Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Air India: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব! বেঙ্গালুরু থেকে গ্রেফতার অভিযুক্ত শঙ্কর মিশ্র

    Air India: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব! বেঙ্গালুরু থেকে গ্রেফতার অভিযুক্ত শঙ্কর মিশ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে সহযাত্রী এক বৃদ্ধা মহিলার গায়ে প্রস্রাব করার অভিযোগে চাকরি গেল শঙ্কর মিশ্র নামে এক ব্যক্তির। আমেরিকার অর্থলগ্নিকারী সংস্থা ‘ওয়েলস ফার্গো’-র ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করতেন শঙ্কর। এ দিন সেই সংস্থার তরফ থেকে একটি বিবৃতি জারি করে শঙ্করকে ছাঁটাই করার কথা জানানো হয়েছে। সংস্থার পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, কর্মচারীদের আচরণের বিষয়ে নির্দিষ্ট মানদণ্ড রয়েছে তাদের। ওই ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগ চূড়ান্ত অস্বস্তিকর। তাই ‘ওয়েলস ফার্গো’-র থেকে তাঁকে ছাঁটাই করা হল।

    কী ঘটেছিল

    ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে শঙ্কর মিশ্র মত্ত অবস্থায় তাঁর সামনে যৌনাঙ্গ প্রদর্শন করেন ও তাঁর গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ করেন ৭০ বছর বয়সি এক মহিলা। টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে সরাসরি চিঠিও লেখেন তিনি। সেই চিঠিতেই গোটা ঘটনা বর্ণনা করেন অভিযোগকারিণী। সেই চিঠি প্রকাশ পাওয়ার পরই শুরু হয় বিতর্ক। ইতিমধ্যেই দিল্লি পুলিশ শঙ্কর মিশ্রের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল। দিল্লি পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পরই বাড়ি ছেড়ে পালান শঙ্কর। 

    আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে বলেছিল পুলিশ! বিস্ফোরক অভিযোগ রামচন্দ্র পান্ডার

    শঙ্করের বাবা দাবি করেন, এধরনের কাজ তাঁর ছেলের পক্ষে করা সম্ভব নয়। শঙ্কর মিশ্রের তরফে তাঁর আইনজীবী এক বিবৃতিতে জানিয়েছেন, ঘটনার শিকার ওই মহিলাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে। আর প্রস্রাবের ঘটনার কোনও সাক্ষীও ছিল না। অন্যদিকে, দিল্লি পুলিশের কাছে দায়ের হওয়া এফআইআরএ বলা হয়েছে, ওই মহিলার কাছে গিয়ে কার্যত ভিক্ষা চেয়ে শঙ্কর আবেদন করেছিলেন যাতে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের না করা হয়। এমনকী কেবিন ক্রিউদের সামেন শঙ্কর এই ঘটনার পর কেঁদেও ফেলেন বলে খবর। তিনি বহুবার ক্ষমা চান। মহিলার কাছে আবেদন জানান যে, তাঁর মেয়ে ও স্ত্রী যেন এই ঘটনা দ্বারা প্রভাবিত না হন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Border Tunnels: চিন-পাকিস্তান সীমান্তে সড়ক-সুড়ঙ্গে জোর ভারতের, মজুত রাখা যাবে ক্ষেপণাস্ত্র-গোলাবারুদও!

    Border Tunnels: চিন-পাকিস্তান সীমান্তে সড়ক-সুড়ঙ্গে জোর ভারতের, মজুত রাখা যাবে ক্ষেপণাস্ত্র-গোলাবারুদও!

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে ভারত। সূত্রের খবর অনুযায়ী, ভারতে এমন এক সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, যেখানে মজুত রাখা যাবে মিসাইল, গোলাবারুদ। এটি বালিপাড়া-চারদুয়ার-তাওয়াংয়ের সেলা ও নপিচু সুড়ঙ্গ। ভবিষ্যতে কোনও যুদ্ধের সম্মুখীন হলে তখন এই সুড়ঙ্গই ঢাল হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। কারণ এই সুড়ঙ্গেই মজুত রাখা হবে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র। সূত্রের খবর অনুযায়ী, এটি চলতি বছরের জুন মাসের মধ্যেই উদ্বোধন করা হবে।

    ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি

    অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং সীমান্তে চিনা সেনাদের আগ্রাসনের পর থেকেই ভারতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও বেশি জোরদার করা হচ্ছে। এতে দেশের উন্নয়নের পাশাপাশি যুদ্ধের জন্য প্রস্তুতিও নিয়ে রাখা হচ্ছে বলে মনে করছে সামরিক পর্যবেক্ষকদের একাংশ। যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত ব্যবহারের জন্য প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-র কাছে নির্মীয়মাণ সড়ক-সুড়ঙ্গগুলিকে ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ মজুত করার কাজে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

    আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে বলেছিল পুলিশ! বিস্ফোরক অভিযোগ রামচন্দ্র পান্ডার

    প্রসঙ্গত, চিন নির্মাণ করে চলেছে একটি কঠোরতম আন্ডারগরাউন্ড শেল্টার। লাসার কাছে গোঙ্গার এয়ারবেসের নিকট চিন এমন একটি আশ্রয়স্থল তৈরি করে ফেলেছে, যেটি বম্ব-রোধক। শুধু তাই নয়, এটি ছাড়াও অরুণাচলে স্থিত নিমচি এয়ারপোর্টের কাছেও এমন একটি বেস তারা বানিয়ে ফেলেছে। আর এর পরেই ভারতও পদক্ষেপ নিতে শুরু করেছে। যেখানে শর্ট রেঞ্জ ট্যাকটিক্যাল মিসাইল সমেত বিভিন্ন অস্ত্র মজুত রাখা যায়, তেমন একটি সড়ক-সুড়ঙ্গ তৈরির পরিকল্পনায় রয়েছে ভারত। আর তা সীমান্তের রাজ্যগুলিতেই তৈরি করতে চাইছে ভারত। সূত্রের খবর অনুযায়ী, ‘বহুমুখী টানেল’ গড়ার এই পরিকল্পনা রূপায়ণের দায়িত্বে থাকবে প্রতিরক্ষা মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)।

    প্রসঙ্গত, ভারতের সঙ্গে চিনের ৩৪৮৮ কিলোমিটারের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের ওপারে অরুণাচল সীমান্তে চিন তাদের বাড়তি ট্রুপ কমিয়ে ফেলেছে। ফলে তারা যে অস্ত্রযুদ্ধের জন্যই প্রস্তুতি নিচ্ছে, তা স্পষ্ট। তবে শিলিগুড়ি করিডরের কাছে চিনের সীমান্তের ওপারে ফারি জোংয়ে বাড়তি সেনা বসিয়েছে পিএলএ। এই পরিস্থিতিতে ভারতও নিজের সীমান্তবর্তী এলাকায় পরিকাঠামো মজবুতির প্রক্রিয়া জোরকদমে চালাচ্ছে। পাশাপাশি, ইতিমধ্যেই ভারতীয় কমান্ডারদের স্পট সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • Rafale: বায়ুসেনার পর নৌসেনার হাতেও কি রাফাল-এম? ম্যাক্রঁর হাত ধরেই হবে চুক্তি, দাবি ফরাসি সংবাদ মাধ্যমের

    Rafale: বায়ুসেনার পর নৌসেনার হাতেও কি রাফাল-এম? ম্যাক্রঁর হাত ধরেই হবে চুক্তি, দাবি ফরাসি সংবাদ মাধ্যমের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাফাল-এম যুদ্ধবিমানকেই বাছতে চলেছে ভারত! ফরাসি সংবাদপত্র ‘লা ত্রিবিউন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফরাসি সংস্থা দাসো নির্মিত রাফাল-এম বিমানই যে ভারতীয় নৌসেনা কিনবে, তা একপ্রকার নিশ্চিত।  ভারত মহাসাগর অঞ্চলে চিনের দাদাগিরি কমাতে ভারত বেশ কয়েক মাস ধরে নিজের শক্তি বৃদ্ধি করে চলেছে। তাঁর মধ্যে সর্বাধুনিক সংযোজন যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত। কিন্তু বিক্রান্তের জন্য নৌ সেনার দরকার আধুনিক যুদ্ধবিমান। এক্ষেত্রে লড়াই চলছিল মার্কিন এফ এ ১৮ সুপার হর্নেট ও ফ্রান্সের রাফালের মধ্যে। নৌসেনা সূত্রে খবর, রাফাল এম কেই বেছে নিতে চলেছে ভারত।

    কবে চুক্তি

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, ভারতীয় বায়ুসেনার পর এবার রাফাল ফাইটার জেট পেতে চলেছে দেশের নৌসেনাও। আগামী মার্চ মাসেই ভারত সফরে আসার কথা রয়েছে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর। ফরাসী সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই সময়ই সম্ভবত নৌসেনার জন্য রাফাল কেনার চুক্তি স্বাক্ষর করবে দুই দেশ। প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, ফ্রান্স থেকে অন্তত ২৬টি রাফাল জেট কিনবে ভারত।

    কেন রাফাল

    নৌসেনার তরফে ইতিমধ্যেই রাফাল-এম এর পরীক্ষা করা হয়েছে। একই সঙ্গে দেখা হয়েছিল মার্কিন এফ এ ১৮ সুপার হর্নেটও।  গোয়ায় নৌবাহিনীর ঘাঁটিতে আইএনএস হংস রণতরী থেকে পরীক্ষা করা হয়েছিল যুদ্ধবিমান দুটির। গত ডিসেম্বর মাসে এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে বিশদ রিপোর্ট পেশ করেছিল নৌবাহিনী। এফ/এ-১৮ সুপার হর্নেট জেট বিমান প্রত্যাখ্যান করে রাফালই ব্যবহার করার সিদ্ধান্ত নেয় ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস বিক্রান্তের জন্য একেবারে উপযুক্ত হবে রাফাল এম যুদ্ধবিমান, এমনটাই দাবি ডাসল্ট অ্যাভিয়েশনের।

    আরও পড়ুন: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় প্রকাশ্যে অভিযুক্তের পরিচয়, কে সেই ব্যক্তি?

    নৌসেনার তরফে জানানো হয়, যুদ্ধজাহাজে ডানা মুড়ে ছোট করার ব্যাপারে কিছুটা সুবিধা ছিল এফ ১৮ বিমানের, বেশি অস্ত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তারা এগিয়েছিল। কিন্তু গতি এবং আধুনিক ইলেকট্রনিক ওয়ার ফেয়ার প্রযুক্তিতে অনেক এগিয়ে রাফাল। অর্থাৎ যুদ্ধের সময় প্রতিপক্ষ অঞ্চলে হামলা চালাবার ক্ষেত্রে রাফালকে ধরতে পারা প্রায় দুঃসাধ্য। এর মূল কারণ ফরাসি বিমানের নীচে উড়তে পারার ক্ষমতা এবং নতুন সেন্সর টেকনোলজি। এফ ১৮ একসঙ্গে ১২ টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, সেখানে রাফাল বহন করতে পারে দশটি। কিন্তু এক জায়গা থেকে প্রতিপক্ষ শিবিরে হামলা চালানোর ক্ষেত্রে রাফাল থেকে ছোড়া মিসাইল বেশি কিলোমিটার ভেতরে যেতে সক্ষম। মার্কিন বিমান যেখানে একসঙ্গে আটটি টার্গেট ঠিক করতে পারে,রাফাল সেখানে বারোটি টার্গেটে একসঙ্গে হামলা চালাতে সক্ষম।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Same Sex Marriage: সমলিঙ্গ বিবাহ সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টেই! কেন্দ্রের মতামতও চাইল শীর্ষ আদালত

    Same Sex Marriage: সমলিঙ্গ বিবাহ সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টেই! কেন্দ্রের মতামতও চাইল শীর্ষ আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: সমলিঙ্গ বিবাহ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। এদিন সমলিঙ্গ বিবাহ সংক্রান্ত হাইকোর্টে যে আবেদনগুলি করা হয়েছে, সেই সমস্ত মামলাগুলিকে শুক্রবার সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করা হল। এছাড়াও সমলিঙ্গ বিবাহ নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল দেশের শীর্ষ আদালত। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে মতামত জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি জেবি পর্দিওয়ালার সমন্বয়ে গঠিত এক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

    সমলিঙ্গ বিবাহ নিয়ে সুপ্রিম কোর্টের কী নির্দেশ?

    সমলিঙ্গ বিবাহের আইনি বৈধতা নিয়ে মামলা শুনতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট। এদিন বেঞ্চ বলেছে, “দিল্লি, কেরল এবং গুজরাট হাইকোর্টে বেশ কয়েকটি মামলা চলছে। আমাদের মতে এই মামলাগুলি এই আদালতে (সুপ্রিম কোর্টে) স্থানান্তর করা উচিত এবং এই আদালতেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তাই আমরা সমস্ত পিটিশনগুলি এই আদালতে স্থানান্তর করার নির্দেশ দিচ্ছি।”

    আরও পড়ুন: আবাস যোজনার তালিকায় নাম দোতলা বাড়ির মালিকের! ঘুরে দেখল কেন্দ্রীয় দল

    বিশেষ বিবাহ আইনে দেশের বিভিন্ন আদালতে সমলিঙ্গ বিয়ের আইনি বৈধতা নিয়ে মামলার শুনানি চলছে। সেই সব মামলা আগামী ১৩ মার্চ শুনবে সুপ্রিম কোর্ট। তার আগেই কেন্দ্রকে তার মতামত দিতে বলা হয়েছে শীর্ষ আদালত থেকে। জানা গিয়েছে, মামলার আবেদনকারীরা সুপ্রিম কোর্টকেই এই মামলাগুলি শোনার আর্জি জানিয়েছিলেন। ফলে সুপ্রিম কোর্ট সেই মামলাগুলি শুনতে রাজি হয়েছে ও এই মামলার সমস্ত আবেদনকারীর নাম নথিভুক্ত করার জন্যও কেন্দ্রকে নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। একইসঙ্গে সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, যে আবেদনকারীরা আইনজীবী নিয়োগ করতে পারবেন না, তাঁরা আদালতে ভার্চুয়ালি হাজিরা দিতে পারবেন। এছাড়া লিখিতভাবেও তাদের আবেদন জমা দিতে পারবেন।

    কেন্দ্রীয় সরকারের তরফে নোডাল কাউন্সেল হিসেবে কানু আগরওয়াল এবং আবেদনকারীদের তরফে অরুন্ধতী কাটজুকে নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট।

    প্রসঙ্গত, গত বছর ২৫ নভেম্বর সুপ্রিম কোর্ট দুই সমকামী যুগলের দায়ের করা দু’টি মামলা সম্পর্কে অবহিত হয়। ২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠান করে বিয়ে করেন সুপ্রিয় চক্রবর্তী এবং অভয় ডাং। এখন বিশেষ বিবাহ আইনের স্বীকৃতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই যুগল। এমনই অনেক মামলা রয়েছে আদালতে, যার শুনানি হবে আগামী ১৩ মার্চ।

  • Re KYC: কেওয়াইসি-র জন্য আর ব্যাঙ্কে ছুটতে হবে না গ্রাহকদের! কী বলছে আরবিআই?

    Re KYC: কেওয়াইসি-র জন্য আর ব্যাঙ্কে ছুটতে হবে না গ্রাহকদের! কী বলছে আরবিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরে কেওয়াইসি প্রক্রিয়াতে বদল করল রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্ক অবশ্য বলছে বড়সড় কিছু নয়, এমন পরিবর্তন মাঝেমধ্যে হয়েই থাকে। ঠিক কী পরিবর্তন করল শীর্ষ ব্যাঙ্ক?

    বাড়িতে বসেই করা যাবে কেওয়াইসি পুনর্নবীকরণের (Re KYC) কাজ

    রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, এ বার থেকে গ্রাহকরা ব্যাঙ্কের শাখায় না এসেই তাঁদের কেওয়াইসি প্রক্রিয়া বাড়িতে বসেই সম্পূর্ণ করতে পারবেন। অর্থাৎ লাইন দেওয়ার ঝামেলা আর রইল না। কিন্তু কীভাবে সম্পন্ন হবে এই প্রক্রিয়া? রিজার্ভ ব্যাঙ্ক বলছে, অনলাইনে ভিডিয়ো কলের মাধ্যমে গ্রাহকরা এবার থেকে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, যে সমস্ত গ্রাহক ইতিমধ্যেই তাঁদের কেওয়াইসি ব্যাঙ্কে জমা করেছেন, তাঁদের কেওয়াইসির সঙ্গে স্বীকৃত নথিগুলি মিলিয়ে দেখা হবে। সেখানে কোনও অসঙ্গতি ধরা পড়ে, সেক্ষেত্রে গ্রাহকদের নতুন করে কেওয়াইসি জমা দিতে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে।

    আরও পড়ুন: জিম করতে করতে হৃদরোগে আক্রান্ত ইন্দোরের হোটেল ব্যবসায়ীর মৃত্যু, গোটা ঘটনা ধরা পড়ল সিসিটিভিতে, কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

    তবে গ্রাহকদের কেওয়াইসি পুনর্নবীকরণ (Re KYC) করার জন্য বা নতুন কোনও তথ্য কেওয়াইসিতে যুক্ত করার জন্য ব্যাঙ্কের শাখায় আসতে হবে না। অনলাইনে বাড়িতে বসেই  তা সম্ভব হবে এবার থেকে। তবে যদি কোনও গ্রাহকের ঠিকানা বদল হয় তবে তিনি এই সুবিধা পাবেন না। রিজার্ভ ব্যাঙ্ক বলছে, গ্রাহকদের শনাক্ত করার পদ্ধতি হিসাবে কেওয়াইসিতে বার বার সংশোধন এবং পরিমার্জন করতে থাকবে ব্যাঙ্কগুলি।

    আরও পড়ুন: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় প্রকাশ্যে অভিযুক্তের পরিচয়, কে সেই ব্যক্তি?

    কোনও গ্রাহক বাড়ির ঠিকানা পরিবর্তন করলে, তাঁকে নতুন নথি দিয়ে তা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানাতে হবে। ব্যাঙ্ক দু’মাসের মধ্যে সেই ঠিকানা সঠিক কিনা তা খতিয়ে দেখবে। গত ডিসেম্বর মাসেই কেওয়াইসি বিষয়ে (Re KYC) সম্ভাব্য এই পরিবর্তনগুলির কথা বলেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Air India: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় প্রকাশ্যে অভিযুক্তের পরিচয়, কে সেই ব্যক্তি?

    Air India: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় প্রকাশ্যে অভিযুক্তের পরিচয়, কে সেই ব্যক্তি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালে ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে এক বিরল, অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হন এক প্রবীণ মহিলা। নিউইয়র্ক থেকে ভারতে ফিরছিলেন তিনি। যাত্রাপথে তাঁর গায়ে তাঁরই এক সহযাত্রী মদ্যপ অবস্থায় প্রস্রাব (Air India Urination Incident) করে দেন বলে অভিযোগ করেছেন তিনি।  

    কী ঘটেছে?

    সত্তরের কোঠায় বয়স ওই মহিলার। এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানের বিজনেস ক্লাসের টিকিট কেটেছিলেন তিনি। কিন্তু এই বিলাসবহুল যাত্রাপথেও তাঁর সঙ্গে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে এখনও যেন বিশ্বাস করতে পারছেন না তিনি। বিজনেস ক্লাসে ভ্রমণ করেও এমন অভব্য আচরণ করেন, কে এই ব্যক্তি? ব্যক্তির পরিচয় জানলে চমকে উঠবেন। তিনি যে সে লোক নন। নাম শঙ্কর মিশ্র। তিনি একটি বহুজাতিক সংস্থার উচ্চপদে কর্মরত। ওই ব্যক্তিকে সনাক্ত করেছে দিল্লি পুলিশ। তিনি মুম্বাইয়ের বাসিন্দা। বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়েছে, যাতে তিনি দেশ না ছাড়তে পারেন, শঙ্কর মিশ্রের বিরুদ্ধে ‘লুকআউট সার্কুলার’ জারি করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এর জন্য ইতিমধ্যেই ‘ইমিগ্রেশন ব্যুরো’কে অনুরোধ করা হয়েছে।

    আরও পড়ুন: কলকাতা ১০.৯ ডিগ্রি! মরশুমের শীতলতম দিনে কাঁপুনি ধরাল হাড়ে  

    দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত (Air India Urination Incident) শঙ্কর মিশ্র মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক বহুজাতিক আর্থিক পরিষেবা সংস্থার ভারতীয় শাখার ভাইস-প্রেসিডেন্ট। তিনি মুম্বাইয়ে বাসিন্দা। আপাতত তিনি পলাতক। বাড়ি থেকে পালিয়েছেন। ওই ব্যক্তির খোঁজে দিল্লি পুলিশের একটি দল মুম্বাই পাড়ি দিয়েছে। স্থানীয় পুলিশ শঙ্কর মিশ্রর বাড়ি ও তাঁর পরিচিত অন্যান্য স্থানে হানা দিয়েছিল। কিন্তু ওই ব্যক্তির হদিশ মেলেনি। এয়ার ইন্ডিয়ার কাছে ওই বৃদ্ধা যাত্রী লিখিত অভিযোগ জানিয়েছেন, তার ভিত্তিতেই বুধবার দিল্লি পুলিশ শঙ্কর মিশ্রর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।     

    ইতিমধ্যেই শঙ্কর মিশ্রকে ৩০ দিনের জন্য ‘নো ফ্লাই’ তালিকাভুক্ত (Air India Urination Incident) করেছে এয়ার ইন্ডিয়া। ৩০ দিনের মধ্যে এয়ার ইন্ডিয়ার কোনও বিমানে তাঁকে উঠতে দেওয়া হবে না। কিন্তু এবার প্রশ্ন উঠেছে এয়ার ইন্ডিয়ার অপেশাদারিত্ব নিয়েও। এই ঘটনার প্রেক্ষিতে বিমান সংস্থার ‘অপেশাদার’ আচরণের বিরুদ্ধে সরব হয়েছে ভারতের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা, ডিজিসিএ। বৃহস্পতিবার, সংস্থা এবং নিউইয়র্ক-দিল্লি ফ্লাইটের আধিকারিক ও ক্রুদের কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে ডিসিজিএ। জানতে চাওয়া হয়েছে, ২৬ নভেম্বরের প্রস্রাব কাণ্ডে দায়িত্ব পালনে গাফিলতির জন্য কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • BSNL: এবার ৫জি সার্ভিস আনতে চলেছে বিএসএনএল, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

    BSNL: এবার ৫জি সার্ভিস আনতে চলেছে বিএসএনএল, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই মুকেশ আম্বানি ঘোষণা করেছেন যে দেশের সমস্ত রাজ্যগুলিতে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে জিও ৫জি সার্ভিস পৌঁছে যাবে। মুকেশ আম্বানির জিও ৫জি-র সংক্রান্ত ঘোষণার পরে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী। সরকার অধিগৃহীত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) এবার ৫জি সার্ভিস আনছে। অর্থাৎ জিও ৫জি-র পরে এবার দেশে বিএসএনএল (BSNL) ৫জি-র সুবিধা আসতে চলেছে। প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই ধুঁকছে সরকারি এই টেলিকম সংস্থা (BSNL)। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী এদিন হাজির ছিলেন ওড়িশাতে। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন।

    আরও পড়ুন: যোগী রাজ্যে মাদ্রাসার পড়ুয়ারা পড়বে এনসিইআরটি-র সিলেবাস, কবে থেকে জানেন?

    কী বললেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী 

    সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) হাই স্পিডের ৫জি সার্ভিস আনতে চলেছে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন ভুবনশ্বরে জিও ৫জি সার্ভিস উদ্বোধন করার পরে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন অশ্বিনী বৈষ্ণব। বিএসএনএলের (BSNL) ৫জি সার্ভিস ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যেই ভারতবর্ষের প্রতিটি রাজ্যে আমরা পৌঁছে দিতে পারব বলে আশা রাখছি, সাংবাদিক সম্মেলনে এদিন এই মন্তব্য করেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী আরও বলেন যে বিএসএনএলের (BSNL) ৫জি সার্ভিস শুরু হলে, এটি একটি বড় পাওনা হবে দেশের মানুষের কাছে। ৫জি সার্ভিস শুরু করার আগে এখন টেকনিক্যাল সমস্ত বিষয়গুলির খুঁটিনাটি দেখা হচ্ছে। নেটওয়ার্ক নতুনভাবে ডিজাইনিং এর কাজ চলছে। বিভিন্ন টিম এখন কাজ করছে ৪জি থেকে ৫জি উত্তরণের বিষয়ে।

    আরও পড়ুন: সন্ত্রাসবাদীদের মদতদাতাদেরও নির্মূল করতে হবে, জম্মু-কাশ্মীর নিয়ে বৈঠকে অমিত শাহ

    কেন্দ্রীয় টেলিকমন্ত্রী এদিন আরও বলেন মোদি সরকার ৫,৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে দেশে টেলিকম ব্যবস্থার উন্নতির জন্য।

    আরও পড়ুন: ২০২৪ সালের জানুয়ারির মধ্যেই হয়ে যাবে রাম মন্দির, ত্রিপুরায় ঘোষণা শাহের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Delhi Drag Case: দিল্লির সুলতানপুরীর ঘটনায় এবার গ্রেফতার গাড়ির মালিক, এখনও অধরা ১

    Delhi Drag Case: দিল্লির সুলতানপুরীর ঘটনায় এবার গ্রেফতার গাড়ির মালিক, এখনও অধরা ১

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের শেষ দিনে এক দুর্ঘটনার ভয়ঙ্করতায় কেঁপে উঠল রাজধানী দিল্লি। সুলতানপুরীতে এক তরুণীকে গাড়িতে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনা (Delhi Drag Case) ঘটে। এবার এই মামলায় শুক্রবার গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আশুতোষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে গাড়িতে তরুণীকে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, সেই গাড়িটির মালিক আশুতোষ। ঘটনার পরই পালিয়ে যান তিনি। এর আগে এই মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।  অঙ্কুশ নামের এক অভিযুক্ত এখনও ফেরার বলে জানিয়েছে পুলিশ। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ। 

    বৃহস্পতিবার আগে থেকে গ্রেফতার করা ৫ জনকে আদালতে হাজির করানো হয়। অভিযুক্তদের (Delhi Drag Case) ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর ওইদিনই গাড়ির মালিককে গ্রেফতার করে দিল্লি পুলিশ। 

    কী ঘটে? 

    প্রসঙ্গত, বর্ষবরণের রাতে দিল্লির সুলতানপুরীর রাস্তা দিয়ে স্কুটি করে বাড়ি ফিরছিলেন ২০ বছরের অঞ্জলি সিংহ (Delhi Drag Case) নামে এক তরুণী। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী নিধি। একটি গাড়ি ওই স্কুটিতে ধাক্কা মারে। অঞ্জলি ছিটকে গিয়ে ওই গাড়ির তলায় পড়ে যান। এই অবস্থাতেই তাঁকে ১৩ কিলোমিটার হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। মৃত্যু হয় ওই তরুণীর। এরপরে ওই গাড়ির তলা থেকে তরুণীর দেহ সরিয়ে ফেলে দিয়ে পালান অভিযুক্তরা। ঘটনার বিভৎসতায় কেঁপে উঠেছে গোটা দেশ। 

    আরও পড়ুন: “টাকা ফেরত পেতে চাইলে আমাকে জানান কাকে দিয়েছিলেন”, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় 

    পরবর্তীতে অঞ্জলির দেশের ময়নাতদন্ত (Delhi Drag Case) করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, অঞ্জলির সারা দেহে ধুলো লেগেছিল। তরুণীর দেহে পোড়া দাগ রয়েছে। এই ধরনের দাগকে ‘ব্রাশ বার্ন’ বলা হয়। গাড়িটি চলতে থাকায় রাস্তার সঙ্গে চামড়ায় ঘষা লেগে এই পোড়া দাগ তৈরি হয়েছে। পায় ৪০টি ক্ষত রয়েছে দেহে। তবে যৌন হেনস্থার কোনও প্রমাণ পাওয়া যায়নি শরীরে। ঘটনাটিতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

     

     

    ইতিমধ্যে ঘটনায় খুনের অভিযোগ করেছেন সেই স্কুটিতে আরও এক তরুণী নিধির মা। স্কুটিতে ইচ্ছে করে ধাক্কা দেয় ওই গাড়িটি। নিধিও ছিটকে পড়ে। কিন্তু কোনওভাবে পালিয়ে যায়। যদিও এখনও খুনের অভিযোগে কোনও মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Mohammed Amin Khubaib: লস্করের লঞ্চিং কমান্ডার আবু খুবাইবকে জঙ্গি ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

    Mohammed Amin Khubaib: লস্করের লঞ্চিং কমান্ডার আবু খুবাইবকে জঙ্গি ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাস দমনে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জম্মু-কাশ্মীরের লস্কর-ই-তৈবার লঞ্চিং কমান্ডার মোহম্মদ আমিন ওরফে আবু খুবাইবকে (Mohammed Amin Khubaib) জঙ্গি হিসেবে ঘোষণা করা হয়েছে। তাকে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন ১৯৬৭-এর অধীনে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি লস্কর-ই-তৈবার মদতপ্রাপ্ত শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-কে নিষিদ্ধ হিসাবে ঘোষণা করা হচ্ছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এটি ঘোষণা করা হয়। জঙ্গি দমনে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। এরইমধ্যে একটি হল গতকালের সিদ্ধান্ত।

    মোহম্মদ আমিন খুবাইবকে জঙ্গি হিসেবে ঘোষণা কেন্দ্রের

    সূত্রের খবর অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার কাথাওয়া গ্রামের বাসিন্দা ও দাউদ ভাটের ছেলে খুবাইব (Mohammed Amin Khubaib)। কিন্তু বর্তমানে পাকিস্তানে বসবাস করছে সে এবং লস্কর-ই-তৈবার জন্য সন্ত্রাসীদের লঞ্চিং কমান্ডার হিসাবে কাজ করছে। অর্থাৎ জম্মু-কাশ্মীরে লস্কর-ই-তৈবার জঙ্গি গতিবিধির দায়িত্বে খুবাইব থাকলেও, বর্তমানে তিনি পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, আবু খুবাইব আন্তঃসীমান্ত এজেন্সিগুলির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে এবং জম্মু অঞ্চলে এলইটি-এর সন্ত্রাসবাদী কার্যকলাপকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে। এছাড়াও খুবাইব জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ এবং সন্ত্রাসীদের অর্থ দেওয়া ইত্যাদির সঙ্গে জড়িত।

    আরও পড়ুন: অঙ্কিতার থেকে প্রাপ্ত টাকা ববিতাকে আলাদা করে রাখার নির্দেশ দিল হাইকোর্ট

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “কেন্দ্রীয় সরকার বিশ্বাস করে যে মোহাম্মদ আমিন খুবাইব সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত এবং তাকে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন ১৯৬৭-এর অধীনে সন্ত্রাসী হিসাবে যুক্ত করা হবে।” প্রসঙ্গত, ব্যক্তি এবং সংস্থার কিছু বেআইনি কার্যকলাপ প্রতিরোধ করার জন্য এবং সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে মোকাবিলা করার জন্যই বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭ তৈরি করা হয়েছিল।

    অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, ২০১৯ সালে তৈরি হয় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। মূলত অনলাইনেই কার্যকলাপ চালায় এই জঙ্গি সংগঠন। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, বেআইনিভাবে সীমান্ত পারাপার এবং অস্ত্র ও মাদক পাচারের সঙ্গেও যুক্ত এই সংগঠন। জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষদের সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে উস্কানি দেয় এই সংগঠন, এমনটাও জানানো হয়েছে। ফলে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট-কেও নিষিদ্ধ হিসাবে ঘোষণা করা হয়েছে।

  • West Midnapore Gang Rape: গণধর্ষণের তদন্তে গাফিলতি! মেদিনীপুরের এসপি-র বিরুদ্ধে কড়া নির্দেশ হাইকোর্টের

    West Midnapore Gang Rape: গণধর্ষণের তদন্তে গাফিলতি! মেদিনীপুরের এসপি-র বিরুদ্ধে কড়া নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিম মেদনীপুরের কেশপুর ব্লকের আনন্দপুর থানার গণধর্ষণের মামলায় (West Midnapore Gang Rape) জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, জেলার পুলিশ সুপার দীনেশ কুমারকে সতর্ক করতে হবে। শুধু মৌখিকভাবে সতর্ক করলেই চলবে না, তাঁকে যে সতর্ক করা হল তা তাঁর সার্ভিস বুকে উল্লেখ করতে হবে বলেও জানিয়েছে আদালত। 

    কেন এমন নির্দেশ? 

    আনন্দপুর গণধর্ষণ মামলায় (West Midnapore Gang Rape) পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে। আর তার জেরেই এই নির্দেশ। রাজ্য পুলিশের ডিজি-র কাছে রিপোর্ট তলব করেছিল আদালত। সেই রিপোর্টে ডিজি স্পষ্ট জানান, এসপির কর্তব্যে গাফিলতি ছিল। রিপোর্ট পাওয়ার পরেই আদালতের নির্দেশ, কর্তব্যে গাফিলতির বিষয়টি এসপি দীনেশ কুমারের সার্ভিস বুকে উল্লেখ করতে হবে।

    আরও পড়ুন: রেকর্ড শীত কলকাতায়! মরশুমের শীতলতম দিনে কাঁপুনি ধরাল হাড়ে 

    কয়েক মাস আগেই কেশপুর ব্লকের আনন্দপুর থানা এলাকায় জমি বিবাদকে ঘিরে এক গণধর্ষণের ঘটনা (West Midnapore Gang Rape) ঘটে। নির্যাতিতা মহিলার অভিযোগ নিতে দেরি করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসার পরই আনন্দপুর থানার ওসিকে সাসপেন্ড করা হয়। এবার কড়া পদক্ষেপ নেওয়া হল পুলিশ সুপারের বিরুদ্ধেও।     

    মেদিনীপুরের বিষয়টিকে সামনে রেখে আদালত এদিন রাজ্যের সমস্ত এসপি ও পুলিশ কমিশনারদের সতর্ক করে বলে, কোনওভাবেই এই ধরনের ফৌজদারি অপরাধের (West Midnapore Gang Rape) অভিযোগ নিতে দেরি করলে চলবে না। এইসব মামলায় পুলিশের গাফিলতির অভিযোগ এলে তৎক্ষণাৎ রাজ্যকে সংশ্লিষ্ট এসপি বা পুলিশ কমিশনারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। 

    আনন্দপুরের গণধর্ষণের (West Midnapore Gang Rape) অভিযোগ পুলিশ না নেওয়ায় ইতিমধ্যে আদালতের নির্দেশে ওই থানার ওসি এবং বিভাগীয় ডিএসপির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। নির্যাতিতার আইনজীবী সৌম্যজিৎ দাস মহাপাত্রের অভিযোগ, শুধু এই একটি ঘটনা নয়, শুধু ওই জেলা নয়, রাজ্যের আরও কিছু জেলায় এমন গুরুতর অভিযোগ রয়েছে। আদালতও এই অভিযোগ মেনে নিয়েছে। অভিযুক্ত এসপির বিরুদ্ধে এমন মামলা এই এজলাসেই ঝুলে রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share