Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • India China: “ভারত-চিন সম্পর্ক স্বাভাবিক নয়,” কিনকে সাফ জানালেন জয়শঙ্কর

    India China: “ভারত-চিন সম্পর্ক স্বাভাবিক নয়,” কিনকে সাফ জানালেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-চিন (India China) সম্পর্ক স্বাভাবিক নয়। এটা স্বাভাবিক হবে না যতক্ষণ সীমান্তে শান্তি এবং স্বস্তি বিঘ্নিত হচ্ছে। চিনা বিদেশমন্ত্রীকে এ কথাই জানিয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO Summit) সদস্য দেশগুলির বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক হয় গোয়ায়। বৃহস্পতিবার শুরু হওয়া ওই বৈঠক চলে দুদিন ধরে। এই বৈঠকের পাশাপাশি হয়েছে পার্শ্ববৈঠকও। বৃহস্পতিবার চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ভারতের বিদেশমন্ত্রী। সেখানেই জয়শঙ্কর কিনকে সাফ জানিয়ে দেন, ডিসএনগেজমেন্ট প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমি এটা খুব স্পষ্ট করে দিয়েছি। জনসমক্ষেও বলেছি। ভারত-চিন সম্পর্ক স্বাভাবিক নয়। এটা স্বাভাবিক হবে না, যতক্ষণ সীমান্তে শান্তি ও স্বস্তি বিঘ্নিত হচ্ছে।

    ভারত-চিন (India China) সম্পর্ক নিয়ে বার্তা…

    এদিন পূর্ব লাদাখ সীমান্ত সমস্যা মিটিয়ে নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি ফিরিয়ে ভারত ও চিনের সম্পর্ক (India China) স্বাভাবিক করার বার্তা দিয়েছিলেন চিনের বিদেশমন্ত্রী। জয়শঙ্কর তারই জবাব দিলেন বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। তাজ এক্সোটিকা রিসর্টে বৈঠকে বসেন ভারত ও চিনের বিদেশমন্ত্রীরা। বৈঠক চলে আধ ঘণ্টারও বেশি সময় ধরে। বৈঠক শেষে ট্যুইটও করেন জয়শঙ্কর। ট্যুইট-বার্তায় তিনি লেখেন, কিছু পড়ে থাকা বিষয়ে সমাধান ও সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা নিয়ে তিনি আলোচনা করেছেন কিনের সঙ্গে। জয়শঙ্কর বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছে। আমরা সেই বিচ্ছিন্ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চাই।

    আরও পড়ুুন: শনিবারের বারবেলায় ডিএ আন্দোলনকারীদের মিছিল মুখ্যমন্ত্রীর পাড়ায়, প্রস্তুতি শুরু

    চিনের বিদেশমন্ত্রী বলেন, বর্তমানে ভারত-চিন সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল। তিনি বলেন, উভয় পক্ষের উচিত দুই দেশের নেতাদের দ্বারা উপনীত গুরুত্বপূর্ণ (India China) ঐকমত্য বাস্তবায়ন করা। তিনি আরও বলেছিলেন, প্রাসঙ্গিক চুক্তিগুলি কঠোরভাবে মেনে চলা, সীমান্ত পরিস্থিতি আরও শীতল ও সহজ করার জন্য জোর দেওয়া। যাতে সীমান্তে শান্তি বজায় থাকে। এর পরে পরেই জয়শঙ্কর বলেন, ইস্যু হল সীমান্ত এলাকায়, সীমানা বরাবর অস্বাভাবিক অবস্থান রয়েছে। আমরা এটা নিয়ে খুব খোলামেলা আলোচনা করেছি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Army Encounter: বাহিনীর প্রত্যাঘাত! রাজৌরি, বারামুল্লায় সেনা এনকাউন্টারে খতম ২ জঙ্গি

    Army Encounter: বাহিনীর প্রত্যাঘাত! রাজৌরি, বারামুল্লায় সেনা এনকাউন্টারে খতম ২ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। জঙ্গিদমন অভিযানে গিয়ে গতকাল সকালে আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছিলেন ৫ ভারতীয় জওয়ান। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক সেনা অফিসার। তার ২৪-ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাত করল বাহিনী। শনিবার জম্মু ও কাশ্মীরের ২টি জায়গায় পৃথক এনকাউন্টারে (Army Encounter) ২ জঙ্গিকে খতম করে বদলা নিল সেনা। 

    আরও পড়ুন: দুমাসও বিয়ে হয়নি! রাজৌরিতে জঙ্গি হামলায় প্রাণ গেল বাংলার সিদ্ধান্তর

    এদিন বারামুল্লা ও রাজৌরি সেক্টরে বিশেষ অভিযানে গিয়ে এনকাউন্টারে (Army Encounter) দুই জঙ্গিকে নিকেশ করলেন নিরাপত্তারক্ষীরা। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বারামুল্লার এসএসপি আমোদ অশোক নাগপুরে বলেছেন, “জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি সম্পর্কে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। গোপন সূত্র মতে সেনাবাহিনীর জওয়ানরা খবর পায় যে, বারামুল্লার কারহামা কুঞ্জের গ্রামের দুই জঙ্গি লুকিয়ে রয়েছে। তল্লাশির সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। বাহিনী পাল্টা গুলি চালালে দুই জঙ্গি নিহত হয়। 

    সেনার তরফে জানানো হয়েছে, নিহত ২ জঙ্গির নাম আবিদ ওয়ানি এস এবং মহম্মদ রফিক ওয়ানি। দুজনেই লস্করের সক্রিয় সদস্য। রাজৌরিতে জঙ্গিদের থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী (Army Encounter)। সেগুলির মধ্যে রয়েছে একটি একে৫৬, একে-র চারটি ম্যাগজিন, ৫৬ রাউন্ড গুলি, ৯ এমএম পিস্তল, সহ তিনটি গ্রেনেড উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: চলতি মাসেই কাশ্মীরে জি২০-র বৈঠক, বানচাল করতেই কি লাগাতার জঙ্গি হামলা?

    সেনার নর্দার্ন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন (Army Encounter)। অন্যদিকে, শনিবার সেনা অভিযান খতিয়ে দেখতে কাশ্মীরে যাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একথা নিশ্চিত করে জানিয়েছেন কাশ্মীর পুলিশের ডিজিপি। সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে গতকালের ঘটনা সম্পর্কে বিশদে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি।

  • Manipur Violence: ইম্ফল, চূড়াচাঁদপুর যেন যুদ্ধক্ষেত্র! নিহত সিআরপিএফ জওয়ান, আয়কর আধিকারিক

    Manipur Violence: ইম্ফল, চূড়াচাঁদপুর যেন যুদ্ধক্ষেত্র! নিহত সিআরপিএফ জওয়ান, আয়কর আধিকারিক

    মাধ্যম নিউজ ডেস্ক: মেইতেই জনগোষ্ঠীর তফশিলি উপজাতি পরিচয়ের দাবিতে অশান্তির আগুনে জ্বলছে মণিপুর (Manipur Violence)। ৩৫৫ ধারা জারি করে, সেনা মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। চলতি সপ্তাহের গোড়ায় শুরু হয়েছিল আন্দোলন। ৪৮ ঘণ্টার মধ্যেই কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে মণিপুর। শুক্রবার গভীর রাতে চূড়াচাঁদপুরে গুলি করে খুন করা হয়েছে বাড়িতে ছুটি কাটাতে আসা এক সিআরপিএফ কোবরা কমান্ডোকে। রাজধানী ইম্ফলে হিংসার বলি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের এক আয়কর আধিকারিকও।

    হিংসায় অন্তত ১৫ জনের মৃত্যু

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেনা নামার পরে মুহুর্মুহু গুলির শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে ইম্ফল, চূড়াচাঁদপুর যেন যুদ্ধক্ষেত্র। অসমর্থিত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, চলতি হিংসায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার মেইতেই সম্প্রদায়কে তফশিলি জাতিভুক্ত করার প্রতিবাদ জানিয়ে মণিপুরের জনজাতি ছাত্র সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয়। ওই মিছিল ঘিরে শুরু হয় হিংসা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা ছড়িয়ে পড়েছে। 

    মণিপুরে ৩৫৫ ধারা

    পরিস্থিতি সামলাতে শুক্রবার মণিপুরে ৩৫৫ ধারা জারি করে আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরেই চূড়াচাঁদপুরে গুলি করে খুন করা হয়েছে বাড়িতে ছুটি কাটাতে আসা সিআরপিএফের কোবরা বাহিনীর এক কমান্ডোকে। নিহতের নাম ছোনখেলেন হাওকিপ। পাশাপাশি রাজধানী ইম্ফলে লেটমিনথাং হাওকিপ নামে এক আয়কর আধিকারিককে বাড়ি থেকে টেনে বের করে এনে খুন করার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ঘটনার নিন্দায় সরব হয়েছে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অ্যাসোসিয়েশন। বিক্ষোভকারীদের থামাতে সেনা মোতায়েনের পাশাপাশি দেখামাত্র গুলির নির্দেশ জারি করা হয়েছে।

    সেনার সক্রিয়তা

    ইতিমধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে ১৩ হাজার সাধারণ নাগরিককে উদ্ধার করেছে সেনাবাহিনী। তাঁরা মণিপুরে যাওয়ার জন্য সি ১৭ গ্লোবমাস্টার এবং এন ৩২ বিমান ব্যবহার করেন। ভারতীয় সেনাবাহিনী শুক্রবার একটি বিবৃতি জারি করে বলেছে যে, তাঁরা প্রায় ১৩ হাজার সাধারণ নাগরিকদের উদ্ধার করতে সক্ষম হয়েছেন। উদ্ধার করা বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এখনও অবধি র‍্যাফ, সিআরপিএফ, বিএসএফ-সহ আধাসামরিক বাহিনীর ১৪টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। আরও বাহিনী রাজ্যে মোতায়েন করার ব্যবস্থা হচ্ছে। গত ৩ মে অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুরের একটি সমাবেশ হিংসাত্মক হয়ে ওঠে। রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। চূড়াচাঁদপুরের তোরবুং এলাকায় ৬০ হাজারের বেশি লোক সমাবেশে যোগ দিয়েছিলেন। তখনই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়।

    আরও পড়ুন: ‘‘জেগে উঠুন, কফির ঘ্রাণ নিন, ৩৭০ ধারা ইতিহাস’’! বিলাওয়ালকে জয়শঙ্কর

    মণিপুরের বৃহত্তম জনগোষ্ঠী মেইতেইরা। মূলত সমতল এলাকার বাসিন্দা এরা। অন্য দিকে, কুকি, অঙ্গামি, লুসাই, নাগা, থাড়োয়াসের মতো প্রায় ৩০টি জনজাতি গোষ্ঠীর বাস পাহাড়ি এলাকায়। তাদের আশঙ্কা, জনজাতির মর্যাদা পেলেই পাহাড়ি এলাকার জমিতে হাত বাড়াবে। এখন জনজাতির মর্যাদা না পাওয়ায় তারা ওই জমি কিনতে পারে না। অন্য দিকে, মেইতেইদের দাবি, ১৯৪৯ সালে ভারতীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে মণিপুর সংযুক্ত হওয়ার আগে তাঁরা জনজাতি হিসাবে গণ্য হতেন। কিন্তু সংযুক্তিকরণের পর সেই পরিচয় হারান তাঁরা। ফলে জনজাতি জমির অধিকার, সাংস্কৃতিক ঐতিহ্যের সাংবিধানিক রক্ষাকবচও হারিয়েছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • S Jaishankar: ‘‘জেগে উঠুন, কফির ঘ্রাণ নিন, ৩৭০ ধারা ইতিহাস’’! বিলাওয়ালকে জয়শঙ্কর

    S Jaishankar: ‘‘জেগে উঠুন, কফির ঘ্রাণ নিন, ৩৭০ ধারা ইতিহাস’’! বিলাওয়ালকে জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীর নিয়ে পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর মন্তব্যের কড়া জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তিনি বলেন, পাকিস্তানের (Pakistan) সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে অধিকৃত কাশ্মীর (Occupied Kashmir) তারা কবে খালি করছে (vacate) শুধুমাত্র তা নিয়েই কথা হবে। পাশাপাশি পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি যা বলছেন তাতে কোনও গুরুত্ব না দেওয়ারও পরামর্শ দেন তিনি।

    জয়শঙ্করের জবাব

    জয়শঙ্কর শুক্রবার বলেন, ‘‘আমি বলতে চাই, জি২০-র সঙ্গে তাদের (পাকিস্তানের) কোনও সম্পর্ক নেই। সেই সঙ্গে আমি বলব যে শ্রীনগরের সঙ্গেও তাদের কোন সম্পর্ক নেই। কাশ্মীর নিয়ে আলোচনা করার জন্য শুধুমাত্র একটি ইস্যু আছে তা হল, পাকিস্তান কখন অধিকৃত কাশ্মীরের অবৈধ দখলদারি ছেড়ে দেবে।’’ সাংহাই কো-অপারেশনের বৈঠকে যোগ দিতে গোয়ায় এসে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছিলেন, ‘‘ভারত যদি ২০১৯ সালের ৫ অগাস্ট নেওয়া পদক্ষেপ (৩৭০ ধারা বাতিল) পর্যালোচনা না করে, পাকিস্তান তা হলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে পারবে না।’’ 

    ৩৭০ এখন ইতিহাস

    ভারতের মাটিতে দাঁড়িয়ে ভূস্বর্গকে ‘অধিকৃত কাশ্মীর’ বলেও উল্লেখ করেন পাক বিদেশমন্ত্রী। পাশাপাশি টেনে আনেন কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের প্রসঙ্গও। এরপরই ৩৭০ ধারা নিয়ে পাক (Pakistan) বিদেশমন্ত্রী (Foreign Minister) ভুট্টোর উদ্দেশে কড়া বার্তা ভারতের বিদেশমন্ত্রীর। জয়শঙ্কর বলেন, ‘‘জেগে উঠুন এবার, কফির ঘ্রাণ নিন, ৩৭০ এখন ইতিহাস।’’ এদিন তিনি আরও বলেন, “যাঁরা জঙ্গি হামলায় শিকার, তাঁরা কখনই সন্ত্রাসবাদের অপরাধীদের সঙ্গে এক টেবিলে আলোচনায় বসতে পারে না। যাঁরা সন্ত্রাসবাদের শিকার, তাঁরা সর্বদাই নিজেদের রক্ষা করতে ব্যস্ত থাকে। সন্ত্রাসবাদকে ঠেকাতে নানা রকমের পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু যাঁরা সন্ত্রাসবাদকে বৈধতা দেন, তাঁরা এখানে বসে মিথ্যা কথা প্রচার করছেন। আমরা একই নৌকায় রয়েছি, এটা জোর করে প্রমাণ করার চেষ্টা করছেন।”

    আরও পড়ুন: ‘পাসওয়ার্ড’ নয়! গুগল অ্যাকাউন্টে লগ-ইন করতে এবার লাগবে ‘পাস কি’

    উল্লেখ্য, এদিন গোয়ায় এসসিও-র বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক চলাকালীন ফের রক্তাক্ত হয় কাশ্মীর। শুক্রবার রাজৌরির জঙ্গলে জঙ্গি দমন অভিযানে নেমেছিল সেনা। সেখানে সন্ত্রাসবাদীদের আইইডি বিস্ফোরণে শহিদ হন পাঁচজন। বিলাওয়ালের সফরের মধ্যেই জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা হচ্ছে। আজ ভোর থেকেই জম্মুর দুটি জায়গায় সেনা-জঙ্গি এনকাউন্টার হচ্ছে। সেখানে এক জঙ্গি খতম হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jammu and Kashmir: চলতি মাসেই কাশ্মীরে জি২০-র বৈঠক, বানচাল করতেই কি লাগাতার জঙ্গি হামলা?

    Jammu and Kashmir: চলতি মাসেই কাশ্মীরে জি২০-র বৈঠক, বানচাল করতেই কি লাগাতার জঙ্গি হামলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবারই রাজৌরির জঙ্গলে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে নিহত হন ৫ জওয়ান। রাজৌরির কান্দির জঙ্গলে শুক্রবার সাত সকালে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযানে নামে ভারতীয় সেনা। গুলির লড়াই চলাকালীন হঠাৎই জঙ্গিদের ছোড়া বোমের অভিঘাতে নিহত হন ২ জওয়ান, আহত ৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ৩ জনের মৃত্যু ঘটে। অন্যদিকে, শনিবার সকালে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বারমুল্লা জেলায় একটি পৃথক এনকাউন্টারে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর সেনা সূত্রে। ঘায়েল আরও এক জঙ্গি। যদিও নিহত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। অন্যদিকে, শুক্রবারে হামলার দায় স্বীকার করেছে The People’s Anti-Fascist Front (PAFF) নামের একটি সংগঠন। জানা গিয়েছে, এটি জয়েশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের শাখা। এখন প্রশ্ন হচ্ছে, আচমকা গত কয়েক মাসে ভূস্বর্গে জঙ্গি কার্যকলাপ নতুন করে মাথাচাড়া দিল কেন?

    জি২০ সম্মেলন নিয়ে উৎসাহ ভূস্বর্গে

    সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীর তার নিজের ছন্দেই ফিরেছে, হোটেলগুলোতে পর্যটকদের ভিড় থিক থিক করছে, বলিউড ছবির শ্যুটিংও চলছে। এই আবহে পাক মদতপুষ্ট জঙ্গিরা আবারও কাশ্মীরকে (Jammu and Kashmir) উত্তপ্ত করার প্রয়াস চালাচ্ছে। উদ্দেশ্য শুধুই কি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা? বিশেষজ্ঞরা বলছেন, কাশ্মীরকে ভারত জোরপূর্বক দখল করে রেখেছে এই দাবিতে বারবার আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছে পাকিস্তান কিন্তু তাতে কোনও কাজ হয়নি। কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্ত করেছে ভারত। তার পর থেকেই পাকিস্তান আরও দিশাহারা হয়ে পড়েছে।

    এরই মধ্যে চলতি মাসেই কাশ্মীরে (Jammu and Kashmir) জি২০-র একটি সম্মেলন হতে চলেছে। ভারতের জি২০ সভাপতিত্বে কাশ্মীরের শ্রীনগরে ২২ থেকে ২৪ মে-র মধ্যে এই আন্তর্জাতিক সংগঠনের পর্যটন ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা। আসন্ন বৈঠকে চিন ছাড়া জি২০-র সকল সদস্য দেশগুলির প্রতিনিধিদের যোগ দেওয়ার কথা রয়েছে। বৈঠকের পাশাপাশি, আগত প্রতিনিধিদের ২৪ মে কাশ্মীর উপত্যকার বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দেখতে নিয়ে যাওয়া হবে। শ্রীনগরের ডাল লেক এবং গুলমার্গ স্কি-রিসর্ট সহ কাশ্মীরের বেশ কয়েকটি বিশিষ্ট পর্যটন স্থলে নিয়ে যাওয়া হবে তাঁদের। ২৫ মে তাঁরা দিল্লিতে ফিরে আসবেন।

    কী এই জি২০ এবং কেন তা গুরুত্বপূর্ণ?

    জি২০, বা ‘গ্রুপ অফ টোয়েন্টি’ হল, বিশ্বের প্রধান প্রধান উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলির ফোরাম। এই গোষ্ঠীর সদস্য হল– ভারত, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম। জি২০ গোষ্ঠীর দেশগুলি বিশ্বের সামগ্রিক জিডিপির (মোট উৎপাদন) প্রায় ৮৫ শতাংশের নিয়ন্ত্রক। বিশ্ব বাণিজ্যেরও ৭৫ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে এই গোষ্ঠীর সদস্যরা। পাশাপাশি, মানব সম্পদেও ভরপুর এই গোষ্ঠী। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ এই গোষ্ঠীর সদস্য দেশগুলির বাসিন্দা। অর্থাৎ, এই গোষ্ঠীর সদস্য হওয়ার অর্থ, বিশ্ব অর্থনীতিতে সেই দেশের একটা বড় ভূমিকা রয়েছে।

    আরও পড়ুন: রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই! নিহত ৫ জওয়ান, আহত ১

    ভারত উন্নতির পথে, পাকিস্তান অবনতির

    মোদি জমানায় বিশ্ব দরবারে ভারতের ভাবমূর্তি যে হারে বেড়েছে, তা স্বাধীনতার ৭০ বছর পর তেমন হয়নি। শুধু তাই নয়, আন্তর্জাতিক মহলে ভারত নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করেছে। এখন বিশ্বের তাবড় তাবড় শক্তিশালী দেশ ভারতকে চটানোর আগে দুবার ভাবে, কারণ, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম বাজার। মোদি জমানায় ভারত এখন স্রেফ উন্নয়শীল নয়, উন্নীত রাষ্ট্রের পথে এগিয়ে চলেছে। অন্যদিকে, জি২০ গোষ্ঠীর সদস্য নয় পাকিস্তান। কার্যত দেউলিয়া হওয়ার পথে তারা। তদাপি, ভারতের উন্নতি কোনও কালেই সহ্য করতে পারে না ইসলামাবাদ। নিজেদের ঘর ভাঙছে, অথচ, সেদিকে অন্ধ থেকে ভারতের ক্ষতি করাতেই মনোযোগ পাক সরকার, আইএসআই ও পাক সেনা।  জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারতের সভাপতিত্বে হতে চলা এই জি২০ বৈঠক নিয়ে আগেই আপত্তি তুলেছিল পাকিস্তান। যদিও ইসলামাবাদের সেই আপত্তি পত্রপাঠ বিদায় করে দিয়ে নয়াদিল্লি জানিয়ে দিয়েছিল, জি২০-র সম্মেলনগুলি সারা দেশেই সংগঠিত হচ্ছে। এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলেও জি২০-র বৈঠক হওয়া অত্যন্ত ‘স্বাভাবিক ঘটনা’। কারণ এই দুই অঞ্চল ভারতের ‘অবিচ্ছেদ্য’ অংশ। লাদাখের লেহ্-তে ইতিমধ্যেই নির্বিঘ্নে জি২০ গোষ্ঠীর ইউথ এনগেজমেন্ট গ্রুপের বৈঠক হয়েছে। এবার পর্যটন গ্রুপের বৈঠকও হতে চলেছে। 

    সম্মেলন বানচাল করতেই কি হামলা?

    ভারতের জবাব যে পাকিস্তানের পছন্দ হয়নি তা বলাই বাহুল্য। ফলে, উপায় না দেখে জঙ্গিদের লেলিয়ে দিতে শুরু করেছে ইসলামাবাদ ও পাক গুপ্তচর সংস্থা আইএসআই। লক্ষ্য, বৈঠক বানচাল করতে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। জম্মু-কাশ্মীরের এক পদস্থ প্রশাসনিক কর্তা জানান, জি২০-র আগে পরিকল্পিতভাবে ভূস্বর্গে অশান্তি বাধানোর চেষ্টা করছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। জি২০ সদস্যভুক্ত দেশের প্রতিনিধিদের শ্রীনগরে আসার ব্যাপারে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে।

    যবে থেকে উপত্যকায় জি২০ দামামা বেজেছে, সেই থেকেই পাক-মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি বেশ কিছুদিন ধরেই উপত্যকায় নাশকতামূলক কার্যকলাপ নতুন করে বৃদ্ধি করেছে। সাম্প্রতিককালে, পুঞ্চের ভিমবার গলিতে হামলা হয়েছে। সেখানে ৫ জওয়ান শহিদ হয়েছেন। প্রায় নিত্যদিন অনুপ্রবেশ করতে গিয়ে ধরা বা মারা পড়ছে জঙ্গিরা। বৃহস্পতিবারও বারামুল্লায় ২ জঙ্গিকে নিকেশ করেছে বাহিনী। এরই মধ্যে শুক্রবার জঙ্গি-দমন অভিযানে বেরিয়ে শহিদ হলেন আরও ৫ সেনা জওয়ান।

    পাকিস্তানকে তোপ জয়শঙ্করের

    এদিকে, এসসিও বৈঠকে যোগ দিতে ভারতে এসেছেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তার মধ্যেই এই হামলা চলেছে। কাশ্মীর (Jammu and Kashmir) অশান্ত! এই বার্তাই আন্তর্জাতিক মহলে পৌঁছে দিতে চায় পাকিস্তান। জি২০-র সম্মেলনের আগে তাই উপত্যকায় বারংবার হামলা চালাচ্ছে পাক-মদতপুষ্ট জঙ্গিরা। ইসলামাবাদের এই ‘খেলা’ ধরে ফেলে, গতকাল পাকিস্তানকে তীব্র ভর্ৎসনা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কড়া ভাষায় আক্রমণ করেন পাক বিদেশমন্ত্রী ভুট্টোকেও। ভুট্টোকে ‘জঙ্গি ইন্ডাস্ট্রির মুখপাত্র’ বলেও কটাক্ষ করেন তিনি। একইসঙ্গে এও স্পষ্ট করে দিলেন যে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক আলোচনা চায় না ভারত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • The Kerala Story: “সন্ত্রাসের সঙ্গে সমঝোতা করে কংগ্রেস”! ‘দ্য কেরালা স্টোরি’-র প্রসঙ্গ টেনে খোঁচা প্রধানমন্ত্রীর

    The Kerala Story: “সন্ত্রাসের সঙ্গে সমঝোতা করে কংগ্রেস”! ‘দ্য কেরালা স্টোরি’-র প্রসঙ্গ টেনে খোঁচা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: মুক্তি পেল সন্ত্রাসবাদের প্রেক্ষাপটে গাঁথা ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) ছবিটি। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দেশ জুড়ে বিতর্ক। এবার এই ছবিকে সমর্থন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কর্নাটকের বেল্লারিতে তাঁর বক্তব্যে উঠে এল হিন্দি ফিল্ম, ‘দ্য কেরল স্টোরি’-র প্রসঙ্গ। এই বিতর্কিত ফিল্মের প্রসঙ্গ টেনে এদিন তিনি কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের পাশে দাঁড়ানোর গুরুতর অভিযোগ করলেন। 

    কংগ্রেসের সমালোচনা

    এই ছবি নিষিদ্ধ করার পক্ষে ছিল কেরলের রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন এই ছবিকে প্রচারমূলক (প্রোপাগান্ডা) ছবি বলেই দাগিয়ে দিয়েছেন। কিন্তু ছবির প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন,‘‘কংগ্রেস পার্টি আসলে সন্ত্রাসবাদকে মদত দিতে চাইছে। সেই কারণে এই ছবিকে নিষিদ্ধ করতে চাইছে। তাতে তারা আদতে সন্ত্রাসবাদকে সমর্থন করছে।’’ এই ছবির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘‘দ্য কেরালা স্টোরি (The Kerala Story) ছবিটি সমাজের অন্দরে বাসা বেঁধে থাকা সন্ত্রাসবাদের মুখোশকে প্রকাশ্যে আনবে। কেরলের মতো একটা সুন্দর জায়গা, যেখানকার লোকজন এত বুদ্ধিমান, মেধাবী, সেখানে এই ধরনের সন্ত্রাসবাদ সমাজের চূড়ান্ত ক্ষতি করছে। আর কংগ্রেস পার্টি এমনই একটা ছবিকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে! এরা শুধু উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে সব কিছু নিষিদ্ধ করতে জানে। এই দলটার আমার জয় বজরংবলী বলাতেও সমস্যা রয়েছে।’’

    আরও পড়ুন: রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই! নিহত ৫ জওয়ান, আহত ১

    সিনেমাটির প্রশংসা

    শুধু কংগ্রেসকে আক্রমণ করাই নয়, কেরল স্টোরি (The Kerala Story) সিনেমাটিরও ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, “আজ সন্ত্রাসবাদ নতুন চেহারা নিয়েছে। অস্ত্র-বোমা ইত্য়াদি ব্যবহারের পাশাপাশি ভিতর থেকে সমাজকে ফাঁপা করে দিতে চাইছে সন্ত্রাসবাদীরা। কেরল স্টোরি সিনেমায় সন্ত্রাসবাদের এই নয়া মুখটিকে ফাঁস করা হয়েছে। ক্ষমতায় থাকাকালীন সন্ত্রাবাদের সামনে মাথা নত করেছিল কংগ্রেস। দীর্ঘদিন ধরে আমাদের এই হিংসার শিকার হতে হয়েছে। কংগ্রেস কখনওই সন্ত্রাসবাদের হাত থেকে দেশকে রক্ষা করেনি। কংগ্রেস কি কর্নাটককে রক্ষা করতে পারবে?” তিনি আরও অভিযোগ করেন যে, ক্ষমতা দখলের জন্য সন্ত্রাসবাদীদের সঙ্গে তলায় তলায় আপোস করছে কংগ্রেস। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Mocha: আজ, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত! ঘূর্ণিঝড় ‘মোকা’র সতর্কবার্তা

    Cyclone Mocha: আজ, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত! ঘূর্ণিঝড় ‘মোকা’র সতর্কবার্তা

    মাধ্যম  নিউজ ডেস্ক: বছরের প্রথম ঘূর্ণিঝড়ের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মৌসম ভবন। আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজ্য প্রশাসনগুলির তরফে। আজ, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। ৭ মে সেই ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে (Depression)। তারপর সোমবার, ৮ মে সেটি গভীর নিম্নচাপে (Deep Depression) পরিণত হয়ে উত্তর অভিমুখে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগনোর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (৯ মে) ওই গভীর নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শুক্রবার মৌসম ভবনের তরফে জানানো হয়, নিম্নচাপ তৈরি হওয়ার পরই ঘূর্ণিঝড় নিয়ে ছবিটা স্পষ্ট হবে। এখনও পর্যন্ত একটা পূর্বাভাস দেওয়া হয়েছে মাত্র। 

    ঘূর্ণিঝড় নিয়ে শঙ্কা

    ঘূর্ণিঝড় নিয়ে শঙ্কায় রয়েছে ওড়িশা। ঝড় মোকাবিলায় আগেভাগেই প্রশাসনকে সতর্ক করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। উচ্চপর্যায়ের বৈঠকও করেছেন।  এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। কিন্তু কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তারই ভিত্তিতে চারটি রাজ্যকে ইতিমধ্যেই সতর্ক করেছে মৌসম ভবন। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশা ছাড়াও অন্য যে রাজ্যে ‘মোকা’ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেটি হল পশ্চিমবঙ্গ। তাই রাজ্যকেও সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদের ৮-১১ মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    নিম্নচাপের প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ও সোমবার তুমুল বৃষ্টি হতে পারে এই দুই দ্বীপপুঞ্জ এলাকায়। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। হাওয়ার গতিবেগ থাকবে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

    আরও পড়ুন: চোখের সামনে ভেঙে পড়ল পাহাড়! বদ্রীনাথের রাস্তায় বড় ধস, বন্ধ যাত্রা

    শনিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা ৪০ ডিগ্রি উঠতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Army: রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই! নিহত ৫ জওয়ান, আহত ১

    Indian Army: রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই! নিহত ৫ জওয়ান, আহত ১

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে। জঙ্গিদের ছোড়া বোমার আঘাতে ৫ জন সেনা আধিকারিকের (Indian Army) মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন ১ জন সেনা অফিসার, উধমপুরের সেনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

    আরও পড়ুন: আজ বুদ্ধ পূর্ণিমা, বছরের প্রথম চন্দ্রগ্রহণও! কোন কোন বিধি মেনে চলতে হবে?

    ঠিক কী ঘটনা?

    রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে, গোপন সূত্রে এই খবর পেয়ে এদিন সকাল থেকেই জঙ্গি নিকেশ অভিযানে নামে ভারতীয় সেনা। জানা গেছে, জঙ্গিরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে হামলা চালায়। শুরু হয় দুইপক্ষের গুলির লড়াই। এমন সময়ে জঙ্গিদের দিক থেকে ছোড়া হয় বোমা, তাতেই প্রাণহানি ঘটে ২ সেনা আধিকারিকের। আহত হন ৪ জন, তাঁদের ভর্তি করানো হয় সেনা হাসপাতালে, সেখানে তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়। প্রতিবেদন লেখার সময় অবধি কান্দি জঙ্গলে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে বলে খবর। সেখানে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। সেনা সূত্রে খবর, সংঘর্ষে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন জঙ্গিরও। সকালের ঘটনার পরেই রাজৌরি সেক্টরে বাড়ানো হয় সেনা সংখ্যা। ইদের প্রাক্কালে পুঞ্চে সেনা (Indian Army) ট্রাকে যে জঙ্গি গোষ্ঠী গ্রেনেড ছুড়েছিল, এদিন তারাই হামলা চালিয়েছে বলে অনুমান সেনার।

    আরও পড়ুুন: লাদেনের সঙ্গে তুলনা করেছিলেন মোদিকে, ভারত সফরে এলেন সেই বিলাওয়াল

    সেনা-জঙ্গি সংঘর্ষ চলছেই 

    গত সপ্তাহেই সেনা (Indian Army) ট্রাকে হামলা চালায় পাক মদতপুষ্ট জইশ জঙ্গিরা। তাঁরা পুঞ্চে ইদের ফল বিতরণ করতে যাচ্ছিলেন। ট্রাকে থাকা ৫ জওয়ান ঝলসে যান গ্রেনেড হামলায়। আবার চলতি সপ্তাহে বৃহস্পতিবার বারামুলার ওয়ানিগাম পায়েন ক্রিরি এলাকায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই লস্কর জঙ্গির। নিহতদের নাম শাকির মাজিদ ও হানাম আহমেদ শেহ। তাদের থেকে AK-47 রাইফেল, পিস্তল ও বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। বুধবারও কুপওয়ারাতে ২ লস্কর জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • S Jaishankar: হ্যান্ডশেক নয়, দূর থেকে নমস্কার! বিলাওয়াল ভুট্টোর সামনেই সন্ত্রাস নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের

    S Jaishankar: হ্যান্ডশেক নয়, দূর থেকে নমস্কার! বিলাওয়াল ভুট্টোর সামনেই সন্ত্রাস নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত (India) হাসিমুখে একদিকে যেমন অতিথি আপ্যায়ন করতে জানে, তেমন ভাবেই কঠোর চোয়ালে মুখের ওপর জবাব দিতে জানে। গোয়ায় এসে এই কথাটা হয়ত ভালো ভাবেই টের পেলেন বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto Zardari)। পাকিস্তানের বিদেশমন্ত্রীর (Pakistan Foreign Minister) সামনেই সীমান্তপার সন্ত্রাস ইস্যুতে নাম না করে পাকিস্তানকে (Pakistan) কড়া কথা শুনিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।

    গোয়ায় দুদিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা সংক্ষেপে এসসিও (SCO Meet) গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে। এই বৈঠকে যোগ দিতে সদস্য দেশের বিদেশমন্ত্রীরা গতকালই গোয়ায় উপস্থিত হয়েছেন। গতকালই ভারতে এসেছেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, যিনি বেনজির ভুট্টোর ছেলে ও জুলফিকার আলি ভুট্টোর নাতিও বটে। প্রায় এক যুগ পর ভারতে এসেছেন কোনও পাক বিদেশমন্ত্রীও। ভারতীয় ঐতিহ্য অনুযায়ী ‘নমস্তে’ বলে বিলাওয়ালকে অভিবাদন জানান জয়শঙ্কর (S Jaishankar)। পাল্টা প্রতি-নমস্কার করেন বিলাবলও।

    আজ এই বৈঠকের দ্বিতীয় তথা শেষ দিন। এদিন বক্তব্য পেশ করতে গিয়ে পাক বিদেশমন্ত্রীর উপস্থিতিতেই সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর (S Jaishankar)। সন্ত্রাসবাদের তীব্র বিরোধিতা করে ভারতের বিদেশমন্ত্রী জানান, সন্ত্রাস যেকোনও উপায়ে বন্ধ করতে হবে। জয়শঙ্কর বলেন, ‘‘সীমান্ত সন্ত্রাস একটি বড় সমস্যা। একে যে কোনও পদ্ধতিতে বন্ধ করা উচিত।’’ তিনি বলেন, ‘‘গোটা বিশ্ব যখন কোভিড এবং এর প্রভাব মোকাবিলায় ব্যস্ত ছিল, তখনও সন্ত্রাসবাদের হুমকি নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে। এই হুমকি থেকে আমাদের চোখ সরিয়ে নেওয়া আমাদের নিরাপত্তার স্বার্থের জন্য ক্ষতিকর হবে।’’

    আরও পড়ুন: লাদেনের সঙ্গে তুলনা করেছিলেন মোদিকে, ভারত সফরে এলেন সেই বিলাওয়াল

    জয়শঙ্কর (S Jaishankar) আরও বলেন, ‘‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সন্ত্রাসবাদের কোনও যৌক্তিকতা থাকতে পারে না। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের বিবাদই বন্ধ করা উচিত। সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক অনুদান জোগানোর চ্যানলগুলিকেও বন্ধ করতে হবে। সদস্যদের মনে করিয়ে দিতে হবে না যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা এসসিও-র মূল নির্দেশগুলির মধ্যে একটি।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Badrinath Yatra: চোখের সামনে ভেঙে পড়ল পাহাড়! বদ্রীনাথের রাস্তায় বড় ধস, বন্ধ যাত্রা

    Badrinath Yatra: চোখের সামনে ভেঙে পড়ল পাহাড়! বদ্রীনাথের রাস্তায় বড় ধস, বন্ধ যাত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরুর কয়েক দিনের মধ্যেই প্রবল তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে কেদারনাথ যাত্রা। এবার বাধার সম্মুখীন হল বদ্রীনাথ যাত্রাও। প্রবল ধসের কারণে, রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় সাময়িক বন্ধ রাখা হয়েছে বদ্রীনাথ যাত্রা (Badrinath Yatra)। 

    বদ্রীনাথ যাওয়ার পথে জোশীমঠের (Joshimath) কাছে হেলং উপত্যকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে বদ্রীনাথ থেকে ৪৫ কিলোমিটার দূরে হেলং উপত্যকায় পাহাড়ের বিশাল অংশ হুমড়মুড়িয়ে রাস্তার উপর নেমে আসে। বদ্রীনাথ  (Badrinath Yatra) হাইওয়েতে পাহাড় ধসের ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, পাহাড়ের একটা অংশ ভেঙে পড়ে গোটা রাস্তা অবরুদ্ধ করে দিচ্ছে। 

    আরও পড়ুন: খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজাও, শুরু চার ধাম যাত্রা

    ধসের ভয়ঙ্কর ভিডিও

    ভিডিওতে পাথর পড়ার ভিডিওটি দেখলে শিউরে উঠতে হবে। ধস ও তারপর লোকজন এদিক-ওদিক ছুটে পালাচ্ছেন। পাহাড় ধসে পড়ার এই ভয়াবহ দৃশ্য দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। ধসের কাছে যাত্রীবাহী বাস ও গাড়িও রয়েছে। যদিও যানবাহন ও যাত্রীদের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। অনেকে বলছেন, কপালজোরে রক্ষা পেয়েছেন পুণ্যার্থীরা (Badrinath Yatra)। যেভাবে পাহাড় ভেঙেছে তাতে বড় দুর্ঘটনা ঘটতে পারত। হাজার হাজার তীর্থযাত্রী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন।

    এই ভূমিধসের কারণে গৌচর, কর্ণপ্রয়াগ এবং লঙ্গাসুতেই পুণ্যার্থীদের আটকে দেয় পুলিশ এবং প্রশাসন। তাঁদের জানানো হয়, রাস্তা পরিষ্কার হলেই বদ্রীনাথের (Badrinath Yatra) উদ্দেশে রওনা হওয়ার অনুমতি দেওয়া হবে। কর্ণপ্রয়াগের আধিকারিক অমিত কুমার বলেন, “হেলাং-এর বদ্রীনাথ রাস্তা খোলার পর যাত্রীদের যেতে দেওয়া হবে। ট্রাফিক নিরাপত্তার বিষয়ে পুলিশের সতর্কতা রয়েছে, পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে।”

    যাত্রা ব্যাহত কেদারনাথেও

    গত ২৫ এপ্রিল কেদারনাথ (Kedarnath Yatra) ধামের দরজা খুলে দেওয়া হয়েছিল পুণ্যার্থীদের জন্য। বদ্রীনাথ ধামের দরজা খোলা হয় ২৭ এপ্রিল। অন্য দিকে, ২২ এপ্রিল পুণ্যার্থীদের জন্য গঙ্গোত্রী-যমুনেত্রী ধামের দরজা খোলা হয়। প্রথম থেকেই প্রাকৃতিক বাধার সম্মুখীন হচ্ছেন পুণ্যার্থীরা। টানা বৃষ্টি ও তুষারপাতের কারণে, কেদারনাথ ধামে পৌঁছতে প্রচণ্ড বাধাপ্রাপ্ত হচ্ছেন তীর্থযাত্রীরা। নতুন করে রেজিস্ট্রেশনও বন্ধ করা হয়েছে। যদিও, আবহাওয়া দফতরের তরফে আগেই কেদারনাথ এবং বদ্রীনাথে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সেই আশঙ্কাকে সত্যি করেই বৃহস্পতিবার বদ্রীনাথ (Badrinath Yatra) হাইওয়েতে ভয়ানক ভূমিধস নামে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share