Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Atal Bihari Vajpayee: অটল বিহারী বাজপেয়ীর নামে সূর্যের নিকটতম নক্ষত্রের নামকরণ করা হল

    Atal Bihari Vajpayee: অটল বিহারী বাজপেয়ীর নামে সূর্যের নিকটতম নক্ষত্রের নামকরণ করা হল

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার গোটা দেশজুড়ে পালন করা হয়েছে গুড গভর্নেন্স ডে। আর সেই দিনই ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর নামে একটি নক্ষত্রের নামকরণ করা হল। বিজেপির ঔরঙ্গাবাদের সভাপতি শিরিস বরালকর বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে একটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে।” পৃথিবী থেকে ৩৯২.০১ আলোকবর্ষ দূরে রয়েছে এই নক্ষত্রটি। জানা গিয়েছে, এটিই সূর্যের সবথেকে কাছের নক্ষত্র। ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রি সার্টিফিকেটের তরফে জানানো হয়েছে, “ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রিতে ২০২২ সালের ২৫ ডিসেম্বর একটি নক্ষত্র নথিভুক্ত করা হয়েছে। নক্ষত্রটির কোঅর্ডিনেট ১৪ ০৫ ২৫.৩ – ৬০ ২৮ ৪১.৯। নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে অটল বিহারী বাজপেয়ী জি। রেজিস্ট্রেশন নম্বর সিএক্স১৬৪০৮ইউএস।” 

    বাজপেয়ীর গৌরবময় শাসনকাল  

    দু দফায় দেশের প্রধানমন্ত্রীর পদ সামলেছেন অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee)। প্রথমে ১৯৯৬ সালে অল্প কিছু সময়ের জন্য দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ১৬ মে থেকে ১ জুন, মাত্র ১৫ দিন পদে ছিলেন তিনি। ফের ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর ভূমিকায় ছিলেন তিনি। অতীতে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর মন্ত্রিসভায় বিদেশমন্ত্রী ছিলেন বাজপেয়ী।

    আরও পড়ুন: কেন্দ্রের বরাদ্দের বছর পার, এখনও শেষ হল না রাজ্যের করোনা প্রস্তুতি  

    ২০১৮ সালের অগাস্ট মাসে প্রয়াত হন অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee)। দেশে বিকাশমূলক বিভিন্ন কাজের জন্যে তিনি আজও ভীষণভাবে জনপ্রিয়। ১৯৯৮ সালে রাজস্থানের পোখরানে মরুভূমির নীচে পারমাণবিক পরীক্ষা হয়েছিল তাঁর আমলেই। ভারতের জন্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এটি। পারমাণবিক শক্তিতে এর পরেই ভারত গোটা বিশ্বের সামনে স্বীকৃতি পায়। কার্গিল যুদ্ধও হয় তাঁরই আমলে। যে যুদ্ধে পাকিস্তানকে ধরাশায়ী করে ভারত।   

    কেন্দ্রীয় সরকার বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ২৫ ডিসেম্বর দিনটিকে গুড গভর্নেন্স ডে বা সুশাসন দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো গোটা দেশে গুড গভর্নেন্স ডে পালিত হয়েছে রবিবার।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Venugopal Dhoot: ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে গ্রেফতার ভিডিওকনের কর্ণধার বেণুগোপাল ধুত

    Venugopal Dhoot: ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে গ্রেফতার ভিডিওকনের কর্ণধার বেণুগোপাল ধুত

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যাঙ্ক প্রতারণার দায়ে গ্রেফতার ভিডিওকনের কর্ণধার মালিক বেণুগোপাল ধুতকে (Venugopal Dhoot) গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ উঠেছে বেণুগোপালের বিরুদ্ধে। এই একই মামলায় গত সপ্তাহেই ব্যাঙ্কের প্রাক্তন সিইও তথা এমডি চন্দা কোছরকে গ্রেফতার করেছে সিবিআই। চন্দার সঙ্গেই তাঁর স্বামী দীপক কোছরকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগেই দীপককে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

    রবিবার চন্দা এবং তাঁর স্বামী দীপককে মুম্বইয়ের সিবিআই- এর বিশেষ আদালতে হাজির করা হয়েছিল। আপাতত তাঁরা ৩ দিনের সিবিআই হেফাজতে রয়েছেন। সোমবারই গ্রেফতার করা হয় বেণুগোপাল ধুতকে (Venugopal Dhoot)। সম্প্রতি চর্চায় রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্কের ঋণ প্রতারণার মামলা। ভিডিওকনের মালিকের গ্রেফতারিতে আবার নতুন করে শোরগোল শুরু হয়েছে। 

    কী অভিযোগ?  

    সিবিআইয়ের অভিযোগ, চন্দা এবং দীপক চার বছর আগে বেণুগোপালের (Venugopal Dhoot) সংস্থা ভিডিওকনকে ৩ হাজার ২৫০ কোটি টাকার বিপুল ঋণ পাইয়ে দিয়েছিলেন। যদিও ওই অভিযোগ অস্বীকার করেন চন্দা এবং তাঁর স্বামী দীপক। মামলাটি পৌঁছয় সুপ্রিম কোর্টেও। প্রসঙ্গত ৩ দশকেরও বেশি সময় ধরে আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ছিলেন চন্দা। তবে অভিযোগ ওঠার পর ২০১৮ সালের অক্টোবর মাসে চন্দাকে বরখাস্ত করেছিল ওই আইসিআইসিআই।

    অভিযোগ করা হয়েছে, ভিডিওকনের সিইও ২৮টি লোনের প্রস্তাব জমা দিয়েছিল আইসিআইসিআই ব্যাঙ্কের কাছে। তার মধ্যে ৮টি প্রস্তাব অনুমোদন পায়। চন্দা কোছরের নেতৃত্বে বিশেষ কমিটিই ওই লোনের প্রস্তাবে অনুমোদন দিয়েছিল বলে দাবি করা হয়েছে। ২০০৯-২০১১, এই দু’বছরের মধ্যে মোট ১৮৭৫ কোটি টাকার লোন বরাদ্দ করা হয়েছিল বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: গুজরাট বিধানসভায় বিপুল জয় বলে দিয়েছে লোকসভা নির্বাচনে কী হবে! অভিমত অমিত শাহের

    পরবর্তীতে জানা যায় অনৈতিক ভাবে প্রভাব খাটিয়ে এই ঋণ বরাদ্দ করা হয়েছিল ভিডিওকন গোষ্ঠীকে। ২০১৯ সালে এই মামলার তদন্তে নামে সিবিআই। তদন্তে জানা যায়, প্রদত্ত লোনের ৬৪ কোটি টাকা দীপক কোছরের এনআরএল -কে দিয়েছিলেন বেণুগোপাল ধুত (Venugopal Dhoot)। এমনকী, চন্দা কোছরের নামে মুম্বইয়ে একটি ফ্ল্যাট-সহ প্রায় ৮০ কোটি টাকার সম্পত্তিও কোছর দম্পতিকে দেওয়া হয় ভিডিওকন গ্রুপের তরফে।          

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Amit Shah: গুজরাট বিধানসভায় বিপুল জয় বলে দিয়েছে লোকসভা নির্বাচনে কী হবে! অভিমত অমিত শাহের

    Amit Shah: গুজরাট বিধানসভায় বিপুল জয় বলে দিয়েছে লোকসভা নির্বাচনে কী হবে! অভিমত অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল জয় আসন্ন লোকসভা ভোটে ভাল প্রভাব ফেলবে। এমনই অভিমত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। রবিবার সুরাট শহর ও জেলা বিজেপি আয়োজিত নব নির্বাচিত বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মত ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    যা বললেন অমিত শাহ

    গুজরাট বিধানসভা নির্বাচনে বিশাল জয়ে উজ্জীবিত বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে এই সাফল্য ইতিবাচক প্রভাব ফেলবে। গুজরাট বিধানসভায় নিবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘অনেক নতুন নতুন দল এবারের নির্বাচনে অংশ নিয়েছিল। দিয়েছিল ভুরিভুরি প্রতিশ্রুতি। যা শুনে কিছু মানুষ বিভ্রান্ত হলেও, রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ বুঝিয়ে দিয়েছে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই আছেন। তাই বাকি দলগুলির ব্যাপক বিপর্যয় ঘটেছে নির্বাচনের ফলাফলে। একই সঙ্গে গুজরাটের বিপুল জয় আগামী দিনে লোকসভা নির্বাচনে কী হতে যাচ্ছে, তা বুঝিয়ে দিয়েছে। সাধারণ মানুষ চায়, মজবুত সরকার। শক্ত হাতেই থাক দেশের শাসন ব্যবস্থা। আর এক্ষেত্রে নরেন্দ্র মোদির কোনও বিকল্প নেই।’

    আরও পড়ুন: জন্মবার্ষিকীতে ‘সদাইব অটল’-এ গিয়ে বাজপেয়ীকে শ্রদ্ধা মোদি-শাহের 

    অনুপ্রেরণা জোগাবে এই জয়

    গুজরাটের নতুন বিধায়কদের উদ্দেশে অমিত শাহ আরও বলেন, ‘এই বিশাল জয় গোটা দেশের বিজেপি কর্মীদের মনোবল বাড়াবে, আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তা ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আমার বিশ্বাস। দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পছন্দ করেন। তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। গুজরাটের মানুষ নরেন্দ্র মোদিকে দু’হাত ভরে আশীর্বাদ করেছেন বলেই পর পর দু’বার লোকসভা নির্বাচনে এখানে আমরা ২৬টির মধ্যে ২৬টি সিট জিততে পেরেছি। আশা করি, এবারও তার অন্যথা হবে না। এখন থেকেই আমাদের নতুন লক্ষ্যে কাজ শুরু করে দিতে হবে। গুজরাটের মানুষকে ভীষণই ভালোবাসেন প্রধানমন্ত্রী। তাই বিধানসভা নির্বাচনের সময় তিনি গোটা রাজ্য জুড়ে প্রচার করেছিলেন। তার ফল আমরা হাতেনাতে পেয়েছি। বিরোধীরা মোদি-ঝড়ে উড়ে গিয়েছে। সব কিছুই ফিকে পড়েছে তাঁর জনপ্রিয়তার সামনে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mann Ki Baat: ‘মাস্ক পরুন, সতর্ক থাকুন’, বছর শেষের ‘মন কি বাতে’ দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর

    Mann Ki Baat: ‘মাস্ক পরুন, সতর্ক থাকুন’, বছর শেষের ‘মন কি বাতে’ দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার, বড়দিনে চলতি বছরের শেষ মন কি বাত (Mann Ki Baat) অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন ছিল ৯৬তম মন কি বাত অনুষ্ঠান। বক্তব্যের শুরুতেই দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এর পরেই করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। দেশবাসীকে মাস্ক পরে থাকা এবং বারবার হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, উৎসবের মরশুমে আনন্দ করলেও করোনা নিয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

    করোনা নিয়ে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

    এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Mann Ki Baat) বলেন, “অনেক দেশেই ফের নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমাদের তাই সতর্ক থাকতে হবে। সব প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে।” এর পরেই তিনি কোভিড থেকে বাঁচতে ভারতবাসীকে মাস্ক পরতে এবং হাত ধোয়ার কথা জানান। তিনি আরও বলেন, “আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বের অনেক দেশেই করোনা বাড়ছে, তাই আমাদের মাস্ক পরতে হবে এবং হাত ধোয়ার মত সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। আমরা যদি সজাগ থাকি, তাহলে আমরা নিরাপদে থাকব এবং আমাদের উৎসবে কোনও বাধা আসবে না।”

    আরও পড়ুন: ‘ভারত দ্রুত এগোচ্ছে’, বছরের শেষ মন কি বাতে জানালেন প্রধানমন্ত্রী

    করোনা রুখতে আয়ুর্বেদ ও যোগার উপর ভরসা রাখার বার্তা মোদির

    প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই ভারতে থাবা বসিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। ভারতের একাধিক রাজ্যে পাওয়া গিয়েছে সেই বিএফ.৭। করোনার নতুন ভ্যারিয়েন্টের ফলে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। ফলে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদি (Mann Ki Baat) দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আবার করোনা রুখতে আয়ুর্বেদ ও যোগার উপর ভরসা রাখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “করোনার বিরুদ্ধে মোকাবিলার জন্য আয়ুর্বেদে বিশ্বাস রাখুন।”

    এর পর আজ নিজের বক্তব্যের (Mann Ki Baat) শেষে সকলকে বর্ষবরণের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পরের বার, আমরা ২০২৩ সালে দেখা করব। আমি আপনাদের সকলকে ২০২৩ সালের জন্য শুভকামনা জানাই। এই বছরটিও দেশের জন্য বিশেষ হয়ে উঠুক। ভারত নতুন উচ্চতায় ছুঁতে থাকুক। একসঙ্গে আমাদের একটি রেজোলিউশন নিতে হবে ও এটিকে সত্যি করে তুলতে হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Atal Bihari Vajpayee: জন্মবার্ষিকীতে ‘সদাইব অটল’-এ গিয়ে বাজপেয়ীকে শ্রদ্ধা মোদি-শাহের

    Atal Bihari Vajpayee: জন্মবার্ষিকীতে ‘সদাইব অটল’-এ গিয়ে বাজপেয়ীকে শ্রদ্ধা মোদি-শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) ৯৮তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে এদিন সকালেই বাজপেয়ীর স্মৃতিসৌধ ‘সদাইব অটলে’ গিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সদাইব অটলে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় সহ বিশিষ্টজনেরা।

    সদাইব অটল…

    সদাইব অটলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে যাওয়ার আগে একটি ভিডিও ট্যুইট করেন প্রধানমন্ত্রী। ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, অটলজিকে তাঁর জন্মবার্ষিকীতে শত শত সালাম। ভারতে তাঁর অবদান অপরিসীম। তাঁর নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি লক্ষ লক্ষ মানুষকে আজও অনুপ্রাণিত করে।

    ভিডিওটিতে মোদি বলেন, অটলজি(Atal Bihari Vajpayee) একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। কৈশোর থেকে জীবনের শেষ অবধি তিনি দেশের জন্য, দেশবাসীর জন্য, নীতির জন্য বেঁচে ছিলেন। দেশের প্রতি তিনি ছিলেন দায়বদ্ধ। জাতির কল্যাণে নিজেকে সম্পূর্ণ নিবেদন করেছিলেন বাজপেয়ী। শূন্য থেকে কীভাবে সৃষ্টি করা যায়, তার পথপ্রদর্শক হিসেবে একজন মহাপুরুষ হিসেবে অটল বিহারী বাজপেয়ীর নাম একেবারে সামনের সারিতে। আমি, আমাদের সকলের পক্ষ থেকে অটলজিকে শ্রদ্ধা জানাই।

    এদিকে, এদিন সদাইব অটলে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর পরে শ্রদ্ধা নিবেদন করেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তারও পরে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, হরদীপ পুরি প্রমুখ।

    আরও পড়ুন: অমর অটল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Sheezan Khan: অভিনেত্রীর রহস্য মৃত্যুতে গ্রেফতার সহ অভিনেতা, জানুন কে

    Sheezan Khan: অভিনেত্রীর রহস্য মৃত্যুতে গ্রেফতার সহ অভিনেতা, জানুন কে

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিনেত্রীর রহস্য মৃত্যুতে গ্রেফতার সহ অভিনেতা। ধৃতের নাম শেজান মহম্মদ খান (Sheezan Khan)। শনিবার মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ে একটি টিভি শোয়ের সেটের বাথরুম থেকে উদ্ধার হয় অভিনেত্রী টিউনিশা শর্মার (Tunisha Sharma) ঝুলন্ত দেহ। অভিযোগ, টিউনিশা আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে শেজান মহম্মদ খানকে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে। এদিকে, শনিবারই মুম্বইয়ের জেজে হাসপাতালে টিউনিশা শর্মার দেহের ময়নাতদন্ত হয়েছে। এক পুলিশ আধিকারিকের কথায়, ভোর সাড়ে চারটে পর্যন্ত টিউনিশা শর্মার দেহের ময়নাতদন্ত হয়েছে। পুরো পর্বটিতে উপস্থিত ছিলেন চার থেকে পাঁচ জন পুলিশ কর্মী। ওই আধিকারিক জানান, দেহ রাখা হয়েছে হিমঘরে।

    শ্যুটিং চলাকালীন…

    জানা গিয়েছে, শনিবার বাথরুমে গিয়ে দীর্ঘক্ষণ আর বের হননি বছর কুড়ির টিউনিশা শর্মা (Sheezan Khan)। শ্যুটিং চলাকালীন চায়ের বিরতির সময় তিনি বাথরুমে যান। ওয়ালিভ থানার পুলিশ জানিয়েছে, টিউনিশা দীর্ঘক্ষণ বাথরুম থেকে না বেরনোয় সন্দেহ হয় তাঁর সহ কর্মীদের। বাথরুমের দরজা ভেঙে বের করা হয় টিউনিশাকে। সহকর্মীরাই তাঁকে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অভিনেত্রী টিউনিশার সহকর্মীদের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের দাবি, কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি, আত্মহত্যার ক্ষেত্রে যা সচরাচর হয়ে থাকে। পুলিশ জানিয়েছে, খুন এবং আত্মহত্যা ঠিক কোনটি হয়েছে, তা জানতে শুরু হয়েছে তদন্ত। অভিনেত্রী মেয়ের মৃত্যুর ঘটনায় সহ অভিনেতা শেজান মহম্মদ খানের নামে অভিযোগ দায়ের করেন টিউনিশার মা। শেজান আলিবাবা: দস্তান-ই-কাবুল শোয়ে প্রধান চরিত্রে অভিনয় করেন শেজান। টিউনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাঁকে।

    আরও পড়ুন: কাশীর পর মথুরা! শাহি ইদগাহ মসজিদে সমীক্ষার নির্দেশ আদালতের

    প্রসঙ্গত, ‘ভারত কা বীর পুত্র-মহারাণা প্রতাপ’ সিরিয়ালে শিশু শিল্পী হিসেবে দেখা গিয়েছিল টিউনিশাকে (Sheezan Khan)। ওই সিরিয়ালে তিনি চাঁদ কানওয়ারের ভূমিকায় অভিনয় করেছিলেন। পরে ‘গব্বর পুঞ্চওয়ালা’, ‘শের ই পাঞ্জাব: মহারাজ রঞ্জিত সিং’, ‘চক্রবর্তী অশোক সম্রাট’ সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেন তিনি। বলিউডের ‘ফিতুর’, ‘বারবার দেখো’ সহ একাধিক সিনেমায়ও অভিনয় করেছিলেন টিউনিশা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Heeraben Modi: হাসপাতালে ভর্তি হীরাবেন, অসুস্থ মাকে দেখতে গুজরাট পৌঁছলেন নরেন্দ্র মোদি

    Heeraben Modi: হাসপাতালে ভর্তি হীরাবেন, অসুস্থ মাকে দেখতে গুজরাট পৌঁছলেন নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁকে গুজরাটের আহমেদাবাদের ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়েছে। এবছর শতবর্ষ অতিক্রম করেছেন হীরাবেন। চলতি মাসের শুরুতেই মায়ের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। গুজরাটের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগেরদিন সন্ধ্যায় গান্ধীনগরে মায়ের সঙ্গে দেখা করেন তিনি।

    হাসপাতালের তরফে বুধবার একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে হীরাবেনের অসুস্থতা ও শারীরিক পরিস্থিতি সম্পর্কে এর বাইরে আর কোনও তথ্য প্রকাশ করেনি হাসপাতাল। সূত্রের খবর, বয়স জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বুধবার সকাল থেকেই বিজেপির একাধিক নেতা পৌঁছে গিয়েছেন হাসপাতালে। হীরাবেন মোদির শারীরিক অবস্থার খবর নিয়েছেন তাঁরা। 

    তবে, পরিবার সূত্রে জানানো হয়েছে উদ্বেগের কোনও কারণ নেই। এর আগেও একাধিকবার তাঁকে একইভাবে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এদিকে মায়ের অসুস্থতার খবর পেয়ে সব কর্মসূচি বাতিল করে আহমেদাবাদ পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি। গুজরাট প্রশাসন সূত্রে খবর, বিমানবন্দরে নেমেই আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে পৌঁছন মোদি।

    গত জুনে হীরাবেন মোদি ১০০ বছর অতিক্রম করেছেন। মায়ের একশো বছরের জন্মদিনে গান্ধীনগরের বাড়িতে যান প্রধানমন্ত্রী ছেলে। শতায়ু মায়ের পাও ধুয়ে দেন নরেন্দ্র মোদি। হীরাবেন বর্তমানে নরেন্দ্র মোদির ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকেন।

    আরও পড়ুন: রাজ্যে সঠিকভাবে নষ্ট করা হয় না মেডিক্যাল বর্জ্য, অভিযোগ স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে 

    প্রসঙ্গত, গতকাল, অর্থাৎ, মঙ্গলবারই দুর্ঘটনার কবলে পড়েন নরেন্দ্র মোদির আরেক ভাই প্রহ্লাদ মোদি। মঙ্গলবার নিজের ছেলে, বউমা ও নাতির সঙ্গে বন্দিপুর যাচ্ছিলেন প্রহ্লাদ মোদি। সেই সময়ই কর্নাটকের মহীসুরুর কাছে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সকলেই সুস্থ রয়েছেন। এরই মাঝে ফের বিপদে মোদি পরিবার।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Chhattisgarh: তরুণীকে স্ক্রুডাইভার দিয়ে ৫১ বার আঘাত করে খুন করল বাস কন্ডাক্টর

    Chhattisgarh: তরুণীকে স্ক্রুডাইভার দিয়ে ৫১ বার আঘাত করে খুন করল বাস কন্ডাক্টর

    মাধ্যম নিউজ ডেস্ক: ফোনে কথা বলতে না চাওয়ার জেরে এক তরুণীকে স্ক্রু-ড্রাইভার দিয়ে খুঁচিয়ে হত্যা করল এক যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে (Chhattisgarh)। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবক বাস কন্ডাক্টর।

    কী ঘটেছে?  

    সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার ছত্তিশগড়ের (Chhattisgarh) করবা জেলার পাম্প হাউস কলোনিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, ২০ বছরের তরুণীর সঙ্গে ওই যুবকের তিন বছর আগে পরিচয় হয়। যুবকটি বাসের চালকের সহকারী হিসেবে কাজ করত। ওই বাসে নিয়মিত যাতায়াত করতেন নিহত তরুণী। একটা সময় পরে গিয়ে দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, অভিযুক্ত যশপুর জেলার বাসিন্দা।

    আরও পড়ুন: দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদির গাড়ি, ধাক্কা ডিভাইডার 

    পরবর্তীতে কর্মসূত্রে গুজরাটের আহমেদাবাদ চলে যায় ওই যুবক (Chhattisgarh)। এর পরেও ফোনে নিয়মিত যোগাযোগ ছিল দুজনের। বেশ কিছুদিন ধরে যুবকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই তরুণী। ২৪ ডিসেম্বর ওই তরুণীর বাড়িতে চলে যায় ওই যুবক।

    আরও পড়ুন: অনুব্রত-গড়ে ভাঙন! তৃণমূল ছেড়ে শুভেন্দুর সভায় বিজেপিতে যোগ কেষ্টর ডেপুটির     
     
    বাড়িতে (Chhattisgarh) কেউ না থাকার সুযোগে মুখে বালিশচাপা দিয়ে একটি স্ক্রু-ড্রাইভার দিয়ে ওই তরুণীকে ৫১ বার আঘাত করে পালিয়ে যায় ওই যুবক। পরে তরুণীর ভাই তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।   
     
    এ বিষয়ে পুলিশ আধিকারিক (Chhattisgarh) বিশ্বদীপক ত্রিপাঠি জানান, নিহত ওই তরুণী যোগাযোগ বন্ধ করে দেওয়ার পর থেকেই তাঁকে ও বাড়ির লোকজনকে ফোনে হুমকি দিত ওই যুবক। ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক ওই যুবকের খোঁজে তল্লাশি চাল্লাচ্ছে পুলিশ। পলাতক আসামিদের সন্ধানে চারটি দল গঠন করেছে।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Prahlad Modi: দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদির গাড়ি, পা ভাঙল নাতির

    Prahlad Modi: দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদির গাড়ি, পা ভাঙল নাতির

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্ঘটনার কবলে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদির (Prahlad Modi) গাড়ি। মঙ্গলবার কর্নাটকের মহীসুরুর ঠিক বাইরে, কাড়কোল্লা নামে এক জায়গায় প্রহ্লাদ মোদির গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। জানা গিয়েছে, গাড়িটি বেশ গতিতে ছুটছিল। ওই গাড়িতে প্রহ্লাদ মোদি-সহ মোট ৫ জন ছিল। সকলেই আহত হন। আহতদের দ্রুত এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রহ্লাদ মোদি আপাতত বিপন্মুক্ত। প্রহ্লাদ মোদি মহীসুরু থেকে সড়কপথে চামরঞ্জনগড় এবং বন্দিপুর যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। এক স্থানীয় পুলিশ আধিকারিক জানান, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ ঘটেছে দুর্ঘটনাটি।

     


     

    কী জানিয়েছে পুলিশ? 

    পুলিশ আরও জানায়, এদিন প্রহ্লাদ মোদি (Prahlad Modi), তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং নাতিকে নিয়ে একটি মার্সিডিজ় বেঞ্জ গাড়িতে করে বন্দিপুরায় যাচ্ছিলেন। ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। প্রহ্লাদ মোদির পুত্র ও পুত্রবধূ গুরুতর আহত হয়েছে জানা গিয়েছে। মহীসুরুর জেএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। আরও জানা গিয়েছে, প্রহ্লাদ মোদির নাতির পা ভেঙে গিয়েছে। তার মাথায়ও সামান্য চোট লেগেছ। বাকিরা আপাতত আইসিইউতে।

    আরও পড়ুন: এখন থেকে বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন নেজাল ভ্যাকসিন, দাম কত জানেন? 

    খবর পেয়েই, জেএসএস হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি (Prahlad Modi) এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন সুত্তুর মঠের প্রধান শিবরাত্রি দেশিকেন্দ্র স্বামীজি। মুহূর্তেই দুর্ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা গিয়েছে গাড়িটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্থ। ডানদিকের সামনের চাকাটি খুলে গিয়েছে। গাড়িটি একটি ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পরিদর্শনে যান মহীসুরু সিটি পুলিশ কমিশনার এবং মহীসুরু জেলা পুলিশ সুপার। একটি মামলা দায়ের হয়েছে মহীসুরু দক্ষিণ থানায়।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Mock Drill: অতিমারি মোকাবিলায় প্রস্তুত দেশ? দেশজুড়ে হাসপাতালগুলোতে চলল কোভিড ‘মক ড্রিল’

    Mock Drill: অতিমারি মোকাবিলায় প্রস্তুত দেশ? দেশজুড়ে হাসপাতালগুলোতে চলল কোভিড ‘মক ড্রিল’

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা ফের নতুন করে আতঙ্কের সৃষ্টি করছে। করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন ভারত। চিনে কোভিডের সংক্রমণ বৃদ্ধি হয়েই চলেছে। এছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সেও সংক্রমণ বৃদ্ধি হয়েছে। আর এবারে দেশেও যাতে করোনার বাড়বাড়ন্ত না হয়, তার জন্যই কেন্দ্রের তরফে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কোভিড মোকাবিলায় প্রস্তুতি নিশ্চিত করতে এদিন দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ‘মক ড্রিল’ (Mock Drill) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য মঙ্গলবার দিল্লির সফদরজং হাসপাতালে মক ড্রিল চলাকালীন উপস্থিত ছিলেন।

    কী এই ‘মক ড্রিল’?

    কেন্দ্রের উদ্যোগে আজ দেশজুড়েই চলবে নজরদারি, আর একেই বলা হচ্ছে ‘মক ড্রিল’ (Mock Drill)। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুসারে, কোভিড ১৯ সম্পর্কিত যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালগুলি তৈরি কিনা তার নজরদারিই হল মক ড্রিল। করোনার সঙ্গে মোকাবিলা করতে সমস্ত প্রস্তুতি যে একেবারে পাকা, তা নিশ্চিত করতে মঙ্গলবার বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালে মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

    আরও পড়ুন: রাজ্যে করোনা টিকার ভাঁড়ার শূন্য! সাফাই শাসকদলের, তীব্র কটাক্ষ বিজেপির

    মক ড্রিলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য নিজে সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ দিল্লির সফদরজং হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখতে যান। এরপর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) ডাক্তারদের সঙ্গে আজ বৈঠকও আছে তাঁর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন – বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের সতর্ক থাকতে হবে।” তিনি আরও বলেন, “আমাদের প্রস্তুতি নিশ্চিত করতে হবে। দিল্লির সফদরজং হাসপাতাল যেভাবে প্রস্তুত, আমরা চাই অন্যান্য হাসপাতালগুলিও প্রস্তুত থাকুক। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীরা যাতে নিশ্চিত করেন যে সর্বত্র প্রোটোকল অনুসরণ করা হচ্ছে।”

    কী কী বিষয় খতিয়ে দেখা হবে মক ড্রিলে?

    এই মক ড্রিলে (Mock Drill) দেখা হবে আইসোলেশন বেডের সংখ্যা, অক্সিজেনযুক্ত বেডের সংখ্যা, আইসিইউ এবং ভেন্টিলেটর যুক্ত বেডের সংখ্যা। এছাড়া চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সর্বোচ্চ কতসংখ্যক ফ্রন্টলাইন কর্মী রয়েছেন, তাও খতিয়ে দেখা হবে। এছাড়াও মক ড্রিলে জোর দেওয়া হচ্ছে কোভিড মোকাবিলায় পেশাদাররা কতটা প্রশিক্ষিত তার ওপরে। গুরুতর পরিস্থিতির ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবায় প্রশিক্ষিতরা কতটা ভেন্টিলেটরি ম্যানেজমেন্ট করতে পারছেন তাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি অ্যাডভান্স এবং বেসিক লাইফ সাপোর্ট, পিএসএ প্ল্যান্টের পরিচালনায় কর্মীরা কতটা দক্ষ তাও খতিয়ে দেখা হবে। এছাড়াও অ্যাম্বুলেন্স, পরীক্ষার সরঞ্জাম, প্রয়োজনীয় ওষুধের ওপরেও নজর রাখা হবে।

LinkedIn
Share