ঠী ভিত্তিক। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সারা দেশে প্রায় ৫৮২টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছে বলে জানা গিয়েছে। 

    পরিবেশবান্ধব বাজেটের আরও কতগুলি পদক্ষেপ

         – বিশেষ জোর দেওয়া হবে কৃত্রিম পরিবেশবান্ধব হিরে উৎপাদনের ক্ষেত্রে

        – হাইড্রোজেন মিশনের জন্য ১৯ হাজার ৭০০ কোটি বরাদ্দ
        
        – ১ কোটি কৃষককে প্রাকৃতিক চাষে উৎসাহ দেওয়া হবে

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 
        

  • Union Budget: বাজেটে ক্রীড়াক্ষেত্রে রেকর্ড অর্থ বরাদ্দ করল কেন্দ্র, কত জানেন?

    Union Budget: বাজেটে ক্রীড়াক্ষেত্রে রেকর্ড অর্থ বরাদ্দ করল কেন্দ্র, কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এ বছরের বাজেট অধিবেশনে (Union Budget) ক্রীড়াক্ষেত্রে রেকর্ড অর্থ বরাদ্দ করল কেন্দ্র। দেশে বিভিন্ন খেলাকে জনপ্রিয় করতে এবং প্রত্যন্ত গ্রামগুলি থেকে বেশি করে অ্যাথলেটিক তুলে আনতেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। চলতি বছরই এশিয়ান গেমস রয়েছে। গত বছর কমনওয়েলথ গেমসে ভারত মোটামুটি ভালোই সাফল্য পায়। আবার আগামী বছর রয়েছে অলিম্পিক, এমন সময় কেন্দ্রের এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ক্রীড়া জগতের বিভিন্ন ব্যক্তিত্বরা। 

    কত টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার

    এদিন সংসদে বাজেট পেশ (Union Budget) করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ক্রীড়াক্ষেত্রে ৩৩৯৩ কোটি ৩২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যা এখনও পর্যন্ত সর্বাধিক। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য যুব-ক্রীড়া ক্ষেত্রে ২,৬৭১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।  গত বারের বাজেটের (Union Budget) তুলনায় ৭০০ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে চলতি বছরের বাজেটে।

    কোন বিভাগ কত টাকা পাবে

    জানা গিয়েছে এই বরাদ্দের মধ্যে সব থেকে বেশি টাকা দেওয়া হবে খেলো ইন্ডিয়ার জন্য। এই প্রকল্পে বরাদ্দ হয়েছে ১০৪৫ কোটি টাকা। প্রসঙ্গত, এই প্রকল্পের মাধ্যমে দেশের উঠতি ক্রীড়াবিদরা বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায়  সুযোগ পেয়ে থাকেন।

    ৭৮৫ কোটি ৫২ লক্ষ টাকা দেওয়া হবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-কে। এই সংস্থার কাজ হল দেশের বিভিন্ন খেলায় কোচ নিয়োগ, ক্রীড়াবিদদের সরঞ্জাম কেনা ইত্যাদি।

    ৩২৫ কোটি টাকা দেওয়া হবে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনকে। জানা গিয়েছে সম পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে ন্যাশনাল সার্ভিস স্কিমের জন্যও। অন্যদিকে ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

     ন্যাশনাল সেন্টার অফ স্পোর্টস সায়েন্স অ্যান্ড রিসার্চের জন্য ১৩ কোটি, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির জন্য ২১ কোটি ৭৩ লক্ষ এবং ন্যাশনাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির জন্য ১৯ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

    চলতি বছরই এশিয়ান গেমস রয়েছে। প্যারিস অলিম্পিক সামনের বছরে হবে। খুব বেশি দেরি নেই। তাই আগে থেকেই ক্রীড়াক্ষেত্রে জোর দিতে চাইছে কেন্দ্র। সেই কারণে এখনও পর্যন্ত সর্বাধিক অর্থ বরাদ্দ করা হয়েছে খেলাধুলোর উপর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Shankar Mishra: এয়ার ইন্ডিয়া প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত শঙ্করকে জামিন দিল কোর্ট

    Shankar Mishra: এয়ার ইন্ডিয়া প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত শঙ্করকে জামিন দিল কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: এয়ার ইন্ডিয়ার প্রস্রাবকান্ডে অভিযুক্ত শঙ্কর (Shankar Mishra) মিশ্র গতকাল জামিন পেলেন। এদিন অভিযুক্তের জামিনের বিষয়ে বলতে গিয়ে নয়াদিল্লির পাতিয়ালা হাউস কোর্টের পর্যবেক্ষণ ছিল, অভিযুক্ত শঙ্কর মিশ্রকে একবার তলব করার পর সে হাজির হয়নি মানে এই সিদ্ধান্তে আসা যায়না যে সে বিচার ব্যবস্থা থেকে পালিয়ে যেতে চাইছে। আদালতের আরও সংযোজন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগে কোনও এমন ধরনের ফৌজদারি মামলা নেই অথবা তার বিরুদ্ধে অভিযোগকারীকে ভীতি প্রদর্শন বা হুমকি দেওয়ার অভিযোগও সামনে আসেনি। প্রসঙ্গত গত বছরের ২৬ নভেম্বর নিউইয়র্ক-দিল্লি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এক বয়স্ক সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে শঙ্কর মিশ্রের (Shankar Mishra)  বিরুদ্ধে। এরপরেই অভিযুক্ত শঙ্কর মিশ্রের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়। শঙ্কর মিশ্রকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় গত ৬ জানুয়ারি। একটি মার্কিন বহুজাতিক সংস্থায় চাকরি করতেন অভিযুক্ত শঙ্কর (Shankar Mishra) । তাঁকে ইতিমধ্যে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে ওই সংস্থা। জানা গিয়েছে, মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে শঙ্করকে জামিন দেয়।   

    ঘটনাটি ঠিক কী ঘটেছিল

    গত বছর ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক-দিল্লির বিমানে, শঙ্কর এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করেন। ঘটনা নিয়ে তোলপাড় শুরু হওয়ার পর ৫ জানুয়ারি শঙ্করের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করা হয়েছিল। ওই বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে শঙ্করের (Shankar Mishra)  বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ২৯৪, ৫০৯, ৫১০ নং ধারায়। বিচার প্রক্রিয়া চলছে, অভিযোগ সত্য প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেল হয়ে যেতে পারে শঙ্করের।

    অভিযোগ, ৭০ বছর বয়সি ওই বৃদ্ধা এই ঘটনা সম্পর্কে কেবিন ক্রুকে জানানোর পরেও কোনও ব্যবস্থা নেয়নি তখন বিমান কতৃপক্ষ। পরে জাতীয় মহিলা কমিশন সক্রিয় হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ রিপোর্ট অনুযায়ী, এআই-১০২ নং বিমানে এই ঘটনাটি ঘটেছে। নিউইয়র্ক বিমানবন্দর থেকে উড়ান শুরুর পরেই লাঞ্চ দেওয়া হয় যাত্রীদের। বিশ্রামের জন্য বিমানের লাইট বন্ধ করে দেওয়া। তখনই অভিযুক্ত শঙ্কর বৃদ্ধার আসনের সামনে এসে  প্রস্রাব করতে শুরু করেন। তখন বাকি যাত্রীরা প্রতিবাদ শুরু করলে অভিযুক্ত সেখান থেকে চলে যান। প্রস্রাবে বৃদ্ধার শরীর, জামা কাপড় সব কিছুই ভিজে যায় বলে অভিযোগ। অন্য আসন ফাঁকা না থাকায় প্রস্রাবে ভেজা আসনেই ওই বৃদ্ধাকে বসতে হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

  • Joshimath: জোশীমঠের পর কি এবার নৈনিতাল ও মুসৌরিতে ফাটল!

    Joshimath: জোশীমঠের পর কি এবার নৈনিতাল ও মুসৌরিতে ফাটল!

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের ২ তারিখ থেকে জোশীমঠের (Joshimath) বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়, যার ফলে উদ্বেগ ছড়িয়ে পড়ে সমগ্র শহরে। কমবেশি ৯০০ এর বেশি বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায় এই ফাটল। প্রশাসনিক উদ্যোগে সরানো হয় বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের। সরকার থেকে ২০০ এর বেশি ঘর বরাদ্দ করা হয়। জোশীমঠের (Joshimath) এই পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই হিমালয় পার্বত্য অঞ্চলের বেশ কিছু শহরে এবং পর্যটন কেন্দ্রে ফাটল দেখা দিচ্ছে বলে কিছু সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে।

    কোথায় কোথায় দেখা দিল ফাটল

     জোশীমঠের (Joshimath)  ফাটলের সঙ্গেই পার্শ্ববর্তী কর্ণপ্রয়াগের বহুগুণা নগরের ফাটলের ঘটনা সামনে আসে। হিমালয়ের কোলে অবস্থিত এই সমস্ত শহরগুলিতে শুধুমাত্র ভ্রমণপ্রিয় মানুষদেরই ভিড় দেখা যায় এমন নয়, হিন্দু ধর্মাবলম্বীদের অসংখ্য তীর্থস্থান রয়েছে হিমালয়ের পার্বত্য উপত্যকায়, যেখানে সারাদেশ তথা বিশ্বের পুণ্যার্থীরা ভিড় করে সারা বছর ধরেই।
    ভ্রমণপ্রিয় বাঙালি যেভাবে পুরী, ভাইজ্যাগ, গোয়া ঘুরতে যায় একইভাবে বারাণসী, হরিদ্বার, ঋষিকেশ, গঙ্গোত্রী, বদ্রীনাথ, কেদারনাথ প্রভৃতি তীর্থস্থানগুলিতেও সারাবছর ধরে যাওয়া আসা চলতে থাকে বাঙালির।
    পার্বত্য অঞ্চলের এই সমস্ত স্থানগুলো যেমন কর্ণপ্রয়াগ, উত্তরকাশী, মুসৌরির মতো শহরে শীতের সময় তাপমাত্রা শুন্যের কাছাকাছি নেমে যায় আবার কোথাও কোথাও বরফপাত দেখতে শীতেও ভিড় জমায় বাঙালি। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে যে নৈনিতালের এবং মুসৌরীর বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে, সেখানকার স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন। নৈনিতালে ভূমিধসের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। শহরগুলোতে ব্যাপকভাবে নির্মাণ কাজ এখনও চলছে এবং শহরের উপর জনসংখ্যার চাপ ক্রমশ বেড়েই চলেছে। মাটির ধারণক্ষমতা যাচাই না করে ভারী নির্মাণ কাজ চালালে এমন ভূমি ধসের ঘটনা ঘটবে বলে ইতিমধ্যে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

    তেহারি গাড়ওয়াল, মুসৌরির ল্যান্ডৌর বাজার, নৈনিতালের লোয়ার মল রোড, রুদ্রপ্রয়াগের অগস্ত্যমুনি ব্লকের ঢালীমঠ বস্তি এবং গুপ্তকাশী শহরের মাটিতে ধস নামার আশঙ্কা রয়েছে। সেখানকার বেশকিছু বাড়িঘর, দোকানপাটে ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যে উদ্বেগ দেখা দিয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে তাঁরা ভাবছেন যে এই সমস্ত জায়গাগুলির পরিণতি জোশীমঠের মতো হবে কিনা। প্রসঙ্গত, শিখদের অন্যতম তীর্থক্ষেত্র হেমকুণ্ড সাহিব রয়েছে উত্তরাখণ্ডে। যা যেতে হয় জোশীমঠের (Joshimath) পথ ধরে। এই পরিস্থিতিতে সেই তীর্থক্ষেত্রে যাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  •  Banjara Mahakumbh: মহারাষ্ট্রে বানজারা মহাকুম্ভে ১০ লক্ষের সমাবেশ হবে: আরএসএস

     Banjara Mahakumbh: মহারাষ্ট্রে বানজারা মহাকুম্ভে ১০ লক্ষের সমাবেশ হবে: আরএসএস

    মাধ্যম নিউজ ডেস্ক: মিশনারিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, হিন্দু সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া উপজাতিদের তারা ধর্মান্তরিত করে অর্থের বিনিময়ে, পশ্চিমবঙ্গের জনজাতি হোক অথবা মহারাষ্ট্রের যাযাবর জাতি বানজারা, সবক্ষেত্রেই মিশনারিদের বিরুদ্ধে এমন অভিযোগ অনেক পুরনো। 
    এবার ওই বানজারা অধ্যুষিত মহারাষ্ট্রের জলগাঁও জেলায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের উদ্যোগে  আজ থেকে শুরু হল ‘বানজারা মহাকুম্ভ’  (Banjara Mahakumbh)।

    আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা’য় অংশ নিতে চায় ৩৮ লক্ষ শিক্ষার্থী!

    কতদিন ধরে চলবে এই মহাকুম্ভ (Banjara Mahakumbh)

     আরএসএস সূত্রে জানা গেছে ৬ দিন ধরে চলবে এই সম্মেলন। আনুমানিক ১০ লক্ষ লোকের সমাগম হবে বলে আশাবাদী আরএসএস। আরএসএস সূত্রে আরও জানা যাচ্ছে, সর কার্যবাহ  সুরেশ ভাইয়াজি যোশি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

    আরও পড়ুন: মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্রের জের, কংগ্রেস ছাড়লেন এ কে অ্যান্টনির ছেলে  

    আয়োজকরা কী বলছেন

    এই মহাকুম্ভের স্থানীয় আয়োজকদের মতে, মিশনারিরা বানজারা সমাজকে লক্ষ্য বস্তু বানিয়েছে এবং ব্যাপকভাবে ধর্মান্তরিত করছে। এগুলো বন্ধ হওয়া দরকার। ১০ লক্ষেরও বেশি যাযাবর শ্রেণির মানুষ এই মহাকুম্ভে অংশ নেবেন বলে আমরা মনে করছি। শুধুমাত্র মহারাষ্ট্র নয় তার সঙ্গে গোয়ার একটা বিস্তীর্ণ অংশের যাযাবর শ্রেণির মানুষ এই মহাকুম্ভে যোগ দেবেন।

    আয়োজকদের অভিযোগ, মিশনারিরা বানজারা সমাজকে নানাভাবে বিভ্রান্ত করছে। ধর্মান্তরিত করছে, তাঁদের ইতিহাস, সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহ্য সম্পর্কে মিথ্যা প্রচার করছে। একথা ভুললে চলবেনা বানজারা শ্রেণি হিন্দু সমাজের অবিচ্ছেদ্য অংশ।  

    জানা যাচ্ছে, বানজারা সমাজের তরুণরা এবং  প্রায় ৩০০০ হাজারের বেশি স্বয়ংসেবক এই মহাকুম্ভ  (Banjara Mahakumbh) আয়োজন করার কাজে দুমাস ধরে কাজ করেছেন। প্রসঙ্গত, জলগাঁও জেলার গোদরি গ্রামের প্রায় ৫০০ একরের মাঠে অনুষ্ঠিত হবে এই মহাকুম্ভ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

        
       

  • China Plus One: চায়না প্লাস ওয়ান নীতির সুবিধা পাচ্ছে ভারত! জানেন কী এই নীতি?

    China Plus One: চায়না প্লাস ওয়ান নীতির সুবিধা পাচ্ছে ভারত! জানেন কী এই নীতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পড়ে চিন থেকে কারখানা সরিয়ে নিচ্ছে বহু সংস্থা। এসব কোম্পানির বিনিয়োগ টানতে সমর্থ হচ্ছে ভারত। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, ভারত এবং ভিয়েতনামকে বেছে নিচ্ছে প্রায় ৩৩ শতাংশ কোম্পানি। রফতানি বৃদ্ধিতে এগিয়ে আছে দেশ। বিশ্ব অর্থনীতিতে চায়না প্লাস ওয়ান নীতির সুবিধা ভোগ করছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিশ্ব বাজারে চায়না প্লাস ওয়ান হওয়ার দৌড়ে ক্রমাগত এগিয়েও চলেছে  ভারত। ‘মেক ইন ইন্ডিয়া’র সুফল পাচ্ছে দেশ।

    বিকল্প ভারত

     সম্প্রতি ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চিনকে অতিক্রম করেছে।  “ভারত বিশাল পরিবর্তনের সামনে” তা বলেছেন ইনফোসিস কর্তা নন্দন নিলেকানি। তাঁর দাবি, ভারত দ্রুত হাজার হাজার স্টার্টআপ, কয়েক বিলিয়ন স্মার্টফোন এবং ডেটা রেটকে তুলে ধরতে পারে। সাপ্লাই-চেইন বিশ্লেষকরা বলছেন, “চিন-প্লাস-ওয়ান” নীতির জন্য বিভিন্ন সংস্থা চিনের পরিবর্তে ভারতে বিনিয়োগ করতে চাইছে। অনেক দেশ এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথাও বলেছেন। বৈশ্বিক অর্থনীতিতে খুব শীঘ্রই বড় বাজি ধরবে ভারত, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। মর্গ্যান স্ট্যানলি ভবিষ্যদ্বাণী করেছেন যে ভারত এই দশকে বিশ্ব সম্প্রসারণের পঞ্চমাংশ চালাবে। ভারত বার্ষিক উৎপাদন বৃদ্ধিতে $400 বিলিয়নেরও বেশি উপার্জন করতে পারে। দেখা গিয়েছে, ভারতের সেনসেক্স সূচক গত ত্রৈমাসিকে এক দশকের মধ্যে সর্বোচ্চ।

    আরও পড়ুুন: নেতাজিই আদর্শ! তাঁর দেখানো পথেই এগিয়ে চলার বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

    শুরুটা করেছিল আমেরিকা। ২০১৮ সালের ২২ জানুয়ারি ৩৪০ কোটি ডলারের চিনা পণ্যে শুল্কারোপ করে ওয়াশিংটন। এরপর থেকেই বাড়তি শুল্কবোঝা এড়াতে চিন থেকে কারখানা সরিয়ে নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে ভিয়েতনামে। তারপর রয়েছে ভারত, তাইওয়ান, থাইল্যান্ড, কম্বোডিয়া, মেক্সিকো। ভারতের উন্নয়নের প্রচেষ্টায় আস্থা রেখে এর আগে ২০১৮ সালেই দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন প্রস্তুতকারক কারখানা খোলে স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি। এখন ভারতে আইফোন-১৪ উৎপাদনের পরিকল্পনা করছে অ্যাপল ইনকর্পোরেশন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Solar Power: এবার কার্বন ডাই অক্সাইড শোষণ করবে সোলার প্লান্ট, জানুন বিস্তারিত

    Solar Power: এবার কার্বন ডাই অক্সাইড শোষণ করবে সোলার প্লান্ট, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎকর্ষ ইন্ডিয়া লিমিটেড একটি বিশ্বমানের সংস্থা। পরিকাঠামোর সরঞ্জাম হোক, কৃষির বিভিন্ন সরঞ্জাম অথবা বাড়িতে জলের পাইপ লাইনের বসানোর সরঞ্জাম এসব কিছু সরবরাহের ব্যবসায় উৎকর্ষ ইন্ডিয়া লিমিটেডের জুড়ি মেলা ভার। এবার এই সংস্থা এক মেগাওয়াট শক্তি উৎপাদনের জন্য একটি সৌরশক্তি (Solar Power) প্রকল্প শুরু করতে যাচ্ছে।

    কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নয়ছয়! মামলায় রাজ্যের অর্থসচিবকে জুড়তে বলল হাইকোর্ট

    এই সৌর প্রকল্পের  (Solar Power) কোথায় হচ্ছে

     সংস্থা সূত্রে জানা যাচ্ছে যে এই সৌরশক্তি  (Solar Power) প্রকল্প পশ্চিমবঙ্গের হুগলিতে শুরু হবে এবং ১৮২৪ টি সৌর প্যানেল পুরো এলাকাতে থাকবে। সমগ্র সৌর প্যানেলটি (Solar Power) বছরে ১২৫০ টন কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারবে বলে জানা যাচ্ছে। একটি পরিসংখ্যান বলছে এই পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে শোষণ করাতে ৩৮,৭৫০ থেকে ৫৭,৫০০ বৃক্ষ রোপণ করতে হয় অর্থাৎ এই অর্ধেক লক্ষ গাছের কাজ করবে এই সৌর প্যানেল এবং কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে পরিবেশে অক্সিজেনের মাত্রাকে বাড়াবে। এই সৌর প্লান্টটি  (Solar Power) প্রতিবছর ১২.৫ লক্ষ ইউনিট শক্তি উৎপাদন করবে বলেও জানা যাচ্ছে। বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমাতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে সংস্থা।
    এ প্রসঙ্গে উৎকর্ষ ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে সৌরশক্তিকে  (Solar Power) আমরা এভাবে ব্যবহার করতে পারছি। এরপরে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্য আমাদের রয়েছে এবং সৌরশক্তিকে  (Solar Power) আরও বিভিন্নভাবে পরিবেশগত দিক থেকে এবং মানুষের কী কী কাজে লাগানো যায় তা আমরা ভাবছি। পৃথিবীতে এখন কার্বন ডাই অক্সাইডের ব্যাপকবৃদ্ধির ফলে নানারকম জলবায়ুগত এবং পরিবেশগত সমস্যা দেখা দিয়েছে। এরফলে বিশ্বউষ্ণায়ন বাড়ছে, মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে এবং পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

LinkedIn
Share